নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন সেপ্টেম্বর-২০১৩

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০





নিদ্রাঘোরে ক্লান্তি যেমন , ঘুমাভাঙ্গা ভোরে ক্লান্তি তেমনই !

এই শরতের অন্যমনস্কতা পাখির ডানায় , মেঘের ভেলায় ,শুভ্র নীলে।

আমাদের এই শহরের আকাশের নীলগুলো আজকাল নির্লিপ্ত ,

এই শহরের কোন উঠোনে কিশোরী হয়তো শখ করেই শিউলি ফুলে

স্বপ্ন বুনেছে , স্বপ্ন বুনেছে শরতের নীলে।

স্বপ্নগুলো শুভ্র

কখনো শুভ্র নীল আকাশ , কখনো শুভ্র কাশফুল।



গতবর্ষার সুবাস

এই শরতের শুভ্রতা

নীল – নীলাম্বর – নীলাঞ্জনা!



গতবর্ষার বৃষ্টিছায়া

এই শরতের স্নিগ্ধছায়া

শিউলী সুভাষে – কাশফুলের নগ্নছোয়া!



এলোকেশী কিশোরীর বিকেলের ছাদে ধরা দেয় ,আকাশের নীল আর সাদায় খেই হারিয়ে ফেলা পথভোলা পাখির দল ।



কাশফুলের স্নিগ্ধতায় , শিউলী সুবাসে, স্তব্ধ নীলে উড়ন্ত সাদার মুগ্ধতায়

স্নিগ্ধ শরতের, সেপ্টেম্বরের কাব্যিক ভ্রমণে স্বাগতম !





০১ লা সেপ্টেম্বরঃ

*প্রেয়সী-সন্ধ্যা এবং আমি। - অনির্বাণ প্রহর

*তারপর - এলিজা আজাদ

* বুক-অ্যাকোরিয়াম - আনজির



০২ রা সেপ্টেম্বরঃ

*জলপাখি ও ঢেউকন্যা আর বৃহৎ পূর্ণিমা - অদৃশ্য

* ♣।।---নির্জন নির্লজ্জতায় নগ্নতা!---।।♣ - দিকভ্রান্ত*পথিক

*দেয়ালিকা - স্নিগ্ধ শোভন

*নিরুপায় যন্ত্রণা... - সুপান্থ সুরাহী



০৩ রা সেপ্টেম্বরঃ

* মৃত্যু হও আমার। - অনির্বাণ প্রহর

* পূর্বাভাস - শাহেদ খান

* ত্রি - আহমেদ আলাউদ্দিন



০৪ ঠা সেপ্টেম্বরঃ

* প্রেম-অপ্রেমের কতিপয় লাইন - আশরাফুল ইসলাম দূর্জয়

* হঠাৎ করে বদলে যাবে - ডি মুন

* কাগজের ঝুড়ি থেকে কতিপয় শব্দের বৃথা আস্ফালন - বোকামন

* তাই নতজানু হয়ে ফিরে এলাম তোমার দ্বারে!! - রাইসুল নয়ন

* আবার কবে সূর্য হয়ে,- আবার কবে ডাকবি? - ৎঁৎঁৎঁ



০৫ ই সেপ্টেম্বরঃ

* মায়া - নাজমুল হাসান মজুমদার

* রাতের সহবাসে ভোরের জন্ম .... - ভিয়েনাস



মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে : কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে। - হুমায়ূন আজাদ।



০৬ ই সেপ্টেম্বরঃ

* তুমিহীন - সায়েম মুন

* অর্থহীন নিগূঢ় প্রলাপ - ডি মুন



০৭ ই সেপ্টেম্বরঃ

* যদি আসতে - সেলিম আনোয়ার

*♣।।---কবিরা ঘৃণায় বাঁচো, ঘৃণায় মরো!---।।♣ - দিকভ্রান্ত*পথিক

*অজ্ঞেয় -

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

* মেঘ বালিকা...............। - রোেক্য়া ইসলাম

* এই মধ্যরাত, এই মৃতশামুকের দাগ - ফকির ইলিয়াস



০৮ ই সেপ্টেম্বরঃ

* দ্যাখো এবং আমাকে দ্যাখাও - মাসুম আহমদ ১৪

* "ফেলানীর স্বপ্ন পূরণ !!" - মুশি সন্ধ্যাতারা

* চিঠি - শাহীদুল



০৯ ই সেপ্টেম্বরঃ

* চিকিৎসাবিজ্ঞানের কবিতা - গেন্দু মিয়া

* মানিক জোড় - সঙ্গীতা৬৬৬৬৬৬

* স্বপ্ন পোড়া - রিমঝিম বর্ষা

* অসভ্য - একজন আরমান

* শব্দশোক, প্রেম এবং অন্ধকার - সোনালী ডানার চিল

* মিথ বা বর্তমান - কুহক'

* ♣পদ্য পাতা : বিবেকের সামনে দাঁড়াও ! / হারিয়ে যাওয়া কেউ !♣ - আরজুপনি



১০ ই সেপ্টেম্বরঃ

* উৎসবে পুঁষে রাখি বেদনার চাবি - আহসান জামান

* তারপর নাহয়! - মর্তুজা হাসান সৈকত

* ওদের পোষা কুকুরও নাকি সকালে স্যান্ডুইচ খায়? - রাইসুল নয়ন

* গভীরতা - বিষাদ আব্দুল্লাহ

* কবিতাঃ সিঁড়ি - টেস্টিং সল্ট



“ এদেশের বুকে আঠারো আসুক নেমে॥ ”—সুকান্ত ভট্টাচার্য্য।





১১ ই সেপ্টেম্বরঃ

* বুক প্রশ্বস্ত করে শ্বাস নাও - সায়েম মুন

* তুই না হয়! - ঈপ্সিতা চৌধুরী



১২ ই সেপ্টেম্বরঃ

* মনপাখির সংসার - হৃদয় রিয়াজ

* শুচিতাকে লেখা প্রথম ও

শেষ চিঠি
- স্বপ্নচারী গ্রানমা



১৩ ই সেপ্টেম্বরঃ

* কল্যাণী ও অভিমানী সায়ানাইড - কান্ডারী অথর্ব

* কবি - ৎঁৎঁৎঁ

* চড়ুই চড়ুই ভালোবাসা!! - বটবৃক্ষ~

* অভিমান - মাহামুদুল হাসান লেলিন



১৪ ই সেপ্টেম্বরঃ

* ষাণ্মাসিক পৃষ্ঠা এবঙ... - আহমেদ আলাউদ্দিন

* তন্দ্রাচ্ছন্ন থেকে; তন্দ্রা কেটে গ্যালে।। - ইনকগনিটো

* রোগবিকেলের ইতিহাস - রেজওয়ান মাহবুব তানিম

* নেপথ্যের প্রনয় গালিচা - মাহতাব সমুদ্র

* রোমন্থন....... - রহস্যময়ী কন্যা



১৫ ই সেপ্টেম্বরঃ

* মুক্তকথাঃ জন্মক্ষণ হাতড়ে দেখি জন্ম আর মৃত্যুর সীমানা রেখা মুছে গিয়ে বাতাসে ভেসে যাচ্ছে কাফন পরিহিত কবুতর - প্লিওসিন অথবা গ্লসিয়ার

* প্রথম দ্বিতীয় অথবা শেষ জীবনের সম্ভাবনা ... - ভিয়েনাস

* কোনো অলীক প্রাপ্তী... - মিথিলা মাহমুদ

* জেগে ওঠে ঘুমন্ত ডাহুক শতাব্দির নিদ্রা শেষে - মুনসী১৬১২

* দেয়ালে হেলান দেয়া সন্ধ্যায় - স্বদেশ হাসনাইন



“ চিন্তা কর বেশি, বল অল্প এবং লেখ তার চেয়েও কম॥ ”—জন রে।





১৬ ই সেপ্টেম্বরঃ

* কবিতাঃএমনই এক ভোরের শুভ্রতায় আমি নারী হবো! - টুম্পা মনি

* এমোন করে হয়না ........ - আহমেদ জী এস

* জ্যোৎস্না - ইখতামিন

* উন্মাদনা, আকুলতা ও বিষাদ - একজন আরমান

* অনুভবে বিবর্ণ - কানিজ ফাতেমা



১৭ ই সেপ্টেম্বরঃ

* '' শুভ্র আঁধার '' - শাপলা নেফারতিথী

* তুমিহীনা আমার সময় - রাধাচূড়া ফুল

* ইতস্তত হসন্তিকা - বোকামন

* অর্থহীন - সায়েম মুন



১৮ ই সেপ্টেম্বরঃ

*পুনর্বিচার - প্লাবণ ইমদাদ

* আবির্ভাব (কবিতা গোত্রীয়) - ইউর হাইনেস



১৯ শে সেপ্টেম্বরঃ

*অন্য হাওয়া - অনিরুদ্ধ রহমান

*অ-বাছাই প্রকাশ কিংবা শূন্য করন। - আশরাফুল ইসলাম দূর্জয়

*শেষ হাইপারড্রাইভের পরে (একটি সাইন্সফিকশন কাব্য) - বোকা মানুষ বলতে চায়



২০ শে সেপ্টেম্বরঃ

* ঘাসফড়িঙের ডানায় ঠিকানাবিহীন ডাকটিকিট - আদনান শাহ্‌িরয়ার

* নির্বিকার অর্কিড - অন্যমনস্ক শরৎ

* বিষ - নির্বাসন এ একা

* আজ জোছনা নামুক চোখের পাতায় - মুনসী১৬১২

* প্রতিজ্ঞা, প্রতীক্ষা ও সাতটি অমরাবতী - আমি ময়ূরাক্ষী



“ যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে॥ ”

—ফ্রান্সিস বেকন।






২১ শে সেপ্টেম্বরঃ

*প্রলাপ-০১ - দংশিত বিবেক

*এক-বন-বৃক্ষ - অ রণ্য



২২ শে সেপ্টেম্বরঃ

* অমানিশার সন্ধানে - অদৃশ্য

* প্রেমের রূপ; গন্ধ; রস! - শ্যামল জাহির

* মনুষ্যত্ব - নির্বাসন এ একা

* নিষিদ্ধ সংলাপ - নেক্সাস



২৩ শে সেপ্টেম্বরঃ

* সপ্তক সুন্দর সর্বনাশ - ৎঁৎঁৎঁ

* আগমনি - সেলিম আনোয়ার

* দুঃখের উত্তরাধিকার… - স্বপ্নচারী গ্রানমা

* জোছনা আর নীলের কবিতা - মেঘপিয়ন



২৪ শে সেপ্টেম্বরঃ

* কোন এক ধ্রুপদী - শাহরিয়ার নীল

* শুভদৃষ্টি - ধুলাবালি

* শরবিদ্ধ হরিণীর মায়াবী চোখে অশ্রুসিক্ত ঘৃণা - অনিন্দ্য অন্তর অপু



২৫ শে সেপ্টেম্বরঃ

* বিপরীতায়ন - আশরাফুল ইসলাম দূর্জয়

* সেই শব্দ... - গুনাহগার

* সুনি তা, সুনি তা এই সুনিতা - ডট কম ০০৯

* প্রলাপ - সন্ধি পালোয়ান



“ Anything you can imagine is real. ”

—Pablo Picasso.






২৬ শে সেপ্টেম্বরঃ

* ইদানীং জীবনযাপন - অদ্রি অপূর্ব

* উত্তাল স্লোগান এবং আমার নষ্টালজিক পতাকা - ভাঙ্গা কলমের আঁচড়

* শূন্যতার যৌথখামার - আট বছর আগের এক দিন



২৭ শে সেপ্টেম্বরঃ

* কল্পনা (অনু কবিতা) - মোঃ সাইফুল ইসলাম সজীব

* তখন আমিও ইশ্বর সাজি - সেভেন

* অন্ধকার থেকে এসেছি, অন্ধকারেই ফিরে যাব - মিশু মিলন

* ভালোবাসার দোলাচলে আগুন এবং নদী - সুলতানা শিরীন সাজি

* ভ্রান্তি/ - তানিয়া হাসান খান



২৮ শে সেপ্টেম্বরঃ

*আকাশের আড়ালে আকাশ..... - মেঘরোদ্দুর

* কী কথা তাহার সাথে? তার সাথে! (ত্রয়ী) - শাহেদ খান

*বেড়ালতমা, তোকে... - দি ফ্লাইং ডাচম্যান





২৯ শে সেপ্টেম্বরঃ

* রাতের প্রলাপ - অনাহূত

* পিনিক পাখি! - রাজসোহান

* এ আমার পরাজয়ের মানচিত্র! - টুম্পা মনি

* অস্থির জাগরণ - অপর্ণা মম্ময়





৩০ শে সেপ্টেম্বরঃ

* এ হাতে সমর্পিত করো জীবন - মেহেদী আনডিফাইন্ড

* কবিতার শহরে যে পাতায় কবিদ্বয় ঘুমায় -সোনালী ডানার চিল

* ঋজুরেখ বুদ্ধিমাত্রা - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

* কানামাছি - আহমেদ আলাউদ্দিন

* আজকাল শহরে বড় অস্থিরতা... - মাহী ফ্লোরা

* মহীনের ঘোড়াগুলি (ত্রয়ী) - শাহেদ খান



“ The only good is knowledge and the only evil is ignorance. ”

—Socrates.






একজন আরমানকান্ডারী অথর্ব এর হাত ধরে চলতে শুরু করা কাব্যিক ভ্রমণের সেপ্টেম্বরের কবিতা , গদ্যকাব্য সংকলিত হয়েছে সংকলকের পছন্দের ভিত্তিতে !

ভুলে গেলে চলবেনা , সংকলক ও মানুষ এবং তিনি দিনে দু ঘন্টা ব্লগে থাকেন , তাই কোন ভালো কবিতা বাদ থেকে গেলে কমেন্টে তার ছায়া রেখে গেলে সংকলক গিয়ে নিয়ে আসবে ! ঘাসফড়িং ব্লগার মাননীয় মন্ত্রী মহোদয় এবং তার ইন্টারনেট কানেকশন সুস্থ হয়ে ফিরে এসে আবারো প্রচ্ছদে হাত দিয়েছেন !



সবাইকে শরতের সত্য , সুন্দর , বিশুদ্ধ শুভেচ্ছা।

হ্যাপি ব্লগিং !

মন্তব্য ১২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (১২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১

লেখোয়াড় বলেছেন:
++++++++++++++++++++++++++

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক গুলা প্লাস দিছেন দেখি ! কিছু বলবেন না ?
ধন্যবাদ লেখোয়াড় প্লাসের জন্য !
ভালো থাকা হোক !

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: যাক, এবার আর না পড়ার অজুহাত আর রইল না :)

ধন্যবাদ...

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ভাইগো , আপনের এই কমেন্টের শানে নুজুল কিতা ?? B:-) B:-) B:-)

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৮

মিথিলা মাহমুদ বলেছেন: খুব ভালো লাগলো। কেউ কেউ কবিতা পড়ে জেনে আরো ভালো লাগলো।একসাথে সব কবিতা পাওয়াতে অনেক সুবিধা হয়ে গেল :)

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মিথিলা মাহমুদ ! কবিতার সাথে থাকা হোক প্রতিটি অবসরে !
আমার ব্লগে স্বাগতম !
আপনার কাব্যিক ভ্রমণ স্নিগ্ধ হোক !
ভালো থাকুন !

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৯

সুফিয়া বলেছেন: Go Ahead.

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: এ পথ যেন শেষ না হয় !
শুভকামনা সুফিয়া !

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শানে নজরুল তো বুঝতে পারার কথা ছিলো:

মানে খুঁজে পাই নি, তাই পড়তে পারি নি, তাই দিতে পারি নি মন্তব্য
ইহা আর বলার সুযোগ রইলো না...
আপনি সবই সংগ্রহ করে পাঠকের সুবিধা করে দিয়েছেন।

এজন্য প্রিয় স্বপ্নবাজ অভিকে আবারও ধন্যবাদ....এবং
সকল কবিকে শুভেচ্ছা....
এবার দেখি কোনগুলো পড়েছি কিন্তু মন্তব্য দেই নি;)

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: তবে তাই হোক , গাড়িতে উঠে বসুন ! যাত্রা শুভ হোক , স্নিগ্ধ হোক !

যাত্রা শুরু করার আগে পোষ্টের শুরুতেই একটা কাব্যিক প্রচেষ্টা আছে , সেটাতে একটু চোখ বুলিয়ে নিন !
কাব্যিক ভ্রমণ আনন্দময় হোক প্রিয় মইনুল ভাই !

৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯

তওসীফ সাদাত বলেছেন: আহ্‌ ! কবে যে আমার কোন কবিতা স্থান করে নিবে এখানে।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধনব্যাদ সাদাত ভাই ! আপনার লিখা প্রথম পাতায় এক্সেস পেয়েছে জেনে খুব আনন্দ পেয়েছি ! লিখতে থাকুন !
অনেক শুভকামনা রইলো ! আর এভাবে বললে খুব ছোট মনে হয় নিজেকে!
একটু রয়ে সয়ে লিখুন , আমাকে সাথেই পাবেন !
ভালো থাকা হোক !

৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৬

আমি ইহতিব বলেছেন: ভাই অবশ্যই ভালো কাজ, তবে বলছিলাম কি গল্প সংকলনের মতো কবিতারও কি পিডিএফ করা যায়না? তাহলে আমাদের মতো ফাঁকিবাঝ পাঠকদের সুবিধা হতো। ;)

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: তাহলে তো ভালোই হতো !
পিডিএফ করার দায়িত্ব টা কেউ নিলে তাকে স্বাগতম !
শুভকামনা আপি !

৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

খেয়া ঘাট বলেছেন: GP

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: গ্রামীণ ফোন নাকি গুড পোষ্ট??
ভালো থাকুন খেয়া ঘাট !

৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

তওসীফ সাদাত বলেছেন: হুম, অবশ্যই । পরবর্তী সংকলনেই আমার কবিতা জায়গা করে নিবে। B-)

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাল্লাহ ! তবে একটা অনুরোধ থাকবে আপনার কাছে দুটা পোষ্টের মাঝের ব্যাবধান যেন নূণ্যতম তিনদিন হয় ! প্রতিদিন একই লেখকের পোষ্ট পড়া আমার কাছে কিছুটা বিরক্তি হয়ে ধরা দেয় !
শুভকামনা রইলো অনেক !

১০| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শুরুটা চমৎকার !

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মন্ত্রী ! শুরুর শুরুটা হয়েছে তোমাকে দিয়ে ! আর শুরুর বাকী অংশের জন্য যত ভাবা লেগেছে তত ভাবাভাবি পুরো পোষ্টের জন্য করা লাগেনি ! ব্যাপারটা তোমার চোখে পড়েছে দেখে ভালো লাগলো ! চিন্তা করছি এই শেষ , লিঙ্কগুলা এক করে পোষ্ট দিয়ে দিবো , কি দরকার এত ঝামেলার , পোষ্টের পরিচয় তো সংকলন ই !

আর হ্যা প্রচ্ছদ চমৎকার হয়েছে !

১১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

হৃদয় রিয়াজ বলেছেন: সরাসরি প্রিয়তে যাইবে :D :)
পরে সময় করে পড়ব।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার বাড়িতে ভালো থাকুক এই পোষ্ট !
শুভকামনা রইলো !

১২| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

শুঁটকি মাছ বলেছেন: মাঝে মাঝে খুব কবিতা পড়ার পিনিক উঠে।প্রিয়তে লইয়া লইলাম!!!!!!

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: পিনিক তীব্রতর হোক !
সুতীব্র হোক !
ভালো থাকুন অনেক অনেক !

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

টুম্পা মনি বলেছেন: বাহ দারুণ হইসে তো। সুন্দর তারিখ দিয়ে আলাদা আলাদা করে প্রকাশ! বেশ কষ্ট সাধ্য কাজ।

অজস্র শুভকামনা কামনা জানুন অভি।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি ! ভালো থাকুন !

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভ্রমণের শুরুতে কাব্যিক ভূমিকাটি সম্পর্কে কিছুই না বলা অন্যায় হয়েছে।
কবিতার সংকলন হবে, আর তার ভূমিকা থাকবে গদ্যে - তা তো হতে পারে না।

অতএব যথোপযুক্ত প্রারম্ভিকা।
ভালো উদ্যোগ...পিলাচ তো আগেই দিয়েছি :)




*আফসোস! কবি হতে পারলাম না :(

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই , আরেকবার আসার জন্য !
আপনি কবি না কিন্তু কবির চেয়ে বেশী কিছু !
শুভকামনা রইলো !

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

একজন আরমান বলেছেন:
চলুক না ! ক্ষতি কি? !

শুভকামনা রইলো পোস্টদাতার প্রতি।

মাননীয় মন্ত্রী তার হারানো গদি ফিরে পেয়েছে দেখে ভালো লাগছে।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: চলবেই তো !

ধন্যবাদ আরমান !
আর মন্ত্রীর জন্য দোয়া !

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কি পরিশ্রমই না করতে হয় ! শ্রদ্ধা !

শুরুর কাব্যিক যাত্রা । ভালো লাগা !

আমার কিছু নেই। একটু মন খারাপ !



আরমান ভাই এবং কাণ্ডারি ভাই । শ্রদ্ধা !

এবং সংকলনে । প্লাস ।


:) :( :)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ইসসিরে ভাই মাফ করে দেন !
২০ তারিখে লিখা আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে ! পোষ্ট পড়ার সময় ঠিক করে নিয়েছিলাম এটা রাখতেই হবে ! তাও কিভাবে যেন মিস হয়ে গেল ! অক্ষমতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে !
যোগ করে দিয়েছি ! আরেকবার এসে জানিয়ে যান প্লিজ আপনার এখন মন ভালো হয়েছে , না হলে আমার মন খারাপ থাকবে !

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

মামুন রশিদ বলেছেন: অসাধারণ সংকলন :)

প্রচ্ছদ থেকে শুরু করে ভূমিকা, দিন অনুসারে কবিতার লিংক, ফাঁকে ফাঁকে বিখ্যাত লেখকের উক্তি, এমনকি উপসংহারটুকুতেও ছিল যত্নের ছাপ ।

শুভকামনা, পুরো কাব্যিক ভ্রমন টীমের প্রতি ।

সংকলকের জন্য স্পেশাল ধন্যবাদ ।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ! আপনার কমেন্টেই কেন জানি পূর্ণতা পায় সব কষ্ট!
সত্যি কথা হচ্ছে সংকলনের পোষ্টের কন্টেন্ট জোগাড় করাটা খুব কঠিন কিছু না অন্তত আমার কাছে ! প্রতিদিন ই ব্লগে আসি , ফ্রি হয়ে কবিতা খুঁজে খুঁজে পড়ি নিজের জন্য , এখন খালি সংকলনের জন্য লিঙ্ক টা নিয়ে রাখি !
প্রচ্ছদের জন্য মাননীয় মন্ত্রীকে আদর ! ;) ;) ;)
প্রারম্ভিকায় একটু ব্যাতিক্রম আনতে চেয়েছি , সংকলন রেডি করার চেয়ে প্রারম্ভিকা রেডী করতে বেশী সময় লেগেছে ! চিন্তা করলাম সংকলনে নিজের কিছু থাকুক !
আর একই ফরম্যাট দেখতে দেখতে মানুষ বিরক্ত হতে পারে , তাই আমার ভালোলাগা কিছু বানী যোগ করেছি ! তখন ভেবেছিলাম মূল ফোকাস টা মূলত থাকবে সংকলনের উপরেই !
আপনার কমেন্ট কিছুটা আনন্দ দিয়েছে !
আপনি স্কুলে সারাংশ লিখায় ১০ এ ১০ পেতেন আমি শিউর !

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কাব্যিক ভ্রমণের সফলতা কামনা করছি। অনেক পরিশ্রম করেছেন।আমার মতন নবীশ কবির কবিতাও ঠাই পেয়েছে।এজন্য কৃতজ্ঞতা।

আর শুভকামনা। সংকলন হলে কবিতা গুলো পড়ার সহজ। নাহলে খুজে খুজে পড়তে হয়।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
ভালো থাকা হোক !

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: বেশ কিছু কবিতা এখানে যা আমার পড়া হয় নাই। কবে পড়ুম ? :(

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: আজকেই পড়েন , কাব্যিক ভ্রমণ গাড়িতে উঠেন ! পোষ্টের শুরুর প্রারম্ভিকা কবিতা দিয়ে শুরু করার চেষ্টা করেছি , ঐ ব্যাপারে সমালোচনা করবেন না , আপনিও যদি ফাঁকিবাজি কমেন্ট করেন যামু কই !

২০| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আম্মানসুরা বলেছেন: “ The only good is knowledge and the only evil is ignorance. ”
—Socrates.
আমি ইগনোর করি নাই তাই আমি ভালো জ্ঞানী মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করলাম B-)) :P :D

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সাবাশ !
অভিনন্দন রইলো !
ভালো থাকা হোক !

২১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

হাসান মাহবুব বলেছেন: +++++

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !

২২| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ইউ গাউস আর ডুইং এ ভেরি অচম জব ! কেরি অন ব্রো........।

পোস্টে ++

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !
ভালো থাকুন !

২৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
++++++++
শুভকামনা।।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি !
ভালো থাকা হোক !

২৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০০

বশর সিদ্দিকী বলেছেন: কোবতে লিখতাম পারিনা। পইরা কিছু বুঝিওনা। তবে আপনার এই পোস্টা থেকে অসাধারন কিছু কবিতা পরলাম। সত্যিই খুব দারুন কিছু কবিতার কালেকশন করেছেন। সামুতে এত ভালো ভালো কবিরা আছে আগে জানতাম না।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
আপনার কাব্যিক ভ্রমণ আনন্দময় হয়েছে জেনে ভালো লাগলো !
চোখ রাখলেই পাওয়া যায় সামুতে কি আছে , কি নেই !
পুরাতনরা যাবে , আসবে , নতুনরাও আসবে ! এভাবেই চলে সব কিছু !
ভালো থাকা হোক !

২৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো পোস্ট ভাই। মোবাইল থেকে লগ ইন ছিলাম। তাই ভালো করে লিখতে পারিনাই। অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ ভাই।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বুঝতে পেরেছি প্রিয় খেয়া ঘাট ! আমিও মজা করেই বলেছি !
মোবাইল থেকে ব্যাস্তাতার মাঝে কমেন্ট দিয়েছেন , এখন আবার এলেন , অনেক ধন্যবাদ !
ভালো থাকুন !

২৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০

শ্যামল জাহির বলেছেন: শুরুটা সুন্দর হয়ছে।
চমৎকার প্রচ্ছদ!
বাছাই করা ভাল লেখা এক সাথে পাওয়ায় খুশি লাগছে।
এখন শুধু সময় করে পড়া।

ধন্যবাদ অভি ভাই।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শ্যামল জাহির !
প্রচ্ছদ কৃতজ্ঞতা মাননীয় মন্ত্রী মহোদয়ের !
সময় করে ভ্রমণ শুরু করুন , কবিতা পাঠ আনন্দময় হবে আমার বিশ্বাস !
অনেক শুভকামনা রইলো !

২৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮

শাহেদ খান বলেছেন: চমৎকার। প্রচ্ছদ, প্রারম্ভিকা, সংকলন - সবটাই দারুণ হয়েছে !

শুভেচ্ছা, অভি !

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ শাহেদ ভাই !
শুভকামনা সব সময়ের !
ভালো থাকা হোক !

২৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যারপর নাই, চমৎকার কাজ। অনেক ধৈর্য্য আর কষ্টের কাজরে ভাই। ভালো থাকুন। এই সংকলন যেন চলতে থাকে এই কামনাই করি।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সজীব ভাই !
যতদিন আমার সময় এবং মন সায় দিবে ততদিন আমি করবো !
তারপর অন্য কেউ চালিয়ে যাবে আমার বিশ্বাস !
ভালো থাকা হোক !

২৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬

এম মশিউর বলেছেন: ভাই, সংকলনটা চালিয়ে যান। অনেক উপকার হয় আমার মত পাঠকদের।

ভালো কাজের প্রসংশা সকলেই করবে। আর সেই প্রসংশার দাবিদার আপনি। সংকলন চলুক।।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মশিউর !
যতদিন আমার সময় এবং মন সায় দিবে ঠিক ততদিন ই চলবে !
ভালো থাকা হোক !

৩০| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

আরজু পনি বলেছেন:

:!> :#>

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: লজ্জা পেলে চলবেনা আপি ! আরো কাব্য চাই !

৩১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:





জোস ! একটা সংকলন হয়েছে এবারেরটা। অভি বেঁচে থাকো এভাবে পাঠকের অন্তরে হাজার বছর ধরে।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই !

আপনার কমেন্ট পড়লে মাঝে মাঝে খুব বিব্রত হই !
ভালো থাকা হোক !

৩২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: এই পোস্ট দেখে দেখে অনেক না পড়া কবিতাই পড়ে ফেললাম। থ্যাংকুশ অভি এবং টিম

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ওয়েলকাম ! ওয়েলকাম !

৩৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫

সুমন কর বলেছেন: শুরুটা ভাল হয়েছে। মাঝে মাঝে বিভিন্ন কবিতা আর বাণী দেওয়া বেশ লাগল। সংকলন ভাল হয়েছে। চালিয়ে যাও।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !
আপনার ভালো লাগা আমার বিশেষ প্রাপ্তি !
ভালো থাকুন !

৩৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: না না ওইভাবে বলার কিছু নাই । লজ্জা পাই । না পড়া কবিতাগুলো পড়ার সময়েই মন ভালো হয়ে গেছে । এখন সংযুক্ত হওয়ার জন্য যতটা ভালো লাগছে তারচেয়ে বেশি ভালো লাগছে কবিতাটা নিয়ে চিন্তা করেছিলেন জেনে । :) :)

আবারও কৃতজ্ঞতা । :) :) ভালো থাকবেন ।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: লজ্জা পাওয়ার ইমু কই !
লজ্জা কাউন্ট হয় নাই !
ভালো থাকুন অনেক অনেক !

৩৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: সংকলনে যত্নের ছাপ স্পষ্ট, আর প্রচ্ছদ তো লা-জবাব। কাব্যিক ভ্রমণের টিমকে অনেক অনেক শুভেচ্ছা।

আর শুরুর কবিতার ক্ষেত্রে-

স্তব্দ নীলে উড়ন্ত সাদার মুগ্ধতায় - বানানটা ঠিক করে দিয়েন;)

শুভরাত্রি।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব !
প্রচ্ছদের জন্য মাননীয় মন্ত্রীকে আদর !

টাইপো ঠিক করে নিয়েছি !
ভালো থাকা হোক !

৩৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: অনেকদিন হলো আর কোন কবিতা লিখিনা
ডায়রিটা হারিয়ে যাবার পর
কেজি দরে কেনা দিস্তার কাগজগুলোয়
বাসা বেধেঁছে এক পরিবার আরশোলা
ওদের নিয়মিত জীবনের ছঁকে
নেতিবাচকতা চাইনা বলেই
কলমটা উঠিয়ে রেখেছি ঘরের মাচায়!



অ.ট. সুন্দর সংকলন :)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: কলম টা নামিয়ে আনুন ঘরের মাচা থেকে , কবিতার আকিবুকিতে কাগজ ভরে যাক !

অনেক ধন্যবাদ আপনাকে !
ভালো থাকুন !

৩৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:১২

অপু তানভীর বলেছেন: কবিতা পড়ি না ! খালি গল্প পড়ি !! B-)) B-)) B-))

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এই পোষ্টের গাড়িতে উঠে পড়েন দুলাভাই ! কবিতা মাঝে মাঝে গল্পকারদের সাহায্য করে !
ভালো থাকা হোক !

৩৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৪২

তারছেড়া লিমন বলেছেন: শুভকামনা সহ +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লিমন ভাই !

৩৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:



বিব্রত হওয়ার কি আছে ? ব্যাখ্যা কর আর যদি বিব্রত হয়েই থাকো তবে তোমাকে আর মন্তব্য করে আমি বিব্রতকর পরিস্থিতিতে ফেলবো না। ধন্যবাদ ভালো থেকো।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: সাধারণত কেউ প্রসংশা করলে বিব্রত হই ! হাজার বছর ধরে পাঠকের মনে বেঁচে থাকার কামনা আমাকে যেমন খুশি করেছে তেমনই বিব্রত করেছে ! এখন এই বিব্রত হবার ভাবটা আপনার বুঝতে হবে গুরু ! এমন বিব্রত করলে ভালোই লাগে !

৪০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:১৭

বৃতি বলেছেন: পরিশ্রমী কাজে অনেক শুভেচ্ছা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৩:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বৃতি !
ভালো থাকা হোক !

৪১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৩:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:




তুমিতো আমাকে আর একটু হলেই হার্ট এটাক করিয়ে ফেলতে। আমি ভেবেছিলাম তুমি সিরিয়াস। এই যদি হয় বিব্রত করা তবে আমার মাথায় যতগুলো চুল রয়েছে ততই তুমি পাঠকদের মনে স্থান করে নাও।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

৪২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৪

কাজী মামুনহোসেন বলেছেন: কবে যে এই পোস্টে আমার নাম উঠবে !! :( :(

বহু চেষ্টার পরও একটা কবিতা লিখতে পারলাম না। :(( :((


সংকলনের জন্য ধন্যবাদ।
+++

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !
লিখে ফেলুন , দেখবেন হয়ে যাবে !
ভালো থাকুন !

৪৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার পোষ্ট।

+++++
অনেক কবিতায় পড়া হয়েছে :) যে গুলো বাকি আছে এবার সেগুলো দেখতে হবে।
ধন্যবাদ রইলো সংকলনের সাথে জড়িত সকলকে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন সাহেব ! বাকীগুলো পড়ার জন্য আপনাকে স্বাগতম ! সময় থাকলে ভ্রমণ শুরু করে দিন !
ভালো থাকুন !

৪৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: তোমার কবিতার সমালোচনা করি।

তাড়াহুড়ো করে লেখা কবিতা, তাই বেশি ভালো লাগে নি। তবে নতুনত্ব আনতে চেয়েছ পোস্টে এজন্য সাধুবাদ।

শিউলি সুবাসে -- কাশফুলের নগ্নছোঁয়া ।

বারবার শরত, কাশফুল এসব আসছে তাই হয়তো ভালো লাগে নি। যাই হোক তোমার প্রারম্ভিকা তেমন জরুরী কিছু না এই সংকলনের তুলনায়।

কাল বেশ কিছু কবিতা পড়লাম। এর মাঝে

এই কবিতাটা বেস্ট লেগেছে

বাকিগুলোও দেখে নিবো। ভালো থেকো। বৃষ্টি মোবারক।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: একদম মোক্ষম জায়গায় হাত দিয়েছেন ! আসলেই কিছুটা তাড়াহুড়া করে লিখা , শরতের মাসের কবিতার সংকলন করছি তাই ঐ সংক্রান্ত কিছু আনতে চেয়েছি ! সংকলনের প্রারম্ভিক কথা গুলো একঘেয়ে হয়ে যাচ্ছিল ! এই প্রচেষ্টা টা চলবে আশা করি !

আপনার বেষ্ট কবিতাটা আসলেই ভালো
কি সময়ে আমি কাব্যিক ভ্রমনের সুযোগ করে দিছি দেখছেন ?
ছুটির দিন , বৃষ্টি ! ওফফ ! এই জন্য আপনার কাছে আমি বিরিয়ানী পাই !
বৃষ্টিতে ঘুম মোবারক !

৪৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬

এহসান সাবির বলেছেন: চমৎকার উপস্হাপন। কবিতা সংকলন আমার অনেক পছন্দ, এক সাথে অনেক কবিতা পাওয়া যায়। কিছু পড়া বাকি আছে, পড়ে নেব। ধন্যবাদ আপনাকে। শুভকামনা।

পোস্টটা কাল রাতেই পড়েছি কিন্তু
লগইন ঝামেলার জন্য আগে লিখতে পারিনি।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাবির ভাই !
আপনার কবিতা পাঠ আনন্দময় হোক !
ভালো থাকুন !

৪৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: :#> :!>

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: লজ্জা কাউন্ট করা হলো !

৪৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২

সায়েম মুন বলেছেন: পরিশ্রমী পোস্টে অনেক ভাললাগা রইলো।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই !
ভালো থাকুন !

৪৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:২১

গোর্কি বলেছেন:
'কবিতা সংকলন' এর আগে-পেছনে যারা শ্রম দিয়েছেন, সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। শুভ কামনা রইল।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গোর্কি !
ভালো থাকা হোক !

৪৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও অভি ও সংকলন টিম কে! বিশেষ করে এইবারের প্রচ্ছদ সেইরাম সুন্দর হইসে! ব্লগে আর যে সমস্ত সংকলন হয় :P তার মধ্যে এইটা সবথেকে সুন্দর হইসে! :-0

প্রিয়তে নিলাম সেটা তো আর বলার অপেক্ষা রাখে না! আমার ল্যাপ্টপ ডাউন, অফিস ফাকি দিয়ে কবিতা গুলো পড়ে ফেলার চেষ্টা করব! অনেকের অনেক কবিতা পড়া হয়নি দেখলাম!

সবার জন্য রইলো শুভকামনা!

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ৎঁৎঁৎঁ ভাই !
প্রচ্ছদের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আবারো আদর !
অন্য সংকলনের জন্য সুন্দর হইছে বলায় ব্যাপক লজ্জা পাবার ইমু হপে !

অফিস ফাঁকি দিয়ে কবিতা পাঠ সুখকর হোক !
আপনার জন্য ও শুভকামনা , ভালো থাকুন !

৫০| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাদের এই শ্রমসাধ্য ক্লান্তিহীন ভ্রমন
সার্থক হোক...

শত কবিতার ভিড়ে নিজের লেখা দেখে
সত্তিই প্রশান্তিত/উৎসাহিত হলাম...।

চমৎকার এই ভ্রমনোদ্দোগ..।
অনেক ধন্যবাদ, ভাই অভি..।

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী !
ভালো থাকা হোক !

৫১| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০

আমিনুর রহমান বলেছেন:





মন্ত্রীকে ধইন্যা এইরাম একটা প্রচ্ছদের জন্য পোষ্টে না ঢুকলেই অন্যায় হবে ;)

পোষ্টের সজ্জাটা এবার চমৎকার হয়েছে। আর কবিতা নির্বাচন সুপার্ব।


বেস্ট সংকলন !!!

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই !
মন্ত্রীকে আদর ! ;) ;) ;)


সজ্জা আর কবিতা নির্বাচন পছন্দ হওয়াতে অনেক ধন্যবাদ আমিন ভাই !

বেষ্ট সংকলন বলাতে কৃতজ্ঞতা !
ভালো থাকুন !

৫২| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার ডেকোরেশন, ভেরী নাইস ||

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !
ভালো থাকা হোক !

৫৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৬

বটবৃক্ষ~ বলেছেন: খুব ভালোলাগলো! পুরোটা আবার সময় নিয়ে দেখবও!!
প্রচ্ছদ এবারেরটা বেস্ট!! :) :)
মন্ত্রী ভাইয়াকে শুভেচ্ছা!!

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বৃক্ষাপু !

আরেকবার আসলে মোটেই রাগ করবোনা ;) ;)
মন্ত্রীকে আদর !

৫৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০১

ইউর হাইনেস বলেছেন: আমারটাও আছে দেখছি। দেখিই নি এতদিন।।
আবির্ভাব (কবিতা গোত্রীয়)

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাইনেস ! ভালো থাকুন !
আপনার দেয়া লিঙ্কটি সম্ভবত ভুল আছে !

৫৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১

ইউর হাইনেস বলেছেন: হুম্ম তাই তো দেখছি.।.।.।।
Click This Link

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার একটা কবিতার লিঙ্ক দিয়েছেন ! সময় করে যোগ করে দিবো !

৫৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১

অদৃশ্য বলেছেন:





প্রিয় অভি


বরাবরের মতোই চমৎকার কাজ... এইসব সংকলন অনেককেই অনুপ্রাণিত করবে...

একজন আরমান, কান্ডারী অথর্ব ও মাননীয় মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা...

সংকলন শুরুর আগে যা লিখলেন তা খুবই চমৎকার... একরাশ ভালোলাগা...


শুভকামনা...

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় অদৃশ্য !
আপনার উপস্থিতি প্রেরণা দেয় !
ভালো থাকা হোক !

৫৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

মাহতাব সমুদ্র বলেছেন: আকাশ মাটি যেথায় মেশে থাকবে সেথায় সে বসে, দেখা হবে প্রথমবার আমার সঙ্গে প্রিয়ার...

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই , সেটাই ! শুভকামনা থাকলো !

৫৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সংকলক টিমকে ধন্যবাদ মহতী কাজের জন্য।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই !

৫৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

সুলতানা শিরীন সাজি বলেছেন:
সবাইকে শরতের শুভেচ্ছা........
সুন্দর আয়োজন।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !
শরতের শুভেচ্ছা !

৬০| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫১

শাহজাহান মুনির বলেছেন: দারুণ পোষ্ট । প্রিয়তে নিলাম ।

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবা ভাই , ঈদের শুভেচ্ছা !

৬১| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

টেস্টিং সল্ট বলেছেন: আবার স্কোর করেছি B-))

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: #:-S #:-S #:-S ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.