নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

"না ভোট" এখন সময়ের দাবী।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

ভোট একটি নাগরিক অধিকার। অধিকার মানে, একজন নাগরিক হিসেবে আপনি এটাকে যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করতে পারেন। এটাকে আপনি সুপাত্রেও দিতে পারে কিংবা কুপাত্রে । ব্যবহার করতে ইচ্ছে না হলে পেন্ডুলামেরর মতো করে ঘুরাতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ভোট কি শুধু ব্যবহারিক অধিকার নাকি অন্য অর্থও রয়েছে। গভীর ভাবে ভাবলে দেখা যায়, ভোট একধরনের প্রতিবাদও। ভোট যেমন জনপ্রতিনিধিদের ভালো কাজের প্রতি সমর্থনের প্রতীকি মাধ্যম তেমনি জনপ্রতিনিধিদের অন্যায়, অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে একধরনের প্রতিবাদের ভাষাও। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কি সবসময়ে প্রতিবাদ করতে পারি বা ভোটের পদ্ধতি কি সে সুযোগ রেখেছে? যেমন যদি একই আসনের দুইজন বা ততোধিক প্রতিনিধি সকলে দুর্নীতিবাজ, ঘুষখোর, অত্যাচরি হয় তবে আমি আমার ভোটাধিকারের মাধ্যমে কিভাবে প্রতিবাদ করবো? ব্যালট পেপারে কি সেই সুযোগ রয়েছে? নেই। তার মানে অত্যাচারি, ঘুষখোর, জনপ্রিয়হীন, দুর্নীতিবাজ কাউকে আমাকে বেছে নিতে হবে। এটা কি নাগরিক অধিকার পরিপন্থী নহে। শেষকথা দাঁড়াচ্ছে, দলগুলো আমাদেরকে তাদের পছন্দের প্রার্থীদেরই সুযোগ দিচ্ছে এবং আমাদেরকে সেখান থেকে কাউকে বেছে নিতে বলছে যদিও প্রার্থীরা দুর্নীতিবাজ, ঘুষখোর, ইয়াবা ব্যবসায়ী। অর্থাৎ নাগরিকদের পছন্দের কিংবা এদের বিরুদ্ধে প্রতিবাদের কোন সুযোগ আপাতত ব্যালট পেপারে নাই। তাই আমি ব্যালট পেপারে "না ভোট" নামক একটা প্রতীকি প্রতিবাদের সুযোগ চাই। এতে সকলেরই সুবিধা। দলগুলোও বুঝতে পারবে প্রার্থীদের মাঠপর্যায়ের জনপ্রিয়তা। এবং সকল প্রার্থীদের পাওয়া ভোটের চেয়ে "না ভোট" বেশি হলে ঐসকল প্রার্থীদের আজীবন প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষনা করা হবে। এতে দেখা যাবে নতুন নতুন জনপ্রতিনিধি সৃষ্টি হবে এবং প্রতিবাদের সুযোগ থাকায় জনপ্রতিনিধিরাও তাদের অন্যায় অত্যাচারের ব্যপারে সচেতন হবে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

যোখার সারনায়েভ বলেছেন: একমত।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: যারা ক্লোন বা কপি তৈরি করে, কোন গাধা তাদের সৃষ্টিশীল বলে?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০

স্বপ্নবাজ তরী বলেছেন: মন্তব্যটা মাথার ওপর দিয়ে যাচ্ছে, বুঝিয়ে বললে, এই অদম কৃতজ্ঞ থাকিবে

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১

নাহিদ০৯ বলেছেন: "না ভোট" বেশি হলে আপনাকে জানাবে কেন?

"না ভোট" বেশি হলে আবার নির্বাচন করতে হবে। আর ইসি বা দল উভয়ের ই মান সম্মান ক্ষুন্ন হবে। আপনি নিজেই হয়তো ছিঃ ছিঃ লিখে পোস্ট করবেন ফেসবুকে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

স্বপ্নবাজ তরী বলেছেন: এখানে ইসি বা দলসমূহের মান সম্মান ক্ষুণ হবার কিছুই নেই বরং দল এবং ইসির স্বচ্ছতা বহিঃপ্রকাশ ঘটবে।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

মাহিরাহি বলেছেন: না ভোট না দিয়ে, আপনি যদি ভোট না দেন, তাতেই হয়।

ভোটারদের উপস্থিতি কম হবে।

অবশ্য না ভোটের অপশন থাকলেও মন্দ নয়, তবে না ভোট দিতে যাওয়ার আগ্রহের মানুষের থাকবে বলে মনে হয় না।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২

স্বপ্নবাজ তরী বলেছেন: না ভোটের মাধ্যমে প্রতিবাদের একটা সুযোগ সৃষ্টি হবে, যেটা জরুরি এখন।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

রসায়ন বলেছেন: প্রার্থী তো ভাই আর শুধু দুই দলেরই থাকে না , এর বাইরেও থাকে । তাদের কাউকে তো ভালো লাগার কথা , আর তাতেও পছন্দ না হলে ফেরেশতা ছাড়া তো কেউ মন ভরাতে পারবে না । ব্যক্তিগতভাবে না ভোট অদরকারী বলে মনে হয় ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

স্বপ্নবাজ তরী বলেছেন: ব্যপারটা শুধু ভোট দেয়া না বরং অধিকার প্রয়োগের একটা উপায় হল "না ভোট"।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২

কালীদাস বলেছেন: নাহিদ০৯ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন। ফেয়ার ইলেকশন হলে না ভোটের পার্লামেন্টে মেজরিটি পাওয়ার চান্স অল্প হলেও থেকে যায়। ঐ ক্যাঁচাল সামাল দেবে কিভাবে এই ইসি?

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

পলাশবাবা বলেছেন: স্বপ্নবাজ, যারা না ভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে, দয়া করে তাদের ব্লগ একবার ঘুরে আসবেন প্লিজ। এদের একটা কমন বৈশিষ্ট আছে। এরা সবাই ইয়াবা সমর্থক।

আর আপনি দেখি ইয়াবাদের ৬ টা আসনও দিতে চাচ্ছেন না ... এটা ঠিক না। :D

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

বাংলার মেলা বলেছেন: যেসব দেশে ভোট দিতে বাধ্য করা হয়, না দিলে জরিমানা হয়, সেসব দেশের ব্যালটে না ভোট থাকে। আপনাকে কেউ ভোট দিতে বাধ্য করছেনা, বরং আপনি না গেলে তারা খুশিই হয়, তাদের পছন্দমত প্রার্থীকে আপনার ভোট দিতে পারবে - তাই

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ তরী,




চেতনা জাগানো লেখা।
"না ভোট" এর অপশন উঠিয়ে দেয়া হয়েছে অনেক আগেই।

আমার মনে হয় এটা আপনার মনোভাব সম্পন্ন সবার দেখা উচিৎ---ভোট : ইফ দ্য কান্ট্রি ইজ দ্য আনসার, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.