নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন অক্টোবর-২০১৩

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০





সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন অক্টোবর-২০১৩ তে সবাইকে স্বাগতম! অক্টোবর মাস কেটেছে ঈদ , রাজনৈতিক অস্থিরতা আর শেষের দিকে ক্রিকেট উন্মাদনায় । ক্রিকেট দলের স্বপ্ন দেখানো সাফল্য আমাদের দেশপ্রেম অনুভবে বাধ্য করে । বিশ্ব জয়ের স্বপ্নের সিঁড়ি দেখানো বিজয় গুলো এই মাসকে করেছে মহিমান্বিত !

বরাবরের মতই এবারো প্রচ্ছদ কৃতজ্ঞতায় মাননীয় মন্ত্রী মহোদয় !

কান্ডারী অথর্ব ও একজন আরমানের হাত ধরে শুরু হওয়া কাব্যিক ভ্রমণ এর এবারে আয়োজনে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি, ভিন্ন ভিন্ন বিভাগে ফেলা কবিতা গুলো একান্তই আমার নিজস্ব পছন্দের! বিভিন্ন বিভাগে ফেলা টা কিঞ্চিত কষ্টকর হয়ে পড়েছিল , ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে! কোন কবিতা বাদ পড়লে কমেন্টে জানাবেন।



প্রেমের কবিতাঃ

* প্রেম অথবা অপেক্ষা... - মিথিলা মাহমুদ

* = ভালোবাসার তিন = - অরুদ্ধ সকাল

* চন্দ্রিমাষু - পাপতাড়ুয়া

* নিঃশ্বাসে আত্মস্থ- মহিদুল - মহিদুল বেস্ট

* ভালোবাসা হয়তো তোমার নখের ডগায় ! - একজন আরমান

* অব্যক্ত ভালোবাসা..... - রহস্যময়ী কন্যা

* অগোছালো মেয়ে ০৩ - ডট কম ০০৯

অনুকাব্য: তবে তাই হোক!! - বটবৃক্ষ~

* আমার পারমিতা - মাননীয় মন্ত্রী মহোদয়

* কবিতাঃ "বেণীমাধব" - ইষ্টিকুটুম



বিষাদের কবিতাঃ

* কবিতাঃ পতঙ্গের প্রথম প্রেম - টেস্টিং সল্ট

* ফেরা-না ফেরা - মেহেদী আনডিফাইন্ড

* অক্টোবারের কাব্য -১১ - এন ইসলাম রনি

* লিমপেট মাইন...! - স্বপ্নচারী গ্রানমা

* জোছনা-হাওয়ার বিষাদী কথোপকথন - সোনালী ডানার চিল

* ~অবলোকন~ - পেন আর্নার

* এইরকম রাতগুলোয়... - সমুদ্র কন্যা

* অবশেষে - মায়াবী ছায়া

* মেঘবতীর চিঠিগুলো - শহুরে আগন্তুক

* কবিতাঃকতখানি উজার করে এই ভালোবাসা! - টুম্পা মনি

দেশের কবিতাঃ

* যোদ্ধা - মুখ বাঁধা শিশু

* দরদীয়া স্বপ্নপুরীর স্বপ্নশিশির তুমি - কান্ডারি অথর্ব

* আমার বোনের কপাল জুড়ে সোনা ধানের তিলক আছে - মুনসী১৬১২

* সোনালী সম্ভার - আহসান জামান

* ফিরতি খামের সুখ-অসুখ - শাহরিয়ার রিয়াদ



অবচেতন মনের ঘোর লাগানো ভাবনাঃ

* ♣একজন গল্পকারের মৃত্যু♣ - আমি সাজিদ

* সুন্দরের গান! - ৎঁৎঁৎঁ

* কৈলাস ধুয়ে পাদদেশ ছুঁয়ে মিশে যাব ব্রহ্মপুত্রে - অদৃশ্য

* বিলুপ্ত বিয়োগ - ফারুক আহেমদ রনি

* কখনও কবিতা এমনও হয় - সোনালী ডানার চিল

* বৃত্তীয় অভিযান অথবা অন্তর্লীনা - নিরুদ্দেশ

* ওথেলো - শামীম শরীফ সুষম

* অতীত বিষয়ক - লক্ষ্মীছাড়া

* আলিঙ্গনের তুমুল ইচ্ছে এবং কুর্চি ... - নীলসাধু

* অন্ধকারে তোমার স্মৃতির রোমন্থন - আহমেদ আলাউদ্দিন

* বেপথুমান ভালোবাসায় শরৎ সময় - সুলতানা শিরীন সাজি

* ♣।।-- কাব্য তুমি এ কোন ছবি আঁকো? --।। ♣ - দিকভ্রান্ত*পথিক

* বৃক্ষ ও ছায়া - সায়েম মুন

* (অপ) রূপা - ইনকগনিটো

* প্রচন্ড পাপবৃত্ত এবং নুপুরান্ধ ময়ুরের মুক্তি - ভাঙ্গা কলমের আঁচড়

* আমি শব্দে উড়তে দেখি শব্দের ছাই - নিরুদ্দেশ

* সমুদ্র সঙ্গম - সেলিম আনোয়ার

* ক্ষণজন্মা - খলিল মাহ্‌মুদ

* ~~~ উদাস নিশীথ ~~~ - ইখতামিন

* একগুচ্ছ রাত এবং অন্যান্য - আশরাফুল ইসলাম দূর্জয়

* একগুচ্ছ যাচ্ছে তাই! - আহমেদ আলাউদ্দিন

* মায়াফুলের হলুদপরী এবং অন্যান্য - দি ফ্লাইং ডাচম্যান

* নিশাচরের একরাত - শহুরে আগন্তুক

* প্রতীক্ষা - তওসীফ সাদাত



জীবনবোধঃ

* সন্ন্যাস জীবন .... - ভিয়েনাস

* এই আমি আমি নই - সাদাত হোসাইন

* সূর্যহীন বৃষ্টি জড়ানো দিন - মাহবুবুল আজাদ

* জীবিত অনুভূতির ফসিল - আশিক মাসুম

* সিন্ধু-নাফের নিবিড়তা - অপর্ণা মম্ময়

* বাউন্ডুলে আখ্যান - মিশু মিলন

* অভুক্ত সময় - মুনসী১৬১২

* মানুষ বা ক্রীতদাস - কুহক'

* তোমার শরীরের ঘ্রান যোজনগন্ধা! - রাইসুল নয়ন



গদ্যকাব্যঃ

* জোছনা বিলাসে... - মাহী ফ্লোরা

* প্রলয়বৃত্ত -১ - আশরাফুল ইসলাম দূর্জয়

* জীবনের জলসিথান - ফকির ইলিয়াস

* ঝরে পড়ছে ফুল - আনজির

* আমি তুমি আর নারীঘাসফুল - মাসুম আহমদ ১৪





প্রতিবাদের কবিতাঃ

* শহুরে মধ্যবিত্তের মধ্যবৃত্তীয় কবিতা। - ফ্রাঙ্কেস্টাইন

* নাগরিক মন - আনজির



ছন্দ খেলাঃ

* মন খারাপের ইস্টিশনে - নিরুদ্দেশ

* নিখুঁত নিনাদ...... - মেঘরোদ্দুর

* এক বিকেলে - লুৎফুরমুকুল



মাকে নিয়ে কবিতাঃ



* মা - ৎঁৎঁৎঁ

* মা -সকল মায়ের জন্য - নাসূেবষ্ট

* মা :: কাব্য-সংকলন - শাহেদ খান

* মাগো আমার - সেলিম আনোয়ার

* মা ভালবাসি তোমায় - শ্যামল জাহির

* মা -

কাগজের নৌকা (রাসেল হোসেন)

উৎসর্গঃ প্রিয় ক্রিকেট দলকে



টাইগারদের হাত ধরেই আসবে আরো আনন্দের মুহূর্ত , ওরা হাসলে আমরা হাসি , ওরা কাঁদলে আমরাও !

মন্তব্য ১২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

অপরাজিত একজন বলেছেন: অনেকগুলো সুন্দর কবিতা একসাথে পাওয়া গেলো।

উৎসর্গঃ প্রিয় ক্রিকেট দলকে

টাইগারদের হাত ধরেই আসবে আরো আনন্দের মুহূর্ত , ওরা হাসলে আমরা হাসি , ওরা কাঁদলে আমরাও !

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অপরাজিত একজন !
কাব্যিক ভ্রমণ আনন্দময় হোক !
শুভেচ্ছা !

২| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কাজের পোস্ট

++++


শুভ কামনা

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
শুভকামনা সব সময়ের !

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল। অনেক ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা প্রিয় গল্পকার !
রিভাইস দিতে গিয়ে দেখলাম আপনার খুব চমৎকার কবিতাটা বাদ পড়েছিল , যোগ করে দিয়েছি !
ভালো থাকা হোক !

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভাইয়া মাকে নিয়ে আমার একটা কবিতা আছে পারলে অ্যাড করে দিয়েন যদি আপনার পছন্দ হয় :)

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই !
"মা " বিভাগের কবিতাগুলোর মান যাচাই করার প্রয়োজন মনে করিনি !
আপনার টা নজর এড়িয়ে গিয়েছিল , দুঃখ প্রকাশ করছি !
যোগ করে দিয়েছি , ভালো থাকুন সব সময় !

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

মামুন রশিদ বলেছেন: প্রিয় কাব্যিক ভ্রমনের নতুন ফরম্যাট খুব ভালো লেগেছে । মনে হচ্ছে যেন অল্প কিছু লিংক, গুনে দেখলাম সত্তোর..


শুভকামনা কাব্যিক ভ্রমন টিম :)

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !
একই মোড়কে কয় দিন , সাবানের মোড়ক বদলায় , টুথপেষ্টের ও বদলায় !
তাই নতুনত্বের প্রচেষ্টা আর কি !
এবার একটু কম রাখার চিন্তা ছিল , তাও ৭০ হয়ে গেছে , এখন অবশ্য ৭২ হয়েছে !
অনেক শুভকামনা প্রিয় মামুন ভাই !

৬| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

বটবৃক্ষ~ বলেছেন: এবারের সংকলনের ধরনটা পুরোই ভিন্ন!!! খুব বেশি চমৎকৃত হলাম!!
আর কাভার টা বেস্ট ! আই লাভ ইট!!!!!!!!!!

অনেক অনেক শুভেচ্ছা!~~~~~~
:) :) :)
তবে সংকলনকারীর নিজের কবিতা দেয়া যাবেনা এটি একটি ভুল ধারনা! /:) /:) :( :(

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: চমকে দেয়ার জন্য ই তো নতুন ফরম্যাট ! দেখি সামনে আর কোন চমক আনা যায় নাকি !
কাভার কৃতজ্ঞতা মন্ত্রী ! ওর জন্য আদর !

সংকলনকারী নিজের কবিতা দিলে হিটখোর ট্যাগ খাওয়ার চান্স থাকে , দেখেন না কত মানুষ কত কথা বলে !
যাই হোক অনেক শুভকামনা বৃক্ষাপু ! টিংকুর কবিতা সংকলনে আনার অপেক্ষায় আছি !

৭| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

এম ই জাভেদ বলেছেন: কবিতা ,
তুমি স্বপ্নচারীনী হয়ে খবর নিয়ো না

কবিতা
এই নিশাচর আমায় ডেক না সুখের মোহনায়।

কবিতা সংকলন দেখে একটু কাব্য চর্চা করলাম অভি দা।

এক এক করে পড়ে নেব না পড়া সব কবিতা।

কবে যে সামুতে আমার কবিতা আসবে !! B:-) B:-)

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব শীঘ্রই নিয়ে আসুন আপনার কবিতা জাভেদ ভাই !
কাব্যিক ভ্রমণ আনন্দময় হোক !~

৮| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

বটবৃক্ষ~ বলেছেন: আর হ্যা উৎসর্গ টা এক্কেবার পারফেক্ট !!!!!!!!!!!!! :) :) :)
ফিলিং প্রাউড !!

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই ! ওদের উৎসর্গ করতে পেরে আমিও গর্বিত !
ওরাই তো মাঝে মাঝে একসাথে হাসার উপলক্ষ্য এনে দেয় , পুরো দলের জন্য শুভেচ্ছা !

৯| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

হাসান মাহবুব বলেছেন: আলাদা বিভাগ করে দেয়াটা বেশ ভালো লাগলো।

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হামা ভাই !
চিন্তা করলাম কবিতা যারা পড়ে তাদের টেষ্ট ভিন্ন হতে পারে , পছন্দের কবিতা খুঁজে পেতে যদি এই ফরম্যাট সাহায্য করে তবে তৃপ্তি পাবো আর কি !
আপনার ভালোলাগায় আনন্দিত !
শুভেচ্ছা অনেক অনেক !

১০| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

নিরুদ্দেশ বলেছেন: বেশ ধৈর্য ও পরিশ্রমসাধ্য কাজ করেছেন। অনেক কবির কবিতা একসাথে পেলাম। নিজের কবিতাগুলিকেও সঙ্কলিত হতে দেখে আনন্দিত হলাম। অনেক অনেক ভালোলাগা কাব্যিক ভ্রমন টিমকে। শুভকামনা রইল।

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক !
কাব্যিক ভ্রমণ আনন্দময় হোক !

১১| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: যাক তাইলে এই অধমের নামটাও আছে

ধন্যবাদ অভি ভাই

ভাল থাকুন

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: এভাবে বললে লজ্জা পাই তো ভাই !
ভালো থাকুন অনেক অনেক !

১২| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

গেন্দু মিয়া বলেছেন: আমি এখনো পদ্যের রাডারের বাইরেই রয়ে গেলুম। :(

বরং গদ্য চেষ্টা করি। :)

তবে ধন্যবাদ কষ্ট করে সবগুলো একসাথে দেবার জন্য। সময় করে সব গুলোই পড়তে চাই। প্রিয়তে নিলুম। :)

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা গেন্দু মিয়া !
আপনি ভালো কবিতা লিখেন , লিখুন আপনার মত করে , আপনি এই সংকলনের উর্দ্ধে ! কিছু বিশেষ কারনে আপনার কবিতা যোগ করিনি !
গদ্য ও চেষ্টা করতে পারেন , আপনি ভালো করবেন !
প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ !
শুভকামনা রইলো !

১৩| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

আমাবর্ষার চাঁদ বলেছেন: ইশশ..... কয়েকটা কবিতা লিখলে এইখানে স্থান পাইয়া যাইতাম....... :D

কিন্তু পারি না.......... :#>

তবে পড়তে পারি........... :-B

অনেক ধন্যবাদ.......... সুন্দর সংগ্রহ

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: পড়তে পারা ও তো ভালো গুন !
কাব্যিক ভ্রমণ আনন্দময় হোক !
শুভকামনা !

১৪| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

সায়েম মুন বলেছেন: আলাদা বিভাগ করাটা আমার কাছেও বেশ লাগলো।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই ! শুভেচ্ছা রইলো !

১৫| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সংকলনে নতুনত্ব এনেছেন ।প্রকরণে দারুণ ভাল লাগা। অনেক পরিশ্রম করেছেন। সে জন্য অনেক ধন্যবাদ। আপনি আমার প্রিয় কবিদের একজন। আপনার লেখা কোন কবিতা সংকলনে রাখেন নি। রাখলে মন্দ হতনা।ঐ সময়টাতেআপনার লেখা চমৎকার কবিতাআছে। সেগুলো পড়া থেকে বঞ্চিত হলো পাঠক। তবেআপনি মহানুভবতা দেখিয়েছেন।আপনাকে লাল ছালাম।আপনার মহত্ব দেখে মানুষ শিখুক। ভাল থাকবেন। :)

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
সংকলনের নতুনত্ব যদি কোন পাঠককে সুবিধা দেয় মন্দ কি !
যারা আমার নিয়মিত পাঠক তারা আমার পোষ্ট পড়ে এই জন্য আমি ভাগ্যবান !
নিজের করা সংকলনে নিজের পোষ্ট রাখাটা কিছুটা দৃষ্টিকটু , তাই রাখিনি !
শুভেচ্ছা রইলো !

১৬| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

বেকার সব ০০৭ বলেছেন: অভি ভাই অনেক কষ্ট করেছেন, সব গুলো কবিতা এক সাথে পড়ার সুযোগ করে দেবার জন্য অনেক ানেক ধন্যবাদ, পোস্টে +++++++++++++++্

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা বেকার সব ০০৭ সাহেব !
আপনার কাব্যিক ভ্রমণ আনন্দময় হোক !

১৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

জনাব মাহাবুব বলেছেন: আমাবর্ষার চাঁদ বলেছেন: ইশশ..... কয়েকটা কবিতা লিখলে এইখানে স্থান পাইয়া যাইতাম....... :D

কিন্তু পারি না.......... :``>>

তবে পড়তে পারি........... :-B

অনেক ধন্যবাদ.......... সুন্দর সংগ্রহ

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: লিখাঁ শুরু করেন হয়ে যাবে !
শুভেচ্ছা রইলো , আপনার কাব্যিক ভ্রমণ আনন্দের হোক !

১৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪

নীলসাধু বলেছেন: বাহ!
এতোগুলো লেখা থেকে ক্যাটাগরী করে আলাদা আলাদা লিংক সহ সাজিয়ে এভাবে পোষ্ট দেয়া চাট্টিখানি কাজ নয়।
মেধা পরিশ্রম সময় সকল কিছুর প্রয়োজন। ধন্যবাদ দিলে খুব দেয়া হবে বলে তা দিলাম না তবে
একজন কবি হিসেবে আমার কাছে পোষ্টটি মুল্যবান অনেক।

অনেক ভালো লাগা রইলো।
শুভেচ্ছা সবার জনব্য।

সুন্দর থাকুন। :) :)

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া !
আপনাদের কাজে লাগলে আমারো ভালো লাগবে !
আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো !

১৯| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭

ধূর্ত উঁই বলেছেন: আমার কবিতা কবে জায়গা পাবে ওখানে :( :(

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: লিখতে থাকুন ধূর্ত উঁই ! খুব শীঘ্রিই হয়তো !
শুভেচ্ছা রইলো !

২০| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯

শাহজাহান মুনির বলেছেন: অনেকগুলো সুন্দর কবিতা একসাথে পাওয়া গেলো।অনেক পরিশ্রম করেছেন ।

ভালোলাগা জানবেন ।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা মুনির ভাই !
ভালো থাকা হোক !

২১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

আরজু পনি বলেছেন:

বিভাগ করে দেয়ার আইডিয়াটা দারুণ হয়েছে ।।

পোস্ট দাতা সহ সকল কবির জন্যে শুভেচ্ছা রইল ।।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পনি আপু !
আপনার জন্য ও শুভেচ্ছা !

২২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর পোস্ট ।
ধন্যবাদ :)

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া !
শুভেচ্ছা !

২৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

গেন্দু মিয়া বলেছেন: বুঝতে পেরেছি ভাই। আমাকে হয়তো কবি শফিক আফতাব মনে করেছেন। নিক মিলে যাওয়ায় আরেকজনের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছি।

নিক পরিবর্তনের কোন উপায় জানেন নাকি ভাই? মডারেশন বরাবর একখানা চিঠি দিয়েছিলাম - উত্তর আসেনি। :(

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !
আপনার জন্য অনেক শুভকামনা রইলো !

২৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এর মধ্যে তো দেখি শুধু " আমার পারমিতা " টাই পড়া আছে !!

:P :P

সংকলনের প্রচ্ছদটা ভালো হৈছে । ডিউ ক্লিয়ার না করলে এইবারেরটাই শেষ !

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ফাঁকিবাজ !
কবিতা লিখলে , কবিতা পড়ার অলিখিত নিয়ম !

হুম পারমিতাকে নিয়ে কবিতা , চালাইয়া যাও !
পারমিতা আইন নামের একজনকে চিনি , সিলেটেই থাকে !
সংকলনের প্রচ্ছদ চমৎকার হয়েছে বাছা !

২৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আবারও পরিশ্রমী পোস্ট ! থ্যাম্বস আপ !

আমার "আমি তুমি আর নারীঘাসফুল" কবিতাটি জায়গা পাইলো না :)

ভবঘুরের ঠিকানা'র ব্লগ একটু ঘুরে দেখতে পারেন, ১/২ টা ভালো কবিতা পাইতে পারেন

Click This Link

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই ! ১-১০ তারিখের কবিতা সংগ্রহের সময় একটু ঝামেলায় ছিলাম , তাই নজরে পড়েনি , মুক্তগদ্য বিভাগে যোগ করে দিচ্ছি !
আর আপনার দেয়া ব্লগারের ব্লগ ঘুরে এলাম , ওনাকে অনুসরণে নিয়েছি !
শুভেচ্ছা জানবেন !

২৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০

বাংলাদেশী দালাল বলেছেন:
কষ্টসাধ্য সংকলন পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ অভি ভাই।
++++

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দালাল ভাই !
ভালো থাকুন !

২৭| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

তওসীফ সাদাত বলেছেন: পোস্ট এ প্লাস তো অবশ্যই !! :)

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্বি !
শুভেচ্ছা সাদাত !

২৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এক কথায় অভিনব আর চমৎকার…
আপনাদের টিমের জন্য
হাট্টিমাটিমের ডিম…

অনেক শুভেচ্ছা+ধন্যবাদ ।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: হাট্টিমাটিমের ডিম টা অনেক টেষ্টি ছিল !
ধন্যবাদ আপনাকে !

২৯| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো লাগলো। কবিতাগুলো পড়া হয়নি। তাই পড়ার একটা তাগিদ রইলো। বিভাগিয়করণ এর ধারণা বেশ ভালো। আশা করি এই উদ্যোগ অব্যাহত থাকবে।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা সজীব ভাই , চেষ্টা করবো এই উদ্যোগ ধরে রাখতে !
কাব্যিক ভ্রমণ আনন্দের হোক !

৩০| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৯

একজন আরমান বলেছেন:
নতুন ফরম্যাট ভাল্লাগছে।

ছবিটা আসছে না।

পোস্ট পর্যবেক্ষণে রাখলাম।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আরমান , ফরম্যাট থাকবে কিছুদিন , তারপর নতুনত্ব আনার জন্য অন্য কিছু ভাববো , আর না হয় প্রতিমাসে মানুষ একই জিনিস গিলিবে কেন ?
আইডিয়া না পেলে আবার বৃত্তের শুরু থেকে শুরু হবে !

পোষ্ট পর্যবেক্ষনে থাক ! প্রতিদিন একবার করে ঘুরে যাস , আমার ভালো লাগবে !

৩১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আরে ! এতোগুলো দারুণ লেখা !! সব্বাইকে শুভেচ্ছা !

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আপি !

৩২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
বরাবরের মত চমৎকার সংকলন।

উৎসর্গ ও প্রচ্ছদ চমৎকার :) :) :)

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন !
ভালো থাকা হোক !

৩৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৯

শ্যামল জাহির বলেছেন: চমৎকার প্রচ্ছদ!
বিভাগ করা সুন্দর কর্মের জন্য প্রশংসা সপ্নবাজ অভিকে।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শ্যামল ভাই !
ভালো থাকুন !

৩৪| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সংকলক সহ সব কবির জন্য শুভেচ্ছা।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা !

৩৫| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ফরম্যাট ভাবনা এবং উৎসর্গ দুইটাতেই প্লাস ও ভূয়সী প্রশংসা !

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রশংসা বুঝে পেয়েছি !
প্লাস কি দুইটা দিছেন ?
যাই হোক অনেক শুভকামনা আপনার জন্য !

৩৬| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

এহসান সাবির বলেছেন: চমৎকার অভি ভাই। উৎসর্গ ও প্রচ্ছদ চমৎকার। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাবির ভাই !

৩৭| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

অদৃশ্য বলেছেন:





এইতো নতুনত্ব... এভাবে ভাগ করাটা বেশ ভালোলাগলো... বরাবরের মতো কষ্টসাধ্য সুন্দর কাজ...


এর পেছনে যাদের শ্রম আছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা...

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় অদৃশ্য !
নতুনত্বে যদি কারো উপকার হয় তবে আমারো ভালো লাগবে !
আপনার জন্য ও অনেক শুভেচ্ছা !

৩৮| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ প্যাটার্ন চেঞ্জ হয়েছে কবিতা সংকলন পোস্টের, ক্যাটাগরি অনুযায়ী। মাঝে মাঝে তো আমার কবিতার থীম বুঝতেই হিমশিম খেতে হয়!!! এসব কবিতা লিখতে না পারার ফল। আর নিজের মাত্র একটা কবিতা দেখে এতো এতো কবিতার ভিড়ে কষ্ট লাগলো! ব্যস্ততার কারণে ব্লগে ইদানীং গল্প কবিতা কম পড়া হচ্ছে।

ইদানীং ব্লগে তোমাকে কম দেখি কেন অভি ?

সংকলন পোস্টের জন্য শুভকামনা রইলো।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই আপু , প্যাটার্ণ চেঞ্জ হয়েছে !
পড়ে যা মনে হয়েছে সেভাবে করেছি , শতভাগ সঠিক হয়েছে এই দাবী করলে আমি আমার ফাঁসি চাই !
আপনার যে কারণে গল্প , কবিতা কম পড়া হচ্ছে ঠিক একই কারণে আমারো ব্লগে কম আসা হচ্ছে !
নিজের ক্যারিয়ার টা একটু সোজা করার মিশনে আছি , এই জন্য একটু দূরে দূরে আছি ! কিন্তু আছি !

আপনার জন্য ও অনেক শুভেচ্ছা !
আর হ্যা নুহা শেষ করেন , কোন বিটলামি সহ্য করা হবেনা !

৩৯| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: এবারে কবিতা পড়া হয়নি একেবারেই, সামনেও মুক্ত সময় পাবার সম্ভাবনা কম। এই পরিস্থিতিতে কবিতা সংকলন দেবদূতের ভূমিকা পালন করবে!

চমৎকার সংকলন, স্বপ্নবাজ। শুভেচ্ছা রইল।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব !
অনেক শুভকামনা রইলো !

৪০| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হাঁ প্লাস দুইটাই আর পরিশ্রমের জন্য বোনাস আরেকটা । :)

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে ডাবল ধন্যবাদ !

৪১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬

মোঃ ইসহাক খান বলেছেন: অনেক কৃতজ্ঞতা।

শুভেচ্ছা রইলো। কবিদের জন্য অভিনন্দন।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার !
ভালো থাকা হোক !

৪২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি তোর এসি হয়ে যাচ্ছি দিন দিন। চমৎকার আইডিয়া।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: এই শীতে হিটার হলে আরো ভালো হয় ।

৪৩| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ অভি। আমার কবিতা না আসলেও কোন সমস্যা ছিল না। সতত শুভেচ্ছা জানুন। শুভকামনা সব সময়।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা টুম্পামনি , আপনার কবিতা থাকার মত তাই আছে !
ভালো থাকবেন অনেক !

৪৪| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১

মাহতাব সমুদ্র বলেছেন: ভাই আপনারাও পারেন বটে।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: দেখি কতদিন পাড়া যায় !
শুভেচ্ছা সমুদ্র ভাই ।

৪৫| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

একজন আরমান বলেছেন:
তুই বন্ধু মানুষ। তোর খারাপ লাগে এমন কিছু কি করতে পারি? আবারও হাজিরা দিয়ে গেলাম।

ফরম্যাট চেঞ্জ ভালো লেগেছে। তবে ডেইলি বেসিস ফরম্যাটটাও খারাপ ছিল না। কারণ এখানে প্রফেশনাল কবিদের চেয়ে এমেচ্যার কবিই বেশি। তোর এই ফরম্যাটটা খানিকটা প্রফেশনাল টাইপ।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: তোর ভালো লাগলে আবার আসিস !
হুম একটু প্রফেশনাল করার চিন্তা থেকেই এমন করেছি , দেখি কেমন হয় !

৪৬| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৫

চটপট ক বলেছেন: অনেকগুলা পরা হয় নাই, পড়তে হবে।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক আছে চটপট পড়ে ফেল !

৪৭| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১

হাসান মাহবুব বলেছেন: হাসান মাহবুব বলেছেন: হে কবি, আপনিই সেরা। কিন্তু স্বপ্নবাজ অভি ছোকড়াটা আপনার কবিতা সংকলনে দেয় নাই। আমি খুবই দুখী হয়েছি। ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২ ০ লেখক বলেছেন: অভি কে , তারে চিনিনা , সে একটা ফটকাবাজ মন্তব্য ধন্যবাদ ।।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাআহ!
ফটকাবাজ বলেছেন বন্ধু , ব্যাপক লেগেছে !
আসলেই উনিই সেরা !
শুভেচ্ছা হামা ভাই !

৪৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০০

মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার প্রচ্ছদ! ফরম্যাট টাও দারুণ ।
ভাল লাগা থাকল সঙ্কলনে ।
ভাল থাকুন অভি ভাই ।
:)

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই :) :) :)
শুভকামনা রইলো !

৪৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

গোর্কি বলেছেন:
পরিশ্রমী পোস্টে সাধুবাদ জানাই।

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গোর্কি !
ভালো থাকা হোক !

৫০| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: বন্ধুর কবিতা সংকলনে দ্যাও অভি। বন্ধু যে কবে সাহিত্য আড্ডায় আসবে ! :(

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: এইবার তো ডেট এক্সপায়ারড হয়ে গেসে , সামনের বার নিশ্চিত !
আমি প্রতি আড্ডায় বন্ধুর কথা সানন্দে মনে করি !
খুব মিস করি ! আশা করি উনি আমাদের সবার বুকে তোলপাড় তুলে দিতে হুট করে সামনের আড্ডাতেই চলে আসবেন !

৫১| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

আমিনুর রহমান বলেছেন:





কাজটা বরাবরের মতই প্রশংশনীয়। তবে যতদিন যাচ্ছে সংকলনের সংকলিত পোষ্টের মান ও উপস্থাপনের পদ্ধতিও মান সম্মত হচ্ছে। গ্রেট জব অভি।

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই !
পাঠকদের কাছে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছি , আর কবিতা সংকলনের কনসেপ্ট টা সবার কাছেই মুটামুটি পরিস্কার ,সে কথা মাথায় রেখেই সামনের সংকলন করার চিন্তা আছে !
দেখি কাজ টা কতদিন করতে পারি !
অনেক শুভেচ্ছা আপনাকে !

৫২| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক দেরী হয়ে গেল পোস্টে আসতে অভি! বরাবরের মত দারুন উপস্থাপনা, মুশফিকের হাঁকানো ছক্কার মতই সুন্দর হইসে, প্রচ্ছদ দেইখাই মনটা ভালো হয়ে গেল। গল্পের সংকলনকে বরাবরের মত ছাপিয়ে গেল, সাবাস জব ব্রো! কবিতার সংকলন ছক্কা হইলে ওদেরটা টেনেটুনে বাউন্ডারি! :P (মামুন ভাই আশা করি এত দেরীতে এই পোস্টে আর আসবেনা 8-| )

আমার লেখার অবস্থা যে করুন সেইটা সংকলন দেখে বুঝতে পারলাম আরো পরিস্কার করে! :( কিছুদিন লেখা হইতেসে না, কষ্টে আছি রে ভাই!

ছিমছাম চমৎকার এই সঙ্কলনের জন্য কবিতা সংকলন টিম কে অভিনন্দন!

জয়তু বাংলাদেশ!
জয়তু কবিতা!

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা সংকলন ২ রানে বিজয়ী হয়েছে !
আমারো লেখা হইতেসেনা , আমিও কষ্টে আছি , দোয়া কইরেন !
আপনাকেও অনেক শুভেচ্ছা !
জয়তু বাংলাদেশ!
জয়তু কবিতা!

৫৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:
সামনে আমারটাও স্থান পেতে পারে সংকলনে ;)

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: আশাবাদী হোন ! আপনিও পারবেন B-) B-) B-)

৫৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: কবিতা সংকলন করা এমনিতেই খুব কষ্টসাধ্য, তারুপর আবার ধরন অনুযায়ী আলাদা করা! স্যালুট টু ইউ অভি। :)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: স্যালুট এর জবাব হিসেবে স্যালুট দিতে হয় !
তাই দিলাম !
শুভেচ্ছা নাজিম ভাই !

৫৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০

সুমন কর বলেছেন: এইবারের উপস্থাপনটা বেশ সুন্দর হয়েছে।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !
আশা করি সব মিলিয়ে ভালো আছেন, সুস্থ আছেন !

৫৬| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

আমিজমিদার বলেছেন: কবিতা বুঝিনা কেন? এই প্রশ্নের জবাব চাই।।

অনেক কষ্ট করছেন। আরও করেন। আপ্নের এই কষ্ট যেন আজীবন করতে হয়:)

ভাল থাকেন।

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: পড়তে থাকেন , সব সময় বুঝাটা কি জরুরী ! পড়ে যদি আনন্দ পান তাও মন্দ কি !
এই কষ্ট আজীবন করা সম্ভব না , হয়তো আর কিছুদিন পরেই অবসরে যাবো !
আপনিও ভালো থাকুন !

৫৭| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এবারের সংকলন সত্যি নাইস চলুক ----------- :)

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপি !
যতদিন আমার রিয়েল লাইফে ব্যাস্ততা ঝেকে না ধরবে ততদিন ই চলবে!
শুভকামনা সব সময়ের !

৫৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১

আনজির বলেছেন: সংকলনের জন্য অনেক ধন্যবাদ.... অন্যরকম মেজাজে উপস্থাপন- ভাল লাগলো। ভাল থাকুন সবসময় । আর এই ভাবেই.... সুন্দর সুন্দর সংকলন উপহার দিন।.... সকল কবির প্রতি রইল শুভেচ্ছা।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আনজির !
সম্ভবত এটাই আমার করা শেষ কবিতা সংকলন !
ভালো থাকা হোক !

৫৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১০

অস্পিসাস প্রেইস বলেছেন:
নাজিম-উদ-দৌলা বলেছেন: কবিতা সংকলন করা এমনিতেই খুব কষ্টসাধ্য, তারুপর আবার ধরন অনুযায়ী আলাদা করা! স্যালুট টু ইউ অভি। :)

আপনার পরিশ্রম, ডেডিকেশন ও যোগ্যতায় আমি বিমোহিত!

আপনার স্বপ্নলক্ষ্য সফল হোক। শুভকামনা।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সংকলন কিছুটা গলার কাটা হয়ে পড়েছে!
পোষ্টে যারা আসছেন তারা সবাই বাহবা দিচ্ছেন , আবার সংকলন করে নাকি সহজে হিট পাওয়া যায় এমন কথাও ব্লগেই হচ্ছে ! কবিতা সংকলন সামুর পাঠকদের জন্য কতটা ভালোলাগার সেটা জানার - যাচাই করার ও সময় এসেছে !
আপনি বিমোহিত হয়েছেন এই জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন !
সংকলনের জন্য যে সময়টা দেই ঐ সময়ে আমি আমার ভালোলাগার তিনটা পোষ্ট রেডী করতে পারি ! একটা পোষ্ট লিখে তখনই তৃপ্তি পাওয়া যায় যখন সেটা পাঠক চায় কিংবা তার কাজে লাগে !
মাসিক কবিতা সংকলন যাদের জন্য করা , মূলত কবিতাপ্রেমী পাঠক যারা আছেন তারাই বলুক এই সংকলনের দরকার আছে কি নেই , সাথে করে আমার সময় স্বল্পতা ও আছে !
হয়তো এটাই আমার শেষ সংকলন , আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ !
আর সুন্দর মন্তব্যে কিছু অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দুঃখ প্রকাশ করছি !

৬০| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

সংকলন চলুক !!
কে কি বলল তাতে কি আসে যায়?? এসব দিকে চোখ না দেওয়াটাই ভাল।

আমি সংকলনের পক্ষে ভোট দিয়ে গেলাম ।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সংকলন চলুক ! ধন্যবাদ ভোটের জন্য !
সংকলন চলবে - তবে আমি করছিনা , অন্য কেউ নিশ্চিতভাবে শুরু করবে!
শুভেচ্ছা শোভন !

৬১| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার ও শ্রদ্ধেয় মামুন ভাইয়ের সংকলন পোস্ট প্রতিমাসে সামুর দুটো নির্ধারিত উৎসবে পরিণত হয়েছে, যার জন্য আমরা অপেক্ষা করতে থাকি।

আপনি যদি ব্যাক্তিগত ব্যাস্ততার কারনে কবিতা সংকলন না দেন তাহলে শুভেচ্ছা। কিন্তু যদি দুচারজনের কথায় একাজ থামান তাহলে ব্যাপারটা দুঃখজনক। বাংলাদেশে এমন কোন জায়গা নেই যেখানে দু চারজন দুচারটা কথা বলেন না। কিন্তু সেটার গুরুত্ব কি আমরা বন্ধুদের চেয়ে বেশি? হাজার ফোটায় তৈরি এক গ্লাস পানির গুরুত্ব দুই এক ফোটা বিষের চেয়ে অনেক বেশি। আপনি বন্ধুদের কেন নিরাশ করবেন!

আপনার প্রকৃত ইচ্ছার প্রতিফলন ও ভালো কিছুর প্রত্যাশায় রইলাম।

২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: যুক্তিসঙ্গত মন্তব্যের জন্য আরেকবার ধন্যবাদ আপনাকে !
এমন মন্তব্যের প্রতিউত্তর আমারো জানা নেই !
গল্প আর কবিতা সংকলনের উদ্দেশ্য বিভিন্ন সময় দুটো পোষ্টেই বলা হয়েছে ! ব্যাপার টা খুবই চমৎকার পোষ্ট দুটার জন্য গল্প আর কবিতা প্রেমীরা অপেক্ষা করে থাকেন।
কবিতা সংকলনের ভাবনা টা শুরু করেছিলেন দায়িত্বশীল ব্লগার কান্ডারী অথর্ব , তারপর উনি এবং একজন আরমান মিলে একজন আরমান নিক থেকে কিছুদিন এই সংকলন প্রকাশ করেছেন । ওনাদের ব্যাস্ততার কারণে, এই সংকলনের পাঠক প্রতিক্রিয়ার কারনেই গত ৪ কি ৫ মাস আমি কাজটা করেছি !

ব্যাক্তিগত ব্যাস্ততা কিংবা যে কারণেই হোক না কেন এখন আমি না করলেও অন্য কেউ ঠিক ই প্রতি মাসের ভালো কবিতা গুলো গুছিয়ে এনে কবিতাপ্রেমী পাঠকদের জন্য নিয়ে আসবেন আশা করি , সংকলন পোষ্ট যে কেউ দিতে পারে।
ব্লগে আসি নিজের ভালোলাগা কিছু পোষ্ট পড়তে আর আমার নিজের যা লিখতে ভালোলাগে সেটা সবার সাথে শেয়ার করতে !
আপনার জন্য অজস্র শুভকামনা রইলো !

৬২| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

ডট কম ০০৯ বলেছেন: অভি ভাই জেসন ভাইয়ের সাথে আমি সম্পূর্ন একমত।

অনেক গোছালো মনে হয়েছে এবারের কাব্যিক ভ্রমন।

এটা চালু রাখুন যদিও জানি অনেক কষ্টের কাজ তবুও।

ভাল থাকুন।

২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ডট কম । কাব্যিক ভ্রমণ পোষ্ট টি মূলত যারা কাব্যিক ভ্রমনে আগ্রহী তাদের জন্য করা।
কাব্যিক ভ্রমণ আমি যতদিন করেছি আমার মত করে উপস্থাপনের চেষ্টা করেছি , প্রতি মাসে একই রকম আউটলুক বিরক্তি নিয়ে আসতে পারে (যদী ও এটা মুখ্য না ) ভেবে দু মাস পর পর ভিন্ন ধারায় উপস্থাপন করেছি । আমার প্রথম কাব্যিক ভ্রমণ পোষ্টে জেসন ভাই নিজেই বেশীরভাগ কাজ করেছিলেন ওনার কাছে কৃতজ্ঞ এই জন্য !

কাজটা কষ্ট হলেও আনন্দ আর ভালোবাসার সাথে দায়িত্ব নিয়েই করেছি। আমার ব্যাক্তিগত স্বার্থ দেখার সময় পাই নি ।
পারিপার্শিক নানা কারণে আমি হয়তো আর কবিতা সংকলন করছিনা , তবে প্রতি মাসে আশা করি কেউ না কেউ উপহার দিবেন !
অনেক শুভেচ্ছা আপনাকে !

৬৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

টেস্টিং সল্ট বলেছেন: এই বার একটাই কবিতা দিয়েছিলাম। স্কোরড B-)) B-))

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা , আরো নিয়মিত হোন সল্ট আপু !

৬৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৮

উদাস কিশোর বলেছেন: B-) 8-|

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: B:-) B:-) B:-) 8-| 8-| :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.