নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

আনন্দের সাথে জানাচ্ছি যে ব্লগার স্বপনবাজ এখন থেকে ব্লগিং ছেড়ে দিচ্ছেন .।

২১ শে মে, ২০১৩ রাত ৮:২৬

ব্লগার স্বপনবাজ আজ থেকে আর নিয়মিত ব্লগিং করবেন না ! ওনার আবোল তাবোল লিখালিখি ও বন্ধ করে দিবেন ! সামু ব্লগ থেকে গত ১১ মাস ৪ দিনে



উনি অনেক কিছু পেয়েছেন যার জন্য তিনি এই প্লাটফর্মটির কাছে কৃতজ্ঞ ! ভার্চুয়াল জগতের এই নীল পাতা থেকে উনি বাস্তবে কিছু ভালো মানুষের সাথে পরিচিত হবার সৌভাগ্য অর্জন করেছেন যা আসলেই অনেক অসাধারণ একটি ব্যাপার ! আর মাত্র কয়েক দিন পর উনি ওনার ১ বছর পূর্তি উপলক্ষে একটি মেগা পোষ্ট দিবেন ! তারপর উনাকে আর খুজে পাওয়া যাবেনা বলেই উনি বিশ্বাস করেন !





কারণ হচ্ছে উনি এই নিকটি খুলেছেন এখন থেকে ১ বছর ৮ মাস আগে ! ব্লগিং বা ব্লগ সম্পর্কে উনার নূন্যতম ধারণা ছিলনা ! ওয়াচে থাকতে থাকতে বিরক্ত হয়ে এক সময় ভুলে যান এই নিকের নিক নেম , ইউজার নেম , পাসোয়ার্ড সব ! তার ৯ মাস পর আবার স্বপনবাজ নামে নিক খুলেন ! যেহেতু আগেই স্বপ্নবাজ অভি আছে তাই ওই নাম টি উনি ফেরত পান নি !

আজ কাকতালীয় ভাবে উনি গুগলে স্বপ্নবাজ অভি সার্চ করে এই ব্লগটি খুজে পান এবং খানিক প্রচেষ্টার পর এখানে প্রবেশ করতে সমর্থ হন ! তাই উনি ওনার পছন্দের নিক নেম স্বপ্নবাজ অভি নিক থেকে এখন আবোল তাবোল লিখালিখি করবেন এবং স্বপনবাজ নিকের এক বছর পুর্তি অনুষ্টানে ঐ নিকের জন্য মিলাদ পড়িয়ে কবর দেয়া হবে ! আশা করি এই নিকেও আপনাদের ভালোবাসায় সিক্ত হবো ! হ্যাপি ব্লগিং !

মন্তব্য ৯৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৩৬

বাংলাদেশী দালাল বলেছেন:

হ্যাপি ব্লগিং !

২১ শে মে, ২০১৩ রাত ৮:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যাপি ব্লগিং !! ২৬ দিন পর স্বপনবাজের মিলাদ অনুষ্টানে দাওয়াত থাকলো !

২| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৩৮

ফাহিম আহমদ বলেছেন: :P

২১ শে মে, ২০১৩ রাত ৮:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যাপি ব্লগিং !! ২৬ দিন পর স্বপনবাজের মিলাদ অনুষ্টানে দাওয়াত থাকলো !

৩| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৪১

খেয়া ঘাট বলেছেন: ভূমিকায় মুগ্ধ হয়েছি।

২১ শে মে, ২০১৩ রাত ৮:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় খেয়া ঘাট !
হ্যাপি ব্লগিং !! ২৬ দিন পর স্বপনবাজের মিলাদ অনুষ্টানে দাওয়াত থাকলো !

৪| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৪২

কালোপরী বলেছেন: ইদানিং সবাই বেশ ভাল অভিনয় করছে

২১ শে মে, ২০১৩ রাত ৮:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;)
এই ব্যাপারে আমার গুরু কাণ্ডারী অথর্ব আমার পথ প্রদর্শক !
হ্যাপি ব্লগিং !! ২৬ দিন পর স্বপনবাজের মিলাদ অনুষ্টানে দাওয়াত থাকলো !

৫| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৪৮

রুপম শাহরিয়ার বলেছেন: আমি তো ভয়ই পাইছিলাম।

২১ শে মে, ২০১৩ রাত ৮:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপক অবস্থা !


হ্যাপি ব্লগিং !! ২৬ দিন পর স্বপনবাজের মিলাদ অনুষ্টানে দাওয়াত থাকলো !

৬| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: #:-S #:-S

২১ শে মে, ২০১৩ রাত ৮:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: :(( :(( :((
হ্যাপি ব্লগিং !! ২৬ দিন পর স্বপনবাজের মিলাদ অনুষ্টানে দাওয়াত থাকলো !

৭| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৪৯

মাক্স বলেছেন: :P

২১ শে মে, ২০১৩ রাত ৮:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :(( :(( :-P :-P :|

৮| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৫৫

বাংলার হাসান বলেছেন: মিলাদে কি দেয়া হবে?

তবারকের উপর নির্বর করে মিলাদে যাওয়া না যাওয়া।

২১ শে মে, ২০১৩ রাত ৮:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: জিলাপি থাকবে সাথে কুমিল্লার রসমলাই থাকার সম্ভাবনা ৯০ ভাগ বলে আমাকে জানিয়েছেন স্বপনবাজ !

৯| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৫৫

শিপন মোল্লা বলেছেন: দুনিয়াতে তো বটে এই ভার্চুয়াল সামুতেও যে কতো রঙের মানুষ পাইলাম অকে অভি ভাই চালয়ে যান আবার নতুন করে।
হ্যাপি ব্লগিং

২১ শে মে, ২০১৩ রাত ৯:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যাপি ব্লগিং ! ২৬ দিন পর স্বপনবাজের মিলাদে দাওয়াত থাকলো !

১০| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৫৮

শিপু ভাই বলেছেন:
ডড়াইছিলাম আর ঝাড়ি দেয়ার প্রস্তুতি নিচ্ছিলাম!!!

হাহাহাহ অভিনন্দন প্রিয় আইডি ফিরে পাওয়ায়।

হ্যাপ্পি ব্লগিং!!! :)

২১ শে মে, ২০১৩ রাত ৯:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শিপু ভাই !
এখান থেকে বিদায় নেয়া সম্ভব না !
হ্যাপি ব্লগিং ! ২৬ দিন পর স্বপনবাজের মিলাদে দাওয়াত থাকলো !

১১| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৫৯

শুকনোপাতা০০৭ বলেছেন: হ্যাপি ব্লগিং!!! :)

২১ শে মে, ২০১৩ রাত ৯:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যাপি ব্লগিং ! ২৬ দিন পর স্বপনবাজের মিলাদে দাওয়াত থাকলো !

১২| ২১ শে মে, ২০১৩ রাত ৯:০০

প্রিন্স হেক্টর বলেছেন: এই নিকটা আমার কাছে বেইচ্যা দেন! ১০ টাকা দিবানি। মাল্টি ইউজাইতে মুঞ্চায় ;) :P

২১ শে মে, ২০১৩ রাত ৯:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ছি ছি বলে কি ! এসব ভালো না , জানা আপু শুনলে কষ্ট পাবে সোনা !
হ্যাপি ব্লগিং ! ২৬ দিন পর স্বপনবাজের মিলাদে দাওয়াত থাকলো !

১৩| ২১ শে মে, ২০১৩ রাত ৯:০৮

স্বপনবাজ বলেছেন: |-) |-) |-) |-) |-)
সুপ্রিয় সহব্লগারগণ উনি যা বলিতেছেন তাহা অতীব সত্য !
হ্যাপি ব্লগিং ! এক বছর পূর্তি অনুষ্টানে আমার বিদায়ী মিলাদের দাওয়াত থাকলো !

২১ শে মে, ২০১৩ রাত ৯:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: দেখছেন অবস্থা ! উনি আসছে ! ধন্যবাদ আপনারে !

১৪| ২১ শে মে, ২০১৩ রাত ৯:১৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভালো

২১ শে মে, ২০১৩ রাত ৯:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বি ! ধন্যবাদ আপনাকে !

১৫| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: প্রিয় নিক ফেরত পাওয়ায় অভিনন্দন এবং হ্যাপি ব্লগিং :)

২১ শে মে, ২০১৩ রাত ৯:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যাপি ব্লগিং ! ২৬ দিন পর স্বপনবাজের মিলাদে দাওয়াত থাকলো !

১৬| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৪১

অদ্বিতীয়া আমি বলেছেন: ব্লগার স্বপনবাজ এর লেখা ভাল লাগত ।

আশা করি আপনার লেখাও ভাল লাগবে । ;) ;) :P
হ্যাপি ব্লগিং :) :)

২১ শে মে, ২০১৩ রাত ৯:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !হ্যাপি ব্লগিং ! ২৬ দিন পর স্বপনবাজের মিলাদে দাওয়াত থাকলো !

১৭| ২১ শে মে, ২০১৩ রাত ১০:০৩

রহস্যময়ী কন্যা বলেছেন: হ্যাপি ব্লগিং ভাইয়া :)

২১ শে মে, ২০১৩ রাত ১০:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যাপি ব্লগিং !

১৮| ২১ শে মে, ২০১৩ রাত ১০:০৪

"চিরকুট" বলেছেন: স্বপ্নটা একটু ঠিকঠাক দেখাইবেন কিন্তু

২১ শে মে, ২০১৩ রাত ১০:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বি ! ঠিকাছে !
দাওয়াত থাকলো মিলাদের !

১৯| ২১ শে মে, ২০১৩ রাত ১০:১৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: B-)

২১ শে মে, ২০১৩ রাত ১০:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ! দাওয়াত থাকলো স্বপনবাজের মিলাদ অনুষ্টানের !

২০| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৩৭

তারছেড়া লিমন বলেছেন: মানতি পারলাম না ................মিলাদের নিকুচি করি দুটোই চলবে আর যদি দুটো থেকে কমেন্ট ও পোষ্ট না পাই তবে....হরতাল ডাকবো মুনে থাকে যেন....হুমমমমমমম

২১ শে মে, ২০১৩ রাত ১১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বি মানে ইয়ে ! দেখা যাবে !
তবে মিলাদে আইসেন আরকি !

২১| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৩৯

মামুন রশিদ বলেছেন: ভালোইতো, ভালো না ! রিকগনাইজড মাল্টির মালিক ।



আমার ব্লগে দুইটা নিক কেই আগাম স্বাগতম :P

২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: না মানে আপনারা সবাই যদি সাপোর্ট দেন তাহলে মাল্টিবাজি চালিয়ে যেতে পারি !
;)
ভালো তো !
ধন্যবাদ মামুন ভাই ,ঐ নিকের নাম বদলানোর জন্য আমি জানা আপুর কাছেও মেইল করেছি ! কিন্তু ঐ নিকের প্রতি আমার দুর্বলতা আছে , ব্লগিং এর হাতে খড়ি ওখানে !

২২| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৫৩

একজন আরমান বলেছেন:
আমি এর তেব্র নিন্দা জানাচ্ছি। :-P:-P:-P

২১ শে মে, ২০১৩ রাত ১১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ফাইযলামি পাইছেন মিয়া !


এনিওয়ে

মিলাদে আইসেন খাওয়া দাওয়া পাইবেন ঠান্ডা হইয়া যাইবেন !

২৩| ২১ শে মে, ২০১৩ রাত ১১:১৯

নোমান নমি বলেছেন: গুড :D

২২ শে মে, ২০১৩ রাত ১২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !
মিলাদের দাওয়াত থাকলো !

২৪| ২২ শে মে, ২০১৩ রাত ১২:২৪

আমিনুর রহমান বলেছেন:

মিলাদের মেন্যু কি থাকবে তারপর ভেবে দেখমু :P :P :P

২২ শে মে, ২০১৩ রাত ১২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বি মানে ঐটা হচ্ছে গিয়া ধরেন আপনার রসমলাই , কাচ্চি বিরিয়ানি , চিকেন ফ্রাই , যারা রিচ ফুড পছন্দ করে তাদের জন্য পিজ্জার ব্যাবস্থাও থাকবে !

২৫| ২২ শে মে, ২০১৩ রাত ১২:৫১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আরে মিয়া দুইটাতেই চালায়া যান। B-) B-) B-) B-)
হ্যাপি ব্লগিং :P :P

২২ শে মে, ২০১৩ রাত ১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহা ! আপনার বললে মাল্টিবাজি করতে আপত্তি নাই ! জানা আপু ব্লক করলে আপনাদের দোষ ! দুইটা নিকরেই বালা ফাই !

২৬| ২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: মিলাদের দাওয়াত ফাইলাম ঐ পোস্টে তাই হাজিরা দিয়ে গেলাম ;) ;) ;)

২২ শে মে, ২০১৩ রাত ১:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সস্ত্রীক আইবেন বলছেন ! হাতে সময় মাত্র ২৫ দিন ! জোগাড় করেন !

২৭| ২২ শে মে, ২০১৩ রাত ১:২১

আমিনুর রহমান বলেছেন:

মেন্যু তো ভালাই তাইলে ২৫ দিন পর মনে থাকে যেন তখনই না হয় বলব যা বলার :P :P :P

২২ শে মে, ২০১৩ রাত ১:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বি আচ্ছা ! ভাবীরেও নিয়া আইসেন সাথে ভাতিজারেও !

২৮| ২২ শে মে, ২০১৩ রাত ৩:৪৪

একজন আরমান বলেছেন:
মিলাদ।

কাচ্চির ব্যাবস্থা থাকছে তো ? :-B:-B:-B

২২ শে মে, ২০১৩ সকাল ১১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: রসমলাই , কাচ্চি বিরিয়ানি , চিকেন ফ্রাই , যারা রিচ ফুড পছন্দ করে তাদের জন্য পিজ্জার ব্যাবস্থাও থাকবে !

২৯| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হ্যাপি ব্লগিং।

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই ! হ্যাপি ব্লগিং !

৩০| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:১৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনে আছেন তাইলে?

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বি আমি আছি ! মিলাদে আসবেন কিন্তু !

৩১| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮

অপর্ণা মম্ময় বলেছেন: দুই নিক থেকে কমেন্টিং এক্সেপ্টেবল নহে X(
তবারকের ব্যবস্থা কি করছেন ? :P

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বি আমিও তাই বিশ্বাস করি !
এবং আমি তা করবো ও না আশা করি ! পোষ্টে যে কোন একটা নিক থেকেই কমেন্ট যাবে !
রসমলাই , কাচ্চি বিরিয়ানি , চিকেন ফ্রাই , যারা রিচ ফুড পছন্দ করে তাদের জন্য পিজ্জার ব্যাবস্থাও থাকবে !

৩২| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:৫৬

শ্রাবণ জল বলেছেন: :) :)

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: দাওয়াত থাকলো আপু !

৩৩| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: স্বপনবাজেই তো হিট বেশী ছিলো , স্বপ্নবাজে গেলে ঐ হিট গুলা আবার নতুন করে পেতে অনেক টাইম লাগবে । তার চাইতে বরং এই স্বপনবাজেই থাকেন।
হ্যাপি ব্লগিং । :)

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হিট ব্যাপার না রুপম ! নিক নেম টা আমার মন মত হয় নি ! দেখা যাক কি করি !

৩৪| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৬

আদম_ বলেছেন: খুদাপেজ

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার ব্লগে স্বাগতম !

৩৫| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৩

এরিস বলেছেন: অভি থাকুক আর না থাকুক, স্বপনবাজ থাকলেই হয়। অনুসরণ করলাম। শুধু ভাব আর ভাব রে ভাই। :-< |-)

২৩ শে মে, ২০১৩ ভোর ৪:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: মিলাদের দাওয়াত দিসি , ভাব নিবোনা কেন !
আসবেন কিন্তু !

৩৬| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৯

ঢাকাবাসী বলেছেন: হ্যাপি ব্লগিং, ভাল থাকুন।

২৩ শে মে, ২০১৩ ভোর ৪:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যাপি ব্লগিং

৩৭| ২২ শে মে, ২০১৩ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
সব ই খামু। B-))B-))B-))

২৩ শে মে, ২০১৩ ভোর ৪:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :( :( :(

৩৮| ২৩ শে মে, ২০১৩ রাত ১:০৭

বটবৃক্ষ~ বলেছেন: শিপু ভাই বলেছেন:
ডড়াইছিলাম আর ঝাড়ি দেয়ার প্রস্তুতি নিচ্ছিলাম!!!

হাহাহাহ অভিনন্দন প্রিয় আইডি ফিরে পাওয়ায়।

হ্যাপ্পি ব্লগিং!!!


আমিও তো শুরুতে একটু শকের মতো খাইতে নিসিলাম!! এরপর বুজবার পারসি!!:) মিলাদের আপ্যায়ন মেনু আগে জানান ...এরপর চিন্তা করবো আসার সময় হবে কিনা.... :P :#)

২৩ শে মে, ২০১৩ ভোর ৪:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: রসমলাই , কাচ্চি বিরিয়ানি , চিকেন ফ্রাই , যারা রিচ ফুড পছন্দ করে তাদের জন্য পিজ্জার ব্যাবস্থাও থাকবে !
না আসলে কইলাম বাড়িতে কালো র‍্যাব পাঠামু , লগে একটা হলুদ হিমু !

৩৯| ২৩ শে মে, ২০১৩ রাত ১:২৬

মিজভী বাপ্পা বলেছেন: শুভ ব্লগিং ;)

২৩ শে মে, ২০১৩ ভোর ৪:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বি !
শুভ ব্লগিং

৪০| ২৩ শে মে, ২০১৩ ভোর ৪:৫৯

কাজী মামুনহোসেন বলেছেন: চালায় যান....
শুভ ব্লগিং ;)

২৩ শে মে, ২০১৩ ভোর ৫:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ ব্লগিং

৪১| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:০৭

রোকেয়া ইসলাম বলেছেন: আজই আপনার বাড়িতে প্রথম এলাম।
এসেই এমন একটা লেখা পাব ভাবতে পারিনি।

২৬ দিন পর স্বপনবাজের মিলাদ অনুষ্টানে দাওয়াত থাকলো মানে কি ভাইয়া...... ?

২৪ শে মে, ২০১৩ রাত ১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার বাড়িতে স্বাগতম ! মানে হল স্বপনবাজ আর আমি একি জন !

৪২| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৬

রোকেয়া ইসলাম বলেছেন: স্বপনবাজ নামটি স্বপনবাজ অভির মাঝেই বেঁচে থাকুক সারাজীবন এটাই প্রত্যাশা।
মিলাদের দাওয়াতে এসে এত দিনের স্বপ্নবাজকে হারাতে চাইনা।

২৪ শে মে, ২০১৩ রাত ১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: :(( :(( :(( :(( :(( :((

৪৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪৯

অবচেতনমন বলেছেন: স্বপ্নবাজের স্বপ্নময় জীবন হোক হাজারো রং-এ সাজানো ভালো কিছু পাবার প্রতাশায়

২৪ শে মে, ২০১৩ রাত ১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অবচেতনমন ! হ্যাপি ব্লগিং !

৪৪| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:১৭

বটবৃক্ষ~ বলেছেন: রিচ ফুড না! আমার ফুচকা , চটপটি, ভেলপুরি লাগবে.....
আর আইসক্রিমও ! পুরো একমাস ফ্রিজে আইসক্রিম মজুদ থাকার পরও খেতে পারিনি গলার কারনে!:(:( কদিন হলো গলাদিয়ে কিসুটা ঠিকমতো আওয়াজ বের হয়....:):) তাই ভাবছি আপনার মিলাদের আইসক্রিম দিয়েই খাওয়া স্টার্ট করবো....এই সামারে আজ পর্যন্ত একটাও খাইনি!!! ব্যাফুক কষ্টিত!!

২৪ শে মে, ২০১৩ রাত ১১:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাল্লাহ আপনার জন্য বিশেষ ব্যাবস্থা থাকবে ! চোখ রাখুন স্বপনবাজের বর্ষপূর্তি পোষ্টে !

৪৫| ২৫ শে মে, ২০১৩ রাত ৩:৫১

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: সবাই মিলাদের লোভে পরে দিশেহারা হলেও আমি দিশেহারা নই। আমি এর তীব্র প্রতিবাদ করছি। X(( কারণ, "স্বপ্নবাজ অভি"-এর চেয়ে "স্বপনবাজ" নিকটাই আমার কাছে বেশি ভাল লাগে। :) তারপরও গণতান্ত্রিক দেশ​। নিক আপনার, অধিকার আপনার, সিদ্ধান্তও আপনার। আর কিছুদিন পর ব্লগে আমারও বর্ষপূর্তি। এমনও হতে পারে বর্ষপূর্তি পোস্টের পরপরই আমি ব্লগ থেকে গায়েব। :) আর আসবো কিনা, তাও জানি না। তবে আপনারা থাকেন। অফলাইনে আপনাদের লেখা পড়বো। যদি কখনও খুব ভাল লেগে যায় কোন লেখা, তাহলে লগিন করেও ফেলতে পারি। :)

২৫ শে মে, ২০১৩ ভোর ৪:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: খেলবনা ! এসব চলবেনা !

৪৬| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:৪৫

শ্রাবণ জল বলেছেন: amar kacheo "স্বপ্নবাজ অভি"-এর চেয়ে "স্বপনবাজ" নিকটাই বেশি ভাল লাগে :)

২৬ শে মে, ২০১৩ রাত ৩:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আপু ভেবে নেন , জানা আপু আমার রিকোয়েষ্ট রেখেছে , স্বপনবাজ এখন স্বপ্নবাজ অভি হয়ে গেছে !

৪৭| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:১৪

শ্রাবণ জল বলেছেন: uhu, eta vaba jabena!!

eta te likhun, but ager nick tay o majhe majhe post deben, bhaia.

shopnobaj Ovi'r cheye Shoponbaj amader onek chena, apon ekjon. eta apni vule gele to hobena!! 8-| 8-| 8-|

২৬ শে মে, ২০১৩ দুপুর ২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: "স্বপনবাজ" নিক টির প্রতি আমার ও ভালোলাগা আছে ! কিন্তু দেখেন শুধু যদি "স্বপ্নবাজ " হতো নামটা তাও ভালো ! কিন্তু ভুল করে লিখে ফেলা নিক নেম টাই থেকে গেল ! ঠিক আছে ঐ নিক থেকেও পোষ্ট দিব মাঝে মাঝে , জনমত উপেক্ষা করার ক্ষমতা নাই ! ;) #:-S ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.