নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

~ গোপন নৈরাজ্যে গেয়ে ওঠা নিরাশার গান! ~

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২



অজস্র দৃশ্যকল্পে দীর্ঘ পথ পেরিয়ে ,

এখানে এসে দেখি ধূসর ,

ধোঁয়াটে বিবর্ণ অতীত!

ব্যক্তিগত ক্লান্তি রেখে এসেছিলাম খোলা জারে , নিঃশ্বাসের গন্ধে।

দেখলাম ,

ছায়াপথের মোড়ে মোড়ে নান্দনিকতার পসরা সাজিয়ে বসে

আছে অজস্র আদিমানব , সম্পর্ক গুলো ওখানে বিকিকিনি হয় সস্তা

দামে।

সুনির্ধারিত এবং বিকৃত দৃশ্যকল্পগুলো যখন ধোঁয়াটে হয়ে আসে ,

জেনে রেখো,

অলস মস্তিষ্কের পেরেক গাঁথা বেদনা

নক্ষত্র থেকে নক্ষত্রে ছুটে চলে,

বিবর্ণ হয়ে উঠে আমার সমস্ত প্রাপ্তি

অন্ধকার নেমে আসে জোছনাকালে,

অতঃপর সিগারের ধোঁয়ায় দেখতে পাই

শূন্যতা





অন্ধকার মুঠোয় নিয়ে হেঁটে এসেছি এতটা পথ

একদিন দেখতে পাই ,

গোপন নৈরাজ্যে ঝড় উঠে কালপুরুষের বুকে।

এই যে দীর্ঘ পথ,



ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!

মন্তব্য ১১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

সুমন কর বলেছেন: .....
ছায়াপথের মোড়ে মোড়ে নান্দনিকতার পসরা সাজিয়ে বসে
আছে অজস্র আদিমানব , সম্পর্ক গুলো ওখানে বিকিকিনি হয় সস্তা
দামে।

অসাধারণ লিখেছেন। +++++++++++++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন ভাই !
সম্পর্ক বিকিকিনি বন্ধ হোক ! মূল্যবান হয়ে উঠুক সব সম্পর্ক , আন্তরিকতায় আবদ্ধ হোক !
শুভকামনা জানবেন !

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


B:-) B:-) B:-) :|| :|| :||


কবিতা পড়ে পুরোই ধূসর হয়ে গেছি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বি সেটা আপনার প্রোপিক দেখেই বুঝতে পারছি !
সাতরঙ ফিরে পান !
দোয়া থাকলো !

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ভেরী নাইস ||

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !
শুভকামনা সব সময়ের !

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: অজস্র দৃশ্যকল্পে সুদীর্ঘ পথ পেরিয়ে ,
এখানে এসে দেখি ধূসর ,
ধোঁয়াটে আমার বিবর্ণ অতীত!

সুন্দর কবিতা ।শুরুটা বেশি ভাল লেগেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !

অজস্র শুভকামনা জানবেন !

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

এহসান সাবির বলেছেন: কবিতা ভালো লেগেছে অভি ভাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাবির ভাই !
শুভকামনা জানবেন !

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

টুম্পা মনি বলেছেন: অজস্র দৃশ্যকল্পে সুদীর্ঘ পথ পেরিয়ে ,
এখানে এসে দেখি ধূসর ,
ধোঁয়াটে আমার বিবর্ণ অতীত!
ব্যক্তিগত ক্লান্তি রেখে এসেছিলাম খোলা জারে , নিঃশ্বাসের গন্ধে।
দেখলাম ,
ছায়াপথের মোড়ে মোড়ে নান্দনিকতার পসরা সাজিয়ে বসে
আছে অজস্র আদিমানব , সম্পর্ক গুলো ওখানে বিকিকিনি হয় সস্তা
দামে।

মুগ্ধতা! অনেক ভালো লাগল কবি।

অন্ধকার মুঠোয় নিয়ে হেঁটে এসেছি এতটা পথ
একদিন দেখতে পাই ,
গোপন নৈরাজ্যে ঝড় উঠে কালপুরুষের বুকে।
এই যে সুদীর্ঘ পথ
ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!

চমৎকার। অজস্র শুভকামনা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: দৃশ্যকল্পের সুখী অনূভুতি লিখতে গেলেই আটকে যায় ! কারা যেন গলা চেপে ধরে ! কলম কেড়ে নেয় , মুগ্ধতা খুজতে হয় তাই বিষাদে !



এই যে হেঁটে চলা

প্রাপ্তির খাতাটা শুন্য থেকে গেলো !
অক্ষরগুলো মুছে গেল মুহুর্তে !

শুভকামনা প্রিয় গল্পকার !
ভালো থাকা হোক !

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

মাহমুদ০০৭ বলেছেন: ধূসরে মুগ্ধতা ।

অন্যরকম ভাল লাগা থাকল প্রিয় অভি ভাই ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: দীর্ঘ পথের শেষে ধূসর ! মুগ্ধতা রেখে গেছে কাল্পনিক সাতরঙা অজস্র দৃশ্যকল্প !

ভালোলাগা টা ধূসর হোক আর নীল হোক !
বুক পেতে নিয়ে নিলাম মাহমুদ ভাই !

ভালো থাকা হোক !

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

বটবৃক্ষ~ বলেছেন: ছায়াপথের মোড়ে মোড়ে নান্দনিকতার পসরা সাজিয়ে বসে
আছে অজস্র আদিমানব , সম্পর্ক গুলো ওখানে বিকিকিনি হয় সস্তা
দামে।

হুম!!

মুগ্ধপাঠ............:)
মূহুর্তগুলো রং ফিরে পাক.......

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠের শব্দরা আজকাল বড্ড প্রতারক !

গোপন আততায়ী !

মুহুর্তগুলো রঙ ফিরে না পেলে আমার মনে হয় খবর আছে , অনেকেই সুখের পোষ্ট চায় !

শুভকামনা বৃক্ষাপু !

ভালো থাকা হোক !

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: অভিভাইয়া তোমার কবিতা যে কত্ত সুন্দর তার প্রমান আমি তোমার করা একজনের পোস্টে পেয়েছিলাম। অপর্না আপু বা কারো সাথে কথপোকথনে। আমি সেদিন থেকেই মুগ্ধ!!!


তবে সেই কবিতা নিয়ে তোমার সাথে আমার দেখা হবে।

অন্য কোথাও।:) :) :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার করা একজনের পোষ্টে !!


যেভাবেই হোক শায়মা আপুর মুগ্ধতা প্রাপ্তি বটে !

এই জন্যই বোধ করি ধূসর সব পথের শেষ হোক এই ব্লগে ! তাতে আবার নতুন পথের যাত্রা শুরু করা যায় !


অপেক্ষায় থাকলাম আপি !
শুভকামনা রইলো
ভালো থাকা হোক !

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

খাটাস বলেছেন: কবিতা বোঝার মত মস্তিষ্ক আমার নাই। এলাম যখন ভাবলাম জানিয়েই যাই,
শুভ কামনা অভি ভাই।
অলওয়েজ দ্ড্রিম ভাই আপনাকে তো রোমান্টিক চেহারার অভি মানে রোমান্টিক অভি টাইটেল দিয়ে ফেলেছেন। ( বাড়ায়ে দিলাম কথা একটু ;) )
ভাল থাকবেন। :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: এলেন যখন পড়েন কষ্ট করে !
আর সবার মত বকে দিয়ে যান , শুধু বিষাদ কেন !

আর বইলেন না , উনি যা বলেছেন !

রোমান্টিকতা আমার ভিত্রে নাই !

শুভকামনা ভ্রাতা !

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দরম কবি!

অলস মস্তিষ্কের পেরেক গাঁথা বেদনা
নক্ষত্র থেকে নক্ষত্রে ছুটে চলে,
বিবর্ণ হয়ে উঠে আমার সমস্ত প্রাপ্তি
অন্ধকার নেমে আসে জোছনাকালে,
অতঃপর সিগারের ধোঁয়ায় দেখতে পাই
শুন্যতা!


ধূ ধূ ধূসর ধূলিবর্ণ শব্দ মায়াজাল!

শুভকামনা!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: কিছু শব্দ হয়ে উঠে নীরব হন্তারক !

ভালো থাকা হোক কবি !

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: গোপন নৈরাজ্যে ঝড় উঠে কালপুরুষের বুকে।
এই যে সুদীর্ঘ পথ

ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!


পেরেকবদ্ধ হয়ে গেলাম ! আজ খালি ভালো ভালো লেখা পড়ছি !!!! শুভেচ্ছা!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: পেরেকবদ্ধ ! আপনার জন্য একরাশ মায়া আদনান !



হেঁটে আসা পথের শেষ প্রান্তে এসে মনে হলো কিছুই নেই , শূন্যতাই কেবল ! খানিকটা পেছনে গিয়ে দেখি কিছুই নেই ! সব মুছে গেছে নীরবে, গোপন নৈরাজ্যে ! পদচিহ্ন রেখে আসা জরুরী ছিল বোধহয় ! সে ছায়া ধরে আবার শুরু থেকে শুরু করা যেত !

শুভকামনা জানবেন !
ভালো থাকা হোক !

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
অন্ধকার মুঠোয় নিয়ে হেঁটে এসেছি এতটা পথ
চমৎকার প্রকাশ!!

খুব সুন্দর লিখেছেন। মুগ্ধতো হতেই হবে............

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার উপস্থিতি বড্ড প্রেরণার !
তার উপর বাধ্যতামূলক মুগ্ধতা !

শুভকামনা প্রিয় কবি !
ভালো থাকুন প্রতিক্ষণ !

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ভালো লাগলো।।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই ! কষ্ট করে পড়ার জন্য !
ভালো থাকুন !

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

আমিনুর রহমান বলেছেন:




আমি তোর লেখায় আর কত মুগ্ধ হমু কত !!! একটু আধটু খারাপ কিছু লিখবার পারিস না সমালোচনা করতাম :P :P :P

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিকাছে ! পচা কইরা একটা লিখুম ! সেইটা আপনারে দিয়ে পোষ্ট করামু :P :P

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

জুবায়ের দিদার বলেছেন: খুব ভাল লেগেছে, আর সুন্দর সুন্দর কবিতা লিখুন

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জুবায়ের দিদার !
আমার ব্লগে স্বাগতম আপনাকে !
শুভকামনা জানবেন !
ভালো থাকা হোক !

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ডি মুন বলেছেন: ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেকটাই তাই !

শুভকামনা ডি মুন !


ভালো থাকুন !

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।
শূন্যতা হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই !

টাইপো ঠিক করে নিয়েছি !

ভালো থাকুন অনেক অনেক !

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

এম ই জাভেদ বলেছেন: অতঃপর সিগারের ধোঁয়ায় দেখতে পাই
শুন্যতা!


অন্ধকার মুঠোয় নিয়ে হেঁটে এসেছি এতটা পথ
একদিন দেখতে পাই ,
গোপন নৈরাজ্যে ঝড় উঠে কালপুরুষের বুকে।
এই যে সুদীর্ঘ পথ

ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!


একেবারে জীবন থেকে নেওয়া কিছু কথামালা । দারুন ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ এম ই জাভেদ !

জীবন থেকেই আসে ! কেউ নিয়ে আসে কল্পনা করে , কেউ বাস্তবতা থেকে !

ভালো থাকা হোক !

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি,

গোপন নৈরাজ্যে ঝড় উঠে কালপুরুষের বুকে।
এই যে সুদীর্ঘ পথ
... আসলেই জীবনের পথটি সুদীর্ঘ । সে পথে যে নৈরাজ্যের ঝড় উঠতেই পারে ! তেমন বিষাদের গান ই যেন গেয়ে গেলেন এখানে ।

স্বপ্নবাজদেরও কি স্বপ্ন ভঙ্গ হয় ?

শুভেচ্ছান্তে .....

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক তাই প্রিয় আহমেদ জী এস !


জীবনের পথ যতটা সুদীর্ঘ ঠিক তার চেয়ে সুদীর্ঘ আমাদের পথচলার সময় গুলো ! অজান্তে জড়িয়ে পড়ি অনেক রকম সম্পর্কের বাঁধনে ! একেক টার একেক রকম নাম , একেক রকম চাওয়া ! সেখানে ঝড়-তুফান মোটেই অবাস্তব নয় তবে মাঝে মাঝেই অবাক হতে হয় অপ্রত্যাশিত ঝড়ে ! নীরব ঝরে দীর্ঘক্ষণের সব প্রাপ্তি মুছে যায় !


স্বপ্নবাজরা স্বপ্ন দেখে বেশী তাই স্বপ্নভঙ্গও বেশী হয় বোধ করি !

অজস্র শুভকামনা জানবেন !
ভালো থাকুন সব সময় !

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: অন্ধকার মুঠোয় নিয়ে হেঁটে এসেছি এতটা পথ
একদিন দেখতে পাই ,
গোপন নৈরাজ্যে ঝড় উঠে কালপুরুষের বুকে।
এই যে সুদীর্ঘ পথ

ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!

অনেক সুন্দর - অনেক ভালো লাগা!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই !

শুভকামনা অজস্র !

ভালো থাকা হোক !

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

আহসান জামান বলেছেন:
পরিপক্ক চিত্রকল্প বলিষ্ঠ শব্দচয়নে পাঠ্যসুখ। খুব ভালো লাগছে পড়তে ... ভালো থাকবেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: পরিপক্ক চিত্রকল্পে বলিষ্ট শব্দচয়নে করা এক লাইনের এই মন্তব্য টিতেও প্লাস জামান ভাই !


কেন জানি চিত্রকল্প কিংবা থিম ঠিক না করে কিছু লিখতে পারিনা !

আপনার জন্য অনেক শুভকামনা থাকলো !
ভালো থাকুন সব সময় !

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০

অলওয়েজ ড্রিম বলেছেন: আসলেই কোথাও না কোথাও পদচিহ্ন রেখে আসা উচিত। নইলে পথ হারাতে হয়।
আপনার কবিতা মুগ্ধ হয়েই পাঠ করলাম। যদিও বুঝি নাই কিছুই এটা বলতে পারি।
কেন যেন আমি কবিতার অলি-গলি-মোচড়গুলি কিছুতেই খুঁজে পাই না। এটা আমার দুর্বলতা। সাক্ষাতে একদিন আপনার কবিতাগুলো পড়ব আর আপনি অর্থোদ্ধার করে দেবেন ঠিকাছে? তারপর আপনার কবিতা আপনাকে আবৃত্তি কর শোনাব।

ভাল থাকবেন স্বপ্নবাজ। আপনাকে কিন্তু আমার আসলেই অন্নেক রোমান্টিক মনে হয়েছে। আর চেহারা মাশাল্লাহ সত্যি সত্যিই প্রশংসনীয়। জীবনে কত সুইটিদের প্রস্তাব পেয়েছেন একটু বলেন তো?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: পথ হারাতে হয় ! নিজের কোন কিছুর ছায়া খুঁজে পাওয়া যায় না ! হেঁটে আসা চিরচেনা পথ হয়ে যাবে অপরিচিত কোন এক পথ ! সে পথে আপনার প্রাপ্তিগুলো খুঁজতে গেলে হতে হবে লাঞ্চিত !


আপনার মুগ্ধপাঠে কৃতজ্ঞতা ড্রিম ভাই ! কবিতা তো লেখকরা একটা ভাবনা থেকেই লিখে ! একেক জনের কাছে ব্যাখ্যা টা একেক রকম ! আজকে গরম গরম আমার কাছে ভাবনাটা এক রকম , দু মাস পর কেউ জিজ্ঞেস করলে উত্তর টা অন্য রকম হলেও হতে পারে !
কবিতার অলি-গলির ব্যাখ্যা দিতে আমার ভালোই লাগে ! সেটা সাক্ষাতে যেমন ব্লগে তার চেয়ে বেশী !

অপেক্ষায় রইলাম ! আমি নিজেই যখন ফ্রি থাকি নিজের এবং প্রিয় কবিদের কবিতা জোরে পড়ি দরজা বন্ধ করে , আবৃত্তি হয় নাকি জানিনা !

তা আপনার দয়া ! :P :P
শেষ লাইনে যা বললেন সে কথা থাক ! ;) ;) ;)
সুইটিরা আপনার মত করে ভাবেনা ! B-) B-)

শুভকামনা ভাই , ভালো থাকুন অনেক অনেক !

২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো হইছে কবিতা।

আমি ব্লগে লগিন আর কমেন্ট করার ব্যাপার নিয়ে একদম টায়ার্ড ! জানি না এই কমেন্ট আসবে কি না !!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !


সামুর এই বাগ ঠিক না হলে সোনালী দিন ফিরে আসবেনা ! আর এখনকার চলা রুপালী দিন ধূসর দিনে পরিণত হতেও সময় লাগবেনা !


সামু অফিস নিশ্চই ভাবছে ব্যাপারটা নিয়ে !

শুভকামনা আপু , ভালো থাকুন সব সময় !

২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯

রাইসুল নয়ন বলেছেন:

অসহ্য সুন্দর!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: অসহ্য ভালোলাগা কমেন্ট নয়ন ভাই !

ভালো থাকুন সব সময় !

২৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

শামীম সুজায়েত বলেছেন: পুরো কবিতা অসাধারণ। ভাল লাগা অনেকগুলো লাইনের মধ্যে অন্যতম হলো ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!

সত্যিতো, বাস্তবতা এটাই।
ভাল লেগেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে , আর তারো আগে আমার ব্লগে স্বাগতম !


অনুভব করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ !
ভালো থাকা হোক !

২৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

গোর্কি বলেছেন:
-আমাদের নৈরাজ্যের ছায়াপথের গন্ডি পেরিয়ে মানুষ এখন অনন্ত শুন্যে ভেসে এগিয়ে যাচ্ছে আশায় আলোকিত অন্যান্য ছায়াপথগুলোর পানে।
-কবিতা পাঠে মুগ্ধতা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গোর্কি !

আলোকিত ছায়াপথগুলো থাকুক পঙ্কিলতামুক্ত !

আপনার মুগ্ধতায় কৃতজ্ঞতা !

ভালো থাকুন সব সময় !

২৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১

জুন বলেছেন: ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি! ওখানে পদচিনহ না রাখলেও ব্লগের বুকে আপনার কবিতার দাগ বেশ গভীর ভাবেই পরেছে স্বপ্নবাজ অভি।
অনেক সুন্দর লাগলো আপনার কবিতা
+

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ~!
শুভকামনা থাকলো !

২৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
অসাধারণ !!!

ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!

ভাললাগা রেখে গেলাম। সাথে একশটা প্লাস
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন সাহেব !
আসলেই অসাধারণ কিছু হয়েছে নাকি জানিনা !

প্লাস একশ টা পাই নাই , আপাতত ৫ টা দেখতে পাচ্ছি !

৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

হৃদয় রিয়াজ বলেছেন: "জেনে রেখো,
অলস মস্তিষ্কের পেরেক গাঁথা বেদনা
নক্ষত্র থেকে নক্ষত্রে ছুটে চলে,
বিবর্ণ হয়ে উঠে আমার সমস্ত প্রাপ্তি
অন্ধকার নেমে আসে জোছনাকালে,
অতঃপর সিগারের ধোঁয়ায় দেখতে পাই
শূন্যতা"

কথাগুলো অনেক ভাল লাগল। আফটার অল, পুরোটাই অসাম ছিল। ভাল লাগা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা রিয়াজ !
ভালো থাকুন অনেক অনেক !

৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
শেষটুকু বিশেষ ভাল লেগেছে!
ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!
নিজের সাথে মিল পেলাম যেন!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: কি জানি এমনি অনেক লাইন মিলে যায় অজান্তেই !

শুভকামনা প্রিয় গল্পকার !

৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

মামুন রশিদ বলেছেন: ইটালিক হরফে লেখা অংশটুকু অসাধারন ;)


কবিতায় ভাললাগা +

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !
ভালো থাকুন সব সময় !

৩৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৮

রেজওয়ান তানিম বলেছেন: কবিতা যখন লেখার চেষ্টা করছ, তখন আমিও না হয় একটু বিদ্যে ঝাড়ি ;) যদিও একটু পরে আতেল ঘোষনা করে কেউ কেউ আসতে পারে আমাকে বাতেল করে দিতে ;)

কবিতার বিবর্তনের ইতিহাস যদি তোমার আয়ত্বে থাকে, তবে অতি সহজেই বুঝতে পারবে দুটো জিনিস এখন আমরা বাদ দিতে চাইছি, বিশেষত বাংলা ভাষায়, ১) অনাবশ্যক বিশেষণ বাহুল্য ও বিশেষণের সরাসরি প্রয়োগ ২) ক্রিয়াপদের অযথা প্রয়োগ।

মনে রাখতে হবে বাংলা একটি ভাব বাচক ভাষা যাতে ক্রিয়া পদ না থাকলেও অনেক কিছু বোঝা যায়। তোমার এই কবিতাটাই ধরো, লিখেছো "ছায়াপথের মোড়ে মোড়ে নান্দনিকতার পসরা সাজিয়ে বসে" এখানে যদি এইটুকু লেখা হত "ছায়াপথের মোড়ে মোড়ে নান্দনিকতার পসরা" অনেক বেশি স্মার্ট হত, পাঠক ভেবে নিতে পারত এ দ্বারা হয় বোঝানো হয়েছে নান্দনিকতায় ছায়াপথ সজ্জিত অথবা নান্দনিকতার পসরা বসেছে। ডুয়েল মিনিং এসে গেল কিন্তু। কবিতায় একটা বাক্য কিংবা বাক্য সমষ্টিতে ডুয়েল, ট্রিপল মাল্টিপল মিনিং আনতে পারাই কবিতা, কাজটা অসম্ভব কঠিন। কঠিন বলেই বৃদ্ধ হয়ে গিয়ে কবিতা কী অনেকে বুঝতে পারে না।

এখানে বিশেষণ বাহুল্যের একটা উদাহরণ দেই "অজস্র দৃশ্যকল্পে সুদীর্ঘ পথ পেরিয়ে" সু আসলে একান্তই বাহুল্য। দীর্ঘ পথ মানেই বহু দীর্ঘ তিন চারশ হাজার কিলোমিটার ও দীর্ঘ, তাই সুদীর্ঘ কি খুব দরকারী ? আমার মনে হয় না।

সবশেষে, ব্লগের বেশিরভাগ কবিতায় আমার তোমার বাহুল্য থাকেই। এ জিনিসটা থেকে উত্তরণের উপায় লেখা শেষ হলে নিজে গোটা দুই তিন বার পড়া, জোরে জোরে। যেমন এখানে দেখ

"অজস্র দৃশ্যকল্পে সুদীর্ঘ পথ পেরিয়ে,
এখানে এসে দেখি ধূসর ,
ধোঁয়াটে আমার বিবর্ণ অতীত! "

ধোঁয়াটে আমার বিবর্ণ অতীত! এর জায়গায় ধোঁয়াটে বিবর্ণ অতীত বললেই হত কেননা এটা কথক নিজেকে ইন্ডিকেট করছে এমনিতেই বোঝা যাচ্ছে।

অনেক কথা বলে ফেললাম শুধু প্রথম প্যারাটা নিয়েই। আশা করি খারাপ লাগল না :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: খারাপ তো লাগেনাই বরং ভালো লেগেছে বলতে পারেন তানিম ভাই !

আর আপনার উপদেশগুলো ও খুব মনে ধরেছে !
ইচ্ছে করছে এ কবিতায় বদলে ফেলি !
পরের বার অবশ্যই মাথায় থাকবে !

৩৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩০

রেজওয়ান তানিম বলেছেন: কবিতাটি তোমার লেখা দেখে আমি একটু চমকেই গেলাম, অনেক উন্নতি হয়েছে কিন্তু। এই কারণেই অত কিছু বললাম...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ তানিম ভাই ! অবশ্যই বিশেষ ধন্যবাদ আমার কবিতা পোষ্টে আসার জন্য ! এর আগে আপনি গল্পে এসেছেন , সংকলনে এসেছেন ! কবিতা পোষ্টে আপনাকে পেয়ে ভালো লেগেছে !

ভালো থাকুন !

৩৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

একজন আরমান বলেছেন:
আমিনুর রহমান বলেছেন:

আমি তোর লেখায় আর কত মুগ্ধ হমু কত !!! একটু আধটু খারাপ কিছু লিখবার পারিস না সমালোচনা করতাম :P :P :P


কপিরাইট করা নাই তাই আমিনুর রহমানের কমেন্ট ই কপি মারলাম। B-)) B-)) B-))

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিও কপি মারলাম !

লেখক বলেছেন: ঠিকাছে ! পচা কইরা একটা লিখুম ! সেইটা আপনারে দিয়ে পোষ্ট করামু :P :P

৩৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: শেষ লাইনটা দারুণ!

শুভকামনা, স্বপ্নবাজ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব !
ভালো থাকুন !

৩৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: উপরে তানিম ভাইয়ের মন্তব্যে প্লাস, চমৎকার একটা আলোচনা করেছেন! :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সত্যই তাই ! ঐ মন্তব্য প্লাস ডিসার্ভ করে !
এমন আলোচনাই প্রত্যাশা করি আমরা বাচ্চা -কাচ্চারা !
তানিম ভাই এবং আপনার জন্য শুভকামনা রইলো !

৩৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শেষ লাইনটা দারুন।

শুভকামনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ~!
ভালো থাকুন !

৩৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার পেরেক দেখি আমার মাথায় বিঁধেছে!


মুগ্ধপাঠ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বলেন কি আলাউদ্দিন ভাই ! তাইলে পরে ব্যাপারটা ভালো হয় নাই !
ভালো থাকুন অনেক অনেক !

৪০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!


অসাধারণ লিখেছেন অভি ভাই। শুভ কামনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই !

আপনার মন্তব্যে আলাদা প্রেরণা থাকে ! মাঝে মাঝে কিছু শেখারও সুযোগ থাকে !

শুভকামনা রইলো !

৪১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

সপ্নাতুর আহসান বলেছেন: সুন্দর কবিতা।
মাঝে এক প্যারা ইটালিক করা এর কারণ জানতে পারি?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আহসান ভাই !

শুধুমাত্র ঐ অংশটা কবিতায় লুকিয়ে থাকা মূল চরিত্রের জন্য বা সে চরিত্রকে উদ্দেশ্য করে বলা !

বাকী সব আত্নকথন বলতে পারেন !

শুভকামনা সব সময়ের !

৪২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২

রাতুল_শাহ বলেছেন: পড়ে ভাল লাগলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রাতুল শাহ !
ভালো থাকুন !

৪৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

ভিয়েনাস বলেছেন: গোপন নৈরাজ্যে গেয়ে ওঠা নিরাশার গান! দূর হোক নিরাশা...

ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি! ... লাইন টাতে অনেক লাইক :)

অনেক ভালো লিখেছেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস !

আপনাদের উপস্থিতি প্রেরণা হয়ে থাকে !

শুভকামনা সব সময়ের !

ভালো থাকুন অনেক !

৪৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

শ্যামল জাহির বলেছেন: অতঃপর সিগারের ধোঁয়ায় দেখতে পাই
শূন্যতা


চমৎকার কবি!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ জাহির ভাই !

শুভকামনা জানবেন ! আর হ্যাঁ কবি করে বললে কেমন জানি লাগে!!

ভালো থাকা হোক !

৪৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

হাসান মাহবুব বলেছেন: বিষাদী ভালো লাগা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !
ভালো লাগা কখনো বিষাদে , কখনো প্রেমে !
শুভকামনা সব সময়ের !
ভালো থাকুন !

৪৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭

রোকেয়া ইসলাম বলেছেন: সুন্দর.........
খুব ভাল লাগলো। অসাধারণ কবিতা।
লেখায় +++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
ভালো থাকুন অনেক অনেক !

৪৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

কুহক' বলেছেন: ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!

++++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ কবি ! আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো !
শুভকামনা জানবেন !

৪৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৪

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
একদিন দেখতে পাই ,
গোপন নৈরাজ্যে ঝড় উঠে কালপুরুষের বুকে।


ঝড় থামুক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার রিয়াদ !

থেমে যাক ঝড় ! ঝড় পরবর্তী পুর্নবাসন ও যেন আন্তরিক হয় সে দোয়াও করুন !

শুভকামনা থাকলো !

৪৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

অদৃশ্য বলেছেন:





প্রিয় অভি

দিনকে দিন ধার বেড়ে যাচ্ছে... চমৎকার হয়েছে লিখাটি...

যদিও আমি এখনো ধরতে পারছিনা আপনার টার্গেট... মুক্তগদ্য নাকি কবিতা? কোনটার প্রতি আপনার মোহ বাড়ছে?


শুভকামনা...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় অদৃশ্য


আপনাদের উপস্থিতি আর সপ্রতিভ প্রেরণা বিশেষ প্রাপ্তি ! ধার বাড়ছে কিনা জানিনা নিজের মত করে , নিজের আনন্দে লিখি !


হাহাহা ! জেনে রাখুন ,
মুক্তগদ্য আমার স্বাচ্ছন্দ্যের জায়গা , ভালোলাগার জায়গা !
কবিতার প্রতি মোহ তো আছেই কিছুটা ! ছন্দের খেলে খেলতে পারি না আমি !

শুভকামনা জানবেন !
ভালো থাকবেন অনেক অনেক !

৫০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি ,
ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!

যখন পড়বে না তোর,
পায়ের চিন্হ এই বাটে… হুমম…
পদ চিন্হ রেখে যেতে হয়…

অনেক ভালো লাগলো….
ভালো থাকবেন ৷

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী !
পদচিহ্ন রাখার কাজটা খুব কঠিন ! মাঝে মাঝে হয়তো অসম্ভব হয়ে পড়ে!

শুভকামনা জানবেন !

৫১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

সমুদ্র কন্যা বলেছেন: ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!


ভাল লাগল অভি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
ভালো থাকুন খুব করে !

৫২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

নেক্সাস বলেছেন: খানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!



জটিল লিখছেন....

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় নেক্সাস ভাই !
আপনার কমেন্ট পেলেই ভালো লাগে , ইনফ্যাক্ট আপনাকে অনলাইনে দেখলেই মনে হয় এইতো সুস্থ হয়ে গেছেন !
শুভকামনা অনেক !

৫৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
মুগ্ধ হবার মত কবিতা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই !
ভালো থাকুন !

৫৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ কবিতা।


আমার এ লেখাটি আপনার জন্য।
Click This Link

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ময়ূরাক্ষী !
যাচ্ছি আপনার পোষ্টে !
ভালো থাকুন !

৫৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০২

মিশু মিলন বলেছেন: বাহ্ খুব ভাল লিখেছেন................সময় করে এসে আপনার অন্য লেখাগুলো পড়বো। ভাল থাকুন।

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মিশু , আরেকবার আসলে খুশি হবো !
ঈদের শুভেচ্ছা রইলো !

৫৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

সকাল রয় বলেছেন:
পুনর্বার পাঠ
মুগ্ধতা!

২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: এত পুরাতন কবিতায় আপনার উপস্থিতি আনন্দের সকাল রয়!
শুভকামনা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.