নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন আগষ্ট -২০১৩

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

প্রতি মাসের মত এই মাসেও কবিতা সংকলন প্রকাশ করতে পেরেছি বলে ভালো লাগছে ! সামুতে প্রতিদিন গড়ে ১৫-২০ টি কবিতা পোষ্ট হয় , অনেকেই ভালো লিখেন , কেউ শখে লিখেন , কেউ ভালোবেসে লিখেন , অনেকেই আছেন কবিতা খায় , কবিতা ঘুমায় !! সেখান থেকে বাছাই করে এই সংকলন কাজ শুরু করেন ব্লগার কান্ডারী অথর্ব এবং একজন আরমান। দুজনের সাময়িক ব্যাস্ততার কারণে আমি দুমাস ধরে সংকলনের কাজ টি চালিয়ে নিচ্ছি। প্রায় সব কবিতাই আমার পছন্দের ! এই মাসে সংকলনে আমাকে সাহায্য করেছেন ব্লগার একজন আরমান।

কবিতা কিংবা গল্প কিংবা ফিচার সংকলনের উদ্দেশ্য কি ? আমি মনে করি ব্লগে আসা অসংখ্য পোষ্টের ভীড়ে অনেকের নজর এড়িয়ে যায় কিছু ভালো পোষ্ট , এই সংকলন থেকে পাঠক খুঁজে নিতে পারবেন সে সব পোষ্ট !

যখন এই ব্লগে নিক খুলি , সেফ হবার আগ পর্যন্ত সময় টা কেটেছে দুর্দান্ত সব লেখা পড়ে , মূলত চমৎকার সব গল্প , কবিতাই আমাকে এই ব্লগকে ভালোবাসতে বাধ্য করেছে ! ইদানিং খুব একটা হাহাকার দেখি , ব্লগ আর আগের মত নেই ! আমিও খুব মিস করি সে সব ব্লগারদের লেখা যাদের লিখা পড়ে এই ব্লগে থিতু হয়েছি । খুব করে চাই ওনারা আবার ব্যাক্তিগত ব্যাস্ততার ফাঁকে ব্লগে সময় দিক , তাতে আমরা যারা শৌখিন , এমেচার ব্লগার আছি তাদের উপকার হয় , আমরা অনেক কিছুই শিখতে পারবো !

ব্লগে অনেকেই শখে লিখে থাকেন ! তাদের লিখায় অনেক ভুল-ভ্রান্তি থেকে থাকে(আমি নিজেই এই দলে )! পুরাতনরা যদি তা ধরিয়ে দেয় , তাহলে ব্লগে লিখার মান আরো বাড়বে ! ব্লগে অনেকেই তাদের শক্তিশালী লেখনী দিয়ে মন জয় করেছেন , তাদের ই একজন আমার প্রিয় কবি

রেজওয়ান মাহবুব তানিম ! এবারের কবিতা সংকলন টি তাকে উৎসর্গ করা হলো ! কবি আগষ্ট মাসে ব্লগে কোন কবিতা পোষ্ট করেন নি ! তাতে কি আমি সবার আগে পুরোদমে পেশাদার প্রিয় এই কবির লিখা আমার প্রিয় দুটা কবিতা দিয়ে এবারের সংকলন শুরু করেছি। তারপর অন্য সবার কবিতা থাকবে ! আমার অজান্তে কোন কবিতা বাদ পড়লে আমি আবার যোগ করে দিবো !

মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করবেন । উনি অসুস্থ ! তাই এই মাসে সংকলন থাকছে ছবিমুক্ত !


**********************************************************

*কালোবেড়ালের পাপার্ত পাখনা - রেজওয়ান মাহবুব তানিম

* আশার কথা বলি - রেজওয়ান মাহবুব তানিম

*********************************************************

* পারঘাটার গান - স্বদেশ হাসনাইন

মরে গেলে কবরে কেউ ফুল দিও না ! - প্লিওসিন অথবা গ্লসিয়ার

* নিশীথের নীলে নীল স্বপ্ন.... - ভিয়েনাস

* প্রস্তাব - ৎঁৎঁৎঁ

* অশ্রু শ্রুতি/ - তানিয়া হাসান খান

* আমার জীবন - তপু১৬১০

* বৃদ্ধের জৈবনাক্ষেপ..... - জামিনদার

* দিন চলে যায় - কাজী দিদার

* পথ চলা - নির্বাসন এ একা

* দুঃখ বিলাসী সুখ - টেনিদা বিভ্রাট

* আমার খুব ইচ্ছে করে - মাসুম আহমদ ১৪

* কখনো বলোনা যেন আমি অপেক্ষা করিনি ! - বটবৃক্ষ~

* অবনী - কানিজ ফাতেমা

* জন্মান্তর - সঙ্গীতা৬৬৬৬৬৬

* নির্বাক কথোপকথন - অদ্রি অপূর্ব

* তুমি আসবে বলে - জাফরিন

* বেশ্যাকে বুবু বলে ডাকলে?তোমার জাত যাবেনা তাতে! - রাইসুল নয়ন

* রঙিন সুতা - মেহেদী হাসান ''

* টানাপোড়েন - রোকসানা লেইস

* ছাদের মানুষ, ছাদের ঈশ্বর - নিথর শ্রাবণ শিহাব

* স্বন্ধি - অমি রিজওয়ান

*মেঘ - sraboni

* পথ - এম আমির হোসেন

* মেঘ পিয়নের ব্যাগে - গানের খেরোখাতা

* জল মুকুরে যেন কার ছায়া - আরুশা

* ত্রিমাত্রা - সায়েম মুন

* মৃদু বসন্তে - তিথির অনুভূতি

* তুমি কোথায় যাবে? -যাও -

মোঃ সাইফুল ইসলাম সজীব

* তোমার হাতে পাঁচটি নীলপদ্ম। - নাফিজা নুসরাত

* তিথির অনুভূতি - বিষাদ সজল

* এবং নাইলোটিকারা - ভাঙ্গা কলমের আঁচড়

* আহা, জীবন! - আশরাফুল ইসলাম দূর্জয়

* একাকী উন্মনা রাতি:Art-O-Meter - বোকামন

* ♣ কবিতাঃ ।।---কষ্ট খানিক পষ্ট---।। ♣ - দিকভ্রান্ত*পথিক

* স্বার্থের অস্তিত্ব - শুকনোপাতা০০৭

* একটি সূর্যপত্র কিংবা সূর্যের কাছে চিঠি - ভাঙ্গা কলমের আঁচড়

*নেমেসিস উঠে এসো আলেকজান্দ্রিয়ার ভস্ম থেকে - মুনসী১৬১২

* পারঘাটার গান - স্বদেশ হাসনাইন

* অইচ্ছে সকল আমাকে দিয়াছো দাও নাই নীল জোনাকি! - মাহী ফ্লোরা

* বিষন্ন সময় ধার করে আত্মার গন্ধ খোঁজে শরীর -

আলাউদ্দিন আহমেদ সরকার

* তার ছায়া, অন্য আলোকে -অদৃশ্য

* যৌথ দীর্ঘশ্বাস - মেহেদী আনডিফাইন্ড

* মিথ্যে করে হলেও একবার বল - বোকা মানুষ বলতে চায়

*নিয়ন্ত্রণহীন দৃশ্যপটে ! - মর্তুজা হাসান সৈকত

* যে চাঁদ গীটার বাজাতে জানে - ফকির ইলিয়াস

* প্রজাপতি কেমন আছো তুমি ? - সাবরিনা সিরাজী তিতির

* কবিতাঃ অগত্যা নির্বাসন ৩ - নির্লিপ্ত স্বপ্নবাজ

* ।।।.......নন্দিনী........।।। - সকাল রয়

*ভালথেক ভালবেস..... -তারছেড়া লিমন

* পাখি ও রাজকন্যা - ৎঁৎঁৎঁ

* থাক তবে না বলাই থাক অগোছালো অনুভূতি যত - রাইসুল নয়ন

* কবিতার আকুতি - সোমহেপি

* একটি বার যদি পাশে তাকিয়ে দেখতে,,,,,,:( - অপরাজিতা নীল

* পাঁচটি কবিতা - নিয়াজ মোর্শেদ

* দুঃসময় - শাহেদ খান

* রাতশেষে ঘৃণার বীর্যপাত - সন্ধি পালোয়ান

* জ্যোৎস্নাগন্ধা শরীর - রোমেন রুমি





* ইরেজার ও জীবন গল্প - জামিনদার

* ব্যথা ... - তেরো

* কবিতাঃ এইবেলা আড়ালে - নির্লিপ্ত স্বপ্নবাজ

* কবিতাঃ কত টুকু তুমি অস্তিত্বে নিয়েছিলে ঠাই - টুম্পা মনি

* একটি ধৃষ্টতা! কাহলিল জীবরান অনুবাদের ছোট্ট প্রয়াস। - অনির্বাণ প্রহর

*কবিতাঃ রোমন্থন - টেস্টিং সল্ট

* জীবনের জল-তরঙ্গ_১ - জুলিয়ান সিদ্দিকী

* ♣ ।।---অনুরক্ত প্রণরেনী, প্রণয় আঁকতে দেবে? ---।। ♣ - দিকভ্রান্ত*পথিক

* প্যারাগন - সেলিম আনোয়ার

* নজরুল সমীপে - সোনালী ডানার চিল

* পূর্বরাগ, অনুরাগ এবং অন্যান্য - লেখোয়াড়

* একটি কবিতা কিভাবে বদলে যায়। - মোঃ সাইফুল ইসলাম সজীব

* মানুষেরই কেবল ফেরা নেই - রোকন রাইয়ান

* আত্মপ্রেম, চুম্বন, গন্তব্য, গণিত এবং পাসপোর্ট - স্বদেশ হাসনাইন

* জীবনের জল-তরঙ্গ_২ - জুলিয়ান সিদ্দিকী

* শব্দের জোড়াতালি - বিষণ্ণতা - আদনান শাহ্‌িরয়ার

* বিষাদ সিম্ফোনি। - অনির্বাণ প্রহর

* কয়েকজন হিয়াবাসিনী - পাপতাড়ুয়া

* মৃত্ঘুমপরী - আহসান জামান

* মৃদু বসন্তে - তিথির অনুভূতি

* ত্রিমাত্রা - সায়েম মুন

* কেন জানিস......? - ঈপ্সিতা চৌধুরী

* তোমাদের সন্তান - ৎঁৎঁৎঁ



আগের সংকলন লিঙ্কঃ

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুলাই -২০১৩

মন্তব্য ১৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাক্তিগত সীমাহীন ব্যাস্ততার কারনে এই মাসে সংকলন প্রকাশ করতে আমার সমস্যা হয়েছে ! অনেক ভালো লিখা বাদ থাকতে পারে ! তাই খুব খুশি হবো কেউ কমেন্টে বাদ যাওয়া কবিতার লিঙ্ক দিলে !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: কেন জানি মনে হচ্ছে অনেক প্রিয় লেখকের পোষ্ট ই বাদ পড়ে গেছে , নিজেই সময় করে বসে আরেকবার দেখবো ! আর কেউ যদি লিঙ্ক দেয় তাহলে আরো খুশি হবো !

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী উদ্যোগ ।ভাল লাগলো ।+

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২

একজন আরমান বলেছেন:
বিখ্যাত কবি তানিম সাহেবের কবিতা মিস করি। উনি আমাদের মতো এমেচার ব্লগারদের কবিতা লিখতে, শিখতে উৎসাহিত করতে পারেন।

মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: যথার্থ বলেছেন একজন আরমান !
মন্ত্রীর শারিরীক সুস্থতা কামনা করি ! শুনেছি উনি নাকি ওনার মডেম সহ হাসপাতালে আছেন :P :P

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো উদ্যোগ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই , সাথেই থাকুন নতুন , পুরাতন , চমৎকার আর কাব্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া এম্যেচার ব্লগারদের নিয়ে করা এই মাসিক আয়োজনের !

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৪

সুমন কর বলেছেন: ভালো উদ্যোগ , চালিয়ে যান।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই , সাথেই থাকুন নতুন , পুরাতন , চমৎকার আর কাব্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া এম্যেচার ব্লগারদের নিয়ে করা এই মাসিক আয়োজনের !

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কবি শফিক আফতাব ওরফে গেন্দু মিয়ার কবিতা নেই, কষ্ট পেলাম।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার কষ্টে আমিও কষ্টিত !

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পরিশ্রমী সংকলনের জন্য ধন্যবাদ অভিকে।
ভালো থাকুন সব সময়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জুলিয়ান ভাই ! পরিশ্রমী তো বটেই , এবারের সংকলনের কাজ করার সময় কিছুটা কষ্ট ও ছিল মনের ভিতরে !
একটা স্কুলে নতুন ছাত্ররা আসলে সেখানে পুরাতনরা তাদের শিখায় নানাভাবে ! ব্লগেও এই জিনিস টা দেখেছি , খুবই চমৎকার এবং প্রয়োজনীয় একটি ব্যাপার !
নতুনদের অনেকেই ভালো লিখে থাকেন , তারা ব্লগের ম্রিয়মাণ প্রাণচাঞ্চল্য ধরে রাখতে সাহায্য করছেন !
ক্রমাগত একধরণের আস্ফালন (ব্লগ আর আগের মত নেই , পড়ার মত কিছু খুঁজে পাওয়া যায়না ) নতুন যারা লিখতে আসছে তাদের অপমানিত করার মত । তারা অনুৎসাহিত হতে চায়না , উৎসাহ চায়! এক সময়কার যারা দুর্দান্ত লিখতেন , নানাবিধ কারণে এখন ব্লগে আসেন না তারা ফিরে এসে নতুনদের সাথে যোগ দিলে আমাদের ব্লগিং সময় টা আরো চমৎকার এবং শিক্ষনীয় হবে বলেই আমার বিশ্বাস! তারা যদি নাই আসতে পারেন তাহলে এই ব্লগ রিলেটেড ফেসবুক এক্টিভিটি তে এসব নিয়ে আলোচনা করার একটা অর্থ হচ্ছে তাদের অপমান করা!
অনেক কথা বলে ফেলার জন্য দুঃখিত শ্রদ্ধেয় জুলিয়ান ভাই ! আপনারা যারা আমার এবং অন্যান্য লেখকের ব্লগে গিয়ে শিক্ষনীয় মন্তব্য করেন , কিংবা পোষ্ট রিলেটেড আলোচনা , সমালোচনা করেন তখন সত্যি অনেক ভালো লাগে ! শুভকামনা সব সময়ের !

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:
নেট ঝামেলার কারনে ব্লগিং করতে পারছিনা কিছুদিন ধরে। তারপরও আজ কষ্ট করে ব্লগে একটু ঢুকতে পেরেছি।

সুন্দর উদ্যোগ প্রশন্সার দাবীদার অভি!
সামুতে প্রতিদিন এত বেশি বেশি কবিতা আসে! তার থেকে সংকলন বানানো চারটি খানি কথা না! আপনার জন্য শুভকামনা থাকল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো সময়ে এসেছেন প্রিয় গল্পকার !
আপনার জন্য অনেক শুভকামনা , সংকলন পোষ্ট রেডি করতে করতে আপনার গল্প পড়েছি !
ভৌতিক গল্প , আবার পড়তে হবে !

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৪

শ. ম. দীদার বলেছেন: যাক, দীর্ঘদিন পরে এসেও দ্যাখি সামুতে এখনো ঢুঁ মারার প্রয়োজনীয়তা বর্তমান (একটু স্টাইল করে বললাম, ভাই)। অনেক ধন্যবাদ। তবে সমস্যা হচ্ছে আজকের রাতটা বোধয় আপনার এই এক পোষ্ট পড়েই খতম হয়ে যাবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ , দীর্ঘদিন পরে এসেও প্রয়োজনীয়তা অনুভব করার জন্য !

শুভকামনা সব সময়ের !

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তৃতীয় প্লাস অভি ভাই! আপনার শত পরিশ্রমের কারনে যা যা চাই তা ব্লগে না থেকেও পেয়ে যাই! এই কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই কোন। দেখা হইলে বিরানী খায়েন একদিন :) :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: প্লাসের জন্য বিশেষ কৃতজ্ঞতা পথিক ভাই !

সামুতে দুর্দান্ত লিখে যাওয়া চমৎকার সব কবি সাথে আড়ালে থেকে যাওয়া এম্যেচার ব্লগারদের নিয়ে এই সংকলন চলবে আপনাদের সাথে থাকার প্রেরণা নিয়ে ! আমি যখন পারবোনা তখন হয়তো আপনি নিজেই এই দায়িত্ন নিবেন !

বিরিয়ানীর অপেক্ষায় ;) ;) ;) B-) B-)

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ক্রমাগত একধরণের আস্ফালন (ব্লগ আর আগের মত নেই , পড়ার মত কিছু খুঁজে পাওয়া যায়না ) নতুন যারা লিখতে আসছে তাদের অপমানিত করার মত । তারা অনুৎসাহিত হতে চায়না , উৎসাহ চায়! এক সময়কার যারা দুর্দান্ত লিখতেন , নানাবিধ কারণে এখন ব্লগে আসেন না তারা ফিরে এসে নতুনদের সাথে যোগ দিলে আমাদের ব্লগিং সময় টা আরো চমৎকার এবং শিক্ষনীয় হবে বলেই আমার বিশ্বাস! তারা যদি নাই আসতে পারেন তাহলে এই ব্লগ রিলেটেড ফেসবুক এক্টিভিটি তে এসব নিয়ে আলোচনা করার একটা অর্থ হচ্ছে তাদের অপমান করা! [/su

খুবই সহমত। ভালো বলেছেন। যাই হোক, এই ধরনের পোষ্ট আমার মত আলসে পাঠকদের জন্য অনেক কাজের। আপনাকে অনেক ধন্যবাদ নিয়মিত এই পোষ্টটি আপডেট করার জন্য।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কা_ভা ভাই !

কথাগুলো শ্রদ্ধেয় জুলিয়ান ভাইয়ের কমেন্ট প্রতিউত্তরে বলেছি এক ধরনের হতাশা থেকে !

আশা করি অনেকেই এই পোষ্ট থেকে তাদের মিস হয়ে যাওয়া পোষ্ট পড়বে এবং যারা নতুন লিখছেন তাদের উৎসাহিত করবেন !
শুভকামনা সব সময়ের !

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪

কাজী মামুনহোসেন বলেছেন: পরিশ্রমী উদ্যোগ, তবে কিছু কিছু কবিতা মনে হয় মিস করেছেন।

আমার প্রিয় কবিদের একজন, প্লিওসিন অথবা গ্লসিয়ার ভাইয়ের কোন কবিতা নেই দেখা খারাপ লাগলো!!!

Click This Link

এটা যুক্ত করার অনোরোধ করছি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ! আপনার খারাপ লাগার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি ! এই মাসের সংকলন রেডি করেছি মাত্র ২ ঘণ্টায়!
আগের বারের মত প্রতি দিনের পোষ্ট কালেক্ট করতে পারিনি !
প্লিওসিন অথবা গ্লসিয়ার আমার দেখা অন্যতম সেরা একজন !
এক্ষুনি যোগ করে দিচ্ছি !

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৩

কাজী মামুনহোসেন বলেছেন: আগষ্ট মাসে প্রকাশিত হওয়া আরও একটি দুর্দান্ত কবিতা (অনেকদিন আগে পড়েছি কিন্তু এখনও মনের মধ্যে গেঁথে আছে)। উনার আরেকটি কবিতা দিয়েছেন, তবে অনোরোধ করছি যদি পারেন ওইটা সরিয়ে হলেও, এই কবিতা যুক্ত করে দিয়েন। :)

Click This Link

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ! ঐ পোষ্ট সরানোর প্রয়োজনীয়তা অনুভব করছিনা , নয়ন ভাইয়ের এই কবিতাটা ও যোগ করে দিচ্ছি ! আগেই বলেছি অনেক তাড়াহুড়ায় করেছি , অনেক বাদ গিয়ে থাকতে পারে ! আপনাকে ধন্যবাদ সাহায্য করার জন্য !

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৯

অনির্বাণ প্রহর বলেছেন: প্রিয় স্বপ্নবাজ, আমাদের স্বপ্ন গুলো এভাবে প্রতিনিয়ত জড়ো করার যে প্রচন্ড পরিশ্রম আপনি কাধে নিয়েছেন তাতেই আমরা বারবার কৃতজ্ঞ হয়ে যাই।

সত্যিই অনেক সময় আর যত্ন না থাকলে এত গুলো কবিতা পড়ে তার ভেতর থেকে বাছাই করে নিয়ে আসাটা কোনভাবেই হতনা! তাই আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
অনেক অনেক ভাল থাকবেন আর পাশে থাকবেন।
অনেক শুভ কামনা রইল কবি ও কবিতা প্রেমীর জন্য।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ! স্রোতের বিপরীতে থাকা কিছু মন্তব্যের সাথে সাথে আপনাদের প্রেরণা সাহস দেয় !

আরো লিখুন ! অনেক অনেক !
শুভকামনা সবসময়ের !

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২২

প্রিন্স হেক্টর বলেছেন: পরিবেশ বাবুর কোবতে কই অভি ভাই? X( X( X(


আপনার দৃষ্টি আকর্ষন করছি

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শান্ত হও হেক্টর ! রেগে মেগে আবার কাউন্টার পোষ্ট দিও না !
ব্যাপার টা দেখতেছি ! :( :( B-) B-) :P :P

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৫

প্রিন্স হেক্টর বলেছেন: রাগবো না মানে? কবিতা সংকলনে বন্দুর কবিতা দেন নাই আর আমি রাগবো না? X(( X(( X((

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: কৈলাম তো দেখতাছি ! শান্ত হও বাছাধন !

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৬

মাগুর বলেছেন: বাপরে! এত এত কবি!! :-* :-*
পেন্নাম নিবেন গো কবিরা! সুময় কইরা সব্বার কবিতা পাঠ কইরবো ;)

আর অভি ভাইরে ইসপিশাল ধইন্যা :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪৩

ডি মুন বলেছেন: নিঃসন্দেহে ভালো পোস্ট অভি ভাই ।

অনেক অনেক শুভকামনা :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ডি মুন ভাই !

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৮

প্রিন্স হেক্টর বলেছেন: অভি ভাই সকাল বেলায় হাসতে হাসতে মরার দশা হইছে। বন্দুর পোষ্টে গিয়া দেখেন আপনারে বানান সম্পর্কে সচেতন হইতে কইছে =p~ =p~ =p~

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: রাতেই দেখছি হেক্টর ! ইস্ক্রিন শট ও রাখছি ! সযতনে রেখে দিয়েছি =p~ =p~

উনি দীর্ঘজিবী হোক , আমরা মাঝে মাঝে আনন্দ পাই !

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শ্রমসাধ্য পোস্টের জন্য অভিনন্দন অভি ভাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই , সাথে থাকার জন্য !

২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১০

লাবনী আক্তার বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন: পরিবেশ বাবুর কোবতে কই অভি ভাই? X( X( X(

=p~ =p~ =p~ =p~ =p~


ভালো উদ্যোগ। পোস্টে+++++++

আফসোস লাগতাছে নিজের কোন কবিতা নাই দেইখা। আগস্টে কেন যে একটা কবিতা লিখি নাই!! :|| :|| :P :P

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: |-) |-) |-) কইলাম তো দেখতাসি ব্যাপারটা ! কবির কবিতা নিয়ে আলাদা একটা সংকলন করার ইচ্ছে রাখি :P :P


ধন্যবাদ আপু , হুম কেন যে লিখেন নাই !

২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২

অপর্ণা মম্ময় বলেছেন: আপচুচ , আমি কোনও কবিতাই লিখতে পারি নাই গেলো মাসে ! খুব খারাপ কাজ হইছে এইটা !

এখানে অনেকের কবিতাই পড়া হয় নিয়মিত। ভালও লেখে বেশ কয়েকজন। সবার জন্য শুভকামনা।

তবে ব্লগ একটা ইন্টার‍্যাকশনের জায়গা। আমি ১০ দিন কারো পোস্টে গিয়ে মতামত জানালে আমিও আশা করবো সেই ব্যক্তিও আসুক আমার ব্লগে। কিন্তু প্রায়ই প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল হয় না। সবার আন্তরিক হৃদ্যতায় ব্লগ মেতে থাকুক হাসি, আনন্দ, গঠনমূলক আলচনা,সমালচনায়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব খারাপ হইছে , আপনারা অনেকেই লিখেন নাই ! এই জন্যই তো আমার মনে হয় কি জানি নাই , কি জানি নাই !


শেষের কথাগুলার সাথে কঠিনভাবে সহমত ! তাই এবার ইচ্ছে থাকার পরেও কয়েকটি কবিতা বাদ দিয়েছি , উনারা নিয়মিত লিখেন , অন্য কারো পোষ্টেই যান না , অনেকেই আছেন নিজের পোষ্টের ই প্রতিউত্তর দেন না ! কমিউনিটি ব্লগের আলাদা যে আমেজ আর প্রাপ্তি সেটা এভাবেই আসে ! পোষ্ট রিলেটেড আলোচনায় অংশ নিলে সবারই মঙ্গল ! তাই সযতনে এমন কিছু পোষ্ট এড়িয়ে গিয়েছি ! শুভকামনা আপু !

২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

একজন আরমান বলেছেন:
দিকভ্রান্ত*পথিকরে কইষা মাইনাচ। :-P :-P :-P

সংকলনে আমারও অবদান আছে; অথচ বিরিয়ানি একলা তোরে খাওয়াইবে ! /:) /:) /:)

স্বর্ণা আর হেক্টুর কমেন্ট পইড়া হাসতেই আছি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: মাইনাচ খাওয়ার পর হেতে তোরে বিরানী খাওয়াইবো বাকি বুঝতাছিনা !
প্লাস দিতি , আমি চেষ্টা করে দেখতাম !
তাও দেখি কিছু হয় নাকি , তোর বায়োডাটা পাঠায়া দিস মেইলে !
@ দিকভ্রান্ত পথিক জরুরী দৃষ্টি আকর্ষণ !


হেক্টু তো একটা জিনিস , পোলাডা ভালা আছে , পরিবেশ বন্ধুকে অনেক পছন্দ করে !

২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমার যে কবিতাখানা থাকবে বলে আশা করেছিলাম উহা না থাকায় খানিকটা অবাক হয়েছি বটে কিন্তু এতজন ভালো লেখকের সাথে নিজের নাম দেখতে পেয়ে খুশিও কম হয়নি । এতো পরিশ্রমের একটি কাজ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছু বলার নেই । ভালো থাকুন , প্রার্থনা করি , অনেক বেশি ভালো থাকুন । শুভেচ্ছা জানবেন । :) :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আদনান শাহরিয়ার ! আপনার দুটা কবিতাই চমৎকার।

এবার কাজ শুরু করেছিলাম ৩১ তারিখ থেকে , তাই আগের কবিতাটা বাদ দিয়েছি সংকলন অনেক বড় হয়ে যাচ্ছিলো দেখে ! আমি কোন তুলনাতে যাইনি !
আপনিও ভালো থাকুন , আর চমৎকার সব লিখা উপহার দিন !

২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

ঢাকাবাসী বলেছেন: প্রচুর পরিশ্রমসাধ্য পোষ্ট, অনেক ধন্যবাদ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ! শুভকামনা জানবেন !

২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

আমিনুর রহমান বলেছেন:




ইহা মোটেও আন্তর্জাতিক মানের ও নিরপেক্ষ সংকলন হয়নি কেননা আমার কোন কোবতে এখানে স্থান পায়নি :|| :|| :||

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :( :( :( :( :( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :P :P :P :P !:#P !:#P !:#P !:#P B-) B-) B-)

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

গোর্কি বলেছেন:
-শ্রমলব্ধ ভালো সংগ্রহ।
-সুন্দর পোস্ট।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গোর্কি !
ভালো থাকুন সব সময় !

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: আইচ্ছা এই মাসে লিখুম একটা কবিতা। নাইলে দুইখান কবিতা ! কবিতা লেখনটা কষ্টের কাজ, অল্প কথায় ভাব ফুটাইয়া তোলা বহুত ঝামেলা লাগে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিকাছে !

মাসে অন্তত একটা লিখেন !

২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

সায়েম মুন বলেছেন: চমৎকার একটা কাব্যিক ভ্রমণমূলক পোস্ট। বেশীর ভাগ কবিতাই পড়া। সময় পেলে বাকীগুলোও পড়া যাবে। আপনার কষ্টসাধ্য পোস্ট এর জন্য আবারও অভিনন্দন জানাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই !

সময় পেলে পড়বেন !

শুভকামনা থাকলো !

সাথেই থাকুন !

৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

ভিয়েনাস বলেছেন: রাতেই কাব্য ভ্রমন শেষ করেছি । অনেক ভালো উদ্যোগ । অব্যাহত থাকুক এমন সুন্দর পরিশ্রমী প্রচেষ্টা :)

শুভ কামনা রইলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ! আপনার কাব্যিক ভ্রমণ আনন্দময় হয়েছে আশা করি !

ভালো থাকুন বেশী বেশী !

৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

এম মশিউর বলেছেন: পরিবেশ বন্ধুর কবিতা না থাকায় পোস্টে তেব্র নিন্দা ঘোষনা করছি।।

আর গেন্দু মিয়ার কবিটাও রাখা উচিৎ ছিল।।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ! শুভকামনা জানবেন ! ইনাদের কবিতা রাখতে গেলে আলাদা সংকলন লাগবে ! তাদের একেক জনের প্রকাশিত কবিতাই তো সব কবিতার সংখ্যার সমানুপাতিক ! আমি ভাই নগন্য মানুষ !

৩২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাবতাছি এখন থিকা কবিতা লেখমু..............

পুস্ট প্রিয়তে.........

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা বর্ষণ !

৩৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

মামুন রশিদ বলেছেন: গল্প সংকলন করার চেয়ে কবিতা সংকলন করা অনেক বেশি শ্রম সাধ্য । কারণ ব্লগে কবি আর কবিতার সংখ্যা অগুনিত ।

ব্লগে এই মুহূর্তে যারা সংকলন করি, আপনি বা আমি কেউই দেড় বছর আগে এখানে ছিলাম না । নিজ উদ্যোগ এবং শ্রমেই কাজটা করার জন্য আমরা এগিয়ে এসেছি । সংকলন নিয়ে ব্লগে অনেক নেগেটিভ কথাই প্রচারিত হয় । কিন্তু যখন দেখি আগে যারা সংকলন করতেন তারা আমাদের নানা ভাবে সাহায্য করার সুযোগ থাকার পরেও সংকলনের বিরুদ্ধে কথা বলার স্রোতে গা ভাসাচ্ছেন, তখন খুব খারাপ লাগে ।

ভাই, আপনাদের সময়ে আপনারা অনেক প্রফেশনালি কাজটা করেছেন, ভাল কথা । এখন আমরা এ্যমেচারলি কাজটা করছি, পোস্টে এসে আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাদের প্রফেশনাল হতে সাহায্য করা ছিল সিনিয়র হিসাবে আপনাদের দায়িত্ব । কিন্তু পোস্টে এসে কিছু না বলে অন্য প্লাটফর্মে এটা নিয়ে নেগেটিভ কথা বলা কতটুকু বিবেচনাপ্রসূত, তা ভেবে দেখবেন ।

শুভকামনা অভি এবং আপনার কাব্যিক ভ্রমন টীম কে :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !

ব্লগে এই মুহূর্তে আমরা যারা নিয়মিত আছি আমাদের নিজেদের পোষ্টে আসা - যাওয়া আর আলোচনা -সমালোচনার মাধ্যমে আমাদের এক ধরনের ইন্টারেকশান তৈরী হয়েছে !
এখন ধরে নেন , আমি ব্যাক্তিগত ব্যাস্ততার কারণে দুই বছর ব্লগে আসতে পারলাম না , স্বাভাবিক ভাবেই আমার জায়গা টা অন্য কেউ নিবে ! তখন যদি আপনি বা আপনারা মনে করেন দূর বাচ্চা পোলাপান কি লিখবে ! দেন ইউ আর এ বুলশিট !
দু বছর পর আমি যখন ফিরে আসলাম তখন আপনারা হয়তো নাও থাকতে পারবেন ! স্বাভাবিকভাবেই আমি চাইবো একটা লেখা কষ্ট করে দিয়েছি , ব্লগাররা পড়ুক , আলোচনা হোক ! তখন যদি আমাকে কেউ না চিনে সেটা আমার ব্যার্থতা , আমি যদি মনে করি দূর এখন আর আমার সময়ের কেউ নেই , সব আবাল পোলাপান , আগে কি সুন্দর দিন কাটাইতাম, তাহলে আমি আবাল !! আমার তখন উচিৎ হবে ভালো পোষ্ট দেয়া , রিলেটেড ব্লগারদের পোষ্টে গিয়ে আলোচনায় অংশ নেয়া , সেটা না করে যদি বলি আগে কি সুন্দর দিন কাটাইতাম , এখন আর আগের মত নাই , তাহলে আমার চেয়ে আবাল আর কেউ হবেনা ! কমিউনিটি ব্লগ , কারো ব্যাক্তিগত ব্লগ নয় !! এখানে সিনিয়ররা জুনিয়রদের স্নেহ শাসন করবেন , জুনিয়ররা শ্রদ্ধা করবেন ! শাসন সেই করতে পারবে যে আদর করে ! যে ভালো লিখে তাকে উৎসাহ দিবে , ভুল থাকলে ধরিয়ে দিবে তাতে যে চর্চা টা হয় সেটা দুপক্ষের জন্য ভালো ! সেটা না করে ক্রমাগত গান গেয়ে যাওয়া পচে গেছে সিস্টেম বলে চিল্লাফালা করা টা হতাশাজনক ! সম্মান জোর করে নেয়া যায়না , জোর করলে বরং সেটা নষ্ট হয় !

আপনার কথাগুলোর সাথেও সহমত !
শুভকামনা জানবেন শ্রদ্ধেয় মামুন ভাই !

৩৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অসংখ্য ধন্যবাদ অভি, আরমান ভাইদের! মহৎ কাজের জন্য অভিনন্দন গ্রহন করুন! এবার একটু দেরীতে আসলো সংকলন, অপেক্ষায় ছিলাম! গল্পের সংকলন ঠিকমত বের হয়ে গেল, কিন্তু কবিতার এখনও হচ্ছে না, বিষয়টার পেছনে গল্পকারদের কোনো প্রচ্ছন্ন ষড়যন্ত্র আছে কিনা, বন্ধু কোনো নতুন হুমকি দিলেন কিনা এসব মিলিয়ে নানা দুশ্চিন্তা হচ্ছিল! :-B

আমরা যারা শৌখিন , এমেচার ব্লগার আছি
- ইয়ে অভি, একটা প্রশ্ন আসলো মাথায়, আমরা আপনারা শৌখিন ব্লগার বুঝলাম, আমাদের দেশে প্রফেশনাল কমিউনিটি ব্লগিং কারা করেন? চিনে রাখতাম, আর নিজেরও ক্যারিয়ার লিস্টে থাকতো! ব্লগিং কইরা পয়সা পাইলে আর কে চাকরী করতে যায় বলেন?

ক্রমাগত একধরণের আস্ফালন (ব্লগ আর আগের মত নেই , পড়ার মত কিছু খুঁজে পাওয়া যায়না ) নতুন যারা লিখতে আসছে তাদের অপমানিত করার মত । তারা অনুৎসাহিত হতে চায়না , উৎসাহ চায়! এক সময়কার যারা দুর্দান্ত লিখতেন , নানাবিধ কারণে এখন ব্লগে আসেন না তারা ফিরে এসে নতুনদের সাথে যোগ দিলে আমাদের ব্লগিং সময় টা আরো চমৎকার এবং শিক্ষনীয় হবে বলেই আমার বিশ্বাস! তারা যদি নাই আসতে পারেন তাহলে এই ব্লগ রিলেটেড ফেসবুক এক্টিভিটি তে এসব নিয়ে আলোচনা করার একটা অর্থ হচ্ছে তাদের অপমান করা!


- আমারও খুব বিরক্ত লাগার মত একটা বিষয় তুলে ধরেছেন চমৎকার ভাবে। এই অংশটা মূল পোস্টের সাথে দিতে পারলে ভালো হত। আগে সামুতে শায়েস্তা খানের আমল আছিল, সকাল বিকেল এখানে রবীন্দ্রনাথ, তলস্তয়রা এখানে উপন্যাস প্রসব করত, জীবানন্দ, নেরুদারা সামুতে কবিতা না দিয়া কোথাও প্রকাশ করেননি, আরও কত কি! আমরা লিখি নতুন, কিন্তু তাই বলে আমাদের চোখ তো আর সেদিন ফুটে নাই! আগে ব্লগ অনেক জমজমাট ছিল, দূর্দান্ত সব ব্লগার লিখে গেছেন। তারা এখন লেখেন না বলে আমি এখন আর সামু ব্লগে যাইনা- এইসব যারা বলে তারা সব হুজুগে ব্লগার। স্বয়ং হুমায়ন আহমেদ ব্লগিং করতে আসলেও এরা বাইরে বসে কাঁনতো আর বলতো,- হুমাঊন এখন সস্তা লাগে, আগে ভালো লিখত, যখন আমি তার লেখা পড়তাম! এরা আসলে নিজেরা ব্লগিঙ্গের আগ্রহটুকু হারিয়ে ফেলে নিজের কাছে স্বীকার করতে লজ্জা পায়!

অনেক কথা বইলা ফেললাম!

ভালো থাকুন!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইফতি ভাই (আপনার নিক উচ্চারন করাতারিনা , যশোরের মানুষ ইরাম কেন , সব নাম কঠিন কঠিন !! :P :P )
কি আর বলবো বলেন সামুর বাগে বন্ধু যে নেই হলফ করে বলতে পারিনা ! আর সত্যি কথা কি পোষ্ট রেডী থাকে , শুধু নিশ্চিত থাকি মামুন ভাই ১ তারিখেই গল্প সংকলন প্রকাশ করেন ! তাই ইচ্ছা করেই আমি ঠিক করেছি ৮-৯ তারিখ ! ৯ তারিখ একবার ঢু মারলেই পাবেন আশা করি (ইনশাল্লাহ আমি বা আমরা যদি সুস্থ থাকি , অসুস্থ নোংরামি না হলে )! এই মাসে একটু আগেই দিয়েছি কষ্ট থেকে !

কষ্ট টা কি সেটা আপনি বলেছেন অনেক সুন্দর করে ! প্রফেশানাল শব্দটা আমি এখানে বলেছি কষ্ট থেকে ! আমরা যারা শখে লিখি , গল্প ,কবিতা কিংবা সমসাময়িক ফিচার ! লিখতে ভালোবাসি বলেই লিখি! এখানে আমাদের ভুল থাকাটাই স্বাভাবিক ! যারা আগে লিখতেন , এই ব্লগেই অনেক দুর্দান্ত লেখক আছেন , ছিলেন , এখানে লিখেই তারা নিজেদের তৈরী করেছেন , কেউ তৈরী হয়ে এসে এখান থেকে পাঠক মতামত জানার চেষ্টা করেন ! অনেকে এখানে লিখা শুরু করে পরে বই বের করেছেন , অনলাইন ছাড়াও তাদের পাঠক আছেন ,সেই সব বই ও বের হয় ! ভুলে গেলে চলবেনা সহব্লগাররাই সবার আগে কিনে ! কাল যদি আপনার একটা কবিতার বই বের হয় আমি সবার আগে কিনবো !
সেখানে যদি কিছুদিন পর আপনার সমসাময়িক ব্লগাররা আর না থাকেন (যে কোন কারণে , দেটস নান অফ মাই বিজনেস ) তখন যদি আপনি বলেন এমেচার দিয়ে ব্লগ চলে ! দূর ! তাহলে আপনার জন্য আমার অনেক মায়া , আপনার হাসপাতালে যাওয়া দরকার ! আর যদি বলেন না , যারা নতুন আসছে তাদের একটু উৎসাহ দেই , ভুল থাকলে ধরিয়ে দেই তাহলে আপনার জন্য গভীর শ্রদ্ধা ! ভুলে গেলে চলবেনা , যার আছে সে দেয় , হাত খুলে দেয় !


অনেক কথা বলেছেন আমিও বলছি ! জানিনা কতটুকু শালীন হচ্ছে শুধু চাই সিনিয়ররা বা লিজেন্ড রা এসে আবার তাদের লিখা পড়ে আমাদের তাদের মত হবার সুযোগ করে দিক ! আর না করতে পারলে প্লিজ মাফ করে দেন !
শুভকামনা ইফতি ভাই !~

৩৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: নিজেকে এই সংকলনে আবিষ্কার করে কেমন একটা ভালো লাগা অনুভব হলো। গল্পের সংকলনে নেই তো কি হয়েছে, কবিতার সংকলনে তো আছি! গত মাসে ছিলাম কিনা জানিনা। যাই হোক। অভি ভাই যে আরমান ভাইয়ের সাথে মিলে এতো বড় কাজ করছেন জানতাম না। অভিনন্দন!

পোস্ট বাড়ি নিয়ে গেলাম। আর এগুলোকে একটা পিডিএফ ফর্মেট রূপ দেয়া যায় কিনা, গল্পের সংকলনের মতো একটু চিন্তার জন্য কথাটা তুললাম। আমার মামুন রশিদ ভাইয়ের গল্পের সংকলনের পিডিএফ ফর্মেটটা বেশ লেগেছে।

অশেষ ধন্যবাদ। ভালো থাকুন সকলে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এই প্রত্যাশাই করছি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সজীব ভাই ! আরো লিখুন , আমরা সময় করে পড়তে থাকি !


আপনার বাড়িতে এই পোষ্ট ভালো থাকুক , আপনাকে আনন্দ দিতে পারলে তবেই আমার স্বার্থকথা !


পিডিএফের জন্য কেউ একজন এগিয়ে আসলে ভালো হয় , আমার ধারণা কবিতার সংখ্যা বেশী বলে কেউ সাহস করছেন না !
অনেক শুভকামনা , ভালো থাকুন !

৩৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: বরাবরের মতই পরিশ্রমী পোস্ট। নিয়মিত কষ্ট করে এই কাজ করে যাচ্ছেন- আপনাদের একাধিক ধন্যবাদ প্রাপ্য।

শুভকামনা রইল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব !

সাথে থাকার জন্য কৃতজ্ঞতা ! শুভকামনা জানবেন !

৩৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় ব্লগার ৎঁৎঁৎঁ এর কমেন্ট পড়ে হাসতে হাসতে মারা যাচ্ছি। !! দারুন একটা মন্তব্য। মন্তব্যে প্লাস।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , উনি কিছু অপ্রিয় সত্য কথা বলেছেন ! নোংরা আলোচনার লিমিট ক্রস করলে এরকম কিছু বলতেই হয় !

৩৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

টুম্পা মনি বলেছেন: অনেক কষ্ট সাধ্য কাজ করলেন অভি। অজস্র শুভকামনা।

শুভকামনা মহামান্য ৎঁৎঁৎঁ এর জন্যও। ১০০ লাইক তার কমেন্টে। :#) :#) :#)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ টুম্পামনি ! শুভকামনা জানবেন !

ইফতি ভাইয়ের কমেন্টে আমি লাইক দিলাম !

৩৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

মেজেরকানদি বলেছেন: Click This Link

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: দুঃখিত আমি এই লিঙ্কে যাচ্ছিনা , এটা স্পার্ম ও হতে পারে ! আগষ্ট মাসে প্রকাশিত কোন ব্লগারের কবিতা হলে লেখকের নাম ও কবিতার নাম বলে সেই লিঙ্ক দিতে পারেন !

৪০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

এহসান সাবির বলেছেন: পরিশ্রমী পোস্ট, অনেক কবিতা, অনেক কষ্ট সাধ্য কাজ, ধন্যবাদ অভি ভাই....
+++++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সাবির ভাই ! সময় পেলে পড়বেন , আশা করি আপনার কাব্যিক ভ্রমণ আনন্দময় হবে !
শুভকামনা জানবেন !

৪১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

মামুন রশিদ বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: গল্পের সংকলন ঠিকমত বের হয়ে গেল, কিন্তু কবিতার এখনও হচ্ছে না, বিষয়টার পেছনে গল্পকারদের কোনো প্রচ্ছন্ন ষড়যন্ত্র আছে কিনা, বন্ধু কোনো নতুন হুমকি দিলেন কিনা এসব মিলিয়ে নানা দুশ্চিন্তা হচ্ছিল!


:-B :-B :-B :-B :-B


০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ঘটনা কি হাছা নি কোন মামুন ভাই ! ইমু তো কয় আপনে ইফতি ভাইয়ের কথা শুনে ব্যাপক অবাক খুশি হইছেন !
যদি কোন ষড়যন্ত্র থাকে তাহলে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার নামে নালিশ করে ব্যাবস্থা নিবো !
অফটপিকঃ আপনি কি জেনেছেন যে উনি ওনার অসুস্থতার জন্য এই মাসে প্রচ্ছদ করতে পারেন নাই ! আমরা সবাই তার সুস্থতা কামনা করি !

৪২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অধমের এই কবিতাটি একবার পারলে পড়ে দেখবেন

Click This Link

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !
যোগ করে দিচ্ছি ! চোখে না পড়ার জন্য দুঃখ প্রকাশ করছি!
আরো লিখুন , শুভকামনা রইলো !

৪৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথমেই আমার আগের মন্তব্যে জীবন কবির নামের বানানে ভুল থাকার প্রতি দৃষ্টি আকর্ষন করিয়া বলিতে চাই শুধু এই খানে না, আরও একটি জায়গায় মুদ্রন ত্রুটি ঘটিয়াছে, - উপরে মামুন ভাইয়ের উদ্ধৃত অংশ হইবে এইরূপ-

বিষয়টার পেছনে গল্পকারদের ভেতরের এক কুচক্রী মহল, যারা কবি ও গল্পকারদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে অশুভ উদ্দেশ্য হাসিল করতে চায়, তাদের কোনো প্রচ্ছন্ন ষড়যন্ত্র আছে কিনা, বন্ধু কোনো নতুন হুমকি দিলেন কিনা এসব মিলিয়ে নানা দুশ্চিন্তা হচ্ছিল!

দেখলেন তো মামুন ভাই, সামুর সার্ভারে কী পরিমাণ কুচক্রী বাগ ঘুরিতেছে! কে জানিত আপনি আবার ঘুরিয়া কবিতা পোস্ট সংকলন পরিদর্শনে আসিবেন, #:-S

যাহাই হউক, আমি ইহার সাথে জড়িতদের তীপ্র শাস্তি দাবী করিতেছি!

ইয়ে মামুন ভাই, আমি তো এই মাসেও একখানা গল্প লিখবো ভাবছি, আপনাদের সংকলনের সময় আমাকে ভুলে যাবেন না প্লীচ! :-B :-B

সামুতে এখন লাইক প্লাস এর চরম খরা যাইতেসে, উপরে কা_ভা ও টুম্পা মনির প্লাস গুলি বুঝিয়া নিয়া যাই! :#) :#)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার প্লাস টাও লগে করে লইয়া যান !

@ মামুন ভাই , কবি গল্প লিখতে যাচ্ছে , হাতে তালি দিয়ে স্বাগত জানান! :P :P

সামুর সার্ভারের দ্রুত সুস্থতা কামনা করি !
;) ;) ;)

৪৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
গেন্দু মিয়ার কয়েকটা কবিতা কিন্তু বেশ ভালৈ লাগসে ||

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সুমহান পরিবেশ বন্ধু আর গেন্দু মিয়ার ভক্ত সমাজ একটা হরতাল ডাকতে পারেন ! :P :P


শুভসন্ধ্যা মুন ভাই !

৪৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একজন আরমান@ ভাই শোনেন নাই, 'ব্লগ যার বিরিয়ানী তার!?' ;) ;) ;) ;)



আর সহজ হিসেবেই আপনারে বিরিয়ানী খাওয়াবো না বরং আপনি ছোট ভাইরে বিরিয়ানী খাওয়াবেন! ;) ;) ;) =p~ =p~

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: দুঃখিত @ একজন আরমান ! আমার আর কিছুই করার নেই !
বিরিয়ানি খেতে যাবো , তবে বন্ধু হিসেবে কিছু নিয়ে আসতে পারি !

আর ব্যাটা তোরে কত করে কইলাম , সব জায়গায় বড় ভাই হবিনা , মিস করবি ! দেখসোস তো অবস্থা ! আমার একা একা বিরিয়ানি খাইতে একটু খারাপ লাগবে রে !
আগেই কইছিলামা কইষ্যা মাইনাচ দেয়াটা একটা বড় ফ্যাক্ট হতে পারে , সেটাই প্রমাণিত হইলো ! যাই হোক দুঃখ করিস না , আমি কিছু নিয়ে আসবানি !

বিরিয়ানীর জয় হোক ! @ পথিক ভাই !

৪৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

অনাহূত বলেছেন: আবারো দারুণ অগাষ্ট।
ধন্যবাদ সুন্দর সংগ্রহের জন্য। প্রিয়তে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই , শুভকামনা থাকলো !

৪৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

হাসান মাহবুব বলেছেন: গল্পের মত কবিতা অত পড়া হয় না। তাই ভালো কবিদের চিনতে পোস্ট খুবই কার্যকর হবে। সাধুবাদ জানাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ! আপনার মন্তব্য আমার মত আরো অনেককেই প্রেরণা দিবে ! শুভকামনা রইলো !

৪৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয়তে! +
কবিতা কিছু বুঝলেও ‘মন্তব্যের ঘরে’ পর্যাপ্তভাবে তা প্রকাশ করতে পারি না। এখানে আমার দুর্বলতা আছে।

সুন্দর একটি ভূমিকা দিয়েছেন, স্বপ্নবাজ অভি!
মাননীয় মন্ত্রী মহোদয়ের সুস্থতা কামনা করছি।

শুভেচ্ছা জানবেন :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই !

একই দুর্বলতা আমারো আছে , গল্পে কিংবা ফিচারে যা বুঝেছি কবিতায় সেটা প্রকাশ করা একটু কঠিন লাগে!

ভালোলাগা , মন্দলাগা তেই সীমাবদ্ধতা !

ভূমিকা ! |-) |-) |-)

ভালো থাকুন !

৪৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

অভি ভাই আমিও না হয় এমেচার কিন্তু আমার গত মাসে কোন কবিতা ছিলোনা বলে কি আপনি আমার কোন কবিতা রাখবেন না। এটা কোন কথা হল :( গুনী কবিদের কবিতা যদি মাসিক সংকলনের জন্য না পেয়ে পুরানো কবিতা থেকে এনে সংকলনে রাখতে পারেন তবে আমার মত এমেচার যারা কবিতা লেখেন অথচ গত মাসে কোন কবিতা নেই তাদের প্রতি এমন অবিচার কেন ? তাদের ও আমার পুরানো কবিতাও স্পেশাল করে রাখতে পারতেন ।

চৌধুরী সাহেব আমি এমেচার হতে পারি কিন্তু আমারও কবিতা থাকা উচিত ছিলো। B-)

এই এমেচার আমার কোন কবিতা দেয়া হয়নাই। সংকলন আন্তর্জাতিক মানের হয় নাই। তীব্র প্রতিবাদ জানাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে আরো সাধনা করতে হবে ! খ্যাতির শীর্ষে উঠে যেতে হবে , এতটা শীর্ষে যেখান থেকে মাটি দেখা যাবেনা !

তারপর ভেবে দেখবো !
প্রতিবাদ পাত্তা দিলাম না ! ;) ;) B-) B-)

৫০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া রইলো!

যতারীতি ভালো এবং পরিশ্রমি পোস্ট

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: মন্ত্রী মহোদয়ের সুস্থতা কামনা করি !

ধন্যবাদ মাসুম ভাই !
ভালো থাকুন !

৫১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

খাটাস বলেছেন: এমনিতেই কবিতা ভাল লাগে না, কারন কবিতা বুঝি না। তারপর ও কবি বন্দু আর কবি গেন্দুর সিরাম ফ্যান হউয়ার কাছকাছি পর্যায়ে চলে গেছি। তাদের কবিতা নাই কেন? X(
পরিশ্রমী পোস্টে প্লাস। :D

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: X( X( X( X( X( :( :( :( |-) |-)
গেন্দু আর বন্ধু আমারে পাগল করে ছাড়লো !
ভালো থাকুন ভাই !

৫২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর কবিতা সংকলনে ++++++++
আপনার জন্যে শুভকামনা......

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ কবি !
শুভকামনা সব সময়ের ! ভালো থাকুন , অনেক অনেক !

৫৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আরমান, আমি ফান করে বলিনি। উনার কিছু কবিতা আমি অনেক মনোযোগ দিয়ে পড়েছি। অনেক ভাল লেগেছে। উনার মাকে নিয়ে একটা কবিতা পড়েছিলাম, আমার চোখে পানি এসে পড়েছিল। উনার কবিতা আমার ভাল লাগে, শুধু উনি একটু বেশি কবিতা পোষ্ট করে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ স্বর্ণা আপু !


ঠিক বলেছেন , উনার কিছু কবিতা খুব ভালো হয় !

শুধু উনি এত বেশী কবিতা পোষ্ট করেন যে সবার কাছে একটা নেতিবাচক ধারণা তৈরী হয়েছে পাশাপাশি উনি কমিউনিটি ব্লগের ব্লগীয় ইন্টারেকশান থেকেও অনেক দূরে ! এইসব কারণেই হয়তো আমি ওনার ব্লগে খুব একটা যাই না ! আপনার সাজেশনের জন্য ধন্যবাদ , পরের সংকলন করার সময় এটা মাথায় থাকবে !
শুভকামনা সব সময়ের !

৫৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: যতগুলো পড়েছি বা পড়ছি চমৎকার সব কবিতা।

কোনকিছুই আগের মত থাকেনা। এটাই বাস্তবতা। ডাব পেকে নারিকেল হয়, শুয়োপোকা হয় প্রজাপতি /:) কিন্তু কথা হচ্ছে কে সে দুষ্ট যে নতুন প্রতিভা স্ফুরণ দেখে হিংসায় জ্বলে পুড়ে মরছে! তাকে তীব্র ধীক্কার X((

@ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, আপনি ঠিক বলেছেন। আমাদের গেন্দু মিয়া ওরফে শফিক আফতাব প্রায়ই উলটা পালটা কবিতা প্রসব করলেও মাঝে মাঝে তার কিছু কবিতা আসলেই অসাধারণ হয়। উনার ইমেজ সংকটের কারণে উনার ভালো কবিতাও সুবিধা করতে পারেনা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: তীব্র ধীক্কার X((

ধন্যবাদ কুনোব্যাঙ ভাই !

স্বর্ণা আপুর সাজেশন টা মাথায় থাকলো !

শুভকামনা জানবেন !

৫৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৯

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভাল লাগলো আপনার কবিতা সংকলন।
অনেক অনেক সুভেচ্ছা আপনার জন্য।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , ভালো থাকুন !

৫৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

অদৃশ্য বলেছেন:





প্রিয় অভি

বরাবরের মতোই চমৎকার কাজ...


কান্ডারী অথর্ব ও একজন আরমান এবং অভির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা...

মাননীয় মন্ত্রী মহোদয়ের সুস্থতার জন্য প্রার্থনা রইলো...


শুভকামনা...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য !

শুভকামনা জানবেন অনেক অনেক !

ভালো থাকুন !

৫৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫

রেজওয়ান তানিম বলেছেন: প্রিয় অভি, এ মাসের সংকলন আমাকে উৎসর্গ করায় আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি সত্যিই আশা করিনি একেবারে। এক সময়ে আমি আমার প্রায় প্রতিটি পোস্টই সহ ব্লগারদের উৎসর্গ করেছি, তা নিয়ে অবশ্য আড়ালে আবডালে কুকথাও শুনতে হয়েছে ( পোস্ট উৎসর্গ করে হিট বাড়াতে চায়) :P :P

যাই হোক, কাল্পনিক ভালবাসার সেইদিনের স্ট্যাটাসে আমার কমেন্ট অনেকেরই মনোবেদনার কারণ হয়েছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু আমি আজকে একটু পরিষ্কার বলতে চাই, একদম নবীনতম ব্লগার যার লেখালেখির জ্ঞাণ শূন্য সেও একটা দুটো কবিতা লিখছে বলেই ব্লগ আজ এত বড় একটি বিষয়। তাহলে প্রশ্ন হল সেদিন আমি কেন সংকলন প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করলাম এবং বললাম এ্যামেচার কবি কর্তৃক কৃত সংকলনের সীমাবদ্ধতার কথা।

এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে ফিরতে হবে বছর চার পাশ আগের সময়ে। তখন কারা ব্লগিং করতেন এক ঝলক দেখি, আমি যে কয়টা পারছি লিঙ্ক দিচ্ছি - সরকার আমিন , মুজিব মেহদী, মুক্তি মণ্ডল, ফকির ইলিয়াস , মজনু শাহ, ব্রাত্য রাইসু, টোকন ঠাকুর ( শেষোক্ত দুইজন ঠিক সিরিয়াস ব্লগিং কখনোই করেননি, ফেসবুকের তাৎক্ষণিক স্ট্যাটাসের মত পোস্ট দিয়ে গেছেন) এরকম আরো অসংখ্য কবির নাম বলা যাবে। এমনকি হাংরি আন্দোলনের বিখ্যাত কবি মলয় রায় চৌধুরী ও ব্লগিং করেছেন। গল্পকার ও সমালোচকদের মধ্যে আহমেদ মোস্তফা কামাল, রণদীপম বসু, মাহবুব মোর্শেদ, কাফি কামাল, তারিক স্বপন, আকাশ অম্বর এরা সৃজনশীল ব্লগিং এর উদাহরণ হয়েছিলেন। এরকম অসংখ্য কবি লেখক ছিলেন আমাদের, আমাদের আগের ব্যাচের ব্লগারদের উপর আশীর্বাদ হিসেবে। নব্বইয়ের দশকের এসব ব্লগারদের কমেন্ট পেতে, উনাদের আলোচনায় নিজের লেখাকে তুলে ধরতে এমনকি ব্লগার হাসান মাহবুবকেও দেখা গেছে সচেষ্ট থাকতে। এতে করে যা হয়েছে তা হল লেখক কবিদের পরম্পরা তৈরী হয়েছে। সেসময় সংকলন ও করেছে ফিউশন ফাইভ সহ আরো তারকা ব্লগাররা, যারা নিজেদের পরিশ্রমে তারকা হয়েছেন। অতি সহজ খ্যাতির পথে পা বাড়াননি। ব্লগে নিজেকে সংকলন পোস্ট করার যোগ্য হিসেবে প্রমাণ দিয়েই সংকলন করেছেন, ঢুকেই দু তিনটা পোস্ট দিয়ে সংকলন করেননি। সংকলনে সংকলনে ভিন্নতা আছে, যেমন তুমি এই সংকলনটা করেছো, রেজওয়ানা, আরজু পনি করেছে এ সংকলনগুলো গ্রহণযোগ্য বিতর্ক থাকলেও। কেননা এসব ব্লগার একটা ক্রেডিবিলিটি অর্জন করেছে। কিন্তু ব্লগে ঢুকেই, আমি যাদের অনুসরণ করি কিংবা ব্লগে কাদের পোস্ট সব সময় নির্বাচিত হয় এ জাতীয় সংকলন পোস্টকে নির্বাচিত করাকে আমি খারাপ চোখে দেখি।

প্রশ্ন আসতে পারে আগে ব্লগ কি তবে এতই স্বর্গীয় উদ্যান ছিল ? মোটেই তা নয়, তখন ও ক্যাচাল ছিল। তবে বিষয়টা এই যারা এইসব ক্যাচালে জড়াতেন এবং ক্যাচাল করতেন তার বিষয় ছিল গুরুত্বপূর্ণ। কে কাকে খাওয়ালো কিংবা ঘুষ দিল, ধার দিল এ নিয়ে ক্যাচাল খুব কমই হয়েছে। আর ছাগু বিষয়ক ক্যাচাল তো সবসময়েই ছিল। ২০১২ সালের পর থেকেই ব্লগারদের ব্লগ ত্যাগের হিড়িক ওঠে এবং এখন সিনিয়র ব্লগারদের প্রস্থানে ব্লগ এখন প্রতিষ্ঠিত লেখক শূন্য প্রায়। বছরখানেক আগে একদিন হাসান মাহবুবের সাথে ফোনে কথা বলার মুহূর্তে আমি তাকে প্রশ্ন করেছিলাম, আপনার লেখা ধারণ করার যোগ্যতা কি ব্লগ রাখে ? উনি হতাশ কণ্ঠেই আমাকে বলেছিলেন আরো দুই বছর আগেই এ ব্লগ তা হারিয়েছে। ২০১২ বইমেলায় আমার যত লেখকদের সাথে দেখা হয়েছিল তারা সবাই তখন চতুরের খুব প্রশংসা করছিলেন সাহিত্যধারার ব্লগিংকে গুরুত্ব দেবার কারণে, যারা সকলেই সামুর প্রতিষ্ঠিত ব্লগার ছিলেন। পরবর্তীতে দেখা গেল চতুর ও তার অবস্থান ধরে রাখতে ব্যর্থ।

যা হোক, আমার যা পর্যবেক্ষণ তা হল, নতুন ব্লগার উৎসাহ চায়, চায় গ্রহণযোগ্য গঠনমূলক সমালোচনা। কিন্তু তাকে এটাও মনে রাখতে হবে, চাইলেই পাওয়া যায় না। সময় ও ব্লগ দুটোই বড় নিষ্ঠুর। দশজন কবি সমালোচনা, গ্রহণযোগ্য পরামর্শ চাইলে মিলবে একজনের। তবে এও সত্যি, আন্তরিক হলে তা মিলবে। যেমন আমি পেয়েছি, এটা আমার বিশেষ সৌভাগ্য। ব্লগার স্বদেশ হাসনাইন, হানিফ রাশেদীন, সোনাবীজ, আরো অনেক অনেক ব্লগার আমাকে প্রচুর শিখিয়েছেন। সবাইকেই মনে রাখতে হবে শেখার কোন শেষ নেই আবার শেখার মানসিকতা তৈরীও জরুরী। উনারা যেমন আমাকে শিখিয়েছেন উল্টোক্রমে আমিও ওনাদের অকপট মন্তব্য করেছি। স্বদেশ হাসনাইন তার গোটা তিনেক কবিতা আমার কথায় বদল করেছেন আমার যতদূর মনে পড়ে। সমালোচনার একটা উদাহরণ দেই, আমার এই কবিতাটি দেখে অনুপ্রাণিত হয়ে কবিতা লিখেছেন- রাজশ্রী। এর পরেও এই কবিতাটিকে যেভাবে সমালোচনা করা হয়েছে তা অনেকেই নিতে পারবেন বলে আমার মনে হয় না। তাই লিঙ্কটিও দিলাম। আমি নিজে অনেক লেখায় কিছু বলতে গিয়ে যে বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছি সেই ভয়েই আজকাল আর কিছু বলি না। আর সমালোচনার বেলায় আমি মনে করি লিখতে শুরু করলেই তাকে সমালোচনা করার কিছু নেই, কেননা ব্লগে এমন ও দেখেছি যে প্রথম লেখালেখি শুরুই করেছে ব্লগে এর আগে কোনদিন কোথাও লেখেনি।

অনেক কথা বলে ফেললাম। আজ শেষ করার আগে জোর গলায় বলতে চাই আমি ব্লগে লেখার আগে প্রায় বছর পাচেক লিখেছি এর পরেও আমি মনে করি ব্লগে লিখেই আমি আজকে নিজের লেখাকে একটা পরিচিতির দিকে একটু হলেও নিতে পেরেছি। ব্লগের প্রতি আমার আজন্ম ঋণ, তাই ব্লগের উন্নতি আমার জন্যে সুখের ব্যাপার। তবে তা মৌলিক পোস্টের মাধ্যমেই হোক, তার পৃষ্ঠপোষকতায় হোক।

পরিশেষে, আমি নতুনদের প্রতি আস্থাবান, তবে মডারেশনের প্রতি কোনদিনই আস্থা রাখার মত কিছু পাইনি। ব্লগার নাহোল, শহীদ এরা যখন কবিতা নিয়ে সিরিয়াসলি আগাচ্ছিল আমি তখন সাধ্যমত চেষ্টা করেছি ওদের অনুপ্রাণিত করতে, এখন হয়ত ব্লগে করি না, তবে নতুনদের এখনো পরামর্শ দেবার কিংবা তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি। তাই আমার কমেন্টে কেউ কষ্ট পেলে তার কাছে ক্ষমাপ্রার্থী আমি।

তোমাকে আবারো ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ তানিম ভাই, ব্লগে ওয়াচে থাকাকালীন সময়ে আমি আপনার, শহীদুল, টুকিঝা, সোনাবীজ ভাই, নাহোলের লিখা পোষ্ট পড়ে ব্লগের প্রতি টান অনুভব করি! মূলত পাঠক হিসেবেই আমার পদচারনা! আমার ক্রিটিক পর্যায়ের সাহিত্য জ্ঞান শূন্য। ওয়াচে থাকাকালীন সময়ে আমি আস্তিক নাস্তিক, রাজনীতি সংক্রান্ত ক্যাচাল দেখেছি, আমার মত শখে ব্লগ নিক খুলা মানুষের ব্লগে থিতু হবার পেছনে যাদের নাম বললাম তাদের ই মূল ক্রেডিট! সেফ হবার কিছুদিন পর থেকেই আমি দেখলাম অনেকেই নেই! সাম্প্রতিক সময়ে কনফেশান পেজ গুলোতে সামু পচে গেছে, যারা লিখছেন তারা নিতান্তই মেধাহীন এই ধরনের কথাগুলো কিছুটা কষ্ট দায়ক! নিজে ও মাঝে মাঝে ভাবি কোথায় গেল সবাই! একইভাবে আপনি নিশ্চয়ই দ্বিমত পোষণ করবেন না যে নতুন অনেকেই আসছে, কিছুটা ভালো ও লিখছে, খানিকটা কারেকশন পেলে তারা অনেক ভালো ও করতে পারতো! কিন্তু দুঃখজনকভাবে তাদের পোষ্টে পাঠক কম! মূলত এই পাঠক শূন্যতা কমানোর লক্ষ্য থেকেই মামুন ভাই গল্প সংকলন করেন! আর কান্ডারী অথর্ব ও একজন আরমান কবিতা সংকলন প্রকাশ করা শুরু করেন! উদ্দেশ্য বলাই ছিল এই মূহুর্তে যারা ভালো লিখছেন কিংবা লিখার চেষ্টা করছেন তাদের উতসাহ দেয়া কিংবা আপনার মত সিনিয়র রা যাতে তাদের নজরে আনেন সে জন্য! তিন. মাস তারা কাজটি করে গেছেন তাদের মত করে! সাম্প্রতিক ব্যাস্ততার কারণে এই কাজটা আমি নেই! আমি আমার মত করেই করছি! আপনার দুটো বিষয়ে আমি দ্বিমত পোষণ করছি, সংকলন পোস্ট আমি কখনোই উতসর্গ করিনি, আর মোটেই আমার অনুসারিত পাতা থেকে নয়, আপনি যদি আগের দুমাসের দেখেন তাহলে বুঝবেন অনেক পোষ্ট এ আমি নিজেই কমেন্ট দিতে পারিনি! অনেকের পাঠক সংখ্যা শুন্য! এই ধরনের লেখকরা এখান থেকে হয়তো অনুপ্রাণিত হয়! সংকলন সবার মনপুত হবে তাও আশা করিনা! সাম্প্রতিক সংকলনের ভাবনাটি আমি পরিস্কার করতে পেরেছি নাকি জানিনা, তবে আপনি যদি পোষ্টের কমেন্ট গুলো পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝেছেন আমি কিছুটা হতাশ! মানি অনেকেই নেই, যারা চেষ্টা করছেন লিখতে মূলত তারা অন্তত আপনার বা সিনিয়র দের আলোচনা প্রত্যাশা করে! মূলত এই প্রত্যাশা থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্ আপনাকে উতসর্গ করা! ব্লগে কিছুই নেই ধারণা ঠিক রেখেই আমার মত নবীনদের সাহায্য করার আহবান আপনার কাছে থাকবে!

৫৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০

মরফিন বলেছেন: রেজোয়ান তানিমের কমেন্টখানা আমার স্যাটেলাইটের সীমানার অনেক উপ্রে দিয়া গেল। :|| :|| :( :( :(( :((

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার এন্টেনা ক্যাচ করছে , ভালো ভাবেই!
শুভকামনা আপনার জন্য !

৫৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগার হাসান মাহবুব ভাই এই প্ল্যাটফর্মের অন্যতম শ্রদ্ধাভাজন এবং গুনী ব্লগার। তার সাথে মনে হয় অন্য অনেকেরই তুলনা চলে না। বিশেষ করে তিনি নতুন পুরান সবার ব্লগে যেভাবে যান, পরামর্শ দেন, ভালো মন্দ বলেন, সেটা আসলেই একটি শিক্ষনীয় ব্যাপার। আমি যখন নতুন ছিলাম তখন তাকে আমার লেখায় পেয়েছি, তিনি আমাকে ভালো মন্দ বলেছেন। অনেক প্রতিষ্ঠিত বড় বড় লেখকরা আমার মত নতুন ব্লগারের ব্লগেও যান নি, ভালো মন্দ বলার সময়ও তারা পান নি। সুতরাং এই প্ল্যাটফর্ম নিয়ে সমালোচনা যদি করতেই হয় তবে সেটাতে তার অধিকারই বেশি। আর এই ব্লগে সাধারন ব্লগাররা তাকে যে সম্মান এবং ভালোবাসা দিয়েছে তাতে তার লেখা এই প্ল্যাটফর্মের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এবং তার লেখাগুলোর জন্য এই প্ল্যাটফর্মটি এড়ানো অনেক মুসকিল এবং কষ্টকরও বটে।

সেদিন তানিম ভাই মনে হয় তার মন্তব্যের বিপরীতে আমার মন্তব্যে বেশ কষ্ট পেয়েছিলেন। আসলে মাঝে মাঝে কষ্টের প্রতিদান কষ্ট দিয়েই দিতে ইচ্ছা করে। তাই তেমন মন্তব্য সেখানে করেছি।যাই হোক, তানিম এই ব্লগের একজন অন্যতম একজন ভালো কবি। এই সামুতে আসার কারনেই তার লেখা পড়ার সৌভাগ্য হয়েছে। সামুতে না আসা হলে হয়ত কখনই তার লেখা পড়ার সুযোগ হত না। কেননা, তার পরিচিত, বই প্রকাশ, লেখালেখির চর্চা এই সামুর মাধ্যমেই বিকাশ হয়েছে। এই জন্য অবশ্য তার নিজের মেধার একটা ভুমিকা অবশ্যই আছে। খুব চাই তিনি যেন সামনে আরো অনেক সফল হন। নতুনদের মাঝে নিজের পরিচয়কে নিশ্চিত করেন। ভালো মন্দ সমালোচনার মাধ্যমে আরেকজন রেজওয়ান তানিম সৃষ্টি না হোক অন্তত ভালো আরো কিছু কবি সৃষ্টি হোক।

আর অভি আপনাকে শুভেচ্ছা। যে সংকলনের কাজটি অন্য অনেক ভালো কবিদের করার কথা ছিল, আপনি সেই উদ্যোগটি আপনি স্বেচ্ছায় নিয়েছেন। সমালোচনা হোক, না হলে সুদ্ধ হতে পারবেন না। অনেক শুভ কামনা রইল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: সুস্থ আর সৃজনশীল ব্লগিং চলুক ! আলোচনা আর সমালোচনার মাঝেই ! ]
ধন্যবাদ কা_ভা ভাই !
আপনার বক্তব্যের সাথে একমত !

৬০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

আহসান জামান বলেছেন:
শ্রমসাধ্য উদ্দ্যোগীকাজ, সবাইকে অভিনন্দন জানাই। ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ !
শুভকামনা থাকলো !

৬১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

আরজু পনি বলেছেন:

কয়েকদিন নেটের বাইরে, ঢাকার বাইরে থাকায় পোস্টটা চোখ এড়িয়ে গেছে ।

অনেক কবিতাই তো দেখছি পড়া হয় নি !


যারা বলে ...সামুতে এখন ভালো পোস্টের হাহাকার চলছে... তাদের কথার জবাব দিতেই আমি জুলাই ২০১২ এর সংকলন পোস্টটা দিয়েছিলাম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে যে, কী পরিমাণ ভালো পোস্ট সামুতে নিয়মিত আসে ।


আর গেন্দু মিয়া কিন্তু আসলেই বেশ লেখে । তবে তার সমস্যা হচ্ছে সে অন্যের পোস্টে মোটেও যায় না বললেই চলে । আমি তাকে অনেক বলেছি ...ইদানিং টুকটাক দেখি অন্যদের ব্লগে যায়, যদিও সেটা খুবই কম ।

আর উনার ভালো পোস্টগুলো হিট খড়ায় ভোগে বলে উনি রাগ করে উল্টাপাল্টা যৌনসুরসুরি মূলক পোস্ট দিয়ে থাকেন, যেটা উনি নিজেই স্বীকার করেছেন ।

আশা করি, কমিউনিটি ব্লগিং-এর বিষয়টা গেন্দু মিয়া ভেবে দেখবেন ।

অনেক কষ্টসাধ্য কাজটা করায় অভি, আরমান দু'জনকেই অভিনন্দন জানাই ।।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু ! দু একদিন দূরে থাকলেই অনেক পোষ্ট জমে যায় !

সামু আবার জমে উঠবে সৃজনশীল ব্লগিং দিয়েই !

গেন্দু মিয়ার কবিতা রাখারা ইচ্ছে আছে , উনিও হয়তো কমিউনিটি ব্লগিং এর নিয়ম গুলো বুঝে গেছেন !

শুভকামনা আপু !

৬২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

আম্মানসুরা বলেছেন: এই কবিতাও দিতে পারেন, আমার কাছে বেশ ভালো লেগেছে

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে ! কবিতাটা আমারো ভালো লেগেছে ! সেলিম ভাইয়ের আরেকটা কবিতা দেয়াতে এটা এইবার দেইনি !
শুভকামনা জানবেন !

৬৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রিয় অভি,
আমার নতুন পোস্টের কমেন্ট...?

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: যাচ্ছি বস ! সারাদিন বসতেই তো পারলাম না !

৬৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

বৃতি বলেছেন: প্রিয় অভি,

শুভকামনা রইল আপনাদের এই উদ্যোগে । আপনি, কাল্পনিক ভালোবাসা, আরমান, তাসনুভা বিথি, আরজুপনি আপু, মামুন রশীদ ভাই, কান্ডারী অথর্ব ভাই, আমিনুর ভাই এবং আরও অনেকে - ব্লগের প্রতি আপনাদের ডেডিকেশন দেখে খুব ভালো লাগে। ব্লগের প্রতি আপনাদের ভালোবাসা সহজেই বুঝতে পারি আমরা, নতুনদের জন্য আপনারা অনেক বড় প্রেরণা । আমার আন্তরিক ধন্যবাদ জানবেন ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি !
শুধুমাত্র ভালোলাগা থেকেই সব করা ! সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ !

৬৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

আনজির বলেছেন: অভিনন্দন আপনাকে এমন একটি সংকলন করার জন্য.......

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আনজির !

৬৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

রহস্যময়ী কন্যা বলেছেন: পুরো অগাস্ট ব্লগ থেকে দূরে থাকায় অনেক কবিতাই মিস হয়ে গেছে।এখন এখান থেকেই সব পেয়ে গেলাম।আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই :)
ভালো থাকবেন ভাইয়া :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , আমরাও রহস্যময়ী কন্যাকে মিস করেছি !
শুভকামনা !

৬৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৮

বটবৃক্ষ~ বলেছেন: হায়হায়! আমি দেখিইনাই এই পোস্ট!! :( :( ফেবুতে বইসা আমার ব্লগে টাইমই দেয়া হয়না!! /:) /:) ভালা হইসে ফেবুতে আর যামুনা ভাবতাসি!!
বড় বড় ব্লগারদের মন্তব্য পরে অনেক কিছু জানলাম! ছোট হয়ে একটা কথা বলতে ইচ্ছে করছে, সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল থেকে সে অনুযায়ি আচরনের বহিপ্রকাশ করতে পারাটা আসলেই অনেক মুল্যবান মানবীয় গুনাবলী! আজকাল এই গুন খুজে পাওয়া দুষ্কর! কারো উদ্দেশ্যে বলিনি কথাটা! স্বগতোক্তি!! আশা করি কেউ বেয়াদবি হিসেবে নেবে না! আজকার কোন কথা থেকে যে কিহয়ে যায় !খুব ভয় লাগে! :(

আর অভি ভাই!আপনি আবার সংকলন করসেন!! /:) /:) X((
কৈসিনা আপনারে না করতে!! আমার পছন্দেরটা বাদ দিসেন মিয়া!মাইনাস দিলাম! (এম্নিতেও প্লাস দিতে পারুম্না আর জিবনে মনেহয়! )
View this link

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার স্বউক্তি ভালো লেগেছে ! শুভকামনা আপু !
ফেবুতে হারিয়ে যেতে দেখে ভেবেছিলাম আপনাকে আর পাবোনা কোথাও।
প্রিয় সামুতে থাকুন সারা জীবন !
দেখা হবে বিভিন্ন পোষ্টে !
ভালো থাকুন অনেক অনেক !

৬৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৬

বটবৃক্ষ~ বলেছেন: ত্রিমাত্রা _টা দুবার এসেছে বোধহয় ভুল করে!

ধন্যবাদ!
দেখা হবে বিভিন্ন পোষ্টে !

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !

৬৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

ডট কম ০০৯ বলেছেন: এই রকম একটা পোষ্ট দিতে অনেক কষ্ট হয় জানি।

আপনার কষ্টটা স্বার্থক হোক।শুভ কামনা রইল ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ডট কম ০০৯ !

৭০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভীষণ পরিশ্রমের কাজটির জন্য ধন্যবাদ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া !

৭১| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫

লেখোয়াড় বলেছেন:
অভি, অনেক হয়েছে, এবার এই কাজটি ছেড়ে দেন।

আপনার অনেক সময় নষ্ট হচ্ছে, এই সময়গুলো অন্য কোন ভালকাজে ব্যবহার করেন, তাতে আপনার লাভই হবে। এই কাজে আপনার কোন ভবিষ্যত নেই, হয়তো ক'জন বন্ধু পাবেন, কিন্তু তারপর?

আপনাকে একথা বলায় অনেকে হয়তো আমাকে খারাপ ভাববে, তা হোক।
কিন্তু আপনি রাগ করবেন না আশা করি।

ভাল থাকুন।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় !
যতদিন করে মনে আনন্দ পাবো ঠিক ততদিনই করবো ! যখন মনে হবে হচ্ছেনা , তখন আর পাবেন না এই পোষ্ট !
খুব শীঘ্রই আসছে সেপ্টেম্বরের সংকলন !
শুভাকাঙ্খীর মত করে বলাতে ভালোই লেগেছে !
ভালো থাকা হোক !

৭২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০০

শুঁটকি মাছ বলেছেন: কবিতা পড়তে ইচ্ছা হল তাই আপনার ব্লগে ঢুকলাম।একটা লিংকেও কেন জানি ঢুকতে পারলাম না।নিয়তি!!!!! /:)

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :( :( :(

৭৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৫

শাহেদ খান বলেছেন: প্রথমেই ভাল লাগা জানাই কষ্টসাধ্য এই কাজটা করে যাওয়ার জন্য।

কবিতা'র পাশাপাশি ব্লগ নিয়েও অনেক কথা আসায় পোস্ট'টা আরও ভাল লাগল। শুভকামনা সকল কবিদের - নতুন এবং আগের সবাইকে।

নস্টালজিয়া - শব্দটা শুনলেই মনে হয় সেই কবেকার কোনও কিছু। কিন্তু এই ব্লগে এসে বুঝেছি - মাত্র দু'তিন বছরের স্মৃতি নিয়েও প্রচন্ড নস্টালজিয়ায় আক্রান্ত হওয়া যায় ! ২০১০-এর শরতে ব্লগে আসলেই যাদের দেখা পেতাম, বছর ঘুরতেই তারা সব কোথায় হারিয়ে গিয়েছিল। '১১-র হেমন্তে মিশে গেলাম প্রাণবন্ত অন্য অনেকের সাথে। '১২-র মাঝামাঝি পর্যন্ত বেশ ছিলাম। স্বভাবসুলভ একটা ডুব দিয়ে বেশ কিছুদিন পর আমি এসে দেখি, সেই তারা'ও কোথায় যেন... [মাঝে মাঝে ডুব দেয়া আমার স্বভাবদোষ] '১৩-র বর্যা-শরতে এখন নিত্য দেখা পাই স্বপ্নবাজ অভি, প্রোফেসর শঙ্কু, কাল্পনিক_ভালবাসা, কান্ডারী অথর্ব, বোকামন এবং এমন আরও অনেকের আন্তরিক উপস্থিতি (এদের অনেকেই হয়তো অনেকদিন ধরে ব্লগিং করছে; আমি বললাম শুধু আমার পরিচিতি'র গন্ডিটা)। ভবিষ্যৎ জানি না, তবে এটুকু বুঝতে শিখে গেছি - ব্লগে স্বর্ণযুগ ফেলে এসেছি এই ভেবে মন-খারাপ করাটা অনর্থক। প্রতিটা বছরই নতুন করে স্বর্ণযুগ। আজ হয়তো বোঝা যায় না, তবে বছর ২-৩ পর এদের কথা ভেবেই হয়তো আবার নস্টালজিক হওয়া লাগবে ! তাই অত আক্রান্ত না হয়ে, বর্তমানকেই সুন্দর ভাবতে চাই, আর বর্তমানের প্রতি আন্তরিক থাকতে চাই ! :)

আর যারা শুরু থেকে নিরন্তর আছেন - হামা ভাই, দূর্জয় ভাই, সায়েম ভাই, তানিম, মাহী, সোনাবীজ ভাই, শায়মা'পু, রেজু'পা, পনি'পু আর আর যাদের নাম হয়তো পরে মনে পড়বে - ব্লগে কখনও এদের অভাববোধ করতে চাই না !

অফটপিকে অনেক কথা বললাম অভি। ভাল-লাগা'র প্রকাশ হিসেবেই। শুভকামনা সবসময়ের জন্য। 8-|

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আজ হয়তো বোঝা যায় না, তবে বছর ২-৩ পর এদের কথা ভেবেই হয়তো আবার নস্টালজিক হওয়া লাগবে ! তাই অত আক্রান্ত না হয়ে, বর্তমানকেই সুন্দর ভাবতে চাই, আর বর্তমানের প্রতি আন্তরিক থাকতে চাই ! :)

আর যারা শুরু থেকে নিরন্তর আছেন - হামা ভাই, দূর্জয় ভাই, সায়েম ভাই, তানিম, মাহী, সোনাবীজ ভাই, শায়মা'পু, রেজু'পা, পনি'পু আর আর যাদের নাম হয়তো পরে মনে পড়বে - ব্লগে কখনও এদের অভাববোধ করতে চাই না !

দুর্দান্ত বলেছেন শাহেদ ভাই !
অনেক ধন্যবাদ , ভালো থাকা হোক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.