নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

পুনর্জন্ম

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

পুনর্জন্ম (বিবর্ধিত)
---------------
ধরো আমি হারিয়ে গেছি
দূর নীলিমায় মিশে গেছি
তখনও কি আমায় ভালোবাসবে তুমি
ছুটে আসবে কি?
সব সাংসারিক কাজ ফেলে,
আমার নিথর দেহ দেখবে বলে?


কয়েক ফোঁটা অশ্রু কি,
ঝরে পড়বে হৃদয়ের গহীনে অজান্তে?
প্রথম স্পর্শের স্মৃতি কি বাঁক খাবে
সময়ে অসময়ে?
ফুচকা খেতে বারণ করার রাগ কি
এবার কমবে?
জানতে ইচ্ছে করে?


লাল চুড়ি জোড়া কি এখনও
সযত্নে রেখেছ আগলে?
নাকি স্বর্ণের বালার কাছে
ভালোবাসা হেরে গেছে?
হেরে কি গেছে কি তবে,
প্রথম বিব্রতকর চুম্বন স্বাদ
স্বার্থপরতা বেড়াজালে?


কি অদ্ভুদ! নিয়তির খেলা ।
হাতের তালুতে তালুবদ্ধ ভালোবাসা
পিষ্ট হওয়া নিকষ কালো চাওয়া পাওয়া
সময়ের কাছে হেরে যায়।
হেরে যায় ছলনা, হেরে যায়
সূর্যশপথ তুমি,আমি, আমরা।
রয়ে যায় মহাকাল,
কালের লাল, নীল স্বপ্নের বাতি।
জিতে যায় কষ্ট,
বেদনা, ভালোবাসার স্মৃতি।

একবার মরে আবার জেগে
তোমার প্রেমে পড়তে ইচ্ছে করে।
ইচ্ছে করে নিয়ম করে ভুলে থাকাটা
অনিয়মের বেড়াজালে আটকিয়ে,
আরেকবার স্পর্শ করি তোমার হাতটা।
মৃত্যুর শ্বাশত সত্যকে মিথ্যে করে
মহাকাল থেকে ফিরে এসে
তোমার বাহুডোর বাঁচতে ইচ্ছে করে।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: আহারে---

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

স্বপ্নবাজ তরী বলেছেন: =p~ =p~

২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

কামরুননাহার কলি বলেছেন: বাহ দারুন একটি কবিতা। আপনাকে এ ++++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

স্বপ্নবাজ তরী বলেছেন: আপনাকে ধন্যবাদ.... ভালো থাকবেন

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

সৈয়দ ইসলাম বলেছেন: ভালোলাগা প্রিয়! +++

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ . আপনাদের ভালো লাগাই আমার অনুপ্রেরনা.

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কথামালায় গড়া প্রেমকাব্য

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ.

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১

আটলান্টিক বলেছেন: স্বপ্নবাজ ভাই আপনার আফসোস মরে গিয়েও কমলো না :( :( :(

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

স্বপ্নবাজ তরী বলেছেন: :( ;)

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

সাইন বোর্ড বলেছেন: বেশ অনুভবময় ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭

স্বপ্নবাজ তরী বলেছেন: হুম। অনুভুতিই স্বপ্ন বাঁচিয়ে রাখে..

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০

আটলান্টিক বলেছেন: আপনার বিশ্লেষণী ক্ষমতা প্রবল। সব কিছু খুব গুছিয়ে লিখেছেন।চমৎকার কাব্য

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৯

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৩

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমার খুব ভালো লেগেছে........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.