নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

দ্বি-বর্ষ পূর্তিতে শুন্য খাতার আস্ফালন!!

২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩



লিখতে চেয়েছিলাম পোড়া চোখের গান

কবিতায় আঁকতে চেয়েছিলাম অমাবস্যা রাতের বৃষ্টি ছন্দ।

লিখতে চেয়েছিলাম নির্ঘুম অরণ্যের গান

কবিতায় আঁকতে চেয়েছিলাম সে অরণ্যের অন্ধ পাখির দুঃখ গাথা।

লিখতে চেয়েছিলাম শব্দহীন অনুভূতির গান

কবিতায় আঁকতে চেয়েছিলাম শব্দহীন প্রেমপত্র।

লিখতে চেয়েছিলাম রংধনুর গান

কবিতায় আঁকতে চেয়েছিলাম ডানামেলা প্রজাপতি।

লিখতে চেয়েছিলাম পোড়া চোখের সমুদ্র স্নানের গল্প

কবিতায় এঁকে দিতে চেয়েছিলাম ফেলে আসা স্মৃতির দেয়াল ।

আর লিখতে চেয়েছিলাম , কোন একদিন ভেজা রাজপথে

নিকোটিনে দগ্ধ হবার গল্প।

কবিতায় এঁকে দিতে চেয়েছিলাম সে রাতের অবিরাম বর্ষণ ।

লিখতে চেয়েছিলাম কল্পবিলাসী অভিমানী রাজকুমারের গল্প , রাজকুমারের ভ্রান্তিবিলাস আর অভিমানের সাতকাহন!

লিখতে চেয়েছিলাম অচেনা রাজকুমারীর গল্প ,কবিতায় রাজকুমারীর চোখের মায়া আর তার দিকভ্রান্ত পথের ছায়াপথ আঁকতে চেয়েছিলাম !

লিখতে চেয়েছিলাম একা একা হাটতে থাকার গল্প , ডানাভাঙ্গা গাংচিলের সে পথে ক্লান্ত উড়তে থাকা আর না বলা অনেক কথা ।

কিচ্ছু পারলাম না , শুন্য কবিতার খাতাটা পড়ে থাকুক এখানে

রাজকুমারী হয়তো এসে দেখে যাবে ,

শুন্য খাতার পাতায় পাতায় মিছে অভিমানের পাহাড় ,

হয়তো প্রেমহীন কিংবা নির্ঘুম প্রেমিকের আর্তনাদ।

শুন্য খাতার বিষণ্ণ ছেঁড়া পাতা!!

বিষণ্ণ পাতা কটা এখানে পড়ে থাকুক অযত্নে !!



ব্লগে লগইন করেই দেখলাম দুবছর হয়ে গেলো ! পরিসংখ্যানের খাতায় দেখলাম ২ বছর ২২ ঘন্টা ! বর্ষপূর্তি পোষ্ট দেয়া নাকি নিয়মের ভিতরে পড়ে তাই কিছু একটা পোষ্ট করার প্রয়োজন বোধ থেকেই অনেক আগে লিখে রাখা এ কবিতাটা পোষ্ট করা ! বর্ষপূর্তি পোষ্টে সাধারনত সবাই হ্যাপি ব্লগিং কিংবা বর্ষপূর্তি শুভ হোক লিখে চলে যায় ! আশা করি এই পোষ্টে তার ব্যাতিক্রম হবে !

আর বলে রাখা দরকার আমার ব্লগিং জীবনের বয়স মোটেই দুবছর নয়। প্রকৃত বয়স টা ফেলে আসা প্রিয় নিক স্বপনবাজ এর বয়সের সমান! এই নিক হারিয়ে ফেলেছিলাম ৭ দিন পরই ! একদিন নিজের নাম লিখলে গুগল কি দেখায় সে লোভ থেকে এই নিকের ইউআরএল খুজে পাই , সেখান থেকে পাসোয়ার্ড ও ! কৃতজ্ঞতা যারা অনুপ্রেরণা দিচ্ছেন এবং যারা মাঝে মাঝে সামনে পেছনে সমালোচনা করছেন ! নিজের জন্য লিখি , একান্তই ভালো থাকার জন্য ! হ্যাপি ব্লগিং !

মন্তব্য ৮২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

খাটাস বলেছেন: ২ বছর পূর্তিতে খাটাসের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। শুভ কামনা। হ্যাপি ব্লগিং।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ খাটাস ! শুভ কামনা। হ্যাপি ব্লগিং।

২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: দুই বছর পূর্তিতে অভিনন্দন

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই পাশে থাকার জন্য !

৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৩

সোনালী ডানার চিল বলেছেন:

হ্যাপি ব্লগিং প্রিয় স্বপ্নবাজ...........
শুভকামনা রইল এই আনন্দপূর্তিতে।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ কবি ! শুভকামনা সব সময়ের !

৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৭

শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল... :)

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা ! শুভকামনা সবসময়ের !

৫| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৩

সায়েম মুন বলেছেন: কবিতা ভাল লেগেছে। দ্বিবর্ষপূর্তির শুভেচ্ছা রইলো। ব্লগিং আরও আনন্দময় হোক। সেই শুভকামনা সব সময়।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই ! কবিতার ব্যাপারে আলাদা ভাবে কিছু একটা বলার জন্য ! অনেক শুভকামনা !

৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: লিখতে চাওয়াই তো বাঁচিয়ে রাখে কিছু সত্ত্বাকে!

লিখে যান অবিরাম। শুভেচ্ছা ও শুভকামনা।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব !

৭| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন সুপ্রিয় ব্লগার।আরো মজার সব কবিতা লিখবেন এই প্রত্যাশা থাকলো।হ্যাপি ব্লগিং। :) :)

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !

৮| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

রেজওয়ান তানিম বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ তানিম ভাই !

৯| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৮

অবচেতনমন বলেছেন: কবিতায় আঁকতে চেয়েছিলাম শব্দহীন প্রেমপত্র।

শুভেচ্ছা রইল ...........................

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা সব সময়ের !

১০| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন দ্বিবর্ষপূর্তিতে......



!:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বর্ষণ !

১১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: বর্ষপূর্তি পোস্টে কি মন্তব্য করতে হয়??? যাই হউক বলার ভঙ্গিটা মজার । ধন্যবাদ ।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আদনান শাহরিয়ার !
আসলে হ্যাপি ব্লগিং কিংবা শুভেচ্ছা এসবই বলে !
এ পোষ্টে সাথে একটা কবিতা ও আছে , সেটার ভালো মন্দ যাচাই ও তো পাঠকের হাতে !আমার ধারণা আংশিক সত্য হয়েছে !

১২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৪

ঢাকাবাসী বলেছেন: বর্ষপুর্তিতে অভিনন্দন। সুন্দর কবিতার জন্য আরেকবার অভিনন্দন আর ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ !

১৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৬

মাহমুদ০০৭ বলেছেন: লিখুন নিরন্তর , পাশে আছি থাকব ।
অভিনন্দন প্রিয় অভি ভাইকে । :)

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: পাশে থাকার জন্য বিনীত ধন্যবাদ আপনাকে ! সামনেও পাবো আশা করি
সরব উপস্থিতিতে !

১৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৮

মামুন রশিদ বলেছেন: আপনার এই নিকের গল্পটা জানি । তবু ভাল, প্রিয় নিক ফিরে পেয়েছেন ।

দুই বছর পূর্তির শুভেচ্ছা অভি !:#P !:#P

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !

১৫| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৮

বটবৃক্ষ~ বলেছেন: কবিতায় লাইক দিতে পারছিনা!! :( :( সুন্দর হয়েছে....

কবিতায় এঁকে দিতে চেয়েছিলাম সে রাতের অবিরাম বর্ষণ ।
লিখতে চেয়েছিলাম কল্পবিলাসী অভিমানী রাজকুমারের গল্প , রাজকুমারের ভ্রান্তিবিলাস আর অভিমানের সাতকাহন!


এঁকেছেন তো!! চমৎকার ভাবেই এঁকেছেন!!
ব্লগিং করুন আরো ১০০ বছর!! :) :)
হ্যাপি ব্লগিং!! !:#P !:#P !:#P

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! আপনার মন্তব্য হালের মেধাহীন ব্লগারকে কিছুটা সাহস আর প্রেরণা দেয় ! শুভকামনা সব সময়ের !

১৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

কবিতা পুরাতন হলেও সুন্দর হয়েছে।


২য় বর্ষপূর্তির শুভেচ্ছা!!! সামুতে ১০০ বছর পূর্তি কর সে কামনা রইলো.... গেলু।

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যনাদ শোভন সাহেব !
১০০ বছর পূর্তির দোয়া করার জন্য ধন্যবাদ আর উপাধির জন্য লজ্জাবনত + !

১৭| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অভিনন্দন রইল।

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !

১৮| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

মাক্স বলেছেন: দ্বিবর্ষপূর্তির শুভেচ্ছা!

২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাক্স !

১৯| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৮

একজন আরমান বলেছেন:

শুন্য কবিতার খাতাটা পড়ে থাকুক এখানে
রাজকুমারী হয়তো এসে দেখে যাবে ,
শুন্য খাতার পাতায় পাতায় মিছে অভিমানের পাহাড় ,
হয়তো প্রেমহীন কিংবা নির্ঘুম প্রেমিকের আর্তনাদ।
শুন্য খাতার বিষণ্ণ ছেঁড়া পাতা!!
বিষণ্ণ পাতা কটা এখানে পড়ে থাকুক অযত্নে !!


বেশ লাগলো এই লাইনগুলি।

বর্ষপূর্তির শুভেচ্ছা ও শুভকামনা রইলো অভি। :)

২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ডাবল ধন্যবাদ বালক !
শুভকামনা সব সময়ের !

২০| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৭

টুম্পা মনি বলেছেন: এভাবে জানাইলেন! পার্টি না দেন কিছু ডিজিটাল মিস্টান্নর ছবিও তো দিতে পারতেন?

যান। খালি মুখেই অভিনন্দন জানালাম। ১০০ বছর বেঁচে থাকুক আপনার ব্লগ। :D :D

লেখাটা ভালো লেগেছে। শুভকামনা রইল।

২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ওহো ! ভুলেই গিয়েছিলাম ভার্চুয়াল মিষ্টি বিতরণ ও নিয়মের ভিতরে পড়ে!
কি আর করার ! খালি মুখেই অভিনন্দন জানালেন আর কি করার ! পরের বার হবে ইনশাল্লাহ ! অনেক ধন্যবাদ টুম্পা মনি !

২১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৪

কাজী মামুনহোসেন বলেছেন: শুভকামনা রইলো অভি ভাই। :)

২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !

২২| ২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দুইটা বছর ব্লগে যোগ হইছে ঠিকই, কিন্তু মাইনাস হইয়া গেল জীবন থাইক্যা। আপচুচ! বয়সটা তারুণ্যের দিকে আগাইয়া গেল দুই কদমও। :P

ভাল থাইকেন।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , আসলেই !
ধন্যবাদ জুলিয়ান দা , আপনিও ভালো থাইকেন !

২৩| ২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫০

খেয়া ঘাট বলেছেন: কবিতা চমৎকার হয়েছে।
অনেক শুভেচ্ছা রইলো। অনেক শুভকামনা রইলো।

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট !শুভকামনা সব সময়ের !

২৪| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২১

অপর্ণা মম্ময় বলেছেন: লিখতে চেয়েছিলাম পোড়া চোখে নির্ঘুম অরণ্যের গান !!!

তুমি তো ব্লগে আমার অনেক সিনিওর মানুষ !!! :P সামুতে তোমার ব্লগিং আনন্দময় হোক। শুভকামনা থাকলো

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !
হুম , ২ বছর হিসেব করলে সিনিওর বলতেই পারেন ! প্রকৃত বয়স হচ্ছে স্বপনবাজ নিক খুলার দিন থেকে , সে হিসেবে ১ বছর ২ মাস! আর এই নিকে এক্টিভ তো লাষ্ট ২১মে , ২০১৩ থেকে ! নিক খুলেছিলাম ২০১১ তে !
ব্লগিং অভিজ্ঞতায় আমি ১ বছরের বাচ্চা শিশু , আর লেখালেখিতে আপনার তুলনায় এখনো মায়ের পেটে !

২৫| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩

আমিনুর রহমান বলেছেন:


গেলু, দ্বিবর্ষপূর্তির শুভেচ্ছা :D

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমিন ভাই !

২৬| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

রোমেন রুমি বলেছেন:

গুরদেবের একটা গান খুব মনে পড়ে গেল -
কিছুইতো হল না .........

শুভ কামনা
স্বপ্নবাজ ।

কাব্য ভাল লেগেছে ।

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: কিছুইতো হল না .........
ধন্যবাদ রুমি ভাই !

২৭| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৩

আরজু পনি বলেছেন:

আগেও এসেছি কিন্তু মন্তব্য করতে গিয়ে দেখি লগআউট ।

বর্ষপূর্তির সুন্দর আয়োজন ...

অনেক শুভকামনা রইল অভি ।। !:#P !:#P

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , সামুর এই সমস্যা টা খুব বেড়েছে ! আশা করি খুব দ্রুত ঠিক হয়ে যাবে !

আবারো আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইলো!

২৮| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতাটা ভালো লাগলো।
হ্যাপি ব্লগিং অভি। :D

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন ভাই ! অনেক শুভকামনা !

২৯| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৩

অদৃশ্য বলেছেন:




প্রিয় অভি

প্রথমেই যে সমস্যাটা দাড়ালো... ''অমাবস্যা রাতের বৃষ্টি ছন্দ'' এই কথাগুলো আমাকে খুব অস্বস্তিতে ফেলেছে... কেননা, অমাবস্যার রাতটাকে আমি সবসময়ই শুনশান, ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন, দম বন্ধ হয়ে থাকা একটি সময়ের মতো করে ভাবতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই... আর আপনি কিনা সেই রাতের অপূর্ব ভৌতিক নৈশব্দ্যের বারোটা বাজালেন বৃষ্টির শব্দে... আহ্‌, একদম মেনে নিতে পারছি না...

যাহোক, লিখাটি চমৎকার হয়েছে শুধু ঐ অংশটুকুতে আমার অস্বস্তি ছাড়া...

সময় খুব দ্রুত আমাদের জীবনছুয়ে চলে যাচ্ছে... তৃতীয় বছর শুরুর শুভেচ্ছা রইলো... ব্লগে আপনার বা আপনাদের মতো প্রাণবন্ত ব্লগারদের প্রয়োজন খুবই...

শুভকামনা...

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় অদৃশ্য !
আমার ধারণা আরো ভুল ছিল ! আমি জানতাম অমাবশ্যা রাতে আকাশ ভর্তি জোছনা থাকে ! যেদিন এই কবিতাটা লিখি সেদিন অমাবশ্যা ছিল , আম্মুর কাছে শুনলাম , তখন বুঝলাম অমাবশ্যা মানে নিশ্চুপ আঁধার , সাথে মাঝে মাঝে বৃষ্টি থেমে থেমে ! আমি ঠিক জানিনা অমাবশ্যা রাতে বৃষ্টি হয় নাকি , তবে এবার হয়েছে ! আপনার অস্বস্তির জন্য আন্তরিক ভাবে দুঃখিত!

সময় খুব দ্রুত চলে যাচ্ছে আর আপনাদের মত চমৎকার কিছু ব্লগারের প্রেরণায় এখনো পড়ে আছি ব্লগে , ভালো খারাপ সময়ে! দেখি নিজের স্বল্প মেধা নিয়ে অগনিত মেধাবী ব্লগারদের সাথে কয়দিন এই ব্লগে আনন্দে থাকতে পারি ! অনেক অনেক শুভকামনা জানবেন!

৩০| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২

চটপট ক বলেছেন: কিচ্ছু পারলাম না , শুন্য কবিতার খাতাটা পড়ে থাকুক এখানে
রাজকুমারী হয়তো এসে দেখে যাবে ,
শুন্য খাতার পাতায় পাতায় মিছে অভিমানের পাহাড় ,
হয়তো প্রেমহীন কিংবা নির্ঘুম প্রেমিকের আর্তনাদ

এই লাইন ৪ টা হৃদয় ছুঁয়ে গেল।

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ চটপট ক !
শুভকামনা থাকলো !

৩১| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০

the lady killer বলেছেন:
শুভকামনা।

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

৩২| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

বোকামন বলেছেন:





যা লিখতে চেয়েছেন, আঁকতে চেয়েছেন, যা বলতে চেয়েছেন সবকিছুতেই ভালোলাগা জানাচ্ছি। আমরা অনেক কিছুই চাই কিন্তু পারিনা। তবে ইচ্ছেগুলোই আমাদের সান্ত্বনা । কখনো অযত্নেই অনুভূতিগুলো খুব ভালো থাকে।

পোস্টে বোল্ড করা লাইনগুলো পড়ে বেশ কিছুক্ষণ ভাবলাম।

ব্লগ হোক কিংবা ব্লগের বাইরে থাকুন সবসময় সাথে যা কিছু ভালো। এবং অন্তত একটি খাতায় শুধু নিজের জন্যই লিখুন .....।

অফুরন্ত শুভকামনা এবং সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনায়-

ইতি,
একজন সাধারণ পাঠক।।

[নিকোটিনে দগ্ধ হবার গল্প, আশাকরি বাস্তবের গল্পগুলো নিকোটিনে দগ্ধ হবেনা]

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার মত মনোযোগী পাঠকের উপস্থিতি সব সময় উপভোগ্য !
কখনো অযত্নেই অনুভূতিগুলো খুব ভালো থাকে। লাইনটা আত্নস্থ করে নিতে ইচ্ছে করছে !

ধন্যবাদ আপনাকে অনেক অনেক ! আন্তরিক শুভকামনা জানবেন ! আমাদের বাস্তব আর তার রুপরেখা উঠে আসে কবিতা , গল্পে ! আপনার শুভকামনায় একরাশ ভালোলাগা জানলাম ! ভালো থাকুন সব সময়!

৩৩| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

প্রিয়তমেষূ বলেছেন: কবিতার শেষ লাইনের মত বিষন্নতা যেন বাস্তবেও অযত্নে থাকে..হারিয়ে যায় সুখের আড়ালে।


হ্যাপি ব্লগিং !


২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে! বিষণ্ণতার খাতাটা যেন অযত্নেই থাকে , উচ্ছ্বাস থাকুক যত্নে ! শুভকামনা একরাশ !

৩৪| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: দ্বি- বর্ষ পূর্তির শুভেচ্ছা সুপ্রিয় স্বপনবাজ ভাই ওরফে স্বপ্নবাজ অভি! ব্লগ পথ চলায় যাদেরকে পাশে পেয়েছি সবসময় তার মধ্য আপনি একজন, যার লেখা পড়েও মুগ্ধ হয়েছি বারবার!

শুভকামনা রইলো অভি!

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা !
ব্লগ পথ চলায় যাদেরকে পাশে পেয়েছি সবসময় তার মধ্য আপনি একজন, যার লেখা পড়েও মুগ্ধ হয়েছি বারবার!
একই কথা আপনার জন্য ও প্রযোজ্য !
আপনার জন্য ও অনেক শুভকামনা !

৩৫| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

হাসান মাহবুব বলেছেন: বর্ষপূর্তিতে একটা বেশ ভালো কবিতা উপহার দিলেন। আরো অনেক বছর লিখুন, ব্লগান। শুভকামনা।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !

৩৬| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১২

দুঃস্বপ্০০৭ বলেছেন: কবিতাটা দারুন । বর্ষপূর্তির শুভেচ্ছা । শুভ কামনা ।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !

৩৭| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০

শ্রাবণ জল বলেছেন: শুভেচ্ছা ভাইয়া!!

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !

৩৮| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অন্যরকম একটা বর্ষপূর্তি পোষ্টে ভালোলাগা ।

দ্বিবর্ষ পূর্তির শুভেচ্ছা ব্রো । অনেক চেষ্টা করেও লাইক দিতে পারছিনা

:(

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
সামু আমারো লাইক ব্যান করে রেখেছে !
আপনার লাইক বুঝে পেয়েছি !

৩৯| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


মিষ্টি কই ?

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: মিষ্টির বদলে একটা কবিতা দিসি ! সেটাই খান !

৪০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবিতাটা অনেক সুন্দর ! আপনারা হচ্ছেন ব্লগের প্রাণ, অন্যভাবে আমার মতো সাধারণ ও অলেখকদের জন্য জীবন্ত অনুপ্রেরণা! যে ভাবে প্রতিটি লেখায় আপনার মতামত পাই এটাই লিখে যাবার অনুপ্রেরণা দিচ্ছে! সাথে থাকবেন, যুগ যুগ ধরে, এই দোয়াই করি অভি ভাই। শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আর কনগ্রাটস এই অকেশনে! :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পথিক ভাই !

সাধারণ ও অলেখকদের জন্য জীবন্ত অনুপ্রেরণা!
কথাটার সাথে একমত হতে পারলাম না , আপনি অনেক ভালো লিখেন ! আমি নিজেই অলেখক , লেখক হয়ে উঠা এখনো হয়ে উঠেনি !

আপনার জন্য ও শুভকামনা অনেক অনেক !

৪১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:
শুভেচ্ছা অভি। ভাল থাকুন অনেক।
সামুর ঝামেলার কারনে সময় মত পোষ্ট পড়তে পারিনি বলে দুঃখিত।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই !
বুঝতে পেরেছি , সামুর ঝামেলার কারনে আরো অনেকেই লগ ইন হতে পারছেনা !
শুভকামনা সব সময়ের !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.