নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুলাই -২০১৩

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৪





বৃষ্টিমগ্ন জুলাই ! অঝোর শ্রাবণধারার মাস , কখনো রিমঝিম বৃষ্টি বারান্দা পেরিয়ে মননে , মগজে। ভেজা কাকপাখীদের শরীর ছুঁয়ে বৃষ্টিফোটা কখনো কখনো আমার আমিকে দিয়ে যেত একরাশ শুভ্রতা । কখনো বা রাত্রিজুড়ে জোছনা বিলাস , একান্ত নিজের করে সময়গুলোকে উপভোগ করা । আবার এই ঘোরলাগা আবেগী অনুভূতির বাইরেই এক আকাশ আর্তনাদ , কখনো দুঃখবিলাসী , কখনো বা জীবনের ছায়া ছুঁয়ে যায় কবিদের কলমের অগ্রভাগে ! কখনো শ্রমিকের ঘাম ঝরে , কখনো বীরঙ্গনার অশ্রুপাত , কখনো শহীদের রক্ত এসে ভর করে আবার কখনো আবেগী তরুনদের দেশ নিয়ে এক আকাশ স্বপ্ন !

কি ছিলনা এই জুলাই মাসে ! বৃষ্টিমগ্নতা আর মাঝে মাঝেই জোছনার আঁকিবুঁকি সামহোয়্যারইন ব্লগের কবিদের কলমে দিয়েছে প্রাণ আবার ফুটে উঠেছে জীবনের গল্প ।

ব্লগার কান্ডারী অথর্ব ও একজন আরমানের হাত ধরে শুরু হওয়া কাব্যিক ভ্রমণের বৃষ্টিমগ্ন জুলাই -২০১৩ তে আপনাদের স্বাগতম !


এবারো আমার সাথে থেকে একজন আরমান , কান্ডারী অথর্ব ভাই নানা ভাবে সাহায্য করেছেন ! বিশেষ কৃতজ্ঞতা না জানালেই না হয় শ্রদ্ধেয় আমিনুর রহমান ভাই কে ! গল্প সংকলনের প্রচ্ছদ কারিগর মাননীয় মন্ত্রী মহোদয় কে কাব্যিক ভ্রমণ টিমে সু-স্বাগতম ! উনি প্রচ্ছদ ডিজাইনার হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন ! এই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ !!!

জুলাই মাস জুড়ে প্রতিদিন গড়ে কম করে হলেও আনুমানিক ১২-১৫ টি করে কবিতা এসেছে । মাঝে মাঝে একদিনেই তা ২৫ ছাড়িয়েছে । এত ভালো ভালো কবিতার মাঝে বাছাই করা অনেক কষ্টসাধ্য একটি কাজ । তাই অনেক কবিতা আমাদের চোখের আড়াল হওয়া অস্বাভাবিক কিছু নয় ।প্রাথমিক ভাবে ১৬১ টি কবিতা সংকলিত করতে পেরেছি । কিছু বাদ গিয়ে থাকলে আমরা যোগ করে দিবো । সংকলন করার সময় মনে হলো অনেকে মাসের নির্দিষ্ট একটা সময় বা কিছুদিন ব্লগ থেকে দূরে থাকেন ! তাদের যদি কিছু উপকার হয়ে থাকে সে জন্য এবারের পোষ্ট সাজানো হয়েছে প্রতিদিনের হিসেব করে (একটি পরীক্ষামূলক প্রচেষ্টা , খারাপ লাগা বা ভালোলাগা প্রতিক্রিয়া জানতে চাচ্ছি )! এতে একজন কবিতা প্রেমী ও যদি পছন্দের কবিতা পাঠে আনন্দ লাভ করে সেটাই আমাদের প্রাপ্তি ।

আসুন দেখি এই মাসের কবিতা , মুক্তগদ্য সমূহঃ

১ লা জুলাইঃ

* একটি মিথ্যে কবিতা - বটবৃক্ষ~

* জন্মেছিলাম তিলোত্তমা এক সময়ে - সুফিয়া

* অষ্ট প্রহর - বিষাদ সজল

* তুমি ভয় পেয়ো না প্রিয়তমা - লক্ষ্মীছাড়া

* অর্ন্তগত - রোকসানা লেইস

* ভস্ম ইচ্ছে -আশরাফুল ইসলাম দূর্জয়

* কনকোত্তম ক্রিসাফি - স্বদেশ হাসনাইন



২রা জুলাইঃ

* আমি একটি বিকেল চাই - রমিত

* ধুলো পড়া ঘরে। - সদালাপী।

*বলকে উঠছে কিছু একটা - কবিরকস

*সৃতির পাতায় হলদেটে ভাব - হাসান মুহিব

*দীপ নিভে যায় না... - পাপতাড়ুয়া

*আকাশলীনা - সেলিম আনোয়ার

* ছড়া কবিতার বাচ্চা-কাচ্চারা . . - হৃদয়ের ক্যানভাস

*স্বপ্নে বাঁচি - সাবরিনা সিরাজী তিতির



০৩ রা জুলাইঃ

*ভালোবাসা মানে - একজন আরমান

*ছায়াবাচকতা অথবা প্রশ্নবোধ - দি ফ্লাইং ডাচম্যান

*দিলু নাসের এর কবিতা>>>নেলসন মান্ডেলার প্রতি - সৈয়দ নাসের

*ফেরা............ - রহস্যময়ী কন্যা

*স্বপ্নপাতা - সায়েম মুন

*স্পর্শটুকু দাও - মেহেদী আনডিফাইন্ড

*দুঃখগাঁথা - অদ্রি অপূর্ব



০৪ ঠা জুলাইঃ

*বৃষ্টিভেজা একাকী কাকের বিষন্নতা - সন্ধি পালোয়ান

*আমার আমি-৪ - শুকনোপাতা০০৭

*কবিতা - পূর্নজন্ম - আমি সাজিদ

*তোমার সবকিছুতে আমার শুভকামনা পৌছে যাবে ** - তিথির অনুভূতি



০৫ ই জুলাইঃ

*ঘুমপাখি - বিষাদ আব্দুল্লাহ

*অসংজ্ঞায়িত কষ্ট...... - রহস্যময়ী কন্যা

* এই অন্ধকারে তুমি একান্তই আমার! - টুম্পা মনি

*"তোমাকেই আরাধ্য মানি " - গ্রাম্যবালিকা



০৬ ই জুলাইঃ

*বেলা শেষের গান! আরজুপনি সমীপে নিবেদন! - ৎঁৎঁৎঁ

*স্পর্শের বাইরে - ইকবাল মাহমুদ

*মুক্তগদ্য: মধ্যরাতের পিয়ালী বৃষ্টিতে - সকাল রয়

*আমরা দুঃখিত ! - অপূর্ন



০৭ ই জুলাইঃ

*নিঃস্বার্থের আবাস -রায়ান ঋদ্ধ

* আলোহীন গ্রহ - নীল কথন

*উদাসী মন খুঁজে তোমাকে - বাসুরী বাসীয়ালা

*ভালোবাসার সাত রং... (কবিতা) - অচিন তারা

* স্বপ্নের ফেরিওয়ালা - কান্ডারী অথর্ব

* রাবণকথা__________$$ - অংকনের সাতকাহন



০৮ ই জুলাইঃ

*মাতাল স্নায়বিক স্পর্শ - রোমেন রুমি

*শেকড়ের অনুসন্ধান - শেকড়ের অনুসন্ধান

*পিছলে যাওয়া নজর - মুহামমদ মিনহাজ

*উত্তাপের শহরে - অদৃশ্য



০৯ ই জুলাইঃ

*ব্যক্তিগত স্বীকারোক্তি - আহমেদ জী এস

*ছুঁয়ে থাকা যুগল - সোনি সুলতানা

*নীল পদ্য তেরোঃ এই বিছানায় - টেস্টিং সল্ট



১০ ই জুলাইঃ

*শুধু নেই জানা - শিশিরের দুঃখ

*তোমাকে নিয়ে - আপেক্ষিক

*মেঘ বৃষ্টিতে সাতটি ইচ্ছে - মাহী ফ্লোরা

*ধূপছায়া ম্লানে সাদা-কালো স্মৃতি - অপর্ণা মম্ময়

* '' কবিতা '' - শাপলা নেফারতিথী

* ম্যাজিক শেল - সায়েম মুন



১১ ই জুলাইঃ

*ফিরে আসো তোমার নিজস্বতায় - সুপান্থ সুরাহী

*কবিতার পটভূমি : একটা কবিতার জন্য; যে কবিতাটি আজও লেখা হয় নি - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

*মৃতদের গানঃ মৃত্যু হোক দেহ, প্রাণ, মন - প্রোফেসর শঙ্কু

*"চিরদিনের তুমি" - স্নিগ্ধ শোভন



১২ ই জুলাইঃ

*পাবলো নেরুদার কবিতা-আজ রাতে আমি লিখতে পারি-নোমান নমি

*এই তুমি শুনছ? - রুবাইয়াত নেওয়াজ

*জন্মান্ধ ভোরের গান - ফকির ইলিয়াস



১৩ ই জুলাইঃ

* প্রতিউত্তর যখন কবিতা হয়ে উঠে (২) - সোনালী ডানার চিল

*ভালবেসে আমরা কেমন খুনী হয়ে গেলাম! - ৎঁৎঁৎঁ

*আমি একটি বন্ধু খুঁজছি তোমার মত সপ্রতিভ - লেখোয়াড়

*শেষ রাতের যে কোনো কবিতা - টেস্টিং সল্ট

* অতল তোমার সাক্ষাৎ পেয়ে... - মাহী ফ্লোরা

* প্রবোধ - মেহেদী আনডিফাইন্ড

* হরিণশিশুরা আনমনে খেলেছে সাপেদের ছায়ার সাথে - মাসুম আহমদ ১৪



১৪ জুলাইঃ

* এক টুকরো ছাদ আর সোনালী বিকেল - ডট কম ০০৯

* মৃতপ্রলাপ - আনজির

*টুকরো কবিতা....... - রহস্যময়ী কন্যা



১৫ জুলাইঃ

*খুঁজিয়া মহীয়ান ২ - ক্ষিপ্ত তরুণ

*সবকিছুই আজ বিক্রি হবে - ৎঁৎঁৎঁ

*শুকরশ্রেষ্ঠর বিজয় - টেস্টিং সল্ট

*একটা শব্দের খোঁজে - অদ্রি অপূর্ব



১৬ জুলাইঃ

*রাত্রি মৃত আজ অথবা রাত - অনাহূত

* অনুরোধ - এন ইসলাম রনি

*আজ আর শব্দরা ঘুমায়না - মোঃ মোসাদ্দেক হোসেন

*অনিয়মিত শব্দক্ষরণ - ইমরান আল হাসান

* জুন থেকে কয়েকটি - আট বছর আগের এক দিন



১৭ জুলাইঃ

* অপেক্ষা - নির্বাসন এ একা

*তোমাকে জাগাবো স্বদেশের নামে - মাহী ফ্লোরা

* অসুখগুলো - রেজওয়ান মাহবুব তানিম

*‘তুমি’ - সরল রৈখিক

*কালো পাইথনের মত বয়ে গেছে নদী -

সোমহেপি



১৮ জুলাইঃ

*স্মরণিকা - জামিনদার

*শেষ যাত্রার চিঠি নাকি সুইসাইড নোট - লাকমিনা জেসমিন সোমা

*♣♣ কবিতাঃ মৃত্যুময় প্রণয় ♣♣ - দিকভ্রান্ত*পথিক

*সাইকাডেলিক অভিযোজন - ১৯৭১স্বাধীনতা

* অপেক্ষা - নির্বাসন এ একা

* একজন হুমায়ূন এবং আমার বসন্তবিলাপ - স্বপ্নবাজ সৌরভ

* ভালো থাকা হয়ে উঠে যেভাবে - ফজলে আজিজ রিয়াদ



১৯ জুলাইঃ

*____ কথোপকথন ৪ ( আহ্বান )______ - তোমার গল্পের মৃত রাজকন্যা

*শব্দ - রোজেল০০৭

*দ্বিতীয় ধারা - তারছেড়া লিমন

*বৃষ্টি হয়ে যাও - আশিক মাসুম

*মৃত্যুদেয়াল - সোনালী ডানার চিল

* শূণ্য শূণ্য বিতৃষ্ণা...নীলাঞ্জনা নীলা - নীলাঞ্জনানীলা

* সমার্থক - সুপান্থ সুরাহী

* মেয়ে, তুমি পারবে না ! - অপু তানভীর



২০ জুলাইঃ

*ফেরা এবং নির্লজ্জ প্রেম - তীর্থক

*একটি পূর্ণদৈর্ঘ্য চিঠি ( বিড়ালকন্যা তজোকে) - প্লিওসিন অথবা গ্লসিয়ার

* হুলিয়া - ভাঙ্গা কলমের আঁচড়

*পৃথিবীর কোথাও প্রেম নেই যে যার স্বার্থ সাধনে ব্যস্ত,তবুও কিছু মানুষ এখনও আছে যারা অকারণেই ভালোবাসে!! - রাইসুল নয়ন

*ভাবছি আনমনে,,,,,,, - অপরাজিতা নীল

* যে বোঝার সেই বোঝ - অচিন্ত্য

*মনুয়া পাখির উড়াল - মাসুম আহমদ ১৪

*ডাক - ফথরুল

*কৌমুদী তৃষ্ণায় - অপর্ণা মম্ময়



২১ জুলাইঃ

*যেদিন হবে দেখা!!! - সানড্যান্স

*মুক্তিযোদ্ধার ডাইরী থেকে - শাহীন ভূইঁয়া

*তার গন্ধ ছিলো দো-আঁশলা - অদৃশ্য

*আমিই ছিলাম - টেস্টিং সল্ট

* আলাপন-৯ (ম্যারিনা নাসরীন) - সীমাবেস্ট



২২ জুলাইঃ

* সভ্যতার স্বপ্নভঙ্গ ১ - বিবাগী বাউল

*নন্দিতার অন্তর্বাসে রক্তদাগ - লেখোয়াড়

*জীবনের এ ভার! - মোঃ সাইফুল ইসলাম সজীব

*উল্লোল বাতাসে বিপ্রতীপ মন - তাজা কলম

*ঘুমছাপ চোখে সিন্যাপসের ছবি .. - আহমেদ জী এস

* অমাবস্যা - তৌহিদুল ইসলাম তানিন

* কৌমুদী প্রিয়তমা - কান্ডারী অথর্ব





২৩ জুলাইঃ

*প্রবোধ - বোকামন

*মোহচ্ছন্ন নারীর ভালোবাসার গান - সিলভিয়া প্লাথ - সবুজ আরেফিন

* আনিসের কপালে রক্তদাগ !! - দ্য েস্লভ

*রুচি রেস্তোরায় - জুন

* সামলে রাখো জোছনাকে - স্বদেশ হাসনাইন

* নাবিক! - তানিয়া হাসান খান

* নতুন বোধের মৃত্যু হোক (ম্যারিনা নাসরীন) - সীমাবেস্ট



২৪ জুলাইঃ

*এক অদৃশ্য কারিগর একবিন্দু জল থেকে একটি আস্ত মানুষ বানিয়ে ফেলে। - গেন্দু মিয়া

*কবিতাঃ ফানুস, নাকি মায়া! - নির্লিপ্ত স্বপ্নবাজ

*নেই - ফকির ইলিয়াস

* চন্দ্রাহত পারিজাত, অনুভূবিন্দু ও এক চাঁদকুমারী - আমি ময়ূরাক্ষী

*রূপকথা - ভাঙ্গা কলমের আঁচড়

*দোটানা মন - ইখতামিন



২৫ জুলাইঃ

*~একটি ষোল বছুরে কবিতা অথবা কিছু ভ্রান্তিবিলাস~ - বৃতি

*কবিতা:: মন বিবাগী - হৃদয় রিয়াজ

*সময়ের গান - নীল পেন্সিল

*ধূর্জটি তিয়াস অথবা বিগত রাতের বেসুরো বিলাস - জুলিয়ান সিদ্দিকী

* একজন হঠাৎ কবি ও কতিপয় ক্ষোভ! - আশরাফুল ইসলাম দূর্জয়



২৬ জুলাইঃ

*ঘোর অন্ধকার - অবচেতনমন

*♣♣ নগ্নতার গল্পগুলো লুকোনো ♣♣ - দিকভ্রান্ত*পথিক

* অন্য সময় - এন ইসলাম রনি



২৭ জুলাইঃ

*কবিতাঃ প্রশ্নগুলো শশ্মানে - নির্লিপ্ত স্বপ্নবাজ

*রাস্ট্রালয়... - বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

*শুভ জন্মদিন - কামরুল হাসান জনি

*তবু নীরবতা? - ফারিয়া

* তুমি কি শুনছো? - অন্যমনস্ক শরৎ

* আরশী/ - তানিয়া হাসান খান

* পাঁচটি আঙুল আমাকেই জানে আমাকেই যতটা গোপনে কান পেতে থাকে চরাচর! পাঁচটি আঙ্গুলে জোছনা হয়ে নামে তোমার আমি.. - মাহী ফ্লোরা



২৮ জুলাইঃ

* অবাক প্রত্যাবর্তন - বালক৪২০

* আশা - রোকসানা লেইস

* জীবনের বীভষৎ প্রয়োজন - অবচেতনমন

* অনিত্য - আমি উঠে এসেছি সৎকারবিহীন

* কবিতা- অভ্রকথন - মিনাক্ষী



২৯ জুলাইঃ

* ঘুমাও কাঁচঘরে - সায়েম মুন

* বেলাশেষের ঐকতান - আলাউদ্দিন আহমেদ সরকার

* বিপর্যাস - আলমগীর_কবির



৩০ জুলাইঃ

*অন্ধকার-১ - robi82

*♣♣ রিক্তহস্ত আহ্বান প্রণয়ী! ♣♣ - দিকভ্রান্ত*পথিক



৩১জুলাইঃ

* একাত্তরের জননী - সেলিম আনোয়ার

* শব্দ - সাবরিনা সিরাজী তিতির

*রাজকুমারের কবিতা - নিয়াজ মোর্শেদ

*"অবশেষ" - মাহ্‌মুদ ফয়সাল

* যতটুকু তুমি নিঃস্ব কর! - টুম্পা মনি



********************************************************************

একটি বিশেষ সংযোজনঃ পরিবেশ বন্ধুর ব্যাপক জনপ্রিয়তার চাপে বন্ধুর একটি রোমান্টিক কবিতা সংযোজন করে দিতে বাধ্য হলাম , আরে ভাই আমার তো নেট চালানো লাগপে নাকি ! (একটি বিশেষ সম্মান সূচক সংযোজন , তাই সবার থেকে আলাদা ! )

রোমান্টিক কবিতা , সকল পাঠকের হৃদয়ে - পরিবেশ বন্ধু

*********************************************************************

আগের সংকলন সমূহঃ

একটি কাব্যিক ভ্রমন

একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ মার্চ-২০১৩

একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ এপ্রিল-২০১৩

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন' মে ১৩

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুন -২০১৩

সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ! পবিত্র ঈদুল ফিতর কাটুক কবিতার শুভ্রতায় ! ঈদ মোবারক !





মন্তব্য ১৪৪ টি রেটিং +৩১/-০

মন্তব্য (১৪৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৮

খেয়া ঘাট বলেছেন: চমৎকার কাজ।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
ঈদমোবারক।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় খেয়াঘাট !

২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১২

প্রোফেসর শঙ্কু বলেছেন: এত কষ্ট করেন কিভাবে?

অবাক প্লাস।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাদের ভালোবাসায় , ভালোবেসে !
শুভকামনা প্রফেসর সাহেব !

৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন সংকলন
শুভেচ্ছা ঈদ মোবারক

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ মোবারক বন্ধু !

৪| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বাহ, বেশ তো! এমন সংকলনের ভাবনাগুলো।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জুলিয়ান দা ! সাথেই থাকুন !

৫| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৫

মাহবু১৫৪ বলেছেন: +++++++++++++++

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাহবু ১৫৪

৬| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবে অভি +++++++++++

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: মন্ত্রীরে কৃতজ্ঞতা জানাবেন না !

৭| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কালেকশন। পোস্টে +++

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !

৮| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

মন্ত্রীকে মাইনাস দিলাম, ছবিতে ভুল আছে।

ছবিতে শিরোনাম হতে হবে

" একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুলাই -২০১৩ "

এভাবেই।

তবে মন্ত্রীর জন্য বিরিয়ানি বরাদ্দ থাকল।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: নাহ ! ঐ মাইনাস আমি পাই ! লিখাটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তাতে প্রচ্ছদ কিছুটা দৃষ্টিকটু লাগতে পারে ভেবে মন্ত্রী আমার কথাই ওখানে লিখেছে !
@ মাননীয় মন্ত্রী মহোদয়ঃ বিরিয়ানি আদায় করাটা কিন্তু একটা ফ্যাক্ট ! যাই হোক বিরিয়ানির শুভেচ্ছা !

৯| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

বিরিয়ানি শুধু মন্ত্রীর জন্যই তবে বরাদ্দ থাকল আর মন্ত্রীর মাইনাস উঠিয়ে নিয়ে তোমাকেই মাইনাস দিচ্ছি। আর তোমাকে এই ভুলের জন্য বিরিয়ানি খাওয়াতে পারব না।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রচ্ছদের সুন্দর চেহারা ধরে রাখার জন্য এমনটা করতে হয়েছে! এইটা না বুঝায় আপনাকে মাইনাস! বিরিয়ানি বরাদ্দ হলে মাইনাস উঠিয়ে নিবো!

১০| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:


কাব্যিক ভ্রমনে প্লাস ও কৃতজ্ঞতা। ++++++++++++++++++++++++++




এইখানে কিসের বিরিয়ানিরি গন্ধ পাওয়া যাচ্ছে ??? :)
অবশেষে কি বিরিয়ানি পাচ্ছিই বোধয়। জয় হোক বিরিয়ানির। :)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন ভাই !

আর বিরিয়ানির কথা আর কি বলবো ! গন্ধে নাক , কান , নাসিকা সব গেলো কিন্তু পাকস্থলী আর পায়না !
তবে গন্ধের গতি-প্রকৃতি বলে দেয় বিরিয়ানি আসছে !

১১| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৫

ভিয়েনাস বলেছেন: চমৎকার কাজ ...

আপাতত লাইক এবং প্রিয়তে...

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি ! গত মাসে আপনাকে মিস করেছি ! শুভকামনা অনেক অনেক !

১২| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ও কৃতজ্ঞতা অভি !

একটা বিষয় না বললেই নয় এবারের কবিতা সংকলনের পুরো ক্রেডিট অভির একাই। একা একা এই সংকলনের কাজ করে গেছে। আরো একবার কৃতজ্ঞতা পুরো কাব্যিক ভ্রমণ টিমের পক্ষ থেকে

মাননীয় মন্ত্রী মহোদয় কাব্যিক ভ্রমণ টিমে সু-স্বাগতম ! দুর্দান্ত প্রচ্ছদ হইছে রে মন্ত্রী।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)
ধন্যবাদ আমিন ভাই !
হুম মন্ত্রীর জন্য অফিসিয়ালি আরেকবার লাল গালিচা যুক্ত স্বাগতম ! আই মিন একটা লাল কার্পেট বিছানো আছে আমরা সবাই দাঁড়িয়ে আছি মন্ত্রী ঐ কার্পেট দিয়ে লজ্জায় লাল হয়ে হেটে আসছে ;) ;) ;) ;) ! স্বাগতম এবং ধন্যবাদ মন্ত্রী মহোদয় !

১৩| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২২

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কালেকশন, অনেক পরিশ্রমের ফসল ।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী !

১৪| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: একেবারে তারিখ ধরে এগিয়েছেন, পাতার পর পাতা পড়ে যাওয়া কি যে কষ্টকর.. কিছুটা ধারণা আছে । তবু ভালোবেসে এই শ্রমসাধ্য কষ্টসাধ্য কাজটুকু করেছেন জানি ।


অভিনন্দন! পুরো কাব্যিক ভ্রমন টীম কে :) :)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ! ব্লগে তো আসাই হয় , প্রতিদিনের ভালো লাগা কবিতা গুলো টুকে রেখেছি সংকলন মাথায় রেখে ! সব গুলোতে আমার নিজের ও কমেন্ট নেই ! কিছু লেখক আছেন যারা মন্দ লিখেন না কিন্তু তাদের পাঠক নেই , তারা নিজেরাও অবশ্য অন্যদের ব্লগে যান না !

হুম , মাননীয় মন্ত্রী মহোদয় এখন আপনার টিমেও ওপেন করবে , আবার আমার টিমেও ! একই সাথে অষ্ট্রেলিয়া , ইংল্যান্ড দু টিমেই ! ;) ;) ;) ;) ;) B-) B-)

১৫| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কাব্যিক সংকলনে+++++++


এখন পড়তেছি সব গুলা।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা পাঠ আনন্দময় হোক বর্ষণ !

১৬| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

মামুন রশিদ বলেছেন: আমি খেলব না !!! X( X((


সামু ব্লগের ঘোষিত কভি-রাজ ভচ-কভি পরিবেশ বন্ধুর কবিতা ছাড়া সংকলন করায় পোস্টে বিরাশি ছক্কার মাইনাচ !!!

এখন ভচের এঞ্জিনিয়াররা খেইপা গিয়া সামুর সার্ভার ধইরা 'লাড়াচাড়া' শুরু করে দিলে দায়ী থাকবে কাব্যিক ভ্রমন টীম :P :P

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: : ব্যাপারটা যখন হয়েই গেলো দুয়া পড়া ছাড়া আর কিছু আপাত করার নেই ! তবে কিছুটা আশার আলো দেখা গিয়েছে ! হয়তো ভচ বড় কোন পদক্ষেপে যাবেন না! উপরে দেখেন ভচ আসছিলো ! বাকীটা আল্লাহর হাতে !

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: বন্ধুকে পোষ্টে আঠা লাগিয়ে দিয়েছি ! সামু সার্ভার নিরাপদ ! আর বন্ধুরে দিয়া গল্প লিখানোর ব্যবস্থা নিচ্ছি ওয়েটান ;) ;) ;) ;)

১৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

জুন বলেছেন: আমার কবিতা আছে সুতরাং এ সংকলন অবশ্যই ভালো হয়েছে স্বপ্নবাজ অভি। আপনাকে অভিন্দন :)
সত্যি তারিখ ধরে ধরে লেখা বেশ পরিশ্রমের কাজই বটে।
+

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জুন , শুভকামনা !

১৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৫

আরজু পনি বলেছেন:

এরকম সাজানো গোছানো অপরুপ সংকলন পোস্ট দেখে আমারও কবিতা লিখতে ইচ্ছে করে....
কিন্তু পেটে বোমা মারলেও কবিতা আসবে না আরজু পনি-র কাছ থেকে :(

অনেক শুভকামনা রইল অভি...আর সাথে যারা ।।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: বোমা মারা লাগবেনা আপু ! দেখবেন কোন এক রাতে আপনার উপর কবিতা ভর করে বসে আছে !
ধন্যবাদ আপু আর শুভকামনা !

১৯| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬

শরৎ চৌধুরী বলেছেন: খুবই পরিশ্রমী এবং গুরুত্বপূর্ণ কাজ। কিপ ইট আপ।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শরৎ ভাই ! শুভকামনা নিয়ে যান !

২০| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
আরো ১বার ভেরী ওয়েল ডান অভি ||

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !

২১| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২

হাসান মাহবুব বলেছেন: পরিবেশ বন্ধুর কবিতা রাখেন নাই? নাহ আপনাদের জীবনেও শিক্ষা হবে না। গতবার শুধু সামু ব্লগরে ধরসিল। এইবার পুরা বাংলাদেশের আইটি সেক্টরই হুমকির মুখে পড়বে। আর দায়ী থাকবেন আপনারা।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :( B:-) B:-) B:-) B:-) :D :D

ভুল তো একটা করেই ফেলসি , দেখি দুয়া পড়া শুরু করে দেই ! তবে বন্ধু অতি ভালো মনের মনে হয় ! বাকীটা আল্লাহর হাতে !

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বড় করে একটা শ্বাস নেই হাসান মাহবুব ভাই ! বন্ধুরে পোষ্টে লটকানো হইছে ! আইটি সেক্টরকে বাচানো ফরজ কাজ ! আমি নিজেও ঐ এলাকার মানুষ , না খায়া মরতে চাই না !

২২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর প্রেজেন্টেশন ! তারিখ অনুযায়ী এভাবে ক্রম ঠিক রাখাটা বেশ কঠিন ব্যাপার ! প্রিয়তে এবং প্লাস !

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু ! আপনি আছেন ? আমি তো ভাবছিলাম হারায়া গেছেন ! আজকেই ভাবছিলাম কুলখানির আয়োজন করবো ! যাক পোষ্টে এসে জানান দিয়ে গেলেন ঠিক আছেন !
অনেক শুভকামনা জানবেন !

২৩| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭

একজন আরমান বলেছেন:
আপ্নারে অভিনন্দন দিমু না। সবাই অনেক অভিনন্দন দিয়া ফালাইছে, সামনে আরও দিবে। তাই আমারটা দিলাম না। জমা রাইখা দিলাম।

মন্ত্রীরে স্বাগতম আমাদের টীমে। :)

আর বিরিয়ানির গন্ধ পাইতাছি মনে হয়। ;)
এইবার কিন্তু একসাথে আড়াই প্যাকেট। আগের একটা এইবারের একটা আর আর অর্ধেক ইন্ট্রেস্ট ;)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক আছে !

হুম মন্ত্রী লাল কার্পেটে হেটে আসছে অভিনন্দন নিতে !

আহা বিরিয়ানির কথা আর বইলেন না , রোজা ধইরা গেলো !

২৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮

আমিনুর রহমান বলেছেন:



মন্ত্রী মহোদয় আপনি কোথায় ? আসুন আপনার জন্য লাল গালিচা সম্বর্ধনা প্রস্তুত !

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! মন্ত্রী আসেন !!

২৫| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: ব্লগিং , লেখালেখি আর ফেসবুকিং অফিসে বইসা মন দিয়া করা সম্ভব না যেহেতু অফিস এইটা। তবে বেশীর ভাগ সময়েই ব্যক্তি কাজের প্রাধান্য দেই যা ঠিক না ( দেখছ কত ভালো এমপ্লয়ী আমি ? ) আর বাসায় ফেরার পর ছেলের পড়াশুনা, ক্লান্তি , মাইগ্রেন সব মিলাইয়া আর ব্লগে আসা হয় না।

আর ইদানিং ব্লগিং ভাল্লাগতাছে না, ক্লান্তি আসছে। ঈদের অনেক লম্বা বন্ধ পাইছি , ১০ দিন । ধুমাইয়া ব্লগিং এর ইচ্ছা আছে কিন্তু জানি না কতটুকু পারব করতে।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , আপনি অনেক ভালো এমপ্লয়ী ! করেন ছুটিতে ধূমায়া ব্লগিং !

আমিও খুব শীঘ্রই ব্লগ থেকে ছুটি নিবো ! ক্যারিয়ার টা গুছিয়ে নিতে হবে, পোষ্ট কম পড়া হবে ! কিন্তু নিজে ভালো থাকার জন্য আবোলতাবোল যা লিখবো তা পোষ্ট করে যাবো !

২৬| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: তারিখ অনুযায়ী সংকলন সম্পর্কে মতামত চাচ্ছি ! এই ফরম্যাট টা কেমন লাগছে ! খারাপ হলে পরবর্তী সংকলনে আর থাকবেনা !

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , দেখেন কে কি বলে ?

২৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


এইখান থেকে মন্ত্রী সাহেব ও অন্যান্যরা যার যত লাগে বিরিয়ানী খেয়ে নিতে পারেন

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: চুদুরবুদুর চইলতোন ! আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে !

২৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: কত শ্রম, কত ঘাম, কত প্রেম এই পোস্টে! প্রোফেসরের ভাষায় অবাক প্লাস!

আমি ভাবতাসি এখন গত কয়েকমাসের সঙ্কলন গুলো নিয়ে একটা সঙ্কলন কইরা ফেলবো! :)


অযুত নিযুত শুভকামনা রইলো !

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: কত শ্রম , কত ঘাম , কত প্রেম !
লজ্জায় ফেলে দিলেন !
শুভকামনা ভাই !

২৯| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪

সায়েম মুন বলেছেন: যেভাবে কষ্টকর কাজ করতেছেন তাতে করে সবাইকে কবিতাপ্রেমী বানিয়ে ছাড়বেন। #:-S

নাইস জব। এপ্রিশিয়েট ইট।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাল্লাহ !
শুভকামনা কবি !

৩০| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৯

রোজেল০০৭ বলেছেন: এক কথায় কষ্টসাধ্য কিন্তু দুর্দান্ত এক কবিতা সংকলন।

এর সাথে সংশ্লিষ্ট সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
আন্তরিক শুভকামনা জানবেন !

৩১| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭

লাবনী আক্তার বলেছেন: দারুন । পোস্টে +++++++++++্

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপুনি !

৩২| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৪

রেজওয়ান তানিম বলেছেন: সাম্প্রতিক সময়ের অসংখ্য সংকলনের ভীড়ে এটা সত্যিই ব্যতিক্রমী মনে হল এর কারণ এটা ডেট ওয়ারী করা হয়েছে

ভাল লাগল পোস্ট

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ তানিম ভাই ! আপনি এসেছেন খুব খুশি হয়েছি !
শুভকামনা জানবেন !

৩৩| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯

অলওয়েজ ড্রিম বলেছেন: I really appreciate ur toilsome job for this collection. Just keep it up. We r along with u.

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ, সাথেই থাকুন !

৩৪| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৬

আমিনুর রহমান বলেছেন:




তুমি যখন প্রথম বলেছিলে আমার ফরম্যাট পছন্দ হচ্ছে না বলেছিলাম।
কিন্তু দেখে কিন্তু অসাধারণ লাগছে !!!

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম আমিন ভাই দৃষ্টিনান্দনিকতার পাশাপাশি আমার মনে হয়েছে যারা ব্লগে পড়তে আসে , কবিতা বা গল্প বা ফিচার তারা কিন্তু ঠিক ই পড়ে ! ব্যাক্তিগত ব্যস্ততার জন্য অনেকে হয়তো নির্দিষ্ট একটা সময় ব্লগে আসতে পারেন না ! তারিখ দেখে উনি ঐ দিনের ভালো কবিতা গুলো এখান থেকে পড়ে নিতে পারবেন ! এটাই সংকলনের সফলতা মনে হয়েছে ! এই ভাবনা থেকেই মূলত এইভাবে পোষ্ট সাজানো ! কেননা প্রতিদিনের অন্তত ৩-৪ টা কবিতা আমাকে , আপনাকে সংকলনে রাখতেই হবে ! তারিখ টা দিয়ে দিলে সমস্যা কি কেউ হয়তো উপকৃত হলেও হতে পারে !
হুম ,আসলেই অসাধারণ লাগছে ! এই জন্য বিরিয়ানি পাই , আপনিও বিরিয়ানি আন্দোলনে আমাদের সাথে যোগ দেন ! আন্দোলন তীব্র হবে ! ;) ;) ;) ;) ;)

৩৫| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫১

আফসিন তৃষা বলেছেন: বাহ! সত্যি বলছি বিরিয়ানি মন্তব্য না দেখেই জিভে জল এসে গিয়েছে। কত্ত কত্ত কবিতা! এতগুলো পড়তে সময় লাগবে অবশ্য। শুভকামনা :)

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আফসিন ! সময় নিয়ে পড়তে থাকেন ! শুভকামনা !

৩৬| ০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

কয়েস সামী বলেছেন: গুড জব। কবিতা লিখতে পারলে আশা করি অামার নামটাও থাকতো!

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! লিখা শুরু করে দেন !

৩৭| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: পরিশ্রমি পোস্ট ! +++

সব কবিতা নিয়া কি সংকলন করেন, না বাছাই করেন?


১৩ তারিখে আমি একটা কবিতা পোস্ট করেছিলাম "হরিণশিশুরা আনমনে খেলেছে সাপেদের ছায়ার সাথে" শিরোনামে

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: দু:খিত মাসুম ভাই। দুঃখজনক ভাবে বাদ পড়ে গেছে ! যোগ করে দিয়েছি।

৩৮| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সব কবিতা তো আর দেয়া সম্ভব না! বাছাই তো করতেই হয়! আপনার কবিতা অনেক চমৎকার, সিলেক্ট ও করে নিয়েছিলাম, দুঃখ জনক ভাবে পোস্ট এ আসেনি! বুঝতে পারবেন আশা করি! শুভকামনা থাকলো!

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি প্রিয় মাসুম ভাই সীমাবদ্ধতা বুঝতে পেরেছেন !

৩৯| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩

টেস্টিং সল্ট বলেছেন: হ্যাট্রিক !:#P !:#P

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অভিনন্দন ! শুভকামনা থাকলো !

৪০| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০০

মো: আতিকুর রহমান বলেছেন: অনেক কষ্ট করেছেন... প্লাস সহ ধন্যবাদ...

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !

৪১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: মতামত দিয়ে যাই, ডেট-ওয়ারি সংকলন বেশি কাজের হবে বলে আমার ধারণা।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব ! আপনার মতামত জেনে ভালো লাগলো !

৪২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৯

অরুদ্ধ সকাল বলেছেন:
কাব্য পড়িতে নিরানন্দ হইনে কখনো
ভালো লাগে

দুর্দান্ক কার্য করিয়াছেন ভ্রাতা, বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জানাইলেও কম হয়ে যায়।
কৃতার্থ হলুম।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ভালো লাগা জেনে আমিও কৃতার্থ ! শুভকামনা !

৪৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

অনাহূত বলেছেন: এই ইনডেক্স বরাবরই আমার খুব পছন্দের।
প্রিয়তে।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অনাহূত !

৪৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৯

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার সংকলনটি সোজা প্রিয়তে................

পোষ্টে +++++++++++++++
আর স্বপ্নবাজের জন্য শুভকামনা!!!

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি ! শুভকামনা জানবেন !

৪৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমার নাম উল্লেখিত প্রত্যেকটা মন্তব্যই কয়েকবার করে পড়ছি । সবার আলোচনার মধ্যে থাকতে পারাটা বেশ আনন্দের । আমাকে এই সুযোগ টুকো করে দেবার জন্য অনেক ধন্যবাদ অভি ভাই ।

সঙ্কলন পার্ফেক্ট হইছে ।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: স্বাগতম মন্ত্রী !

৪৬| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ফোন অনেক আগেই ভেঙ্গে গিয়েছিলো । বাংলাবিলাইয়ের মডেমটাও গতকাল আমায় ছেড়ে চলে গিয়েছে । তাই টেলিটক থ্রিজি না আসার আগ পর্যন্ত আমি আর কোন ইন্টার্নেট সার্ভিস নিবো না । সো আগামী এক দুই মাস আমায় আর ব্লগে ফেসবুকে পাবেন না ।
ভালো থাকুন সবাই । :-)

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চুদুরবুদুর চলবেনা ! সিলেট গিয়ে উঠিয়ে নিয়ে আসা হবে !

৪৭| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: জুন বলেছেন: আমার কবিতা আছে সুতরাং এ সংকলন অবশ্যই ভালো হয়েছে স্বপ্নবাজ অভি। আপনাকে অভিন্দন :)


আর *কুনোব্যাঙ* বলেছেন: আমার কবিতা নাই সুতরাং এ সংকলন অবশ্যই একটি খারাপ মানহীন সংকলন। আপনাকে তীব্র ধীক্কার X(









ওহ স্যরি, সেই কোন আমলে একটা কবিতা লিখেছিলাম তারপর তো আর কবিতাই লিখিনি। সংকলনে আসবে কিভাবে :(

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই আপনি তো দার্শনিকতা নিয়ে ব্যাস্ত , কাব্য চর্চার সময় কই ?
সংকলন আন্তর্জাতিক মানের এবং নিরপেক্ষ !

৪৮| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৯

বটবৃক্ষ~ বলেছেন: জুন বলেছেন: আমার কবিতা আছে সুতরাং এ সংকলন অবশ্যই ভালো হয়েছে স্বপ্নবাজ অভি। আপনাকে অভিন্দন :)
লেখক বলেছেন:
সংকলন আন্তর্জাতিক মানের এবং নিরপেক্ষ !

হাহাহা!! B-) B-) ;) ;) =p~ =p~ =p~ =p~

ইয়েএএএএ আমি ফাষ্টু হইসিঈঈঈঈঈঈ!!! ভাগ্গিস কবিতা তা ১তারিখ লিখসিলাম!!

আমার নামে ২টা কবিতা আসছে দেখা যাচ্ছে !! "মেয়ে, তুমি পারবে না !" ;);) ;) :P

নতুন ফরমেট পছন্দ হইসে....++++

ভাবতেসি আপনাদের সবগুলা সংকলন নিয়া একটা সংকলন কইরা আমি চিফ সংকলক হইয়া যাবো কিনা!! =p~ =p~

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন:
B:-) B:-) B:-) B:-) B:-) B:-)
তাইতো ওয়েটান অপু তানভীরের টা বাদ দিয়ে দেই ! একই ব্যাক্তি সংক্রান্ত দুটা পোষ্ট তো আর থাকতে পারেনা ! ;) ;) ;)

৪৯| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৮

ডট কম ০০৯ বলেছেন: ভাই আপনারে লাল সালাম।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: কেন রে ভাই , আমি কি মাত্র যুদ্ধ জয় করে ফিরে আসলাম নাকি ? ;) ;) ;) ;)
শুভকামনা ডট কম ০০৯ !

৫০| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

পিনিকবাজ বলেছেন: বেশ ভালো কাজ ।

তয় আমারও একটা কোবতে ছিলো সেটা মনে হয় আপনার নজর এড়িয়ে গেছে। আর সেটা মনে হয় ঠিক কবিতা হয়ে উঠেনি তাই। :P

Click This Link

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পিনিকবাজ !

খুব ভালো কবিতা ছিল ! বুঝেন তো মানুষ , নজর এড়াতেই পারে ! লিখতে থাকুন ! আপনাকে অনুসরণে নিলাম যাতে পরের বার আর মিস না হয় !

৫১| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

বৃতি বলেছেন: ব্যক্তিগত পছন্দের ক্রম অনুসারে সাজানোর থেকে প্রতিদিনের হিসেব করে পোষ্ট সাজানোটাই ভালো লাগছে- এতে পক্ষপাতিত্ব থাকে না । পোস্টে অনেকগুলো প্লাস ।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বৃতি! শুভকামনা সব সময়ের! আর ঈদ মোবারক ! এটাই সম্ভবত আমার ঈদ পোষ্ট ! এখানেই চলুক ঈদের শুভেচ্ছা !

৫২| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সংকলনের এই সিস্টেমটা অনেক বেশি ভালো ও কার্যকর। এতে এলো মেলো ভাবে না খুঁজে তারিখ অনুযায়ী খুঁজে বের করা যায়। পরিশ্রমও কিছুটা কমে।

তাও এই ধরনের পোষ্ট দিতে যে প্রকার স্বেচ্ছাশ্রম তোমরা নিজেরা করে যাচ্ছ, সেটা অতুলনীয়। গুড পোষ্ট!।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কা_ভা ভাই !
আপনার মন্তব্য পাঠ পরবর্তী আমার প্রতিক্রিয়া" ঠোঁটের কোণে কেমন জানি একটা হাসির রেখা ফুটে উঠেছে ! সম্ভবত মুছকি হাসি বলে এটাকে ! ;) ;) ;) ;) ;) ;) "
ঈদ মোবারক কা_ভা ভাই !

৫৩| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৫

তারছেড়া লিমন বলেছেন: ঈদ মোবারক !
আজ বাড়ি যাচ্ছি তাই কয় দিন দেখা হবে না........... তাই সবার মঙ্গলকামনা করে বিদায় নিচ্ছি।
ঈদ মোবারক !
ঈদ মোবারক !
ঈদ মোবারক !
ঈদ মোবারক !
ঈদ মোবারক !
ঈদ মোবারক !
ঈদ মোবারক !

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ মোবারক লিমন ভাই ! আসেন কুলাকুলিটা সাইরা ফেলাই !

৫৪| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বেশ পরিশ্রম করেছেন অভি! কিন্তু কবিতা লেখতে পারি না তবে কবিতা খাদক হিসেবে পোস্ট খানা প্রিয়তে রাখলাম! :)

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশী করে খাবেন ! অনেক কবিতা আছে !
শুভকামনা অনেক অনেক !

৫৫| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯

লেখোয়াড় বলেছেন:
অসাম। আপনাদের পাশে নিজেকে কল্পনা করে খুবই লজ্জা পাই।
এত সুন্দর কাজ! প্রিয়তে না রাখলে কি হয়।

অনেক ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক শুভকামনা জানবেন লেখোয়াড়।

৫৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:২২

আমি সাজিদ বলেছেন: অসম্ভব সুন্দর কাজ ভাই।

একদম তারিখ সহ পোস্ট করা কবিতাগুলো সংকলন করেছেন।


প্রিয়তে না নিয়ে পারা যায় না।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা সাজিদ ! ঈদের শুভেচ্ছা জানবেন !

৫৭| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

অদৃশ্য বলেছেন:





প্রিয় অভি

আবারো সুন্দর কাজ... অনেকেই অনুপ্রানিত হচ্ছে...

কান্ডারী ভাই, আরমান ভাই, আমিনুর ভাই, মাননীয় মন্ত্রী মহোদয় ও আপনার জন্য রইলো শভেচ্ছা ও শুভকামনা...


ঈদের শুভেচ্ছা রইলো...


১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা থাকলো প্রিয় অদৃশ্য।

৫৮| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৩

আরুশা বলেছেন: দারুন সঙ্গকলন পড়তে হবে আস্তে আস্তে। প্লাস রইলো +++++্

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা আরুশা! কবিতা পাঠ আনন্দময় হোক!

৫৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: বস পোস্ট প্রিয়তে নিলাম । নিঃসন্দেহে উপকারী পোস্ট । ++

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্লগে স্বাগতম দু:সপ্ন! ঈদের শুভেচ্ছা থাকলো!

৬০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: ভালো সংকলন। খুব পরিশ্রমের কাজ।

অভিনন্দন।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি!। ঈদের শুভেচ্ছা থাকলো!

৬১| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৪

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো সংকোলন।

ঈদের শুভেচ্ছা।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আর ঈদের শুভেচ্ছা রইলো টুম্পা মনি!

৬২| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

রোমেন রুমি বলেছেন: আমি তো খুশিতে প্রায় আত্মহারা ;
এই সংকলনে দেখি আমিও আছি ।

শুভেচ্ছা ।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: পার্টি দেন রুমি!
ঈদের শুভেচ্ছা থাকলো!

৬৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৭

রোমেন রুমি বলেছেন: পার্টি :) :)

বিলক্ষণ ।

কুমিল্লা আসলে বলবেন ।
মুজাহিদের দোকানে দাঁড়িয়ে চা পার্টি ।

ভাল থাকুন ।
ঈদের শুভেচ্ছা ।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: কুমিল্লাই তো ছিলাম রে ভাই ! কিন্তু লগইন সমস্যা আমারে মিসাইয়া দিলো !
সমস্যা নাই আবার আসছি ৪ মাস পর !

৬৪| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঈদ মোবারক ব্রো :)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ মোবারক আপু !

৬৫| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৯

বাংলাদেশী দালাল বলেছেন: ঈদ মোবারক অভি ভাই। এবারের আয়োজনটা গোছানো লাগছে।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই ! দোয়া রাখবেন !

৬৬| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: প্রিয়তে রেখে দিলাম।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ !

৬৭| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: অসংখ্য ধন্যবাদ.এভাবেই পথচলা চলুক

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সাথেই থাকুন !

৬৮| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সংকলনের মতো সংকলন হয়েছে ভাই! প্রিয়তে রাখলাম।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পথিক ভাই !

৬৯| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯

একজন আরমানের আত্মা বলেছেন:
এ মাসের সংকলনের কাজ চলছে তো ভাইয়া? ভেবেছি আমিও একটা কবিতা লিখব। যদিও আপনাদের মতো এতো সুন্দর করে লিখতে পারিনা। :(

মরে আত্মা হয়ে গেছি তো, তাই এখন শুধু বসে বসে পেত্নীদের সাথে টাঙ্কি মারি। :P ;)

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: দুরন্ত গতিতে এগিয়ে চলছে !
কমেন্ট ফ্লাডিং এর জন্য আত্নার আইপি সহ ভ্যান দাবি করছি B-) B-) B-) B-) ;) ;) ;) ;) :P :P :P

৭০| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৭

অনির্বাণ প্রহর বলেছেন: এত এত কবিতা, আমি তো ডুবে যাব। :)
অভি ভাই, লাইফ জ্যাকেট নিয়ে রেডি হন, টেনে তোলার দায়িত্ব আপনার।

প্রিয়তে নিয়ে রাখলাম সময় করে ঝাঁপ দিব।
অনেক ধন্যবাদ এত কষ্ট করে সংকলন তৈরী করার জন্য।
আপনার ভাল থাকা মাস্ট নইলে কেমনে কি!

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সিডাই ! দোয়া করেন যাতে সামনের মাসের টা সময় মত ডেলিভারী দিবার পারি ! আমার পোষ্ট ও পইড়েন আর কি :) :)

৭১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

অনির্বাণ প্রহর বলেছেন: হাহাহা, একবার যখন আইয়া পরসি মিস হইবোনা ব্রাদার। :)

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিকাছে ! আমার পোষ্ট আপনার আগমনের অপেক্ষায় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.