নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

নবজাগরণ

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১

আরেকবার
এই রাস্তা রক্তে রঞ্জিত হোক
শিউলি ফুল গুলো ঝরে পড়ুক
টেকনাফ থেকে তেতুলিয়া
বাতাসে বারুদের গন্ধ ভাসুক।
মাথার উপরে
কাকেরা ডাকুক না আবার,
প্রেয়শীর চোখে
পৃথিবী দেখুক না আরেকটি হাহাকার।

হে তরুণ,
সবকিছু সয়ে যাওয়া
দেখেও না দেখার বান
আর কতকাল?
আর কতকাল চলবে, এই খেলা।
সবকিছু হারিয়ে
যে হারের, হারানোর ভয় নিয়ে
বেঁচে আছো তুমি
সেটাকে কি, বেঁচে থাকা বলে?
যে চাকর, চাকরের স্থান ছেড়ে
মনিবের আসনে বসে আছে
সে কম কিসে
ব্রিটিশদের চেয়ে।
সময় এসেছে রুখার
এবার রুখতে হবে যে।
ক্ষুদিরাম, প্রীতিলতাদের ইতিহাস
আর কতকাল?
সময় এখন ইতিহাস হবার,
সামনে যে নতুন ভোরের সকাল

রক্তের বিনিয়ম ছাড়া কে পেয়েছে স্বাধীনতা?
হোক সেটা মরুদেশ কিংবা আমেরিকা।
নরপিচাশ
পিচাশের দল ভেসে যাক,
রক্তের ঢলে
পবিত্রা ফিরে পাক
এই বাতাস, এই দেশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: বেশ কিছু বানানে সমস্যা আছে।
এডিট করে ঠিক করে নিন।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার । নবজাগরনে সামিল হলাম। কবিতায় ভালালাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.