নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

নিদ্রাঘোরে স্বপ্নকুটিরের দেয়াল !

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:০২

শুন্য কবিতার খাতা জুড়ে অলস আঁকিবুঁকি ।

জলরঙে জীবনের ছায়া বুঝি আর আঁকা হলোনা ...

কবিতায় শব্দেরা তখনো আমরণ অনশনে !



হঠাৎ ঝুম বৃষ্টি ! মাথার ভিতরে শুধু বৃষ্টির শব্দ ঝিরঝির ঝিরঝির ! ক্রমশ অন্ধরাতে জলমগ্ন হয়ে পড়া !

নিদ্রাঘোরে জেগে অলস ভাবনা! আমার প্রিয় শব্দরাজি তখনো অনশনে । কখনো প্রেমিকার নিঃশ্বাস মেপে মেপে স্বপ্নযাত্রা , কখনো রাতের ফুটপাথে পড়ে থাকা ক্ষুধার্ত আর্তনাদ , কখনো ভাবনা জুড়ে দুঃখিনী মায়ের হাহাকার !



রাতের মরণ হলে হয়তো মেঘদূত উড়ে যাবে ! সূত্রমতে ভোর হবে , নির্ভুল অংক কষে দুপুরগুলো বিকেল হবে ! জলরঙে জীবনের ছবি আঁকতে থাকবো , কখনো প্রেমিকার চোখের হাতছানি , কখনো মায়ের মায়াবী হাসি ক্যানভাসে রঙ হয়ে হাসবে !



ফুটপাতের আর্তনাদ কিন্তু বন্ধ হবেনা , কিশোর কবির ঝলাসানো রুটি আর পূর্ণিমার চাঁদ হবেনা , ভুলে ভরা মঞ্চে গণতন্ত্রের গান কেউ শুনাবেনা । দুঃখিনী মায়ের কান্না টাও আর থামবেনা !



স্বপ্নকুটিরের দেয়ালে দেখতে পাই প্রেমিকার নিখাদ ভালোবাসা , মায়ের মুখে অম্লান হাসি , ভরামঞ্চে সব দেশপ্রেমিকের দল , কবুতরের ডানায় ভর করে গণতন্ত্রের ছায়াতলে দুঃখিনী মা !

হয়তো কোন কিশোর কবি তখনো ক্ষুধার্ত , একদিন আর কেউ লিখবেনা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় !!!

হ্যাঁ আমি জলরঙে সেই ছবিটাই আঁকবো !



উৎসর্গঃ দিন বদলের স্বপ্ন দেখা সকল কবি কে !

ছবিসূত্রঃ গুগল !

মন্তব্য ৬৩ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ ভোর ৬:২৯

খেয়া ঘাট বলেছেন: জলরঙে জীবনের ছায়া বুঝি আর আঁকা হলোনা ... নাকি
জলরঙে জীবনের ছবি বুঝি আর আঁকা হলোনা ... ?

সুকান্ত লিখেছিলেন- পূর্ণিমা চাঁদ । সেটাকেই কি আপনি পূর্ণিমার চাঁদ ভেবেছেন?

তবে লিখা পড়ে দারুন লেগেছে। কাব্য সাহিত্যের একটা দ্বাদশী চাঁদ আপনার পোস্টে বসিয়ে দিলাম। +

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট ! পূর্ণিমার চাঁদ বলতে বুঝিয়েছি পূর্ণিমা রাতে যে চাঁদ টা থাকে সেটাকে !
শুভকামনা সবসময়ের !

০৩ রা জুন, ২০১৩ রাত ১:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: জীবনের ছায়াই লিখেছি খেয়া ঘাট ! ছবি আঁকা বেশ কষ্টসাধ্য !

২| ৩১ শে মে, ২০১৩ সকাল ৮:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ২ বার পড়লাম,,,,,,,,,,,প্রতি বারই ভাল লেগেছে,,,,,,,,,লিখলেন কেমন করে এত সুন্দর !!!!

অনেক শুভকামনা

৩১ শে মে, ২০১৩ রাত ৯:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ! সাথেই থাকুন , শুভকামনা সবসময়ের

৩| ৩১ শে মে, ২০১৩ সকাল ৮:৪৬

আরজু পনি বলেছেন:

দিনবদলের স্বপন সফল হোক।

শুভকামনা।।

৩১ শে মে, ২০১৩ রাত ৯:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! আমার ব্লগে স্বাগতম !

৪| ৩১ শে মে, ২০১৩ সকাল ৮:৫৫

মামুন রশিদ বলেছেন: হঠাৎ শেষ হয়ে গেলো । মুক্ত গদ্য একটু বড় হলে বেশি মজা পাওয়া যায় ।


কবিতায় ভালোলাগা++

৩১ শে মে, ২০১৩ রাত ৯:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আর হচ্ছিলোনা মামুন ভাই ! থিম টা , মেসেজ টা মাথায় ঘুরছিল !
অনেক ধন্যবাদ আপনাকে !

৫| ৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৩২

ভালবাসা007 বলেছেন: মিরাজের ফজিলত

৩১ শে মে, ২০১৩ রাত ৯:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

৬| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! বেশ সতেজ এক কবিতা । তাও সক্কালবেলাতেই ।

নোট - ভাইডি , কবিতা লেখা কি খুব সোজা ? :||

৩১ শে মে, ২০১৩ রাত ৯:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে ! আসলে রাতশেষেও ঘুম আসছিলো না ! থিম টা মাথায় ঘুরছে দু দিন ধরে ! কবিতা লেখা কখনোই সহজ না ! কিছুই আসছিল না একটা সময় ! লিখা হয়ে যাবার পর আর পোষ্ট করার লোভ সামলাতে পারিনি !
শুভকামনা সবসময়ের !

৭| ৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সকালেই পড়েছিলাম। কমেন্ট দিতে পারি নাই।
খুব সুন্দর লাগলো স্বপ্নবাজ! :)

৩১ শে মে, ২০১৩ রাত ৯:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে ! শুভকামনা সবসময়ের !

৮| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এই ধরনের পোস্ট পড়ে কি ধরনের মন্তব্য করতে হয় জানা নেই :'(

৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: :| :| :| :| :| :|
কমেন্টে ধন্যবাদ মন্ত্রী !

৯| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪

সায়েম মুন বলেছেন: বেশ ভাল লাগলো।

৩১ শে মে, ২০১৩ রাত ১০:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে ! শুভকামনা সবসময়ের কবি !

১০| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৪০

রাতুল_শাহ বলেছেন: +++++

৩১ শে মে, ২০১৩ রাত ১০:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রাতুল শাহ !

১১| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৮

বাংলার হাসান বলেছেন: চমৎকার ++++++ রইল।

৩১ শে মে, ২০১৩ রাত ১০:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !

১২| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:১৩

স্বপ্নকুটির বলেছেন: আমাকে নিয়ে লিখা, আমি একটা মন্তব্য না করলে কি চলে? ;)
অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলো। :)

৩১ শে মে, ২০১৩ রাত ১০:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: তাই তো ! ধন্যবাদ আপনাকে !

১৩| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:৪৪

তারছেড়া লিমন বলেছেন: নিদ্রাঘোরে জেগে অলস ভাবনা! আমার প্রিয় শব্দরাজি তখনো অনশনে । ভাললাগা রেখে গেলাম ভাই............

৩১ শে মে, ২০১৩ রাত ১১:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লিমন ভাই !

১৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩২

মাহবু১৫৪ বলেছেন: ++++++

৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !

১৫| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

দিন বদলে গেছে।

০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: তাই নাকি ??? ভালো তো , ভালো না... !

১৬| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:১০

অপ্‌সরা বলেছেন: সুন্দর!!!

০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে ! সাথেই থাকুন , শুভকামনা সবসময়ের !

১৭| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:০৬

শ্রাবণ জল বলেছেন: sundor!!!

০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু ! সামুর কারনে আমি আর আপনি দেখতে এখন এক রকম ! কোন দুঃখে যে প্রোপিক বদলাতে গেসিলাম !
শুভকামনা !

১৮| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:২৪

আমিনুর রহমান বলেছেন:

অসাধারণ ও অনন্য কবিতা +++

০১ লা জুন, ২০১৩ রাত ৯:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমিন ভাই !

১৯| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! অনেক ভাল লাগা রেখে যাচ্ছি!

শুভকামনা!

০১ লা জুন, ২০১৩ রাত ৯:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ৎঁৎঁৎঁ ধন্যবাদ ! শুভকামনা

২০| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:২৭

বোকামন বলেছেন:





সম্মানিত স্বপ্নবাজ অভি,
অসাধারণ বলবো না, বলবো খুবই সাধারণ একটি লেখা। যেমন সাধারণ, আমাদের মত সাধারণের মন ছুঁয়ে যায়।
প্রতি মাইক্রো সেকেন্ড ভালো থাকুন
শুভকামনা ......

০৩ রা জুন, ২০১৩ রাত ১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সম্মানিত বোকামন আপনার সুন্দর মন্তব্যের জন্য !

২১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২০

রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর কবিতা :)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা !

২২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৫৮

একজন আরমান বলেছেন:
আপ্নারে দেইখা হিংসা হয়।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: কেনু ?? :( :( :( :(

২৩| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:২৮

একজন আরমান বলেছেন:
আপনার মতো সুন্দর কইরাএই অধম ℰкנση Ѧямααη লেখতে পারে না তাই। :(

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ছি ছি ! কি সব পচা কথা বলেন !

২৪| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৫৫

অদৃশ্য বলেছেন:



স্বপনবাজ

চমৎকার হয়েছে লিখাটি... দিন বদলাক... দিন বদলে যাক...


শুভকামনা...

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: তাই হোক ! আপনার জন্য ও থাকলো শুভকামনা একরাশ !

২৫| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৫৮

বৃষ্টিধারা বলেছেন: বাহ বেশ ।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বৃষ্টিধারা !

২৬| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

নতুন নিকে এসে দিনবদলের সুন্দর একটি গদ্যকবিতা পেলাম।
খুব ভাললাগাল তাই ১৩ তম ভাললাগা রেখে গেলাম।

+++++


মিষ্টি খাওয়া পাওনা রইলাম। :)

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: কি দুনিয়া আইলো ! কার মিষ্টি কে চায় !
এনিওয়ে আমার ব্লগে স্বাগতম !

২৭| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:১০

বটবৃক্ষ~ বলেছেন: স্বপ্নকুটিরের দেয়ালে দেখতে পাই প্রেমিকার নিখাদ ভালোবাসা , মায়ের মুখে অম্লান হাসি , ভরামঞ্চে সব দেশপ্রেমিকের দল , কবুতরের ডানায় ভর করে গণতন্ত্রের ছায়াতলে দুঃখিনী মা !

কামনা করছি যেন আপনি সেই জলরং ছবি আকতে পারেন........
শব্দেরা অনশন ভাঙুক এবার!! :)


খুব চমৎকার বরাবরের মতোই...।

লাস্ট ৪/৫ দিন ব্লগে আসতে পারিনি বললেই চলে তাই লিখাটা মিস হয়ে গেসে!! নিজেকে মাইণাস দিলাম:)

০৬ ই জুন, ২০১৩ রাত ৩:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ ! আপনাদের অনুপ্রেরণায় এমন অকবিতা লিখার সাহস পাই !
আমার পক্ষ থেকে আরেকটা নেন ! মাইনাচে মাইনাচে প্লাস !

২৮| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:১২

ভিয়েনাস বলেছেন: অনেক সুন্দর একটা গদ্য কবিতা পড়লাম......
ভালো লাগা রেখে গেলাম :)

০৬ ই জুন, ২০১৩ রাত ৩:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস !

২৯| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:১৪

রাইসুল নয়ন বলেছেন: দারুণ কবিতা!!

ভালো লাগলো,আপনার মতই প্রাঞ্জল।

১৩ ই জুন, ২০১৩ রাত ২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: মন্তব্যে প্লাস নয়ন ভাই !

৩০| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৪

অবচেতনমন বলেছেন: রাতের মরণ হলে হয়তো মেঘদূত উড়ে যাবে ! সূত্রমতে ভোর হবে , নির্ভুল অংক কষে দুপুরগুলো বিকেল হবে ! জলরঙে জীবনের ছবি আঁকতে থাকবো , কখনো প্রেমিকার চোখের হাতছানি , কখনো মায়ের মায়াবী হাসি ক্যানভাসে রঙ হয়ে হাসবে


অসাধারন তোমার সকল স্বপ্ন বাস্তবে পরিনত হোক প্রতিটি মুহূর্তে ভাল থেকো নতুন করে ভাললাগা জানিয়ে গেলাম।

২২ শে জুন, ২০১৩ রাত ৯:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! এভাবেই সাথে থাকুন !

৩১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন দারুন দারুন !

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ! ধন্যবাদ ! ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.