নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

জীবন হয়তো অন্য কোন পাখির ঠোঁটে !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

জীবন হয়তো অন্য কোথাও ।

অন্য কোন অতল জলের গভীরে,

অন্য কোন রাতের নিস্তব্ধতার আঁধারে

অন্য কোন অরণ্যের সুখী এক পাখির ঠোঁটে ।

এখানে রজনীগন্ধার ঝোপের সুগন্ধিতে ভেসে বেড়ায়

দীর্ঘ অনিদ্রার ঘ্রাণ !!

এখানে গভীর রাতে অন্ধকার ছিঁড়ে

নিঃসঙ্গ কোন রাতের পাখি জানিয়ে দেয় ,

শূন্যতাই ছিল একসময়, সমস্ত মহাবিশ্বে !!

এখানে অতল জলের নিচে মাছের গায়ে লিখা ছিল,

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !



কোন এক অলস বিকেলে মেঘেদের শরীর জুড়ে চলে জল-বিভ্রমের লুকোচুরি ।

সে বিকেলে মনে হলো, জীবনটা কেন চিত্রল হরিণের ক্লান্তি হলো , কেন অন্ধ দোয়েলের আর্তনাদ শুনতে হয়?

অজস্রবার ঘড়ির কাঁটা দীর্ঘ ঘড়ি ভ্রমন শেষ করেছে, এই আমি তখনো নির্লিপ্ত স্বপ্নবাজ কেবল! বৃষ্টি আসার আগে দেখলাম,

আলোছায়ার আকাশের ক্লান্তি নেই । বৃষ্টি নামার ঠিক আগের এই নিঃসঙ্গতা, বৃষ্টি নামার পর থাকবেনা। কেননা বালক ততক্ষণে বুঝে যাবে “নৈকট্য ভয়ানক”!

তাই চিত্রল হরিণের পায়ে পায়ে , অন্ধ দোয়েলের কণ্ঠে , আর গোলাপের সুগন্ধিতে তুই পাবি মহাবিশ্বের শূন্যতা , বিবর্ণ অন্ধকার আর একই আগুনে পুড়ে যাওয়া দুটো সুখপাখির ডানার ছাই – তোর জন্য রেখে যাওয়া আমার উপহার !

মন্তব্য ১১০ টি রেটিং +৮/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮

বটবৃক্ষ~ বলেছেন: “নৈকট্য ভয়ানক "!!

বুঝিনাই পুরোটা!! :) :)
আবার পড়বো!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: “নৈকট্য ভয়ানক "!!



বুঝেন নাই , কারণ আমি বুঝাতে পারি নাই !
শুভকামনা অনেক অনেক !

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৫

মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই !

জীবন হয়তো অন্য কোথাও , অন্য কোন পূর্নিমারাতে !
আপনার পরের পোষ্টের অপেক্ষায় !

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বন্ধু !

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার কবিতা।

+++++++++++++++++++++++প্লাসের সাইক্লোন হবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন সাহেব !

জেনে রাখবেন মহাবিশ্ব কেবলই শুন্য ছিল , তাই শুন্যতাকে ভয় পাবেন না!


সাইক্লোনের তোড়ে আমার চেয়ারের নিচে ভূমিকম্প হচ্ছে !

শুভকামনা সব সময়ের !

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪০

একজন আরমান বলেছেন:
দুর্দান্ত।

এখানে পাখি কি রুপক অর্থে ব্যাবহার করা হয়েছে? যদি হয়ে থাকে তবে তা কি প্রকাশ করেছে? আমি একটু আমার ধারনার সাথে মিলিয়ে নিতে চাচ্ছিলাম।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আরমান !

পাখি রুপক অর্থে ব্যাবহার করিনি ! পাখি মানে ডানামেলা পাখি , অরণের মুক্ত পাখি , যাদের সুনির্দিষ্ট কোন বিষয়ে অভিমান নেই ! তাই পাখির ঠোঁটে , পাখির ডানায় হয়তো অন্য রকম কোন জীবন পাওয়া যেতে পারে!

জীবন হয়তো অন্য কোথাও অন্য কোন জলের নীচে , অন্য কোন পাখির ঠোঁটে !
শুভকামনা একরাশ !

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ++++ হইব

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মজুমদার !
শুভকামনা সব সময়ের !

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। ১ম প্লাস।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কা_ভা ভাই ! প্লাস বুঝে পেয়েছি , আপনি ভাগ্যবান , সবার এই ক্ষমতা নেই আজকাল !

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩০

মাহমুদ০০৭ বলেছেন: নির্লিপ্ত স্বপ্নবাজেরে দেহি জাতে তুইল্লা দিলেন :P :P
ক্যান নির্লিপ্ত মাহমুদ লেহন যাইত না ? X(( আমি এম্নেই কম কথা কই ;) ;)

বিষাদময় কবিতা । ভাল লাগল ।
সামনে যাতে আনন্দের অবগাহনে সিক্ত হতে পারি
এরকম কবিতা বা মুক্তগদ্য বা গল্প লিখুন ।
ভাল থাকুন প্রিয় অভি ভাই
শুভকামনা রইল অনেক :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: কি করবো বলেন মিতা বলে কথা !

অবশ্য সে আগে থেকেই যাতে উঠে আছে ! নতুন করে যাতে উঠানোর কিছু নেই ! ;) ;)


আপনার নির্লিপ্ততা দূর হোক !

আনন্দের কবিতার জন্য আমার জন্য বেশী বেশী দোয়া করেন ! যাতে অন্য কোথাও , অন্য জলের নীচে লুকিয়ে থাকা জীবন খুঁজে পাই !

একরাশ শুভকামনা মাহমুদ ভাই !

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩০

অনির্বাণ প্রহর বলেছেন: দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

কোন এক অলস বিকেলে মেঘেদের শরীর জুড়ে চলে জল-বিভ্রমের লুকোচুরি ।
সে বিকেলে মনে হলো, জীবনটা কেন চিত্রল হরিণের ক্লান্তি হলো , কেন অন্ধ দোয়েলের আর্তনাদ শুনতে হয়?
অজস্রবার ঘড়ির কাটা দীর্ঘ ঘড়ি ভ্রমন শেষ করেছে, এই আমি তখনো নির্লিপ্ত স্বপ্নবাজ কেবল! বৃষ্টি আসার আগে দেখলাম,
আলোছায়ার আকাশের ক্লান্তি নেই । বৃষ্টি নামার ঠিক আগের এই নিঃসঙ্গতা, বৃষ্টি নামার পর থাকবেনা। কেননা বালক ততক্ষণে বুঝে যাবে “নৈকট্য ভয়ানক”!
তাই চিত্রল হরিণের পায়ে পায়ে , অন্ধ দোয়েলের কণ্ঠে , আর গোলাপের সুগন্ধিতে তুই পাবি মহাবিশ্বের শূন্যতা , বিবর্ণ অন্ধকার আর একই আগুনে পুড়ে যাওয়া দুটো সুখপাখির ডানার ছাই – তোর জন্য রেখে যাওয়া আমার উপহার !


ভয়ানক ভাল লেগেছে। আমি মুগ্ধ হলাম কবি। নাহ! আমি আসলেই মুগ্ধ!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার মুগ্ধতায় কৃতজ্ঞ বোধ করছি ! বিশেষভাবে অনুপ্রাণিত হলাম !


শুভকামনা অনেক অনেক !

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আক্ষেপের পাশাপাশি খানিকটা দার্শনিকতাও ফুটে উঠেছে চমৎকার! যা কবিতার জন্য একটা জরুরি বিষয় বলে মনে করি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ জুলিয়ান ভাই !

আপনার মন্তব্যে অনুপ্রাণিত হই , কিছু একটা শিখার সুযোগ থাকে !

শুভকামনা সব সময়ের !

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আলাদাভাবে কোট করলাম না, পুরাটাই ওভারঅল চমৎকার হৈসে ||

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

এহসান সাবির বলেছেন: চমৎকার লেখা অভি ভাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সাবির ভাই !

শুভকামনা সব সময়ের !

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

আমিনুর রহমান বলেছেন:




২য় প্লাসখানি বুঝিয়া নাও :D
ঐ নামে ডাকলাম না :P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম বুঝতে পারলাম আপনি সেই ভাগ্যবান লোকজনের একজন যারা কিনা বিনা দুর্ভোগে লাইক দিতে পারে ! বুঝে নিলাম !

ডাকেন ডাকেন :P :P

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: ৩য় প্লাস ভ্রাতা+

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ! প্লাস বুঝে নিলাম , আপনিও ভাগ্যবান বটে !

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

সায়েম মুন বলেছেন: ছুঁয়ে গেল লেখাটা। অনেক শুভকামনা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা কবি !
আপনাকে ছুঁয়ে গেছে জেনে ভালো লাগছে !
ভালো থাকুন সব সময় !

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: পরিষ্কার একটা দার্শনিক মনোভাব বলতে কোন শব্দ নেই। কিন্তু আপনার কবিতা পড়ে সেরকম কিছুই অনুভূত হল।

দারুণ!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার অনুভূতির প্রতি শ্রদ্ধা রইলো !

জীবন নিয়ে আমাদের ভাবনাগুলো পাওয়া আর না পাওয়ার মাঝে সীমাবদ্ধ বোধ করি ! সব পেলেও হয়তো মনে হয় জীবন অন্য কোন অরণ্যে ~!

শুভকামনা সব সময়ের ! ভালো থাকুন !

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

অদৃশ্য বলেছেন:




প্রিয় অভি

খুব সুন্দর হয়েছে লিখাটি... এই টাইপের লিখাগুলো সবসময়ই ভেতরে দৌড়াদৌড়ি করে... করছে...

চিত্রাল হরিনের ক্লান্তিতে নয়... চিত্রাল হরিনের চঞ্চলতায় লিখালিখি চলুক...

শুভকামনা...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে অদৃশ্য !

আপনার মত কয়েকজনের প্রশ্রয়ে এখানে লিখি !

ভালো থাকুন সবসময় !

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

সুমন কর বলেছেন: ধারুন হয়েছে!!!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর !

একরাশ শুভকামনা !

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “এখানে গভীর রাতে অন্ধকার ছিঁড়ে
নিঃসঙ্গ কোন রাতের পাখি জানিয়ে দেয় ,
শূন্যতাই ছিল একসময়, সমস্ত মহাবিশ্বে !!”

-দারুণ বলেছেন। নৈকট্য ভয়ানক। ৪নম্বর +
লেখাটি ভালো লাগলো। অনুসরণ করে রাখলাম, স্বপ্নবাজ অভিকে :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই !
আপনাদের ভালো লাগা প্রাপ্তি বটে !


প্রীত হলুম ! শুভকামনা সবসময়ের !

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

টুম্পা মনি বলেছেন: নিঃসঙ্গ কোন রাতের পাখি জানিয়ে দেয় ,
শূন্যতাই ছিল একসময়, সমস্ত মহাবিশ্বে !!


পুরোটাই চমৎকার কবি। অজস্র শুভকামনা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক শুভকামনা টুম্পা মনি !

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: কাঁটা, নৈঃশব্দ্য

এখানে তুইয়ের বদলে 'তুমি' হলে পড়তে ভালো লাগতো।
এমনিতে লেখা ভালো হয়েছে। বানান ভুলের হিড়িক কমছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক করে নিয়েছি আপু !

কি জানি মাথায় আজকাল কেবল তুই ঘুরঘুর করে ! দোয়া করেন যাতে তুই তুমি হয়ে যায় !

আপনার ঝাড়ির ভয়েই তো অর্ধেক বানান অটো ঠিক হয়ে যায় ! :P :P

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শিরোনামটাই মুগ্ধ করার মতো । পাখির ঠোঁটের জীবন ছুঁয়ে রেখে গেলাম এইখানে । :) :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আদনান শাহ্‌িরয়ার !

আপনার সেই জীবন যেন স্নিগ্ধতা দিয়ে গেলো !
শুভকামনা জানবেন !

২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

রাইসুল নয়ন বলেছেন: কবিতার শিরোনাম আর কবিতা দুটোই অসাধারণ!!
আরও লেখা চাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই !

লিখবো , যখনই ইচ্ছে করবে তখনই !

শুভকামনা জানবেন !

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

লাবনী আক্তার বলেছেন: “নৈকট্য ভয়ানক”!



দারুন লাগল কবিতা!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !


কথা সত্য “নৈকট্য ভয়ানক”! !

শুভকামনা সব সময়ের !

২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: কবিতার ছবিটা মারাত্নক !! নজরকাড়া !

সুন্দর কবিতায় ভাল লাগা অভি ভাই ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ছবি ভালো লেগেছে জেনে ভালো লাগছে !

আপনার জন্য শুভকামনা আর ধন্যবাদ থাকলো !

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

শাহেদ খান বলেছেন: বৃষ্টি নামার ঠিক আগের এই নিঃসঙ্গতা, বৃষ্টি নামার পর থাকবেনা। কেননা বালক ততক্ষণে বুঝে যাবে “নৈকট্য ভয়ানক”!

সুগভীর !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শাহেদ ভাই !

কতটা গভীর জানিনা , শুধু মনে হয় জীবন অন্য কোথাও উপভোগ্য !
আপনার জন্য একরাশ শুভকামনা !
দেরীতে কমেন্ট ফিডব্যাক দিচ্ছি , দু বার কারেন্ট চলে গিয়েছিল আর সন্ধ্যা থেকে বসতে পারিনি !

২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

মেহেরুন বলেছেন: এক কথায় চমৎকার :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু ! শুভকামনা অনেক অনেক !

২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: 'নৈকট্য ভয়ানক!' সত্যিই তাই! ভাই খুবই ভালো লেগেছে, যতটা অসাধারণ লেখেন তাতে মাথা নুয়ে আসে শ্রদ্ধায়!




+++++++++++++++++++++++++++++++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পথিক ভাই !
এভাবে বলেন মাঝে মাঝে নিজেকে খুব ছোট করে দেন !
শুভকামনা !

২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লিখেছেন, শুধু ভালো নয় অসম্ভব ভালো লিখেছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সমুদ্র ভাই !
শুভকামনা সব সময়ের !

৩০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মাগুর বলেছেন: 'নৈকট্য ভয়ানক!'
১০০% সহমত.....অসাধারণ কিছু কথা দিয়ে সাজিয়েছেন কবিতা।

+++++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !


সহমত জানিয়ে কৃতার্থ করলেন !
শুভকামনা সব সময়ের !

৩১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

এম ই জাভেদ বলেছেন: কবিতার হেডিং দেখে ভেবেছিলাম জীবনানন্দ টাইপ কিছু হবে। কিন্তু পোস্টে গিয়ে দেখি সক্রেটিসিয় !!!! পুরোটা না বুঝলেও ভাল লেগেছে কবিতা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !

ভালো লাগাটাও প্রাপ্তি বলতে পারেন !

শুভকামনা সব সময়ের !

৩২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষের দিকটা অনেক দারুণ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !
ভালো থাকুন !

৩৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

মামুন রশিদ বলেছেন: বিবর্ণ অন্ধকার আর একই আগুনে পুড়ে যাওয়া দুটো সুখপাখির ডানার ছাই – তোর জন্য রেখে যাওয়া আমার উপহার !


দারুণ ;)


৭ম ভাললাগা ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !

আপনার ভালোলাগা বুঝে নিলাম !

শুভকামনা জানবেন !

ভালো থাকুন সব সময় !

৩৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার ভাবনার ব্যপ্তি যেখানে ক্রমশঃ কবিতা,
সেখানে আমার মুগ্ধতা রাখলাম..............

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !
শুভকামনা জানবেন !

৩৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

তাসজিদ বলেছেন: তাই চিত্রল হরিণের পায়ে পায়ে , অন্ধ দোয়েলের কণ্ঠে , আর গোলাপের সুগন্ধিতে তুই পাবি মহাবিশ্বের শূন্যতা , বিবর্ণ অন্ধকার আর একই আগুনে পুড়ে যাওয়া দুটো সুখপাখির ডানার ছাই – তোর জন্য রেখে যাওয়া আমার উপহার !

মন খারাপ কিংবা উদাস করা কিছু লেখা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ তাসজিদ !
শুভকামনা সব সময়ের !

৩৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লাগলো।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই !
শুভকামনা সবসময়ের !

৩৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭

তুষার কাব্য বলেছেন: এখানে গভীর রাতে অন্ধকার ছিঁড়ে
নিঃসঙ্গ কোন রাতের পাখি জানিয়ে দেয় ,
শূন্যতাই ছিল একসময়, সমস্ত মহাবিশ্বে !!
চমৎকার লেখা+++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
ভালো থাকুন , সব সময় !

৩৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

৩৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

ভিয়েনাস বলেছেন: এই পোস্ট আগেই পড়েছি কিন্ত আমার কমেন্ট নেই কেন /:)

তাহলে মনে হয় অফলাইনে পড়েছি B-))

লেখার প্রতিটা শব্দে মুগ্ধতা রেখে গেলাম। অসাধারন।

৮ম প্লাসের চাকা ঘুরতেই আছে ব্রো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভিয়েনাস ! শুভকামনা সবসময়ের !

৪০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২

গোর্কি বলেছেন:
-জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা! জীবনের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলোর ফুটে ওঠা চিত্র মনে ধরেছে।
-শুভকামনা সতত।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ! শুভকামনা সব সময়ের !

৪১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

বোকামন বলেছেন:




এখানে রজনীগন্ধার ঝোপের সুগন্ধিতে ভেসে বেড়ায়
দীর্ঘ অনিদ্রার ঘ্রাণ !!

তাই চিত্রল হরিণের পায়ে পায়ে , অন্ধ দোয়েলের কণ্ঠে , আর গোলাপের সুগন্ধিতে তুই পাবি মহাবিশ্বের শূন্যতা , বিবর্ণ অন্ধকার আর একই আগুনে পুড়ে যাওয়া দুটো সুখপাখির ডানার ছাই – তোর জন্য রেখে যাওয়া আমার উপহার !


খুব ছোট করে তবে অনেক বেশী মুগ্ধতা নিয়েই বলছি -

“মুগ্ধপাঠ”

উপহার - সবাই চোখে দেখেনা.. কেউ উপহার ভোগ করে, কেউ তা বিনিময় করে ... কেউবা উপহার উপলব্ধি করে....।

ভালো থাকবেন।।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় বোকামন ভাই ! ব্যাস্ততার ফাকেও এসে পড়ে যাওয়ার জন্য ! শুভকামনা জানবেন !~

৪২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
শিরোনামটাই চুম্বকের মত আটকে দিল যেন!
কবিতা চমৎকার হয়েছে অভি :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই , শুভকামনা সব সময়ের !
ভালো থাকা হোক ! আপনার নানুর সুস্থতা কামনা করছি !

৪৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !



চমৎকার।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন ভাই !
শুভকামনা সবসময়ের !

৪৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
“নৈকট্য ভয়ানক” !

তাই,

দূরত্বে থাকতে হয়/
রাখতে হয়…

বিজ্ঞানসম্মতভাবে দুটি ইলেকট্রিক তার,
যতটুকু পাশাপাশি থাকে…

বেশ ভালো লাগলো, মৃদু দার্শনিকতা আছে…
শুভকামনা..৷

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গ্রানামা ~
বিজ্ঞানের ব্যাখ্যাও মনে হয় আমার সাথে একমত !
শুভকামনা থাকলো !

৪৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন: আপনাকেও ধন্যবাদ,
অচিরেই একটা লেখা দিব, পড়বেন কিন্তু…
নামটা কিন্তু গ্রনামা নয়, গ্রনমা ৷
ভালো থাকুন ৷

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অবশ্যই পড়বো !
আর আপনি এবার নিজের নামটাই ভুল করেছেন ! :P :P

নামটা কিন্তু গ্রনমা নয় গ্রানমা (গ্রানামাও নয় ) =p~ =p~
শুভকামনা থাকলো !

৪৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

এটা বিশ্বয়কর… হা, হা, হা…

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক তাই !

৪৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

আবারো ভূল, :P
বিশ্ময়কর…!!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহা ! ভুল অজান্তেই হয় !
শুভকামনা জানবেন !

৪৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪১

রেজওয়ান তানিম বলেছেন: নীচের পোর্শন বেশ ভালো হয়েছে, উপরে কিছু বিশেষণের অতিশায়ন আছে, কমালে ভালো লাগবে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ তানিম ভাই !
বিশেষনের অতিশায়ন মনে থাকবে !

৪৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫১

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
এখানে গভীর রাতে অন্ধকার ছিঁড়ে
নিঃসঙ্গ কোন রাতের পাখি জানিয়ে দেয় ,
শূন্যতাই ছিল একসময়, সমস্ত মহাবিশ্বে !!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার রিয়াদ

একরাশ শুভকামনা !

৫০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০১

খেয়া ঘাট বলেছেন: একটা কাব্যিক কবিতা। চমৎকার উপস্থাপন।শিরোণামটি মনে রাখার মতো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট !
ভালো থাকুন অনেক অনেক !

৫১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

শ্রাবণ জল বলেছেন: অনেক সুন্দর, ভাইয়া।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !
শুভকামনা জানবেন !

৫২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

মায়াবী ছায়া বলেছেন: চিত্রল হরিণের পায়ে পায়ে , অন্ধ দোয়েলের কণ্ঠে , আর গোলাপের সুগন্ধিতে তুই পাবি মহাবিশ্বের শূন্যতা , বিবর্ণ অন্ধকার আর একই আগুনে পুড়ে যাওয়া দুটো সুখপাখির ডানার ছাই – তোর জন্য রেখে যাওয়া আমার উপহার !
...........অনেক সুন্দর ।মনের ভিতরকার চাপা পরা কথাগুলি সুন্দর করে প্রকাশ।
ভাল থাকুন।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া !


ভালো থাকুন অনেক অনেক !

৫৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

নুর ফ্য়জুর রেজা বলেছেন: অজস্রবার ঘড়ির কাঁটা দীর্ঘ ঘড়ি ভ্রমন শেষ করেছে, এই আমি তখনো নির্লিপ্ত স্বপ্নবাজ কেবল!

প্রতিটা স্বপ্নবাজ যুবকের মনের কথা !! ++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! ধন্যবাদ আপনাকে !
ভালো থাকা হোক!

৫৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

আলম দীপ্র বলেছেন: আপনের আগের কবিতাও পড়তে পড়তে শেষ হয়ে যাচ্ছে ! :(
আপনার কবিতাগুলোর মাঝে এটা অন্যতম ভালো লাগল ।

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: এই কবিতাটা আমারো বেশ প্রিয় দীপ্র !
শীঘ্রই নতুন কিছু লেখার ইচ্ছে আছে !

৫৫| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন:

কোথায় হারিয়ে গেলে কবি! মিস ইউ!

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: মনে হয় ফিরে এসেছি :)
মিস করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.