নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

আজিব ধরনের কয়েকটি মানসিক রোগ – ২য় পর্ব !

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৪

১: Alice in Wonderland syndrome



আশ্চর্য ধরনের এবং ভয়াবহ একটি নিউরোলজিকাল মানসিক রোগ ! এই রোগের নামকরণ করা হয়েছে ঔপন্যাসিক লুইস ক্যারোলের উপন্যাস এর নামে । মেডিকেল সাইন্সে এই রোগের নাম হচ্ছে Todd's syndrome অথবা lilliputian hallucinations। এটি মস্তিস্ককে এমন ভাবে আক্রান্ত করে যে মানুষের বোধ শক্তি আজিব ধরনের আচরণ করে ! রোগী নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অদ্ভুৎ আকৃতিতে দেখতে পায় । এমনকি তারা নিজের শরীর ছাড়াও অন্যান্য বস্তুকেও অস্বাভাবিক দেখতে পায় ! কখনো খুব ছোট আবার কখনো খুব বড় !



রোগটির সূচনা তীব্র মাইগ্রেনের ব্যাথা , ব্রেইন টিউমার থেকে হয়ে থাকে ।বেশীর ভাগ ক্ষেত্রে রোগটি কিশোর-কিশোরীদের ক্ষেত্রে দেখা যায় , বড়দের ও হতে পারে । সাধারণত রাতের বেলা ভুক্তভোগীকে ঘিরে ধরে । নিজের অঙ্গ এবং চারপাশের বস্তু ছাড়াও ভুক্তভোগী সময় , স্পর্শানুভূতি , এমনকি শ্রবণশক্তি নিয়েও বিভ্রান্ত হয়ে থাকে !

রোগটির মূলে থাকে Epstein-Barr virus নামক ভাইরাস !

রোগী ভয়াবহ ভাবে মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে । নিজেকে সেখানে বসালে তার মানসিক অবস্থার কথা কিছুটা আঁচ করা যায় !

ভয়ানক ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত এই রোগটির এখনো কোন পরিপূর্ণ চিকিৎসা নেই !!!





২: Capgras Delusion



আপনি কি কখনো এমন কোন বন্ধু কিংবা পরিচিত কারোর সম্মুখীন হয়েছেন যে কিনা খুব শক্তিশালী ভাবে বিশ্বাস করে সে তার পরিবারের খুব কাছের মানুষদের চেহারার প্রতিবিম্ব দেখতে পায় ! সহজ ভাবে বললে ব্যাপারটা হচ্ছে সে তার পরিবারের মানুষদের দু তিন টি চেহারা দেখতে পায় কখনো একইরকম , কখনো কাছাকাছি প্রতিবিম্ব ! তাহলে নিশ্চিত থাকুন আপনি আরেকটি দুর্লভ মানসিক রোগের সাক্ষী হয়েছেন যার নাম capgras delusion !!

ডাক্তারদের মতে এই রোগটি বেশীরভাগ ক্ষেত্রে মেয়েদের হয়ে থাকে !





একটা সময় রোগের পরিব্যাপ্তি পরিচিত মানুষ ছাড়িয়ে পশু , পাখিতে গিয়ে পৌছে !

তবে রোগী তার এই অস্বাভাবিকতা বুঝতে পারে , নিশ্চিতভাবে এটি হ্যালুসিনেশন নয় বলেই গবেষকদের দাবী !

এই রোগ থেকে পরিপূর্ণ আরোগ্য লাভ সম্ভব , কখনো থেরাপির মাধ্যমে , কখনো ঔষুধের মাধ্যমে !





৩ : Bibliomania

প্রাথমিক ভাবে যখন এই রোগটি সম্পর্কে জানলাম খুব মজা পেয়েছি ! রোগটি আর কিছুই না বই সংগ্রহের নেশা ! এটি কিভাবে রোগ হতে পারে ??





যখন একজন মানুষ অর্থহীন ভাবে একের পর এক বই সংগ্রহ করতে থাকে পরিবার এবং আত্নীয় স্বজন , জাগতিক সব মোহ থেকে দূরে সরে গিয়ে ! ক্রমাগত বই সংগহ করতে থাকে প্রয়োজনীয় , অপ্রয়োজনীয় , পড়ুক বা না পড়ুক ! এমন কি একই বইয়ের একই কপি কয়েকটি সংগ্রহ ও বাদ যায় না ! ভুক্তভোগী সামাজিক ভাবে , পারিবারিক ভাবে নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন !



৪: Hybristophilia

এটি আরেকটি ভয়াবহ মানসিক রোগ যেখানে ভুক্তভোগী তীব্রভাবে আকর্ষনবোধ (যৌন কাজের) !

তবে যে কারো সাথে নয় , ভয়ানক ধরনের অপরাধীদের জন্য তারা পাগল হয়ে যান ! বুঝেন অবস্থা :)



Bonnie, one of the world's most well-known

hybristophiliacs, with Clyde.



এই রোগের চিকিৎসা অনেকটা ড্রাগ এডিক্টেড রোগীদের যেমন তেমন !





আগের পর্বের লিঙ্কঃ

আজিব ধরণের কয়েকটি মানসিক রোগ !

মন্তব্য ১২৮ টি রেটিং +২২/-০

মন্তব্য (১২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার বাবা Bibliomania তে আক্রান্ত ছিল, এখনও আছে অল্প। আমি অনেক বকা দেই :( অবশ্য জাগতিক মোহ থেকে দূরে না।

সুন্দর পোষ্ট।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে পোষ্টে পেয়ে ভালো লাগলো !
জাগতিক মোহ থেকে দূরে না থাকলে উনি রোগাক্রান্ত না , বকা দেয়া ঠিক হয় নাই !
ধন্যবাদ অনেক অনেক !

২| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪

শান্তির দেবদূত বলেছেন: কি আজিব দুনিয়া! আর কি আজিব এর মানুষগুলা!
Bibliomania - এই রোগটা মজার ! আমার এটা আছে তবে ইবুক এর ক্ষেত্রে। তাই আমার এটা মনে হয় : e-Bibliomania হবে। B-) B-)

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শান্তির দেবদূত !
আপনি কি একই বইয়ের একই ভার্সন বার বার ডাউনলোড করেন ! খুবই মজার ব্যাপার !

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৯

শান্তির দেবদূত বলেছেন: না, একই ভার্সন বারবার নামাই না, তবে সারাক্ষণ শুধু ইবুক নামাই, পড়ি আর না পড়ি কোন ইবুক দেখলেই নামিয়ে ফেলি। কিছুদিন পরপর ডিভিডী রাইট করে রাখি। তবে এত ইবুক নামিয়েছি যে কোন ইবুক অজান্তে ডুপ্লিকেট হতেই পারে। তবে পড়ার হিসাবে আনুমানিক, 0.01% বই হয়ত পড়া হয়, বাকি গুলো পড়েই থাকে।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার জন্য রাজ্যের শুভকামনা ! ভালো থাকবেন , যা নামান তা পড়ার চেষ্টা করেন , তাইলে হয়তো আর নামাবেন না !

৪| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: হুম ।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !

৫| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ ইন্টারেস্টিং!

ভাল পোস্টে প্লাস।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব !

৬| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৭

কদমা বলেছেন: হুম......।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !

৭| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৯

হাসান মাহবুব বলেছেন: প্রথম রোগটা এত ভয়াবহ কিন্তু নামটা এত সুন্দর দিসে কেন! বনি এন্ড ক্লাইড মুভিটা দেখসি। সেটাতে অবশ্য বনিকে রোগাক্রান্ত দেখায় নাই।

ভালো পোস্ট +++

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সম্ভবত ঐ বইতে এ বিষয়ক কিছু ছিল ! তাই পরে এটার নামেই নামকরণ হয়ে গেছে !
ধন্যবাদ হাসান ভাই !

৮| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:১২

রোমেন রুমি বলেছেন: আরও কিছু গুরুত্বপূর্ণ ও মজার ব্যাপার জানলাম।
ধন্যবাদ ।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রুমি ! শুভকামনা রইলো !

৯| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুম....!!!

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বর্ষণ !

১০| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:২১

ভিয়েনাস বলেছেন: কঠিন মানষিক রোগ গুলো সম্পর্কে জানা ছিল না। কম বেশি আমরা সবাই মানষিক রোগী /:)

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস ! তা মন্দ বলেন নাই !

১১| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমিও মনে হয় Bibliomania আক্রান্ত ছিলাম কিছুটা। তবে খুব বেশি বই যোগাড় করতে পারিনি। বেশ কিছু বই ছিল বেশি দাম দিয়ে কিনলেও পড়া হয়নি। মনে মনে ভাবতাম বুড়ো হলে যখন অনেক অবসর থাকবে তখন পড়ে ফেলবো। এখনো কোনো শেলফে সাজিয়ে রাখা বইয়ের প্রতি আমার মুগ্ধতা অপরিসীম।

কিন্তু সাবেক বউ হাউকাউ করতো ঘর পালটানোর সময় বইয়ের আলাদা বোঝা টানাটানি করতে হতো বলে। তাই একবার রাগ করে সবগুলো বই কেজি দরে বেচে দিয়েছিলাম ভাঙারির দোকানে।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :( :( :( :( :( :( :(

১২| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আশেপাশে কেউ Bibliomania তে আক্রান্ত হলে ভালো হইত, সে মেলা বই কিনতো আর আমি তার কাছ থেকে নিয়ে পড়তে পারতাম! :P

চমকপ্রদ পোস্ট!

ভালো লাগলো!

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই ! উপরে শ্রদ্ধেয় জুলিয়ান দা কিছু আমাদের দিয়ে দিলেও পারতো ! তাই মন খারাপ হইছে !
ধন্যবাদ ত্ত ত্ত ত্ত !! ;) ;)

১৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক কিছু জানতে পারলাম! :) প্লাস!

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ! ধন্যবাদ ! প্লাস বুঝে পেয়েছি !

১৪| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ইন্টারেস্টিং :)

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক তাই , ধন্যবাদ সেলিম ভাই !

১৫| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৪

প্রিন্স হেক্টর বলেছেন: আমার Bibliomania আছে। তবে আমি শুধু পিডিএফ নামাই B-)) B-)) B-)) B-))




চমৎকার পোষ্ট। চোখ বুঝে ৫ম +

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হেক্টর ! যত সহজে বলছো আছে , তত সহজ না ! রোগ টা থাকলে পাগলা গারদে থাকা লাগতো , ব্লগে না !
বরং তুমি বলতে পারো পিডিএফ নামানোর নেশা , যেটা কম বেশী আমাদের সবার ই আছে ! রোগে পরিণত যাতে না হয় সেজন্য নিজেকে ভালোবাসতে হবে এই আর কি !
আরেকবার ধন্যবাদ , প্লাস বুঝে নিলাম !

১৬| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৬

নিয়েল হিমু বলেছেন: alice in wonderland syndrome এটা নিয়ে একটু লেখাপড়া করতে চাই, help করতে পারবেন ? পরিচিত একজন............ অবস্য তার হ্যাপাটাইটিজ বি ধরা পরেছে,

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নিয়েল হিমু !
এই লিঙ্কে
কিছুটা ডিটেইলস পাওয়া যেতে পারে !

১৭| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনাকে ধন্যবাদ!

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও !

১৮| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৭

মামুন রশিদ বলেছেন: এই পর্বের মানসিক রোগগুলো অভিনব এবং একই সাথে ভয়াবহ । এলিস-ইন-ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম- নাম থেকেই বোঝা যায় রোগী সারাক্ষণ কল্পনার রাজ্যে ঘুরে বেড়ায় ।

ইংল্যান্ডে একবার সায়রা নামের এক বাঙ্গালী ললনা যাবতজীবন প্রাপ্ত এক দাগী আসামীর প্রেমে হাবুডুবু খায় । অনেকদিন প্রেম করার পর জেলখানায় তাদের বিয়েও হয় । মিডিয়াতে তখন খবরটা বেশ কাভার পেয়েছিল । এখন বুঝলাম মেয়েটা হাইব্রোস্টিফিলা রোগে আক্রান্ত ছিল ।

চমৎকার একটা সিরিজে রুপ নিল । আশাকরি সিরিজটা চালিয়ে নিবেন ।

ভালোলাগা +

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ মামুন ভাই !
আশা করি আরো কিছুদিন চলবে !

১৯| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

শীলা শিপা বলেছেন: Bibliomania নামের রোগটা তো আমার মাঝে প্রবল ভাবে দেখা যাচ্ছে। তবে আমি বই শুধু শুধু কিনি না পড়িও। মাঝে মাঝে আম্মু সব বই ধরে ফেলে দেয় আর আমি আবার নতুন উৎসাহে কিনতে থাকি। :)

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! চালিয়ে যান !

২০| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮

আরজু পনি বলেছেন:

অনেক মজার তো ...!

একটা সিনড্রোম দেখে মনে হচ্ছে আক্রান্ত ছিলাম, তবে জগৎ সংসার বাদ দিয়ে নয় ...

ধন্যবাদ অভি...সুন্দর পোস্টের জন্যে ।।

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু !
রোগ গুলা যতটা মজার তার চেয়ে বেশী ভয়ানক !

২১| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বিরলিওম্যানিয়া! তাহলে বই কিনলে কেউ কেউ দেউলিয়া হতে পারেন, একথা এখন বলা যায়। আমাদের দেশে কি এরকম রোগী পাওয়া যাবে?

আমি একদিন দেখেছিলাম প্রফেসর মুহাম্মদ জাফর ইকবালকে। বইমেলায়। যেভাবে আম বেছে পাল্লায় দেওয়া হয়, সেভাবে তিনি একটি স্টলে টপাটপ করে প্রায় শতাধিক বই নিমিষে বাছাই করে বিক্রেতার হাতে দিয়ে বললেন, এগুলোর দাম বলুন।

অনেক মজার কিছু তথ্য পেলাম!
ধন্যবাদ প্রিয় স্বপ্নবাজ অভি:)

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এমন রোগী আমাদের দেশে পাওয়া যাবে নাকি জানিনা ! তবে ই বুকের নেশায় আক্রান্ত কয়েকজনকে দেখা গেলো ! বইয়ের নেশা অনেক ভালো নেশা !
সেটা যখন নিয়ন্ত্রন আর অপ্রয়োজনীয় হয়ে পড়ে তখনই রোগাক্রান্ত ! বুঝেন অবস্থা ! রোগী জগতের সকল কাজ ভুলে খালি বই জোগাড় করে , বউ বাচ্চাও ভুলে যায় !
অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা জানবেন !

২২| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯

সায়েম মুন বলেছেন: প্রথম রোগটা ভয়াবহ। নামটা সুন্দর!
দেখি মানসিক রোগ সংক্রান্ত আরও কি কি পোস্ট দ্যান। আমি কোনটায় আক্রান্ত। আপাতত ব্লগম্যানিয়া হতে পারে। :!>

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিও ব্লগম্যানিয়ায় আক্রান্ত ! :( :( :( :( নামটা একটা বইয়ের !
বইয়ে সম্ভবত এই টাইপের রোগীর বর্ণনা আছে ! আমার পড়তে সাধ জেগেছে !

২৩| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

সায়েম মুন বলেছেন: Bibliomania রোগটাও থাকতে পারি। বেশ কিছু বই কিনেছি। ঐগুলা আর টাচ করা হয় না। ঘুরে ফিরে কবিতার বই বেশী পড়া হয়। #:-S

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ভিতরে রোগের উপসর্গ আছে ! ;) ;) ;)
জগতের প্রতি মায়া ধরে রাখুন , পরিবার পরিজনকে ভালোবাসুন বেশী করে ! ;) ;) ;)

২৪| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

বৃতি বলেছেন: চমৎকার পোস্ট অভি । নতুন কিছু জানতে পারলাম । ++++

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ! শুভকামনা অনেক অনেক !

২৫| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৪

শরৎ চৌধুরী বলেছেন: দূর্দান্ত একটা পোষ্ট।+।

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ শরৎ ভাই ! শুভকামনা সবসময়ের !

২৬| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: পোস্ট পইড়া মজা পাইলাম না ! মাইনাচ দিলাম।
রোগের বিবরণ এতো স্বল্প পরিসরে কেন , আরও বিস্তৃত কেন হলো না ! Hybristophilia এটার তথ্য অনেক কম দিছ, নাকি এইটুকই পাইছ ?
প্রথম রোগের নামটা খুব সুইট !

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনারে মজা না দিতে পেরে দুঃখিত ! রোগের বিবরণ আসলেই অল্প হয়েছে ! পোষ্ট দেয়ার সময় খেয়াল করেছি ! এই রিলেটেড বেশ কয়েকটা সাইটে ঘুরেছি , সব জায়গায় ঘুরে ফিরে একই তথ্য !
আর আপনি যে রোগের নাম বলছেন সেটা খুবই দুর্লভ , তাই তথ্য ও দুর্লভ!
প্রথম রোগ টা একটা উপন্যাসের নামে নামকরণ করা হয়েছে , সুইট তো হবেই ! শুভকামনা আপু !

২৭| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৩

মিত্রাক্ষর বলেছেন: আজিব রোগগুলো সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম।

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মিত্রাক্ষর !

২৮| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৯

আম্মানসুরা বলেছেন: কত অজানারে জানাইলেন আপনি!

পোস্টে প্লাস।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আম্মানসুরা ! শুভকামনা জানবেন !

২৯| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১০

ইখতামিন বলেছেন: onek valo laglo post ta

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !

৩০| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

ট্রাক বলেছেন: ধন্যবাদ

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

৩১| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বই সংগ্রহের পাগলামি প্রচণ্ড ভাবে পেয়ে বসেছিল আমাকে। এটা সেটা পড়ে পড়াশুনারও অনেক ক্ষতি করেছি এবং সেই সময়টা থেকেই নিজেকে প্রায় একা করে দেই। :(

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি ভাই রোগের অনেক কাছ থেকে ঘুরে আসছেন , ভালো রোগের !
শুভকামনা পথিক ভাই , আপনার দিকভ্রান্তির অবসান হোক !

৩২| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭

সোমহেপি বলেছেন: কিছু মানুষ তাদের যৌনাঙ্গগুলো দেখাতে পছন্দ করে এটাকে কোন রোগ বলে?

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: এ বিষয়ের কোন কিছু আমার চোখে পড়েনি !
নিচে এম ই জাভেদ একটা নাম বলেছেন ফ্লাশিং সিনড্রোম !
ধন্যবাদ আপনাকে !

৩৩| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

আশরাফুল ইসলাম লিংকন বলেছেন: +++++++++++++

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে ! প্লাস বুঝে নিলাম !

৩৪| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১১

মো: আতিকুর রহমান বলেছেন: অনেক জানলাম। ১৩তম +

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আতিকুর রহমান !

৩৫| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

সমুদ্র কন্যা বলেছেন: কি ভয়ানক সব রোগ যে আছে দুনিয়ায়! :||

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই ! অনেক ধন্যবাদ আপনাকে !

৩৬| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬

একজন আরমান বলেছেন:
আমার Bibliomania না থাকলেও এক সময় কলম জমানোর অনেক শখ ছিল !

আর শেষেরটা তো বড় অদ্ভুত রোগ !!!

সুন্দর পোস্ট অভি। :)

(এখান থেকেই শুরু করলাম) ;)

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আরমান !
শেষের টার সুবিধা ভোগ করতে হলে তোকে সাইকো কিলার হইতে হইবে ! B-) B-) B-)
(আমিও এইখান থেকে শুরু করলাম ;) ;) ;) ;) ;) ;) )

৩৭| ১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

গোর্কি বলেছেন:
-চমৎকার পোস্ট!
-অজানা অনেক তথ্যের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গোর্কি !

৩৮| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৩

টুম্পা মনি বলেছেন: জানলাম B:-) B:-) B:-) B:-) B:-)

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি ! B-) B-) B-)

৩৯| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৪

এম ই জাভেদ বলেছেন: সোমহেপি যে রোগের নাম বলেছেন - তাকে ফ্লাশিং সিনড্রোম বলা যায়। আগের পর্বের লিংক কই? ক্লেপ্টমেনিয়ার কথা কি বলেছেন ১ম পর্বে ?

২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জাভেদ !
লিঙ্ক মূল পোষ্টে যোগ করে দিয়েছি !

৪০| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

আখাউরা পূলা বলেছেন: ১ জিনিস ২ চোখে ২ টা দেখলে কি Capgras Delusion হয়? গ্রামে জানি এই রোগটারে কি বলে!

২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপারটা ঠিক তা নয় ! চেহারার উপর দু তিনটা শেডের মত পড়ে , সেটা দু চোখেই !

৪১| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার একটা পোস্ট অভি ভাইয়া । আগের পর্ব টাও পড়েছিলাম । বেশ
সুন্দর গুছিয়ে লেখা ।

আমি ছোট বেলায় যখন ক্লাস ফাইভে পড়ি তখন একটা বই পড়েছিলাম । এম ইউ আহমেদের সাইকোথেরাপি ।উনি একজন সাইকোলজিস্ট , বইতে তিনি তার রোগী দের কেস হিস্ট্রি লিখেছেন ।
কত কত যে অদ্ভুত মানুষ , কত কত যে অদ্ভুত তাদের উপসর্গ আর কি তাদের মানসিক কষ্ট !!!!
খুব অবাক হয়েছিলাম ।বাবার বইয়ের সব কঠিন কঠিন বই লুকায়ে পড়তাম । ধারণাই ছিল না যে এত অদ্ভুত রোগ মানুষের হয় ।

তবে মনে হয় শিরোনামে আজিব না লিখে আজব লিখলে ভাল হত । আজিব কথাটা কেমন জানি, চলতি কথা হিসেবে ব্যাবহার করি । শিরোনাম হিসেবে আজব শব্দ টাই মনে হয় ভাল । তেমন কোন ব্যাপার না, আমার মনে হল এই আরকি ।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ! আসলে মানুষের মস্তিস্ক যে কত ধরনের আচরণ করে !!
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ !
মন্দ বলেন নাই ! পরের পর্বে আজব লিখবো !

৪২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮

তারছেড়া লিমন বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: না, একই ভার্সন বারবার নামাই না, তবে সারাক্ষণ শুধু ইবুক নামাই, পড়ি আর না পড়ি কোন ইবুক দেখলেই নামিয়ে ফেলি। কিছুদিন পরপর ডিভিডী রাইট করে রাখি। তবে এত ইবুক নামিয়েছি যে কোন ইবুক অজান্তে ডুপ্লিকেট হতেই পারে। তবে পড়ার হিসাবে আনুমানিক, 0.01% বই হয়ত পড়া হয়, বাকি গুলো পড়েই থাকে। একমত।।।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ৩ নাম্বার কমেন্টের উত্তর দ্রষ্টব্য লিমন ভাই !
শুভকামনা !

৪৩| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: দারুণ পোস্ট ভাই

কিন্তু রোগগুলান ভয়াবহ।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মিতা !
আল্লাহ আমাদের রক্ষা করুক !

৪৪| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:০১

ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক সুন্দর হইসে ভাইয়া...... অনেক সময় ব্যয় করেছেন পোস্টের পেছনে সেটা বুঝাই যায়......... :) :)

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইচ্ছের ঘুড়ি !

৪৫| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

পোস্ট পড়ে আমার কেমন কেমন যেন লাগছে অভি। মানসিক রোগে ধরলনাতো আবার। :||

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: তাহলে আপনি একটা কাজ করেন চোখ বন্ধ করেন আবার খুলেন ! বন্ধ অবস্থায় যদি কিছু দেখতে পান তাহলে আপনি সুস্থ ! আর না হলে আমার কিচ্ছু করার নাই !

৪৬| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০২

অদৃশ্য বলেছেন:





ভাই অভি

এইসব আজিব আজিব রোগ সম্পর্কে তেমন কিছুই জানা ছিলোনা... অল্প কিছু জানা হলো এই পোষ্ট থেকে...


শুভকামনা...

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় অদৃশ্য ! আমি নিজেও জানতাম না , আগের পর্বের অবতারণা হয়েছে অদ্ভুত ভাবে , সেখান থেকেই মাঝে মাঝে জানার চেষ্টা !
শুভকামনা রইলো অনেক অনেক !

৪৭| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭

ঢাকাবাসী বলেছেন: জানা ছিলনা, জানলুম। চমৎকার লেখা।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী !

৪৮| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০১

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আপনাকে ধন্যবাদ দেব দুটি কারনে।

১। আপনার আগের পোষ্টটাতে বলেছিলাম এই ধরনের আরও পোষ্ট দেয়ার জন্য। এওকম জিনিস জানতে ও এই বিষয়ে পড়তে আমার খুব ভাল লাগে।

২। আপনার পোষ্ট থেকে আমার মাথায় দুইটা গল্প লেখার চমৎকার আইডিয়া এসেছে। Alice in Wonderland syndrome আর Capgras Delusion রোগ দুটিকে নিয়ে চাইলে মারাত্মক দুইটা গল্প লিখা সম্ভব। যদি কখনো লিখতে পারি, আপনাকে ডেডিকেট করব :)

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম ভাই !
আমি নিজেও খুব মজা পাচ্ছি এই পোষ্ট গুলো দিতে গিয়ে , আর Alice in Wonderland syndrome নিজেই একটা বইয়ের নাম ! চাইলেই আপনি এই দুটো রোগ নিয়ে গল্প নামিয়ে ফেলতে পারেন ! পড়ার অপেক্ষায় রইলাম ! শুভকামনা অনেক অনেক !

৪৯| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ওয়েল ডান অভি, চমৎকার লাগলো পড়ে ||

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !

৫০| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

ড. জেকিল বলেছেন: Bibliomania রোগের ঔষধ আবিষ্কার করতে পারলে তো বড়লোক হয়া যাইতাম, সাথে নিজেও খাইতে পারতাম :) :)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ড. জেকিল ! চেষ্টা শুরু করে দেন ! ;) ;)

৫১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৮

আল মোমিন বলেছেন: ভালো লিখেছেন

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

৫২| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮

মেহেরুন বলেছেন: আমার মনে হয় Bibliomania আছে :)

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো রোগ ! শুভকামনা আপু !

৫৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

আমিনুর রহমান বলেছেন:



ভয়ে আছি আমার Alice in Wonderland syndrome হওয়ার সম্ভবনা দেখে :P আমার মাইগ্রেন আছে। প্রথম যখন দেখলাম রোগটি কিশোর-কিশোরীদের হয় খুশি হইয়া গেছিলাম পরে দেখি বড়দেরও হতে পাড় :(



Bibliomania রোগটা মনে হয় বেশ কমন :)


সুপার্ব পোষ্ট অভি +++

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমিন ভাই ! দেরীতে আসার জন্য মাইনাস !
Alice in Wonderland syndrome নিয়ে একটি চলচ্চিত্র ও হয়েছে ! রোগটির নামকরণ হয়েছে Alice in Wonderland নামক একটি বইয়ের নামে ! পোষ্ট দেয়ার পর বই খুজতে গিয়ে মুভি পেলাম ! এখন দেখছি !

৫৪| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৭

নতুন বলেছেন: আমি তো আগে কিছু সময়ের জন্য সব কিছু ছোট দেখতাম :| :| :|

কিছুক্ষন পরে আবার সব ঠিক হয়ে যেত.... এখন অবশ্যই অনেক দিন এমন হয়নাই...

Alice in Wonderland syndrome নাকি?? B-)) B-))

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! B-) B-) ;) ;)

৫৫| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬

এসক্লেপিয়াস বলেছেন: Click This Link

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

৫৬| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

শাহেদ খান বলেছেন: সিরিজের ২য় পর্বেও ভাল লাগা, অভি !

শুভেচ্ছা ! :)

২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শাহেদ ভাই !

৫৭| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯

চটপট ক বলেছেন: জানলাম তবে একটাও কমন পরে নাই

২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা চটপট ক !

৫৮| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৭

মাগুর বলেছেন: বাহ! চমৎকার পোস্ট অভি ভাই। দুটি পর্ব পড়ে এসে এখানে কমেন্ট করলাম :)

প্লাস সহ প্রিয়তে নিলাম ;)

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা !

৫৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

ডি মুন বলেছেন: অনেক কিছু জানা হলো

ধন্যবাদ অভি ভাই

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই !
ভালো থাকুন !

৬০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

নীল-দর্পণ বলেছেন: সত্যিই আজিব!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক !

৬১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: দুই পর্বই পড়লাম । আমার ভিতরে কোনও আজীব মানসিক ব্যাধি নেই জেনে স্বস্তিবোধ করলাম । :) :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: পরের কোন পর্বে আপনি আক্রান্ত এমন কোন রোগ থাকতে পারে !
আমরা সবাই কোন না কোন ভাবে আক্রান্ত !
শুভকামনা আদনান !

৬২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমার একটা মানসিক ব্যাধি আছে , তবে আশার কথা বেশিরভাগ নিঃসঙ্গ মানুষই সে রোগে ভোগে ! :( :(

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! যারা নিঃসঙ্গতা উপহার দেয় তারাও রোগী কিন্তু !
ভালো থাকবেন !

৬৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমার জিনের মধ্যেই পাগলামো আছে । সাবধান হয়ে আর কি করার ! তবুও ধন্যবাদ ! :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা আদনান !
আপনাকেও ধন্যবাদ !

৬৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

নাভিদ কায়সার রায়ান বলেছেন: B:-) B:-) B:-)

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.