নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

সব কথা বিশ্বাস করতে নেই

২৩ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩৭

প্রতিদিন প্রতিক্ষণে
সংবাদে, ফেসবুকে অনলাইন নিউজপোর্টে
যে কথা শুনো তুমি
যে লেখা দেখ তুমি
চকচকে কালো কলমে
সবকিছু সত্য নয়
কিছু কথা মিথ্যে হয়
কিছুটা ভ্রান্ত অাশ্বাসও রয়
তাই যাই বলে
সব কথা বিশ্বাস করতে নেই।

করোনা ডেঙ্গু চারিধারে
চাকায় পিষ্ট বহুজনে
মন্ত্রি এমপির আশ্বাস চলে
মালিক সমিতি চুপে চুপে হাসে
এরই মাঝে তুই গেছিস মরে
সরকার প্রধানও আড়ি চোখে দেখে
বুকে টেনে নেয় সেন্টি মেন্ট বুজে
পাগলা রে তুই বুঝবি কবে
সবকথা বিশ্বাস করতে নেই।

পরিসংখ্যা আর প্রবৃদ্ধির চাপে
ব্যাংক লুটেও সরকার নাচে
মধ্যম অায়ের এই দেশে
এবার বেঁচে থাক পদ্মা সেতু খেয়ে
শালা তুই বুঝবি কবে
শুভঙ্কর অনেক আগেই গেছে মরে
বেঁচে আছে শুধু মিথ্যে
উদ্ভট মন্ত্রির গাঁজাখুরি তথ্যে
তাই যাই বলে
সব কথা বিশ্বাস করতে নেই।

প্রেয়শীর চোখে মিথ্যে থাকে
মিথ্যে থাকে গো মূত্রের ঔষুধে
তবে তুই কোন স্যতের খোঁজে
IEDCR এর সংবাদ দেখিস চেখে
জাতির ক্লান্তি কালে ৭১ থেকে বর্তমানে
লুটের সন্ধান করেনি কে কবে
কথার ফুলঝুড়িয়ে মুখ ভেটকিয়ে
সব শালা বোকা বানায় তোরে
তাই যাই বলে
সব কথা বিশ্বাস করতে নেই।

সব কথা, কথা নয়
কিছু কথা পেঠে রয়
কিছু কথা জনগনের
কিছু কথা শঠত সরকারের
কিছু কথা বানোয়াট সংবাদের
কিছু কথা ভয়ের
তারই মাঝে কিছুটা আমাদের।
তাই বলে যাই
সব কথা বিশ্বাস করতে নেই।
-------------------------
তাই বলে যাই
#stay_home_and_safe.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: এখনো নিয়োগ-বাণিজ্য
চোখের সামনে দেখি !
বিশ লাখ-ত্রিশ লাখ টাকা ঘুষ লেনদেন করে চাকরি নিতে তরুণপ্রজন্ম মরিয়া হয়ে আছে।

২| ২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১৭

নেওয়াজ আলি বলেছেন: মননশীল লেখা।   

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.