নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

সোনালি অতীত

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২


শব্দের মিশ্রনে বাক্যের অপবাদ
অনাহারের ক্লান্ত শিশুর অভিশাপ
রাষ্ট্রের পরিহাসে স্বৈরাচারী নায়ক নায়িকার
প্রেমালাপে ব্যস্ত যুবক যুবতীর পদাচরণের
মুখরিত শব্দবানে ক্লান্ত অভিশাপ।
রাষ্ট্রের নির্বিক চাহনিতে ক্লান্তির চাপ।
শুধু কি বেঁচে থাকায়ই লক্ষ্যের সীমানা
শুধু কি পাশ কাটিয়ে চলার মন্ত্রে বিশ্বাসী,
হে তরুন, ভালোবাসা কি জানো?
প্রেয়সীর বুকের গন্ধে নিমজ্জিত রক্তের
গতির মাঝে কি তুমি প্রাণ খুঁজে পাওনা?
শোষিত মানুষের অভিশাপ কি,
খুঁজে পাওনা বীর্যে?
তোমার প্রেয়শীর গোঙানিতে
কি খুঁজে পাওনা ধর্ষিতার চিৎকার,
তবে ভালোবাসো কি?
শুধু কি মাংসের গন্ধ!
গতিহীন রক্ত!

অভিশাপ তোমায়।
অভিশাপ তোমার প্রেয়সীকে
যার ভালোবাসা অন্ধ করেছে তোমাকে।
তোমার পূর্বপুরুষ অভিশাপ দিচ্ছে,
হে তরুন,
ফিরে এসো, স্বরুপে
যে ধরনার ধূলিকনায় মিশে আছে
তোমার রক্তটান বংশ,
তোমার সাথী, তোমার ভালোবাসা।
তোমার বীর্যের উত্তাপে
ধ্বংস হোক বুনিয়াদি রাজনীতি
ধ্বংস হোক লালাবিশিষ্ট প্রাণী।
তোমার চোখের রাগে
ভয়পাক শোষকশ্রেণী
মিশে যাক মৃত্তে,
সব পা চাটা প্রাণী।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

কামরুননাহার কলি বলেছেন: ২ নং কবিতাটি ভালো গেলেছে

২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

নিতাই পাল বলেছেন: দারুণ লিখেছেন শ্রদ্ধেয় কবি। ভালো লাগা আর ভালোবাসা রেখে গেলাম।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

আটলান্টিক বলেছেন: কি বলবো ভেবে পাচ্ছিনা :( :( কবিতাটা কি ভাল হয়েছে?

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৬

Biniamin Piash বলেছেন:
কয়েকটি বানান ভুল আছে,ঠিক করে নিবেন।

দুটো কবিতাই অসাধারণ সুন্দর হয়েছে।

সময় পেলে আমার ব্লগ থেকে একবার ঢুঁ মেরে আসবেন। :)

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১

জাহিদ অনিক বলেছেন:

অতীত কেন সর্বদা সোনালী হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.