নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

জুজুর ভয়ে ভীত মোরা।

০২ রা জুন, ২০১৮ রাত ২:৩৮

আমরা এমন এক সমাজ রাষ্ট্রে বসবাস করছি, যেখানে জুজু(সরকার আমাদেরকে জামাত, বিএনপির ) ভয় দেখিয়ে অনেক অন্যায় কাজকে ন্যায় বানিয়ে নিচ্ছে। সরকার বলছে, জামাত, বিএনপি আসলে এদেশে গনতন্ত্র থাকবে না, এদেশে ন্যায়বিচার থাকবেনা, এদেশে বোমাবাজি হবে, এদেশে জঙ্গি হামলা হবে, এদেশে গুম হবে, এদেশের মানুষ না খেয়ে থাকবে, এদেশের রাস্তাঘাট হবে না, এদেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, এদেশে রাস্তাঘাটে ধর্ষন হবে। সরকারকে আমি বিশ্বাস করলাম। বিনিময় আমি হারালাম আমার ভোটাধিকার, ধর্ষিত হল তনু, জীবন দিল সাগর রুনি, হারালাম কয়েক হাজার ব্যাংক নোট, পেলাম অপরিকল্পিত ফ্লাইওভার, গুম হল কিছু মানুষ, মারা গেল দীপন, ব্যর্থ পররাষ্ট্র নীতির জন্য পেলাম দশ লক্ষ রোহিঙ্গা, পেলাম মাদার অফ হিউম্যানিটি,ব্যর্থ হলাম ট্রানজিট দিয়ে করতে তিস্তাচুক্তি, পেলাম অাসানসোলে ডিলিট উপাধি আর মুখভরা হাসি। আর কি হারালে, পাবো আমার অধিকার। হ্যাঁ, আমার ট্যাক্সের টাকার সঠিক হিসেব। সরকার কিভাবে হরিলুট ব্যাংককে বাজেট থেকে টাকা দেয়? প্রেসিডেন্ট কিভাবে ফাঁসির আসামীকে ছেড়ে দেয়? ক্রসফায়ারই যদি সমাধান তবে আদালত কেন দেশে? উঠিয়ে দেয়া হোক সব, হরিলুটের মতো, হরিত্রাস করে চলুক বেঁচে থাকার লড়াই। ন্যায় কথা বলতে গিয়ে যদি বুলেট বিধেঁ বুকে, ন্যায়কে ত বুলেটই হত্যা করলো সবে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: ছোটবেলাতে মিথ্যে বলতে ভয় পেতাম;
এখন সত্য ভাবতেও ভয়ে কেঁপে উঠি !!

২| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
মাৎসানায় সময়ে স্বদেশ!
বিভ্রান্ত বিরোধী দল! হতবুদ্ধ আমজনতা!

স্বাধীণতার চেতনার দোহাই দিয়ে স্বাধীনতা হরণ!
ইয়াহিয়া ভুট্টোর স্বৈরাচারিতা ক্রদ্ধ করেছীল এসেছিল ৭১
স্বাধীন স্ব-দেশে -স্বৈরাচারিতায় স্তব্ধ, আমজনতা! নো ওয়ে অব রিটার্নে রাজনীতি!
মর অথবা বিপ্লবী হও। মুক্তি, অধিকার আর স্বাধীনতার প্রয়োজনে।

৩| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


আপনার কিছু একটা করা উচিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.