নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

তুমি চলে যাবার পর..

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৪

তুমি চলে যাবার পর
একটা কবিতার বই কিনেছিলাম
রুদ্রের বই।
প্রতিটি কবিতায়, তোমাকে খুঁজি
কি নেই কবিতার বইয়ে?
কত অবলীলায়, কতটা সহজিয় নিয়মে
সেখানে ফোটে নতুন সমীকরণ
অঙ্কুরিত হয়েছে ফসলের মাঠের কৃষাণ
কৃষাণীর আঙুল ছুয়ে উপচে পড়া
ধবধবে সাদা দুধের মায়া।
আকাশের বিশালতার আড়ালে
একা হয়ে জন্মানোর বিষন্নতা
নিরবতা, মিয়োসিসের অক্ষমতা
দূরত্বের হাহাকারের চিৎকার
এতসবের মাঝে।
শুধু তুমি নেই সেখানে।

তুমি চলে যাবার পর
একবার আমি রমনা পার্কে গিয়েছিলাম
একা বসেছিলাম সমস্ত বিকেল জুড়ে
কাকগুলো উড়ছে আকাশে
এক টুকুরো মাংস নিয়ে যুদ্ধ চলে।
সমস্ত বিকেল জুড়ে বসেছিলাম
বেঞ্চের হেলানো তলের সহস্র স্পর্শ
কান্না, যন্ত্রণা,নিগূঢ় চুম্বন
আমাকে জানায় আহবান।
কাকগুলো এই ডাল ঐ ডাল উড়ে
চিৎকার করে কা কা রব তুলে
আমার হৃদয়ের কান্না মিশে
কি ভীষন আর্তনাদ সারা পার্ক জুড়ে।
এত কোলাহল, এত ভীড়
এত আকাশ, এত সুগন্ধির ঝাঁজ
এত না বলা কথা, এত মানুষের ঝাক
তবুও একা পার্ক জুড়ে আমি আর কাক।

তুমি চলে যাবার পর
আরো কিছুকাল
আরো কিছু পাখি নীড় ছেড়ে পালিয়েছে
আরো কিছু নদী সমুদ্রের খুঁজে বেরিয়েছে
আরো কিছু আকাশ রঙ বদলিয়েছে
আরো কিছু শব্দ ছুটে চলে অন্তমিলের খুঁজে।
এক আমি।
একাকি পড়ে থাকি।
মাকড়সার সাথে বন্ধুত্ব গড়ি
জাল বুনি, জাল ছিঁড়ি
অনন্ত জাল বুনার পথ খুঁজি।
তুমি নেই,
অবলীলায় সেই জালে আমিই অাটকে থাকি।
আটকে থাকে তোমার আমার স্মৃতি।

হীরাঝিল
২০২০/২/১৪

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩৭

ক্যাফেটেরিয়া বলেছেন: আপনার বুড়ির এতো স্মৃতি???

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৪

স্বপ্নবাজ তরী বলেছেন: পালিয়ে বেড়ানোর মাঝে কি সুখ ছিল?
যে সুখ পেয়ে সে হারালো
অবিশ্বাসের বিষ বুনে সে লুকালো

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫০

ক্যাফেটেরিয়া বলেছেন: কখনই না।কিছু সম্পর্ক থকেই যায়।হোক সেটা প্রকাশ্য,পালিয়ে কিংবা লুকায়িত।বেঁচে থাকুক ভালোবাসা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৪

স্বপ্নবাজ তরী বলেছেন: যার হারায় সেই বুঝে
যে নিয়ম মেনে অনিয়ম করে
হারিয়ে গেছে
সে কি বুঝবে
অনিদ্র রজনী কাকে বলে।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০২

ক্যাফেটেরিয়া বলেছেন: তাকে বলে দিয়েন "বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা"

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০৬

স্বপ্নবাজ তরী বলেছেন: হুম। ভালো থাকো

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০৮

ক্যাফেটেরিয়া বলেছেন: আন্নেও ভালো থাকবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১০

স্বপ্নবাজ তরী বলেছেন: সবাই ভালো থাকে না

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৩

ক্যাফেটেরিয়া বলেছেন: আমি ভালো থাকি

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৭

নেওয়াজ আলি বলেছেন: ভালো

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১০

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা দিবসে ভালোবাসা রইল।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: কবিতাটা আবার পড়লাম। ভালো লাগলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১২

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ। ভালো কাটুক আগামী দিনগুলো।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১০

রুমী ইয়াসমীন বলেছেন: শেষ স্তবকের কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল।।
অনেক শুভকামনা জানাই কবিতার কবিকে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৪

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল। প্রিয়জন সহ ভালো কাটুক আগামী দিনগুলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.