নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শরীরে এখনও লেগে আছে রাত্রির দগদগে ক্ষত

শ. ম. দীদার

কার্ণিশ ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে রাতের আকাশের যেটুকু অংশ দেখা যায়, অইটাই আমার পৃথিবী।

শ. ম. দীদার › বিস্তারিত পোস্টঃ

এতোটা নগ্নতা আমার আছে, শাড়ির আঁচল পুড়ে যাবে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯



দেখে নেবো, কতোটা নগ্ন তুমি হতে পারো, তারও অধিক নগ্নতা আমারও আছে
সম্ভ্রমের কবাট তোমার খুলেছে
এখনো আত্মসম্মান বোধ নিয়ে সয়ে আছি সব
বুকে আগুন জ্বেলেছ, মেনে নিয়েছি
শাড়ির আঁচলে আগুন লাগালে সামলাবে কে?
বন্ধুর চোখে প্রেম দেখেছো, বন্দুক এখনও দেখায়নি।

এতোটা বোকা তুমি কবে থেকে হলে গো
বনে আগুন লাগালে নগর অরক্ষিত, কেউই তোমায় শেখায়নি!

বলো, আর কতোটা নগ্ন হলে, সসম্ভ্রমে সরে দাঁড়াবে
কী কী আর চাই, তোমার?
আঙ্গুলের ছাপ? রাতের কান্না? প্রতিবাদহীনতা? সিন্দুকের চাবি?
জলের অধিকার? আরাধনা? হাঁড়ির খবর? নাঁড়ির টান?
সবই তো দিলাম। মাইনের অর্ধেক বছরান্তে তোমার নামে লিখে দেই
আর কী চাই? বাজার সদাই আনাজ পাতির কারবার আমিই করে দেই

কেওড়া, গরান, সুন্দরিটুকু আমি চেয়েছি, আর বেশি কিছু নই

বলো, বুকের জমিন কতোটা ঝাঁঝরা হলে তুমি বুঝবে
এখনও সয়ে আছি ভালোবেসে
চোখের সকেটে ঘৃণার আগুন জমা রেখেছি
হাতের মুঠোয় পুরে রেখেছি প্রতিহিংসার বিষফলা

দয়া করে এবার তুমি থামো, নইলে নগ্ন আমিও হতে পারি
এতোটা নগ্নতা আমার আছে, শাড়ির আঁচল পুড়ে যাবে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন, অভিনন্দন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০

শ. ম. দীদার বলেছেন: ধন্যবাদ উৎসাহটুকু ধরে রাখব।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

লুসিফার ০১ বলেছেন: অভিযোগগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন :)!
ভালো ছিলো লেখাটা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০২

শ. ম. দীদার বলেছেন: 'অভিযোগগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন' মন্তব্যে প্রীত হলাম। ভালোলাগার জন্য ধন্যবাদ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

এম এ কাশেম বলেছেন: এতোটা নগ্নতা আমার আছে, শাড়ির আঁচল পুড়ে যাবে..............

.............. কে শুনে কার কথা, বুঝার জন্যেও তো মাথা থাকা দরকার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

শ. ম. দীদার বলেছেন: 'কে শুনে কার কথা, বুঝার জন্যেও তো মাথা থাকা দরকার' মাথায়ই তো মাথা খেয়ে ফেলছে রে ভাই।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৯

কানিজ রিনা বলেছেন: আত্বসন্মান বোধ? শাড়ির দুই আচলই
ছেরা, নতুন করে পুড়িয়ে শুধুই আবার
অনলের আলোয় নগ্নতাই দেখা।
মাফ করবেন আপনার কবিতায়
আমার অনুভূতি রেখে গেলাম
ধন্যবাদ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

শ. ম. দীদার বলেছেন: 'শাড়ির দুই আচলই ছেরা' আসলেই! আপনার অনুভূতিটুকু সবার হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.