নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

বিরক্ত আমি ক্ষুদ্ধ আমি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

ভালোবাসা আজ চারদেয়ালে আটকে গেছে
নাটক,সিনেমা,গল্পে শুধু শহুরে কাহিনী
তুমি নেই আজ কোথাও,নেই তোমার..
দীঘল কালো চুল কিংবা হরিন টানা আঁখি।


ইমু, হোয়াটর্সআপ এবং মেসেঞ্জারে ভিড়ে,
পত্রলিপি হারিয়ে গেছে কবেই,
সাথে বিলুপ্ত প্রাণী ডাকপিয়ন সংরক্ষণে,
সরকারের ফন্দিফিকির চলে।
নদীর ধারে, পুকুর পাড়ের প্রেম
হারিয়ে গেছে, প্রিমু গাড়ির চাপে
হারিয়ে গেছে, লাল ফিতা,চুড়ির স্বাদ
সোনা, মুক্তা,হীরের ধারে।
হারিয়ে গেছে, আদর মাখা হস্তরন্ধন,কবেই
কেএফসি আর পিৎজা হাটের ভীড়ে।
শহুরে প্রেমের প্রলাপে
ভেসে যাচ্ছে বহু চিত্রনাট্যকারে।
প্রেম কি সব শহরে বাস করে?
গ্রামগঞ্জের প্রেম কি বিলীন হল তবে!


চ্যানেল বেড়ে ডজন হলো
টকশো বেড়ে আড়াই শতে
লুতুপুতু প্রেমের মাঝে
আমার তোমার সময় নাইরে।
গাঁয়ের মেঠো পথের ধারে
কতপ্রেম ঝরে পড়ে,
কত কুঁড়ি প্রেম না বুঝে
বুড়ি হয়েছে আঠারে
খবর কি কিছু রাখে,
কোন পরিচালকে?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

হা হা হা.... ভাল বলেছেন।
ভালবাসা বৈচিত্রহীন হয়ে যাচ্ছে।

শুভেচ্ছা ফাগুনের।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

স্বপ্নবাজ তরী বলেছেন: আপনােকও শুভেচ্ছা ফাগুনের.
ভালো অাছি .
আপনি?

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ,স্যার। আপনার আধুনিক জীবন বেশ উপভোগ্য।ভাল থাকুন নিরন্তর।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনি যে ক্ষুব্ধ তা কবিতায় টের পাওয়া যায় নাই। টের পাওয়া গেছে একপ্রকার হতাশা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.