নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক সময় সমীকরণের শেষ শব্দেই সূচনা !

০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২২

নিদ্রিত কোন এক বিষন্ন অন্ধরাতে জোছনার ছবি এঁকেছিলাম ।

অনুজ্জ্বল আলোকরেখা... বিস্তৃত হৃদস্পন্দন মিলিয়ে যায় নিমিষেই – কেউ বুঝেনা ।

সময় সংকেতে উপসংহারের দেখা মিললেই হারিয়ে যাবো মেঘে মেঘে । দেখে নিবো মৃতদের না বুঝাতে পারা প্রেম ! একদিন সব ফেলে চলে যাবো ... এইসব রংচটা মুখোশ ফেলে, এইসব দিবারাত্রির ব্যর্থ , সমীকরণ পেছনে ফেলে সময় সমীকরণের উপসংহারের শেষ শব্দে !

আমি সেই আসনচ্যুত রাজকুমার , গল্পের মাঝখানে লিখে যাবো নির্বাসনের গান । শেষ পাতায় এঁকে দিবো রক্তজবা , তোর চোখে এঁকে দিবো বিলম্বিত বিষন্নতা ! আমি যে নিদ্রিত গাংচিল । উড়ে এসে তোর ঘাড়ে শ্বাসগন্ধ এঁকে দিয়েছিলাম , সাথে দিয়েছিলাম কাজলদানী ! সেই কাজল মেখে তুই হরিণীর সাথে পাল্লা দিয়েছিলি ! শিশিরের গায়ে তোর আলতারেখা মেপে মেপে চলে যাবো শেষ ভোরের শেষ মিনিটে !

এই হারিয়ে যাবার যাত্রাপথে ভেবে বসি , দিনান্তে তোর চোখে নামবে ক্লান্ত ঝড় । নীড়হারা পাখি হয়ে অন্ধকারে হাতড়ে, খুঁজবি, আমায় । চোখের কোনে মায়াবী বিষাদ বেঁধে রাখবি , এলোকেশী কিশোরীবেলার মন খারাপ বিকেলের রোদ হবি । তোর কবিতার শেষ লাইনে আমার নাম লিখে ঘুমের ভিতর...... একান্ত আত্মহত্যা !



তারচেয়ে বরং মাঝরাতের সমস্ত অন্ধকার মুঠোয় বন্দী করে আলোকরেখা আঁকি ! সেই উত্তম ... ছিঁড়ে ফেলে দিবো বিষন্ন অন্ধরাতের জোছনার ছবি সাথে হাওয়ায় উড়িয়ে দেই অভিমানী শব্দদল ।



কেউ জানবেনা বুক পকেটের লুকিয়ে রাখা লাল গোলাপের কথা , তুই ও জানবিনা ! একদিন তুই বাজাতে থাকবি গভীর ছন্দের সুর , সেই সুরে রংচটা ক্যানভাসের সমস্ত অন্ধকার আর বিষন্নতা বরফের মত গলে পড়বে ! সেইদিন মেঘপরাগের দলের দলনেতা হয়ে তোকে দিবো জমিয়ে রাখা গোলাপ কটা !

সেদিন শুধু ভালোবাসাই হবে , তোর কন্ঠে রবি বাবুর গান থাকবে , জোছনায় ভিজে জোনাকীরা আমাদের গান শোনাবে ... তোর কানে কানে বলে দিবো শতাব্দীর সেরা প্রেমের কবিতা !



সেই দিনের অপেক্ষায় উপসংহারের শেষেই সূচনা এঁকে দিতে ফিরে আসবো , ফিরে আসবো তোর চোখের কোণের জমে থাকা বিষন্নতা মুছে দিতে ...এই মহাবিভ্রম জগতে !

মন্তব্য ৭৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: এটাতে কবিতা কাল্পনিক সময় সমীকরণের শেষ শব্দেই সূচনা !কবিতাটি ভাল লাগলো।

০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !

২| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮

মামুন রশিদ বলেছেন: সময় সংকেতে উপসংহারের দেখা মিললেই হারিয়ে যাবো মেঘে মেঘে । দেখে নিবো মৃতদের না বুঝাতে পারা প্রেম ! একদিন সব ফেলে চলে যাবো ... এইসব রংচটা মুখোশ ফেলে, এইসব দিবারাত্রির ব্যার্থ সমীকরণ পেছনে ফেলে সময় সমীকরণের উপসংহারের শেষ শব্দে ।


চমৎকার++


০৭ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !

৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৫

শুকনোপাতা০০৭ বলেছেন: অন্যরকম... ভালো লাগল :)

০৭ ই জুন, ২০১৩ রাত ১১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা ! শুভকামনা !

৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:৫৩

মাক্স বলেছেন: জাস্ট আসাম! আর কিছুই বলতে পারতেসি না!

০৭ ই জুন, ২০১৩ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাক্স ! আছেন কেমন ?

৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:০৯

তারছেড়া লিমন বলেছেন: অসাধারন...............তবে এমন কথা একজনকে বলেছিলাম তাই আজ একা একা -------------------------

০৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লিমন ভাই ! কিছু কথা বলতে হয় না ! সময় বুঝিয়ে দেয় ! সময়টা আমাদের সাথে থাকলেই হয়ে যায় !

৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

একজন আরমান বলেছেন:
সেদিন শুধু ভালোবাসাই হবে , তোর কন্ঠে রবি বাবুর গান থাকবে , জোছনায় ভিজে জোনাকীরা আমাদের গান শোনাবে ... তোর কানে কানে বলে দিবো শতাব্দীর সেরা প্রেমের কবিতা !

চমৎকার।

০৭ ই জুন, ২০১৩ রাত ১১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আরমান ভাই ! লাইন কয়টা আপনাকে উপহার দেয়া হলো !

৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

মাক্স বলেছেন: ভালো আছি!
সবচেয়ে বেশিবার বলা মিথ্যা কথা।
আপনার খবর কি?

০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: :( !
আমি সত্য কথা বলি
বুঝতে পারছিনা কেমন আছি !

৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ইশ আরেকটু থাকতো...খুব ভাল লিখেছেন

০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আরেকটু ??
ধন্যবাদ মায়াবতী !

৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর লিখেছ। ++++

০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই !

১০| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

একজন আরমান বলেছেন:
আহাহাহাহা
আপনাকেও ধন্যবাদ, উপহার দেবার জন্য। :)

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: মোষ্ট ওয়েলকাম ভ্রাতা !

১১| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে ভাইয়া :)

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাইয়া !

১২| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে ভাইয়া :)

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: এখন সামুতে ছবি আপলোড হয় ! প্রোপিক ঠিক কইরা ফালান !

১৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮

রুপম শাহরিয়ার বলেছেন: সেইরকম লিখছেন অভি ভাই।


কিন্তু ভাই এই নিকের ২ বছর পূর্তি উপলক্ষে দাওয়াত খাওয়াবেন বলছিলেন। কিন্তু খাওয়াইলেন না তো?

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: এই নিকে না সোনা ! স্বপনবাজ নিকের এক বৎসর হলে ! হোক তো আগে ! চোখ রাখো সামুর পর্দায় !

১৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:১২

মাহমুদ০০৭ বলেছেন: কবিতা দারুন লাগল ।
২ বছর পূর্তি উপলক্ষে দাওয়াত দিয়েন ভাই আমারে ।
আপনার পোষাইব , আমি কেলাম কম খাই । :)

০৮ ই জুন, ২০১৩ রাত ১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: মন্তব্যে ধন্যবাদ !
ঠিকাছে দাওয়াত ! ;)

১৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:২৬

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন কবিতা
+++++

০৮ ই জুন, ২০১৩ রাত ২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !

১৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:২০

বটবৃক্ষ~ বলেছেন: তারচেয়ে বরং মাঝরাতের সমস্ত অন্ধকার মুঠোয় বন্দী করে আলোকরেখা আঁকি ! সেই উত্তম ... ছিঁড়ে ফেলে দিবো বিষন্ন অন্ধরাতের জোছনার ছবি সাথে হাওয়ায় উড়িয়ে দেই অভিমানী শব্দদল ।

এটাই কি সেই শতাব্দীর সেরা প্রেমের কবিতা ! যাক পড়েই ফেল্লাম!!:):)

০৮ ই জুন, ২০১৩ রাত ২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শতাব্দীর সেরা কবিতা ওনার কানে কানে বলা হবে !
আপনার যদি মনে হয় এটাই সেরা কবিতা শতাব্দীর তবে আপনাকে অভিনন্দন !
ধন্যবাদ বৃক্ষ !

১৭| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:১৮

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর । পড়তে অনেক ভাল লাগছে ।

শেষ পাতায় এঁকে দিবো রক্তজবা , তোর চোখে এঁকে দিবো বিলম্বিত বিষন্নতা ! আমি যে নিদ্রিত গাংচিল.........দিয়েছিলাম কাজলদানী ! সেই কাজল মেখে তুই হরিণীর সাথে পাল্লা দিয়েছিলি....

আচনচূত্য শব্দের মানে কি ?

০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যোবাদ আপু !
আসনচূত্য হবার কথা ! টাইপো হয়ে গিয়েছিল , ঠিক করে দিয়েছি !

১৮| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:২৪

আশিক মাসুম বলেছেন: সেই দিনের অপেক্ষায় উপসংহারের শেষেই সূচনা এঁকে দিতে ফিরে আসবো , ফিরে আসবো তোর চোখের কোণের জমে থাকা বিষন্নতা মুছে দিতে ...এই মহাবিভ্রম জগতে !



মন ছুয়ে গেলো।

০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !

১৯| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাল হয়েছে । ++

০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপু !

২০| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
প্লাসের সাইক্লোন হবে +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন সাহেব ! সাইক্লোনের বন্যায় ভেসে যাচ্ছি !

২১| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। কিছু অতি সাধারণ বানান ভুল আছে। দেখে নিয়েন। শুভকামনা।

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই !
বানান ভুলটা আমার উদাসীনতার সাক্ষী !
সাথেই থাকুন !

২২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: পড়লাম, শুভকামনা রইল।

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ! সাথেই থাকুন !

২৩| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২

সোহাগ সকাল বলেছেন: সুন্দর কবিতা! অনেক ভালো লাগলো। কবিতায় বড় মন্তব্য করতেও অভিজ্ঞতা লাগে। আমার অভিজ্ঞতা নেই। :( তাহলে সুন্দর একটা মন্তব্য করা যেত। :(

০৯ ই জুন, ২০১৩ রাত ৮:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সোহাগ সকাল ! আপনার মন্তব্যে বিব্রত বোধ করছি ! শুভকামনা , সাথেই থাকুন !

২৪| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস।

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !

২৫| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪১

সোহাগ সকাল বলেছেন: বিব্রত বোধ করার কিছু নাই! :(

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: এখন আনন্দিত বোধ করছি ! সাথেই থাকুন !

২৬| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:০১

অপর্ণা মম্ময় বলেছেন: লেখাটা খুব সুন্দর , মায়াকাড়া ।


অনুজ্জ্বল, হৃদস্পন্দন, ব্যর্থ , আসনচ্যুত, খুঁজবি, আত্মহত্যা এই বানান গুলো অবশ্যই ঠিক করবেন ।

হাসান মাহাবুব বলেছেন -

সুন্দর। কিছু অতি সাধারণ বানান ভুল আছে। দেখে নিয়েন। শুভকামনা।

আর

লেখক বলেছেন:

ধন্যবাদ হাসান মাহবুব ভাই !
বানান ভুলটা আমার উদাসীনতার সাক্ষী !

এত সুন্দর একটা লেখায় ভুল বানান সাক্ষী হিসেবে থাকার দরকার কি ! যেহেতু লেখালেখিতেই আছেন একটু শুদ্ধ করে লেখাটাই কি ভালো নয় ?
আপনার লেখা পছন্দ করি বলেই আসি এবং এসব বলি । এটাই সহ ব্লগার হিসেবে পারস্পারিক শ্রদ্ধার সম্পর্ক টা বাড়িয়ে তুলবে।

ভালো থাকবেন অভি ।

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! অনেক ধন্যবাদ , আপনাদের ভুল ধরিয়ে দেয়াটাও আমার ভালো লাগে ! চেষ্টা থাকবে নির্ভুল বানানে লিখার ! ঠিক বলেছেন এভাবেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ে ! এমন কিছু শব্দের বানান ঠিক করতে বলছেন দেখে এখন আমার নিজের ই লজ্জা লাগছে !
অনেক শুভকামনা আপনার জন্য !

২৭| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩১

মাহতাব সমুদ্র বলেছেন: তোর কানে কানে বলে দিবো শতাব্দীর সেরা প্রেমের কবিতা ! নাগরিক কবি।

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহা ! ধন্যবাদ মাহতাব ভাই ! শুভকামনা থাকলো !

২৮| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: পরীক্ষা করতে আসছিলাম বানান ঠিক করছেন কিনা :P
না করলে খবর আছিল B-)

ধন্যবাদ ভুল বানান ঠিক করে নেয়ার জন্য ।
শুভকামনা অভির জন্য ।

১০ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহাহা ! ধন্যবাদ আপু ! খুব খেয়ালীভাবে যা মনে আসে তাই লিখি , খেয়ালীপনায় কিছু বানান ভুল হয়ে যায় ! লিখার পর সাথে সাথে পোষ্ট না করলে শান্তি পাইনা !

২৯| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

রোকেয়া ইসলাম বলেছেন: অসাধারন......
আমি সেই আসনচ্যুত রাজকুমার , গল্পের মাঝখানে লিখে যাবো নির্বাসনের গান । শেষ পাতায় এঁকে দিবো রক্তজবা , তোর চোখে এঁকে দিবো বিলম্বিত বিষন্নতা !
খুব ভাল লাগলো। অনেক সুন্দর পোস্ট। অনেক আবেগী প্রতিটা কথা। অনেক ভাল লাগা রেখে গেলাম।

১০ ই জুন, ২০১৩ রাত ১১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু ! শুভকামনায় থাকুন !

৩০| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++

১০ ই জুন, ২০১৩ রাত ১১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইরফান বর্ষণ ! অনেক গুলো প্লাস দিয়েছেন দেখি !

৩১| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১৭

ভিয়েনাস বলেছেন: নিরব বিষন্নে ভেসে গেছে লেখা.... সুন্দর।

অনেক ভালো লাগা জানালাম।

১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস !

৩২| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯

সীমান্ত উন্মাদ বলেছেন: চমৎকার হইছেতো। সুপার লাইক দিলাম।

১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সীমান্ত উন্মাদ ! সেফের শুভেচ্ছা !

৩৩| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৮:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর একটা লেখা !

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !

৩৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লেখাটা আগেই পড়েছিলাম। কমেন্ট করতে পারি নি। কিবলবো আর জাস্ট অসাম!!!!

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ , এমন মন্তব্যই আসলে সামুতে বেঁধে রাখে ! শুভকামনা সবসময়ের !

৩৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

নির্বাসনের গান নিয়ে চলার মাঝে কোন সার্থকতা নেই। প্রকৃত রাজকুমার তারাই যারা শত বাঁধা বিপত্তি অতিক্রম করে নির্বাসন থেকে ফিরে কষ্টের মুখোমুখি অবস্থান নিতে পারে। ভেঙ্গে ফেলতে পারে জীবনের সকল হতাশা।

আমাদের জীবনটা একটি অসীমের পথে চলতে থাকা গন্তব্য হীন ব্যাঞ্জনা। কখন থেমে যাবে সেই জীবন সুর হীন ছন্দ হীন আমরা নিজেরাও জানি না।

তুমি বলেছ বুক পকেটে লুকিয়ে রাখা লাল গোলাপের কথা। আমি প্রায় একযুগ পরে যখন আমার লেখা ডায়রিতে একটি শুকিয়ে যাওয়া লাল গোলাপ খুঁজে পেয়েছিলাম তখন নিজের আবেগের কাছে আবারো হেরে গিয়েছিলাম। দুচোখের কোনে একটু অশ্রু ধারা নেমে এসেছিল।

জীবন আমাকে করেনি ক্ষমা কিন্তু আমিত সেই জীবন বোধ নিয়ে আজো পথ হেটে চলি অজানার মায়াডোরে। আমিও নির্বাসন থেকে ফিরতে চাই কিন্তু ফেরা হয়ে উঠেনা আর।

তাই আমিও তোমারই মত বলতে চাই,

সেই দিনের অপেক্ষায় উপসংহারের শেষেই সূচনা এঁকে দিতে ফিরে আসবো , ফিরে আসবো তোর চোখের কোণের জমে থাকা বিষন্নতা মুছে দিতে ...এই মহাবিভ্রম জগতে !

১৪ ই জুন, ২০১৩ রাত ১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় কান্ডারী অথর্ব ! অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্যের জন্য !

৩৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:৩৯

আমিনুর রহমান বলেছেন:



সত্যিই অভি অসাধারণ ও অনন্য +++

১৬ ই জুন, ২০১৩ রাত ৩:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাই ! এভাবে বলেন বলেই মাঝে মাঝে লিখতে মন চায় !

৩৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার! অসাধারন!!!!!!!! এই ধরনের লেখায় তুমি আমার ফেভারিট রাইটার!!!!!!! +++++

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: জেনে আপ্লুত কাল্পনিক ভালোবাসা ভাই ! ভালো থাকুন সব সময় !

৩৮| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

বৃষ্টিধারা বলেছেন: কাল্পনিক সময় সমীকরণের শেষ শব্দেই সূচনা !

কাল্পনিক সময় সমীকরণের শেষ শব্দেই সূচনা !

কাল্পনিক সময় সমীকরণের শেষ শব্দেই সূচনা !

০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা বৃষ্টিধারা !
ভালো থাকুন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.