নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুন -২০১৩

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০১





বিগত চার মাস ধরে মাস জুড়ে এই ব্লগের পাতা জুড়ে থাকা চমৎকার আর দুর্দান্ত সব কবিতার একটি সংকলন প্রকাশ করে আসছেন একজন আরমান এবং কান্ডারী অথর্ব । সীমাহীন ব্যস্ততার মাঝেও ব্লগে সময় দিচ্ছেন ব্লগার কান্ডারী অথর্ব । তাদের এই প্রয়াসে নিজেকে যুক্ত হতে দেখে ভালো লাগছে । এই সংকলনটির কৃতজ্ঞতায় ব্লগার একজন আরমান । এবার আমি স্বপ্নবাজ অভি এবং একজন আরমান মিলে জুন মাসের চমৎকার সব কবিতার এই সঙ্কলন টি আপনাদের সামনে নিয়ে আসার একটি ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছি । কবিতা সাহিত্যের একটি শক্তিশালী মাধ্যম । বিভিন্ন লেখক তার কবিতার মাধ্যমে প্রকাশ করেন তার ভাবনার নানা রঙ । কবিতাগুলো কখনো অবচেতন মনের নানা ভাবনার কথা বলে , কখনো দেশ মাতৃকার কথা বলে , কখনো সমাজের নানা অসঙ্গতির কথা বলে ! এই সংকলনটিও আগের ৪ টি সংকলনের মতই একান্তই নিজস্ব পছন্দের ভিত্তিতে তৈরী করা । এখানে কোন প্রতিযোগীতা মূলক মনোভাব নেই । আমাদের নজর এড়িয়ে গেছে জুন মাসের এমন কোন কবিতা থাকলে আমাদের জানালে আমরা আপডেট করে দিবো । আর কথা না বাড়িয়ে দেখে নেই বৃষ্টি মুখর জুনের দুর্দান্ত সব কবিতাঃ



!! সংযুক্তি !! - আশিক মাসুম

নতজানু আমি পরাস্ত - এবার তোরা মানুষ হ

বাইনোকুলারে দেখা পাখি - স্বদেশ হাসনাইন

জীবনের কাছে - ৎঁৎঁৎঁ

দিন রাত্রি দুঃখ বুকে ফিরে আসে যে / তাকে দাও এক মুঠো সহজ প্রেম। - আশরাফুল ইসলাম দূর্জয়

কালোবেড়ালের পাপার্ত পাখনা - রেজওয়ান মাহবুব তানিম

দিন যাচ্ছে যাবে - সায়েম মুন

বিবাগী সংসার - অপর্ণা মম্ময়

মৈত্রীর করিডোরে মৃত্যুর উৎসব - বুলেট কিংবা কবিতা

নীল আশ্রিতা - ফারজানা শিরিন

লাল-সাদা স্বপ্ন!(এটা কবিতা হয়েছে নাকি গবিতা হয়েছে ঠিক বুঝতে পারছি না।লেখাটা পরে বিরক্ত হলে মাফ করে দিয়েন) - শুঁটকি মাছ

সচ্ছতা............ - স্বপ্ন পথ

বোকামন কথোপকথন-২ - বোকামন

''অদ্ভূত সব অনুভূতি'' - অবচেতনমন

স্বাদহীন মোড়কটি - মানসী

মনোসরণি - অদ্রি অপূর্ব

আলো আধারীর দিস্তায় দিস্তায় - সায়েম মুন

শহরতলীতে - পাপতাড়ুয়া

কবিতাঃ আমি একটা সকাল খুঁজে বেড়াই - নির্লিপ্ত স্বপ্নবাজ







তুমি আমার সুখ....তবু তোমায় নিয়ে ঘর বাঁধিনা............... - বটবৃক্ষ~

সুনন্দা - সায়েম মুন

কবিতাঃ বিষিয়ে ওঠা বিষাদ - নির্লিপ্ত স্বপ্নবাজ

=একটি হারিয়ে যাওয়া সবকিছুর তালিকা, বিজ্ঞপ্তি নয়= - বৃতি

হুট হাট লেখার আর এক স্যাম্পল ! :-B - সাবরিনা সিরাজী তিতির

আমার হত্যাকাহিনী - সৃজনবিলাস

নিরব দর্শক - রায়ান ঋদ্ধ

নিরব পাপের কেচ্ছা - সুদীপ্ত সজল খাঁ

ধ্রুবস্মিতা - প্লাজমোডিয়াম

আমাকে সে নিয়েছিল নীল - ৎঁৎঁৎঁ

সনেট – ১ - অদ্রি অপূর্ব

গোপন কথা।। - ইনকগনিটো

স্বীকারোক্তি - বোকামানুষ

ঘর - ফারজানা শিরিন

ভাবতে পারি..তুমি কি তাই? - স্বদেশ হাসনাইন

শব্দকথন - আলাউদ্দিন আহমেদ সরকার

রক্ত দিন জীবন বাঁচান (কবিতা) - সেলিম আনোয়ার

প্রেমাবস্যা________♥ - অংকনের সাতকাহন

নোনা বাতাসের ঘোড়া - লক্ষী পেঁচা

কন্যা - অরূপ চক্রবর্ত্তী

মিথ্যে ভালবাসা - sraboni





তোমরা আমাকে চিনতে পেরেছো কি? প্রিয় কবি জীবনানন্দ দাশকে স্মরণ করে - খেয়া ঘাট

চে, তোমাকে... - অদ্রি অপূর্ব

বটবৃক্ষ ও তার ছায়া - তানিয়া হাসান খান

ব্যথার করুন তৃপ্তি - কান্ডারী অথর্ব

কথানুভুতি.. - শুকনোপাতা০০৭

বাবা তুমি - অবচেতনমন

কথাকূর্চি - কুহক'

মানুষ রুপী পশু ! Dual Version - একজন আরমান

আমার চন্দ্রাহত হৃদয়খানি তোমায় দেবো বলে..... - বটবৃক্ষ~

মিথ্যুক!! - সাদাত হোসাইন

গভীর রক্ত ক্ষরণ... - রায়হানা তনয় দা ফাইটার

কথা দিচ্ছি আগমনে... - সৃজনবিলাস

ফোঁটায় ফোঁটায় আবৃত উত্তাপে - অদৃশ্য

বিষানন্দ - মায়াবী ছায়া

মানচিত্রের শেষপ্রান্তটুকু - অপর্ণা মম্ময়

স্বপ্নের ভেলকি - রােতর েশাকার্ত সািথ

শরম করলে পড়বেন না - নাজমুল ইসলাম মকবুল

সে তো তুমি…... - হ্যাজাক

ঘূর্ণিচোখ - সায়েম মুন

এমন কথা তো ছিলনা !! - শ্রাবণ জল

অভিমানকে করতে লালন তোমার আমার সন্ধি বারণ.. (নির্মলেন্দু গুণের জন্মদিনে একটি অখাদ্য কবিতা পেশ করলাম) - মাননীয় মন্ত্রী মহোদয়

একটি সুরের জন্ম - বৃতি





কবিতার খাতা আশ্রিত শব্দদের প্রতিলিপি - আলাউদ্দিন আহমেদ সরকার

ছাগু কবিতা - মেলবোর্ন

সুয়োরাণী-দুয়োরাণী - আবীর চৌধুরী

নক্ষত্রের মিনতি - তানিয়া হাসান খান

কেমন আছ ? - মহাজাগতিক পাগল

বৃত্তের বাইরে - হানিফ রাশেদীন

বুলেটিন - অনাহূত

প্রতীক্ষা - রহস্যময়ী কন্যা

" পথিক তুমি " - ডি মুন

জ্ঞানীদের আশ্চর্য বিষাদ - ম্যাভেরিক

"প্রথম" - গ্রাম্যবালিকা

বর্ষার প্রথম বৃষ্টিতে! - টুম্পামনি

প্রেম হে, বৃষ্টি হে! - আশরাফুল ইসলাম দূর্জয়

নারী চোখ পাঠ - তাজা কলম

বৃষ্টি এবং বন্ধ্যা শহরে ক্ষণিকের পূণ্যভূমি - অন্যমনস্ক শরৎ

____ভালোবাসা পথ ভুলে, বিপথে হয় গুম____ - তোমার গল্পের মৃত রাজকন্যা

শুধু নেই জানা - শিশিরের দুঃখ

খুন (আত্মকাহিনী) - মেহেদী হাসান ''

আজ আমি সুখি হবো - নিমা

।। অহেতুক এক জীবন ।। - মায়াবী ছায়া

হৃদয়ে বাতিঘরে জ্বলে রংধনুর হীরক শিখর - আমি ময়ূরাক্ষী

প্রতিটি পুরুষের ভিতর বাস করে একেকটি নারীলোভী হায়েনা। - জিয়া চৌধুরী

প্রতিপল প্রতি মূহুর্ত - রোকসানা লেইস

বর্ষার আদ্রতা প্রতিটি প্রেমিক ডায়রিতে - মুনসী১৬১২

ততটা চেনা নই - মন মোর মেঘের সঙ্গী

সাইবার বাদুড় - সাদরিল

সূর্যসন্ধ্যায় মঙ্গলতীর্থে মা আর ব্রহ্মপুত্র - লেখোয়াড়

কিছু কথা বলা - জুন

শুধুই নিজের জন্য কেউ কেউ - স্বদেশ হাসনাইন

কবিতাঃ শহরের মেঠোপথ! - নির্লিপ্ত স্বপ্নবাজ

ইচ্ছে ডাণার কবিতা. - তারছেড়া লিমন

নীলপাহাড়ের নীলিমা - রমিত

মরিচ - মাসুম আহমদ ১৪

একদিন দেখা হবে - সায়েম মুন

সেই তালগাছ আজও আছে এক পায়ে দাঁড়িয়ে - সুফিয়া

যে কথা আজও বলা হয়নি - মেহেদী আনডিফাইন্ড

কেমিক্যাল দিকশূন্যতা - ৎঁৎঁৎঁ

সভ্যতা - রাইসুল নয়ন

ভস্মিভুত অনুভূতি! - টুম্পা মনি

উল্টা-পাল্টা - মিনাক্ষী

নীল পদ্য দুইঃ কবিতা তুই স্কুল পালানোই থাক - টেস্টিং সল্ট

স্রোত - ভাঙ্গা কলমের আঁচড়

আমাদের সময়ের রূপকথা - শাহেদ খান

মেঘবালক - দি ফ্লাইং ডাচম্যান

"উৎসমুখ" - ডি মুন

কান নিয়েছে চিলেঃ ছড়া - কোবিদ

আমি ও একটি ল্যাম্পপোস্ট - লাকমিনা জেসমিন সোমা

স্বপ্ন-মানবীর খোঁজে... - আদম আদোনিস

ভেজা হাতে তোমার ছোঁয়ায়..... - মৌরি৯৯

অণুবীক্ষণ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

।।। ঘাটের কথা-১ ।।। - অরুদ্ধ সকাল

আমার অহংকার - কবীর হুমায়ূন

শূন্যতা - আহসান জামান

শুনো অবুঝ মেয়ে, ভালবাসি !! - অপু তানভীর

যাও ভালোবাসা, যাও... - মর্তুজা হাসান সৈকত

ওগো বোষ্টুমি, তুমি নোনা ধরা দেউড়িতে প্রাণ ফেরাও - মিশু মিলন

বৃষ্টি বিলাস-২ - শুকনোপাতা০০৭



এবারের পোস্টের পেছনে থেকে অনেক ব্যস্ততার মাঝেও নিরলস শ্রম দিয়ে নানা ভাবে সাহায্য করেছেন প্রিয় ব্লগার আমিনুর রহমান । আমি ভাইয়ার কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ। আমার আন্তরিক ভালোবাসা জানবেন।



বিগত চারটি সঙ্কলনঃ

একটি কাব্যিক ভ্রমন

একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ মার্চ-২০১৩

একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ এপ্রিল-২০১৩

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন' মে ১৩

মন্তব্য ১৪০ টি রেটিং +৩৭/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৬

সায়েম মুন বলেছেন: খুব ভাল কাজ করেছেন। অনেক কষ্টকর এবং উদ্যমী এই প্রচেষ্ঠাকে সাধুবাদ জানাই। প্রিয়তে রাখলাম পোস্টটা। যেসব কবিতা পড়া হয়নি সময় করে পড়া যাবে।

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ কবি ! সময় পেলে পড়বেন , আপনার কবিতা পাঠ আনন্দময় হোক , শুভকামনা !

২| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক ভালো একটা উদ্যোগ ভ্রাতা ++++++++++ :)

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা ! শুভকামনা জানবেন !

৩| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২

টেস্টিং সল্ট বলেছেন: প্লাস এবং প্রিয় তে।

নিজের একটা কবিতা দেখতে পেয়ে সত্যি চমৎকার লাগছে।

বাকী গুলো সময় করে পড়ে নেবো।

!:#P !:#P !:#P

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !

৪| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি কিছু কথা বলতে চাই
সেইসব কষ্টের, রক্তাক্ত অথচ খুব জরুরী
যা আপনাদের সামনে
তুলে ধরতে চাই।
জানতে চাই
অবিশ্বাস ও ঘৃণার
সব কিছু ভেঙ্গে চুরে
আমরা কি শুধু একটি বারের জন্যেও
যেতে পারি না সেই মাঠের কাছে
যেখানে
সূর্যের আলো
সবার উপর সমানভাবে পড়ছে




আমার প্রিয় একজন বিখ্যাত ব্লগারের ব্লগ থেকে কবিতাটি তুলে দিলাম। যার কাছে নানা ভাবেই ঋণী। অথচ যিনি সর্বদাই থেকে যান পর্দার আড়ালে। লাভ ইউ ভ্রাতা।


আর অভি আমার বিশ্বাস ছিলো তোমরাই যথেষ্ট আমি আশা হত হইনি বরং তোমাদেরটা বেস্ট কালেকশন স্বীকার করতেই হয়। কিন্তু ভ্রাতা আমার অখ্যাত অখাদ্য এখানে ঠিক মানাচ্ছেনা।

পোস্ট প্রিয়তে রইল।

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: মন্তব্যের সেই কবিতার বিখ্যাত এই ব্লগারের কাছে আমরা আসলেই নানা ভাবে কৃতজ্ঞ !
জুন মাস জুড়ে অনেক ভালো কবিতা এসেছে যা আমাদের সাহায্য করেছে !
ফাইজলামি করেন মোটেই অখাদ্য নহে , ইহা সুখাদ্য !

৫| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার উদ্যোগ +++
পোষ্ট প্রিয়ার হাতে জমা রাখলাম :D

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)
ধন্যবাদ আমিন ভাই ! আপনার কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ !
আপনার প্রিয়ার হাত ছুঁতে পেরে কাব্যিক ভ্রমণ যারপরানই আনন্দিত ! ;) ;) ;)

৬| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪০

আমিনুর রহমান বলেছেন:


দুই জায়গায় দুটো কবিতার মাঝে স্পেস বেশী দেখা যাচ্ছে, এডিট করে দিও।

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , ঠিক করে দিয়েছি !

৭| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

জানা বলেছেন:

বাহ! আরেকটি শ্রমলব্ধ কাজ।

এভাবে একসাথে অসংখ্য ভাল কবিতা যেমন পড়া হলো তেমন অনেক গুনী কবিতা ব্লগারকেও চেনা গেলো।

খুব ভাল লাগলো পড়ে। অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভি।

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ জানা আপু সময় বের করে আমার ব্লগে আসার জন্য ! অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে আপনার এই মন্তব্য !!
আসলেই ব্লগে ইদানিং অনেক ভালো ভালো কবিতা আসছে !
কমেন্টে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন !

৮| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮

জানা বলেছেন:

ঠিক বল্লাম না ভুল হলো?

'কবিতা ব্লগার' না 'কবি ব্লগার' ? যাইহোক, শিল্পীতো বটেই :)

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শিল্পীতো বটেই :)
অনেক ধন্যবাদ আপু !

৯| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমি কি এইমাসে কোন কোবতে লিখি নাই :-* :-* :-*




=p~ =p~ =p~ =p~

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মাফ করবেন মন্ত্রী ! গুনবাবুকে উৎসর্গ করা জুন মাসেই লিখা দুর্দান্ত কবিতাটি আমাদের হটলিষ্টে ছিল , অজ্ঞাত কোন কালো বিড়ালের কালো ছায়ার প্রভাবে এটি পোষ্টে দেখা যাচ্ছেনা । এক্ষুনি যোগ করে দিচ্ছি !

১০| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

হাবিব কবি বলেছেন:
বিশুদ্ধ কবিতায় 'পরম সত্যকে' পাওয়া যায়।
সত্যকারের কবিতা প্রেমিকগন পড়ুন-
'বিশ্বের শ্রেষ্ট কবিতা সংকলন'
Click This Link

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক বলেছেন বিশুদ্ধ কবিতায় 'পরম সত্যকে' পাওয়া যায়।
সময় করে পড়ে নিবো আপনার সংকলন !
অনেক ধন্যোবাদ আপনাকে !

১১| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭

টুম্পা মনি বলেছেন: খুবই কষ্ট সাধ্য কাজ করেছেন। এত্তগুলো ++++++্ আপনার প্রাপ্য।

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি ! প্লাস গুলো আমার সাথে থেকে যারা সাহায্য করেছে তাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি !

১২| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


হাওয়ায় ভাসতে থাকা ঘুড়িগুলো আমার ! - ব্লগার স্বপ্নবাজ অভি


এই কবিতাটি বাদ পরে গেছে মুল পোস্টের সাথে সংযুক্ত করে দেয়ার জন্য বিশেষ অনুরোধ করছি।

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ইহা একটি আবোল তাবোল প্রযোজনা মাত্র ! তাই ইহা মূল পোষ্টের বাহিরে রয়ে গেছে ! আপনাকে অনেক ধন্যবাদ কান্ডারী সক্ষম ভাইয়া ;) ;) !

১৩| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: আমার কবিতা টা কই ?

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: দুঃখিত সম্মানিত রাজীব নুর ! আপনার লিখা দুর্দান্ত সব ফিচার চোখে পড়েছে কিন্তু কবিতা মনে হয় আমাদের নজর এড়িয়ে গেছে !

১৪| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

একজন আরমান বলেছেন:
কিছু বলার বাকি আছে কি?
নেই বোধ হয়।

প্রিয় কবির কবিতার কিছু অংশঃ

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায় ।
আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মতো দাঁড়িয়ে থাকি।

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)
কি হইছে আরমান ভাই ?
গাছ হইলেন কেনু ???

১৫| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

সাদরিল বলেছেন: এই প্রথম ব্লগের কোন সংকলনে আমার লেখা আসলো।ফিলিং সম্মানিত।।

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাদরিল ! লিখতে থাকুন , সাথেই থাকুন !

১৬| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন এবং দূর্দান্ত একটা কাজ! অনেক অনেক অভিনন্দন রইল।
সবার প্রতি রইল আমার অনেক শ্রদ্ধা :)

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জাদিদ ভাই !

১৭| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯

আমি ইহতিব বলেছেন: দারুন কাজ করেছেন অভি ভাই। পোস্ট আপাতত প্রিয়তে। মন খারাপের সময়টাতে এই পোস্ট দারুন কাজে দিবে।

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! শুভকামনা থাকলো !

১৮| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩

সোহাগ সকাল বলেছেন: অসাধারণ কাজ করেছেন! আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
+

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সকাল সাহেব !

১৯| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ বেশ পরিশ্রম সাধ্য পোস্ট ! আমারও দেখা যায় দুইটা কবিতা উঁকিঝুঁকি দিচ্ছে ! প্রিয়তে নিলাম , বাকী লেখা সময় করে ধীরে ধীরে পড়ে নেবো।

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! মুক্তগদ্য আমার অনেক ভালো লাগে , আপনার দুটো দুর্দান্ত ! আপনার লিখা গুলাই এমন পারলে গল্প গুলাও এই সংকলনে নিয়ে আসতাম !

২০| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

মামুন রশিদ বলেছেন: অভিনন্দন প্রিয় স্বপ্নবাজ অভি ।



কাব্যিক ভ্রমনের সাথে যুক্ত হতে দেখে খুব ভালো লাগছে । একজন আরমান, কান্ডারী অথর্ব আর আমিনুর রহমান তো সার্বক্ষনিক আছেই । শুভেচ্ছা পুরো কাব্যিক ভ্রমন টীমকেই ।

:) ;) B-)

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ! কাব্যিক ভ্রমণ টিম বলেন আর ব্যাক্তি আমিনুর রহমান , কান্ডারী অথর্ব , একজন আরমান বলেন ওদের কাছে কৃতজ্ঞ ! আপনার শুভেচ্ছা আমি সান্ধ্যকালীন হাওয়ায় উড়িয়ে দিলাম ! সবার কাছে পৌছে যাক !

২১| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

মামুন রশিদ বলেছেন: আচ্ছা, একজন আরমান কি বেশি টায়ার্ড হয়ে গেছে :P



নাকি দুঃখ আর হতাশা পান করতে করতে পিনাক লেগে গেছে :| :-B

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন ভাই আমার ধারণা টায়ার্ড এবং পিনাক শব্দ দুটা অনেক ক্ষেত্রে সমার্থক ! ;) ;) ;) ;)
তবে একজন আরমানের কি হয়েছে সেটা গবেষণার বিষয় ! ওনার জন্য অনেক শুভকামনা !

২২| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মাক্স বলেছেন: বুকমার্কড!

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাক্স !

২৩| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

আমিনুর রহমান বলেছেন:


@মামুন ভাই, আরমান আর টায়ার্ড - এই দুটো শব্দ কখনই সমার্থক হতে পারে না। ওর মন, প্রান, দেহ সব জায়গায় এত ভালোবাসা ছড়িয়ে ছিটেয়ে আছে সে ওকে টায়ার্ড হতে দেয় না ;) :P

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

২৪| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

একজন আরমান বলেছেন:
@ অভি ভাইঃ
জানি না, মনে হয় আমি গাছ ই হয়ে গেছি কিংবা রোবট ! :(

@ মামুন ভাইঃ
না মানে আমি আসলে টায়ার্ড না তবে এইখানের কিছু শ্রম অন্য জায়গায় খাটাচ্ছি তো তাই এইখানে একটু কম সময় দিতে পারবো। :P

@আমিনুর রহমানঃ
এই হইলেন বড় ভাই? ছোট ভাইয়ের ইজ্জত এইভাবে প্রকাশ্য দিবালকে পাংচার কইরা দিলেন? :| :| :|

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার তো এখন একজন রোমান্টিক রোবট নামে একটা গল্প লিখার সাধ জেগেছে !
@ মামুন ভাই , @ আমিনুর ভাই !

২৫| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সায়েম মুন বলেছেন: খুব ভাল কাজ করেছেন। অনেক কষ্টকর এবং উদ্যমী এই প্রচেষ্ঠাকে সাধুবাদ জানাই। প্রিয়তে রাখলাম পোস্টটা। যেসব কবিতা পড়া হয়নি সময় করে পড়া যাবে

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !

২৬| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

রোজেল০০৭ বলেছেন: অনেক কষ্টসাধ্য কাজ। সবার প্রতি কৃতজ্ঞতা।

ভালো লাগা জানিয়ে গেলাম।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন !

২৭| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

না বলা কথা বলেছেন: ব্লগার খেয়াঘাটের দূর্দান্ত কবিতা "তোমরা আমাকে চিনতে পারো" কবিতাটি বাদ পড়লো কিভাবে??? আমি বলবো বাংলা ব্লগের অন্যতম শ্রেষ্ঠ কবিতা এটি।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে এই কবিতাটির কথা মনে করিয়ে দেয়ার জন্য! আমি নিজেই খেয়া ঘাটের সব লিখার নিয়মিত পাঠক ! ঠিক বলেছেন বাংলা ব্লগের অন্যতম শ্রেষ্ট কবিতা ! কবিতাটিতে আমার মন্তব্য দেখলে বুঝতে পারবেন !
খুবই দুঃখিত বোধ করছি যে ওনার এই অসাধারণ কবিতা টি প্রথমেই না নিয়ে আসায় ! আসলে আমাদের নির্বাচন প্রক্রিয়াটি প্রতিদিনের কবিতা খুঁজে খুঁজে বের করে আনার মত ! দুঃখজনক ভাবে ওনার এই চমৎকার কবিতাটি আমাদের নজর এড়িয়ে গেছেন ! তারপর আমরা ব্লগের নিয়মিত কবিতা লেখকের কোন কবিতা বাদ গেছে নাকি তাও খুঁজে দেখেছি ! প্রিয় খেয়া ঘাটের দুর্দান্ত সব মোরাল গল্পের একনিষ্ট ভক্ত ! দুঃখপ্রকাশ করছি এইজন্য ! আশা করি প্রিয় খেয়া ঘাট ও আমাদের বুঝবেন ! শুভকামনা আপনাকে এবং খেয়া ঘাট কে ! আশা করি উনি গল্পের পাশাপাশি আরো কবিতা আমাদের উপহার দিবেন আমাদের !

২৮| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫০

মামুন রশিদ বলেছেন: শ্রম দিলে মানুষ টায়ার্ড হয়, আর কোন কিছুতে ঘোর লেগে পিনাক লাগে ।


একজন আরমান এখন কিসের ঘোরে পিনাক খেয়েছে জানতে মুন্চায় :-B :-<

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: @ একজন আরমান ঝাতি জানতে চায় , আপনি যেখানেই থাকুন না কেন অতিস্বত্তর ঝাতিকে উদ্ধেগ উৎকণ্ঠা থেকে উদ্ধার করুন !

২৯| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

সপ্নাতুর আহসান বলেছেন: বাহ! চমৎকার

অসংখ্য ভাল কবিতা যেমন পড়া হলো তেমন অনেক গুনী কবিকেও চেনা হল।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আহসান ভাই ! সাথেই থাকুন !

৩০| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

মাহতাব সমুদ্র বলেছেন: উদ্যোগ টিকে থাক

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাহতাব সমুদ্র ভাই ! সাথেই থাকুন !

৩১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: পরিশ্রমি পোস্ট !


০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম আহমদ ১৪ ভাই ! সাথেই থাকুন !

৩২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

@ মামুন ভাই একজন আরমান আর একজন থাকতে চায় না এই সুন্দর পৃথিবীতে তাই সে একটু ব্যাস্ত রয়েছে। দেখেন না কেমন গাছ হয়ে গেছে। শুনেছি সেই গাছে নাকি ফল ধরেছে এখন পাকার আশায় আছে।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: @ একজন আরমান ভাই , আপনি হতাশ হবেন না , আমি আপনার পাশে আছি ! আপনাকে মনে করে সঞ্জীব দার একটি গাছ গানটি শোনার আয়োজন চলছে !
একটি গাছ দুটো গাছ হবে , দুটো গাছ থেকে চারটি গাছ হবে ! আর আমাদের জনি ভাই তখনো বাচ্চা গাছ হয়ে একা একা বৃষ্টিতে স্নান করবে আর কান্না কাটি করবে ! জনি ভাইয়ের কথা যেহেতু মনেই হলো এই কমেন্ট রিপ্লাই টি তাকে উৎসর্গ করলাম ! ঊনার বিয়ের জন্য বিশেষ দোয়া রইলো ! ;) ;) ;) ;)

৩৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪১

~মাইনাচ~ বলেছেন: এখন কি আমাকে রম্য ছেড়ে কবিতা লিখা লাগবে? :(


পোষ্টে মাইনাচ :((

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: মাইনাচ জীবনেও আমারে প্লাস দিলোনা। মাইনাচ কে মাইনাচ !

৩৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪১

একজন আরমান বলেছেন:
আমি আপনার রিপ্লাই পড়ে হাসতে হাসতে শেষ। =p~ =p~ =p~

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;) ;) ;) B-) B-) ;) ;) ;)

৩৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

আমি তুমি আমরা বলেছেন: যদিও ব্লগে খুব বেশী কবিতা পড়া হয় না, তবুও আপনার প্রচেষ্টাকে সাধুবাদ না জানিয়ে পারছি না। আপনার পরিশ্রম সার্থক হোক :)

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা ;)

৩৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:০১

না পারভীন বলেছেন: কবিতা একটু ভয় পাই । মন খারাপের সময় কবিতার কাছেই আশ্রয় চাই , বা হঠাত আনন্দে । ১৯ তম ভাল লাগা ।
অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য । পোস্ট প্রিয়তে ।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা জানবেন আপু ! আপনাকেও ধন্যবাদ !

৩৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:১০

তন্দ্রা বিলাস বলেছেন: ইস আমি যদি কবিতা লিখতে পারতাম :(

পোস্টে প্লাস।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুরু করে দেন ! শুভকামনা জানবেন !

৩৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

তারছেড়া লিমন বলেছেন: খুব ভাল লাগে যখন সারা মাসের লেখা গুলো একবারেই পেয়ে যাই............এই কষ্টটুকু করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লিমন ভাই !

৩৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ইটজ ওকে ...

ভুল ভ্রান্তি তো মানুষেরই হয় , নাকি ?

১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ওফফ ! বাঁচলাম , মন্ত্রী মহোদয় রাগ করে নেই !

৪০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:৪২

আরজু পনি বলেছেন:

অনেকগুলো পড়া আছে।
খুব ভালো কাজ করেছেন আরমান।

ইমেজগুলোও দারুণ চোখ ধাধানো।
শুভ কামনা রইল।।

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: কমেন্টে ধন্যবাদ আপু ! একজন আরমানের ব্লগের প্রতি নিবেদন আসলেই অন্যরকম !

৪১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: শ্রমসাধ্য কাব্যিক সংকললে ভালোলাগা

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই দা ব্যাঙ ;) ;) ;)

৪২| ১০ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৯

বাংলাদেশী দালাল বলেছেন:
ব্লগে আগের মতো সময় দিতে পারছিনা মেলা কিছু মিস হয়ে গেছে। অনেক সুন্দর
সংকলন হয়েছে অভি ভাই।

কান্ডারী বুড়া হয়ে গেছে আর "একজন " তো শুনছি দুইজন হওয়ার ধান্দায় আছে ;) ।এমতাবস্থায় "কাব্যিক ভ্রমন" এর হাল ধরায় ব্লগ জাতী আপনার কাছে কৃতজ্ঞ।

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ধন্যবাদ ভ্রাতা ! আমি কৃতজ্ঞ বাকী সবার কাছে যারা আমাকে সাহায্য করেছে !

৪৩| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৯

অদৃশ্য বলেছেন:




কয়েকজনের লিখা পড়া আছে... বেশিরভাগের লিখগুলোই পড়া হয়নি... চেষ্টা থাকবে লিখগুলো পড়বার...

অনেক পরিশ্রম হয়েছে পোষ্টটি তৈরী করতে... তবে খুব ভালো কাজ, সুন্দর কাজ ...

আন্তরিক ধন্যবাদ রইলো আপনার জন্য, সাথে একজন আরমান ও আমিনুর ভাইয়ের জন্য ...

শুভকামনা...

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ! আপনার জন্য ও রইলো অনেক অনেক শুভকামনা !

৪৪| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

নেইল পলিস বলেছেন:


অনেক সুন্দর একটি সংকলন করেছেন ভাইয়া। সময় করে কবিতাগুলো সব পড়ব।

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নেইল পলিস ! শুভকামনা রইলো !

৪৫| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: /:) /:) /:) কবিতা লিখতারি না। কবিদের হিংসা করি! X( X( :| :( :(( :(( :((

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হপেনা ! আমি গল্প লিখাতারিনা ! আমিও তাহলে হিংসা করি গল্পকারদের !

৪৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অবশ্যই অবশ্যই প্রিয়তে............

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্য ধন্য ধন্য !

৪৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

ক্যাটম্যান বলেছেন: আমার কবিতা নাই !! যাই হোক , ভাল সংকলন

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা ক্যাটম্যান !

৪৮| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

বটবৃক্ষ~ বলেছেন: banglay likte napere bepok matray kshtito asi!!:( net nai!! amito 1st e post dkhe vabtesi kibepar click krlam apnr blog r ashlo arman vaier blog!! bepar ki?!!haha!! post e ±++++++ r special PLUS hbe nice Pic gulor jnne!! : ):) +++++++++

১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপার টা অনেক টা এই রকম ! একজন আরমান দুইজন হবার সংগ্রামে লিপ্ত ! কাউকে না কাউকে তো আসতেই হবে ! সেদিন বেশী দূরে নয় যে কবিতা সংকলন বটবৃক্ষে বাসা বেঁধেছে !
পিক গুলা ভালো ! ;)

৪৯| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:০০

বটবৃক্ষ~ বলেছেন: banglay likte napere bepok matray kshtito asi!!:( net nai!! amito 1st e post dkhe vabtesi kibepar click krlam apnr blog r ashlo arman vaier blog!! bepar ki?!!haha!! post e ±++++++ r special PLUS hbe nice Pic gulor jnne!! : ):) +++++++++

১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপার টা অনেক টা এই রকম ! একজন আরমান দুইজন হবার সংগ্রামে লিপ্ত ! কাউকে না কাউকে তো আসতেই হবে ! সেদিন বেশী দূরে নয় যে কবিতা সংকলন বটবৃক্ষে বাসা বেঁধেছে !
পিক গুলা ভালো ! ;)

৫০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
B:-) B:-) B:-)
আসতে দেরি হয়ে গেল।


কষ্টকর পোষ্টের জন্য পোষ্টের সাথে জড়িত সকলকে অনেক অনেক ধন্যবাদ।



পোষ্ট প্রিয়তে...


সংকলন দিনকে দিন রূপবতী হচ্ছে। ;)

১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও ধন্যবাদ শোভন সাহেব !

৫১| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: প্লাস ও প্রিয়তে! :)


অনেক পরিশ্রমসাধ্য একটা কাজ, যারা এই প্রচেষ্টার সাথে আছেন তাদের সবার জন্য ভালোবাসা!

শুভকামনা নিরন্তর!


১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে ! সাথেই থাকুন !

৫২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫

আমিনুর রহমান বলেছেন:



একটি সুরের জন্ম

=একটি হারিয়ে যাওয়া সবকিছুর তালিকা, বিজ্ঞপ্তি নয়=

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , ধন্যবাদ আমিন ভাই ! বৃতির লেখা কবিতা দুটো আমার ও ভীষন প্রিয় ! ওফফ কিভাবে যে বাদ গেলো , এখনো আমার ওয়ার্ড ফাইলে এ দুটোর লিঙ্ক আছে ! এক্ষুনি যোগ করে দিচ্ছি !

৫৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৯

রেজোওয়ানা বলেছেন: বুলেট কিংবা কবিতা, অচিন্ত্য এই দু'জনের কবিতা গুলো দেখুন! আমার মতে তারা সামুর অন্যতম সেরা কবিদের মধ্যে পরবে।

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! আমরা জুন মাসের প্রতিদিন আশা কবিতা গুলোর দিকে নজর রাখার চেষ্টা করেছি , কিছু বাদ যেতেই পারে , তাই যারা কবিতা লিখেন নিয়মিত তাদের কিছু বাদ গেছে নাকি তা আলাদা ভাবে খেয়াল করতে চেয়েছি ! এই দুজনের কথা জানানোর জন্য ধন্যবাদ ! ওদের ব্লগে যাবো , জুন মাসে ওদের ভালো কবিতা থাকলে অবশ্যই এই সঙ্কলনে যোগ করে দিবো !

৫৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:২২

নাজিম-উদ-দৌলা বলেছেন:
সামুতে অসংখ্য কবিতা পোস্ট হয় ভাই। একটা সংকলনের জন্য খাটাটা অনেক বেশি সাহসী উদ্যোগ। আপনি, কাণ্ডারি ভাই, আরমান ভাই, আমিনুর ভাই- সবাই প্রশংসা পাওয়ার দাবীদার। আপনাদের ধন্যবাদ জানাই অন্তরের অন্তস্থল থেকে।

১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক বলেছেন নাজিম ভাই ! দিনে কম করে হলেও ১০-১৫ টা !
সাথেই থাকুন , শুভকামনা !

৫৫| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২১

বটবৃক্ষ~ বলেছেন: আরমান ভাই দ্বিখন্ডিত!! আমাগোর কি হইবো!! B:-) :-* :-* :-/ :P :P

কাল্পনিক সময় সমীকরণের শেষ শব্দেই সূচনা !

এইটা ও বাদ পরসে.....।!! এইটা কোন নিয়ম!! ডিসক্রিমিনেশন!!! আমার পছন্দের কবিতা দেখতে চাই! এড না করায় তীব্র প্রতিবাদ জানচ্ছি!! X(( X((

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই তো আমাগো কি হপে ?? শুনেন আপু , আরমান ভাইয়ের জন্য দোয়া করবেন বেশী বেশী , যাতে উনি দুইজন আরমান হয়ে আবার কবিতা সংকলনের দায়িত্ব নিতে পারে , তাহলে হয়তো আমার কবিতা আবার সংকলনে থাকবে ! ;) ;) ;)

৫৬| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক কষ্টের পোস্ট। কিভাবে যে করেন!

প্লাস দিয়ে গেলাম।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব ~!

৫৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার এই কাজের জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা রইল। প্লাস দিলাম।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও ধন্যবাদ , সাথেই থাকুন !

৫৮| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


ভাইয়া ,
আমার লিঙ্কটা মুছে দিও !
এটা সঙ্কলনের জন্য বেমানান ছিলো ।
:)
ক্ষমাপ্রার্থী এবং বিব্রত !

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :( :( :( :(

৫৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: অই মিয়াহ ! আমার কবিতা কই X(( X(( X((
আপ্নে জানেন আমার কবিতা পইড়া বারেক অবামা ১০ ঘন্টা বেহুশ আছিল !!

প্লাস ! অনেক কষ্ট হল আপনাদের ।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :( :( :( :( :( :( :-* :-*

৬০| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৩

এহসান সাবির বলেছেন: চমৎকার। ভালো লাগা রইলো।
+++++

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে ধন্যবাদ

৬১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৫

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক অনেক কষ্ট করছেন আপনারা ভাইয়া।অনেক অনেক ধন্যবাদ তার জন্য।অনেক কবিতাই পড়া হয়নি।এখন পড়ে নিতে পারবো।পোষ্ট প্রিয়তে রেখে দিলাম। :) :)
খাইসে!!আমার কবিতাও আছে দেখছি। B-) B-)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :P :P :P !
শুভকামনা ;)

৬২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৯

রহস্যময়ী কন্যা বলেছেন: আমার ইমু আপনি দেন কেন? X( X(
এইটা তো আমার ইমু জানেন না? :P :P :P

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , সেজন্যই তো দিলাম ! রহস্যময়ীর মাল্টি নিক :P :P :P (তথ্যসূত্রঃ কা_ভা ! )
;) ;)

৬৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

রহস্যময়ী কন্যা বলেছেন: সবাই জানে দেখছি।আমি এখন কই লুকাই :#> :#> :#>

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: :P :P :P

৬৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৫

সুপান্থ সুরাহী বলেছেন:
কবিতা লেখা ছাইড়া দিমু কিনা?
[ব্রাট ভাবনায় পরার ইমু]






















ধন্যবাদ অনেক কষ্ট কমানোর জন্য...

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সামনের সংকলনের জন্য জুলাই মাসে দেয়া আপনার দুরন্ত পোষ্ট টি টপ চার্টেড !

৬৫| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮

অলওয়েজ ড্রিম বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

৬৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

শাহেদ খান বলেছেন: বাহ ! কবিতা নিয়ে আলাদা সংকলন কেউ করে এখানে, জানতাম না !

দারুণ কাজ। অনেক ভাল লাগা, অভি !

শুভেচ্ছা !

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আগেও তিনটা হয়েছে ! কোন না কোন ভাবে এটা চলতে থাকবে ! ধন্যবাদ আপনাকে !

৬৭| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

রোজেল০০৭ বলেছেন: গল্প সংকলনের ই-বুক এর মত, আশা করব কবিতা সংকলনের জন্য কেউ না কেউ উদ্যেগি হবেন।

আবারও আপনাকে ধন্যবাদ অভি ভাই।

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! তাই যেন হয় !

৬৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৮

আমিনুর রহমান বলেছেন:


আগামিতে ই-বুক করে দিব অভি, ইনশাআল্লাহ্‌ !

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাআল্লাহ ! আমিন !

৬৯| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:০৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: কবিতা ভালো লাগায় ধন্যবাদ. অনেক ধৈয্য দরকার কাজটায়. আপনাদের সেটা আছে. শুভকামনা

২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার জন্য ও শুভকামনা ! লিখতে থাকুন আর ব্লগে নিয়মিত হলে অন্যদের লিখা পড়লে আপনার লিখাও মানুষ আরো বেশী পড়বে ! শুভকামনা অনেক অনেক !

৭০| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫২

আহসান জামান বলেছেন:
অনেক কঠিন একটা কাজ করছেন, ধন্যবাদ। ভালো থাকবেন অভি।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.