নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

"মা" নিয়ে লিখা সুন্দর আর্টিকেল (নোংরা পেজগুলোকে পেছনে ফেলে ) গুগলের প্রথম পাতায় নিয়ে আসার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬

সিদ্ধান্ত খানিক টা পরিবর্তন করেছি , আপাতত আপনাদের একাউন্ট খুলার ঝামেলায় ফেলতে চাচ্ছিনা , একটাই একাউন্ট থাকবে , মা নামে সেই একাউন্ট থেকে আপনাদের পোষ্টগুলো আপনাদের নাম ও লিঙ্ক সহ পোষ্ট করে এস ই ও এর কাজ শুরু করতে চাচ্ছি ! শুধু লিখাগুলো প্রকাশ করার অনুমতি চেয়ে চেয়ে ৩ দিন পর পর আমরা একটা করে পোষ্ট দিবো আর সেগুলো শেয়ার করা হবে !

মূল লক্ষ্য অর্জন করতে হলে ফেসবুক পেজটিকে অনেক জনপ্রিয় করতে হবে , আপনাদের সবাইকে পেলে পেজ টিতে পর্যায়ক্রমে এই পোষ্টগুলো লেখকের নাম এবং লিঙ্ক সহ প্রকাশ করা হবে । পেজটিকে প্রমোট করুন , পেজের স্ট্যাটাসগুলো শেয়ার করুন । আর এই সাইটে মা সংক্রান্ত পোষ্টের একটি সংগ্রহশালা তৈরী হবে , একটু কষ্ট করে সবার লিখাগুলো সেখানে পোষ্ট করলে চমৎকার হয় , কেননা সেই সাইটের উপর এস ই ও এর কাজ করা হবে !

সব গুলো প্রচেষ্টায় সবাই উদ্যোগী হলে তিন -চার মাসেই পরিবর্তন চোখে পড়বে !


কাজ টা দুই একজনকে দিয়ে হবেনা , সবাই উদ্যোগী হয়ে সাহায্য করলে প্রথম পাতায় "মা " ফেসবুক পেজের লিখা আসবে , "মা " শিরোনামের ওয়েবসাইটের পোষ্টগুলো আসবে , সামুর পোষ্টগুলো আসবে ! যেহেতু ওয়েবসাইট টি টেকনিক্যালি প্রমোট করার ব্যাবস্থা আছে সবাইকে অনুরোধ করছি সেখানে পোষ্ট করার জন্য (সামুর লিঙ্ক দিয়ে দিবেন পোষ্ট শেষে ) !



আপডেটঃ

একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরী করার কথা ছিল , সেটি মুটামুটি রেডি , যারা পোষ্ট দিচ্ছেন বা দিয়েছেন তারা ব্লগের লিঙ্ক সহ
এই সাইটে পোষ্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে ! এই সাইট টির পোষ্টগুলোর উপর এস ই ও এর কাজ করা হবে!

পোষ্ট স্টিকি করার জন্য ব্লগ কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ! যেহেতু বাংলা ফিল্টারিং এর ব্যাবস্থা নেই , তাই ঐ লিঙ্ক গুলোকে প্রথম তিন চার পাতা থেকে সরিয়ে দেয়ার দায়িত্ব টা আমাদের ! কাজটা খুব সহজ হয়ে যাবে যদি সম্মিলিত ভাবে কাজ করা হয় । সামুতে "মা " কে নিয়ে লিখলে ট্যাগ পূর্ণ করলে আর এইখানে লিঙ্ক দিলে আপডেট করে দিবো , এতে সবাই ঐ পোষ্টগুলোতে কমেন্ট করলে কাজ টা সহজ হয়ে যায় ! আর কারো পার্সোনাল ওয়ার্ডপ্রেস সাইট থাকলে সেখানে "মা" শিরোনামে কিছু লিখলে এখানে লিঙ্ক দেয়ার অনুরোধ থাকলো মানিক ভাই এই লিঙ্ক গুলোর উপরে এস ই ও এর কাজ করবেন ! maamarma.com নামে ডোমেইন কিনে কালকের ভিতরে একটি সাইট বানানোর চেষ্টা করা হচ্ছে । এই নামে ডোমেইন পাওয়া টাফ হতে পারে , তাই কারো কাছে ভিন্ন নাম থাকলে প্রস্তাব করার অনুরোধ রইলো ! সাইট টি রেডী হবার পর সবাই সামুতে আগে পোষ্ট দিয়ে তারপর সাইট টিতে লিখা দেয়ার অনুরোধ রইলো , সামুতে আগে প্রকাশিত বলেই , তাহলে ঐ সাইটের উপর এস ই ও এর কাজ করলে কাজ টা সহজ হয়ে যাবে ! হাসান মাহবুব ভাইয়ের প্রস্তাব অনুযায়ী একটি ফেসবুক পেজ ও তৈরী করা হয়েছে , মা পেজটিতে সবার আন্তরিক অংশ নিন , "মা" কে নিয়ে লিখা দিন আর পেজটিতে বন্ধুদের আমন্ত্রণ জানান ! সবার আন্তরিক অংশগ্রহণ এবং প্রচারণা কামনা করছি !





" মা " একটি শব্দের একটি বাক্য। এই জায়গাটায় আবেগ দেখানোর সুযোগ আমাদের খুব কমই হয়ে উঠে । প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে "মা" এর জন্য শ্রদ্ধা থাকে , সীমাহীন আবেগ থাকে । আমাদের ভার্চুয়াল অস্তিত্ব আজ একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে , দুই দিন পর তার অবস্থান আরো শক্তিশালী হবে । আমরা অনলাইনে দেশকে ভালোবাসি , দেশের জন্য , দেশবিরোধী চক্রের বিরুদ্ধে কত কি লিখি ! তার কতটা বাস্তবে প্রভাব ফেলছে সে বিতর্কে যাবোনা , কিন্তু এতটুকু হলফ করে বলতে পারি একটি সহজ ও সুন্দর পদ্ধতিতে আমরা জয় করতে পারি নোংরা কিছু ব্যাপারকে ! কিছুদিন আগে ব্লগার মানিক ভাই মা আমরা তোমাকে ভালবাসি তোমার অপমান আমরা হতে দিব না। ব্লগার ভাই বোনদের সহযোগিতা কামনা করছি। এর এই পোষ্টটির কারনে এই পোষ্টটির অবতারণা । "মা" লিখে গুগলে সার্চ দিলে কিছু চটি পেজের লিঙ্ক চলে আসে , যা খুবই বিব্রতকর এবং বাংলা ভাষাভাষী হিসেবে আমাদের জন্য লজ্জাজনক ও বটে । এই প্রসঙ্গে বলতে গেলে আমাকে একটু স্মৃতিচারণ করতে হয় । কিছুদিন পূর্বে বাংলাদেশী চলচ্চিত্রের উপর লিখতে গিয়ে দুটো অদ্ভূত ব্যাপার লক্ষ করলাম । প্রয়াত সালমান শাহ কে নিয়ে অনলাইনে অনেক কিছুই পেয়েছি , কিন্তু একই সময়ের শক্তিশালী অভিনেতা রাজিবের একটা ছবি পাওয়া খুবই কষ্টকর হয়ে উঠেছে ! রাজিব লিখে সার্চ করলেই মডেল প্রভার কেলেঙ্কারীতে যুক্ত রাজিবের ছবি , ব্লগার থাবা বাবার ছবি পেজের পর পেজে !



সুস্পষ্টভাবে এর জন্য আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারাই দায়ী।

অন্তর্জালের সঠিক ব্যবহার না করার ফলেই এমন কিছু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় । প্রসঙ্গত নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টির শুরু থেকেই । কিন্তু তার বিকৃত রূপ যখন আপনার আবেগ অনুভূতিতে আঘাত করবে তখন ও কি আপনি চুপ থাকেন ? আমি বলবো না , চুপ থাকেন না ! পোষ্ট নির্বাচিত পাতায় না গেলে অনেক পোষ্ট দেয়, ফেসবুকের আকাশ পাতাল ভারী করে ফেলে , ব্যাক্তি আক্রমণ করলে সেটার প্রতিবাদে স্ক্রীনশটের বাজার বসিয়ে দেন , দেশবিরোধী চক্রের বিরুদ্ধে অনেককেই ভার্চুয়ালী ফাইট করতেও দেখা যায় ।



তাহলে "মা" লিখে সার্চ দেয়ার পর কেন চটি পেজের লিঙ্ক দেখে এখনো চুপ করে আছেন ? এই পেজগুলার লিঙ্ক কেন গুগলের প্রথম পাতায় থাকে ?

কারণ হতে পারে দুটা -

১ । "মা " নিয়ে পর্যাপ্ত বাংলা আর্টিকেল অনলাইনে নেই , থাকলেও সেগুলোতে হিট নেই ।

২। চটি পেজগুলোতে অনেক হিট ।




দুটো সিস্টেম ই আমরা ভেঙ্গে দিতে পারি । সেটা করতে হবে পুরো কমিউনিটির লোকজন এক হয়ে এবং একটা নির্দিষ্ট পন্থায় । আমার ব্যাক্তিগতভাবে কিছু প্রস্তাবণা আছেঃ

১। এই মাসের ভিতরেই সামুর ব্লগাররা "মা" সংক্রান্ত আর্টিকেল লিখবে , গল্পকাররা "মা" কে শ্রদ্ধা জানিয়ে গল্প লিখবে , কবিরা কবিতা লিখবে ।

তাহলে অনলাইনে কনটেন্টের অভাব হবেনা !

২। শিরোনামে "মা " শব্দটি রাখতে হবে।ভিতরের কন্টেন্টে "মা" শব্দটির আধিক্য কামনা করছি।

৩। লিখলেই হবেনা , আপনাকে চটি পেজের ভিজিটরের সাথে পাল্লা দিয়ে হিট বাড়াতে হবে ! ক্যাচাল পোষ্ট , আঠারো প্লাস পোষ্টে তো হিটের অভাব হয়না , আমার অনুরোধ থাকবে এই সংক্রান্ত পোষ্টগুলো যেই লিখুক না কেন অনলাইনে থাকলে সেই পোষ্টগুলোতে গঠনমূলক কমেন্ট করে পোষ্টটিকে সমৃদ্ধশালী করে তোলার জন্য।

৪। অনেকেরই ফেসবুকে ফলোয়ার আছে অনেক ওনারা যদি এই সংক্রান্ত পোষ্টগুলো শেয়ার করেন তাহলে হিট আরো বাড়বে।

৫। এই মাসের প্রতিদিন যদি দুটা করে পোষ্ট আসে এবং সামুর সব ব্লগাররা যদি পোষ্টগুলোর সাথে থাকেন তাহলে ঈদের পর ই হয়তো অন্য চেহারা দেখা যাবে । ঈদের পর না হোক , এই মাস শেষে আমরা ঐ লিঙ্কগুলোকে ৪র্থ কিংবা ৫ম পাতায় নিয়ে যেতে পারি ।

৬। বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করছি সামুর সেই ব্লগারদের যাদের পাঠক আছেন অফলাইনে এবং অনলাইনে ।

৭। পুরো ব্যাপারটা চাইলেই সমন্বয় করা যায় , এই পোষ্টেই আলাপ করে (যারা আগ্রহী) ঠিক করে নেয়া যায় কে কবে পোষ্ট দিবে !



কারো কাছে যদি আরো ভালো কোন আইডিয়া থাকে শেয়ার করার অনুরোধ থাকবে , আর পোষ্ট পড়ার পর ঠিক করে ফেলুন কবে "মা" শব্দটি শিরোনামে রেখে পোষ্ট দিবেন ।

পোষ্টে গঠনমূলক আলোচনা এবং সবার অবস্থান জানানোর অনুরোধ রইলো !



আপডেটঃ

ব্লগার মেহেদী হাসান মানিক এবং মাহমুদুল হাসান ০৭ এই দুইজন মিলে প্রাথমিক ভাবে এই সংক্রান্ত

এস ই ও এর কাজ শুরু করছেন এই সোমবার থেকে ! এই ব্যাপারে কেউ ওনাদের সাহায্য করতে চাইলে মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ! বাকী কাজটা খুব সহজ , খুব দ্রুত "মা" এর জন্য ভালো লিখা এবং তাতে পর্যাপ্ত ভিজিট !

যাদের নিজস্ব ওয়ার্ডপ্রেস ব্লগ আছে তারা সেখানে লিখালিখি করতে পারেন এবং কেউ চাইলে ওয়ার্ডপ্রেসে পার্সোনাল ব্লগ বানিয়ে লিখা শুরু করতে পারেন , এবং লিঙ্কগুলো এখানে দিলে মানিক ভাই ওঁ মাহমুদুল ভাই

এস ই ও এর কাজ করবেন লিঙ্কগুলোতে !




"মা " এর প্রতি ভালোবাসা অমলিন হোক !

পোষ্ট আপডেটঃ

এই লিখাগুলো বেশী করে ভিজিট করার অনুরোধ রইলো

বর্বর গৃহকর্তী নয়, মমতাময়ী মা চাই



মা - মা পোষ্টের সংকলন



মা, মাকে নিয়ে একটা দুঃখ স্মৃতি আর মাকে নিয়ে সামুর কিছু মাইনাচীয় পোষ্ট

মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯

সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক

সৃষ্টিকর্তা কেন “মা” বানালেন?



লেখকদের অনুমতির অপেক্ষায় আছি , ওনারা অনুমতি দিলে এই লিখাগুলো ফেসবুক পেজে পোষ্ট করা হবে ওনাদের নামেই ! ঐ পোষ্টগুলোতে সবার আন্তরিক অংশ নেয়া কামনা করছি !



মূল লক্ষ্য অর্জন করতে হলে ফেসবুক পেজটিকে অনেক জনপ্রিয় করতে হবে , আপনাদের সবাইকে পেলে পেজ টিতে পর্যায়ক্রমে এই পোষ্টগুলো লেখকের নাম এবং লিঙ্ক সহ প্রকাশ করা হবে । পেজটিকে প্রমোট করুন , পেজের স্ট্যাটাসগুলো শেয়ার করুন । আর এই সাইটে মা সংক্রান্ত পোষ্টের একটি সংগ্রহশালা তৈরী হবে , একটু কষ্ট করে সবার লিখাগুলো সেখানে পোষ্ট করলে চমৎকার হয় , কেননা সেই সাইটের উপর এস ই ও এর কাজ করা হবে !

সব গুলো প্রচেষ্টায় সবাই উদ্যোগী হলে তিন -চার মাসেই পরিবর্তন চোখে পড়বে !


কাজ টা দুই একজনকে দিয়ে হবেনা , সবাই উদ্যোগী হয়ে সাহায্য করলে প্রথম পাতায় "মা " ফেসবুক পেজের লিখা আসবে , "মা " শিরোনামের ওয়েবসাইটের পোষ্টগুলো আসবে , সামুর পোষ্টগুলো আসবে ! যেহেতু ওয়েবসাইট টি টেকনিক্যালি প্রমোট করার ব্যাবস্থা আছে সবাইকে অনুরোধ করছি সেখানে পোষ্ট করার জন্য (সামুর লিঙ্ক দিয়ে দিবেন পোষ্ট শেষে ) !



আপডেটঃ

একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরী করার কথা ছিল , সেটি মুটামুটি রেডি , যারা পোষ্ট দিচ্ছেন বা দিয়েছেন তারা ব্লগের লিঙ্ক সহ
এই সাইটে পোষ্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে ! এই সাইট টির পোষ্টগুলোর উপর এস ই ও এর কাজ করা হবে!

পোষ্ট স্টিকি করার জন্য ব্লগ কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ! যেহেতু বাংলা ফিল্টারিং এর ব্যাবস্থা নেই , তাই ঐ লিঙ্ক গুলোকে প্রথম তিন চার পাতা থেকে সরিয়ে দেয়ার দায়িত্ব টা আমাদের ! কাজটা খুব সহজ হয়ে যাবে যদি সম্মিলিত ভাবে কাজ করা হয় । সামুতে "মা " কে নিয়ে লিখলে ট্যাগ পূর্ণ করলে আর এইখানে লিঙ্ক দিলে আপডেট করে দিবো , এতে সবাই ঐ পোষ্টগুলোতে কমেন্ট করলে কাজ টা সহজ হয়ে যায় ! আর কারো পার্সোনাল ওয়ার্ডপ্রেস সাইট থাকলে সেখানে "মা" শিরোনামে কিছু লিখলে এখানে লিঙ্ক দেয়ার অনুরোধ থাকলো মানিক ভাই এই লিঙ্ক গুলোর উপরে এস ই ও এর কাজ করবেন ! maamarma.com নামে ডোমেইন কিনে কালকের ভিতরে একটি সাইট বানানোর চেষ্টা করা হচ্ছে । এই নামে ডোমেইন পাওয়া টাফ হতে পারে , তাই কারো কাছে ভিন্ন নাম থাকলে প্রস্তাব করার অনুরোধ রইলো ! সাইট টি রেডী হবার পর সবাই সামুতে আগে পোষ্ট দিয়ে তারপর সাইট টিতে লিখা দেয়ার অনুরোধ রইলো , সামুতে আগে প্রকাশিত বলেই , তাহলে ঐ সাইটের উপর এস ই ও এর কাজ করলে কাজ টা সহজ হয়ে যাবে ! হাসান মাহবুব ভাইয়ের প্রস্তাব অনুযায়ী একটি ফেসবুক পেজ ও তৈরী করা হয়েছে , মা পেজটিতে সবার আন্তরিক অংশ নিন , "মা" কে নিয়ে লিখা দিন আর পেজটিতে বন্ধুদের আমন্ত্রণ জানান ! সবার আন্তরিক অংশগ্রহণ এবং প্রচারণা কামনা করছি !





" মা " একটি শব্দের একটি বাক্য। এই জায়গাটায় আবেগ দেখানোর সুযোগ আমাদের খুব কমই হয়ে উঠে । প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে "মা" এর জন্য শ্রদ্ধা থাকে , সীমাহীন আবেগ থাকে । আমাদের ভার্চুয়াল অস্তিত্ব আজ একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে , দুই দিন পর তার অবস্থান আরো শক্তিশালী হবে । আমরা অনলাইনে দেশকে ভালোবাসি , দেশের জন্য , দেশবিরোধী চক্রের বিরুদ্ধে কত কি লিখি ! তার কতটা বাস্তবে প্রভাব ফেলছে সে বিতর্কে যাবোনা , কিন্তু এতটুকু হলফ করে বলতে পারি একটি সহজ ও সুন্দর পদ্ধতিতে আমরা জয় করতে পারি নোংরা কিছু ব্যাপারকে ! কিছুদিন আগে ব্লগার মানিক ভাই মা আমরা তোমাকে ভালবাসি তোমার অপমান আমরা হতে দিব না। ব্লগার ভাই বোনদের সহযোগিতা কামনা করছি। এর এই পোষ্টটির কারনে এই পোষ্টটির অবতারণা । "মা" লিখে গুগলে সার্চ দিলে কিছু চটি পেজের লিঙ্ক চলে আসে , যা খুবই বিব্রতকর এবং বাংলা ভাষাভাষী হিসেবে আমাদের জন্য লজ্জাজনক ও বটে । এই প্রসঙ্গে বলতে গেলে আমাকে একটু স্মৃতিচারণ করতে হয় । কিছুদিন পূর্বে বাংলাদেশী চলচ্চিত্রের উপর লিখতে গিয়ে দুটো অদ্ভূত ব্যাপার লক্ষ করলাম । প্রয়াত সালমান শাহ কে নিয়ে অনলাইনে অনেক কিছুই পেয়েছি , কিন্তু একই সময়ের শক্তিশালী অভিনেতা রাজিবের একটা ছবি পাওয়া খুবই কষ্টকর হয়ে উঠেছে ! রাজিব লিখে সার্চ করলেই মডেল প্রভার কেলেঙ্কারীতে যুক্ত রাজিবের ছবি , ব্লগার থাবা বাবার ছবি পেজের পর পেজে !



সুস্পষ্টভাবে এর জন্য আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারাই দায়ী।

অন্তর্জালের সঠিক ব্যবহার না করার ফলেই এমন কিছু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় । প্রসঙ্গত নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টির শুরু থেকেই । কিন্তু তার বিকৃত রূপ যখন আপনার আবেগ অনুভূতিতে আঘাত করবে তখন ও কি আপনি চুপ থাকেন ? আমি বলবো না , চুপ থাকেন না ! পোষ্ট নির্বাচিত পাতায় না গেলে অনেক পোষ্ট দেয়, ফেসবুকের আকাশ পাতাল ভারী করে ফেলে , ব্যাক্তি আক্রমণ করলে সেটার প্রতিবাদে স্ক্রীনশটের বাজার বসিয়ে দেন , দেশবিরোধী চক্রের বিরুদ্ধে অনেককেই ভার্চুয়ালী ফাইট করতেও দেখা যায় ।



তাহলে "মা" লিখে সার্চ দেয়ার পর কেন চটি পেজের লিঙ্ক দেখে এখনো চুপ করে আছেন ? এই পেজগুলার লিঙ্ক কেন গুগলের প্রথম পাতায় থাকে ?

কারণ হতে পারে দুটা -

১ । "মা " নিয়ে পর্যাপ্ত বাংলা আর্টিকেল অনলাইনে নেই , থাকলেও সেগুলোতে হিট নেই ।

২। চটি পেজগুলোতে অনেক হিট ।




দুটো সিস্টেম ই আমরা ভেঙ্গে দিতে পারি । সেটা করতে হবে পুরো কমিউনিটির লোকজন এক হয়ে এবং একটা নির্দিষ্ট পন্থায় । আমার ব্যাক্তিগতভাবে কিছু প্রস্তাবণা আছেঃ

১। এই মাসের ভিতরেই সামুর ব্লগাররা "মা" সংক্রান্ত আর্টিকেল লিখবে , গল্পকাররা "মা" কে শ্রদ্ধা জানিয়ে গল্প লিখবে , কবিরা কবিতা লিখবে ।

তাহলে অনলাইনে কনটেন্টের অভাব হবেনা !

২। শিরোনামে "মা " শব্দটি রাখতে হবে।ভিতরের কন্টেন্টে "মা" শব্দটির আধিক্য কামনা করছি।

৩। লিখলেই হবেনা , আপনাকে চটি পেজের ভিজিটরের সাথে পাল্লা দিয়ে হিট বাড়াতে হবে ! ক্যাচাল পোষ্ট , আঠারো প্লাস পোষ্টে তো হিটের অভাব হয়না , আমার অনুরোধ থাকবে এই সংক্রান্ত পোষ্টগুলো যেই লিখুক না কেন অনলাইনে থাকলে সেই পোষ্টগুলোতে গঠনমূলক কমেন্ট করে পোষ্টটিকে সমৃদ্ধশালী করে তোলার জন্য।

৪। অনেকেরই ফেসবুকে ফলোয়ার আছে অনেক ওনারা যদি এই সংক্রান্ত পোষ্টগুলো শেয়ার করেন তাহলে হিট আরো বাড়বে।

৫। এই মাসের প্রতিদিন যদি দুটা করে পোষ্ট আসে এবং সামুর সব ব্লগাররা যদি পোষ্টগুলোর সাথে থাকেন তাহলে ঈদের পর ই হয়তো অন্য চেহারা দেখা যাবে । ঈদের পর না হোক , এই মাস শেষে আমরা ঐ লিঙ্কগুলোকে ৪র্থ কিংবা ৫ম পাতায় নিয়ে যেতে পারি ।

৬। বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করছি সামুর সেই ব্লগারদের যাদের পাঠক আছেন অফলাইনে এবং অনলাইনে ।

৭। পুরো ব্যাপারটা চাইলেই সমন্বয় করা যায় , এই পোষ্টেই আলাপ করে (যারা আগ্রহী) ঠিক করে নেয়া যায় কে কবে পোষ্ট দিবে !



কারো কাছে যদি আরো ভালো কোন আইডিয়া থাকে শেয়ার করার অনুরোধ থাকবে , আর পোষ্ট পড়ার পর ঠিক করে ফেলুন কবে "মা" শব্দটি শিরোনামে রেখে পোষ্ট দিবেন ।

পোষ্টে গঠনমূলক আলোচনা এবং সবার অবস্থান জানানোর অনুরোধ রইলো !



আপডেটঃ

ব্লগার মেহেদী হাসান মানিক এবং মাহমুদুল হাসান ০৭ এই দুইজন মিলে প্রাথমিক ভাবে এই সংক্রান্ত

এস ই ও এর কাজ শুরু করছেন এই সোমবার থেকে ! এই ব্যাপারে কেউ ওনাদের সাহায্য করতে চাইলে মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ! বাকী কাজটা খুব সহজ , খুব দ্রুত "মা" এর জন্য ভালো লিখা এবং তাতে পর্যাপ্ত ভিজিট !

যাদের নিজস্ব ওয়ার্ডপ্রেস ব্লগ আছে তারা সেখানে লিখালিখি করতে পারেন এবং কেউ চাইলে ওয়ার্ডপ্রেসে পার্সোনাল ব্লগ বানিয়ে লিখা শুরু করতে পারেন , এবং লিঙ্কগুলো এখানে দিলে মানিক ভাই ওঁ মাহমুদুল ভাই

এস ই ও এর কাজ করবেন লিঙ্কগুলোতে !




"মা " এর প্রতি ভালোবাসা অমলিন হোক !

পোষ্ট আপডেটঃ

এই লিখাগুলো বেশী করে ভিজিট করার অনুরোধ রইলো

বর্বর গৃহকর্তী নয়, মমতাময়ী মা চাই



মা - মা পোষ্টের সংকলন



মা, মাকে নিয়ে একটা দুঃখ স্মৃতি আর মাকে নিয়ে সামুর কিছু মাইনাচীয় পোষ্ট

মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯

সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক

সৃষ্টিকর্তা কেন “মা” বানালেন?



লেখকদের অনুমতির অপেক্ষায় আছি , ওনারা অনুমতি দিলে এই লিখাগুলো ফেসবুক পেজে পোষ্ট করা হবে ওনাদের নামেই ! ঐ পোষ্টগুলোতে সবার আন্তরিক অংশ নেয়া কামনা করছি !

মন্তব্য ৩৩৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৩৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯

লেখোয়াড় বলেছেন:
ভাবতে হবে।
তার আগে এমন একটি বিষয় অবতারনার জন্য আপনাকে
অনেক ধন্যবাদ অভি।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় !
আশা করি অনেককেই সাথে পাবো আপনি সহ !
শুভকামনা থাকলো !

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০১

তওসীফ সাদাত বলেছেন: হুম, মানিক ভাইয়ের পোস্ট পড়েছি। এর পর থেকেই ভাবা শুরু করেছি, কি লেখা যায়। আশা করছি খুব অল্প সময়ে "মা" নিয়ে ভাল কোন পোস্ট দিতে পারবো।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাদাত ! শুধু পোষ্ট দিলেই হবেনা , এই সংক্রান্ত পোষ্টে উপস্থিতি ও নিশ্চিত করতে হবে !
শুভকামনা থাকলো !

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকাআইডিয়া ।এরজন্য অবশ্যই মানিক ভাই ধন্যবাদ পাবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ মা কে সম্মানিত করার প্রয়াস নেয়ার জন্য ।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !

৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪

খাটাস বলেছেন: তাহলে "মা" লিখে সার্চ দেয়ার পর কেন চটি পেজের লিঙ্ক দেখে এখনো চুপ করে আছেন ? এই পেজগুলার লিঙ্ক কেন গুগলের প্রথম পাতায় থাকে ?
অনেক ধন্যবাদ অভি ভাই এই টপিক টা মনে করিয়ে দেয়ার জন্য। ভাবতেই কষ্ট হয়- এই ব্যাপার টা ভুলে গেছি। জাঁতি ধর্ম নির্বিশেষে এটা লজ্জার ব্যাপার সবার জন্য।
আপনার পোস্টের সাথে সব বিষয়ে কঠিন ভাবে সহমত।
সম্ভব হলে এই পোস্ট টা স্তিকি করা হোক কিছু দিনের জন্য।
নিজে ও একটা পোস্ট দিব মা কে নিয়ে।
একটা আলাদা বিভাগ করা উচিত মা কে নিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে মা আমাদের সব চেয়ে স্পর্শ কাতর অনুভূতির স্থান হলে ও মা নিয়ে পোস্ট বা লেখা আমরা কম পড়ি। এই ধারা আমাদের বদলানো উচিত।
এখন থেকে মা নিয়ে পাওয়া সব লেখাই পড়ব ইন শা আল্লাহ।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
আসলে এই ব্যাপারটাতে সম্ভবত আমাদের কিছু করার আছে ! আপনি বলেছেন পড়বেন , এই জন্য ধন্যবাদ !
স্টিকি করলে হয়তো একটু ভালো হবে , কিছু টেকনিক্যাল ব্যাপারেও অনেকের সাহায্য পাওয়া যাবে !
শুভকামনা রইলো !

৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪

নাজিম-উদ-দৌলা বলেছেন:
মা নিয়ে পর্যাপ্ত আর্টিকেল লিখলেই আর তাতে হিট দিলেই বিষয়টা সুরাহা হবেনা। কারন বাজে লিংক গুলো র‍্যানডমলি ঠিকই চলে আসবে। এজন্য প্রয়োজন টেকনিকাল সাহায্য। গুগলের ফিল্টারিং সিস্টেম বাংলা ভাষায় সার্চ দিলে কাজ করেনা। গুগল কত্রিপক্ষের কাছে এ বিষয়ে কথা তুলতে হবে। বাজে পোস্ট তো আর বন্ধ করবে না তারা, এটা তাদের বিজনেস। তবে বাংলা লিখাও যেন ফিল্টার করা যায় সে ব্যাবস্থা করতে হবে।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক বলেছেন নাজিম ভাই ! খুব বেশী হিট হলে কিছুদিন পর হয়তো থাকবে , কিন্তু ঐ পেজগুলোর হিট আমরা বন্ধ করতে পারবোনা ! প্রসঙ্গত গুগলে যে লিঙ্কে ভিজিট বেশী , শব্দের সাথে মিলিয়ে সে লিঙ্ক গুলোই সামনে আসে ! এটা একটা প্রাথমিক প্রচেষ্টা ! আমিও ভাবছিলাম যে কিছুদিন পরই ঐ লিঙ্কগুলো আবার চলে আসবে !
সত্যি কথা হচ্ছে বাজে পোষ্ট বন্ধ করবেনা , বাংলা লিখাও যাতে ফিল্টারিং হয় এই প্রস্তাবটা খুব ভালো ! আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করতে পারি !
অনলাইনে আর্টিকেল হলে এবং দুই দিনের জন্য ও যদি গুগুলের প্রথম পাতায় ভালো লিঙ্কগুলো আসে তাহলে কিছুটা পরিবর্তন আশা করা যায় !

৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

সুমন কর বলেছেন: তোমার সাথে আমি সম্পূর্ণ একমত। আসলে আমরা নোংরা এবং নিষিদ্ধ জিনিসের প্রতি একটু বেশী আগ্রহী!! যার ফল, আমাদের এবং আমাদের পরবর্তী জেনারেশনের উপর গিয়ে পড়ছে এবং পড়বে। এই পোস্টটি আমাকে, আজ খুব আনন্দ দিল। কারণটা খুব ব্যক্তিগত, কেননা এই মাত্র আমি আমার মাকে হাসপাতালে ভর্তি করে এসেছি। কষ্ট লাগছে। হয়তো এই পোস্টটি না হলে, আমি শেয়ারই করতাম না।

ভালো থেকো।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !
আপনার মা দ্রুত সুস্থ হয়ে উঠুক !

৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

চটপট ক বলেছেন: নাজিম-উদ-দৌলা বলেছেন:
মা নিয়ে পর্যাপ্ত আর্টিকেল লিখলেই আর তাতে হিট দিলেই বিষয়টা সুরাহা হবেনা। কারন বাজে লিংক গুলো র‍্যানডমলি ঠিকই চলে আসবে। এজন্য প্রয়োজন টেকনিকাল সাহায্য। গুগলের ফিল্টারিং সিস্টেম বাংলা ভাষায় সার্চ দিলে কাজ করেনা। গুগল কত্রিপক্ষের কাছে এ বিষয়ে কথা তুলতে হবে। বাজে পোস্ট তো আর বন্ধ করবে না তারা, এটা তাদের বিজনেস। তবে বাংলা লিখাও যেন ফিল্টার করা যায় সে ব্যাবস্থা করতে হবে।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সত্যি কথা হচ্ছে বাজে পোষ্ট বন্ধ করবেনা , বাংলা লিখাও যাতে ফিল্টারিং হয় এই প্রস্তাবটা খুব ভালো ! আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করতে পারি !
অনলাইনে আর্টিকেল হলে এবং দুই দিনের জন্য ও যদি গুগুলের প্রথম পাতায় ভালো লিঙ্কগুলো আসে তাহলে কিছুটা পরিবর্তন আশা করা যায় !
প্রসঙ্গত গুগলে যে লিঙ্কে ভিজিট বেশী , শব্দের সাথে মিলিয়ে সে লিঙ্ক গুলোই সামনে আসে ! এটা একটা প্রাথমিক প্রচেষ্টা !

৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬

খাটাস বলেছেন: পোস্ট টা স্তিকি হলে ভাল না হলে কাল কে আবার রি পোস্ট দিয়ে দিব পোস্টের লিঙ্ক।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !

৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

ইখতামিন বলেছেন:
প্রশংসনীয় প্রস্তাবনা
মাসের শেষের দিকে দিতে পারি
Mom / মা - এর প্রতি ভালোবাসা অমলিন হোক !
মায়ের কাছে আমরা চির ঋণী


পাশেই আছি
শুভ কামনা রইল :)

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
ভালো থাকা হোক !

১০| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩

আমিনুর রহমান বলেছেন:




পোষ্টের ট্যাগ লাইনে "মা" ট্যাগ দাও। ব্যস্ত আছি তাই ঘুরে গেলাম আবার আসতেছি।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: দিয়ে দিয়েছি ! কিন্তু এখন শিরোনাম ফাঁকা দেখাচ্ছে !
সামু এত্তগুলা দুষ্টু !
ধন্যবাদ আমিন ভাই !

১১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

আমিনুর রহমান বলেছেন:





পোষ্টটি স্টিকি'র জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: আবারো ধন্যবাদ আমিন ভাই !
স্টিকি করলে অনেকের নজরে আসতে পারে ! তাতে উদ্যোগের পাশাপাশি টেকনিক্যাল কিছু ব্যাপারেও সাহায্য আসতে পারে !

১২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

মেহেদী হাসান মানিক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ অভি ভাই। লজ্জার বিষয় আমি নিজেই এখনও লেখা রেডি করতে পারিনি। তবে আমি খুব তাড়াতাড়ি লিখব।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মানিক ভাই , আশা করি অনেককেই সাথে পাবো !

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

মেহেদী হাসান মানিক বলেছেন: মা শব্দটিকে দুই একবার বোল্ড করে দিতে পারেন।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! ঠিক আছে !

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

রাইসুল নয়ন বলেছেন:

কবিদের অনুরোধ করছি,আর আমার জ্ঞান খুবই কম তবুও আপ্রান চেষ্টা করবো কিছু লেখার।।


"মা" কে নিয়ে লিখবো,লিখবই।। অনেক আগেও একটা পোস্ট দিয়েছিলাম, সময় পেলে ঘুরে আসবেন মাগো তোমার কষ্ট লাগেনা ? আমি যে এখনও তোমার অপেক্ষায়, সেই নীল শার্টের বুতামগুলো আজও লাগানো হয়নি !!!

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই ! আসলে যেটা চাচ্ছি সেটার জন্য আরেকটু গুছিয়ে কাজ করতে হবে ! শিরোনামে "মা" শব্দটা থাকলে এবং ভিতরে আরো বেশী থাকলে এবং যথেষ্ট রিড হলে আশা করা যায় প্রথমেই এই সংক্রান্ত লিঙ্কগুলো আসবে , চাপা পড়বে বাজে লিঙ্কগুলো ! সেটা একটু পরিকল্পনা করে করা যায় !


আপনার কবিতার আলাদা একটা ধারা আছে , এটাও তার ব্যাতিক্রম নয় !

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

এম মশিউর বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক।

এতে বিষয়টা সবার নজরে পড়বে।
সামুর সকল ব্লগারকে অন্তত একটা করে মা নিয়ে পোস্ট দেওয়ার জন্য আহবান করা হোক।

আমরা আমাদের মা কে এভাবে অপমানিত হতে দেব না।


(মা নিয়ে একটা আর্টিকেল লেখার ইচ্ছে প্রকাশ করছি)।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মশিউর !
নিজে লিখার পাশাপাশি এই সংক্রান্ত প্রতিটা লিখায় মন্তব্য করলে এবং শেয়ার করলে রেজাল্ট আসতে পারে !
শুভকামনা রইলো !

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: নাজিম ভাইয়ের কথা ভাবার মত ।
আপনার ভাবনার জন্য ধন্যবাদ ও আন্তরিক হৃদয়ের উষ্ণতা থাকল অভি ভাই :)
যে কোন মুল্যে চটি পেজ কে সরানোর কোন চিরস্থায়ী কার্যকর উপায় আমাদের চিন্তা করতে হবে ।
আমরা চাই না আমাদের ছোট ছোট কোমল ভাইবোনদের হাতে এসব সরাসরি
পড়ুক ।

অনেক অনেক ভাল থাকুন প্রিয় অভি ভাই :)
শুভকামনা ।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই !
নাজিম ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন !
ওনার বিষয় টা নিয়ে মানিক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ! উনি টেকনিকাল ব্যাপারটা নিয়ে কাজ করবেন বলেছেন ! ওনারা "এস ই ও" এর কাজ শুরু করছেন সোমবার থেকে !
এখন বাকী সবার কাজ , চাইলে যারা এ ব্যাপারে জানেন ওনাদের সাথে যোগ দিতে পারে !

আপনিও ভালো থাকুন !

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ ! সত্যিকারের প্রয়োজনীয় বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণের জন্য লেখককে ধন্যবাদ । এই বিষয়ে গুগল বাঁ এসইও এক্সপার্টদের সাথে কথা বললে বাঁ দৃষ্টি আকর্ষণ করলে ভালো সুফল পাওয়া যাবে বলে মনে হয় । ধন্যবাদ । :) :)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আদনান ভাই !
ইতিমধ্যে মানিক ভাই একজনকে সাথে নিয়ে কাজ শুরু করছেন , বাকী কাজ টা আপনাদের !

১৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার পরিকল্পনা ।

স্যালুট :)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মন্ত্রী !
সাথেই পাবো আশা করি !
ভালো থাকা হোক !

১৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫

মামুন রশিদ বলেছেন: দারুণ বিষয় নিয়ে লিখেছেন অভি । মা সার্চ দিলে এরকম খারাপ কিছু আসে জানা ছিলো না, জেনে ব্যথিত হয়েছি ।

মা কে নিয়ে বেশি বেশি লেখা দরকার । আর পোস্ট দেবার সময় 'মা' লিখে ট্যাগ দেয়া দরকার । ট্যাগকৃত শব্দগুলোই সার্চ অপশনে আগে দেখায় ।

মা কে নিয়ে মমতা ভরা লেখায় ভালোলাগা++

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !
এই বিষয়ে সবাই উদ্যোগী হলে ব্যাপারটা খুবই সহজ !
শুভকামনা রইলো !

২০| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০

মেহেদী হাসান মানিক বলেছেন: নাজিম ভাইয়ের কথা অবশ্যই ভাবার মত। অইসব সাইটের ভিজটর অনেক । তারাও কিন্তু ভিজিটরের হিটের উপরে এই স্থান দখল করে আছে তাদের পেইজের এসইও খুব শক্ত বলে মনে হয় না।আমরা খুব ভাল করে আর্টিকেল লিখে যেতে পারি এবং নিয়মিত ভিজিট করে যেতে পারি তবে আমারও ভাল অবস্থানে আসতে পারব আশা রাখি।
আর আর্টিকেল লেখার কোন বিকল্প নেই। গুগল যদি বাংলা ফিল্টারিং চালু করে তবুও আমাদের আর্টিকেল সবার আগে লাগবে যদি লেখাই না থাকল তবে তারা কি ইন্ডেক্স করবে?
তাই আমি বলব আসুন আমরা দুইটা বিষয় নিয়ে ভেবে দেখি এবং কাজ করি। মনে রাখতে একা কার পক্ষে এই কাজ সফল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই মানিক ভাই ! সবার সম্মিলিত প্রয়াস লাগবে !
আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ !

২১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: মা কথাটি ছোট্ট অতি
কিন্তু জেনো ভাই
মায়ের মতো নাম যে মধুর
ত্রিভুবনে নাই

----- ছোট বেলায় পড়ছিলাম এটা। খুবই সত্যি কথা, অনুভবের কথা।

ডিসেম্বরে আমার মায়ের জন্মদিন। চেষ্টা করবো মা'কে নিয়ে একটা গল্প লিখতে।

সুন্দর পোস্ট।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু সাথে থাকার জন্য !
সবাই সবার অবস্থান থেকে একটু সচেতন হলেই সহজ হয়ে যায় !

২২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪

নূর আদনান বলেছেন: আমরা সবাই মিলে চেস্টা করলে অবশ্যই হবে, আমি তো আছিই সাথে।
আর গুগলের ফিল্টারিং সিস্টেম তারাতারি আশা করা যাবেনা, কারন গুগল বাংলায় এখনও কিছু্ই করতে পারেনি। দেখেননা বাংলায় ট্রান্সলেট করলে কি অবস্থা হয়। তবে অবশ্যই ওদের বলতে হবে। তার আগে আমাদেরকে "মা" বিষয়ক কন্টেন্ট বাড়াতে হবে।

আর এজন্য পোষ্ট ষ্টিকি করা যেতে পারে, এতে এই ব্যপারটা সবাই জানতে পারবে, আবার "মা" নিয়ে কেউ কোন পোষ্ট দিলে তা ষ্টিকি পোষ্টে আপডেট করতে হবে।তাহলে সেই পোষ্টগুলোর ভিজিটর বাড়বে

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো বলেছেন !
ধন্যবাদ সাথে থাকার জন্য !
ভালো থাকা হোক !

২৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০০

মেহেদী হাসান মানিক বলেছেন: নুর আদনান ভাইয়ের সাথে শত ভাগ সহমত :) :) :) :)

আমাদের সবার আগে দরকার পর্যাপ্ত কন্টেন্ট।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই ! আশা করি অনেককেই পাশে পাবো !

২৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১০

একজন আরমান বলেছেন:
পোষ্ট স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আরমান !

২৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো একটি উদ্যোগ। ভালো নয়, বলা যেতে পারে পবিত্র উদ্যোগ। আমাদের সকলের সচেতনতা যেমন দরকার, তেমনি দরকার টেকনোলজিকাল দিক দিয়ে বিষয়টিকে মোকাবেলা করা। আশা করি দুই ভাবেই আপনারা চেষ্টা চালাবেন। এই ধরনের উদ্যোগে ঘোষনা দিয়ে পাশে থাকার কিছু নেই, এটা কর্তব্য হিসেবেই সাথে আছি।

শুভ কামনা রইল।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা !

২৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪২

অপরিচিত অতিথি বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অপরিচিত অতিথি !

২৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০১

শ্যামল জাহির বলেছেন: সহমত!

আছি সাথে।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !

২৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৬

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন একটা বিষয় সামনে আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অভি ভাই। আসলেই গুগলে মা লিখে সার্চ দিলে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়।

আমি গত কয়েকদিন ধরে মায়েদের নিয়ে একটা পোস্ট লিখছিলাম, মা নিয়েই যেহেতু লিখা এবং ভেতরে বহুবার মা শব্দ আছে, সেহেতু হেডলাইনেও মা শব্দ জুড়ে দিচ্ছি।

আপনার কল্যানে পোষ্ট উৎসর্গ করার মতো কয়েকজন মানুষ পেয়ে গেলাম।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে পাশে পেয়ে ভালো লাগছে !
ভালো থাকুন !

২৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার নেক্সট পোস্টে ট্যাগ দিব "মা" লিখে। ধন্যবাদ একটি সুন্দর বিষয় সামনে আনার জন্য।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই ! সামুর ট্যাগ লাইনগুলো ভালোভাবে পূরণ করলে গুগল সার্চে আগেই আসার কথা , যেহেতু সামুর রেটিং ভালো ! পাশাপাশি এই ধরনের পোষ্টগুলো ও প্রমোট করা যায় !
শুভকামনা রইলো !

৩০| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস আইডিয়া বাট বুঝতাছিনা কাজ হবে কিনা

তারপরেও টেরাই নেয়ন যায়

আপাতত এই পোস্ট স্টিকি করলে ভালা হবে

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !

৩১| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯

আম্মানসুরা বলেছেন: নাজিম-উদ-দৌলা বলেছেন:
মা নিয়ে পর্যাপ্ত আর্টিকেল লিখলেই আর তাতে হিট দিলেই বিষয়টা সুরাহা হবেনা। কারন বাজে লিংক গুলো র‍্যানডমলি ঠিকই চলে আসবে। এজন্য প্রয়োজন টেকনিকাল সাহায্য। গুগলের ফিল্টারিং সিস্টেম বাংলা ভাষায় সার্চ দিলে কাজ করেনা। গুগল কত্রিপক্ষের কাছে এ বিষয়ে কথা তুলতে হবে। বাজে পোস্ট তো আর বন্ধ করবে না তারা, এটা তাদের বিজনেস। তবে বাংলা লিখাও যেন ফিল্টার করা যায় সে ব্যাবস্থা করতে হবে।

সহমত

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: উনি খুব ভালো একটা কথা বলেছেন ! এই বিষয়ে করণীয় একটাই "মা" নিয়ে লিখা আর্টিকেলগুলো সামনে নিয়ে আসার জন্য এই সংক্রান্ত লিখাগুলোর উপর এস ই ও এর কাজ করা , যেহেতু বাংলা ফিল্টারিং এর ব্যাবস্থা নেই ! মানিক ভাই আরেকজনকে সাথে নিয়ে এই কাজ টা শুরু করবেন , এই ব্যাপারে কারো যদি পার্সোনাল ওয়ার্ডপ্রেস ব্লগ থাকে আর সেখানে" মা ' ট্যাগে যদি কোন লিখা থাকে তার লিঙ্ক এখানে দিয়ে গেলে মূল পোষ্টে আপডেট করে দিবো , যেটার উপর কাজ করবেন ওনারা , যাতে ঐ লিখাগুলো সামনের দিকে চলে আসে !সবার সম্মিলিত প্রয়াস ছাড়া সম্ভব না !
আশা করি পাশে পাবো !

৩২| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: ইনভেস্ট করা দরকার। মা নিয়ে একটা প্রমোটেড পেইজ থাকবে ফেসবুকে। প্রমোটেড পেইজের লাইক ৫ লক্ষ ছাড়ানো কোন ব্যাপার না। ঐ পেইজের একটা ওয়েবসাইট বানাতে হবে।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ! খুব ভালো একটা প্রস্তাব দিয়েছেন ! এইভাবে ও আরেকটা কাজ শুরু করা যায় , চেষ্টা টা সব দিক থেকে হলেই ভালো হয় ! সামুর ট্যাগ লাইন গুলো যথাযথ ভাবে পূরণ করে কাজ টা করা যায় , পাশাপাশি পার্সোনাল ওয়ার্ডপ্রেস ব্লগসাইটে লিখলে সেটার উপর এসইও এর কাজ করবেন দুজন ! maamarma.com এই ডোমেইন নেম ঠিক করে কাল - পরশুর ভিতরে একটা ওয়ার্ডপ্রেস সাইট দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে ! সেখানে আপাতত ২০ -২৫ জন ১ টা করে লিখা সামুর ট্যাগ লাইন যথাযথ ভাবে পূরণ করে দিলে , ঐ লিখাটাই আবার সামুর লিঙ্ক সহ ঐ সাইটে দিলে মানিক ভাই আরেকজনকে সাথে নিয়ে ঐ সাইট , এ সম্পর্কিত পার্সোনাল সাইটগুলোর উপর এস ই ও এর কাজ করলে ব্যাপারটা অসম্ভব কিছুনা ! শুধু সবার সক্রিয় অংশ নেয়া দরকার !
আর আপনার ফেসবুক পেজের আইডিয়া টা চমৎকার !

৩৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২

লাবনী আক্তার বলেছেন: খুব ভালো একটা বিষয় নিয়ে লিখেছেন। সহমত আপনার সাথে।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সামুর ট্যাগ লাইন গুলো যথাযথ ভাবে পূরণ করে কাজ টা করা যায় , পাশাপাশি পার্সোনাল ওয়ার্ডপ্রেস ব্লগসাইটে লিখলে সেটার উপর এসইও এর কাজ করবেন দুজন ! maamarma.com এই ডোমেইন নেম ঠিক করে কাল - পরশুর ভিতরে একটা ওয়ার্ডপ্রেস সাইট দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে ! সেখানে আপাতত ২০ -২৫ জন ১ টা করে লিখা সামুর ট্যাগ লাইন যথাযথ ভাবে পূরণ করে দিলে , ঐ লিখাটাই আবার সামুর লিঙ্ক সহ ঐ সাইটে দিলে মানিক ভাই আরেকজনকে সাথে নিয়ে ঐ সাইট , এ সম্পর্কিত পার্সোনাল সাইটগুলোর উপর এস ই ও এর কাজ করলে ব্যাপারটা অসম্ভব কিছুনা ! শুধু সবার সক্রিয় অংশ নেয়া দরকার !

৩৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪

এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই। মা দিয়ে পোস্ট দেব ইনশাল্লাহ। সাথে আছি।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সামুর ট্যাগ লাইন গুলো যথাযথ ভাবে পূরণ করে কাজ টা করা যায় , পাশাপাশি পার্সোনাল ওয়ার্ডপ্রেস ব্লগসাইটে লিখলে সেটার উপর এসইও এর কাজ করবেন দুজন ! maamarma.com এই ডোমেইন নেম ঠিক করে কাল - পরশুর ভিতরে একটা ওয়ার্ডপ্রেস সাইট দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে ! সেখানে আপাতত ২০ -২৫ জন ১ টা করে লিখা সামুর ট্যাগ লাইন যথাযথ ভাবে পূরণ করে দিলে , ঐ লিখাটাই আবার সামুর লিঙ্ক সহ ঐ সাইটে দিলে মানিক ভাই আরেকজনকে সাথে নিয়ে ঐ সাইট , এ সম্পর্কিত পার্সোনাল সাইটগুলোর উপর এস ই ও এর কাজ করলে ব্যাপারটা অসম্ভব কিছুনা ! শুধু সবার সক্রিয় অংশ নেয়া দরকার !

৩৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! পর্যবেক্ষণে থাকলো এই পোষ্ট।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শরৎ ভাই ! পোষ্টে আসার জন্য !

সামুর ট্যাগ লাইন গুলো যথাযথ ভাবে পূরণ করে কাজ টা করা যায় , পাশাপাশি পার্সোনাল ওয়ার্ডপ্রেস ব্লগসাইটে লিখলে সেটার উপর এসইও এর কাজ করবেন দুজন ! maamarma.com এই ডোমেইন নেম ঠিক করে কাল - পরশুর ভিতরে একটা ওয়ার্ডপ্রেস সাইট দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে ! সেখানে আপাতত ২০ -২৫ জন ১ টা করে লিখা সামুর ট্যাগ লাইন যথাযথ ভাবে পূরণ করে দিলে , ঐ লিখাটাই আবার সামুর লিঙ্ক সহ ঐ সাইটে দিলে মানিক ভাই আরেকজনকে সাথে নিয়ে ঐ সাইট , এ সম্পর্কিত পার্সোনাল সাইটগুলোর উপর এস ই ও এর কাজ করলে ব্যাপারটা অসম্ভব কিছুনা ! শুধু সবার সক্রিয় অংশ নেয়া দরকার !

৩৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯

মাহতাব সমুদ্র বলেছেন: সহমত।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সমুদ্র ভাই !

৩৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। !:#P

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বি ! ধন্যবাদ সেলিম ভাই !

৩৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩২

ড. জেকিল বলেছেন: শখ আছে সাধ্য নাই, যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করবো।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ড. জেকিল সবার সম্মিলিত চেষ্টায় কাজ টা খুবই সহজ !

৩৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১০

শায়মা বলেছেন: তার মায়ায় ভরা মধুর দিঠি
সে কি কভু হারায়
সে ছড়িয়ে আছে জড়িয়ে আছে
সন্ধ্যারাতের তারায়
সেই যে আমার মা
বিশ্বভুবন মাঝে তাহার হয়না তুলনা...

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শায়মা আপু ! আশা করি সাথেই পাবো !

৪০| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫

সমুদ্র কন্যা বলেছেন: ভাল উদ্যোগ। সাথেই আছি।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !

৪১| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪

আমি ইহতিব বলেছেন: মানিক ভাইকেও কথা দিয়েছিলাম মাকে নিয়ে লিখবো, সুযোগই হচ্ছেনা।

টেকনিক্যাল দিকগুলো কম বুঝি। তবুও বলছি সামুতে এমন কোন ব্যবস্থা কি করা যায় যেখানে নির্বাচিত পোস্টের মত মা বিষয়ক সব পোস্টগুলো একসাথে থাকবে তাতে আমরা সবাই মা বিষয়ক পোস্টগুলো বেশী বেশী ভিজিট করতে পারবো। পোস্ট হয়তো অনেকেই দিবে কিন্তু সব পোস্ট সবার নজরে নাও আসতে পারে তাই এমন ব্যবস্থা করা হলে মনে হয় সবার নজর এড়ানোর ব্যাপারটি ঘটবেনা।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , সাথেই থাকুন ! "মা" শব্দটা শিরোনামে রেখে আর পোষ্টের মূল কন্টেন্টে ৩ % মা শব্দ রেখে পোষ্ট দিন সামুতে ! ফেসবুক পেজের লিঙ্ক দিলে ঐ পেজে লিখাগুলো প্রমোট করুন , আর পেজে আপনার বন্ধুদের দাওয়াত দিন !
কাজটা খুবই সহজ ! টেকনিক্যাল দিক টা মানিক ভাই দেখছেন ! আমাদের কাজ টা আমরা করি !

৪২| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯

মেহেদী হাসান মানিক বলেছেন: সামুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: কতৃপক্ষকে অনেক ধন্যবাদ পোষ্ট টি স্টিকি করে দেয়ার জন্য !

৪৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯

সুফিয়া বলেছেন: Thank you and I am with you.

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !

৪৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২

মেহেদী হাসান মানিক বলেছেন: আসলে maamarma এই ডোমেইন নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন অনেকেই। কারণ মা এবং আমার শব্দ গুলি মিলে জটিল আকার ধারণ করেছে কারো কাছে ভাল আইডিয়া থাকলে শেয়ার করেন।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: আইডিয়া শেয়ার করার জন্য অনুরোধ রইলো !

৪৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



পোস্ট স্টিকি হওয়ায় সামুকে অনেক অনেক অনেক ধন্যবাদ সেই সাথে অভিকেও ধন্যবাদ।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই , সাথে থাকার জন্য !

৪৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩০

মোমেরমানুষ৭১ বলেছেন: অভি ভাই গুরুত্বপূর্ন একটি বিষয় নিয়ে এসেছেন। গুগুলে বাংলায় মা লিখে সার্চ দিলে যা আসে তা পড়লে শরীর ঘৃনায় ভরে যায়.... আপনার এই উদ্দেগের সাথে আছি সবসময়ই

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য !
সামুতে পোষ্ট দিন , সাইট হয়ে যাবার পর সেই পোষ্ট ওখানেও দিন ! আর ফেসবুক পেজে সক্রিয় অংশ নেয়া কামনা করছি !
মমতাময়ী মা

৪৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯

শামীম সুজায়েত বলেছেন: ইংরেজিতে Mom, Mother লেখার কথা না হয় বাদই দিলাম।
কিন্তু বাংলায় "মা" লেখার পর গুগল যা খুঁজে দেয়, সত্যি লজ্বা লাগে।

আপনার এই উদ্যোগ প্রশংসনীয়। আমাদের সবার উচিৎ এটির বিষয়ে চাপ সৃষ্টি করা ।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শামীম ভাই ! আমরা যা করতে পারি তা হচ্ছে সবাই মিলে ! সামুতে পোষ্ট দিন , আর এখানে জানিয়ে যান ! আর এই পেজটিতে যোগ দিন
মমতাময়ী মা

৪৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

সোনালী ডানার চিল বলেছেন:
খুবই প্রশংসনীয় আইডিয়া!!

আপনাকে ধন্যবাদ বিষয়টি এভাবে তুলে নিয়ে আসার জন্য........

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি ! আশা করি আপনাকেও সাথেই পাবো !

৪৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্ট টি স্টিকি করে দেয়ার জন্য মডারেশন প্যানেল কে অসংখ্য ধন্যবাদ !
আমরা চাইনা পরবর্তী প্রজন্ম এই নোংরা জিনিসগুলো সরাসরি দেখুক !

৫০| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

আয়রন ম্যান বলেছেন: গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
মাকে নিয়ে অনলাইনে বাজে পোষ্ট বন্ধ করতে হবে।
আমাদের প্রাণপ্রিয় ‌‌'মা' কে নিয়ে অনলাইনে যেন বাজে পোষ্ট আসতে না পারে সেজন্য আমাদের কাজ করে যেতে হবে।
গুগল এ ব্যাপারে হয়তো প্রাথমিকভাবে কিছু করবে না। তবে আমরা চেষ্টা করলে বাজে পোষ্টগুলো প্রথম দিক থেকে অবশ্যই সরিয়ে দিতে পারি।
আমার মনে হয় বিটিসিএল যদি তৎপর হয় তাহলে কিছুটা কাজ হবে।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !
সাথেই থাকুন !

৫১| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

খেয়া ঘাট বলেছেন: আপনার এই উদ্যোগটা খুবই প্রশংসনীয়।
কিন্তু বাস্তব অবস্থা থেকে যোজন যোজন দূরে।
কারণ- বাংলাভাষী যারা অনলাইন ব্যবহার করে তারা সবাই ব্লগার না।অনলাইন ব্যবহারকারীদের খুবই ক্ষুদ্রতর একটা সংখ্যা ব্লগিং করে। এমনকি সব ব্লগারারই হয়তোবা ফেসবুকার কিন্তু সব ফেসবুকাররা ব্লগার না। সামান্য কম্পিউটারের যে অ আ জানে সেও এখন ফেসবুকে একাউন্ট খুলে। ব্রাউজিং করে। আর এদের গতি রেসের ঘোড়ার চেয়েও বেশী। যেখানে সৃষ্টিশীল মানুষের সৃজনশীলতার প্রয়াস কচ্ছপগতির চেয়েও কম।
মা'কে নিয়ে দশহাজার পোস্ট ও যদি লিখা হয়, তবে এর চেয়ে হাজার গুন বেশী অনুসন্ধান করা হয়-যে শব্দগুলোর বিরুদ্ধে এই প্রচেষ্টা। বাস্তবতা বড়ই কঠিন জিনিস। মন না চাইলেও মেনে নিতে হয়।

তারপরও, আপনার এই উদ্যোগকে স্বাগত জানাই, শুভকামনা জানাই।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট !

সবাই মিলে সব উদ্যোগের সাথে থাকলে ভালো কিছু হতে পারে !
সবার কাছে মেসেজ টা পৌছে দেয়ার জন্য একটি পেজ খুলা হয়েছে ফেসবুকে !
মমতাময়ী মা

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: কমেন্টের লিঙ্ক গুলো কেন জানি কাজ করছেনা । মূল পোষ্টের ফেসবুক লিঙ্কে সবার দৃষ্টি আকর্ষণ করছি !

৫২| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

দুঃস্বপ্০০৭ বলেছেন: যতই দিন যাচ্ছে পবিত্র মা শব্ধটিকে নোংরা বানিয়ে ফেলছে নষ্টরা। এসব নোংরা চটি গল্প যারা লিখে তারা এক ধরনের মানসিক রোগী। আধুনিকতার নামে অসভ্যদের নষ্টামিকে কেউ থামিয়ে দিতে চাইলে সে হবে অপ্রগতিশীল ছাগু। আর তাদের সাথে গিয়ে তাল তাল মিলাবে কিছু ভন্ড সুশিল।এমন ভাবে কথা বলবে যেন সুষিলতা নোংরামির আর একটি প্রতিশব্ধ। প্রগতিশীল সুশীল নামের নারী লোভীরা যতদিন থাকবে ততদিন এসব বন্ধ হবেনা।

আপনার প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানাই । সাথে আছি চালিয়ে যান।

মডারেটরকে পোস্টটি স্টিকি করাই ধন্যবাদ জানাচ্ছি ।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই ! সাথেই থাকুন !
পোষ্ট টি স্টিকি করা হয়েছে , এই জন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানাই !

৫৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

শাশ্বত স্বপন বলেছেন: স্বপ্নবাজ ভাই, আপনি তো স্টার!!!!!! এত কমান্ড!

ভাই, একটু পড়েন। আমার এ লেখাটা কি চলে?


মা


দূর মসজিদ থেকে সুমুধুর কন্ঠে ভোরের আযান প্রকৃতিতে প্রবাহমান বাতাসের মত ছড়িয়ে পড়ল। কি সুমধুুর সে আযান--‘আসসালাতো খাইরুম মিনান নাউম...।’ প্রকৃতিতে কেমন জানি নিরবতা ভাঙ্গতে শুরু করল। দূর থেকে আযানের ধ্বনি ধীরে ধীরে এ গাঁয়ে এসে বাতাসের সাথে মিশে যায়। গ্রামটির নাম স্বর্ণগ্রাম। হ্যাঁ, স্বর্ণগ্রাম। এ গাঁয়ে এক কালে সোনা ফলত। সোনার ফসলে মুখরিত হত এ গাঁয়ের সহজ সরল জীবন যাত্রার। মাটির মত মায়াশীল মায়েরা মেয়ের নাম তাই হয়তো রাখতো স্বর্ণলতা, সবুজী, সোনাবিবি ...। ফসলের নামে নাম রাখত ছেলেদের-- শৈশষা, ধইন্না, নীলা ...। আজ আর সেই দিন নেই। আউশ ধানের চালের সাথে মিশে গেছে ইরি ধানের চাল। খাঁটি সরিষা আজ আর পাওয়া যায় না। মানুষেরা আজ ছন্নছাড়া, ক্ষূধার্ত, তৃষ্ণার্ত। দু’বেলা জোটে না দু’মুঠো ভাত। দরিদ্র চাষী বৃষ্টির অভাবে দেহের ঘাম দিয়ে চৈত্রালী ফসল ফলায়। তবুও জীবনের বিড়ম্বনা।

আযানের সুমুধুর কন্ঠের তান শেষ হতেই এক ছোট কুঁড়েঘর থেকে কান্নার একটানা একটা আওয়াজ পূর্বদিক থেকে পশ্চিম দিকে মিশে গেল। কোন এক কঙ্কালসার মা তার কঙ্কালদেহ ব্যবচ্ছেদ করে, একটি সন্তান জন্ম দিয়ে কোঁকাতে কোঁকাতে পৃথিবীর কঠিন জটিলতা থেকে সাধ্যহীন ভারের দেহটি হেলিয়ে দিল নরম মাটিতে। শিশুটি বিদ্রোহ করে উঠল তার মায়ের মৃত্যুর জন্য। শিশুটি আযানের ধ্বনির বিকল্প এক আযান শুরু করল। ওয়া...ওয়া...ওয়া...। যেন বলছে, আমি এসেছি আমাকে বাঁচতে দাও...আমি বাঁচতে চাই...।

মলিন, অসহায় মুখে মাথায় হাত দিয়ে খড়ের উপর বসে আছে এক প্রৌঢ় বয়েসী দাঁড়িওয়ালা লোক। সে কাঁদছে একটি পাঁচ বৎসরের মেয়ে ফতিকে কোলে নিয়ে। ফতি ঘুমিয়ে আছে বাবার কোলে। আতুড় ঘরে চিরনিদ্রায় শায়িত আছে তার বউ জহুরা। জহুরার পেটের চামড়া পিঠের চামড়ার সাতে মিশে আছে। চোখ দুটি ডুবে গেছে। মুখটি আশি বছর বয়সের বৃদ্ধের মত শুকিয়ে আছে। কপালটি ছোট আর তাতে জমে আছে কয়েক ফোঁটা জল বিন্দুতে গড়া দুর্গন্ধ ঘাম। এই পৃথিবী ছাড়তে তার এইটুকু ঘামের প্রয়োজন পড়েছিল। প্রয়োজন পড়েছিল, এই ছোট শিশুটি জন্ম দেবার। এক টুকরা চটের ছালা তার বুকে; আর নাভি থেকে হাঁটু পর্যন্ত এক টুকরা ছিন্ন কাপড়। অতি দুর্বল দেহ তার। অবুঝ বাচ্চার কান্না থামাতে ধাই বুকের উপর চঠের ছালা সরিয়ে বাচ্চাটির মুখে মায়ের দুধের একটি বোঁটা ঢুকিয়ে দিয়েছে। বাচ্চাঁটি কাঁদতে কাঁদতে মায়ের বুকে ঘুমিয়ে গেছে, আর তার দেহ সেই ভোর থেকে মায়ের বুকে কাঁচুলি হয়ে আছে ।

ভোর হয়ে গেছে। জহুরা চিরনিদ্রায় শুয়ে আছে। এক বুড়ো ধাই নিজের এক হাত কপালে রেখে অন্য হাত দিয়ে মরা মায়ের বুক থেকে শিশুটিকে নিজের কোলে তোলে নিল। শিশুটি ধাইয়ের বুকে খুঁজছে তার খাবার। বুড়ো ধাই একটি চুষনি শিশুটির মুখে পুড়ে দিল। শিশুর কান্না থেমে গেল। তাহলে ক্ষূধাই কি মানুষকে কাঁদায়, চেঁচায়। যাদের আছে, তারাও তো কাঁদে, তারাও তো আরো পাবার জন্য চিৎকার করে। বুড়ো ধাই গুমড়ে গুমড়ে কাঁদছে আর তার সাদা কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছছে। শিশুটি আবার কাঁদছে। আতুড় ঘরের বাইরে কেহ কাঁদছে, কেহ আফসোস করছে। কেহ শকুনের মতো পাখা মেলতে চেষ্টা করছে। ওরা চায় শিশুটিকে। এদের মধ্যে একজন চায় বাচ্চাসহ বাচ্চার বড় বোনকে।

টুপি-পাঞ্জাবী পরা এক মৌলবী, নিঃসন্তান সে, চান্দু মিয়াকে লক্ষ্য করে বলছে, ‘কি করবা চান্দু--আল্লার মাল আল্লায় লইয়া গেছে। তোমার আমার হিম্মত আছে, যে হেরে ঠেকাই। লও দাফনের কামডা হাইরা হালাই।’ চান্দু মিয়ার বড় কন্যা ষোড়শী যুবতী স্বর্ণলতা। বড় নর্তকী সে। পাড়াময় তার অবাধ যাতায়াত। তার প্রতি লোভ বিপত্নীক কালাই বেপারীর। সে মৌলবীর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, ‘কি যে কন মুন্সী ভাই, আমি তো সব ব্যবস্থা কইরা হালাইছি। এই যে কাফনের কাপড়।’ আরেকজন বলে উঠল,‘ কি যে কও কালাই ভাই; আমি তো লোক পাঠাইয়া দিছি কবর খোঁড়ার লিগা।’ মুন্সী প্রচণ্ড রেখে গেল। সে কালাই বেপারীর দু’জন সাঙ্গপাঙ্গদের দিকে রাগত চোখে তাকিয়ে বলল,‘ না আমগো খাইয়া কাম নাই। হেরা হাজী মুহম্মদ মহসীন। চল তোরা...।’ কালাই বেপারী আড়চোখে ৩য় জনের দিকে তাকাতেই সে চলে গেল ‘হু-’ শব্দ করে।

নাড়ার স্তূপে সেই মধ্যরাত থেকে ফতিকে কোলে নিয়ে চান্দু মিয়া মাথায় হাত দিয়ে বসে ছিল। নাড়ার উপর মেয়েকে শোয়ায়ে আতুর ঘরের দিকে সে ধীরে পায়ে এগোতে লাগল। আতুর ঘরের একেবারে কাছে পূর্বদিকে ফিরে এক দৃষ্টিতে অনেকক্ষন দাঁড়িয়ে রইল। ঘর থেকে অস্পষ্ট কান্না এখন স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগল। স্বর্ণলতা কাঁদছে। ওর বান্ধবীদের সান্ত্বনা শুনতে পাচ্ছে চান্দু মিয়া। কালাই বেপারী চান্দু মিয়ার নিকটে এসে বলতে লাগল, “চাচা, আপনে ভাইঙ্গা পইরেন না। তাইলে স্বর্ণারে কে বুঝাইব। ... কি করবেন, আল্লায় যা করে, ভালর লাইগাই করে। আল্লার উপর ভরসা রাহেন। কহন আল্লা পাক কি খেল দেহান--কেউ বুচতে পারে না।” এবার চান্দুমিয়া চিৎকার করে উঠল, ‘আল্লায় যা করে ভালই করে? তয় ঐ মাছুম পোলাডার কি অইব, কে অরে বাঁচাইবো? কে অরে পালব?’ কালাই বেপারী এবার শশব্যস্ত হয়ে বলতে লাগল, ‘কেন? কেন? আমার মা আর লতা মানে স্বর্ণলতা--ওরা পালব।’ ভবিষ্যতের নির্মম আঘাত চান্দু মিয়া কালাই বেপারীর চোখের আনন্দের মাঝে দেখতে পেল। কালাই বেপারীর ইশারায় তার লোকজন সব ব্যবস্থা করতে লাগল। কালাই বেপারীর মৃতা প্রথম স্ত্রীর ঘরের ছেলে রুহুল চিৎকার করতে লাগল, ‘আব্বা, ও আব্বা, লতা খালা বেহুশ অইয়া গেছে!’ চান্দু মিয়া দৌড়ে ঘরে গেল। চিৎকার করে সে কাঁদতে লাগল মেয়ের নাম ধরে।

অনেক সময় বয়ে গেল। স্বর্ণলতার বান্ধবী কণা চান্দু মিয়ার কাঁধে হাত রেখে বলল, ‘অরে রাহেন চাচা, মৌলভীসাব জানাজায় আপনেরে ডাহে।’ স্বর্ণলতাকে নিজের হাত থেকে বিছানায় শুয়ায়ে চান্দু বাইরে বেড়িয়ে গেল। পূর্বদিকে তাকাতেই সূর্যের প্রখর রেখা তার চোখে তীব্র আঘাত দিতে লাগল। অনেক বেলা হয়ে গেছে। আদুকে নিয়ে মোল্লার ধান কাটতে হবে। আজ মোল্লার টাকা দেবার কথা। আজ তাকে ধান কাটতে যেতেই হবে, নয়তো আদুকে পাঠাতে হবে। সে এদিকে ওদিকে চোখে তাকাতে লাগল। কোথাও আদুকে দেখতে পেল না। সোজা উঠান বরাবর সে হাঁটতে লাগল। উঠানের পূর্ব প্রান্তে এসে, সে উত্তর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সব ব্যবস্থা হয়ে গেছে। ঈমামসাব তাকে ডাকছে।

বুকের না বলা সুপ্ত বেদনা যেন মেঘ গর্জনের মত প্রচণ্ড গর্জনে তার সমস্ত শীর্ণ দেহ ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ করে দিল। ছোটবেলা থেকেই জহুরার সাথে বউ-জামাই আর পুতুল খেলা নিয়ে কত ঝগড়া হয়েছে। সে সব স্মৃতি স্মরণ করে এবার সে নিজের কান্না চেপে রাখতে পারল না। বিশ বছরের সংসার জীবন তার। জহুরার বাবার মৃত্যুর সময় জহুরাকে তার বাবা চান্দু মিয়ার হাতে তুলে দিয়ে যায়। চান্দু তখন মাছ ধরত নদীতে। ছোট বেলা থেকেই বউ-জামাই আর পুতুলের বিয়ে খেলতে খেলতে একদিন তারা সত্যিই বউ-জামাই হয়ে গেল। যতটুকু জমি-জমা ছিলÑতা দিয়ে কোনমতে চান্দুর সংসার চলত। ছোট বেলা থেকে চান্দু ছিল হেংলা-পাতলা। এ নিয়ে জহুরা প্রায়ই ঠাট্টা করত--
-- তুই আর মোটা অলিনা চান্দু।
-- দেহিস, এই ধান কাডনের কাঁচি ধইরা কইতাছি, একদিন মোটা অমু। তুই তহন হিন্সায় মরবি।
তারপর দুজনেই হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরত। স্বর্ণলতা জন্মের দু’একদিন আগে চান্দু জহুরাকে বলেছিল-
-- ঐ জহুরা কতো আমাগো মাইয়া না পোলা অইব।
জহুরা হেসে বলেছিল--
-- ওমা! তোমার কি অইব। অইব সেন আমার, তুমি তো পোলা মানুষÑ
--দূর! আমার কথা কইতাছিনি। তোর পেটের কথা কইতাছি।
-- পোলা অইব--
খিলখিল হাসিতে চান্দু হেসেছিল সেদিন। বউয়ের গালে চুমো দিয়ে বলল,
-- যাউক, টেহা-পয়সা লাগবে না। মাইয়া অইলে কত টেহা লাগে।
-- মাইয়াই অইব--
-- কি কইলি? পেডের মধ্যে পাড়া দিয়া তরে কব্বরে পাডামু।

হলও তাই। ফি বছর একটি করে চারটি মেয়ে হল চান্দুর। দুইটি মেয়ে মারা গেল আবহমান বাংলার চিরাচরিত নিয়ম অনুসারে। ছেলে পাওয়ার আশায় চান্দু বেকুল হয়ে উঠল। তার কতস্বপ্ন! ছেলেকে নিয়ে সে ধান কাটতে যাবে ভোগদিয়ার বিলে। ছেলে ডুলা নিয়ে ডাঙায় বসে থাকবে, সে মাছ ধরবে। ছেলেকে নিয়ে মাছ ধরা তার বড় শখ। এমনি একটি স্বপ্ন জহুরার মৃত্যুর তিনদিন আগে জহুরাকে শুনিয়েছিল, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌'--জানস জহুরা, তরে আমি বকি। তয় মনে সুক পাইনা। তুই আমার লগে রাগ করছস। কর, রাগ কর। বেশি কইরা কর। আমি কি হুদাহুদি রাগ করিরে। একটা পোলার লিগা আমি কত স্বপ্ন দেহি! জানস কাইল রাইতে স্বপ্নে দেহি, আমগো একটা পোলা অইছে। কি সুন্দর! আমি অরে কোলে লইয়া ধান মাড়াইতাছি মোল্লাগো উডানে। তুই ঘোমটা দিয়া--।' স্ত্রীর কোকানিতে সেদিনকার স্বপ্নের কথা চান্দু জহুরাকে আর বেশি শুনাতে পারেনি। তবে চান্দুর স্বপ্ন পূরণ হয়েছিল। জহুরা আর দেখতে পায়নি তার ছেলে নাকি মেয়ে হয়েছে। মৃত্যুর পূর্ব পর্যন্ত জহুরা কোনদিন চান্দুর উপর রেগে কথা বলেনি। স্বাস্থ্যবতী দেহটি ক্রমেই চান্দুর মত শীর্ণ হয়ে আসছিল। ঈদের কোন এক বিকালে চান্দু জহুরার মুখের দিকে তাকিয়ে কিছু কথা বলতে গিয়ে থেমে গিয়েছিল। সেদিন সে বলতে চেয়েছিল--সে আবার বিয়ে করবে। জহুরা জানত; বুঝতে পারত স্বামীর মনের কথা। স্বর্ণলতাকে আদর করতে করতে জহুরা দুঃখের মাঝেও হেসে বলেছিল,--তোর যদি সোয়াধ হয় আরেকটা বিয়া...। চান্দু মরিচ দিয়া পান্তা ভাত খাচ্ছিল। হঠাৎ সে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেল। আদুকে ডাকতে ডাকতে সে কাঁচি নিয়ে মাঠে চলে গেল।

সহজ-সরল আদুর আজ পাঁচ বৎসর হল চান্দুর সাথে কাজ করে। শিবচর তার বাড়ী। দুনিয়াতে তার কেউ নেই। বয়স তার আঠার। হালকা-পাতলা গড়ল। হালকা ফর্সা, নাকটা তীরের মত চোকা। চোখ দুটি স্বর্ণলতার ভাষায় ‘বিলাই চোখ’। অনেকে আদুকে আধা পাগলও বলে। আদু আর স্বর্ণলতার সম্পর্ক ছিল এ রকমঃ হয়তো আদু দৌড়ে গরু ঘর থেকে এসে বলল, ঐ স্বর্ণ, ভাত দে--
-- ভাত খাওন লাগবো না। বাজান না খাইয়া কামে গেছে। তুমিও যাও--
জহুরা আদুকে ডেকে বসাল।
-- স্বর্ণা, তুই আদুরে ভাত দে--
-- বহ্ আদু ভাই। আমি ঠাট্টা কল্লাম।
-- আইজ তোর লিগা শাপলা ফুল আনুম না বিল থিকা।
-- কও কি আদু ভাই! এই তোমার পা ধইরা কইলাম আর ঠাট্টা করুম না।

সবাই দাঁড়িয়ে আছে উঁচু ঢিবির উপর। খাটের উপর মৃতা জহুরাকে শোয়ায়ে সবাই খাটটিকে ধরে কাঁধে তুলল। তারপর ছয় বেয়ারার পালকি চলছে আল্লার নামে...। সবার মাথায় টুপি। স্বর্ণলতা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধ সে। আদুর ভীষণ জ্বর। সে কোনমতে বিছানা থেকে উঠে গরু দু’টিকে ঘাস দিয়ে তেঁতুল গাছের গোড়ায় বসে মাথাটা গাছের গোড়ায় হেলিয়ে দিল। আদুর অভ্যাস হল গান গাওয়া। যত সুখ অথবা দুঃখ তার থাকুক, সে গান গাইবে। জ্বরের ঘোরেও সে গান গাইবে। তার গান ক্ষেতের অন্য সব মজুররা খুব পছন্দ করে। কোথা থেকে যে এত গান শিখেছে, সেও জানে না। তেঁতুল গাছের গোড়ায় বসে পশ্চিম দিকে তাকিয়ে সে জহুরা চাচীর চিরযাত্রা দেখছে। তার কন্ঠ থেকে গান বের হয়ে এল। সে গাইতে লাগল--আমারে সাজাইয়া দিও নওসার সাজন...। উঁচু ঢিবির উপর স্বর্ণলতা দাঁড়িয়ে ছিল। সে এক পা, দু’পা করে আদুর কাছে আসতে লাগল। নিজেকে আজ সে বড় অসহায় ভাবছে। আজ আদুর কাছে বসতে তার খুব ইচ্ছে করছে। তাকে আজ বড় আপন মনে হচ্ছে। কে বলে, আদু পাগল? আদু যে মনের কথা বলতে পারে। এ পৃথিবীতে তার মত কে তাকে এত আদর করে--কেউ না। প্রতিদিনের কত আব্দার সে পূরণ করার জন্য চেষ্টা করে। আজ মনে পড়ে, তাকে সে কত বকেছে কারনে-অকারনে।

আদুর গান শেষ। সে কাঁদছে। স্বর্ণা আদুর চোখের জল নিজের আঁচল দিয়ে মুছে দিল। তারপর আদু ভাই বলে চিৎকার দিয়ে তার বুকে মাথা রেখে কাঁদতে লাগল। এ কান্নার শেষ নেই। এ কান্না আনন্দের। এ কান্না ভালোবাসার। আদু স্বর্ণার মাথা উঠিয়ে বলল, স্বর্ণা, ঐ দেক্, চাচী বেহেস্ত যাইতাছে...।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি ভিতরে "মা" শব্দটি আরো কয়েকবার এনে পোষ্ট দিতে পারেন ! ট্যাগ লাইন পূর্ণ করেন , ওখানে "মা" শব্দটি জুড়ে দিন ! তারপর পোষ্ট করুন ! আর ফেসবুক পেজে জয়েন করে ওখানে লিখুন আর পেজ টি প্রমোট করুন !
Click This Link

৫৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তর্জালের সঠিক ব্যবহার না করার ফলেই এমন কিছু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় । প্রসঙ্গত নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টির শুরু থেকেই । কিন্তু তার বিকৃত রূপ যখন আপনার আবেগ অনুভূতিতে আঘাত করবে তখন ও কি আপনি চুপ থাকেন ? আমি বলবো না


দারুন বিষয় নজরে এনেছেন। আসলেই কত কিছূ জানার আড়ালে রয়ে যায়।

পৃথিবীর সব মায়ের দোয়া আপনার নসীব হোক।

মায়ের সম্মান আর মর্যাদা রক্ষার এই ভার্চয়াল প্রচেষ্টা সফল হোক। স্বার্থক হোক।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক বলেছেন !
আমাদের সচেতনতা আর সক্রিয় অংশ গ্রহণ পারে সব বদলে দিতে !
যোগ দিন সবগুলো প্রয়াসে !

৫৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

কায়েস বলেছেন: অনেকদিন পর ব্লগে এসে অসাধারণ এই উদ্যোগ দেখে অনেক ভালো লাগলো।
শুভ কামনা।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কায়েস ভাই !
সাথে থাকুন সব প্রচেষ্টার !
ফেসবুক পেজে , ব্লগে , সাইটে "মা" কে নিয়ে কিছু না কিছু লিখুন !
আর মমতাময়ী মা পেজটি প্রমোট করুন !
শুভকামনা রইলো !

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: কমেন্টের লিঙ্কে পেজ এর লিঙ্ক নিচ্ছেনা , পোষ্টের শুরুতে লিঙ্ক টী সঠিক ভাবে দেয়া আছে !

৫৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!!!!!!!!!! স্টিকি পোষ্ট। অনেক অনেক অভিনন্দন অভি। আর উদ্যোগ টা অসাম। সাফল্য কামনা করছি।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি ! প্রিয় গল্পকারের কাছে অনুরোধ রইলো "মা" শব্দটি শিরোনামে রেখে "মা" কে নিয়ে একটি গল্প লিখার জন্য !
যোগ দিন মমতাময়ী মা পেজটিতে ! ওখানেও লিখা শেয়ার করতে পারেন !

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: কমেন্টের লিঙ্কে পেজ এর লিঙ্ক নিচ্ছেনা , পোষ্টের শুরুতে লিঙ্ক টী সঠিক ভাবে দেয়া আছে !

৫৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: খুবই ভালো একটা উদ্দ্যোগ...আমরা যারা ইন্টারনেটে সারাদিন বিচরন করি তারাই পারি প্রেক্ষাপটটি পরিবর্তন করে দিতে...বেশি বেশি করে মা বিষয়ক গঠনমূলক গল্প/কবিতা/ছড়া লিখতে হবে এবং মা বিষয়ক যে কোন লেখা পড়তে/মন্তব্য করতে/শেয়ার করতে হবে।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে ! সাথেই থাকুন !

৫৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার!

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !
সবার সক্রিয় অংশ নেয়াতে কাজ টা খুব সহজ হয়ে যায় ! আশা করি আপনি ও লিখা দিবেন "মা " কে নিয়ে ! সেই পোষ্ট সামুর পাশাপাশি ফেসবুক পেজে শেয়ার করার অনুরোধ ও রইলো !

৫৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আমার প্রিয় অভিনেতা প্রয়াত হুমায়ূন ফরীদি । সবার নামের সঙ্গে বাবার নাম জুড়ে দেন।আর হমায়ূন তার নামের সঙ্গে যুক্ত করেছেন তার মা ফরিদার নাম। মা ফরিদার যোগ্য সন্তান ফরীদি। হয়ত এজন্যই তিনি এত বড় মাপের অভিনেতা হতে পেরেছিলেন।এত বড় মনের মানুষ হয়েছিলেন।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
মা শিরোনামে কবিতা লিখে ফেলুন দেখি !

৬০| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার খেদমতে ছোট্ট চেষ্টা...

মা - মা পোষ্টের সংকলন:উৎসর্গ পৃথীবির সকল মাকে ও স্বপ্নবাজ অভি যিনি মা শব্দটির মান রক্ষার অভূতপূর্ব সৈনিক।

মাতো চলে গেছে না ফেরার দেশে! এই সামান্য চেষ্টায়ও যদি একটু খুশি হন!!! হয়তো ধূর থেকেই আশিষ দিচ্ছেন- আহা! বাছা আমার, দীর্ঘায়ু হও। এবং পৃথিবীর সকল শূভ কামনা.... তার সন্তানের জন্য......

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই ! ফেসবুক পেজটিতে যোগ দিন , পেজটিতে বন্ধুদের যোগ দিতে বলেন !
আর লেখকদের অনুমতি পেলে ওনাদের নাম সহ এই লিখাগুলো ফেসবুক পেজ টিতে দিলে সবাই লাইক কমেন্ট করলে খুব সহজে ছড়িয়ে পড়বে !
শুভকামনা রইলো ! পোষ্ট লেখকদের দৃষ্টি আকর্ষণ করছি !

৬১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২২

জুন বলেছেন: মহান উদ্যোগের সাথে সর্বাত্মক সমর্থন রইলো স্বপ্নবাজ অভি । সফল হোক ।
+

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু ! আপনার লিখাটি ফেসবুক পেজে দিয়ে শুরু করেছি ! সবার সক্রিয় অংশগ্রহনে ভালো কিছু হতে পারে ! কাজটি সফল করার জন্য সবার ই আন্তরিক অংশ নেয়া চাই ! সবাই যদি পেজের স্ট্যাটাস গুলোকে প্রমোট করে তাহলে কাজটা সহজ হয়!

৬২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার উদ্যোগ । সাথে আছি । বাট -



মমতাময়ী মা পেজের লিঙ্ক কাজ করছেনা । ক্লিক করলে লিখা আসে -
Sorry, this page isn't available
The link you followed may be broken, or the page may have been removed.
Go back to the previous page · Go to the Facebook homepage · Visit the Help Center

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই !
মূল পোষ্টের লিঙ্ক টি কাজ করে , আমি মাত্র দেখলাম, কমেন্টের লিঙ্কগুলো অদ্ভুত আচরণ করছে ! মূল পোষ্টের শুরুর দিকে পেজের লিঙ্ক টি থেকে যান! পেজে সক্রিয় থাকুন , পেজটি প্রমোট করুন , আর সামুতে এবং সাইটের জন্য "মা" শিরোনামে লিখা দিন !

৬৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০০

আরজু পনি বলেছেন:

'মা' ফেসবুকের পেজটার সাথে আছি ।

অনেক প্রশংসনীয় এবং সম্মানজানানোর মতো উদ্যোগ ।।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , পেজটাকে বেশী করে প্রমোট করুন , ব্লগে এবং ওয়ার্ডপ্রেস সাইট টিতে লিখা দিন ! সবচেয়ে কার্যকর হচ্ছে ফেবু পেজটাকে জনপ্রিয় করে তুললে !
শুভকামনা রইলো আপু !

৬৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮

দি সুফি বলেছেন: বেশ কষ্টকর কাজ। গুগল অনেক কিছুর পাশাপাশি এটাও চেক করে দেখে সার্চ কীওয়ার্ডযুক্ত সাইটটিতে ভিজিটর, রিটার্নিং ভিজিটর কেমন, ডাইরেক্টলি গুগল পেইজ থেকে কোন লিঙ্কে বেশি ক্লিক হয় - এরকম আরো অনেক কিছু। SEO নিয়ে খুব একটা কাজ করিনি, তাই খুব ভালো আইডিয়া নেই। তবে বেশ খানিকটা পড়াশোনা করেছিলাম এটার উপরে।
সামাজিক বুকমার্কিং এবং যোগাযোগের মাধ্যমগুলো বেশ উপকার করে এই ব্যাপারে। সবচেয়ে বেশি উপকার করে StumbleUpon, Digg, Reddit, Twitter, Google+, Deliciou ইত্যাদি।
কীওয়ার্ডসহ এগুলোতে লিঙ্ক সাবমিট করলে এটা বেশ ভালো কাজে দেয়।
তবে শুধুমাত্র একটা-দুটা সাইট দিয়ে খুব ভালো ফলাফল পাওয়া যাবে না।
একটা সমাধান হতে পারে ওয়ার্ডপ্রেস এবং ব্লগস্পটে একাধিক ব্লগ তৈরি মা বিষয়ক বিভিন্ন পোষ্ট দেয়া এবং প্রতি পেইজের লিঙ্কগুলো সামাজিক বুকমার্কিং সাইটগুলোতে সাবমিট করা। যত বেশি মানুষ সাবমিট করবে তত বেশি প্রাধান্য পাবে গুগলের কাছে।
আশা করছি ৩-৫ মাসের ভিতরেই পরিবর্তন সম্ভব হবে।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আমরা সবগুলো দিকেই কাজ করবো ! সবার সক্রিয় অংশ নেয়া ছাড়া পরিবর্তন সম্ভব না !
সাথেই থাকুন !
ঠিক বলেছেন ৩ -৪ মাসেই পরিবর্তন সম্ভব !

৬৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭

মেহেদী হাসান মানিক বলেছেন: @ দি সুফি, আপনাকে ধন্যবাদ
আমরা সব বিষয় নিয়েই কাজ করব। আপনি ঠিক বলেছেন। আমরা সব বিষয় নিয়েই ভাবছি ভাল ট্র্যাফিকের জন্য স্যোসিয়াল মিডিয়া গুরুত্বপুর্ণ সেই সাথে স্যোসাল বুকমার্কিং। তবে আগে আমাদের আগে মান সম্মত পর্যাপ্ত কন্টেন্ট দরকার। সেটা সংগ্রহ করতেই এই উদ্যোগ
এর পরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করে তারা বাকিটা দেখবে। একার প্রচেস্টায় কিছু হবে না।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়ে ছোট করবোনা মানিক ভাই !
অনেক শুভকামনা রইলো !

৬৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো উদ্যোগ। পুরোপুরি সহমত থাকলো :)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই ! সাথে পাচ্ছি বলেই ধরে নিচ্ছি !

৬৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সার্চ করে ভালো জিনিস পাওয়া খুবই দুষ্কর।
আপনি তুলে এনেছেন হীরা-চুনি-পান্না!

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :(

৬৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭

নাইট রিডার বলেছেন: অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ। লেগে থাকুন, চেষ্টা করব পাশে থাকার। আপনাদের এই উদ্যোগে আমরা ক্ষুদ্র একটা অবদান এই লিঙ্কে

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রাত্রি পাঠক !

পাশে পেয়ে ভালো লাগলো !
আপনার লিখাটি ওয়ার্ডপ্রেস সাইট এবং ফেসবুক পেজে শেয়ার করতে চাচ্ছি !

৬৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯

সায়েম মুন বলেছেন: এরমক উদ্যোগকে স্যালুট। মা'য়ের জয় অবশ্যই হবে। সাথে আছি।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই !

৭০| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

শান্তির দেবদূত বলেছেন: খুবই ভাল উদ্যোগ। সাথে আছি। এ উদ্যোগ সফল হবেই। মা নিয়ে অবশ্যই লিখব।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই ! সবাই মিলে চাইলে কাজটা খুব সহজ !

৭১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪

গোর্কি বলেছেন:
স্যালুট! খুব ভাল ব্যতিক্রমী উদ্যোগ। সাথেই আছি।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সাথে থাকার জন্য কৃতজ্ঞতা !

৭২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

ইমরুল_কায়েস বলেছেন: আপনাদের উদ্যোগটা খুবই চমৎকার। একটা সময় ছিল যখন ইন্টারনেটে বাংলা খুজে পাওয়া যেত না। কিন্তু সময় পরিবর্তন হয়েছে। এখন বিভিন্ন ওয়েবসাইট, ব্লগের কল্যাণে আমরা বিশুদ্ধ বাংলায় তথ্য পাচ্ছি। পরিবর্তন আমরা আনতে পেরেছি, এবারও পারব ইনশাল্লাহ। আপনাদের পাশে আছি। পরিবর্তনের জন্য মুখিয়ে আছি।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: সবাই মিলে চাইলে খুব সহজ !

৭৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

ল্যাটিচুড বলেছেন: ভালো লাগলো, সাথে আছি সবসময় ........

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !

৭৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০২

নাইট রিডার বলেছেন: আপনার লিখাটি ওয়ার্ডপ্রেস সাইট এবং ফেসবুক পেজে শেয়ার করতে চাচ্ছি !

অবশ্যই করবেন।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !

৭৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রস্তাবসমূহের সাথে কঠিন ভাবে একমত। ব্যাপারটা আগে কখনো দেখা হয় নি, কিন্তু আজ ‘মা’ লিখে সার্চ দেয়ার পর যা উঠে এলো তা দেখে আমি সত্যিই হতবাক।

অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাপারটা সল্‌ভ করা অতি জরুরি।

ধন্যবাদ এমন বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই ! সবাই উদ্যোগী হলে কাজটা হয়ে যাবে !

৭৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪

ইখতামিন বলেছেন:
অভি ভাই. 'মা' কে নিয়ে তৈরি করা ব্লগার মাইনাচের এই সংকলন পোস্টটি খুঁজে পেয়েছি।
সংযুক্ত করে দিতে পারেন। :)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাই !
মূল পোষ্টে যুক্ত করে দিয়েছি ! লিখাগুলো কাজে লাগবে !

৭৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

ইখতামিন বলেছেন:
আমরা অনেকেই জানিনা যে, সামহোয়্যারইন ব্লগে 'মা' বিষয়ক একটা গ্রুপ আছে।

২০০৯ সালের 'মা' দিবসে "মা" আর্টিকেলে তৈরি করা ~স্বপ্নজয়~ এর সংকলন পোস্ট: সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক এবং উক্ত মা বিষয়ক সংকলন পোস্ট এর আপডেট পোস্ট: মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯

সংযুক্ত করা যেতে পারে....

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার ! সত্যি কথা হচ্ছে ঐ পেজগুলোর যে পরিমাণ হিট এবং এরা সম্ভবত ফেসবুকে ও পেইড ! আমাদের এ লিখাগুলো ব্লগের পাশাপাশি এস ই ও করা সাইট এবং ফেসবুকের মাধ্যমে বেশী করে ছড়িয়ে দিতে হবে !
লেখকদের অনুমতি প্রার্থনা করছি !

৭৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

তাসজিদ বলেছেন: আপনাদের অভিনন্দন, এ অসাধারণ উদ্যোগ নেবার জন্য।

আসলে এ লজ্জা প্রতিটি বাংলা সন্তানের। জয়ী হবেন, ইনশাআল্লাহ।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ তাসজীদ ! সাথে থাকুন !

৭৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬

তাসজিদ বলেছেন: আমি জানি না কোন কুত্তা গুল এসব লেখে। আল্লাহর আরস কেপে উঠবে।

এদের কি নন্নুতম মনুষ্যত্ব নেই।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ওদের কিছুই নেই ! ওদের নিয়ে কথা বলে আমরা সময় নষ্ট করতে রাজি নই ! সবাই সচেষ্ট থেকে প্রচারণা চালালে খুব দ্রুত পরিবর্তন আসবে !

৮০| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

আমিনুর রহমান বলেছেন:



অভি, মমতাময়ী মা পেজের লিংকটা উপরে যে কমেন্টে দিয়েছি তা কাজ করে না।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: কমেন্টের লিঙ্কগুলো কেন কাজ করছেনা বুঝতে পারছিনা ! মূল পোষ্টের লিঙ্কটা দিয়ে কাজ সেরে নিন প্লিজ ! পেজের নাম পরিবর্তন করে শুধু মা করে দিয়েছি !

৮১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

অনন্ত জীবন বলেছেন: সাথে আছি
মাহীন এলোমেলো হৃদয়ে

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অনন্ত জীবন ! আপনার লিখাটিও কাজে লাগবে !

৮২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭

আমি অপদার্থ বলেছেন:
প্রশংসনীয় উদ্যোগ। পাশেই আছি। ধন্যবাদ আপনাকে এই মহান উদ্যোগ নেওয়ার জন্য। সামুকে ধন্যবাদ পোষ্ট সটীকি করার জন্য।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অপদার্থ !
পদার্থের মতই পাশে থাকুন !

৮৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

নাহিদুল আইসিটি বলেছেন: বলার অপেক্ষা রাখে না আমি আমার মাকে অনেক ভালোবাসি।

আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। আপনার উদ্যোগের সাথে আমি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করতে চাই।

মাকে নিয়ে আমার অনুর্বর মস্তিষ্কের কল্পনা লেখ্য রূপগুলো দিনপঞ্জিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া মা নিয়ে ৩৮ টি বেশি অডিও বাংলা গান ডাউনলোড করেছি।

.............................

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই ! সবাইকেই পাশে চাই !
সফল হবার জন্য ফেসবুক পেজ , ওয়ার্ডপ্রেস সাইট এবং সামুর এই সংক্রান্ত পোষ্টগুলো বেশী বেশী প্রচার করা দরকার !
আপনাকে পেজে দাওয়াত থাকলো ! মূল পোষ্টে আজকেই খোলা "মা" ফেসবুক পেজে যোগ দেয়ার এবং পেজ টি প্রমোট করার অনুরোধ থাকলো!

৮৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

শাহেদ খান বলেছেন: চমৎকার উদ্যোগে ভাল লাগা জানবেন, অভি।

সাথে আছি অবশ্যই - লিখতে পারি বা না-পারি, পোস্টগুলোতে নিয়মিত ভিজিট এবং অন্যান্য উপস্থিতিতে।

আমি মনে করি, এটা সম্ভব। হয়তো সময়সাপেক্ষ, তবে খুব সম্ভব।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই শাহেদ ভাই ! ২-১ দিনে পরিবর্তন সম্ভব না , কিন্তু ২-৩ মাসে খুব সম্ভব ! সাথে থাকুন !

৮৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯

শাহেদ খান বলেছেন: যারা অনেক কবিতা পড়েন এবং সংকলন পোস্ট করেন, তারা যদি নজরুল-রবীন্দ্রনাথ-জসীমউদ্দিন প্রভৃতি প্রধান কবিদের 'মা' নিয়ে লেখা কবিতাগুলো'র একটা সংকলন বানিয়ে ফেলেন, সেটা একটা চমৎকার সংগ্রহ হবে বলে মনে হয়। এবং এই পোস্ট প্রচুর সমাদৃত হবে। মানুষ ভাল-লাগা থেকেই এই পোস্টে আসবে।

(অনেক প্রধান কবিদেরই 'মা' নিয়ে লেখা কবিতা পেয়ে যাওয়ার কথা)

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার একটা আইডিয়া দিয়েছেন শাহেদ ভাই ! ঐ লিখাগুলো আমরা ফেসবুক পেজ এবং এস ই ও করা হবে এমন সাইটে প্রকাশ করে খুব দ্রুত ছড়িয়ে দিতে পারি !

কারো পার্সোনাল ওয়ার্ডপ্রেস ব্লগ থাকলে খুব ভালো হয় , ঐ ধরনের সাইটের উপর এস ই ও এর কাজ করা খুব সহজ হয় !

৮৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪

তারছেড়া লিমন বলেছেন: ভালো উদ্যোগ অভি ভাই। সাথে আছি সব সময়।।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লিমন ভাই ! পেজটিতে লাইক দিন , ওখানের পোষ্টগুলোতে কমেন্ট , শেয়ার করুন ! পেজে আরো লোকজন নিয়ে আসুন যারা এক্টিভ থাকবে ! সাইট এ লিখা দিন ! এ ধরনের লিখা শেয়ার করুন ! মানচিত্র বদলে যাবে !

৮৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: অত্যন্ত দুঃখ লাগে যখন গুগলে "ম" অক্ষরটা লেখা মাত্রই পুরো পেজ কিছু মানুষের নোংরামীতে ভরে যায়। খুব জানতে ইচ্ছা করে কারা তারা কোন মায়ের গর্ভে তাদের জন্ম। সেই মা কি জানে তার সন্তানের এমন লেখনির প্রতিভার(!) কথা। দশ মাস যে মা তিল তিল করে আপন গর্ভে নিজের নির্যাস দিয়ে সন্তানকে পৃথিবীতে আনয়নের উপযুক্ত করেছে। নিজের শরীরের পুষ্টি দিয়ে সন্তানকে উপযুক্ত করেছে। যারা এসব করে তারা মানুষের সমাজে বসবাসের উপযুক্ত না, কেননা যে ব্যাক্তি তার জন্মদাত্রী মা'কে এমন তীব্র ভাবে অসম্মান করে সমাজ জাতি সভ্যতার জন্য সেই ব্যাক্তি অবশ্যই ক্ষতিকর এবং ভয়ানক।

সুন্দর বিষয় নিয়ে সুস্থ চিন্তা ধারার একটি পোষ্টের জন্য অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভি আর একই সাথে সম্মানিত মডারেটর টিমকে ধন্যবাদ পোষ্টটি সকলের দৃষ্টি আকর্ষণের জন্য নির্বাচিত করায়।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যে ধন্যবাদ প্রিয় কুনোব্যাঙ ভাই !
ফেসবুক পেজের প্রমোট , স্ট্যাটাস গুলো বেশী বেশী শেয়ার আর সাইটের লিখাগুলোর হিট বাড়ানোর মাধ্যমে মানচিত্র বদলে দেয়া যাবে !

৮৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৮

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন এই উদ্যোগ এ সহযাত্রী হলাম ... :)

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , সাথে থাকার জন্য !

৮৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন:







ভাই *কুনোব্যাঙ* এর সাথে সম্পূর্ণ একমত।

ধন্যবাদ অভি চমৎকার এই উদ্যোগের জন্য।



আসুন সকলে এগিয়ে আসি মাকে কলঙ্কমুক্ত করতে।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন ! সবাই মিলে চাইলে খুব সহজ !
শুভকামনা থাকলো!

৯০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৭

মেলবোর্ন বলেছেন: শুধু মা নয় তবে পিতা মাতা নিয়ে আমার এই পোস্ট যদি কাজে লাগে দেখে আসতে পারেন:

কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব ৩ সূরা বনী ইসরাঈল আয়াত ২৩-২৪ ইসলামে পিতা মাতার অধিকার:

Click This Link

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! কাজে লাগবে !

৯১| ০৭ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৫

মিজানুর রহমান মিলন বলেছেন: পোস্টি পড়ে ভাল লাগলো । অভূতপুর্ব এরকম উদ্যেগ নেওয়ার জন্য ধন্যবাদ । অনেক আগে মা কে নিয়ে আমার একটি ছোট গল্প । একজন মায়ের অপেক্ষা । Click This Link

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মিলন ভাই ! আপনার গল্প টি ও কাজে লাগবে ! এভাবে সবাই পাশে থাকলে সফলতা আসবে !

৯২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩১

অস্পিসাস প্রেইস বলেছেন: মা নিয়ে ব্লগ লিখতে হবে

ব্লগের টাইটেলেও ট্যাগে মা / মায়ের প্রতিশব্দ গুলো থাকতে হবে

পোষ্টের মূল কন্টেন্টে ৩ % শব্দ মা হতে হবে

মা নিয়ে যত ভাল ভাল পোস্ট আছে খুঁজে খুঁজে সেখানে গিয়ে অনেক অনেক কমেন্ট / লাইক / হিট দিতে হবে

মা নিয়ে সব ভাল ভাল লেখাকে এক প্লাটফর্মে আনতে হবে

পুরো ব্যাপারটা সবার সাথে শেয়ার করতে হবে

........... সবকিছু মাথায় সেট করে নিলাম। সময় বের করে কাজ গুলো করতে থাকব। আপনার এই পোস্ট আমার ইমেইলে পাইকারি হারে আপনজনদের কাছে পাঠিয়েছি , তারা ব্যাস্ত থাকেন, তাই ব্লগ / ফেসবুকে তেমন একটা একটিভ না , আমার মেইল থেকে এ ব্যাপারে একটিভ হবে ইনশাল্লাহ।

ইনশাল্লাহ আমাদের সব সমস্যা আল্লাহ সমাধান করবেন।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অলিম্পাস স্পেইস ! পাশে থাকার জন্য ! সবাই উদ্যোগী হলে কাজ টা খুবই সহজ !

৯৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫

অদৃশ্য বলেছেন:




প্রিয় অভি

মানুষ হিসেবে আমার প্রত্যকের অনেক দায় দায়িত্ব আছে যা কিনা আমরা সবসময়ই এড়িয়ে চলি... কিছু মানুষ তা এড়িয়ে চলতে পারেনা... তাদের বিবেকে বাধা দেয় বা বিবেক দংশন করে... তারা মানুষের প্রকৃত চেহারা প্রকাশে ব্যস্ত হয়ে ওঠে...

আপনার এই পোষ্টটি তারই স্বচ্ছ প্রকাশ...আপনি অবশ্যই তাদের মাঝের একজন... সর্বষ্টিকর্তা আপনার প্রতি সহায় হোন... আর সেই সাথে আমাদের প্রকৃত কাজ করবার তৌফিক দান করুন...

শুভকামনা...


আমার একটি পোষ্ট ছিলো, দিয়ে গেলাম___ Click This Link

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় অদৃশ্য !
আপনাকে পেয়ে ভালো লাগলো !
আসলে মানিক ভাইয়ের পোষ্ট টি দেখার পরই ভাবছিলাম কিছু একটা করা দরকার ! এভাবে চলতে দেয়া যায়না ! উনি অনেক কষ্ট করছেন !
আমরা সম্ভাব্য সব দিকেই চেষ্টা চালাবো !
আপনার পোষ্ট টি কাজে লাগানো হয়েছে , সামনেও লাগানো হবে !
আন্তরিক ধন্যবাদ জানবেন !

৯৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০

নেক্সাস বলেছেন: সুন্দর পোষ্ট এবং ষ্টিকি হওয়ার মত পোষ্ট ষ্টিকি করায় মডুকে ধন্যবাদ।

আপনার কাজের সফলতা কামনা করি। সুন্দরে ভরে উঠুক অনলাইন জগৎ

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই !
সাথে থাকুন !
সুন্দরে ভরে উঠুক অনলাইন জগৎ !

৯৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ একটি উদ্দ্যোগ। স্বাগত জানাচ্ছি,,,,,,,,,,,,,,মা'য়ের সাথে আছি,,,,,,,,

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ! সবাই মিলিতভাবে কাজ করলে তিন মাসেই দৃশ্যপট বদলে দেয়া যাবে !
শুভকামনা রইলো !

৯৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩

মুহাম্মদ তৌহিদ বলেছেন: ফেসবুকে শেয়ার দিলাম

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য ! আমাদের "মা" ফেসবুক পেজটিতেও যোগ দিন ! স্ট্যাটাসগুলোর সাথে থাকুন , বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন , তাহলে কাজটা আরো সহজ হয়ে যায় ! শুভকামনা রইলো !

৯৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯

নিয়েল হিমু বলেছেন: শুধু পেজ না । ফেবুতে একটা ইভেন্ট খোলা হোক । বাংলা ব্লগ স্পিহার সকল সদস্য এগিয়ে আসলে আমাদের সফলতার টার্গেট আমরা অতিক্রম করতে পারব খুব সহজে ।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হিমু ! ভালো একটি প্রস্তাব দিয়েছেন , কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় ভাবছি ! আশা করছি আপনাকে ও পাবো !
শুভকামনা রইলো !

৯৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০

চারশবিশ বলেছেন: আমি আমার মাকে নিয়ে একটা পোষ্ট দিছিলাম
আমার মায়ের কিছু অদ্ভুত বাতিক ও আব্দার

এখন পোষ্টের ভিতরে ঢুকে দেখি "আমার মা" শব্দটি ভিতর থেকে গায়েব এবং অনেক কয়টা পয়েন্ট গায়েব

কইতে পারবেন কিভাবে মূল পোষ্টটা ফেরত পাব

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বুঝতে পারছিনা কিভাবে সম্ভব ! তবে আপনি চাইলেই নতুন লিখে আমাদের সাহায্য করতে পারেন , আমাদের পেজের ইনবক্সে দিয়ে দিলে আপনার নাম সহ পোষ্ট করতে পারি , সামুতে আবার পোষ্ট দিতে পারেন !
শুভকামনা রইলো !

৯৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৫

সজল৯৫ বলেছেন: এটি একটি ভালমানের সম্মিলিত সামুপোষ্ট। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। সংগে আছি........

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সজল !

১০০| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

অশান্ত পৃথিবী বলেছেন: ফেসবুক এ শেয়ার দিলাম । সবার সম্মিলিত এই প্রচেষ্টা সার্থক হবেই । মায়ের সম্মান ফিরাতেই হবে ।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য ! আমাদের ফেসবুক পেজ টিতে যোগ দিন , পেজটি প্রমোট করুন , পেজ টিতে ব্লগারদের মা সম্পর্কিত পোষ্টগুলো নাম সহ প্রকাশ করতে চাচ্ছি । সেই স্ট্যাটাস গুলো শেয়ার করুন ! খুব দ্রুত দৃশ্যপট পালটে যাবে !
শুভকামনা রইলো !

১০১| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

স্বপনচারিণী বলেছেন: এরকম একটি মহৎ উদ্যোগে মনটা ভরে গেল। আবারও প্রমাণ হল যে ভাল একটি কাজে আসলেই সবার সহযোগিতা পাওয়া যায়। আমিও সাথেই আছি।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !
সাথে থাকুন সব প্রচেষ্টার ! কাজটাতে সবার সক্রিয় অংশ নেয়া ছাড়া সফল হওয়া যাবেনা !

১০২| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫

১১স্টার বলেছেন: আপনাদের দলে যোগ দিলাম দির্ঘদিন যে জিনিস টা আমার অন্তরে ঘায়ের সৃষ্টি করেছিল তাতে আপনাদের উদ্যোগটা মলম লাগিয়ে দিল। মা লিখতে গেলে চোখে পানি চলে আসে তাই এতোদিন কিছু লিখিনি এবার শুরু হলো এখহাতে টিস্যু আর হাতে কি বোর্ড নিয়ে মায়ের অবস্থান টা গুগলের প্রথম কন্টেন্ট বানানোর প্রচেষ্টা।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ১১ স্টার !
সবাই মিলে চাইলে দৃশ্যপট বদলে যাবে !

১০৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩

ডরোথী সুমী বলেছেন: আমিও চেষ্টা করে যাবো সাথে থাকার।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !

১০৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৫

হাসানুর বলেছেন: মারা কখোনো বদদোয়া দেননা তবে বিরক্ত হলে হয়তো সময় কিছুক্ষণ থমকে যায় !

মায়ের ভালোবাসা

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: লিখাগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ হাসানুর !

১০৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৪

মশিকুর বলেছেন:
মহৎ উদ্যোগে। সাথেই আছি....

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মশিকুর ! দলে লোক বাড়াতে হবে !

১০৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

হোসাইন আল মামুন বলেছেন: খুব সুন্দর উদ্যেগ। আশা করি সবার প্রচেষ্টায় তা সফল হবে। কুরুচির চটিবাজদের হাত থেকে `মা' শব্দটির পবিত্রতা নষ্ট হবে না।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আল মামুন ! আমরাও আশাবাদী ! সবার মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভব না !

১০৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

নিক নূরুল বলেছেন: 'মা' এর এই অপমান আসলে মায়ের ছেলে-মেয়েদের জন্যই লজ্জার। আমাদের যত দ্রুত সম্ভব এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।একমাত্র আমাদের সন্মিলিত প্রচেষ্টাই হতে পারে এর থেকে পরিত্রাণের উপায়। খুবই অর্থবহ উদ্যোগ।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর বলেছেন নিক নূরুল !
সাথে থাকুন !

১০৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মা সেত আমার মা আপনার মা সবার মা। এই মায়ের জন্য আপনার এই প্রছেষ্টা সফল হউক।আমিও আপনার সাথে আছি।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুজন !

১০৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮

ফাটা শারট বলেছেন: আমারে লগ ইন করাই ছারলেন দেখি ।এক কথাই অসাধারন ।
হ্যাপি ব্লগিং ।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: নিয়মিত লগ ইন করবেন প্লিজ !
হ্যাপি ব্লগিং !
সাথে থাকুন , সবাই মিলে না চাইলে কিছুই হবেনা !

১১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১

চুরি যাওয়া আগুন... বলেছেন: উদ্যোগকে অসংখ্য সাধুবাদ। সক্রিয় সহযাগিতার পুর্ন চেষ্টা করব। নিচের লেখাটি দেখার অনুরোধ রইল...

মা, মায়ের মমতা, অ্যা মাদার'স স্টোরি বাই সজল শর্মা...
Click This Link

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !
প্রতিটা লিখাই কাজে লাগবে আমাদের !
অনেক শুভকামনা রইলো !

১১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৬

মুদ্‌দাকির বলেছেন: আমার "মা" হজ্বে গেছেন, প্রায় ৩৭ দিন তার সাথে দেখা হবে না, মা কে এত দিন একটানা দেখি নাই , এই ব্যাপারটা আগে কখন ঘটে নাই !!!

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার মায়ের জন্য অনেক শুভকামনা রইলো !

১১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কিছু বলার নাই । ভালো একটা কাজ হচ্ছে , খুব ভালো ! একজন মা , একজন মেয়ে হয়ে এটাই শুধু বলি ।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , সাথে থাকুন , কাজ টা সবার !

১১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

নাসিরন আক্তার বলেছেন: ভালকে জাগ্রত করার প্রয়াসে আমি মুগ্ধ,একাত্বতা ঘোষনা করছি।লেখককে ধন্যবাদ।আশা করি আমাদের তৈরি ভাল চক্রের দ্বারা দুষ্টু চক্রের দমন হবে।‘‘মা” তো মা-ই,তার নেই কোন তুলনা।নিজের ‘‘মা”,মায়ের বয়সী সকল মা-ই আমাদের শ্রদ্ধা ভাজন।দেশ মা,মাটি মা ,নদী মা এক কথায় নিঃস্বার্থ ভাবে সন্তানকে যে সব কিছু উজাড় করে স্নেহের পরশে বাঁচিয়ে রাখে সে-ই তো ‘‘মা”।‘‘সামুতে”লেখা ,সামু ভিত্তিক লেখা আমি মাঝে মাঝে পড়ি‘‘ সামু ” বলতে কি বুঝান হয় বা এর মানেটা কি?অবাক চোখে দেখি বিস্ময়কর বাংলাদেশ এটা আমার ব্লগ ।এখানে‘‘” মা”শিরোনামে আমার লেখা একটা কবিতা আছে পড়ে দেখতে পারেন।সাথে আছি সব সময়।শুভ হোক আপনার প্রচেষ্টা।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অবশ্যই দেখবো ! সাথে থাকার জন্য ধন্যবাদ জানবেন !

১১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক সুন্দর অনেক ভাল একটা কাজ। খুব ভালো লাগলো।
খুব সুন্দর উদ্যেগ। আশা করি সবার প্রচেষ্টায় তা সফল হবে। আমি অবশ্যই এর সাথে আছি.........

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জানবেন ! আপনাকে পেয়ে ভালো লাগলো ! কাজ টা সবাই মিলে করতে হবে ! না হলে সম্ভব না !

১১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

মোঃ ইসহাক খান বলেছেন: পরিচ্ছন্ন চিন্তাভাবনার বিকাশ ঘটবে; মা-বাবা এবং শ্রদ্ধেয়জনেরা তাঁদের শ্রদ্ধার আসন বাস্তবে এবং অন্তর্জালে সবখানে পাবেন, এই কামনা করি।

উদ্যোগ সফল হোক।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই ! ভালো থাকুন !

১১৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো উদ্যোগে অনেক শুভকামনা রইল।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু !

১১৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬

সামু মামু বলেছেন: পৃথিবীর সেরা ছবি সমগ্রঃ মা ও পরিবার
Click This Link

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সামু মামু !
চমৎকার ছবি ব্লগটির জন্য ধন্যবাদ !

১১৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২০

মেহেদী হাসান মানিক বলেছেন: আমদের সাইট তৈরির কাজ প্রায় সমাপ্ত
আপনারা যোগ দিন।
লিংক

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আপডেট করে দিয়েছি মানিক ভাই !
এই লিঙ্কের উপর এস ই ও এর কাজ করা হবে , তাই যারা নতুন লিখছেন কিংবা আগে মা সম্পর্কিত আর্টিকেল লিখেছেন ঐ লিঙ্কে আগের প্রকাশিত লিঙ্ক সহ দিলে কাজটা সহজ হয়ে যায় !
লিখাগুলো আমরা হয়তো ফেসবুক পেজে নিজে আপনাদের নাম নিয়ে পোষ্ট করতে পারবো , আর এই সাইট টিতে আপনাদের নিজেদের পোষ্ট করার অনুরোধ থাকলো ! আপাতত ২০ টা পোষ্ট হলেই সেগুলোর উপর এস ই ও এর কাজ করলে খুব দ্রুত একটা ফলাফল আশা করা যেতে পারে~!

১১৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮

তওসীফ সাদাত বলেছেন: Click This Link

ব্যক্তিগত কিছু অনুভূতি মা কে নিয়ে। :)

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাদাত !
নতুন কিংবা পুরাতন লিখা গুলো ব্লগের পাশাপাশি মা নামের সাইট টিতে পোষ্ট করার অনুরোধ রইলো ! যেহেতু ঐ সাইটের উপর এস ই ও এর কাজ করা হবে !

১২০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: খুব ভালো একটি কাজ ব্রো। এগিয়ে যাও ........

পোস্ট স্টিকি করার জন্য মডারেশনকে ধন্যবাদ ।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপি !

১২১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩২

লেখাজোকা শামীম বলেছেন: খুব ভালো উদ্যোগ। অবশ্যই সঙ্গে আছি।

মা সংক্রান্ত আমার একটি লেখা :

মা, আমার আগে যেও না গো মরে

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শামীম ভাই , আপনাদের লিখাগুলো ফেসবুক পেজে শেয়ার করবো , আর পোষ্টের শুরুতে একটা সাইটের লিঙ্ক দেয়া আছে সেখানে সবাইকে এই লিখাগুলো পোষ্ট করার অনুরোধ করছি , ঐ সাইটের উপর এস ই ও এর কাজ করা হবে ! আর এই প্রচেষ্টার অফিসিয়াল সাইট ও বলতে পারেন ! সামুর পাশাপাশি , ব্লগের লিঙ্ক সহ পোষ্টগুলো ঐ সাইটে পোষ্ট করার অনুরোধ থাকলো !

১২২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৬

সাইফুল্লাহ িজপসী বলেছেন: একটা কথা।
মাকে নিয়ে লিখার পর এতে কি লিখবো? শুধু মা নাকি আর অন্য কিছু যোগ করবো। অন্য কিছু যোগ করলে কি কিছু হবে নাকি?

মাকে নিয়ে অনেকেরা অনেক কিছুই লিখবে। একসাথে "মা" নামে পোষ্ট করা সামুতে মায়ের নামে হাজার লিখা খুজে পাওয়া দুস্কর হবে।তো লিখকের কাছে অনুরোধ করবো,উনি যেন অত্র পোষ্টে সব লিখাগুলোর লিংক দিয়ে দেন।যাতে 'মা' নামে পোস্ট খুজে পেতে সুবিধা হয় এবং হিট বাড়ানোর ব্যাপারে সহায়তা হয়।

সাথেই আছি। লিখার হাত ভাল না।তারপরও চেষ্টা করবো মাকে নিয়ে কিছু লিখতে।

আপনার এ মহৎ উদ্যেগের জন্য ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শিরোনামে মা শব্দটি থাকতে হবে , পোষ্টের মূল কন্টেন্টে মা শব্দটি বেশ কয়েকবার রাখুন !
এই পোষ্টের শেষের দিকে কিছু মা পোষ্টের সংকলন আছে । তাছাড়া অনেকেই কমেন্টে কিছু লিঙ্ক দিয়েছেন , তাই এই পোষ্টেই মা সংক্রান্ত অনেক পোষ্ট পাওয়া যাবে । সামুর এই পোষ্টগুলোর যে হিট হবে তা লক্ষ্য অর্জনে পর্যাপ্ত নয় । মূল লক্ষ অর্জন করতে হলে ফেসবুক পেজটিকে অনেক জনপ্রিয় করতে হবে , আপনাদের সবাইকে পেলে পেজ টিতে পর্যায়ক্রমে এই পোষ্টগুলো লেখকের নাম এবং লিঙ্ক সহ প্রকাশ করা হবে । পেজটিকে প্রমোট করুন , পেজের স্ট্যাটাসগুলো শেয়ার করুন । আর পোষ্টের শুরুতে একটি সাইটের কথা বলা হয়েছে যেখানে মা সংক্রান্ত পোষ্টের একটি সংগ্রহশালা তৈরী হবে , একটু কষ্ট করে সবার লিখাগুলো সেখানে পোষ্ট করলে চমৎকার হয় , কেননা সেই সাইটের উপর এস ই ও এর কাজ করা হবে !
সব গুলো প্রচেষ্টায় সবাই উদ্যোগী হলে তিন -চার মাসেই পরিবর্তন চোখে পড়বে !
কাজ টা দুই একজনকে দিয়ে হবেনা , সবাই উদ্যোগী হয়ে সাহায্য করলে প্রথম পাতায় "মা " ফেসবুক পেজের লিখা আসবে , "মা " শিরোনামের ওয়েবসাইটের পোষ্টগুলো আসবে , সামুর পোষ্টগুলো আসবে ! যেহেতু ওয়েবসাইট টি টেকনিক্যালি প্রমোট করার ব্যাবস্থা আছে সবাইকে অনুরোধ করছি সেখানে পোষ্ট করার জন্য (সামুর লিঙ্ক দিয়ে দিবেন পোষ্ট শেষে ) !

১২৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪

বৃতি বলেছেন: মহৎ উদ্যোগ । শুভকামনা ।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বৃতি ! আপনাকে ও পাশে পাবো আশা করি উদ্দীপনার সাথে !

মূল লক্ষ অর্জন করতে হলে ফেসবুক পেজটিকে অনেক জনপ্রিয় করতে হবে , আপনাদের সবাইকে পেলে পেজ টিতে পর্যায়ক্রমে এই পোষ্টগুলো লেখকের নাম এবং লিঙ্ক সহ প্রকাশ করা হবে । পেজটিকে প্রমোট করুন , পেজের স্ট্যাটাসগুলো শেয়ার করুন । আর পোষ্টের শুরুতে একটি সাইটের কথা বলা হয়েছে যেখানে মা সংক্রান্ত পোষ্টের একটি সংগ্রহশালা তৈরী হবে , একটু কষ্ট করে সবার লিখাগুলো সেখানে পোষ্ট করলে চমৎকার হয় , কেননা সেই সাইটের উপর এস ই ও এর কাজ করা হবে !
সব গুলো প্রচেষ্টায় সবাই উদ্যোগী হলে তিন -চার মাসেই পরিবর্তন চোখে পড়বে !
কাজ টা দুই একজনকে দিয়ে হবেনা , সবাই উদ্যোগী হয়ে সাহায্য করলে প্রথম পাতায় "মা " ফেসবুক পেজের লিখা আসবে , "মা " শিরোনামের ওয়েবসাইটের পোষ্টগুলো আসবে , সামুর পোষ্টগুলো আসবে ! যেহেতু ওয়েবসাইট টি টেকনিক্যালি প্রমোট করার ব্যাবস্থা আছে সবাইকে অনুরোধ করছি সেখানে পোষ্ট করার জন্য (সামুর লিঙ্ক দিয়ে দিবেন পোষ্ট শেষে ) !

১২৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: খুব চমৎকার একটা উদ্যোগ। আমার নিজের এই বিষয়ে তেমন একটা ধারনা ছিল না! সাথে আছি, যন্ত্র ঠিক হয়া মাত্র আপনাদের সাথে যোগ দেওয়ার আশা রাখি!

অনেক অনেক শুভকামনা!

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !

মূল লক্ষ অর্জন করতে হলে ফেসবুক পেজটিকে অনেক জনপ্রিয় করতে হবে , আপনাদের সবাইকে পেলে পেজ টিতে পর্যায়ক্রমে এই পোষ্টগুলো লেখকের নাম এবং লিঙ্ক সহ প্রকাশ করা হবে । পেজটিকে প্রমোট করুন , পেজের স্ট্যাটাসগুলো শেয়ার করুন । আর পোষ্টের শুরুতে একটি সাইটের কথা বলা হয়েছে যেখানে মা সংক্রান্ত পোষ্টের একটি সংগ্রহশালা তৈরী হবে , একটু কষ্ট করে সবার লিখাগুলো সেখানে পোষ্ট করলে চমৎকার হয় , কেননা সেই সাইটের উপর এস ই ও এর কাজ করা হবে !
সব গুলো প্রচেষ্টায় সবাই উদ্যোগী হলে তিন -চার মাসেই পরিবর্তন চোখে পড়বে !
কাজ টা দুই একজনকে দিয়ে হবেনা , সবাই উদ্যোগী হয়ে সাহায্য করলে প্রথম পাতায় "মা " ফেসবুক পেজের লিখা আসবে , "মা " শিরোনামের ওয়েবসাইটের পোষ্টগুলো আসবে , সামুর পোষ্টগুলো আসবে ! যেহেতু ওয়েবসাইট টি টেকনিক্যালি প্রমোট করার ব্যাবস্থা আছে সবাইকে অনুরোধ করছি সেখানে পোষ্ট করার জন্য (সামুর লিঙ্ক দিয়ে দিবেন পোষ্ট শেষে ) !

১২৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১

তির্থক আহসান রুবেল বলেছেন:
প্রসঙ্গ মা, প্রসঙ্গ মাটি এবং দেশ

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: মূল লক্ষ অর্জন করতে হলে ফেসবুক পেজটিকে অনেক জনপ্রিয় করতে হবে , আপনাদের সবাইকে পেলে পেজ টিতে পর্যায়ক্রমে এই পোষ্টগুলো লেখকের নাম এবং লিঙ্ক সহ প্রকাশ করা হবে । পেজটিকে প্রমোট করুন , পেজের স্ট্যাটাসগুলো শেয়ার করুন । আর পোষ্টের শুরুতে একটি সাইটের কথা বলা হয়েছে যেখানে মা সংক্রান্ত পোষ্টের একটি সংগ্রহশালা তৈরী হবে , একটু কষ্ট করে সবার লিখাগুলো সেখানে পোষ্ট করলে চমৎকার হয় , কেননা সেই সাইটের উপর এস ই ও এর কাজ করা হবে !
সব গুলো প্রচেষ্টায় সবাই উদ্যোগী হলে তিন -চার মাসেই পরিবর্তন চোখে পড়বে !
কাজ টা দুই একজনকে দিয়ে হবেনা , সবাই উদ্যোগী হয়ে সাহায্য করলে প্রথম পাতায় "মা " ফেসবুক পেজের লিখা আসবে , "মা " শিরোনামের ওয়েবসাইটের পোষ্টগুলো আসবে , সামুর পোষ্টগুলো আসবে ! যেহেতু ওয়েবসাইট টি টেকনিক্যালি প্রমোট করার ব্যাবস্থা আছে সবাইকে অনুরোধ করছি সেখানে পোষ্ট করার জন্য (সামুর লিঙ্ক দিয়ে দিবেন পোষ্ট শেষে ) !

১২৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

তির্থক আহসান রুবেল বলেছেন: ২১ মানে আসলেই কি মায়ের প্রতি শ্রদ্ধা

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: মূল লক্ষ অর্জন করতে হলে ফেসবুক পেজটিকে অনেক জনপ্রিয় করতে হবে , আপনাদের সবাইকে পেলে পেজ টিতে পর্যায়ক্রমে এই পোষ্টগুলো লেখকের নাম এবং লিঙ্ক সহ প্রকাশ করা হবে । পেজটিকে প্রমোট করুন , পেজের স্ট্যাটাসগুলো শেয়ার করুন । আর পোষ্টের শুরুতে একটি সাইটের কথা বলা হয়েছে যেখানে মা সংক্রান্ত পোষ্টের একটি সংগ্রহশালা তৈরী হবে , একটু কষ্ট করে সবার লিখাগুলো সেখানে পোষ্ট করলে চমৎকার হয় , কেননা সেই সাইটের উপর এস ই ও এর কাজ করা হবে !
সব গুলো প্রচেষ্টায় সবাই উদ্যোগী হলে তিন -চার মাসেই পরিবর্তন চোখে পড়বে !
কাজ টা দুই একজনকে দিয়ে হবেনা , সবাই উদ্যোগী হয়ে সাহায্য করলে প্রথম পাতায় "মা " ফেসবুক পেজের লিখা আসবে , "মা " শিরোনামের ওয়েবসাইটের পোষ্টগুলো আসবে , সামুর পোষ্টগুলো আসবে ! যেহেতু ওয়েবসাইট টি টেকনিক্যালি প্রমোট করার ব্যাবস্থা আছে সবাইকে অনুরোধ করছি সেখানে পোষ্ট করার জন্য (সামুর লিঙ্ক দিয়ে দিবেন পোষ্ট শেষে ) !

১২৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪

শুক তারা বলেছেন: সুন্দর উদ্যোগ, রাতের মধ্যে পেয়ে যাবেন :)

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: মূল লক্ষ অর্জন করতে হলে ফেসবুক পেজটিকে অনেক জনপ্রিয় করতে হবে , আপনাদের সবাইকে পেলে পেজ টিতে পর্যায়ক্রমে এই পোষ্টগুলো লেখকের নাম এবং লিঙ্ক সহ প্রকাশ করা হবে । পেজটিকে প্রমোট করুন , পেজের স্ট্যাটাসগুলো শেয়ার করুন । আর পোষ্টের শুরুতে একটি সাইটের কথা বলা হয়েছে যেখানে মা সংক্রান্ত পোষ্টের একটি সংগ্রহশালা তৈরী হবে , একটু কষ্ট করে সবার লিখাগুলো সেখানে পোষ্ট করলে চমৎকার হয় , কেননা সেই সাইটের উপর এস ই ও এর কাজ করা হবে !
সব গুলো প্রচেষ্টায় সবাই উদ্যোগী হলে তিন -চার মাসেই পরিবর্তন চোখে পড়বে !
কাজ টা দুই একজনকে দিয়ে হবেনা , সবাই উদ্যোগী হয়ে সাহায্য করলে প্রথম পাতায় "মা " ফেসবুক পেজের লিখা আসবে , "মা " শিরোনামের ওয়েবসাইটের পোষ্টগুলো আসবে , সামুর পোষ্টগুলো আসবে ! যেহেতু ওয়েবসাইট টি টেকনিক্যালি প্রমোট করার ব্যাবস্থা আছে সবাইকে অনুরোধ করছি সেখানে পোষ্ট করার জন্য (সামুর লিঙ্ক দিয়ে দিবেন পোষ্ট শেষে ) !

১২৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ মতিউর রহমান মিঠু বলেছেন: ধন্যবাদ ভাইজান। আমার লেখা দুটো যে কোন মাধ্যমে প্রকাশের অনুমতি দেয়া হলো। ধন্যবাদ আবারো, ভাল থাকবেন।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক !

১২৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

আশিক মাসুম বলেছেন: tothakothito bahba diye day sarte chaina vhai.... sathei achi sob somoy.....

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আশিক ভাই , সাথে থাকাটা হতে হবে নির্বাচনী প্রচারণার মত ! ভাবীকে আজকেই বলবেন দলবল নিয়ে ফেসবুক পেজের প্রচারণায় নেমে পড়তে !

১৩০| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

না পারভীন বলেছেন: সাথে রইলাম

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !

১৩১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

বাহাদুর বাপ্পী বলেছেন: ঠিক একই আশা নিয়ে বিটিআরসিতে গেছিলাম তবে http://ma.com.bd/ না পেলেও http://amarma.com.bd/ রেজি করেছিলাম , তবে ব্যাস্ততার জন্য প্লাস অফিসের চাপে আর বেশী গুরে আগোতে পারি নাই। আশা করি এই আপনারা এই কাজটি সফল ভাবে করতে পারবেন। শুভ কামনা রইল

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার দুটো লিঙ্ক দিলেন ! আসলে কাজটা করতে হবে সব ভাবে , ফেসবুকে অনলাইনে খুব দ্রুত অনেকের কাছে যাওয়া যায় , সেখানে আপনাদের চাইছি !
আর সাইটে টেকনিক্যালি কাজ করা হবে , সেখানে সবার লিখা পোষ্ট করার অনুরোধ রইলো !

কাজ টা সবার কিন্তু !

১৩২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খুবই ছেলেমানুষী ধরনের দুটো লেখা লিখেছিলাম আমার মায়ের জন্য, কিছুটা চিঠি ধরনের, এখানে দিয়ে দিলাম। যদি কোনভাবে কাজে লাগে আপনাদের উদ্যোগে তাহলে অনেক খুশী হবো। আর আম্মুকে নিয়ে সামনে আরও লেখা পোস্ট করার সচেতন চেষ্টাই থাকবে, কিছু কথা বলারও ছিল, সংকোচ থেকে যেমন সামনে বলা হয় না, তেমনি নিজের মা - কে নিয়ে কথাগুলো একান্তই আপন বলে ব্লগে প্রকাশ করতে কিছুটা অন্যরকম লাগে, এখন আশাকরি সে বাধাটা অনেকটাই সরে গেলো আপনাদের এই কাজগুলোর পরে।

"প্রিয় মায়ের প্রতি লেখা যে চিঠিটি কোনোদিনও পোস্ট করা হয়না....."

তোমাকে অনেক ভালবাসি মা, অনেক মিস করছি, তোমাকে বলা হয়না কেন?

অনেক ভালো কাজের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা অভি ভাই, অনেক শুভকামনা রইলো, পৃথিবীর সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা। মা সুখে থাকুন, মা ভালো থাকুন, বেঁচে থাকুন অন্তরে আর থাকুক পাশাপাশি। আম্মুকে প্রতিদিন প্রচণ্ড মিস করি, কপাল খারাপ, একসাথে থাকতে পারলাম না!

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পথিক ভাই ! আপনাকে পেয়ে ভালো লাগলো !
আসলে কাজ টা কিন্তু আমাদের সবার ! যাদের ফেসবুকে ভালো পেজ আছে তারা যদি আমাদের পেজকে প্রমোট করে , পেজের স্ট্যাটাস গুলো শেয়ার করে তাহলে সময় টা কম লাগবে!
আর যে সাইট টির লিঙ্ক আছে পোষ্টের শুরুতে , মা সম্পর্কিত পোষ্টগুলোর একটা সংগ্রহশালা হবে সেখানে , আর আরেকবার বলছি ওই লিঙ্কের উপর এস ই ও করা হবে, টেকনিকালি প্রমোট করার জন্য ! ওখানে আমি বা আমরা পোষ্ট গুলো করতে পারবোনা , একটু সময় নিয়ে এই পোষ্টগুলোই সেখানে এই লিঙ্ক সহ দিলে খুব উপকার হয় !

১৩৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১২

িসয়াদ বস বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ।

ইনশাআল্লাহ ! যত দ্রুতই পারি মাকে নিয়ে তথ্যবহুল পোষ্ট দিব।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলে কাজ টা কিন্তু আমাদের সবার ! যাদের ফেসবুকে ভালো পেজ আছে তারা যদি আমাদের পেজকে প্রমোট করে , পেজের স্ট্যাটাস গুলো শেয়ার করে তাহলে সময় টা কম লাগবে!
আর যে সাইট টির লিঙ্ক আছে পোষ্টের শুরুতে , মা সম্পর্কিত পোষ্টগুলোর একটা সংগ্রহশালা হবে সেখানে , আর আরেকবার বলছি ওই লিঙ্কের উপর এস ই ও করা হবে, টেকনিকালি প্রমোট করার জন্য ! ওখানে আমি বা আমরা পোষ্ট গুলো করতে পারবোনা , একটু সময় নিয়ে এই পোষ্টগুলোই সেখানে এই লিঙ্ক সহ দিলে খুব উপকার হয় !

১৩৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩০

শুক তারা বলেছেন: মায়ের মর্যাদা ফিরিয়ে আনার ক্ষুদ্র প্রচেষ্টা :)

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলে কাজ টা কিন্তু আমাদের সবার ! যাদের ফেসবুকে ভালো পেজ আছে তারা যদি আমাদের পেজকে প্রমোট করে , পেজের স্ট্যাটাস গুলো শেয়ার করে তাহলে সময় টা কম লাগবে!
আর যে সাইট টির লিঙ্ক আছে পোষ্টের শুরুতে , মা সম্পর্কিত পোষ্টগুলোর একটা সংগ্রহশালা হবে সেখানে , আর আরেকবার বলছি ওই লিঙ্কের উপর এস ই ও করা হবে, টেকনিকালি প্রমোট করার জন্য ! ওখানে আমি বা আমরা পোষ্ট গুলো করতে পারবোনা , একটু সময় নিয়ে এই পোষ্টগুলোই সেখানে এই লিঙ্ক সহ দিলে খুব উপকার হয় !

১৩৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

সামু মামু বলেছেন: সুন্দর ও কিউট ছবিঃ মা ও পরিবার ২

Click This Link

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলে কাজ টা কিন্তু আমাদের সবার ! যাদের ফেসবুকে ভালো পেজ আছে তারা যদি আমাদের পেজকে প্রমোট করে , পেজের স্ট্যাটাস গুলো শেয়ার করে তাহলে সময় টা কম লাগবে!
আর যে সাইট টির লিঙ্ক আছে পোষ্টের শুরুতে , মা সম্পর্কিত পোষ্টগুলোর একটা সংগ্রহশালা হবে সেখানে , আর আরেকবার বলছি ওই লিঙ্কের উপর এস ই ও করা হবে, টেকনিকালি প্রমোট করার জন্য ! ওখানে আমি বা আমরা পোষ্ট গুলো করতে পারবোনা , একটু সময় নিয়ে এই পোষ্টগুলোই সেখানে এই লিঙ্ক সহ দিলে খুব উপকার হয় !

১৩৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫

মোঃ আবদুর রহিম বলেছেন: সত্যি একটা ভালো উদ্যোগ। এমন একটা উদ্যোগ বহুদিন ধরে আশা করছিলাম। কিন্তু কে কাজটা করবে তা চিন্তা করছিলাম। এমন চিন্তা করার জন্য কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই। চালিয়ে যান, যতটুকু পারি সাহায্য করব।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলে কাজ টা কিন্তু আমাদের সবার ! যাদের ফেসবুকে ভালো পেজ আছে তারা যদি আমাদের পেজকে প্রমোট করে , পেজের স্ট্যাটাস গুলো শেয়ার করে তাহলে সময় টা কম লাগবে!
আর যে সাইট টির লিঙ্ক আছে পোষ্টের শুরুতে , মা সম্পর্কিত পোষ্টগুলোর একটা সংগ্রহশালা হবে সেখানে , আর আরেকবার বলছি ওই লিঙ্কের উপর এস ই ও করা হবে, টেকনিকালি প্রমোট করার জন্য ! ওখানে আমি বা আমরা পোষ্ট গুলো করতে পারবোনা , একটু সময় নিয়ে এই পোষ্টগুলোই সেখানে এই লিঙ্ক সহ দিলে খুব উপকার হয় !

১৩৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪

সোহাগ সকাল বলেছেন: অসাধারণ উদ্যোগ! আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অভি।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলে কাজ টা কিন্তু আমাদের সবার ! যাদের ফেসবুকে ভালো পেজ আছে তারা যদি আমাদের পেজকে প্রমোট করে , পেজের স্ট্যাটাস গুলো শেয়ার করে তাহলে সময় টা কম লাগবে!
আর যে সাইট টির লিঙ্ক আছে পোষ্টের শুরুতে , মা সম্পর্কিত পোষ্টগুলোর একটা সংগ্রহশালা হবে সেখানে , আর আরেকবার বলছি ওই লিঙ্কের উপর এস ই ও করা হবে, টেকনিকালি প্রমোট করার জন্য ! ওখানে আমি বা আমরা পোষ্ট গুলো করতে পারবোনা , একটু সময় নিয়ে এই পোষ্টগুলোই সেখানে এই লিঙ্ক সহ দিলে খুব উপকার হয় !

১৩৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪

শুক তারা বলেছেন: হয়ে যাবে :) এফ বি তে ইদানিং তেমন বসা হয় না, তাও শেয়ার দিব , :)

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলে কাজ টা কিন্তু আমাদের সবার ! যাদের ফেসবুকে ভালো পেজ আছে তারা যদি আমাদের পেজকে প্রমোট করে , পেজের স্ট্যাটাস গুলো শেয়ার করে তাহলে সময় টা কম লাগবে!
আর যে সাইট টির লিঙ্ক আছে পোষ্টের শুরুতে , মা সম্পর্কিত পোষ্টগুলোর একটা সংগ্রহশালা হবে সেখানে , আর আরেকবার বলছি ওই লিঙ্কের উপর এস ই ও করা হবে, টেকনিকালি প্রমোট করার জন্য ! ওখানে আমি বা আমরা পোষ্ট গুলো করতে পারবোনা , একটু সময় নিয়ে এই পোষ্টগুলোই সেখানে এই লিঙ্ক সহ দিলে খুব উপকার হয় !

১৩৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯

রাতুল রেজা বলেছেন: মা সংক্রান্ত যেকোনো কাজাএর সাথে আছি। যার মা নেই, সেই বোঝে মা কি জিনিস, আমি সেরকম একজন মানুষ।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলে কাজ টা কিন্তু আমাদের সবার ! যাদের ফেসবুকে ভালো পেজ আছে তারা যদি আমাদের পেজকে প্রমোট করে , পেজের স্ট্যাটাস গুলো শেয়ার করে তাহলে সময় টা কম লাগবে!
আর যে সাইট টির লিঙ্ক আছে পোষ্টের শুরুতে , মা সম্পর্কিত পোষ্টগুলোর একটা সংগ্রহশালা হবে সেখানে , আর আরেকবার বলছি ওই লিঙ্কের উপর এস ই ও করা হবে, টেকনিকালি প্রমোট করার জন্য ! ওখানে আমি বা আমরা পোষ্ট গুলো করতে পারবোনা , একটু সময় নিয়ে এই পোষ্টগুলোই সেখানে এই লিঙ্ক সহ দিলে খুব উপকার হয় !

১৪০| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

সামু মামু বলেছেন: আচ্ছা মা সাইটা তো ঠিক মত কাজ করতেচে না।

একাউন্ট ও খুলতে পারতেচি না

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সামু মামু ! সাইটের ডাটাবেজে একটু সমস্যা হয়েছে , আমরা সিদ্ধান্ত খানিক টা পরিবর্তন করেছি , আপাতত আপনাদের একাউন্ট খুলার ঝামেলায় ফেলতে চাচ্ছিনা , একটাই একাউন্ট থাকবে , মা নামে সেই একাউন্ট থেকে আপনাদের পোষ্টগুলো আপনাদের নাম ও লিঙ্ক সহ পোষ্ট করে এস ই ও এর কাজ শুরু করতে চাচ্ছি ! এই জিনিস টা আপডেট করে দিচ্ছি ! শুধু লিখাগুলো প্রকাশ করার অনুমতি চেয়ে চেয়ে ৩ দিন পর পর আমরা একটা করে পোষ্ট দিবো আর সেগুলো শেয়ার করা হবে !

আপনার অনাবশ্যক কষ্টের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি !

১৪১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৫

িসয়াদ বস বলেছেন: অভি ভাইয়ের দৃষ্টি আকর্শন চাইছি

ফেসবুক পেজ টা দেখলাম। তবে এতে সামুতে যেভাবে করণীয় তথ্যগুলো দেয়া আছে এই পেজে তার বলতে গেলে তেমন কিছুই না।আমার অনেক বন্ধুই সামুতে নাই।স্বাভাবিক ভাবেই তাদের কে এই পেজে ইনভাইট করতে তথ্যের স্বল্পতা অনুভব করি।তাই এডমিনের কাছে প্রত্যাশা পেজের
about এ প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটাবেন।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
পেজে একটা স্ট্যাটাস স্টিকি করে রেখেছি , সেটা দিয়ে আপাতত সবাইকে মেসেজ টা দেয়ার চেষ্টা করেছি !
about এ প্রয়োজনীয় তথ্য যোগ করছি !
শুভকামনা রইলো ভাই !

১৪২| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৫

ডরোথী সুমী বলেছেন: আমি সাথেই আছি কিন্তু আমার কোন ফেসবুক আইডি নেই। খুলতেও চাইনা। তাহলে?

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি এই http://www.ma-amarma.com/ সাইট টির সাথে থাকতে পারেন ! লিখা দিতে চাইলে সামুতে পোষ্ট দিন আর লিঙ্ক টা এই পোষ্টের কমেন্টে দিয়ে যান !

১৪৩| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আছি , আমি সাথে ...

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ফজলুল করিম !

১৪৪| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭

শ্যামল জাহির বলেছেন: মা পেজে আমার লিখা 'মা তোমায় ভালবাসি' কবিতাটা মুছে দিয়ে; পুনরায় দেয়ার জন্য অনুরোধ করছি। কারণ এডিট করেছি।

ধন্যবাদ। :)

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক আছে ভাই ! আপনাকে আন্তরিক ধন্যবাদ !

১৪৫| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

স্বপনচারিণী বলেছেন: মা কে নিয়ে আমার লেখা Click This Link

ভাই, লিঙ্ক কি করে দিতে হয় আমি জানিনা। এভাবে হবে?

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: হয়েছে তো !
আপনাদের লিখা গুলো পেয়ে সাহস পাচ্ছি !
শুভকামনা !

১৪৬| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩

স্বপনচারিণী বলেছেন: আমি পেরেছি! পেরেছি!

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই , সেটাই !

১৪৭| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

সিটিজি৪বিডি বলেছেন: Click This Link

۞۞ যাদের উছিলায় দুনিয়াতে বীরদর্পে হেঁটে বেড়াচ্ছি তাদেরকে কেন এত অবহেলা? ۞۞

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাদের লিখা গুলো পেয়ে সাহস পাচ্ছি !
শুভকামনা !

১৪৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

নাছির হাসান বলেছেন: অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। সাথে আছি...

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ

১৪৯| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩

নৈঋত বলেছেন: শুভ উদ্যোগ. সফল হোক :) , অভি ভাই

প্রমোটের ব্যবস্থা করে দেবো বার্সা কমিউনিটি থেকে :) :) :) , ইনশা আল্লাহ

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভিবা বার্সা ! ;) ;)

১৫০| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৯

মতিউর রহমান মিঠু বলেছেন: আমার ২টা লেখার লিংক এখানে দিয়েছি। আমি কি লেখা ২টা "মা" পেইজে পোষ্ট করবো? জানালে পোষ্ট করে দিব। ধন্যবাদ অভি ভাই।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অবশ্যই ভাই , আপনি পোষ্ট করেন , পরে ঐ পোষ্টগুলো পেজ এডমিন আবারো আপনার নামে প্রকাশ করবে !

১৫১| ১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৯

এই সব দিন রাত্রি বলেছেন: আপনার লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে একটা লেখা লিখলাম। ঠিক বুঝে উঠতে পারছিলাম না কিভাবে "মা" পেজটাতে শেয়ার করব। ভাবলাম আপনাকে লিঙ্ক টা দেই । অনেক ভালো থাকবেন, সৃষ্টিকর্তা আপনার সহায় হন
লেখার লিঙ্ক

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে , লিখাটা ফেসবুক পেজে শেয়ার করছি আপাতত !

১৫২| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৫

শিস্‌তালি বলেছেন: Click This Link
আমার এ লেখাটা দিলাম।

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !

১৫৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন অভি ভাইয়া।
সাথে আছি সবসময় :) :)

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী ! কাজ টা কিন্ত সবার !

১৫৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২১

আমি ময়ূরাক্ষী বলেছেন: মা নিয়ে লিখেছি আমিও । আপনার এ লেখাটি পড়ে আমি লিখেছি একজন অন্যরকম মায়ের গল্প । আপনার এ উদ্যোগকে সাধুবাদ জানাই ।

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ,পাশে পেয়ে ভালো লাগলো আপনাকে !

১৫৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০২

শহুরে আগন্তুক বলেছেন: আমি এখনও কিছু লিখি নি । লিখার ইচ্ছা হল এই আক্ষরিক অর্থেই চমৎকার উদ্যোগটা দেখে ।

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সাথে থাকুন আন্তরিকতায় !

১৫৬| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৮

লেখোয়াড় বলেছেন:
অভি, আমার ওখানে মা নিয়ে একটি কবিতা আছে।
আপনাদের এখানে দেয়া যাবে কি যাবে না এটা এতদিন ভাবিনি।
এখন মনে হলো তাই আপনাকে বললাম।

কবিতার নাম----- "সূর্য সন্ধ্যায় মঙ্গলতীর্থে মা আর ব্রহ্মপুত্র", এটি দেয়া মতো কি না জানি না।

আমি লিঙ্ক দিতে পারলাম না। যদি নিতে চান তো কষ্ট করে আমার ওখানে যেযে নিতে হবে।

ধন্যবাদ।

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক আছে লেখোয়াড় ঈদের পরে আমি যাবো আপনার ওখানে ! অনেক ধন্যবাদ !

১৫৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২

এম ই জাভেদ বলেছেন: এই শুভ উদ্যোগে যুক্ত হতে না পারলে ব্লগিং এর কোন স্বার্থকতা থাকবে বলে মনে হয়না।

মাকে নিয়ে লেখা লিখব শীঘ্রই। আর মা কে নিয়ে লেখা ফেসবুকে বেশি বেশি শেয়ার করতে হবে আমাদের সবাইকে।

অভি ভাইকে অসংখ্য অভিনন্দন। এ বিষয়টি নিয়ে চিন্তিত ছিলাম । কিন্তু এভাবে এটাকে প্রতিরোধ করা যায় মাথায় আসেনি। আশা করি সকলে র সম্মিলিত চেষ্টায় একটা ইতিবাচক ফল আসবে।

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা রইলো জাভেদ ভাই !

১৫৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৫

অভিমানী মুন্না বলেছেন: অসাধারণ উদ্যোগ !

সবাই মিলে চেষ্টা করলেই আমরা পারব !


ইনশাল্লাহ ! :)

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই !
সবাই মিলে চেষ্টা করলেই আমরা পারব !

১৫৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: মা কে নিয়েএকটি গল্প লেখার পরিকল্পনা সফল করতে পারছি না। :)

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: পেরে যাবেন সেলিম ভাই !

১৬০| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হটস ওকে । রাইট এনাদার স্টিকি স্ট্যান্ডার্ড পোস্ট । ওয়েটিং ......

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: দোয়া করবেন আপি ! ঈদের শুভেচ্ছা !

১৬১| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯

িসয়াদ বস বলেছেন: মা - বাংলা সাহিত্যের কবিদের কবিতায়। এইটা একটু আগে পোষ্ট করলাম।যদিও সংগৃহিত।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার ! সব গুলো কালেকশনই কাজে লাগবে !

১৬২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

শাহেদ খান বলেছেন: অভি, আমার মত অলস-ও তবে একটু প্রয়াসে যুক্ত হল:



মা (কাব্য-সংকলন)


শুভেচ্ছা। পূজো'র, ঈদের, আর সবসময়ের জন্যও। :)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: কৃতজ্ঞতা শাহেদ ভাই !
অনেক শুভেচ্ছা !

১৬৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮

অভিমানী মুন্না বলেছেন: মোবাইল থেকে ঐ সাইটে পোস্টাইতে পারতেছিনা মানসম্ভত মনে হলে পোস্ট কইরা দিয়েন.

Link - Click This Link

২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অবশ্যই ভাই , অনেক ধন্যবাদ !

১৬৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬

অভিমানী মুন্না বলেছেন: আপনাকেও ধন্যবাদ , পোস্ট করলে আমায লিন্কটা দিয়েন. :)

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: অবশ্যই ভাই !

১৬৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২০

তির্থক আহসান রুবেল বলেছেন: এটাও আমার লেখা একটি গল্প ঢং-এ লেখা ৩ জন মা'কে নিয়ে লেখা ফিচার বলতে পারেন। লিংকটা দিলাম:
মা নিয়ে গুচ্ছ গল্প

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !

১৬৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

দৃষ্টিসীমানা বলেছেন: আমাদের প্রত্যেকের আর কিছু থাক না থাক খাঁটি একজন মা সবার আছে । সে মা কে নিয়ে লেখা কি খুব কঠিন? প্রয়োজন শুধু হাল ধরার ... ধন্যবাদ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: তবে ধরুন , যেখানেই নোংরামী দেখবেন সেখানেই প্রতিরোধ করুন !
শুভেচ্ছা রইলো !

১৬৭| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:২০

দৃষ্টিসীমানা বলেছেন: মনে হয় মাকে নিয়ে কত কিছু লেখার আছে ।শুরু করেছি কিন্ত এগুতে
পারছি না, কত কথা , কোনটা বাদ দিয়ে কোনটা লিখি সরি,আমি শেষ করার
চেষ্টা করব ।

২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপারটাই এমন !
আপনার জন্য অনেক শুভকামনা থাকলো !~

১৬৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬

পিয়েটা বলেছেন: অনেক আগের পোস্ট যদিও। পোস্টদাতার দৃষ্টি আকর্ষণ করছি। সাইটটার পরিণতি জানতে চাচ্ছি।
একইরকম একটি উদ্যোগের সাথে জড়িত আছি।
সহায়তা প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.