নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

হায়! করোনা....

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৩:৫৮

কি এক অদ্ভুদ ছলনায় আটকে গেলাম আমি। হায়! এই খেলা কি হবে শেষ কভু হে খোদা। কত সুন্দর, কত মনোরম, কতটা উজ্জ্বল সে ছবি, ভাগিনা ভাগনি, ভাতিজা, ভাতিজি নিয়ে সবার হাসিমুখে ভেসে উঠে ফেসবুকে, প্রতিটি রিলোডে। হায়! আমারও ত স্বাদ ছিল, আমারও ত মন ছিল, আমারও চঞ্চল, চপল ভাগনি আছে, আছে লাজুক, ভাবুক কয়েকগুচ্ছ ভাতিজি। সারা উঠোন জুড়ে যাদের বিচরণ, কি সকাল কি রাত। কি কনকনে শীত, কি ভর দুপুর, পারেনি তাদের কেউ আটকাতে। হায়! কি শঠত বেড়াজালে আটকে গেলাম আমি। কি না পাওয়ার যন্ত্রণা বেশি, না পাবো কি না জানি না বলে মধ্যরাতে কান্না তবে হোক এক রাশ্মি। আর কতটুকু ছলনা করা যায় না ফেরার। প্রতিটি কল কি বিভীষিকা, কতটা নিদারুণ না চাওয়া, কতটা মিথ্যের মলাট থাকে গেঁথে। করোনা আমায় দাঁড় করিয়েছে চরম সত্যের মুখে। কতটা অসহায় আমি টাকা বিহীন এই সময়ে। কত না আপন জন, কত না প্রেয়শী, কত না নিদারুন কথা বলা রাত, সবই ছেড়েছে আমায়, ঝেড়েছে অভিমান, তবুও সদা হাসিমুখ একলা আমি পড়ে রই। আমারও ত স্বাদ ছিল। আমারও ত স্বাদ আছে, কেউ কি তা জানতে চেয়েছে। বিড়বিড়িয়ে এই আমি হেসে উঠি, আমার ত কেউ ছিলনা কভু কখনওনি। আমি যে আটকে রই করোনার ফাঁদে, নাকি আটকে থাকি নিজেই আমি, ভেবে ভেবে সজাগ, সচেতন এই আমি, যাই টিউশন বাড়ি। হায়! আমি কি তবে মহাবিশ্বের নিয়মে পড়ে গেছি। হাসিহাসি মুখ, ফিটফাট গোল গাল চেহারা, ফারফিউমের মৌ মৌ গন্ধ নিয়ে খালিপেটের মধ্যবিত্তে। হায় কি অদ্ভুদ নিয়মে আটকে গেলে আমার সকল স্বাদ।
ফোনের ওপারে চলে ছলনা, এপারের আমিও কম যাই না? প্রতিটি শব্দে দীর্ঘশ্বাসের প্রতিউত্তর জেনেও আমরা দুজন হেসে উঠি বারেবার। অনিশ্চিত, অসম্ভব সব ভেবে কাটে আজকাল। কি হবে, কি হবে না, কি হয়নি তবে কি হবেই না। আমার স্বাদ তবে ভেস্তে যাবে করোনায়, নাকি আমিই ভেস্তে থাকি স্বেচ্ছায়। হায় মধ্যবিত্ত, তুমি কম কিসে করোনার চেয়ে।
Stay home,
Stay safe,
With your beloved persons.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:২৮

নেওয়াজ আলি বলেছেন: Stay home ,stay safe

২| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: দেশে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৬১

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.