নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রাহত দৃষ্টিপ্রদীপ !

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১





তখন কেবলই সন্ধ্যা বুড়ো হচ্ছে,জোছনায় আঁকিবুকি হচ্ছে । অদ্ভুত একা আধাঁর গিলে ফেলতে চায় পুরো চাঁদটাকে,ভীষণ একাকীত্ব মস্ত আকাশের কালোতে। সেই ছায়াটা খুব করে পেয়ে বসে জলাশয়ের বিবর্ণ মাছগুলোকে !



আশ্চর্য এক হিমশীতল বাতাসের ঝাঁকুনিতে নিস্তব্ধতা উড়ে যায় অনিকেত প্রান্তরে। ধ্রুপদী সুরের শরীর হয়ে মহাকালের নিদ্রিত ঘ্রাণ এসে মাছেদের জোছনার গান শোনায়। ফিরে যাবার পথে রেখে যায় যুবতী চাদেঁর জোছনা, সাথে মিশে রয় অনন্ত তৃষ্ণার প্রজাপতি আর প্রজাপতির ডানা ভাঙা রঙ, কেউ একজনের বিষন্ন নূপুরের ফেলে যাওয়া শব্দ !



চন্দ্রাহত এক সাগর, দৃষ্টি প্রদীপ জুড়ে...মুগ্ধতার সাতকাহন যেন পদ্মফুলের পাতায় পাতায়। রজনীর সমস্ত আঁধার, আর এই তো খানিক আগের এক আকাশ বিষাদ নীলিমার গান কোথায় যেন মিলিয়ে যায় নিমিষেই। প্রকৃতির শরীর জুড়ে নিষ্পাপ নীরবতা, ক্ষণেই পাতায় পাতায় কাঠ–মালতির মায়াবী সঙ্গীত, নৃত্যগীতের হাওয়ায় মিশে যায় নিস্পাপ অন্ধকার!



ষোড়শীর উচ্ছ্বাস আর মায়াবতী দৃষ্টিভ্রম। পদ্মপাতা আর তার ছায়ায় রেখে যাবো আমার অনির্বাচিত সংলাপ। শুনেছি ময়ূরাক্ষী তীরে হরিণীর পদরেখায় ঘাসফুল ফোটে, সেই ফুলে রেখে আসবো আমার ব্যর্থ দিনলিপি, অরব অপেক্ষার সমস্ত দিবারাত্রি! এই যে জোছনাফুল ফুটে রয়েছে রাত্রির গায়ে, আমি তার নির্যাস মেখে ফিরে যাবো তামশ বিষণ্ণতায় ।

মন্তব্য ১২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:



পরথম হইলাম, এইবার পড়া শুরু করি।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিও তাই কই , পোষ্ট দিয়া সারতে পারলাম না কমেন্ট ! পড়েন !

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭

শিশেন সাগর বলেছেন: সুন্দর লেখা। ষোড়শীর উচ্ছ্বাস আর মায়াবতী দৃষ্টিভ্রম। পদ্মপাতা আর তার ছায়ায় রেখে যাবো আমার অনির্বাচিত সংলাপ। ভালো লাগা রইলো।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শিশেন ! ভালো থাকা হোক !

৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


অল্প কিছু টাইপো আছে রিভাইস দিলেই তোর চোখে পরবে। ঠিক করে নিস।

দুর্দান্ত লাগছে, মুগ্ধ।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কাণ্ডারী ভাই , যা চোখে পড়েছে ঠিক করেছি !
শুভকামনা রইলো আপনার জন্য !

৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪

শ্যামল জাহির বলেছেন: দারুণ চন্দ্রাহত দৃষ্টিপ্রদীপ!
শুভ কামনা কবি।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ শ্যামল জাহির !
ভালো থাকা হোক !

৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !
ভালো থাকুন !

৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১২

রাইসুল নয়ন বলেছেন:






মুগ্ধ পাঠ!!!

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই !

৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০২

নাজিম-উদ-দৌলা বলেছেন:
দারুন লাগল।

আপনাকে আগেও একবার বলেছি মুক্তগদ্য আমার খুব পছন্দের বিষয়। একসময় প্রচুর লিখেছি। কিন্তু গল্প লেখা ধরার পর এখন আর চর্চাটা নেই। নতুন গল্পে একটু ট্রাই করেছি, দেখেছেন নিশ্চয়ই?
আকাশ থেকে থোকায় থোকায় কাঁচা সোনার মত জ্যোৎস্না গলে পড়ছে, অদ্ভুত এক হলদে আলোর বন্যায় ডুবে যাচ্ছে দুপাশের গাছগুলো। এ রাতে প্রিয় মানুষের কথা ভাবতে ভাবেতে ঘুমিয়ে পড়তে খুব সাধ জাগে। কিন্তু আমার চোখে ঘুম নামে না। কানের পাস দিয়ে ছুটে চলা বাতাস ফিসফিস করে গল্প বলে যাচ্ছে। কিসের গল্প কে জানে? শব্দগুলো খুব বেশি দুর্বোধ্য। আমার যদি বাতাসের আর্জি বোঝার সাধ্য থাকত, হয়ত বুঝতে পারতাম কি নিদারুন ব্যাথা নিয়ে তারা অনবরত ছুটে চলে!

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই !
দেখেছি নাজিম ভাই , খুব চমৎকার লেগেছে !
ভালো থাকবেন !

৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৪

বশর সিদ্দিকী বলেছেন: ধ্রুপদী সুরের শরীর হয়ে মহাকালের নিদ্রিত ঘ্রাণ এসে মাছেদের জোছনার গান শোনায়

লাইনটা ভাল লেগেছে। খুব ভাল লিখেছেন।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
ভালো থাকা হোক !

৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৯

মামুন রশিদ বলেছেন: শুনেছি ময়ূরাক্ষী তীরে হরিণীর পদরেখায় ঘাসফুল ফোটে, সেই ফুলে রেখে আসবো আমার ব্যার্থ দিনলিপি, অরব অপেক্ষার সমস্ত দিবারাত্রি!

সুন্দর ।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !
ভালো থাকুন সব সময় !

১০| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
ব্‌বাহ !!

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !

১১| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৪

গোর্কি বলেছেন:
খুব ভাল লাগল পাঠে।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা গোর্কি !
ভালো থাকুন !

১২| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:




===========================================================
শুনেছি ময়ূরাক্ষী তীরে হরিণীর পদরেখায় ঘাসফুল ফোটে, সেই ফুলে রেখে আসবো আমার ব্যার্থ দিনলিপি, অরব অপেক্ষার সমস্ত দিবারাত্রি! এই যে জোছনাফুল ফুটে রয়েছে রাত্রির গায়ে, আমি তার নির্যাস মেখে ফিরে যাবো তামশ বিষণ্ণতায় ।
===========================================================


চমৎকার লিখেছ কবি।
ব্লগ বিরতি থেকে ফিরে এসে দারুণ এক পোষ্ট পড়লাম। মন ছুঁয়ে গেল।

+++++++++++++++++++

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আপনাকে পেয়ে ভালো লাগলো শোভন সাহেব !
হ্যাপি ব্লগিং !

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪

আমিনুর রহমান বলেছেন:




... এবং অসাধারণ।


রজনীর সমস্ত আঁধার, আর এই তো খানিক আগের এক আকাশ বিষাদনীলিমার গান কোথায় যেন মিলিয়ে যায় নিমিষেই।

বিষাদনীলিমার এখানে একটা স্পেস পড়েনি।


শুনেছি ময়ূরাক্ষী তীরে হরিণীর পদরেখায় ঘাসফুল ফোটে, সেই ফুলে রেখে আসবো আমার ব্যার্থ দিনলিপি, অরব অপেক্ষার সমস্ত দিবারাত্রি!

ব্যর্থ সম্ভবত এভাবে ডিকশনারি দেখে নিস।


২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন আমিনুর ভাই !
ভালো থাকবেন , আর টাইপোগুলো

কিছুক্ষণ পর ফ্রি হয়ে ঠিক করে নিবো আমিনুর ভাই !

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫

একজন আরমান বলেছেন:
চন্দ্রাহত এক সাগর, দৃষ্টি প্রদীপ জুড়ে...মুগ্ধতার সাতকাহন যেন পদ্মফুলের পাতায় পাতায়।


আমি তন্ময় হয়ে পড়লাম।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা একজন আরমান !
ভালো থাকা হোক !

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখা ভালো হয়েছে। তবে তোমার লেখার অধিকাংশ সময়ে যে পরিচিত প্রেক্ষাপট থাকে তার থেকে বের হয়ে এসে মাঝে মাঝে ভিন্ন কিছুর চেষ্টা করা উচিত। যেখানে হতাশা নয় বরং শুধু ভালোবাসার কথাই থাকবে।

শুভ কামনা।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কা_ভা ভাই !
সত্যি কথা বলেছেন ,এই লিখাটা সেই পুরাতন আবহে লিখা ! একই সময়ে ৩-৪ টা মুক্তগদ্য লিখেছিলাম , শব্দ আর ভাব আলাদা হলেও স্টাইল টা একই রয়ে গিয়েছিল , ২ টা সামুতে পোষ্ট করেছিলাম তখন , আর এটা লিখেছিলাম অপর্ণা আপুর জন্য তার নৈঃশব্দের জলনুপূরের জন্য ! লিখার সময় ভাবছিলাম আগের গুলার সাথে মিলে যাচ্ছে , পরে ভাবলাম ব্লগে তো আর দিবোনা ! ঐ প্রজেক্ট কেনসেল হয়ে যাওয়াতে আপুর অনুমতি নিয়ে পোষ্ট করে দিলাম !
চেষ্টা করছি ভাব টা বদলাতে , শেষ দুটো কবিতায় কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করেছি !
প্রেম-ভালোবাসার বাইরেও ভাবতে চাচ্ছি , সময় হচ্ছেনা আর কি !
আপনার জন্য ও শুভকামনা অনেক অনেক !

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫

সোমহেপি বলেছেন: first para ta valo lage nai. হচ্ছে,চাঁদটাকে,কালোতে,মাছগুলোকে.

সব জায়গায় এ ।এটা একটু হাওয়ায় ছেড়ে দিলে আরো মজার হত।


সুন্দর

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো বলেছেন সোমহেপি !
ধন্যবাদ আপনাকে , অনেক দিন পর আপনাকে আমার ব্লগে পেলাম !
শুভেচ্ছা !

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

লাবনী আক্তার বলেছেন: অরব অপেক্ষার সমস্ত দিবারাত্রি! এই যে জোছনাফুল ফুটে রয়েছে রাত্রির গায়ে, আমি তার নির্যাস মেখে ফিরে যাবো তামশ বিষণ্ণতায় ।



চমৎকার লাগল কথাগুলো।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , ভালো থাকুন !

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: পঠনে আনন্দ মিলেছে। তৃপ্ত।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব , ভালো থাকা হোক !

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: যে জোছনাফুল ফুটে রয়েছে রাত্রির গায়ে, আমি তার নির্যাস মেখে ফিরে যাবো তামশ বিষণ্ণতায়

মুগ্ধপাঠ কবি! এত অদ্ভুত গদ্য কাব্য লিখতে পারেন!

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জ্যামিতিক কবি !
অনেক অনেক ভালো থাকা হোক !

২০| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫

সুমন কর বলেছেন: প্রকৃতির শরীর জুড়ে নিষ্পাপ নীরবতা, ক্ষণেই পাতায় পাতায় কাঠ–মালতির মায়াবী সঙ্গীত, নৃত্যগীতের হাওয়ায় মিশে যায় নিস্পাপ অন্ধকার!

ষোড়শীর উচ্ছ্বাস আর মায়াবতী দৃষ্টিভ্রম। পদ্মপাতা আর তার ছায়ায় রেখে যাবো আমার অনির্বাচিত সংলাপ।

খুব সুন্দর হয়েছে।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !
ভালো থাকা হোক অনেক !

২১| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৮

ভিয়েনাস বলেছেন: শুনেছি ময়ূরাক্ষী তীরে হরিণীর পদরেখায় ঘাসফুল ফোটে, সেই ফুলে রেখে আসবো আমার ব্যার্থ দিনলিপি, অরব অপেক্ষার সমস্ত দিবারাত্রি! এই যে জোছনাফুল ফুটে রয়েছে রাত্রির গায়ে, আমি তার নির্যাস মেখে ফিরে যাবো তামশ বিষণ্ণতায় ........ খুব ভালো লাগলো।

বেশ কয়েকদিন আগে একটা মুক্তগদ্য শুরু করেছিলাম শেষ করতে পারিনি মানে আমাকে দিয়ে কিছুতেই মুক্তগদ্য হবে না /:)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভিয়েনাস !
আমার ধারণা আপনি আরো ভালো কিছু উপহার দিতে পারেন !

২২| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো মুক্তগদ্য।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হামা ভাই !
ভালো থাকুন !

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে পড়তে।

ব্যর্থ !!!

লুমান্টিক ভাবনার বাইরে দেখো লেখা যায় কিনা। না হলে সব আমেজ গুলো গতানুগতিক হয়ে যাবে!

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , ব্যর্থ ! ঠিক করছি !

লুমান্টিক !! হাহাহা ! আচ্ছা মনে থাকবে !

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭

আশিক মাসুম বলেছেন: বাহ্ .........

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আশিক ভাই !
শুভকামনা রইলো !

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৯

শুঁটকি মাছ বলেছেন: শুনেছি ময়ূরাক্ষী তীরে হরিণীর পদরেখায় ঘাসফুল ফোটে, সেই ফুলে রেখে আসবো আমার ব্যার্থ দিনলিপি
বড় ইচ্ছা করে আপনাদের মতন গভীর ভাবে কিছু লিখি।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শুঁটকি মাছ !!
চাইলে পারবেন কিন্তু আমি চাইলেও আপনার মত গল্প লিখতে পারিনা !
শুভেচ্ছা !

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩

একজন আরমান বলেছেন:
তোরে ছাড়া ক্যামনে ভালো থাকি? ;)

তাড়াতাড়ি ঢাকা আয় একসাথে চা খামুনে। :D

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আইতেছি হে মমিন !

২৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০

শান্তির দেবদূত বলেছেন: বুঝি নাই কিছুই, মাথার দুই হাত উপর দিয়ে সাই করে চলে গেছে :) , তবে পড়ে মজা পেয়েছি, আবেশি মুগ্ধপাঠ মুক্তগদ্য। শুভেচ্ছা রইল।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দেবদূত ভাই !
শুভকামনা সব সময়ের !

২৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৬

নেক্সাস বলেছেন: শুনেছি ময়ূরাক্ষী তীরে হরিণীর পদরেখায় ঘাসফুল ফোটে, সেই ফুলে রেখে আসবো আমার ব্যার্থ দিনলিপি, অরব অপেক্ষার সমস্ত দিবারাত্রি! এই যে জোছনাফুল ফুটে রয়েছে রাত্রির গায়ে, আমি তার নির্যাস মেখে ফিরে যাবো তামশ বিষণ্ণতা....

আমার কাছে মুক্তগদ্যে সামুর সেরা ব্লগার আপনি।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্টে আসার জন্য ধন্যবাদ নেক্সাস ভাই !
কমপ্লিমেন্ট পেয়ে ভালো লাগলো , কেন জানি মনে হয় একটু বেশী বলে ফেলেছেন , আন্তরিক ধন্যবাদ জানবেন !
শুভকামনা রইলো !

২৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

আনজির বলেছেন: ষোড়শীর উচ্ছ্বাস আর মায়াবতী দৃষ্টিভ্রম। পদ্মপাতা আর তার ছায়ায় রেখে যাবো আমার অনির্বাচিত সংলাপ। এই কথাগুলো ভাল লাগলো বেশ.....

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আনজির !
শুভেচ্ছা !

৩০| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮

এম ই জাভেদ বলেছেন: মুক্ত গদ্য পড়ে বেশ চিন্তায় পড়ে গেলাম। এত কিছু পারেন ক্যাম্নে ?

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: বলেন কি কেমন চিন্তা , কত কিছু ?
আসলে কিছুই পারিনা !
আপনাকে অনেক ধন্যবাদ , ভালো থাকুন সব সময় !

৩১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯

জুন বলেছেন: পাতায় পাতায় কাঠ–মালতির মায়াবী সঙ্গীত, নৃত্যগীতের হাওয়ায় মিশে যায় নিস্পাপ অন্ধকার!
অনেক অনেক ভালোলাগলো অভি মুক্তগদ্যটি ।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু !
ভালো থাকুন !

৩২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

এহসান সাবির বলেছেন: বেশ লাগলো.....!

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাবির ভাই !

৩৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১

মোঃ ইসহাক খান বলেছেন: চন্দ্রাহত অনুভূতিতে ভালোলাগা।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গল্পকার ! ভালো থাকুন !

৩৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫

অস্পিসাস প্রেইস বলেছেন:

brilliant, indeed!

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অস্পিসাস প্রেইস !
ভালো থাকুন !

৩৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪

বটবৃক্ষ~ বলেছেন: কিরে ভাই!!
কমেন্ট করার তো জায়গাই নাই!! :( :( আমি এতো লেইট!!

তুন্দল হইসে!! ভাইয়ু!!
উপস!!ফেবুতে আহ্লাদ করতে করতে এইখানেও ভুইলা গেসি!! হিহিহিহি!!

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হপেনা ! মিছা কতা ! জায়গা না থাকলে কমেন্ট কচ্ছেন কেমতে ?

আহ্লাদী গ্রুপ টা কিন্তু ভালো !
শুভেচ্ছা বৃক্ষাপু !

৩৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫

সদয় খান বলেছেন: কিছু কমু না !!! কওয়ার কিছু বাকিও নাই ।।।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ইটস ওকে সদয় খান !
ভালো থাকুন , পোষ্টে আসার জন্য অনেক ধন্যবাদ !

৩৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১

মশিকুর বলেছেন:
মুগ্ধ। অনেকগুলো লাইন সুন্দর লেগেছে।

'চন্দ্রাহত' আমার প্রিয় শব্দ গুলর মধ্যে একটি।

+

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আমারো ! মাঝে মাঝেই চন্দ্রাহত হতে আমার অবস্থান হয় ছাদে !
শুভেচ্ছা মুশিকুর !

৩৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৬

চটপট ক বলেছেন: আশ্চর্য এক হিমশীতল বাতাসের ঝাঁকুনিতে নিস্তব্ধতা উড়ে যায় অনিকেত প্রান্তরে। ধ্রুপদী সুরের শরীর হয়ে মহাকালের নিদ্রিত ঘ্রাণ এসে মাছেদের জোছনার গান শোনা

এইলাইন গুলা সেইরাম লাগসে

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , ধন্যবাদ চটপট ক !
শুভকামনা রইলো অনেক !

৩৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫

সায়েম মুন বলেছেন: সুন্দর বিষণ্ণতাময় লেখা।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই !
ভালো থাকুন , ব্যাস্ততার মাঝেই !

৪০| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০

তন্ময় ফেরদৌস বলেছেন: চমৎকার

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ তন্ময় ফেরদৌস ভাই!
ভালো থাকা হোক!

৪১| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৬

বৃতি বলেছেন: মুগ্ধপাঠ !

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা বৃতি !
ভালো থাকা হোক !

৪২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি বুড়া আঙুল দেখাইলাম।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: কঠিন কমেন্ট ! বুড়া মানুষের বুড়া আঙুল অনেক দুস্প্রাপ্য জিনিস , দেইখা আরাম পাইলাম !
ভালো থাকবেন জুলিয়ান ভাই !

৪৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন

২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বন্ধু !

৪৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ,,,,,,,,,,,,,ভাল লেগেছে,,,,ভীষণ

২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
ভালো থাকুন সব সময় !

৪৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
জোছনা যাকে ছোঁয় তার বিষণ্নতায় আলো থাকে..........
সুতরাং ভয় নেই।

মুক্ত গদ্য ব্যাপারটা অদ্ভুত........শব্দের পর শব্দ সাজিয়ে একটা ঘোরের দিকে নিয়ে যাওয়া পাঠককে।
পড়ার পর মনে হয়........বাহ্‌ দারুণ তো!
আমারও তেমনি বোধ হলো।
শুভেচ্ছা অভি।
ভালো থেকো।
লেখা চলুক।

২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
আসলেই ব্যাপারটা কেমন জেন !
দোয়া করবেন আপু , শুভকামনা অনেক অনেক !

৪৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

টুম্পা মনি বলেছেন: চমৎকার লেখা অভি। আফসোস হচ্ছে আরো আগে কেন পড়া হল না! অজস্র শুভকামনা।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি !
আফসোস দীর্ঘায়িত না হোক !
শুভেচ্ছা

৪৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭

আরজু পনি বলেছেন:

দারুণ, অভি !
পড়ে মুগ্ধ হয়ে গেলাম ।


কি-ওয়ার্ড গুলোর জন্যে পিটুনি দিতে হবে X(

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পনি আপু !
|-) |-) |-) |-) |-) |-)
ব্যাথা পাইছি !

৪৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১১

নাসরীন খান বলেছেন: সুন্দর অার সাবলীলতার ছুঁয়া ।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !
ভালো থাকা হোক!

৪৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার লেখার পরিচিত ধাঁচ/কিছুটা রিমেক
পাওয়া গেল...

ধ্রুপদী সুরের শরীর হয়ে মহাকালের নিদ্রিত ঘ্রাণ এসে মাছেদের জোছনার গান শোনায়।

দারুন & কিউট..

ধন্যবাদ..।

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা দারুন & কিউট.. মন্তব্যের জন্য !
ভালো থাকুন !

৫০| ৩০ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:২৩

শ্রাবণ জল বলেছেন: সুন্দরম!!!

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , অনেক দিন পর আপনাকে পেলাম !
ভালো থাকা হোক !

৫১| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

অদৃশ্য বলেছেন:





প্রিয় অভি


দু'তিন দিন আগেও আমি লিখাটি দেখে গেছি... আমি ভেবেই নিয়েছিলাম যে মন্তব্য করে গেছি... অথচ আজ ভালোকরে লক্ষ্য করে দেখলাম লিখাটি আমি পড়িইনি ... এমনটা আমার মাঝে মাঝেই হয়...

এটাকে আমি কবিতা বলতে চাইলে কবিতা বলতে চাইলে তেমনটাই মনে হবে আবার মুক্তগদ্য ভাবলেই তেমনটাই মনে হবে...

তবে আমার কাছে এটা দুর্দান্ত একটি মুক্তগদ্য... যদিও ছোট তবুও এটাকে মুক্তগদ্য ভাবতেই বেশি ভালোলাগছে... অত্যন্ত সুন্দর ভাবনার দুর্দান্ত প্রকাশ...

শুভকামনা...

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অদৃশ্য !
আপনার উপস্থিতি আলাদা ভাবে ভালোলাগার !
আন্তরিক ধন্যবাদ জানবেন চমৎকার মন্তব্যের জন্য ~
ভালো থাকা হোক সব সময় !

৫২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৪

বোকামন বলেছেন:
শিরোনামই বলে দিচ্ছে, প্রবেশ করলে কতোটা মুগ্ধ হওয়া যাবে ।

ওল্ড ইজ গোল্ড !
অনেক আগের লিখাটি তাই আপনার নতুন লেখাগুলোকেও ছাপিয়ে গেছে ।
প্রতিটা লাইনের শব্দদৃশ্য মুক্তআলোর ছটা ....

অসাধারণ !

বিষণ্ণতা/বিষাদ আছে বলেই হয়তো সাহিত্যপাতা এতটা সমৃদ্ধ ...।

ভালো থাকবেন আপনি
শুভকামনা ।।

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার উপস্থিতি বড্ড প্রেরণাদায়ক প্রিয় বোকামন !
ভালো থাকুন প্রতিক্ষণ !

৫৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৫

বোকামন বলেছেন:
+

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোকামন !

৫৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক সুন্দর ভাবনার চমৎকার প্রকাশ।

++++++

শুভ কামনা অভি ভাই।

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কাগজের নৌকা ! পোষ্টে আসার জন্য !
শুভকামনা সব সময়ের !

৫৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২০

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসম্ভব ভালোলাগা

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ময়ূরাক্ষী !
ভালো থাকা হোক সব সময় !

৫৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চমৎকার মুক্তো গদ্য । এইবার আনন্দময় কিছু বাক্যবিন্নাস হলে কেমন হয়??

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার হয় !
আনন্দময় বাক্যবিন্যাসের খোঁজে আছি !
শুভেচ্ছা আদনান শাহরিয়ার !

৫৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৭

শাহেদ খান বলেছেন: অভি'র লেখায় ঘোরের ভাবটা প্রবল হচ্ছে প্রতিটা দিন ! শব্দগুলোর অপূর্ব সমাবেশ, অনুভবের সুন্দর প্রকাশ।

রাত্রির গায়ে ফুটে থাকা জোছনাফুলের বিষাদী শুভেচ্ছা ! এমনটা আরও হয়ে যাক !

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ শাহেদ ভাই !
ভালো থাকা হোক সব সময় !

৫৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২

সুপান্থ সুরাহী বলেছেন:


আশ্চর্য এক হিমশীতল বাতাসের ঝাঁকুনিতে নিস্তব্ধতা উড়ে যায় অনিকেত প্রান্তরে।


এক কথায় অনবদ্য...
গো এহেড ব্রো...

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সুরাহী ভাই !
অনেক দিন পর পর আপনার দেখা মেলে !
ভালো থাকুন সব সময় !

৫৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

ধূর্ত উঁই বলেছেন: ষোড়শীর উচ্ছ্বাস আর মায়াবতী দৃষ্টিভ্রম। পদ্মপাতা আর তার ছায়ায় রেখে যাবো আমার অনির্বাচিত সংলাপ। শুনেছি ময়ূরাক্ষী তীরে হরিণীর পদরেখায় ঘাসফুল ফোটে, সেই ফুলে রেখে আসবো আমার ব্যর্থ দিনলিপি, অরব অপেক্ষার সমস্ত দিবারাত্রি! এই যে জোছনাফুল ফুটে রয়েছে রাত্রির গায়ে, আমি তার নির্যাস মেখে ফিরে যাবো তামশ বিষণ্ণতায় ।

চমৎকার ।গো এহেড ব্রো

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ধূর্ত উঁই !
আমার ব্লগে স্বাগতম , পড়ার জন্য অনেক ধন্যবাদ !
ভালো থাকুন সব সময় !

৬০| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

নীলসাধু বলেছেন: বেশ ভালো লাগলো।
আমি মুগ্ধ!



ভালোবাসা রইলো।

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
ভালো থাকুন সব সময় !

৬১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: অসাধারণ ভাল লাগা ।
আপনার মুক্ত গদ্য ত সবসময় ভাল হয় , এটা খুব বেশি ভাল লেগেছে ।
ভাল থাকুন অভি ভাই :)
শুভকামনা ।

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই !
অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

৬২| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রথম প্যারা ভালো লাগে নাই। সময় সুযোগ পেলে ওখানে সময় দিতে পারো।

শুনেছি ময়ূরাক্ষী তীরে হরিণীর পদরেখায় ঘাসফুল ফোটে, সেই ফুলে রেখে আসবো আমার ব্যর্থ দিনলিপি, অরব অপেক্ষার সমস্ত দিবারাত্রি!

অসাধারণ।

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক বলেছেন প্রথম প্যারাটা আমিও পড়তে গেলে কেমন জানি আড়ষ্টতা টের পাই !
পরের বার লিখার সময় কথাটা মাথায় থাকবে !
আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্য !
শুভেচ্ছা থাকলো আলাউদ্দিন ভাই !

৬৩| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কাব্য।খুব ভালো লাগল

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রুদ্র জাহেদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.