নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

বালিকা, নৈঃশব্দ্য কানপেতে শুনে নাও !

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮



বহুকাল পর আলোকিত সূর্যজ্ঞান দেখা দেয় বালিকার চোখের দৃষ্টিরেখায়।কল্পকথার অভিমানী রাজকুমার দীর্ঘ রাত শেষে দেখতে পায়, কোথা হতে যেন আলোকরেখা ছুটে আসছে, সেই চোখের দৃষ্টিরেখা ধরে! দৃষ্টিভ্রম কাটতে চায়না, রোদ আসে অন্ধ পাখির ডানায় ভর করে। বালক আঁকড়ে ধরে এই শহরের কোন এক জানালায় ঝুলে থাকা তপ্ত প্রেমের কবিতার শুরুর লাইন মাতাল সন্তরণে!



বালিকা

ডেকে চলে ডাহুকের দল , অন্ধ দোয়েল। এসে দাঁড়াও নিজস্ব সমুদ্র তীরে । এখানে দীর্ঘশ্বাসের সুর ভুলে একা দাঁড়িয়ে আছে তোমার কল্পকথার রাজকুমার। এসো নীলাচলে ভেসে , এসো ক্লান্তি ভুলে , এসো ধাতব নৃত্যের ছন্দে... সাথে নিয়ে এসো দীর্ঘকাল আগে ফেলে আসা আলোকরেখা! পাথুরে জলছাপে এঁকে দিবো বেহালার উদ্ধত সুর।



তোমার মন খারাপ হলে পদ্মপাতার ভাঁজে খুঁজে পাবে রেখে আসা কোন সুখপাখি। স্নিগ্ধ ছায়াতলে উড়ে আসা প্রজাপতির দল তোমার ঘাড়ে রেখে যাবে তপ্ত নিশ্বাস। প্রকাশিত স্বপ্নেরা দৃষ্টিসীমায় আসবে জল-বিভ্রমের লুকোচুরি ফেলে আসা সিগ্যালের ঝাঁকে।



নৈঃশব্দ্য কানপেতে শুনে নাও ! অনতিক্রম্য অন্ধকার ফেলে বালকের নিঃশ্বাস গায়ে মেখে নাও ! ছুঁয়ে দাও ! বিষাদের শেষ পাতা ছিন্ন করে বাজাও তোমার লুকিয়ে রাখা বেহালা।



বালিকা,

আমার চোখে দেখে নাও সহস্র বছরের লুকিয়ে থাকা প্রেম!

মন্তব্য ১৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: বালিকা,
আমার চোখে দেখে নাও সহস্র বছরের লুকিয়ে থাকা প্রেম!
বেশ লিখেছ বালিকার কথা আর প্রেম এর বানী
ভাললাগা রেখে গেলাম , বেশ সে কাহিনী

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বন্ধু !

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ময়ূরাক্ষী !
ভালো থাকুন !

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

আমিনুর রহমান বলেছেন:



তুই একটা পচা কবি ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিকাছে :( :( :( :( :( !

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

গোর্কি বলেছেন:
-গদ্য কাব্যে এক রাশ মুগ্ধতা।
-থাম্বস আপ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গোর্কি !
শুভকামনা অনেক অনেক !
ভালো থাকুন !

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত লিখেছেন । মুগ্ধপাঠ!


:) :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !

ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা দিবেন !
প্রেমে মনোযোগী হোন :P :P

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: "তোমার মন খারাপ হলে পদ্মপাতার ভাঁজে খুঁজে পাবে রেখে আসা কোন সুখপাখি। " বালকের জন্য কিছু নেই?? থাকলে আমাকে দিয়েন !!! আর আমি বেহালার বিষণ্ণ ভালো লাগা রেখে যাই ততক্ষণ !!! :) +++

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বিষাদ আর ভালো লাগেনা ! বিষাদ মুক্তির একটা প্রচেষ্টা ছিল এটা , এখানেও বিষাদ রেখে যাবেন !

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: ++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: বালিকা ভাগ্যবতী।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: তা বটে ! তা বটে ! ;) ;) ;)
ভালো থাকুন প্রফেসর !

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: নৈঃশব্দ্য।

শিরোনামের বানান ঠিক করুন।

লেখায় + +

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: টাইপোটা নজরে আনার জন্য বিশেষ ধন্যবাদ ! শিরোনাম তাড়াতাড়ি লিখতে গিয়ে ঝামেলা টা হয়েছে !

ধন্যবাদ কবি !
ভালো থাকুন !

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:


বালিকা,
আমার চোখে দেখে নাও সহস্র বছরের লুকিয়ে থাকা প্রেম!


চমৎকার!!


+++

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: বালিকা দেখে নিলেই হয় !
শুভকামনা শোভন সাহেব !

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মুক্তি আমিও চাই কিন্তু হচ্ছে কই ! তাই শেষমেশ অভ্যাস বানিয়ে ফেলবো ভাবছি ! :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: হবে ব্রো ! হবে !
মেঘের আড়ালে সূর্য হাসে !
শুভকামনা অনেক অনেক !

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আহ ! বালিকা

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার মনে হয় হিংসে হইতেছে !

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

হিংসে আমার কেন হবে অভি ? এটা খুব খারাপ বললে X(

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: তাহলে কি হয় ? :( :( :( :( :(

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি কি আর কখনো লাইক দিতে পারবোনা ? :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিও পারিনা আপি ! :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

জানাপু কি আমাদের কান্না শুনতে পায় ?

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: নৈঃশব্দ্য কানপেতে শুনে নাও ! অনতিক্রম্য অন্ধকার ফেলে বালকের নিঃশ্বাস গায়ে মেখে নাও ! ছুঁয়ে দাও ! বিষাদের শেষ পাতা ছিন্ন করে বাজাও তোমার লুকিয়ে রাখা বেহালা।


সিম্পলি অসাম :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপি !
শুভকামনা সব সময়ের !
ভালো থাকুন অনেক !

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪১

টুম্পা মনি বলেছেন: ডেকে চলে ডাহুকের দল , অন্ধ দোয়েল। এসে দাঁড়াও নিজস্ব সমুদ্র তীরে । এখানে দীর্ঘশ্বাসের সুর ভুলে একা দাঁড়িয়ে আছে তোমার কল্পকথার রাজকুমার। এসো নীলাচলে ভেসে , এসো ক্লান্তি ভুলে , এসো ধাতব নৃত্যের ছন্দে... সাথে নিয়ে এসো দীর্ঘকাল আগে ফেলে আসা আলোকরেখা! পাথুরে জলচাপে এঁকে দিবো বেহালার উদ্ধত সুর।

খুব চমৎকার হইসে অভি। আমি মুক্তগদ্য পড়তে সব সময় একটু বেশি আনন্দ পাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার !
আপনাদের আনন্দ দিতে পারাটা বিশেষ প্রাপ্তি !
ভালো থাকুন সব সময় !

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫

মেহেদী হাসান মানিক বলেছেন: লাইক দিবার পারিনা আমিও :(( :(( :(( :((

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: :(( :(( :(( :(( :((

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৮

শান্তির দেবদূত বলেছেন:
কপালী বালিকা :)
সুন্দর হয়েছে, শুভেচ্ছা

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: কপালী বালিকা !
বালিকারা নিজের কপালে রেখাগুলো মাঝে মাঝে বিভ্রান্তি নিয়ে দেখে !

ভালো থাকুন শান্তির দেবদূত !

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৪

অদ্বিতীয়া আমি বলেছেন: সু ন্দ র ! শিরোনাম গুলো চমৎকার হয় আপনার ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !
অনেক দিন পর আপনার দেখা পেলাম !
শুভকামনা জানবেন !

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২১

বটবৃক্ষ~ বলেছেন: আমি এতো লেইটে দেখলাম! :( কাল রাত থেকে আর পিসি অন করিনি অবশ্য!!
নৈঃশব্দ্য কানপেতে শুনে নাও ! অনতিক্রম্য অন্ধকার ফেলে বালকের নিঃশ্বাস গায়ে মেখে নাও ! ছুঁয়ে দাও ! বিষাদের শেষ পাতা ছিন্ন করে বাজাও তোমার লুকিয়ে রাখা বেহালা।
বেশি ভাল্লাগসে! :) তবে বিষাদটা একটু কমানো যায়না!! জটিল ভালুবাসার একটা রঙিন কাব্য লিখেনতো!!


পাথুরে জলচাপে এঁকে দিবো বেহালার উদ্ধত সুর।
জলছাঁপ হবে কি??

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব বেশী লেট হয়নাই আপি !
আজকেই তো দিলাম !
বিষাদমুক্তির ছোট্ট একটা প্রচেষ্টা ছিল , খুব একটা বিষাদ নেই মনে হয় ! থাকলেও শেষ পাতা যেন ছিন্ন হয়ে যায় !

ধন্যবাদ বিশেষ করে টাইপোটা দেখানোর জন্য ! জলছাপ হবে !
ভালো থাকুন অনেক অনেক !

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২২

বটবৃক্ষ~ বলেছেন: অদ্বিতীয়া আমি বলেছেন: সু ন্দ র ! শিরোনাম গুলো চমৎকার হয় আপনার ।

পুরাই শহমত!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: সহমতের কমেন্টে জবাব কি হতে পারে !
কি আর করার আপি , ভিতরে কিছউ দিতে পারিনা দেখে শিরোনামে আপনাদের খুশি করার চেষ্টা আরকি :P :P :P !

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এত মন খারাপ ক্যান/////// শুদ্ধ কবিতা সুন্দর লাগল..... অভিমান সত্যি ফুটে উঠেছে কবিতায়......শুভকামনা...... আর বালিকার জন্য অভিনন্দন...

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;)
মন খারাপ কই দেখলেন !
অনেক ধন্যবাদ আপনাকে !
বালিকা আপনার অভিনন্দন বুঝে নিতে পারবেনা হয়তো , হয়তো পারবে !
শুভকামনা জানবেন !

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৮

সুমন কর বলেছেন: অভি, অসাধারণ হয়েছে। পুরো কবিতা চমৎকার।
++++++++++++++++++++++++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই !
ভালো থাকুন !

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৭

বৃতি বলেছেন: চমৎকার লাগলো অভি ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বৃতি !
ভালো থাকা হোক !

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৪

ঢাকাবাসী বলেছেন: দারুন লাগল!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী !
শুভকামনা রইলো !

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বালিকা তোমার প্রেমের পদ্য নাও...!

অনেক ভালোলাগা রইল, বালক !

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: বালিকা তোমার প্রেমের পদ্য নাও...!

শুভকামনা স্বপ্নচারী গ্রানমা !

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

নেক্সাস বলেছেন: নৈঃশব্দ্য কানপেতে শুনে নাও ! অনতিক্রম্য অন্ধকার ফেলে বালকের নিঃশ্বাস গায়ে মেখে নাও ! ছুঁয়ে দাও ! বিষাদের শেষ পাতা ছিন্ন করে বাজাও তোমার লুকিয়ে রাখা বেহালা।

বাকিকা কি সাড়া না দিয়ে পারে।


চমৎকার শক্তিশালী লিখা ভাই। আজকে সকালে দুটো অনুগদ্য কিংবা গদ্য কবিতা পড়লাম , একটা আপনার আরেকটা ময়ুরাক্ষীর । অসাম। ভাবছি এমন লিখতে পারিনা কেন?

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই !

বালিকার জন্য দোয়া থাকলো ;) ;) ;)

আপনি ভালো থাকুন অনেক !

২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

রহস্যময়ী কন্যা বলেছেন: বালিকা,
আমার চোখে দেখে নাও সহস্র বছরের লুকিয়ে থাকা প্রেম!

অসাধারণ!!!!!!!
অনেক সুন্দর :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী !

ভালো থাকা হোক !

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ!!! :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক !
অনেক দিন পর আপনাকে পেলাম !
ভালো থাকা হোক !

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

সায়েম মুন বলেছেন: লেখাটা ভাল লেগেছে। মায়াবী একটা টোন আছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই !
বিশেষ ধন্যবাদ মায়াবী টোন টা বুঝে নেয়ার জন্য !
অনেক শুভকামনা থাকলো !

৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

মাহতাব সমুদ্র বলেছেন: নষ্ট কবির লেখালেখি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সমুদ্র ভাই !
ভালো থাকা হোক !

৩২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চতুর্থ লাইক :)

“এখানে দীর্ঘশ্বাসের সুর ভুলে একা দাঁড়িয়ে আছে তোমার কল্পকথার রাজকুমার। এসো নীলাচলে ভেসে , এসো ক্লান্তি ভুলে , এসো ধাতব নৃত্যের ছন্দে... সাথে নিয়ে এসো দীর্ঘকাল আগে ফেলে আসা আলোকরেখা! পাথুরে জলছাপে এঁকে দিবো বেহালার উদ্ধত সুর।”

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে মইনুল ভাই !

লাইক আজকাল চাইলেও পাওয়া যায়না , চাইলেও দেয়া যায়না , আপনি ভাগ্যবান ~!

ভালো থাকুন অনেক অনেক !

৩৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লিখেছেন অভি! মুক্তগদ্য এতো দারুণ লেখেন!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !
ইদানিং কবিতার চেহারা আর ছন্দ নিয়ে আপনার কাজ দেখে মুগ্ধ না হয়ে পারিনা !
দেখেও মুগ্ধ হতে হয় !
ভালো থাকুন !

৩৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর হয়েছে। ভালো লেগেছে পড়তে। তবে বিষণ্ণতার টোন পাই আড়ালে।

===
বালক আঁকড়ে ধরে এই শহরের কোন এক জানালায় ঝুলে থাকা তপ্ত কোন প্রেমের কবিতার শুরুর লাইন মাতাল সন্তরণে!

--- বালক আঁকড়ে ধরে এই শহরের কোনো এক জানালায় ঝুলে থাকা তপ্ত প্রেমের কবিতার শুরুর লাইন মাতাল সন্তরণে! --- একটা কোনো বাদ দিলেও আমার ধারণা ভালো শোনাবে।

====

পাথুরে জলছাপে এঁকে দিবো বেহালার উদ্ধত সুর।

-- ঔদ্ধত হবার কথা না ? আমি কনফিউজড ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু ! বিষণ্ণতা ছিল মনে হয় লুকিয়ে !

একটা কোন বাদ দিলে ভালো শোনায় ! আগেও ভেবেছিলাম , পরে কি মনে করে যেন দুইটাই রেখে দিয়েছি !

ঔদ্ধত করে নিয়েছি !
আপনার মত করে আমিও কনফিউজড হয়ে পড়েছিলাম যখন দুটাই রেফারেন্স নিয়ে সামনে চলে আসে !

শুভকামনা আপু !

৩৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

শুঁটকি মাছ বলেছেন: তোমার মন খারাপ হলে পদ্মপাতার ভাঁজে খুঁজে পাবে রেখে আসা কোন সুখপাখি। স্নিগ্ধ ছায়াতলে উড়ে আসা প্রজাপতির দল তোমার ঘাড়ে রেখে যাবে তপ্ত নিঃশ্বাস। প্রকাশিত স্বপ্নেরা দৃষ্টিসীমায় আসবে জল-বিভ্রমের লুকোচুরি ফেলে আসা সিগ্যালের ঝাঁকে।

এত সুন্দর লিখেছেন অভি ভাই!!!!!!!ফেসবুকে শেয়ার মারলাম এবং প্রিয়তে নিলাম!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শুঁটকি মাছ !

ভালো লেগেছে জেনে ভালো লাগছে !
শেয়ার এবং প্রিয়তে নেবার জন্য বিশেষ ধন্যবাদ !

৩৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

শুঁটকি মাছ বলেছেন: কিরে ফেসবুকে শেয়ার মারতে পারিনা কেন? :||

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সামু বিভিন্ন উপায়ে আমাদের সাথে দুষ্টুমিতে লিপ্ত !
শেয়ার বাটন কাজ করেনা , আপনার শেয়ার করতে হলে লিঙ্ক টা কপি করে নিয়ে ফেসুবকে জায়গা মত কপি পেষ্ট দিয়ে পোষ্ট দিতে হবে !

ধন্যবাদ অনেক অনেক !

৩৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !
ভালো থাকা হোক !

৩৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

শ্যামল জাহির বলেছেন:





বালক,
প্রেম লুকিয়ে রাখলে বুঝবো কী করে!
প্রেমে মুগ্ধ! :)

প্লাস।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: বুঝে নিতে হয় ! মাঝে মাঝে চিৎকার করেও বুঝানো যায়না , জহির সাহেব !


আপনার মুগ্ধতায় কৃতজ্ঞতা !
ধন্যবাদ প্লাসের জন্য!
ভালো থাকুন !

৩৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি,

জীবন স্বপ্নের পথে যেতে যেতে সব বালক বালিকাকেই ক্ষনেকের জন্যে হলে ও দাঁড়াতে হয় নিজস্ব সমুদ্র তীরে । সেখানে পাথুরে জলছাপে তাদের মুগ্ধ ছায়া ফোটে ।

বালিকাকে কানপেতে নৈঃশব্দ্যকে শুনে নিতে হয় । বালকের চোখে ফুটিয়ে রাখতে হয় লুকোনো প্রেম ........

তবু ও দু'জনে দোহারে বুঝিতে না পারে ।

শুভেচ্ছান্তে ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর বলেছেন জী এস ভাই !

আপনার শুভেচ্ছা বুক পেতে নিলাম !
ভালো থাকা হোক !

৪০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার লেখা! অনেক ভালো লাগল। :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা !
ভালো থাকবেন ! :)

৪১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

কালোপরী বলেছেন: :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :) :) :) :) :)

৪২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২

সুলতানা শিরীন সাজি বলেছেন:
বাহ...খুব সুন্দর।

ভালোলাগা রেখে গেলাম।
শুভেচ্ছা অভি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !
ভালো থাকুন !

৪৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩

বোকামন বলেছেন:
নৈঃশব্দ্য কানপেতে শুনে নাও ! অনতিক্রম্য অন্ধকার ফেলে বালকের নিঃশ্বাস গায়ে মেখে নাও ! ছুঁয়ে দাও ! বিষাদের শেষ পাতা ছিন্ন করে বাজাও তোমার লুকিয়ে রাখা বেহালা

অ সা ধা র ণ !

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় বোকামন !
আপনার সপ্রতিভ উপস্থিতি প্রেরণা দেয় !
ভালো থাকুন !

৪৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

তাসজিদ বলেছেন: নৈঃশব্দ্য কানপেতে শুনে নাও ! অনতিক্রম্য অন্ধকার ফেলে বালকের নিঃশ্বাস গায়ে মেখে নাও ! ছুঁয়ে দাও ! বিষাদের শেষ পাতা ছিন্ন করে বাজাও তোমার লুকিয়ে রাখা বেহালা।


অদ্ভুত সুন্দর লাইন গুলো

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ তাসজিদ !
ভালো থাকুন !

৪৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

অলওয়েজ ড্রিম বলেছেন: মন দিয়ে পড়তে পারছি না। কপাল ব্যথা করছে। শুধু নজর বুলিয়ে যাওয়ার সময় মনে হয়েছে কিছু লাইন অনেক সুন্দর।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ড্রিম ভাই !
ক্লান্তি দূর হয়ে যাক !
ভালো থাকুন !

৪৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

রেজওয়ান তানিম বলেছেন: লেখা ভাল হয়েছে

বিষাদ বেদনা বিষয়ক এই জাতীয় এক্সপ্রেসনে অনেক লেখাই আগেও ব্লগে পড়েছি। ভিন্নধর্মী কিছু ট্রাই করে দেখতে পারো। মরুর পাখি নামে একজন ব্লগার ছিল্। তার কবিতার বিষয়বস্তুগুলো একেবারেই ব্যতিক্রম। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ তানিম ভাই !


বিষাদ - বেদনা থেকে বের হয়ে আসতে চাচ্ছি !
শুভকামনা জানবেন !

৪৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

খাটাস বলেছেন: অভি ভাই, প্রেম ভালবাসা আর কবিতা সব সময়ই মাথার ওপর দিয়া যায় আমার। তারপর ও কবিতায় মনে হয় অন্য একটা ভিন্নতা পেয়েছি পড়ে, যদি ও পুরোপুরি বুঝতে পারি নি।


( ভাই ব্লগের বহুত পাবলিক কবিতা বোঝে না, তাদের জন্য একটু অন্য ধারার পোস্ট টোস্ট দেন। /:)
আমি ও তাদের একজন ;) :!> :) )
শুভ কামনা। ভাল থাকবেন ভাই। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অবশ্যই দিবো খাটাস ভাই !
আমার যে কবিতা লিখতে ভালো লাগে !
ভিন্ন ধারার পোষ্ট দেয়ার জন্য মাথায় দুটা টপিকস ঘুরছে , ঘুচিয়ে আনলেই পাবেন পোষ্ট !

আপনিও ভালো থাকুন !

৪৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

একজন আরমান বলেছেন:
পচা কবি তোর কবিতা আমার খাইতে অনেক মজা লাগেরে... অনেক সুস্বাদু হইছে এইটাও।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: রান্না হয় নাই সোনা ???

৪৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এটাতে খুব পরিচিত একটা সুবাস আছে। কিন্তু ধরতে পারতেছি না। তবে মন কেমন কেমন করা একটা লেখা- অসাধারণ না বললে অন্যায় হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জুলিয়ান ভাই !

ভালো থাকুন !

৫০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক সু্ন্দর, আপনার ওয়ান অফ দ্যা বেস্ট!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !
ভালো থাকুন !

৫১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

একজন আরমান বলেছেন:
রান্না করতে অনেক কষ্ট। তাই বাধ্য হইয়া কবিতাই খাই। :|

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: খা ! বেশী করে খা ! কোষ্টকাঠিন্য হবার চান্স কম !

৫২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

এম ই জাভেদ বলেছেন: সুরঞ্জনা

ওইখানে যেও নাক তুমি

বোলো না কথা ওই যুবকের সাথে ........

েকটু জীবনানন্দের সেন্ট পেলাম। :D প্রজাপতির নিঃশ্বাস আদৌ টের পাওয়া যায় কি কবি ?

পদ্ম ফুলের মাঝে সাপ আর ভ্রমর খেলা করে জানতাম, এখন জানলাম পদ্ম পাতার মাঝে সুখপাখিও খেলা করে =p~ =p~ =p~

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: বালিকা ঐ চোখে তাকিওনা তুমি লুটপাট হয়ে যাবে :P :P


নিঃশ্বাস বুঝে নিতে হয় ভ্রাতা ! কল্পনা করুন খুব সুন্দর একটা প্রজাপতি আপনার ঘাড়ে এসে বসেছিল তখন এই কবিতার কথা মনে কইরেন ঠিক ই মনে হবে তপ্ত নিঃশ্বাস রেখে গেছে ;) ;) (বৈজ্ঞানিক ব্যাখ্যার কি দরকার ) !

সুখপাখি যে কি জিনিস আদৌ কেউ দেখা পেয়েছে নাকি জানিনা , তাই তো খুঁজে বেড়ানো !
কবির জীবনের মানুষের জন্য ওখানে সুখপাখি থাকবে !
ভালো থাকুন জাভেদ ভাই !

৫৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪

মাহমুদ০০৭ বলেছেন: বালিকা,
আমার চোখে দেখে নাও সহস্র বছরের লুকিয়ে থাকা প্রেম! [/sb

দেখব ভাই দেখব , টেনশন লইয়েন না । :D :D :D :D

তয় ভাই এইভাবে লিক্কা হইত না নে , বালিকাগো ঝাড়ি দিতে হইবেক :)
:P :P :P

আপনি মুক্তগদ্য অসাধারণ লিখেন অভি ভাই ।
আপনার মুক্তগদ্যই আমার সবচেয়ে ভাল লাগে , পড়ার মধ্যে , যাদের যাদের পড়ি । রিয়েলাইজেশনে আসে বলেই হয়ত ।

আপনি গল্প লিখেন অভি ভাই , শব্দের উপর আপনার এত ভাল দখল ,
গল্প লিখলে আপনার গল্প অনেক অনেক ভাল হবে এটা আমার বিশ্বাস ।

ভাল থাকুন অভি ভাই ।
শুভকামনা রইল অনেক । :)



২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: দেখলেই হয় !


তাই দিবো চিন্তা করতেছি :P :P :P
কি জানি ভাই , আপনারা আছেন বলেই লিখি হয়তো !

গল্পের প্লট ধরিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ মাহমুদ ভাই !

আপনিও অনেক ভালো থাকুন !
শুভকামনা একরাশ !

৫৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

শাহেদ খান বলেছেন: বিষাদের শেষ পাতা ছিন্ন করে বাজাও তোমার লুকিয়ে রাখা বেহালা।



পুরো লেখাটা-ই কেমন ঘোর-লাগা ! দারুণ লাগল অভি !

মোহময়তায় আক্রান্ত।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ শাহেদ ভাই !

অনেক ভালো থাকুন !

৫৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

শাহেদ খান বলেছেন: বিষাদের শেষ পাতা ছিন্ন করে বাজাও তোমার লুকিয়ে রাখা বেহালা।



পুরো লেখাটা-ই কেমন ঘোর-লাগা ! দারুণ লাগল অভি !

মোহময়তায় আক্রান্ত।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ শাহেদ ভাই !

অনেক ভালো থাকুন !

৫৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

অদৃশ্য বলেছেন:





প্রিয় অভি

দারুন হয়েছে লিখাটি...


কিছু জায়গায় শব্দের ব্যবহার বা কথাগুলো অত্যধিক সুন্দর... কিছু জায়গাতে কিছু কথা হয়তো না বলেও কোন অসুবিধা ছিলোনা... ঠিক আছে এই ভাবই যথেষ্ট...

ভাবের ঘর্ষনে একসময় ঠিকই ঠিকরে বেরুবে স্ফুলিঙ্গ...


শুভকামনা...







২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় অদৃশ্য !
আপনার কথাই যেন ঠিক হয় ভাবের ঘর্ষনে যেন স্ফুলিঙ্গ বেরিয়ে আসে!
সেই স্ফুলিঙ্গ ছুঁয়ে যাক আপনাদের যারা সাথে আছেন নিয়ম করে !

শুভকামনায় আন্তরিক কৃতজ্ঞতা !

৫৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

ডট কম ০০৯ বলেছেন: এত ভাল লিখেন কেমনে!!

বিষাদের শেষ পাতা ছিন্ন করে বাজাও তোমার লুকিয়ে রাখা বেহালা।

আহা
সাধু সাধু।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ডট কম ০০৯ !


সাধু না মধু !
শুভকামনা !

৫৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

ভিয়েনাস বলেছেন: বিষাদ কে উপভোগ করুন দারুন জিনিস...

আমার চোখে দেখে নাও সহস্র বছরের লুকিয়ে থাকা প্রেম! চমৎকার ভাব। এতো প্রেম তবু বালিকা দেখতে পায় না /:)

লেখায় মুগ্ধতা রেখে গেলাম...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! বালিকা দেখতে পায়না !
দরজাটা সম্ভবত ভুল ! ভুল দরজায় নাড়াচাড়া !

অনেক ধন্যবাদ ভিয়েনাস !
ভালো থাকুন ~!

৫৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৬

এহসান সাবির বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম। দারুন লেখা ভাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাবির ভাই !
ভালো থাকুন !

৬০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সরি দেরীতে পড়ার জন্য।জ্বরে বেহুশ অবস্থা কাটলো কয়দিন। আজ কিছুটা সুস্থ।সুন্দর পোস্ট ভাল লেগেছে।+++

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ! আমিও মিস করছিলাম আপনাকে ! আপনার পোষ্ট না দেখেই বুঝেছি কিছু একটা হয়েছে !
দ্রুত সুস্থ হয়ে উঠুন !
অনেক শুভকামনা জানবেন !

৬১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

বশর সিদ্দিকী বলেছেন: সামুতে আসলে এই ধরনে কিছু লেখা সব সময় খুজি। আপনাদের জন্যই সামুতে আসা সার্থক হয়। এত অসাধারন লেখেন যে না পরে পারিনা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ! এমন মন্তব্য মাঝে মাঝে বিব্রত করে !
শুভকামনা জানবেন !

৬২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১

তওসীফ সাদাত বলেছেন: এ ধরনের লেখা পড়তে আমার বরাবরই খুব ভাল লাগে। মন ছুয়ে যায়, যে অনুভূতি নিয়ে লিখতে চেষ্টা করে লেখক, সে অনুভূতি অনুভব করতে চেষ্টা করি। কাব্যকথা নাম দিয়েছি আমি একে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাদাত ভাই ! জেনারেল মুবারক ! আপনার পোষ্টের অপেক্ষায় থাকলাম !
ভালো থাকুন !

৬৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

পিনিকবাজ বলেছেন: সেরাম হইছে দাদা।

+++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পিনকবাজ !

৬৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

আরজু পনি বলেছেন:

আমি ভাবছি কী নামে ডাকবো ?


এই লেখাকে বিভাগে রাখলে কোন বিভাগে রাখতেন ?

অনেক সুন্দর প্রকাশ ...

শুভকামনা রইল , অভি ।।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেকদিন পর আমার বাড়িতে আপু !~

আমি মনে মনে এটার জন্য একটা বিভাগ ঠিক করে রেখেছি , বিভাগের নাম "বিষাদ মুক্তির আবেগী প্রচেষ্টা "!

আন্তরিক ধন্যবাদ আপু !
ভালো থাকা হোক !

৬৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ”দৃষ্টিভ্রম কাটতে চায়না, রোদ আসে অন্ধ পাখির ডানায় ভর করে। ”
”স্নিগ্ধ ছায়াতলে উড়ে আসা প্রজাপতির দল তোমার ঘাড়ে রেখে যাবে তপ্ত নিঃশ্বাস। ”
” বিষাদের শেষ পাতা ছিন্ন করে বাজাও তোমার লুকিয়ে রাখা বেহালা। ”
”বালিকা,
আমার চোখে দেখে নাও সহস্র বছরের লুকিয়ে থাকা প্রেম! ”

দারুন লাগলো কথাগুলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
ভালো থাকা হোক !

৬৬| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৪

আরজু পনি বলেছেন:

বিষাদ মুক্তির আবেগী প্রচেষ্টা !
...তবেতো আমারও এই বিভাগটা নিতে হবে #:-S


:P

=p~ =p~

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;)

নিন , আপত্তি নেই !
তবে তার আগে আমাকে মিষ্টি খাইয়ে বিভাগের আকিকা দিতে হবে =p~ =p~

৬৭| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

বালিকা
ডেকে চলে ডাহুকের দল, অন্ধ দোয়েল।
এসে দাঁড়াও নিজস্ব সমুদ্রতীরে।
এখানে দীর্ঘশ্বাসের সুর ভুলে একা দাঁড়িয়ে আছে তোমার কল্পকথার রাজকুমার।
এসো নীলাচলে ভেসে,
এসো ক্লান্তি ভুলে,
এসো ধাতব নৃত্যের ছন্দে... সাথে নিয়ে এসো দীর্ঘকাল আগে ফেলে আসা আলোকরেখা! পাথুরে জলছাপে এঁকে দিব বেহালার উদ্ধত সুর।



আমি অভিভূত। চমৎকার কবিতা।



নিঃশ্বাস> নিশ্বাস
ঔদ্ধত>উদ্ধত ;)

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সোনাবীজ ভাই !
আপনি আভিভূত হলে আমি কেন জানি বিব্রত হই !!!

নিশ্বাস বানান টা আজকেই শিখলাম !
আর উদ্ধত নিয়ে বেশ কনফিউশনে ছিলাম , ঘাটাঘাটি করে দেখলাম দুটাই পেপারেই লিখা হয়েছে বিভিন্ন সময়ে , আমাদের মত বাচ্চা পোলাপানের মাথা নষ্ট করার জন্য আর কি !
পরে ফেসবুকে কয়েকজন কে জিজ্ঞেস করলাম সবাই মুটামুটি বলে দিলো উচ্চারণের সুবিধার জন্য নাকি ঔদ্ধত লিখা যায় ! তাই উদ্ধত থেকে ঔদ্ধত লিখেছি !


অনেক ধন্যবাদ আর আন্তরিক শুভকামনা সম্মানিত সোনাবীজ ভাই !
ভালো থাকা হোক পরিবারের সবাইকে নিয়ে !

৬৮| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

;) ;) ;)


ঔদ্ধত নামে কোনো শব্দ বাংলা ভাষায় নেই, যেটি আছে সেটি হলো ঔদ্ধত্য, যার অর্থ উদ্ধত স্বভাব ;) উদ্ধত শব্দটা হলো বিশেষণ, তা থেকে বিশেষ্য হয়েছে ঔদ্ধত্য। আপনি সুরটাকে বিশেষায়িত করতে চেয়েছেন ‘উদ্ধত’ নামক বিশেষণ দ্বারা, ব্যাপারটা হলো তাই। আমি কারো উদ্ধত আচরণ পছন্দ করি না। তার ঔদ্ধত্যের সমুচিত জবাব না দেয়া পর্যন্ত আমার স্বস্তি নেই ;) ঔদ্ধত্যপরায়ণ ব্যক্তিদের এড়িয়ে চলুন

সব সময় হাতের কাছে ‘বাংলা একাডেমী বাংলা বানান-অভিধান’ বইটা রাখলে বানানের ব্যাপারে সব কনফিউশন এড়িয়ে চলা যায় ;)

শুভেচ্ছা থাকলো অভি ভাই।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! অনেক ধন্যবাদ , ঐটা লিখে সার্চ দেয়ার পর বেশ কয়েকটা পেপারের লিঙ্কে ঐ শব্দটা দেখেই কনফিউসড হয়েছি !
অনেক ধন্যবাদ সোনাবীজ ভাই , আপনাআর ব্যাখ্যাটাই জানতাম মনে হয়!

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সূরা রা'দ - http://WWW.AL-SHIA.ORG
al-shia.org/html/ben/page.php?id=386&page=12‎
একদল আছে, যাদের সামনে যুক্তি বা নিদর্শন উপস্থাপিত হলে সত্যকে গ্রহণ করার মত মানসিকতা তাদের রয়েছে। আরেকটি দল আছে যারা এতটাই গোঁড়া যে মৃত ব্যক্তিও যদি তাদের সাথে কথা বলে তাহলেও তারা সত্যকে মেনে নিবে না। এই আয়াত এই শ্রেণীর ঔদ্ধত কাফেরদের উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে। আল্লহ তায়ালা মানুষকে চিন্তার স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন।



এক পুঁচকে নেইমার... - The Daily Janakantha
http://www.dailyjanakantha.com › ... › ২৯ জুন ২০১১ › খেলা ফিচার‎
২৯ জুন, ২০১১ - কারণ ম্যারাডোনার এক- তৃতীয়াংশ বয়সের 'পুঁচকে'-ই যে ভিত নাড়িয়ে দিয়েছেন তাঁর প্রিয় শিষ্য লিওনেল মেসির_ সেটা ঔদ্ধত বা মেসির কৃতিত্বকে ছাড়িয়ে গিয়ে নয়, বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিনয়ী নেইমার কখনই নিজেকে মেসির সঙ্গে তুলনা করেননি। বরং মিডিয়ার এমন প্রচার এড়িয়ে গেছেন সুকৌশলে।

পত্রিকার এই ধরনের কিছু লিখা আমার কনফিউসান বাড়ানোর জন্য দায়ী , আমার কোন দোষ নাই :( :( কিন্তু !

৬৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

ঔদ্ধত্যর জন্য আপনার গবেষণা ও ধৈর্য্য প্রশংসনীয় ;)

এই আয়াত এই শ্রেণীর ঔদ্ধত কাফেরদের উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে। আল্লহ তায়ালা মানুষকে চিন্তার স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন।
এই বাক্যে ঔদ্ধত-এর জায়গায় উদ্ধত হবে ;)

সেটা ঔদ্ধত বা মেসির কৃতিত্বকে ছাড়িয়ে গিয়ে নয়, বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এখানে ঔদ্ধত-এর শেষে একটা য-ফলা বাদ পড়ে গেছে, অর্থাৎ এটা হবে ঔদ্ধত্য ;)

যাই হোক, এগুলো হলো ছাপাখানার ভুল ;) আর একটা শব্দের সঠিক বানানের জন্য গুগল মামা আপনাকে সবচাইতে বেশি কনফিউজ করে দিতে পারে, বিশেষ করে বাংলা বানানের ক্ষেত্রে। কারণ, ইংরেজি বানানের স্পেল চেক থাকলেও বাংলায় তা আছে বলে আমার জানা নেই ;)

শুভ কামনা অভি ভাই। অনেক কিছু শেখা হলো। মজাও লাগলো ;)

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহাহা! মজা না সেদিন আমি যথেষ্ট কনফিউসড হয়ে পড়েছিলাম , আপনার ব্যাখ্যাটাই জানতাম ! উদ্ধত - ঔদ্ধত্য !

অনেক ধন্যবাদ সম্মানিত সোনাবীজ ভাই !

৭০| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫

ইনকগনিটো বলেছেন: সুন্দর এবং রোম্যান্টিক।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইনকগনিটো !
ভালো থাকা হোক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.