নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

বিষন্ন বিকাল

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১


বিষন্ন বিকাল
কিছু ভালোবাসার অনুভূতি
কেউ জানবে না,
কেউ বুঝবে না।
কেউ জানতেও চাইবেনা।
অবহেলায়, অযত্নে
নিরবে নিভৃতে
কুয়াশার মতো আভাস ছড়িয়ে
একদা মিলে যাবে শুন্যতায়।
মহাশুন্যতায়।
হৃদয়ে লুকে থাকা ভালাবাসার কথা
কভু বলা হবে না।
কিছু ভালোবাসা,
ভালোবাসারও আগে মরে গেছে
স্বার্থের বেড়াজালে,
দারিদ্রতার কষাঘাতে,
মিশে গেছে একবুক না পাওয়া নিয়ে
নীল আকাশে।


কিছু ভালোবাসা,
বরফের মতো জমে
বুকের মাঝে চিনচিন ব্যথা তুলে
সুদিনের অপেক্ষায় তাকে
স্বপ্ন দেখে পৃথিবীরকে দেখাবে বলে
চিৎকার করে বলবে
আমিও তোমাদের দলে।
হে প্রেমিকেরা,
আমার ভালোবাসার অাগ্নেয়গিরিতেও
একদিন অগ্ন্যুৎপাত হবে
আকাশে সেদিন তারা উঠবে
সাথে চাঁদও
সে সুদিনের অপেক্ষায়
কিছু ভালোবাসা বেঁচে রয়ে।


কিছু ভালোবাসায়
সবই আছে,খুনছুটি, অভিমান খেলাখেলি
চুম্বকের মতো হৃদয়ের টানাটানি
পাশাপাশি হাঁটাহাঁটি
লেগে থাকা মুখের হাসি
তবুও অতৃপ্ত রয়ে কিছু একটি
চলতি পথে মাঝে মাঝে
চলে সেটার খোঁজাখুঁজি।
কিছু ভালোবাসা
অধো কি ভালোবাসা?
অধো কি কভু ঊঁকি দেখেছিল কিনা
মনের আধোছায়ায় চলে গুঞ্জন।
তবে সেই কি তুমি,প্রিয়তমা?
প্রশ্নের জালে আটক
কিছু ভালোবাসা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.