নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফোন প্রযুক্তির ক্রমবর্ধমান ধারার বিকাশ (১ম পর্ব )

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

প্রতিনিয়ত বিকশিত হচ্ছে মোবাইল ফোন প্রযুক্তি , চোখের সামনে বদলে যাচ্ছে সিস্টেম ,মহুর্তে মার্কেট থেকে হাওয়া হয়ে যাচ্ছে দু দিন আগেও জনপ্রিয়তা পাওয়া মোবাইল ফোন ! মোবাইল ফোন সংক্রান্ত প্রযুক্তি ৪ টি ধাপ অতিক্রম করে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে ! এই প্রযুক্তি টির ক্রমবর্ধমান বিকাশের সাথে সাথে এর সাথে জড়িত ইতিহাস এবং উন্মেষের ধারাবাহিকতা বর্ণনা করবো এখানে ।

ধাপ ৪ টি হলোঃ

১>> analog voice

২>> Digital Voice

৩>> Digital voice + Data (3G)

৪>> 4G



প্রাচ্যের এনালগ মোবাইল প্রযুক্তি যখন ডিজিটাল যুগের দেখা পেলো তখন থেকেই মূলত একটি নতুন ধারার সূচনা হয় । এখন আমরা স্মার্টফোনে হাজার টা সুবিধা ভোগ করে থাকি । চলুন খুব সংক্ষেপে জেনে নেই প্রথম দিককার কথাঃ



** প্রথম ডিজিটাল মোবাইল প্রযুক্তি নিয়ে আসেন AT&T (American Telephone and Telegraph Company )

** ইউরোপের প্রতিটা দেশে আলাদা ভাবে নিজেদের সিস্টেম ব্যাবহার করতো ,যা অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ।

** পরবর্তীতে ইউরোপীয়রা GSM সিস্টেম আবিস্কার করেন ১৯৯৩ সালে । (Global System for Mobile)

** তখন আমেরিকাতে মোবাইল নাম্বারের ফরমেশান ছিল ঠিক তখনকার আমেরিকার ল্যান্ডফোনের নাম্বারের ফরমেশানের মত ।

** ইউরোপে মোবাইল নাম্বার শুরু হতো ৮০০ দিয়ে নতুবা ৯০০ দিয়ে ।





ফার্ষ্ট জেনারেশান প্রযুক্তি এবং সেকেন্ড জেনারেশন এই দুইটা ধাপ ই ডিজিটাল উন্মেশের ভিতরে ধরা হয় , GSM আসে ২য় ধাপে ।

আসুন দেখি ফার্ষ্ট জেনারেশান প্রযুক্তি সংক্রান্ত কিছু তথ্যঃ



** শুরুর দিকে সাধারণত সেনাবাহিনী এই প্রযুক্তি ব্যাবহার করতো !

** ১৯৪৬ সালে গাড়ি নির্ভর নেটওয়ার্কিং সিস্টেম তৈরী করা হয় , ডিবাইস বা মোবাইল ফোন তখন গাড়ির ভিতরে থাকতো , শহরের রাস্তাগুলো নেটওয়ার্কের আওতাভুক্ত থাকতো ।

** তারপর আসলো ওয়াকি টকি ।

** ১৯৫০ সালে কার ভেসড সিস্টেম টি আরো শহরে ছড়িয়ে পড়ে ।

** ১৯৬০ সালে প্লান করা হয় IMTS (Intermediate Mobile telephone system ) এর ।যেটাতে অপেক্ষাকৃত উন্নত ট্রান্সমিটার বসানো হয় পরীক্ষা মূলক ভাবে ।

** বার্তা প্রেরণ এবং গ্রহনের জন্য দুটি আলাদা ফ্রিকোয়েন্সি তখনই প্রয়োগ করা হয় ।

ধীরে ধীরে চোখে পড়লো IMTS এর কিছু সমস্যা , যা সেকেন্ড জেনারেশন প্রযুক্তি নিয়ে ভাবতে বাধ্য করে । খুব সংক্ষেপে দেখি কি ধরনের সমস্যায় পড়তে হয়েছিলঃ

** খুব কম সংখ্যক চ্যানেলে(মাত্র ২৩ টি) এর দ্বারা পুরো সিস্টেম চালানো মুশকিল হয়ে যাচ্ছিল ।

** AMPS (Advanced Mobile phone system ) আবিস্কৃত হয় ১৯৮২ সালে যা পুরো সিস্টেম কেই অকেজো করে দেয় ।

** মোবাইল নাম্বার গুলো তখন অঞ্চল ভিত্তিক ভাবে কাজ করতো এবং একই রকম ফরমেশান থাকায় অনেক সময় ভুলক্রমে ল্যান্ড ফোনে কল যেত ।

**প্রতি ১০-২০ কিলোমিটার দূরত্বে আলাদা আলাদা সেল থাকতো , যা দ্বারা মোবাইল ফোনটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতো ।

** যতই ব্যাবহারকারীর সংখ্যা বাড়তে লাগলো সেল সাইজ কমতে থাকলো ।

তখন সংশ্লিষ্ট ব্যাক্তিরা সেকেন্ড জেনারেশন নিয়ে ভাবতে শুরু করে । পরের পর্বে সেকেন্ড জেনারেশনের তথ্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা থাকবে ।



** সকল তথ্য উইকিপিডিয়া থেকে নেয়া ।









মন্তব্য ৫৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আশিক মাসুম বলেছেন: ওরে বাপরে বিশাল গবেষণা মূলক পোষ্ট।

একটা + দিয়া গেলাম :)

২৭ শে মে, ২০১৩ রাত ৮:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই ! ক্রমবিকাশের ধারাটা চোখে লাগার মতন !

২| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

বাংলার হাসান বলেছেন: আশিক মাসুম বলেছেন: ওরে বাপরে বিশাল গবেষণা মূলক পোষ্ট।

একটা + দিয়া গেলাম :)

২৭ শে মে, ২০১৩ রাত ৯:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ! এনিওয়ে + দেখাচ্ছে একটা ! ঐটা আসলে কি দিলেন আশিক মাসুম নাকি banglar_hasan নাকি কাজী দিদার ??

৩| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

কাজী দিদার বলেছেন: আশিক মাসুম বলেছেন: ওরে বাপরে বিশাল গবেষণা মূলক পোষ্ট।

একটা + দিয়া গেলাম :)

২৭ শে মে, ২০১৩ রাত ৯:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কাজী দিদার ভাই ! এনিওয়ে + দেখাচ্ছে একটা ! ঐটা আসলে কি দিলেন আশিক মাসুম নাকি banglar_hasan নাকি কাজী দিদার ??

৪| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:১৮

রাতুল_শাহ বলেছেন: ভালো লাগলো।

২৭ শে মে, ২০১৩ রাত ১০:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !

৫| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৩৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগল। আরেকটু বড় করে দিতে পারতেন পোস্টটা।

যাই হোক চমৎকার এবং তথ্য বহুল। +++++

২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন ভাই !
আসলে আর বড় করলে অনেকেই পড়তোনা , তাই ভাবছি পর্ব পর্ব করে দিবো !

৬| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এতো দেখি বিশাল জ্ঞানের ভাণ্ডার খুইল্যা বইছেন :D

প্লাস বুইঝ্যা লন ।

২৭ শে মে, ২০১৩ রাত ১০:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মন্ত্রী ! তয় মন্ত্রী না আইসা রাজা আসলে ভালো হইতো , মোহর পাওয়ার চান্স ছিল !

৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩১

একজন আরমান বলেছেন:
দারুন তথ্যবহুল পোস্ট।

কিন্তু ছবিটা দেইখা দিলে একটু চোট পাইলাম। :(

২৭ শে মে, ২০১৩ রাত ১০:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: কেন গো আরমান ভাই , চোট পাইলেন কেলা ! আরো ৩ টা দিবার চাইছিলাম নেয় না সামু !

৮| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩৮

তারছেড়া লিমন বলেছেন: দারুন তথ্যবহুল পোস্ট।ভালো লাগলো। ++++++++++++++

২৭ শে মে, ২০১৩ রাত ১১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লিমন ভাই

৯| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:১৩

মামুন রশিদ বলেছেন: খুব ভয়ে ভয়ে ঢুকছি, কারন টেকি পোস্ট মাথায় ঢুকে না ।



তবে এখানে ভয়ের বদলে অনেক মজার মজার তথ্য জানলাম ।

২৭ শে মে, ২০১৩ রাত ১১:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: তাই তো ! শুধু শুধু ওসব লিখে কি হবে ! আমি শুধু ধারাবাহিক ক্রম টা দেখাতে চেয়েছি !
ধন্যবাদ মামুন ভাই !

১০| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৫৬

বাংলাদেশী দালাল বলেছেন:
ভাল পোস্ট। +++

২৮ শে মে, ২০১৩ রাত ২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !

১১| ২৮ শে মে, ২০১৩ রাত ১:০৮

এরিস বলেছেন: চমৎকার পোস্ট। এই বহুল ব্যবহৃত প্রযুক্তির ক্রমবিকাশ নিয়ে অনেক কিছু জানলাম। পোস্টে প্লাস। ( বাকিতে। স্লো সার্ভার। প্লাসের অপশন নেই :( )

২৮ শে মে, ২০১৩ রাত ২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !

১২| ২৮ শে মে, ২০১৩ রাত ১:২৭

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: জ্ঞান ভাল্লাগেনা
কোবতে লেখেন অভি দা
অনেকদিন কোবতে দেন না!!!!

২৮ শে মে, ২০১৩ রাত ২:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আহা ! ঠিকাছে !

১৩| ২৮ শে মে, ২০১৩ রাত ১:৪৫

নোমান নমি বলেছেন: বিরাট গবেষনা। আমি এসব একদম কম বুঝি অবশ্য।

২৮ শে মে, ২০১৩ রাত ২:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: বলেন কি দাদা !

১৪| ২৮ শে মে, ২০১৩ রাত ১:৫৫

মিজভী বাপ্পা বলেছেন: +++++++++++++++++++্

২৮ শে মে, ২০১৩ রাত ৩:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: এত্ত প্লাস !! ধন্যবাদ !

১৫| ২৮ শে মে, ২০১৩ রাত ২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ তোমাকে এমন একটি পোস্টের জন্য। আরও কিছু এমন পোস্ট হলে ভাল হয়।

২৮ শে মে, ২০১৩ ভোর ৪:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বি স্যার ! ধন্যবাদ আপনাকে !

১৬| ২৮ শে মে, ২০১৩ রাত ২:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক কিছু জানা হল

২৮ শে মে, ২০১৩ ভোর ৪:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে ! সাথেই থাকুন !

১৭| ২৮ শে মে, ২০১৩ সকাল ৭:৩৭

একজন আরমান বলেছেন:
পামু না কেন? এখনও টু জি তে পইড়া আছি, আর ছবিতে দেখি ফাইভ জি। /:) /:) /:)

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: কি আর করবেন ! আমি প্রধান মন্ত্রী হইলে একটা ব্যাবস্থা করমু নে !

১৮| ২৮ শে মে, ২০১৩ সকাল ৯:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গবেষণাতে ভরা,,,,,,,,,লেখায় ভাল লাগা,,,,,,,,শুভকামনা

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! সাথেই থাকুন !

১৯| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩

অদৃশ্য বলেছেন:




বেশ কিছু নাজানা তথ্য জানা হলো...

আচ্ছা, এখন থেকে স্বপনবাজকে তাহলে এখানেই পাওয়া যাবে...

শুভকামনা...

২৮ শে মে, ২০১৩ দুপুর ২:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ! জ্বি স্বপনবাজকে এখানেই পাওয়া যাবে !

২০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:০৫

বটবৃক্ষ~ বলেছেন: সকল তথ্য উইকিপিডিয়া থেকে নেয়া ।


তাহলে সকল প্লাস গোউজ টু উইকিপিডিয়া??!! ;) :P

জটিল পোস্ট , সবকিসু মাথায় ঢুকে নাই ....
+ দিলাম জ্ঞান সরবরাহের জন্যে...

২৯ শে মে, ২০১৩ রাত ৮:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: তাই তো ! সকল + ফর পিডিয়া !
জটিলতা থেকে দূরে থাকতে চেয়েছি , শুধু উন্নতির গ্রাফ আর সময়কাল সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি !
শুভকামনা সবসময়ের বটগাছ !

২১| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:৫০

শিপু ভাই বলেছেন:
দারুন তথ্যমূলক পোস্ট!!!++++++++++++


এইবার আমারে কও- মোবাইল ফোনের প্রথম যুগে চান্দের দেশ থিকা চান্দে যাওয়ার সীন সরাসরি টিভিতে দেখাইছে ক্যাম্নে????

২৯ শে মে, ২০১৩ রাত ৯:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শিপু ভাই ! অবশ্যই স্যাটেলাইটের কল্যাণে ! আর আমি যে সময়কালের গ্রাফ টা এখানে দেখাতে চেয়েছি এটা কিন্তু এই প্রযুক্তির উন্মেষের যুগ ! তারপর থেকেই খুব দ্রুত নতুনত্ব আসতে শুরু করে ! আমি কিন্তু এনালগ মোবাইলের কথা বলিনি ! ঐ সময় টাতেই বিজ্ঞান একটা ধাপ অতিক্রম করে ! চাঁদের ব্যাপারটা তো বিতর্কিত ! আর যদি যেয়েও থাকে তাহলে অসম্ভব কিছুনা দেখানো কেননা স্যাটেলাইট তখন সক্রিয় ! ঐ সময় টায় খুব দ্রুত মোবাইল ফোন প্রযুক্তির ব্যাপারে নিত্য নতুন আইডিয়া , ডিবাইস আসতে থাকে !

২২| ৩০ শে মে, ২০১৩ রাত ২:৩৯

মাক্স বলেছেন: নাইস পোস্ট! অনেক ইনফরমেশনই জান্তাম্না!

৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাক্স !

২৩| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:১৬

সোহাগ সকাল বলেছেন: আসলেই বিরাট গবেষণামূলক পোস্ট। আমিও প্লাস দিলাম+++

৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সকাল !

২৪| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৬

ইনকগনিটো বলেছেন: তারমানে ১৯৯৩ কেই একটা মাইলফলক হিসেবে ধরা যায় বর্তমান মোবাইল এর জন্মের ক্ষেত্রে।

৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধরে নেয়া যায় ! সাথেই থাকুন কবি !

২৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:৪৭

আমিনুর রহমান বলেছেন:


সব উইকি থেকে নেয়া দেখে আগে উইকি গেলাম গিয়ে দেখি তারা তো লিখে লিখে বিশাল বানাইয়া লাইছে :P


অল্প ভাষায় ঘুছিয়ে তুমি দারুন ভাবে তথ্যগুলো উপস্থাপন করেছো কবি স্বপ্নবাজ অভি থুক্কু টেকি অভি ;)


ভালো লাগা রইল পোষ্টে +++

১৬ ই জুন, ২০১৩ রাত ৩:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই

২৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ৩:০৩

নামহীন যুবক বলেছেন: উইকি র বাংলা তরজমা পরলাম মনে হইল :-B B:-/ B:-) :> :-0 /:) /:) /:)

১৬ ই জুন, ২০১৩ রাত ৩:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অভিনন্দন !

২৭| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

সুপ্ত আহমেদ বলেছেন: কিছু আপডেটের প্রয়জন এখন :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.