নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

তোর দেয়া নৈঃশব্দের বেদনা !

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৭

আমি যখন হারিয়ে যাবো





আমি যখন হারিয়ে যাবো , শুন্যে যখন আমার অদৃশ্য কথামালা উড়ে বেড়াবে

তখনো তুই কেবলই অস্পষ্টতায় হাবুডুবু খাবি ! বৈকালিক অবসাদে ভোঁতা হয়ে যাক আমায় ঘিরে থাকা তোর অনুভূতির ঘোর !

আমি যে কেন ছুটে চলি ! বৃষ্টি-মগ্ন হয়ে ডুবে থাকি অজস্র নিদ্রাচ্ছন্ন পাখিদের ঠোঁটে ,তন্দ্রাহত আমি তখনো মৃতদের চোখের স্ফুলিঙ্গ দেখিনি !

যেদিন সব ফেলে চলে যাবো , এইসব মায়াহীন অভিমান পেছনে ফেলে তখন আমায় খুঁজে নিস সহস্র-প্রাচীন মৃতদের চোখে , তোর বারান্দার ঘাসফুলের শুষ্ক পাতায় , অভিমানী সন্ধ্যার লাল আকাশের ছায়া-ঘেরা সিগ্যালের ঝাঁকে !

মহাকালের তন্দ্রাচ্ছন্ন হিমায়িত ডানাভাঙা চিলের দুঃখগাথা উড়ে এসে বাসা বাঁধে আমার বাগানের কৃষ্ণচূড়ার ডালে ! মেঘ ডাকে , সেই মেঘ , যার ভাঁজে ভাঁজে রেখে এসেছি তোর চোখের বিষন্ন কাজলদানী , সেই মেঘ ফিরে আসে আমার কৃষ্ণচূড়ার ডালে !

নিঝুম দ্বীপের অরণ্যরেখা আমায় ডাকে ! সেই অরণ্যের পাতায় পাতায় লিখে এসেছি আমার দুঃখগাথা , দিকভ্রান্ত জ্যোৎস্না বিলাস ! পথভ্রষ্ট কোন শিল্পী হয়ে এঁকে যাবো তোর চোখের বিষন্নতা , তোর অনিচ্ছুক খোলা চুলের ঘ্রান আর তোর হাতে এঁকে দিবো মহাদুর্লভ কালো গোলাপ !

মাঝরাতের বিষাদ গায়ে মেখে বিষন্ন গানের লিরিকস আর কালো গোলাপের নির্যাস মিশিয়ে রেখে যাবো , তোর দেয়া নৈঃশব্দের বেদনা... রেখে যাবো সুগন্ধী তেজপাতার ঘ্রাণে !




উৎসর্গঃ তোকেই , আমি তোকে বুঝিনা , না হয় তুই বুঝতে দিস না , না হয় আমি হয়তো তোকে ভুল বুঝতে ভালোবাসি !



মন্তব্য ৭৮ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: ১ম ভাললাগা।

+++++++++++++

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন সাহেব !

২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:১০

নাজিম-উদ-দৌলা বলেছেন: উপমার ব্যবহার দারুন উপভোগ করলাম! চমৎকার লেগেছে। +++++

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই !

৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:২২

খেয়া ঘাট বলেছেন: বিমুগ্ধ সুখকর পাঠ।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় খেয়া ঘাট ! শুভকামনা জানবেন !

৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার !

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা !

৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:০২

সুপান্থ সুরাহী বলেছেন:


নিঝুম দ্বীপের অরণ্যরেখা আমায় ডাকে ! সেই অরণ্যের পাতায় পাতায় লিখে এসেছি আমার দুঃখগাথা , দিকভ্রান্ত জ্যোৎস্না বিলাস !

চমৎকার...


ব্লগে ইটালিক লেখা পড়তে আরাম লাগেনা।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে , শুভকামনা জানবেন !
হুম , আর লিখবোনা ইটালিকে !

৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:২৭

মাহমুদ০০৭ বলেছেন: মুক্তগদ্যে আপনার হাত খুবই চমৎকার ।
আরও চাই এমন :)
কি খবর অভি ভাই ?

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই !
এইতো ভাই আছি ! সব মিলিয়ে এক রকম , সেটার কোন সংজ্ঞা নেই !

৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

অভি স্যালুট দারুন লিখছ ইদানীং যদিও তোমার লেখার তুলনা তুমি নিজেই অনেক আগে থেকেই। শুভকামনা রইল আরও বড় হও ।

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার মন্তব্য পড়ে মাঝে মাঝে আমি হেব্বি লজ্জিত হই গুরু !

৮| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩১

মাহতাব সমুদ্র বলেছেন: লিরিকসের বদলে গানের কথামালা ব্যবহার করলে আরো ভালো হত বোধোয়। খুব ভালো হয়েছে।

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: কি জানি হয়তো !
ধন্যবাদ সমুদ্র ভাই !

৯| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৫

টুম্পা মনি বলেছেন: বাহ!!!!! কি ভালোবাসা!!! :D :D :D

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: :!> :!> :!> :#> :#> :#>
শুভকামনা টুম্পা মনি !

১০| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২৭

বটবৃক্ষ~ বলেছেন: মেঘ ডাকে , সেই মেঘ , যার ভাঁজে ভাঁজে রেখে এসেছি তোর চোখের বিষন্ন কাজলদানী , সেই মেঘ ফিরে আসে আমার কৃষ্ণচূড়ার ডালে !


ভাললাগা নিয়ে গেলাম অনেক....
অস্পষ্টতা কাটুক এই কামনা........

ভালো থাকবেন স্বপ্নবাজ কবি!! :)

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ এবং ফিরতি শুভকামনা ও সাথে নিয়ে যান !
ভালো থাকবেন সব সময় !

১১| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখা পড়ে ভালা লাগছে

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমার ও ভালো লাগছে মাসুম ভাই ! শুভকামনা সবসময়ের !

১২| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

রহস্যময়ী কন্যা বলেছেন: দারুণ হয়েছে ভাইয়া
+++++++++++++++ নেন

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :P :P :P !
;) ;) শুভকামনা সবসময়ের ! ;)

১৩| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: চমৎকার হয়েছে অভি নৈঃশব্দ্যের গান !

অফ টপিক -- এই লেখাটা আমি একটা কবিতা সংকলনে দিতে চাই । আমাকে জানিও দিবে কিনা

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে !
অবশ্যই !
অনেক শুভকামনা জানবেন !

১৪| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫

সায়েম মুন বলেছেন: বেশ ভাল লিখেছেন। তাকে বলতে বলতে অনেক গোছালো কিছু কথা বললেন।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি , শুভকামনা জানবেন !

১৫| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন:
আমি যে কেন ছুটে চলি ! বৃষ্টি-মগ্ন হয়ে ডুবে থাকি অজস্র নিদ্রাচ্ছন্ন পাখিদের ঠোঁটে ,তন্দ্রাহত আমি তখনো মৃতদের চোখের স্ফুলিঙ্গ দেখিনি !


সুন্দর! সুন্দর!

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ৎঁৎঁৎঁ ! শুভকামনায় থাকুন প্রতিক্ষণ !

১৬| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

বাংলাদেশী দালাল বলেছেন: শোকেসে রাখলাম। চমৎকার হয়েছে অভি ভাই।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শোকেসে নিছেন এই জন্য আরো খুশি হলাম ! শুভকামনা সবসময়ের !

১৭| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫

শুকনোপাতা০০৭ বলেছেন: আমি তোকে ভুল বুঝতে ভালোবাসি!! ভালো লাগল :)

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: পুরো কবিতার বাইরে ওখানেই আপনার নজর গেল ! :( :( আর আমি কিন্তু লিখেছি হয়তো তোকে ভুল বুঝতে ভালোবাসি !
শুভকামনা শুকনোপাতা !

১৮| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭

মাক্স বলেছেন: দারুণ লিখেছেন!

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাক্স ! শুভকামনা !

১৯| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই ! আপনি যখন বলেছেন ভালো তখন কিছুটা বেশী ভালো লাগে !@

২০| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪

মামুন রশিদ বলেছেন: কবিতায় মুগ্ধপাঠ । দ্বাদশতম ভালোলাগা ।



+++

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !

২১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। +++++

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই ! ভালো থাকুন !

২২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার কিছু কথামাল +++++

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা জানবেন !

২৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার লিখসেন ||

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন সাহেব ! শুভকামনা !

২৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল হয়েছে।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক !

২৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৯

সানড্যান্স বলেছেন: কি ব্যাপার?
হারিয়ে যাওয়ার দল দেখি ভারী হচ্ছে!

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , যথেষ্ট বিপজ্জনক !

২৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:০১

একজন আরমান বলেছেন:
উৎসর্গঃ তোকেই , আমি তোকে বুঝিনা , না হয় তুই বুঝতে দিস না , না হয় আমি হয়তো তোকে ভুল বুঝতে ভালোবাসি !

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খুঁজে খুঁজে এখানে এসেই একজন আরমানের নজর আটকালো ! B-) B-) :( :(

২৭| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০

একজন আরমান বলেছেন:
এজন্যই তো আমি আরমান । একজন আরমান। :P

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , যথার্থ বলেছেন !

২৮| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯

শায়মা বলেছেন: মনে পড়লো একটা গানের লাইন


আধো রাতে যদি ঘুম ভেংগে যায়
মনে পড়ে মোরে প্রিয়
চাঁদ হয়ে রব আঁকাশের গায়
বাতায়ন খুলে দিও

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শায়মা আপু , পড়ার জন্য ! আর সুন্দর মন্তব্যের জন্য আপনাকে + ! শুভকামনা জানবেন !

২৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লেগেছে। ++

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !

৩০| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:০৮

তীর্থক বলেছেন: প্রেম আছে, বিরহ আছে, অন্তর্জ্বালা আছে আর আছে অস্থিরতা। যথেষ্ট গতি আছে। ভালো লাগা আছে। এক নি:শ্বাসে পরে যাওয়ার মত দম আছে।

ভালো লাগলো।

+

১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যে ধন্যবাদ !

৩১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:০১

কাজী মামুনহোসেন বলেছেন: +++++++++

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !

৩২| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৭

তাসজিদ বলেছেন: আমি যখন হারিয়ে যাবো , শুন্যে যখন আমার অদৃশ্য কথামালা উড়ে বেড়াবে
তখনো তুই কেবলই অস্পষ্টতায় হাবুডুবু খাবি

++++++++

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার ব্লগে স্বাগতম তাসজিদ ! পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ , শুভকামনা সবসময়ের ! লাইন গুলো হয়তো বাস্তব না হয় নিছক দুঃস্বপ্ন !

৩৩| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩

অদৃশ্য বলেছেন:




স্বপ্নবাজ

চমৎকার হয়েছে লিখাটি... আমারতো খুবই ভালো লাগলো...

খেয়াল করছি, এই টাইপের লিখা আপনিই নিয়মিতভাবে লিখছেন... সুন্দর কথা...


শুভকামনা...

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য ! আপনার জন্য ও থাকলো অনেক অনেক শুভকামনা !

৩৪| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৬

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: বৈকালিক অবসাদে ভোঁতা হয়ে যাক আমায় ঘিরে থাকা তোর অনুভূতির ঘোর !

দিকভ্রান্ত জ্যোৎস্না বিলাস


শব্দের বুননে চমৎকার কাব্যগাথা, ভালোলাগা রেখে গেলাম

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মেহেদী ভাই ! দিকভ্রান্ত জ্যোৎস্না বিলাসের শুভেচ্ছা আর শুভকামনা থাকলো !

৩৫| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮

আমিনুর রহমান বলেছেন:


দুর্দান্ত +++
বেশী ভালো লাগা কিছুতে কমেন্টস করতে পারি না আমি !!!

১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: তাইলে পরে ইডা কিতা ??? B:-) B:-) B:-) B:-) B:-)
ধন্যবাদ আমিন ভাই !

৩৬| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩০

এরিস বলেছেন: যেদিন সব ফেলে চলে যাবো , এইসব মায়াহীন অভিমান পেছনে ফেলে তখন আমায় খুঁজে নিস সহস্র-প্রাচীন মৃতদের চোখে , তোর বারান্দার ঘাসফুলের শুষ্ক পাতায় , অভিমানী সন্ধ্যার লাল আকাশের ছায়া-ঘেরা সিগ্যালের ঝাঁকে।

যদি মায়াহীন অভিমান ফেলে চলে যেতে চাও, তবে সে তোমায় খুঁজবে না। যদি সত্যিই তোমার মন খোঁজে, তবে তুমি হারিয়ে যেতে পারবেনা।


অভিমান ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত, চমৎকার একটা অনুভূতি হল, যদিও বিষাদময়। মন ছুঁয়েছে।

ভালোলাগা রেখে গেলাম। বিষণ্ণ মনের জন্যে শুভকামনা।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: যদি মায়াহীন অভিমান ফেলে চলে যেতে চাও, তবে সে তোমায় খুঁজবে না। যদি সত্যিই তোমার মন খোঁজে, তবে তুমি হারিয়ে যেতে পারবেনা।
এখানেই তো জগতের সকল সমস্যা এরিস !
শুভকামনা জানবেন অনেক অনেক !

৩৭| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৪

শ্রাবণ জল বলেছেন: কেন যে এত সুন্দর লিখেন, ভাইয়া!

১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্লগে যারা আমার পোষ্ট দেখার জন্য এখানে আসে তাদের জন্য ! শুভকামনা আপু !

৩৮| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৮

বোকামন বলেছেন:





ভালোলাগা আগেই জানিয়ে গিয়েছিলাম।
হাতে সময় না থাকায় মন্তব্য করতে পারিনি।

আপনার নিকের “স্বপ্নবাজ’ অংশটির যথার্থতা জানিয়ে যাচ্ছেন, এই ধরনের পোস্টগুলোতে। জানিনা, যখন লিখেন তখন আপনার কল্পলোকে অনিন্দ্যসুন্দর কিছু একটা ভর করে কি-না .....।

আপনার সুন্দর লেখনী আরো অনেক বেশী সুন্দর হতে থাক, একজন সাধারণ পাঠক হিসেবে এই কামনা করি।।

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় বোকামন ! এত সুন্দর মন্তব্য আরেকবার লিখার সাহস দেয় !

৩৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: " মেঘ ডাকে , সেই মেঘ , যার ভাঁজে ভাঁজে রেখে এসেছি তোর চোখের বিষন্ন কাজলদানী , সেই মেঘ ফিরে আসে আমার কৃষ্ণচূড়ার ডালে ! " বিষণ্ণ করে দিয়েছেন তাই পচা লাগা জানিয়ে গেলাম !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :(
কি আর করার পচা লাগাই মেনে নিলাম !
ভালো থাকুন ভাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.