নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণের রাতে আমি - তুই - তুমি - আমি!

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

কোথায় যেন খেলা হচ্ছে জল - বিভ্রমের! মেঘদলের নিরাশার ক্লান্তি ধেয়ে আসছে ধরনীতে।

মুমূর্ষু আত্নবিশ্বাস আর একঝাঁক স্বপ্নের দল তখনো নির্লিপ্ততায় মগ্ন! চোখের সমস্ত নিদ্রা তুলে রেখে এলাম আমার ডায়েরীর নীল পাতায়!

এখানে মধ্যরাত্রির ক্লান্তিকালিন বিষাদেরা ভিজে চলেছে অবিরাম বর্ষনে, শ্রাবণের রাতগুলোতে অভিমানগুলো নূপুরের ছন্দের মত মাথায় বাজতে থাকে।



তারপর যখন শ্রাবণের কান্না থেমে এলো তুই সংক্রান্ত ভাবনার দল এসে অন্ধ উৎপাত শুরু করলো ! এইতো খানিক আগেই ডুবে ছিলাম রিনিঝিনি ছন্দে, মাঝরাতের ক্লান্তির সাথী ডায়েরীর পাতাগুলো!

পাতা উল্টে দেখতে পেলাম





এমনি এক বৃষ্টিরাতে তুই, আমি, জীবনানন্দের কবিতার কটা লাইন আর কোন বৃষ্টিমগ্ন ল্যাম্পপোস্ট! সেখানটায় নীল বাতি ছিল! জোছনার নীলের পূর্ণতা এনে দিতে রসিক মেয়র হ্যালোজেনে নীল ভরে দিয়েছিল!

এই হঠাৎ বৃষ্টি তোকে আরো বেশী, বড্ড বেশী মায়াবী করে ফেলেছে! ভাবছিলাম তোকে নিয়ে একটা কবিতা লিখবো, শব্দগুলো কিনে নিয়ে আসবো পদ্মপাতার ভাজ থেকে। তোর প্রেমে পড়ার ভয়ে তোর কাছ থেকে যে পালিয়ে বেড়াই সেটাকি কখনোই বুঝিস না। এই সন্ধ্যা রাতে আমি বোধহয় তোর প্রেমে পড়তে যাচ্ছি!

এই যে খানিক আগে কফি হাউসে গরম কফিতে জিভ পুড়ালাম আর তুই হেসে হেসে আমাকে মেরে ফেলতে নিয়েছিলি, বুঝিস নি প্রেমে পড়ছি!

জল খেলায় মেতে উঠা এই শ্রাবণের রাতেই আমি তোকে বলে দিবো - সরি দোস্ত আমি তোকে ভালোবেসে ফেলেছি! বৃষ্টি থামার আগেই, এ পথে কোন যানবাহন আসার আগেই তোকে বলে দিবো!

বৃষ্টি রাতে নীলাভ আলোতে তোকে পরীর মত লাগছিল, তোর চিবুক গড়িয়ে পড়া জল ফোটা আমি ধরে ফেললাম, কাজলরেখা গুলো লজ্জাবতী হয়ে তোর চোখদুটো ভয়ানক সুন্দর হয়ে উঠতে লাগলো!

তারপর তুই তাকালি আর আমার হাত টা ধরে বলেই ফেললি :

পালিয়ে বেড়াস কেন, আমার থেকে?

তোর প্রেমে পড়ে যাবো বলে!

পেরেছিস পালিয়ে থাকতে?

পারছিনা তো।

তুই কি আমাকে বুঝিস?

হয়তো, তাই তো তোকে নিয়ে কবিতা লিখার জন্য শব্দ খুজেঁ বেড়াই, কিন্তু কেন জানি মনে হয় হয়তো অধিকার এসে শূন্যতা দিয়ে যাবে শেষে আবার মনে হয় খুব আপন করে পেতে চাইলে যদি হারিয়ে বসি, একেবারেই!!

হারাতে হবে কেন?

জানিনা, এখন চোখ সরাবিনা, ঠিক তাকিয়ে থাকবি আমার চোখে একদম বৃষ্টি থেমে যাবার আগ মুহূর্ত অব্দি!

কি হবে তাতে?

আমি হয়তো তোকে একটা কবিতা শুনাতে পারবো। কবিতায় বলে দিবো তোর প্রেমে পড়ার গল্পকথা কিংবা তোকে ভালোবেসে ফেলার গল্প।

আর?

আর, তোর আর আমার পাজড়ের হাড়ের অন্তমিলের গান। তোর চোখের গড়িয়ে পড়া কাজলে আমি যে আমায় দেখতে পাই সে গল্প থাকবে কবিতায়!

তা এই কবিতা কতক্ষণ চলবে?

যতক্ষণ না বৃষ্টি থামবে!

জ্বি বৃষ্টি থেমে গেছে, এখন চলুন!

আমার কি তাহলে আর কবিতা শুনানো হবেনা?

হ্যাঁ, শুনাবি প্রতিরাতে, মরার আগ পর্যন্ত!

...... তারপর আমার হাত ধরে তোর হাটতে থাকা।





তারপর ডায়েরীর পাতাগুলো শূন্য! আর এই রাতের বৃষ্টিভেজা বিষণ্নতা কিংবা নূপুরের ছন্দের মত বাজতে থাকা অভিমানের সাতকাহন আর লিখে দিতে ইচ্ছে করছেনা। কেন জানি মনে হচ্ছে অভিমানের মৃত্যু হবে, আমার আবার তোকে কবিতা শুনাতে হবে কখনো জোছনায় ভিজে, কখনো কাকভেজা হয়ে চোখে চোখ রেখে! তোর প্রেমে পড়ার কবিতা!



আবারো লিখতে বসবো, যেদিন আবার তোর চোখে চোখ রেখে কবিতা শুনাবো ! স্বপ্নে অথবা সত্যি সত্যি কোন নদীতীরে, জোছনা রাতে!



তাই আজ আর লিখবোনা। অভিমানের মৃত্যু হোক বা না হোক, ভালোলাগা আর প্রেমাচ্ছন্নতায় শেষ হোক এই কবিতা কিংবা গল্প!

মন্তব্য ৮৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

কিছু কিছু সময় শুধু ডায়েরীর পাতাই নয় জীবন পাতাও শূন্য থাকে। তখন সেখানে বৃষ্টি এলে জীবন নতুন ছন্দ পায়।

তোমার লেখায় সব সময়ের মতই প্লাস রইল।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ গুরু !

২| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আসাধারণ রুমান্টিক কবিতায় ১ম ভাল লাগা। আপনার অভিব্যক্তি চরম হইছে।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !

৩| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

শুকনোপাতা০০৭ বলেছেন: অসাধারন...অসাধারন... অসাধারন :)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ...ধন্যবাদ ...ধন্যবাদ ! শুভকামনা সবসময়ের

৪| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আরজু পনি বলেছেন:

আজকে দারুণ দারুণ লেখা পড়ে আমার পাগল হবার দশা !

অনুসারিত ব্লগ দেখার সুফল পাচ্ছি B-)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! শুভকামনা সব সময়ের !

৫| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তারপর যখন শ্রাবণের কান্না থেমে এলো তুই সংক্রান্ত ভাবনার দল এসে অন্ধ উত্পাত শুরু করলো ! এইতো খানিক আগেই ডুবে ছিলাম রিনিঝিনি ছন্দে, মাঝরাতের ক্লান্তির সাথী ডায়েরীর পাতাগুলো!
পাতা উল্টে দেখতে পেলাম

+++++

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্টে আসার জন্য অনেক ধন্যবাদ আপু ! শুভকামনা জানবেন !

৬| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখায় ডুবে গিয়েছিলাম অভি ভাই। অসাধারণ।

***
তোর প্রেমে পড়ার ভয়ে তোর কাছ থেকে যে পালিয়ে বেড়াই সেটাকি কখনোই বুঝিস না। এই সন্ধ্যা রাতে আমি বোধহয় তোর প্রেমে পড়তে যাচ্ছি! এই কথাগুলো খুব ভালো লাগলো। তবে, ‘তুই কি আমাকে বুঝিস?’ কথাটা বড্ড গতানুগতিক হয়ে গেলো।

তারপর ডায়েরীর পাতাগুলো শূন্য! আর এই রাতের বৃষ্টিভেজা বিষণ্নতা কিংবা নূপুরের ছন্দের মত বাজতে থাকা অভিমানের সাতকাহন আর লিখে দিতে ইচ্ছে করছেনা। কেন জানি মনে হচ্ছে অভিমানের মৃত্যু হবে, আমার আবার তোকে কবিতা শুনাতে হবে কখনো জোছনায় ভিজে, কখনো কাকভেজা হয়ে চোখে চোখ রেখে! তোর প্রেমে পড়ার কবিতা! এই প্যারা ভালো লেগেছে।

আমি হলে মেঘদলের নিরাশার ক্লান্তি -এর বদলে লিখতাম মেঘদলের ক্লান্তি , এবং আমার ডায়েরীর নীল পাতায়-এর বদলে লিখতাম আমার ডায়েরীর পাতায়!

বিষণ্ন= ণ + ন = ণ্ন বিষণ্ন বানান এভাবেই সঠিক। কিন্তু সাধারণ বাংলা অক্ষরে ণ + ন = ণ্ণ-এর মতো দেখায় (প্রায়)। এজন্য আমি ইউনিকোড সমস্যার জন্য কিছু কিছু শব্দ নিজের মতো করে লিখি, যা সাধারণ বাংলার মতো দেখায়। অর্থা আমি ‘বিষণ্ণ’ লিখি (ণ + ণ)।

ভালো লাগলো আভি ভাই। শুভেচ্ছা।


১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার সুক্ষ্ম মন্তব্যের জন্য ধন্যবাদ! ডায়েরীর পাতাই লিখেছিলাম, পরে মনে হলো এই ব্লগ টাই তো আমার ডায়েরী! তাই পরে এভাবে লিখেছি!

৭| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: শুভকামনা রইলো অভি।
ঈদ মোবারক

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু ! ঈদ মোবারক !

৮| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৬

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লিখেছেন।

শুভকামনা।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি ! শুভকামনা।

৯| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৫

বাংলার হাসান বলেছেন: আবারো লিখতে বসবো, যেদিন আবার তোর চোখে চোখ রেখে কবিতা শুনাবো ! স্বপ্নে অথবা সত্যি সত্যি কোন নদীতীরে, জোছনা রাতে! বাহ খুব সুন্দর

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !

১০| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৩

একজন আরমান বলেছেন:
ডায়েরির কথাগুলো চমৎকার।
আর শেষের দু লাইনও।

তাই আজ আর লিখবোনা। অভিমানের মৃত্যু হোক বা না হোক, ভালোলাগা আর প্রেমাচ্ছন্নতায় শেষ হোক এই কবিতা কিংবা গল্প!

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আরমান ভাই !

১১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৪

বাংলার হোসেন বলেছেন: খুব ভাল লাগল।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বাংলার হোসেন ! আমার ব্লগে স্বাগতম !

১২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭

মামুন রশিদ বলেছেন: অভিমানের মৃত্যু হোক বা না হোক, ভালোলাগা আর প্রেমাচ্ছন্নতায় শেষ হোক এই কবিতা কিংবা গল্প!


ভালোলাগা আর প্রেমাচ্ছন্নতা ঘোর কখনোই যেন না কাটে ।

অসাধারণ মুক্তগদ্যে মুগ্ধপাঠ ।

+++

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ! শুভকামনা।

১৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন....দারুন ....দারুন।


++++++++++

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বর্ষণ ! শুভকামনা।

১৪| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার হৈসে অভি ||

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই ! শুভকামনা !

১৫| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৯

ডাঃ নাসির বলেছেন: শব্দ চয়ন খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ডাঃ নাসির ! শুভকামনা।

১৬| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

রেজোওয়ানা বলেছেন: খুব ভাল লাগলো পড়তে.......

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু ! শুভকামনা !

১৭| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:০০

নাজিম-উদ-দৌলা বলেছেন:
মুগ্ধ হয়েছি অভি ভাই। চমৎকার হয়েছে। +++++++

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম ভাই ! শুভকামনা রইলো !

১৮| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫২

ভিয়েনাস বলেছেন: তাই আজ আর লিখবোনা। অভিমানের মৃত্যু হোক বা না হোক, ভালোলাগা আর প্রেমাচ্ছন্নতায় শেষ হোক এই কবিতা কিংবা গল্প! ঘোর লাগা একটা চমৎকার লেখা ।

৮ম ভালো লাগা ব্রো :)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ কবি ! শুভকামনা জানবেন !

১৯| ১৩ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: বস গল্প তো সিরাম হইছে । অহেতুক অটো লগ আউট হয়ে যাচ্ছিলাম । তাই মন্তব্য করতে একটু দেরি হয়ে গেল ।

আছেন কেমন ?

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপার না ভ্রাতা !
গল্প না কবিতা আমি ঠিক জানিনা ! তবে এই জিনিস টা সম্ভবত গল্পের ব্যাকরণ মানেনাই !
শুভকামনা অনেক অনেক !
ঠিক এই মুহুর্তে ভালো আছি !

২০| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “...কবিতা কিংবা গল্প...”

ডায়েরি থেকে উদ্ধৃত ভাবনায় তৈরি লেখাটিকে কবিতা অথবা গল্প দুইই বলা যায়। তবে কাব্যিকতাই বেশি পাওয়া গেলো। আর পাওয়া গেলো চিরায়ত অনুভুতির সুগভীর অভিব্যক্তি। সুন্দর!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য !
শুভকামনা সবসময়ের !

২১| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২০

ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক সুন্দর হইছে ভাইয়া............ :) :) :)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইচ্ছের ঘুড়ি ! একদিন উড়তে উড়তে আমার বিকেলের ছাদে এসে পড়ার দাওয়াত থাকলো !

২২| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫২

লাবনী আক্তার বলেছেন: খুব ভালো লাগল কবিতা। শব্দচয়ন খুব ভালো হয়েছে।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! শুভকামনা রইলো !

২৩| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। অসাধারন একটা লেখা! অনেক ভালো লাগল!!!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ কা_ভা ভাই ! শুভকামনা রইলো আপনার চোখের আগুনের জন্য ! ;) ;) ;)

২৪| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি,

জেনে রাখুন, প্রেমে পড়ার কোন্ও কবিতা হয়না । সে কবিতা হয় চোখে চোখে । হ্যালোজেনের নীলাভ আলোয়.. কাক ভেজা হয়ে । সেখানে শব্দেরা নিঃশ্চুপ । নিঃশব্দই সেখানে শব্দের সুরে কথা কয় । ঝর্নার মতো তিরতির করে না বলা কথারা সেখানে নদী হয়ে বয় । তারপরে অনন্ত সাগর .....

তাই তাকে কবিতা শোনাবেন না । নৈঃশব্দের গান শোনাবেন ।

লিখেছেন , "পরিপূর্ণ মোবাইল ব্লগিং এর মজা নিতে চেয়েছিলাম! পোষ্ট লিখা, ছবি দেয়া সবই হলো...." কিন্তু "যে গান তোমায় আমি শোনাতে চেয়েছি বারেবার...."সেটা আর তাকে শোনানো হলোনা , এইতো ?
শুনবে ..শুনবে, যদি গানের মতো গান হয় ।

( সুর মেলাতে পেরেছি আপনার সুরে ?)

ভালো থাকুন অভি । এমোনই থাকুন ।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ! আপনার মন্তব্য সবসময় মূল্যবান কিছু !
জেনে রাখুন, প্রেমে পড়ার কোন্ও কবিতা হয়না । সে কবিতা হয় চোখে চোখে । হ্যালোজেনের নীলাভ আলোয়.. কাক ভেজা হয়ে । সেখানে শব্দেরা নিঃশ্চুপ ।
তাও কিন্তু লিখে ফেললেন কতগুলো শব্দ ! আপনার কথা অস্বীকার করার ক্ষমতা আমার নেই ! এই ব্যাপার টাই এমন মাঝে মাঝে অনুভূতি গুলো ও নিশ্চুপ হয়ে যায় ! তখন নৈঃশব্দের গান অনুভূতিগুলো বহন করে ! মাঝে মাঝে হয়তো কবিতা ও চেষ্টা করে , সেই অনুভূতিগুলো ফুটিয়ে তুলতে , গানের মত করে লাইনের পর লাইনে ছন্দে ছন্দে নৈঃশব্দের কথামালা শুনাতে !
পেরেছেন সুর মেলাতে , খুব করে !
শুভকামনা সবসময়ের !

২৫| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭

সমুদ্র কন্যা বলেছেন: চমৎকার!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ !

২৬| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২০

নেক্সাস বলেছেন: তাই আজ আর লিখবোনা। অভিমানের মৃত্যু হোক বা না হোক, ভালোলাগা আর প্রেমাচ্ছন্নতায় শেষ হোক এই কবিতা কিংবা গল্প



দারুন ++++

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে আবার ব্লগে আসতে দেখে সত্যি অনেক ভালো লাগছে ! খুব দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনা করছি প্রিয় নেক্সাস ভাই !

২৭| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০

বটবৃক্ষ~ বলেছেন: আমি হয়তো তোকে একটা কবিতা শুনাতে পারবো। কবিতায় বলে দিবো তোর প্রেমে পড়ার গল্পকথা কিংবা তোকে ভালোবেসে ফেলার গল্প।
আর?
আর, তোর আর আমার পাজড়ের হাড়ের অন্তমিলের গান। তোর চোখের গড়িয়ে পড়া কাজলে আমি যে আমায় দেখতে পাই সে গল্প থাকবে কবিতায়!


লাইন গুলো চুরি করবো একদিন হুম!কইয়া রাখলাম!! :#)

ওহ!!কাআআম অঅঅনন বালিকা!!! এইবার তো প্রেমে পরো!! /:) /:) /:) X((

শ্রাবণের কত তারিখে লিখলেন এটা উল্লেখ করে দিয়েন! শ্রাবন তবে শেষ নাহোক !আমরা আরো শ্রাবনমুখর কাব্য উপভোগ করি! :):)
১৩ তমটা আমার!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: চুরি করলে মামলা করুম , সিম্পল !
বালিকা বৃক্ষের কথা শুনো ! না হয় বৃক্ষ অভিশাপ দিবে (বালিকা যেন আপনার কথা শুনতে পায় )
সম্ভবত ২৫ শে শ্রাবণ ! এই শ্রাবণ মাস টা আসলেই কি যেন ! ২২ শে শ্রাবণ কবিগুরুর মৃত্যু দিনে কিছু একটা লিখতে চেয়েছিলাম , হয় নাই !
অনেক ধন্যবাদ আপি !

২৮| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

বটবৃক্ষ~ বলেছেন: শ্রাবণের রাতগুলোতে অভিমানগুলো নূপুরের ছন্দের মত মাথায় ভাজতে থাকে। /বাজতে থাকে হবে কি??
আর ,
হ্যাঁ, শুনাবি প্রতিরাতে, মরার আগ পর্যন্ত!
...... তারপর আমার হাত ধরে তোর হাটতে থাকা।

এখানে "মরা" কথাটা ভাল্লাগেনি আমার কাছে!! আপনার তো শব্দ ভান্ডার অসীম!!
একটু অনধিকার চর্চা করলাম!! মাইন্ড করলে খুশি হব! :-P :-B B-) B-)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে ! টাইপোটা আগেই খেয়াল করেছি, ভাবছিলাম এক্কেবারে পিসিতে বসে ঠিক করে নিবো। নজরে আসার পর থেকেই কেমন জানি লাগছিল, ঠিক করে নিয়েছি!
আর আমার শব্দরা ইদানিং পালিয়ে বেড়ায়, ওরা ডানা লাগিয়েছে!
ওই কথোপকথনে একটা চরিত্র অতি সাধামাটা রাখতে চেয়েছিলাম তাই তার কথাগুলো গতানুগতিক রেখেছি, সোনাবীজ ভাই ও একটা লাইনের কথা বলেছিলেন একই চরিত্রের!

২৯| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো লেখাটা।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই ! শুভকামনা সবসময়ের !

৩০| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসাধারণ!!! +++++++++++++++++++++++++++++++++++++++

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ পথিক ভাই !

৩১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

শায়মা বলেছেন: ভাইয়া তোমার কবিতাগুলো পড়ে মনে হয় তোমার সাথে অপর্ণাআপু বা শাহেদভাইয়া অথবা সোনাবীজভাইয়াদের যৌথ কবিতা লিখতে দেখলে সবচাই্তে মজা হবে।


১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: কি যে বলেন না আপু !
অনেক শুভকামনা রইলো আপু , সাথেই থাকুন !

৩২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

শায়মা বলেছেন: মানে কবিতা কবিতা লেখাগুলো*

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !

৩৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কাব্যময় গদ্য নাকি কবিতা? পড়ে বৃষ্টির প্রতি মুগ্ধতা...

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় জুলিয়ান সিদ্দিকী !
কাব্যময় গদ্য কিংবা কবিতা যাই হোক না কেন আপনার মুগ্ধতা বড় প্রাপ্তি!

৩৪| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

অলওয়েজ ড্রিম বলেছেন: ভালই লিখে যাচ্ছেন। ঈদ কেমন কাটল? তাহলে ১৪ তারিখে আসছেন? কথা হবে।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! ঈদ মন্দ কাটেনি !
ঢাকায় থিতু হতে ১৬ তারিখ তো লাগবেই !
অবশ্যই কোন একদিন !

৩৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখায় +++

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই ! শুভকামনা অনেক অনেক !

৩৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৬

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন ++++++++

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ! প্লাস বুঝে নিলাম ! শুভকামনা অনেক অনেক !

৩৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৪

আমিনুর রহমান বলেছেন:




অনন্য অভি ! মুগ্ধতায় ছুয়ে গেলো। মুক্তগদ্যে হারিয়ে গিয়েছিলাম। সত্যি বলতে অসম্ভব ভালো লেগেছে ! মুগ্ধ, মুগ্ধ এবং মুগ্ধ !!!

১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এমন মন্তব্যের জবাব লিখতে গিয়ে বিব্রত হতে হয় ! শুধু ধন্যবাদ বলতে পারি শ্রদ্ধেয় আমিন ভাই !

৩৮| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫

বোকামন বলেছেন:





অতীব সুন্দর !
আবারো লিখতে বসবো, যেদিন আবার তোর চোখে চোখ রেখে কবিতা শুনাবো

আপনি হয়তো লিখতে বসলেই তুই - তুমি - আমি একাকার হয়ে যায়। দারুণ !! [অনেকগুলো লাইন একসাথে বোল্ড করা হলে পাঠকের পড়তে সমস্যা হতে পারে, তাই ইটালিক করাই উত্তম।]

ব্যস্ততা আমাকে দেয় না অবসর... অনলাইনে না পেলেও থাকবো আপনার লেখনীর নীরব পাঠক হয়ে।।

ভালো থাকুন সবসময় :-)
“+”

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় বোকামন !
আপনার পরামর্শ ভালো লেগেছে , আসলেই অনেক গুলা লাইন ইটালিকে দেয়াই ভালো !
আপনার উপস্থিতি সব সময় প্রেরণা দেয় ! শুভকামনা একরাশ !

৩৯| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৭

বটবৃক্ষ~ বলেছেন: হায়হায়!! অভিশাপ!! :-/ :-/
হাহা!!তার দরকার হবেনা, বালিকা নিশ্চই শুনবে ভাইয়া!!
:) :)


আগস্টের কবিতা সংকলনের দ্বায়িত্ব প্লিজ আপনি নিয়েননা!! /:) /:)
এই কবিতা না পাইলে খবর আছে কয়া দিলাম!!
X(( X((


১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :( :( :( :( :( :( :(
একজন আরমানই পারে সংকলনের দায়িত্ব আবার নিয়ে আমাকে বাঁচাতে!
আর বালিকার ব্যাপারে আপনার কথায় লাইক ! কমেন্টের ঐ অংশে ঝাঁঝালো প্লাস ! ;) ;) ;)

৪০| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
মুগ্ধ হলাম।।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই ! শুভকামনা থাকলো !

৪১| ১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৮

শ্যামল জাহির বলেছেন: তিন সত্যি! অনেক ভাল লাগছে আমার।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিকাছে বিশ্বাস হইছে ! ;) ;)
ধন্যবাদ শ্যামল জাহির !

৪২| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮

অদৃশ্য বলেছেন:





ভাই অভি

লিখাটি চমৎকার হয়েছে... খুবই ভালো লেগেছে আমার...



শুভকামনা...

১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য ! আপনার উপস্থিতি প্রেরণা দেয় ! শুভকামনা জানবেন !

৪৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

অদ্বিতীয়া আমি বলেছেন: শিরোনামটাই তো অনেক সুন্দর , শ্রাবণের রাতে আমি - তুই - তুমি - আমি !

ভাল লেগেছে খুব ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ অদ্বিতীয়া !
শুভকামনা সব সময়ের !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.