নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শরীরে এখনও লেগে আছে রাত্রির দগদগে ক্ষত

শ. ম. দীদার

কার্ণিশ ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে রাতের আকাশের যেটুকু অংশ দেখা যায়, অইটাই আমার পৃথিবী।

শ. ম. দীদার › বিস্তারিত পোস্টঃ

কেউ কেউ ভালোবেসে দেরাজ সাজায়

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫১

যখন শুয়ে থাকি অসভ্য শয়ানে, বুকের কাছে হাঁটু গুঁজে
ক্রমশঃ সরে সরে যায় জানালা, দরোজা, দেয়াল এমন কী পলেস্তারা খসে পড়া ছাদ
বৃত্ত থেকে বিন্দুতে পরিণত হয়

রোজকার যাপিত যে জীবন হয়ে উঠে ফলের দোকানে ঝুলিয়ে রাখা বাসি আপেলের মতন
এই বুঝি সুতা ছিঁড়ে পড়ে যাবে
আর অমনি পিষ্ঠ হবে কোন আগন্তুকের পদতলে

কোন কোন ফুলের জন্মই হয় পিষ্ঠ হবার জন্যে
কোন কোন ফুল কারো বৈঠকখানার শোভা বর্ধনের জন্য ফুটে
কোন কোন ফুল পুঁজিতন্ত্রের ঘেরাটোপে আটকে পড়া
ভালোবাসার প্রয়োজনীয় অনুষঙ্গ হিশেবে বিক্রির জন্যে জন্ম নেয়
আর কোন কোন ফুল জন্ম নেয় দুর্নীতিবাজ নেতার বক্তৃতা মঞ্চ সাজিয়ে তোলার জন্যে

একটা সময় ছিলো যখন সন্ধ্যে নামলে বুকের মধ্যে শিহরণ জাগতো
একটা স্থায়ী সময় এলো যখন সন্ধ্যে নামে
তার সাথে নেমে আসে অন্ধকার, হীম হাওয়া
বুকের গহীনে কাঁপন
অন্ধকার নেমে এলেই আসে ভয়
ভয় একাকী ঘরে ফেরার
ভয় হারিয়ে যাওয়া বিকেলের মতন স্বপ্ন চুরি যাওয়ার
ভয় ভয়ানক শূন্যতার আক্রোশের
কতো বিকেল হারিয়ে গেছে গুনি না ভয়ে

একজনকে খুব করে চেয়েছিলাম
যার মুখচ্ছবি কোন দৃশ্যপটে ধরা দেয়নি
অপূর্ণ থাকা প্রাত্যহিক চাহিদার মতন অনেক কিছুই তো অপূর্ণ থেকে যায়
এই যেমন চাল কিনলে ডালের অপূর্ণতা, পিঁয়াজ কিনলে রসুনের
আনাজপাতি, মাছ, তরকারি বাকি তবু থেকে যায় মশলাপাতি

একদিন আমিও কাউকে বিশেষভাবে চেয়েছিলাম
প্রাত্যহিক চাহিদার মতোন অবশ্যম্ভাবীরুপে

কার্তিক কুয়াশায় মিলিয়ে গিয়েছিল ছায়া
ঝাপসা হয়ে উঠেছিল একটি মুখ
কেন না একদিন আমিও তো ভালোবেসেছিলাম
একদিন আমিও ভালোবেসে কারো ঘরের দেরাজ সাজিয়েছিলাম।

নারুলী, কার্তিক ৮, ১৪২১ বঙ্গাব্দ

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৪

সেজুতি_শিপু বলেছেন: ভাল লাগলো ।

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২

শ. ম. দীদার বলেছেন: ধন্যবাদ, ভালো লাগার জন্যে।
ভালো থাকুন, সব সময়।

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: আর কোন কোন ফুল জন্ম নেয় দুর্নীতিবাজ নেতার বক্তৃতা মঞ্চ সাজিয়ে তোলার জন্যে




সেই ফুলগুলো কি পারে না তখন তাদের অভিষাপ দিতে ???

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪

শ. ম. দীদার বলেছেন: ইমতিয়াজ ভাই, কেমন আছেন?


' সেই ফুলগুলো কি পারে না তখন তাদের অভিষাপ দিতে ???'
কী বলি বলেন তো। অভিশাপ দেয়া বুঝি ফুলের কাজ নয়।

ভালো থাকুন।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: আল্লাহর অশেস রহমতে ভালই আছি।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯

আমিনুর রহমান বলেছেন:



অপূর্ণতা, বিষাদ !


কবিতায় ভালো লাগা !!

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৬

শ. ম. দীদার বলেছেন: অনেক ধন্যবাদ। দেরি করে উত্তর দিলাম। দুঃখিত।
ভালো থাকবেন।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১

এমএম মিন্টু বলেছেন: ভাল লাগলো ।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৭

শ. ম. দীদার বলেছেন: ধন্যবাদ, মিন্টু ভাই।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ++++++++++++++++

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২০

শ. ম. দীদার বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন নিরন্তর।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩২

ডি মুন বলেছেন: কবিতা ভালো লেগেছে। তবে বেশ কিছু বানান ভুল আছে। এগুলো ঠিক করে নিলে আরো সুন্দর হয়ে উঠবে কবিতাটি।

ভালো থাকা হোক সবসময়।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৩

শ. ম. দীদার বলেছেন: মুন ভাই, প্রথমতঃ আপনার মন্তব্য আমার জন্য পাথেয়। দ্বিতীয়তঃ আপনার পরামর্শ আমার জন্য বড় প্রাপ্তি। ঠিক করে দিয়েছি।
তৃতীয়তঃ আপনি ভালো থাকবেন, সবসময়।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৯

যেনী বলেছেন: ভালো লাগল ভাই---অনেক ভালা লিখেন আপনি-ধন্যবাদ

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৯

শ. ম. দীদার বলেছেন: আপনাকে ধন্যবাদ, আমাকে এতোটা অনুপ্রাণিত করার জন্য।
আর ভালো থাকবেন অবশ্যই। শুভেচ্ছা রইল।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫০

সুমন কর বলেছেন: শেষের দিকে বেশী ভাল লেগেছে।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১২

শ. ম. দীদার বলেছেন: ''লোভ আর বিষের মধ্যে থাকি

কি জানি ! কে কখন !

বাঁজায় তার, চেনা বাঁশি।'' (২, ৩, ৪ লাইনের অণুকাব্য !; সুমন কর)

অনেক ধন্যবাদ, ভ্রাত। ভালো থাকবেন।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০০

কলমের কালি শেষ বলেছেন: বেশ ভাল লাগলো । :)

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৫

শ. ম. দীদার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫১

তুষার কাব্য বলেছেন: শুরুটাই যেখানে এমন শেষটা তো হবেই....দারুন কবি...

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৬

শ. ম. দীদার বলেছেন: আপনার মন্তব্যটা ও চমৎকার।
ভালো থাকবেন নিরন্তর।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০২

দ্বীপ ১৭৯২ বলেছেন: অনেক ভালো লাগলো

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২

শ. ম. দীদার বলেছেন: অনেক ধন্যবাদ, ভ্রাত।
ভালো থাকবেন।

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা +++++

আচ্ছা , নারুলী টা কোথায় ?

ভালো থাকবেন :)

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪০

শ. ম. দীদার বলেছেন: ১। আপনার কারণেই আমার ''আর্টোগ্রাফি'' বিষয়টা জানা হল। এর আগে এ বিষয়ে জানতাম না।
২। আপনি আমাকে প্রতিবার কৃতার্থ করে তুলেছেন।
৩। নারুলী, বগুড়া। চাকরির সুবাদে এখানে থাকি।
৪। টেকনাফ বেড়াতে আসলে আমি আছি।

ভালো থাকবেন অনেক।

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮

আলম দীপ্র বলেছেন: বাহ ! নিয়ে গেলাম সংকলনে ।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৩

শ. ম. দীদার বলেছেন: ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম। আনন্দিত এবং কৃতার্থ ও।

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: একটা সময় ছিলো যখন সন্ধ্যে নামলে বুকের মধ্যে শিহরণ জাগতো
একটা স্থায়ী সময় এলো যখন সন্ধ্যে নামে
তার সাথে নেমে আসে অন্ধকার, হীম হাওয়া
বুকের গহীনে কাঁপন
অন্ধকার নেমে এলেই আসে ভয়
ভয় একাকী ঘরে ফেরার
ভয় হারিয়ে যাওয়া বিকেলের মতন স্বপ্ন চুরি যাওয়ার
ভয় ভয়ানক শূণ্যতার আক্রোশের
কতো বিকেল হারিয়ে গেছে গুনি না ভয়ে



অসাধারণ....!

পুরো কবিতাটাই অদ্ভুত ভালো লাগল..

শুভকামনা কবি :)

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০২

শ. ম. দীদার বলেছেন: আপনার 'লাশের চোখ থেকে', ' প্রেসক্লাবে ফেব্রুয়ারি', 'অনিদ্র কথন' কবিতাগুলো অসাধারণ।
ওই যে, ''যদি তুমি ফিরে আসো,
আমি সবকিছুর সংজ্ঞা বদলে দেব-
সময়, প্রেম, স্পর্শ, কাঁটাতার, সব......!''
অথবা
''আমার বিশ্বাস করতে বড্ড ইচ্ছে করে সেই দুপুরের তুমি আসলে আমার তুমি নও...

আমি বিশ্বাস করতে চাই তোমার সেই দুপুরের দৃষ্টি আসলে আমার ছোঁয়া কোন চোখের নয়...'' (কল্পচিত্র)

এগুলো বারংবার আওড়ায় কলিগদের কাছে।

যাইহোক, ভালো থাকবেন, সবসময়।

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৯

নুরএমডিচৌধূরী বলেছেন: বাঃ !! চমৎকার !!
লিখায়+++++++

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৫

শ. ম. দীদার বলেছেন: আপনিও অনেক ভালো লিখেন। ঘুরে এসেছি তো আগেই।
ধন্যবাদ আর ভালো থাকবেন সবসময়।

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর সুন্দর !++

১৮| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: ১) আর্টোগ্রাফি :)
২) আপনি ভালো লেখেন ।
৩) জানলাম ।
৪) টেকনাফে গেলে যোগাযোগ হবে আশারাখি ।

শুভেচ্ছা নিরন্তর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.