নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

বড় বাপের পোলা খায় , চকবাজারের ইফতারের বাজারের সাময়িক ছবি ব্লগ !

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১০

৪-৫ জন বন্ধু মিলে নিয়ম করে প্রতিবছর একদিন ঘুরে আসি পুরাতন ঢাকার ইতিহ্যবাহী ইফতারের বাজার ! কিছুটা মজা করার জন্যই প্রতিবছর যাওয়া !



এবার ও ঘুরে আসলাম , ভাবলাম আপনাদের সাথে ও শেয়ার করি !

যেভাবে গেলামঃ আজিমপুর থেকে রিকশায় সরাসরি বাজারে !

তারপর ঘুরে ঘুরে রকমারি ইফতারের আইটেম দেখা , আর কেনাকাটি ! অভিজ্ঞতার কারণেই সাথে করে নিয়ে গিয়েছিলাম তাজা খবরের কাগজ , যা কাজে লেগেছে পাশের মসজিদে বসে ইফতারী সেরে নেয়ার সময় (আশেপাশের রেষ্টুরেন্টে দাঁড়াবার ও জায়গা নেই ) ! ফিরার সময় হাজির বিরিয়ানি , একটু বেশীই হয়ে গেছে , খাবার টাও কিছুটা অস্বাস্থ্যকর , বিশেষ করে রোজা রেখে ! তবে শখের দাম লাখ টাকা , বছরে একদিন বেশী খেলে কিছু হয় না ! আর বড় বাপের বড় পোলা বলে কথা ! ;) ;)

আর দেরী না করে আসুন খাবার দেখিঃ



জিনিস টা মন্দ না , প্রতি পিচ সম্ভবত ৩৫০ টাকা !



মন্দ না !







আমার কাছে মনে হয়েছে জিনিসটা এবারের লস প্রজেক্ট ! তবে মন্দ না !









































আহা ! পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে !

মন্তব্য ৯৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৯

সীমাবেস্ট বলেছেন: আজ রমনা পার্কে এক ইফতার পার্টি তে বড় বাপের পোলায় খায় খেলাম । মন্দ না তবে নামটা আজিব ।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলেই নামটা আজিব !

২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৯

ঢাকাবাসী বলেছেন: সুন্দর খাবার দাবার, জিভে পানি আসে।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই ! ঢাকার ঐতিহ্য বলে কথা !

৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১

মামুন রশিদ বলেছেন: আমি দুর হতে চকবাজারের ইফতারি দেখেছি/ আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি..



ঢাকায় থাকিনা, তাই দুর থেকে দেখে যাওয়াই ভরসা :(


আইটেমগুলোর নাম দিয়ে দিলে ভালো হত ।


প্রথম ভালোলাগা ++

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !
নাম কেমনে দিবো , নিজেই তো জানিনা !

৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

হুর এর চাইতে আমাগের জয়নালের দোকানের ইফতারি অনেক ভালা পাই।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটার তো তুলনাই নাই !

৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: Siam sadhona.......

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭

একজন আরমান বলেছেন:
কান্ডারী অথর্ব বলেছেন:

হুর এর চাইতে আমাগের জয়নালের দোকানের ইফতারি অনেক ভালা পাই।


খারাপ না।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটার তো তুলনাই নাই !
বছরে একদিন আসলেই খারাপ না !

৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩০

খেয়া ঘাট বলেছেন: ইফতারীতে এরকম খাবার খাওয়া যায়? মশলা, তেল সবকিছুতে চপচপ করছে।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: মোটেই না ! তবে বছরে একদিন , শৌখিন খাবার দাবার !
ধন্যবাদ আপনাকে !

৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

তারছেড়া লিমন বলেছেন: এই কারবার দেখে ভুলে যাই রমজান মাস সংযমের মাস..........এর থেকে অভুক্ত থাকা ভাল.............


উপরের কতাগুলোর জন্য একমাত্র দায়ী আমি কিছু মনে করবেন না ভাই...... ছবি ব্লগ খুব সুন্দর হয়েছে..+++++++++++++

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আহা !
ধন্যবাদ লিমন ভাই !

৯| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

মাহতাব সমুদ্র বলেছেন: কেউ দাওয়াত দিলে খাইতাম। পকেটের অবস্হা ভালো না।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আগামী বছর ! এবার তো হুট করে গিয়ে ঘুরে আসলাম !

১০| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

তারছেড়া লিমন বলেছেন: তয় একখান কতা ইরাম খাবার দেখলে জিভের জল সামলান কঠিন..............

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সিডাই !

১১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ২ নম্বর ছবির খাবারের নামটা কি, ডিম দিয়ে বানানোটা ?

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: জানিনা , জিজ্ঞেস করছিলাম ! বলে কয় পিচ নিবেন ? হেব্বি বিজি !

১২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: নাম আর স্বাদ দুইটা দুইদিকের মাঝি, আমার কাছে ভাল্লাগে না এইখাবার /:)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , এক্কেবারে মন্দ বলেন নি ! প্রতিবারই মনে হয় শুধু শুধু !

১৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৮

বোকামন বলেছেন:
নস্টালজিক করে দিলেন ......।
[৩+]

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রিয় বোকামন !

১৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:২৮

রেজওয়ান তানিম বলেছেন: পোস্ট ভাল লাগল।

চকবাজারের বহু ইফতারিই খেয়েছি, ভালো ও লেগেছে কিন্তু বড় বাপের পোলায় খায় রীতিমত বিরক্তি, একটুও ভাল্লাগে নাই

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! আসলেই ঐ জিনিসটা আমার ও ভালো লাগেনি ! ধন্যবাদ !

১৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:

কান্ডারী অথর্ব ও একজন আরমান বলেছেন এবার আমিও বললাম,

হুর এর চাইতে আমাগের জয়নালের দোকানের ইফতারি অনেক ভালা পাই। ;)




B-) B-) B-)
সাথে আমারে নিলে মন্দ হতনা। ;)

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: তা দুইজন মন্দ বলে নাই !
মিস হয়ে গেল শোভন সাহেব ! ;) ;) ;) ;) B-) B-) B-)

১৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৭

নানাভাই বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: ২ নম্বর ছবির খাবারের নামটা কি, ডিম দিয়ে বানানোটা ?
উত্তরঃ সম্ভবত নার্গিস কাবাব

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নানা ভাই ! আমরা বাচ্চা পোলাপান, আমাগোরে আপনারা না বললে কেমনে হবে !

১৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:২১

রোমেন রুমি বলেছেন: জিবে জল আনা সব খাবারের ছবি ! :P :P

আমার মত বেরোজদার হলে কুন সমস্যা নাইক্কা ।
কিন্তু যারা সম্মানিত রোজাদার দিনের বেলা এই খাবারের ছবি দেখে তাদের যে কি অবস্থা আল্লা মালুম !

মজাদার এত এত খাদ্য দ্রব্যের ছবি দেখিয়া
এই মাঝ রাতে আমার আবার খিদা লেগে গেল :)
এখন যে কি করি ! /:)

পোস্টের জন্য ধন্যবাদ ।
শুভ রাত্রি ।

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: মাঝরাতে সবাই সমানে খাইতে পারে ! যা সামনে পান সমান কইরা ফালান !
শুভকামনা রুমি !

১৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৯

বটবৃক্ষ~ বলেছেন: উফফফ!! এসব জিনিস মানুষ খায় কেমন করে!! /:) :|| :-<

আচ্ছা! পলিথিনের ভেতর লাল লাল পানির মতো ওগুলা কি জিনিস???!! :-0

সব ফ্যাটি খাবার!! :-P :-P
ওখানে একটা ড্রিংক পাওয়া যায়!নাম জানিনা , বাদামের শরবত জাতীয় কিছু একটা!খুব মজার!! ভাইয়া একবার এনে খাইয়েছিলো! আর ওখানকার বাকরখানি জিনিসটা আমাদের বাসায় খুব চলে!

বাইদ্য ওয়ে, পেট ঠিকাসে তো??? B-) :P

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: খায় মানে , সিরাম করে খায় !
ওটা এক রকম শরবত !
হুম আপনি যেটার কথা বললেন সেটা গতবার খেয়েছিলাম , চমৎকা্র ! এবার মনে ছিলোনা , মিস হয়ে গেলো !
ঠিক আছে মানে , যথেষ্ট ভালো আছে , পেট শখের মূল্য বুঝে !

১৯| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৪০

শাকিল ১৭০৫ বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

হুর এর চাইতে আমাগের জয়নালের দোকানের ইফতারি অনেক ভালা পাই।

=p~ =p~

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ঘটনা সত্য ! ধন্যবাদ শাকিল ! শুভকামনা !

২০| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এইটা কিছু হইলো , এতো খানাপিনার শুধু শুধু ছবি দেখাইয়া লোভ লাগাইয়া কোন লাভ হইবো ??

X( X( X( X(

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: :| :| :| :| :| :| :| B-) B-) B-) B-)

২১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:০১

টুম্পা মনি বলেছেন: দাওয়াত তো দিলেন না। খালি ছবি দেখাইলেন! X( X( X(

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :( :( :( :( :(( :(( :(( :(( :(( :(( B-) B-) B-)

২২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৬

নোবিতা রিফু বলেছেন: এইবারও এখনও যাওয়া হইল না... :(

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: আরো বিশ দিন সময় হাতে আছে !

২৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: একজন আরমান বলেছেন:
কান্ডারী অথর্ব বলেছেন:

হুর এর চাইতে আমাগের জয়নালের দোকানের ইফতারি অনেক ভালা পাই।



সে আর বলতে B-)


২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: জয়নাল রকস ! জয়নাল দীর্ঘজীবি হোক , জয়নালের বউরা সুস্থ থাকুক ! জয়নালের বাচ্চারা বড় হোক !

২৪| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:১৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খাওয়ার সৌভাগ্য এখনও হয়নি, দেখেই জিবে পানি এসে গেছে। ১০ম ভালো লাগা।++++++++

২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !

২৫| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩২

নীল জানালা বলেছেন: দোকানদারগো উচিৎ ঈদের পরে আরো দিন পনের ঐসব লিজেন্ডারি ইফতার বেচা। কারন রোজার মাসে রোজা রাইখা আমার মত অনেকেই না ইফতারিতে না সে সেহরীতে, বেশি কিছু খাইতে পারেনা। কাজেই ঈদের পরে কোন একদিন হয়তো গিয়া চাইখা আসা যাইতো।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: তা মন্দ বলেন নাই ! ব্যবসা খারাপ হতোনা !

২৬| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
মন্দ না !!
প্রতিটা আইটেমের নাম দিতে পারলে ভাল হতো।
মাহে রমযানের শুভেচ্ছা ||

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই ! সব আইটেমের নাম মনে নেই ! :( :(

২৭| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৫

আর.হক বলেছেন: রোজার দিন স্বাদ টেষ্ট করার সুযোগ নাই

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ইফতারিরে ভাই !

২৮| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩

সোহানী বলেছেন: ছবিতে দেখেই ভালে লাগে বা কেউ কিনে এনে বাসায় এল খাওয়া যায় তবে নিজে যদি কিনতে যান তাইলে মরছেন আর যদি আমার মতো আপনাদের হাইজিন দেখা রোগ থাকে তাহলে ওইখানে না যাওয়াই ভালো। ফুটপাথে পেপার বা প্লাস্টিকের উপর খাবার বিছিয়ে রাখে... পাশে থাকে রকমারি ড্রেন ও মাছি।........... হাহাহা ভয় দেখাচ্ছি না..এটাই সত্য :-B :-B :-B :-B :-B :-B

তবে চোখ বন্ধ করে খেলে স্বাদ ভালো...................

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: এক্কেবারে মিথ্যা বলেন নাই ! তাও ওদের ব্যবসা চলবেই !

২৯| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬

আমি ইহতিব বলেছেন: এতো তেল মশলা দেখেতো ভয়ই লাগছে, সারাদিন রোজা রাখার পর এগুলো কিভাবে খায় মানুষ? আমার কাছে আমার বাসায় বানানো ইফতারি ই ভালো।

তবে খাবারগুলো দেখে খুব লোভনীয় মনে হচ্ছে।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: বাসায় বানানো ইফতারীর তুলনা হয় না !

৩০| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

আহলান বলেছেন: দেখলাম .... বেশী যাইয়েন না ... ক্ষতিকর আইটেম ...

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বছরে একবার !

৩১| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩

অদৃশ্য বলেছেন:





এরকম একটি পোষ্টে ইফতারির পরই ঢোকা দরকার... রোযা থেকে এইসব দৃশ্য অনেকেই সহ্য করতে পারবে না...


চমৎকার পোষ্ট

শুভকামনা...

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অদৃশ্য !
ইফতারির পরেই আসা উচিত !

৩২| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

হাসান মাহবুব বলেছেন: এই জিনিসটা মনে হয় নামেই চলে। কাউরে প্রশংসা করতে শুনি নাই।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই ! নামেই চলে ! তাও নাকি ওদের লাভ থাকে কোটি টাকার মত !

৩৩| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০২

সমুদ্র কন্যা বলেছেন: গোল গোল রোল করা জিনিসটা কি? দেখতে একটা বিশেষ জিনিসের মত লাগতেছে :P

একদিন যায়া খাওয়া দরকার। রোজা চলে গেলে এইসব খানা-পিনার দেখাতো আর পাওয়া যাবে না।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ওটা মুরগীর কাকলেট !
সেটাই !

৩৪| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: ইফতারে দুই গ্লাস শরবত খাইলে আমি রাত ৯ টার আগে কিছু খাইতে পারি না। এমন ভাজা পোড়া খাইলে মইরাই যামু গ্যাস্ট্রিক এ । তবে দেইখা তো ইচ্ছা করতাছে চক বাজার যাই গিয়া , কিন্তু ইফতারের আগে এসব ভাজা খাবারের গন্ধে আমার ধারণা মানুষের পেট ভরে যাবে।

ভালো থাকো অভি

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: থাক আপনার খাওয়ার দরকার নাই !
আমরা যাতে খাইতে পারি সে দোয়া করেন বেশী বেশী !
শুভকামনা আপু !

৩৫| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: এ গুলা কি !!
খালি নিজে গিয়া খাইয়া আসবেন , ক্যান আমরা কই আছিলাম X(( X(( X((
দিলে কি একটুও দয়া নাই X( X(

সামনের বার আমারে খবর না দিলে আপ্নের ব্লগিং শেষ ।
যাক আপাতত প্লাস দিয়া গেলাম । :)
+++++++++

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: আরে মিয়া রাগেন কেন ? হুট করে করছি এইবার , পরের বার দাওয়াত পাইবেন !

৩৬| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

মহামহোপাধ্যায় বলেছেন: রমজান সংযমের মাস তাই সংযম সাধন করিলাম :(( :(( :(( :(( :(( :(( :(( :((

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সাবাশ !

৩৭| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৮

রাইসুল নয়ন বলেছেন:


ধুর মিয়া!!!
দুপুর বেলা রোজা রাইখা কেন যে এদিকে আইলাম!!

শান্ত হও নয়ন, ইফতার আরও পরে!!
তা ঐযে ছবির আইটেম কবে খাওয়াইবেন :)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শিরোনাম দেইখাই তো আইছেন ! সেটাই নয়ন , শান্ত হও ! নয়ন ভাই হবে , হবে সবুরে মেওয়া ফলে !

৩৮| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

আমিনুর রহমান বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: একজন আরমান বলেছেন:
কান্ডারী অথর্ব বলেছেন:

হুর এর চাইতে আমাগের জয়নালের দোকানের ইফতারি অনেক ভালা পাই।


আমার কখনই ভালো লাগেনি এইসব ইফতার :(

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: জয়নাল রকস ! জয়নাল দীর্ঘজীবি হোক , জয়নালের বউরা সুস্থ থাকুক ! জয়নালের বাচ্চারা বড় হোক !

৩৯| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

টানিম বলেছেন: খাতি চাই B-) B-) B-) B-)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিকাছে ! সোজা চলে যান চকবাজার !

৪০| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫১

বাকি বিল্লাহ বলেছেন: গুদু গুদু

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !

৪১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭

এহসান সাবির বলেছেন: লোভ লাগিয়ে দিলেন ভাই। ++++

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: যান খাইয়া আসেন !

৪২| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সায়েম মুন বলেছেন: আমার ক্যাঞ্জানী এসব খাবার ভালা লাগে না। দই চিড়া খই কলা ফল ফ্রুটস শরবত খেজুর এগুলাই আমার কাছে ইফতারের জন্য উত্তম খানা। /:)

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: দুরন্ত ইফতার ! আমি তো সেহেরীতেও দুধ-ভাত খাই !
তবে বছরে একদিন যাই আর কি ! আমরা একদিন না গেলে ওদের ব্যবসা চলবে কেমনে বলেন !

৪৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৫

রোকেয়া ইসলাম বলেছেন: বড় বাপের পোলায় খায়...।
সত্যি অদ্ভুত নাম। দেখতে মন্দ না অনেক লোভনীয় মনে হয় তবে আমার কাছে খুব একটা ভাল লাগেনা। কিন্তু বাসার সবারই খুব পছন্দ তাই মাঝে মাঝেই আনা হয়।
বর্ণনা এবং ছবি দুটুই অসম্ভব সুন্দর হয়েছে। পোষ্টে +++++++++++++

২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !

৪৪| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৭

প্রত্যাবর্তন@ বলেছেন: ++++++++++

২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অনেক !

৪৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। সামনে আমিও এই ধরনের একটা পোষ্ট দিতে যাচ্ছি। ইফতার নিয়ে। :)

২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ওক্কে! এই রোজায় নাকি সামনের টায় ?

৪৬| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২

নাজিম-উদ-দৌলা বলেছেন:
এইসব খাবারের ছবি দেছেন কেন? :(( জিব্বা দিয়া পানি থুক্কু লালা ঝরে! ;) একসময় অনেক খাওয়া পড়ছে পুরান ঢাকার ইফতার! আহারে বড় মিস করি! :(

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: লালা ঝরবে কেনু ? তেতুল এর ছবি তো দেই নাই :( :( :( :(
সমস্যা নাই আবার যাবেন !

৪৭| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২০

মাহী ফ্লোরা বলেছেন: হুর আমি খালি নাম আর দূর্নাম ই শুনলাম খাইলাম না এখনো! /:)

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: একদিন খাওয়ার আয়োজন করেই ফেলুন আপু , শুভকামনা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.