নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

কবিতার শেষ প্যারা

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫



এক ঝুড়ি বর্ণমালা নিয়ে বসেছি

সহস্র নির্ঘুম রাতের নিরাকার যন্ত্রণা,

বর্ণমালায় ছন্দে তালে তোমাদের মস্তিস্কে

গোপন সমীরণে, নিউরনের ছন্দপতনে গেঁথে দিবো



আমার জানালার ফ্রেমেবন্দী আকাশে অস্থিরতা , দৃষ্টিনন্দন আঁধার , একাকী শূন্যতা , আহত প্রজাপতির ব্যাথার করুণ সুর। এইসব রাত্রিকালীন বিষাদেরা আমার জানালায় ভর করে , নিঝুম নিদ্রার ভ্রান্তি হতে!

দৃশ্যপটে নিস্তদ্ধ অন্ধকার , অন্ধকারে ঘাসফুলও কুঁকড়ে থাকে … এমন ভয়ানক অন্ধরাতে কবিতার শব্দেরা নীরব আততায়ী ... বর্ণমালার নীলাভ যন্ত্রণা!

ক্রমশই বিলুপ্ত অতীত , অনাগত ভবিষ্যৎ আর নিষ্প্রভ বর্তমানের মিলন হয় এমন অন্ধরাতের কল্পভ্রমে !!




তারপরেই থমেক যায় সাঈফের কলম । নিজেকে খন্ড- বিখন্ড করেও আর এগিয়ে নিতে পারেনা। অথচ সমাপ্তিটা কখনোই অসমাপ্ত রাখতে চায় না, মাঝরাতের অন্ধঘরে শব্দহীন এক লেখকের এ যেন পূর্ণদৈর্ঘ্য যন্ত্রণা। জানালা খুলে দিলেই মস্ত বড় একটা চাঁদ তার দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে , চাঁদটাকেও তার রক্তাত্ব মনে হয় ।

সময়ের সমীকরণে মুছে যাওয়া অতীতটার এখানে থাকার কোন কথা ছিলনা , অথচ সেই অতীত ই এখানে সাঈফের মধ্যরাতের ব্যাকুলতার একমাত্র কারণ । তার কবিতার খাতাটার অক্ষরহীনতার আসামী।

অথচ দৃশ্যপটে এমন বিরক্তিকর বিষাদ ছিলনা । তার আশেপাশে থাকা চরিত্রগুলো নিতান্ত আপনজনই। কিছুটা আত্নকেন্দ্রিক সাঈফের আশেপাশের মানুষগুলো তাকে খুব ভালো না বাসলেও ঘৃণা করেনা এমনটাই ধারণা ছিল তার ।

একান্নবর্তী পরিবারের ঘরকুনো ছেলে সাঈফ । নিজের ছোট্ট একটা জগৎ নিয়ে নিতান্তই সুখী একটা ছেলে। তার কল্পজগতের দুতিনটা কবিতার লাইন , প্রিয় গানের সুর , আর পছন্দের অল্প কিছু মানুষ আর নিশার মাঝেই তার আনন্দ – বিরহ সীমাবদ্ধ !

মহাবিশ্বের সংক্রমণযোগ্য কাঠিন্য তাকে ছুঁয়ে দেবে ভাবতে পারেনি , হয়তো তার জগৎটা নোংরামি আর পঙ্কিলতা মুক্ত কিন্তু তার এই ছোট্ট জগৎ রঙ্গমঞ্চের এক টুকরো মাত্র।

বাবার ব্যাবসা , মায়ের অসুস্থতা , চাচাদের সাথে বাবার মানসিক আর আর্থিক টানপোড়ন কখনোই তার চিন্তা জগতে প্রভাব ফেলতে পারেনি । এক বিকেলে দুর্ঘটনায় বাবার মরণ নিদারুণ বাস্তবতার সামনে দাঁড়াতে বাধ্য করে সাঈফকে। পরিবারে চাচাদের বদলে যাওয়া আচরণ আর মায়ের অসুস্থতা ক্রমশ গ্রাস করতে থাকে সাঈফকে। বাবা মারা যাবার পর আর্থিক অনটনে নিজের অবস্থান বুঝে উঠতে উঠতেই মা তাকে ছেড়ে চলে যায়।



চারপাশের শূন্যতার মাঝেই সে নিশাকে নিয়ে ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখতে থাকে , বন্ধুদের আড্ডায় কিছুটা সময় দিয়ে নিজেকে প্রফুল্ল রাখার চেষ্টা করে সাঈফ। খারাপ সময়ের সংজ্ঞা জানান দিতে কিছুদিন পরই তাকে জানানো ছাড়াই তার প্রিয় বন্ধুকে বিয়ে করে বসে নিশা।



এই সময়ে সাঈফের মানসিক আর পারিপার্শিক পরিস্থিতি কেমন সেটা কেবল সাঈফ অনুভব করতে পারে । বন্ধুদের ও বিশ্বাস করতে সাহস পায়না সাঈফ । ঘরকুনো শান্ত ছেলেটির বিধাতার কাছেও কোন প্রশ্ন নেই , কোন চাওয়া নেই ।



রংধনুর আবেশী বিকেলে এক মেঘবালিকার সাথে তার দেখা , মেঘবালিকা নাচতে জানে , গাইতে জানে , খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করে সাঈফকে শোনায় । ধীরে ধীরে মেঘবালিকার মায়ায় জড়িয়ে পড়ে , তার নাচের মুদ্রায় ঘুরে দাঁড়ানোর ছন্দ খুঁজে পায় , তার হাসিতে বিশ্বাসের সুর খুঁজে পায়।

বাবার ব্যাবসা আর নিজের পড়াশুনার দিকে ধীরে ধীরে মনোযোগী হয়ে উঠে সাঈফ। গভীর রাতে এখন সাঈফ আর শূন্যতার কাব্য লিখেনা । সে মেঘবালিকার জন্য কবিতা লিখে

শিউলীতলায় তার হাত ধরি

তার ব্যাকুলতা ফোটে শ্রাবণের জলে

আমি পুড়ি দিগন্তের অনলে

দৃশ্যতঃ স্বপ্ন দেখি

বেঁচে থাকার, জেগে উঠার ।

মেঘবালিকা তাকে ডেকে দেয় রোজ সকালে , রোজ রাতে ভিতরে জমে থাকা কষ্টগুলো বমি করার সাথী ।

বিধাতা সব কেড়ে নিতে জানে , সব ফিরিয়ে দিতে পারে ! নিজের ঘুরে দাঁড়াবার গল্পে বিধাতার তৈরী কোন চরিত্রের অপেক্ষায় ছিলনা সাঈফ। আগের অসমাপ্ত কাব্যের শেষ প্যারাটাও লিখে ফেলেছে সাঈফ ।



এক ঝুড়ি বর্ণমালা নিয়ে বসেছি

সহস্র নির্ঘুম রাতের নিরাকার যন্ত্রণা,

বর্ণমালায় ছন্দে তালে তোমাদের মস্তিস্কে

গোপন সমীরণে, নিউরনের ছন্দপতনে গেঁথে দিবো



আমার জানালার ফ্রেমেবন্দী আকাশে অস্থিরতা , দৃষ্টিনন্দন আঁধার , একাকী শূন্যতা , আহত প্রজাপতির ব্যাথার করুণ সুর। এইসব রাত্রিকালীন বিষাদেরা আমার জানালায় ভর করে , নিঝুম নিদ্রার ভ্রান্তি হতে!

দৃশ্যপটে নিস্তদ্ধ অন্ধকার , অন্ধকারে ঘাসফুলও কুঁকড়ে থাকে , এমন ভয়ানক অন্ধরাতে কবিতার শব্দেরা নীরব আততায়ী ... বর্ণমালার নীলাভ যন্ত্রণা!

ক্রমশই বিলুপ্ত অতীত , অনাগত ভবিষ্যৎ আর নিষ্প্রভ বর্তমানের মিলন হয় এমন অন্ধরাতের কল্পভ্রমে !!

বর্ণমালায় এঁকেছি মেঘ , মেঘের দূত মেঘবালিকা ! মেঘবালিকা মুছে দেয় অতীতের দীর্ঘশ্বাস!

অন্ধরাতের কল্পভ্রমে সমীকরণ বদলে যায়।।

মেঘদূত , ঘোরগ্রস্থ বালকের উদ্দেশ্যে লিখে যায়

ঘুরে দাঁড়াও, আপন শক্তিতে !!










উৎসর্গঃ শ্রদ্ধেয় মামুন রশিদ ভাই।

মন্তব্য ১১৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবি এবং লেখনী দুটোই অসম্ভব সুন্দর,,,,,,,,,,,,,,,,,,

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
শুভকামনা রইলো ।

২| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:




ছবিটা দেখে মনে করলাম তিন গোয়েন্দার কোন গল্প লিখছিস, হতাশ হোলাম :(

যাই হোক

এক ঝুড়ি বর্ণমালা নিয়ে বসেছি
সহস্র নির্ঘুম রাতের নিরাকার যন্ত্রণা,
বর্ণমালায় ছন্দে তালে তোমাদের মস্তিস্কে
গোপন সমীরণে, নিউরনের ছন্দপতনে গেঁথে দিবো



আমার মস্তিস্কে গোপন সমীরণে বর্ণমালাগুলো গেঁথে গেলো এখন একটু শান্তির ঘুম প্রয়োজন।

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: তিন গোয়েন্দার গল্প !! ঐ জিনিস আমাকে দিয়ে হবেনা !

শান্তির ঘুম দেন !
অজস্র শুভকামনা রইলো !

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

নীলসাধু বলেছেন: বেশ ভালো লেগেছে পোষ্ট।
পোষ্টের অন্তর্নিহিত বক্তব্যে ভালো লাগা এবং সমর্থন রইলো।

ভালো থাকবেন।
শুভেচ্ছা নিরন্তর।

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পোষ্টটি সময় করে পড়ার জন্য !
পোষ্টের অন্তর্নিহিত বক্তব্যে সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ।
ভালো থাকুন সবসময় !

৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

আমিনুর রহমান বলেছেন:





তোর লিখনী নিয়ে বলার আর কিছু নাই। দারুন বক্তব্য।

... এবং অসাধারণ।

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই !
কিছু একটা বলতে চেয়েছিলাম আমার মত করে , পুরো পোষ্ট পড়ার পর কেউ যদি শতভাগ ধরতে পারে সেটা আমার আলাদা তৃপ্তি হয়ে থাকবে !

৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

আমিনুর রহমান বলেছেন:



প্লাস দিতে ভুলে গিয়েছিলাম আবার আসলুম দিতে। পেত্থুম প্লাস ;)

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বড় দুর্লভ জিনিস দিয়েছেন !
আবেগাপ্লুত হয়ে পড়লাম ;) ;) ;)
ভালো থাকুন আমিন ভাই !

৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

মামুন রশিদ বলেছেন: বিধাতা সব কেড়ে নিতে জানে , সব ফিরিয়ে দিতে পারে ! নিজের ঘুরে দাঁড়াবার গল্পে বিধাতার তৈরী কোন চরিত্রের অপেক্ষায় ছিলনা সাঈফ। আগের অসমাপ্ত কাব্যের শেষ প্যারাটাও লিখে ফেলেছে সাঈফ

জীবনে ঘুরে দাড়ানোর গল্পগুলো খুব নাড়া দেয়, বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস । ছোট্ট সুন্দর গল্পে কাব্যিক বর্ণনায় সুররিয়েলিজম এর ফ্লেভার দারুণ ভাবে উপভোগ করেছি ।

চমৎকার গল্পে ভালোলাগা++

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: বরাবরের মতই চমৎকার মন্তব্যে পোষ্টের বক্তব্য তুলে ধরেছেন মামুন ভাই ! আপনার কমেন্টে ভালো লাগা ! (এতদিন মুখে মুখে দিতাম এখন সামু সুযোগ দিয়েছে আসলেই দেয়ার )

ঘুরে দাড়ানোর গল্পগুলো আক্ষরিক অর্থে নিজেরই লিখতে হয় !
ধন্যবাদ মামুন ভাই ! অজস্র শুভকামনা রইলো !

৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

মামুন রশিদ বলেছেন: উৎসর্গপত্রে নিজের নাম দেখতে পেয়ে সম্মানিত বোধ করছি ।


নিরন্তন ভালোবাসা আর শুভ কামনা প্রিয় অভি ।

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে তো পারলে আমি গল্প লিখলেই উৎসর্গ করে বসি !
এই গল্পটি আপনাকে উৎসর্গ করার পেছনে বিশেষ কারণ আছে , সেটা পোষ্টে বলতে গিয়েও বলিনি , আপনার সর্বশেষ গল্প "পরাজিত ঈশ্বর" এই গল্পের অনুপ্রেরণা । ঈশ্বরের হাতে গড়া চরিত্র আমরা , আমাদের জীবনের ক্লাইমেক্সগুলো ও ঈশ্বরের হাতে গড়া ! একজন লেখক যদি তার নিজের সৃষ্ট চরিত্রে প্রেরণা খুঁজে নেয় , ঘোরের মধ্যে সেই চরিত্রকেই ভালোবাসতে শুরু করে আর তাতে যদি মঙ্গল হয় মন্দ কি ! গল্পটাতো ঘুরে দাঁড়ানোর ! ঘুরে দাঁড়ানোর জন্য আপন শক্তির বিকল্প নেই ! সেটাই বলতে চেয়েছি আর কি ! আপনার প্রথম মন্তব্যে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কোট করেছেন !

আপনার জন্য অনেক শুভকামনা !
ভালো থাকুন সব সময় !

৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

বটবৃক্ষ~ বলেছেন: আরেকবার পরতে হবে সময় নিয়ে!!

একবার পড়লাম! সুন্দর!!! :) :)

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক আছে আরো কয়েকবার পড়ুন , ভালো লাগবে আমার !
ধন্যবাদ হে বৃক্ষ !
ভালো থাকা হোক !

৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

বটবৃক্ষ~ বলেছেন: বিশেষ কায়দায় এই প্রথম প্লাস দিতেসক্ষম হলাম!!

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক কষ্ট করে বিশেষ কায়দায় লাইক দেয়ার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ !
আর সবসময় ছাইপাস পোষ্টে সাথে থাকার জন্য আরেকটা বিশেষ ধন্যবাদ!
অজশ্র শুভকামনা রইলো !

১০| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

পিনিকবাজ বলেছেন: +++++

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পিনিকবাজ !
ভালো থাকা হোক!

১১| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তোমার অন্যান্য পোষ্টের চাইতে বেশ ভিন্ন ধর্মী লেখা! ভালো লেগেছে।

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কা_ভা ভাই !
শুভকামনা রইলো !

১২| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

অদৃশ্য বলেছেন:





কবিতা____গল্প____কবিতা ... আশার কথা হলো কবি ঘুরে দাড়াতে পেরেছে... এই ঘুরে দাড়াতে পারাটা তাকে অনেকটা পথ চলতে সাহায্য করবে... সেটা সাথীর সাথে বা একাকী যেকোন ভাবেই...

অভি লিখাটি আমার খুবই ভালো লেগেছে... কথা হলো, ''অন্ধরাতে কবিতার শব্দেরা নীরব আততায়ী ... বর্ণমালার নীলাভ যন্ত্রণা! '' এখানে যে দৃশ্যটা তৈরী করলেন তা কিন্তু ভয়ানক সুন্দর... আমি অনুভব করি, খুব গভীরভাবেই...

শুভকামনা...

১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

স্বপ্নবাজ অভি বলেছেন:
কবিতা____গল্প____কবিতা ... আশার কথা হলো কবি ঘুরে দাড়াতে পেরেছে... এই ঘুরে দাড়াতে পারাটা তাকে অনেকটা পথ চলতে সাহায্য করবে... সেটা সাথীর সাথে বা একাকী যেকোন ভাবেই...

চমৎকার বলেছেন !
আসলে ঘুরে দাঁড়াতে হয় নিজে নিজেই ! প্রেরণাটাও নিজেই খুঁজে নিলো !


গভীরভাবে অনুভব করার জন্য কৃতজ্ঞতা জানবেন আন্তরিকভাবে !
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় অদৃশ্য !
ভালো থাকুন সব সময় !

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: এটা অনেকটা গল্প কবিতার মত লাগলো! গদ্যকাব্যে আপনি বরাবরের মতই দুর্দান্ত! আপনার লেখা হচ্ছে, এটা দেখে ভালো লাগছে!

শুভকামনা রইলো! শেষবেলায় এর বেশী কিছু বলার সুযোগ পেলাম না!

১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইফতি ভাই !
লেখা হয়েছে ? আমি তো ভাবছিলাম আর কিছু আসবেনা !
আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো !
ভালো থাকুন সব সময় !

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

জুবায়ের দিদার বলেছেন: বর্ণমালায় এঁকেছি মেঘ , মেঘের দূত মেঘবালিকা ! মেঘবালিকা মুছে দেয় অতীতের দীর্ঘশ্বাস!
অন্ধরাতের কল্পভ্রমে সমীকরণ বদলে যায়।।

মেঘদূত , ঘোরগ্রস্থ বালকের উদ্দেশ্যে লিখে যায়
ঘুরে দাঁড়াও, আপন শক্তিতে !!



অসাধারণ ভাইয়া,

১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দিদার ভাই !
ভালো থাকা হোক!

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

অন্য কথা বলেছেন: ছ্যাঁকা খাওয়ায় একাকীত্বের জীবন দিলেন ব্যাচারারে ?

নিশার নেশা কাটাইতে ভাগ্যিস হাতে কল্কি ধরায় দেন নাই। এজন্যই অন্যরকম। অন্যরকম ভালো লাগা।

১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: জীবন তো শেষ হয়ে যায় নাই ! মাত্র ঘুরে দাঁড়িয়েছে , একাকীত্বের নিশ্চয়তা নেই !
নিশার নেশা কাটানোর জন্য কল্কির চেয়ে কলম কি উত্তম নয় !!
অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য !
ভালো থাকুন সব সময় !

১৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ইখতামিন বলেছেন:
অনেক গুলো ++++

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইখতামিন !
ভালো থাকা হোক !

১৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;) ;) ;)
ভালো থাকা হোক !

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

হৃদয় রিয়াজ বলেছেন: লেখার ধরনটা খুব ভাল লাগল। একদন চোখ ফেরানোর সুযোগই পাইনি। কিছুটা হলেও সমৃদ্ধ হলাম। +++++

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রিয়াজ ভাই !
শুভেচ্ছা জানবেন , ভালো থাকা হোক!

১৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০১

খাটাস বলেছেন: শুধু নিজের অক্ষমতায় কবিতা টা বুঝি নি। আর চমৎকার উপস্থাপনের সাথে বিভিন্ন অনুভূতির সূক্ষ্ম বর্ণনা পুরো গল্পটা টায় অদ্ভুত ছোঁয়া নিয়ে এসেছে। গল্পে প্লাস।

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ খাটাস ভাই !
কবিতাটা হচ্ছে গল্পের কঙ্কাল ! গল্পের প্রভাব গিয়ে পড়েছে কবিতায় কিংবা গল্পেটার কারনে কবিতার জন্ম !

অনেক শুভেচ্ছা !

২০| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১০

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব,খুব,খুব সুন্দর হয়েছে... :) :)

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা ! আপনার প্রো পিক টা এখন পারফেক্ট হয়েছে !
ভালো থাকা হোক !

২১| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৩

কাল্পনিক মন বলেছেন: আপন শক্তিতে ঘুরে দাড়ানোর গল্পটা খুবই চমত্‍কার লাগল।অনুপ্রাণিত।

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কাল্পনিক মন !
আপনি অনুপ্রাণিত হলে সেটা আলাদাভাবে প্রাপ্তি হিসেবে আমার ভালো লাগবে ! শুভেচ্ছা সবসময়ের !

২২| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৫

গোর্কি বলেছেন:
নতুন করে বলার কিছু নেই। কবিতা-গল্প-কবিতার মূলভাব মামুন ভাই এবং অদৃশ্য ভাইকে প্রতিউত্তরে দেয়া মন্তব্যে পড়লাম। ওনাদের দুজনের মন্তব্যেই সুপার লাইক বোতাম ক্লিক। পাঠে শুধুই মুগ্ধতা! আন্তরিক শুভেচ্ছা রইল।

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গোর্কি !
মামুন ভাই এবং অদৃশ্য এই দুজন গুনী ব্লগারের মন্তব্য সব সময় আমি উপভোগ করি !
মুগ্ধতা জানিয়ে যাবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা !
ভালো থাকুন !

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩

রহস্যময়ী কন্যা বলেছেন: এই লেখাটা একটু অন্যরকম লাগলো
তবে খুব সুন্দর :)

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রহস্যময়ী !
ভালো থাকা হোক !

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: সবার মত এখন মেঘ বালিকা তারে ছাইড়া না গেলে হয় :)

গপ ভালো লাগছে

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !
সবার মত মেঘ বালিকা তারে ছাইড়া যাইতে পারবেনা ! সবাই তো ঈশ্বরের ইশারায় নাচে , আর মেঘবালিকার ঈশ্বর সাঈফ নিজে ! সাঈফ চাইলে তবেই যেতে পারবে !
অনেক ভালো থাকুন !

২৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেপ্পি এন্ডিংস !

সুন্দর । ভালো লাগলো ।

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মন্ত্রী !
ভালো থাকা হোক !

২৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৩

মাহমুদ০০৭ বলেছেন: সুন্দর গদ্য কাব্য অনেক অনেক ভাল লাগা ।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই !
ভালো থাকুন সব সময় !

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২

বোকামানুষ বলেছেন: আমার জানালার ফ্রেমেবন্দী আকাশে অস্থিরতা , দৃষ্টিনন্দন আঁধার , একাকী শূন্যতা , আহত প্রজাপতির ব্যাথার করুণ সুর। এইসব রাত্রিকালীন বিষাদেরা আমার জানালায় ভর করে , নিঝুম নিদ্রার ভ্রান্তি হতে!
দৃশ্যপটে নিস্তদ্ধ অন্ধকার , অন্ধকারে ঘাসফুলও কুঁকড়ে থাকে … এমন ভয়ানক অন্ধরাতে কবিতার শব্দেরা নীরব আততায়ী ... বর্ণমালার নীলাভ যন্ত্রণা!


এই কথাগুলো বেশি ভাল লাগছে

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
ভালো থাকা হোক!

২৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

মোঃ ইসহাক খান বলেছেন: তরঙ্গায়িত শব্দমালা। কবিতার লাইনগুলো স্পর্শ করবার মত।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার প্রেরণাদায়ক মন্তব্য পেয়ে ভালো লাগলো !
শুভেচ্ছা সবসময়ের !

২৯| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০১

শুঁটকি মাছ বলেছেন: কাব্যিক লেখা আসলেই ভাল লাগল ভাইয়া!

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা শুঁটকি মাছ !!
ভালো থাকা হোক প্রতিক্ষণ !

৩০| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ চমৎকার হয়েছে।
ভাল লাগা রেখে গেলাম।

+++++++

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন সাহেব !
আপনার ভালোলাগা আর এত্তগুলা প্লাস যত্ন সহকারে রেখে দিলাম ;) ;) ;)
শুভেচ্ছা শোভন !

৩১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২২

পাঠক১৯৭১ বলেছেন: ভালো লাগেনি

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্যে আপনার অনুভূতি জানিয়ে যাবার জন্য ধন্যবাদ অনেক অনেক !
আশা করি কোন এক সময় আপনার ভালো লাগা কিছু উপহার দিতে পারবো !
শুভেচ্ছা পাঠক১৯৭১।

৩২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: আমি বলব বানান টিক চাই

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি ও বলবো বানান ঠিক চাই !
এত্তগুলা শুভকামনা পরিবেশ ভাইয়া ! মাঝে মাঝেই আসবেন , আপনাকে দেখলেই আমার আনন্দ লাগে !

৩৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৫

শ্যামল জাহির বলেছেন: পিতা-মাতাকে হারিয়ে বেদনা ভুলতে সাঈফ নিশার মাঝে যে ছবি আঁকতে চেয়েছিল সে নিশা বন্ধুর ঘরের দেয়ালে বাধাই করা ছবি হয়ে গেল হঠাৎ!
মেঘ বালিকার মাঝে আবার পুরনো স্বপ্ন নতুন করে ফিরে পায় সে। এই মেঘ বালিকা যেন নিশার মত বৃষ্টি হয়ে ঝরে না যায়।

'কবিতার শেষ প্যারা' অনেক ভাল লাগলো। ছবিটাও চমৎকার!

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শ্যামল ভাই !মেঘবালিকা বৃষ্টি হয়ে ঝরে পড়বে কি পড়বেনা সেটা মুখ্য না ! মেঘবালিকা একটি প্রতীকি প্রেরণার নাম !
অনেক শুভকামনা রইলো !

৩৪| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৫

লোডশেডিং বলেছেন: ভালো পোস্ট পড়ে মজা পেলাম।

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা লোডশেডিং !
ভালো থাকা হোক !

৩৫| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কবি সাহেব হারানো আর সফলতার মাঝে কবিতা খুঁজে পেয়েছেন
প্রথম পড়ে মনটা খারাপ হয়ে গেছিল।
পড়ে আমার অবচেতন মস্তিষ্ক চিন্তা করছিল
অভি বুঝি সকাল বেলাই মন খারাপ করে দিল :(
কিন্তু না একটু পরেই দেখি কবি সাহেব ঘুরে দারিয়েছেন

আবার বিদাতার কাছ থেকে সও পেতে বসেছেন
চলতে থাকুন তার সীমাহীন পাওয়া

লেখাটা ধারুন হয়েছে ভাই।

++++++++++++++++

শুভ সকাল :)

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রাসেল ভাই !
শুভ দুপুর ! ভালো থাকা হোক সব সময় !

৩৬| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

টুম্পা মনি বলেছেন: ভালো লিখেছেন। অনেক দিন পর আপনার লেখা পড়লাম। আপনি বোধয় সংকলন নিয়ে থাকতে থাকতে নিজে লেখার সময় পান না! এটা নিশ্চয়ই ব্লগের জন্য সেক্রিফাইস। অজস্র শুভকামনা আপনার জন্য।

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি ! আসলে সংকলনের দোষ দেয়া ঠিক হবেনা , ইদানিং ব্লগে একটু কম কম থাকছি , আর সংকলনের জন্য মাসের শেষ দুটি শুক্রবার আলাদা করে রেখেছি । লিখা হচ্ছেনা , লিখা আসছেনা তাই !

ক্যারিয়ার টা একটু গুছিয়ে উঠলে হয়তো সাঈফের মত আমারো লিখা আসবে !

আপনার জন্য ও অজস্র শুভকামনা !

৩৭| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

সায়েম মুন বলেছেন: সুন্দর। লেখায় অনেক ভাললাগা!

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি সামু ভাই !
অনেক শুভকামনা আপনার জন্য , ব্যস্ততার মাঝে আমার পোষ্টে আসার জন্য ধন্যবাদ !

৩৮| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০০

ডট কম ০০৯ বলেছেন: এক ঝুড়ি বর্ণমালা নিয়ে বসেছি
সহস্র নির্ঘুম রাতের নিরাকার যন্ত্রণা,
বর্ণমালায় ছন্দে তালে তোমাদের মস্তিস্কে
গোপন সমীরণে, নিউরনের ছন্দপতনে গেঁথে দিবো

কে সে?

অভি ভাই?

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ডটকম ভাই !
কে সে ?
জানিনা ...

এই প্যারাটা লিখেছি আপনাদের উদ্দেশ্যে !
অনেক শুভকামনা রইলো !

৩৯| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আট নম্বর পিলাচ!

যত ভেতরে তত তীব্র....
যত তীব্র তই যেন সত্য...

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মঈনুল ভাই !
সুতীব্র মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা !
ভালো থাকবেন !

৪০| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

হাসান মাহবুব বলেছেন: সাধারণ কাহিনীর সুন্দর কাব্যিক রূপান্তর। সুখী সমাপ্তি অনুপ্রেরণাময়।

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হামা ভাই ! কাহিনীটা সাধারণ ই ! কেন জানি কাহিনী সাজানো আমাকে দিয়ে হয় না !
অনেক শুভকামনা আপনার জন্য !

৪১| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: ঘুরে দাঁড়াবার গল্প ভালো লেগেছে। অসমাপ্ত কবিতার সমাপ্তিও ভালো লেগেছে। গল্পের গঠন মজবুত না কিন্তু কিন্তু গল্পের এন্ডিং ছিল হ্যাপি হ্যাপি , তাই ভালো লেগেছে গল্পটা। আর কবিতাটা বেশ ভালো।

ব্যস্ততার মাঝেও লিখেছ, সময় দিয়েছ আর উৎসর্গ -- সব মিলিয়ে প্লাস ( যদি প্লাস বাটন কাজ করে আর কি !)

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , গল্পের গঠন আসলেই মজবুত হয় নি , সেদিক টায় আমার মনোযোগ ও ছিলনা ! চেয়েছি একটা মেসেজ দিতে , যেটা কবিতার সমাপ্তিতে বলতে চেয়েছি !


মামুন ভাইয়ের "পরাজিত ঈশ্বর " এই পোষ্টের প্রেরণায় !
অনেক ভালো থাকা হোক !

৪২| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

সুমন কর বলেছেন: বরাবরের মত, নতুন কিছু উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ। আর গল্প ও কবিতা অসাধারণ হয়েছে। লেখার স্টাইল ও বাক্য বিন্যাস খুব সুন্দর হয়েছে।
প্লাস............

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !
মন্তব্য আর সাথে প্লাস দুটার জন্যই আন্তরিক ধন্যবাদ !
ভালো থাকুন !

৪৩| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

আমিজমিদার বলেছেন: ভালই লাগছে।

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য !
শুভকামনা সব সময়ের !
ভালো থাকবেন !

৪৪| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

সোমহেপি বলেছেন: ঢঙটা একটু অন্যরকম । ভাষাটাও ।

এভাবে একটা পরিপূর্ণ লেখা হলে কেমন হত ভাবছি।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আসলেন মনে হয়। পড়ার জন্য অনেক ধন্যবাদ! এই ঢংগে পরিপূর্ণ লিখা। আমি একবার ট্রাই করেছিলাম, গল্প লিখতে গেলেই ট্রানজেকশন হারায়! আপনি লিখে ফেলুন সময় করে।
অনেক শুভকামনা রইলো!

৪৫| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১২

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,

শেষ লাইনটি বাদ দিয়ে কবিতার শেষ প্যারাটা ভালো হলেও মাঝের প্যারাগুলো তেমন শক্তিশালী মনে হলোনা । মনে হলোনা এ কারনে যে, আপনার লেখার হাত আরো শক্তিশালী । এখানটাতে খানিকটা টসকে গেছে । বাক্য ও শব্দগুলো জোড়ালো হলেও মূল ভাবটি সাদামাটা । ( এটা আমার নিজের মনে হলো )

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।


২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন!
আপনার প্রত্যাশা হয়তো পরের বার পূর্ণ করতে সক্ষম হবো!
মূলভাব টা হয়তো সাদামাটাই, সব মানুষ ই ঘুরে দাড়াতে চায়, কালো সময়টা পেছনে ফেলে। নিজের ব্যাক্তিত্ব আর আত্নপ্রত্যয় কাজে লাগিয়ে!
অনেক শুভেচ্ছা জানবেন!

৪৬| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১২

এহসান সাবির বলেছেন: বেশ অভি ভাই........!!! লেখার ধরনটাই ভিন্ন...........!!! ভালো লেগেছে খুব......!! মেঘবালিকা নাম টাও পছন্দ হইছে......!!!

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সাবির ভাই !
ভালো থাকুন অনেক অনেক !

৪৭| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পোষ্টে আসার জন্য !
শুভকামনা সব সময়ের!

৪৮| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

ধূর্ত উঁই বলেছেন: চমৎকার। পুরোটাই ভাল লেগেছে। উৎসর্গও ভাল লেগেছে। :)
কবিতার শ্যাষ পেরা দারুণ সমাপ্তির ইঙ্গিত দিয়েছে। :)

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :) :) :)অনেক ধন্যবাদ আপনাকে ধূর্ত উঁই!
ভালো থাকুন সব সময় !

৪৯| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

সদয় খান বলেছেন: ভাল লাগল ভাই কিন্তু মজাদার কিছু লিখেন,অনেকদিন হয় পড়ি না ।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: দেখি , মজাদার কিছু লিখা যায় নাকি, ব্লগের রম্য লেখকরা তো সব শীতনিদ্রায় আছে !
শুভেচ্ছা সদয় খান , ভালো থাকা হোক!

৫০| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: অন্ধরাতের কল্পভ্রমে সমীকরণ বদলে যায়।।
মেঘদূত , ঘোরগ্রস্থ বালকের উদ্দেশ্যে লিখে যায়
ঘুরে দাঁড়াও, আপন শক্তিতে !!


দারুণ। আগেই পড়েছি। দেরী কমেন্টে ছরি। :)

২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ! ইটস ওকে , পড়েছেন এতেই খুশি !
শুভকামনা রইলো !

৫১| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সহজ একটা গল্প কি কাব্যময় করে তুলেছেন । ভালো লেগেছে অনেক ।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আদনান !
শুভকামনা সব সময়ের !
ভালো থাকা হোক!

৫২| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আমি ময়ূরাক্ষী বলেছেন: বর্ণমালায় এঁকেছি মেঘ , মেঘের দূত মেঘবালিকা ! মেঘবালিকা মুছে দেয় অতীতের দীর্ঘশ্বাস!
অন্ধরাতের কল্পভ্রমে সমীকরণ বদলে যায়।।
মেঘদূত , ঘোরগ্রস্থ বালকের উদ্দেশ্যে লিখে যায়
ঘুরে দাঁড়াও, আপন শক্তিতে !!


মুগ্ধতা এবং মুগ্ধতা!

২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক শুভেচ্ছা জানবেন ময়ূরাক্ষী!
ভালো থাকা হোক সব সময় !

৫৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

আহসান জামান বলেছেন:
চমৎকার পড়তে, প্রিয়তে।

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আহসান ভাই !
প্রিয়তে নেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা !
ভালো থাকা হোক !

৫৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বেশ ! ভালো লাগলো , কিছুটা যখন জীবনের আয়নায় প্রতিফলিত হয় তখন কেন যেন ওইটুকু মনে রেখাপাত করে যায় ... / প্রিয়তে নিলাম - আর হ্যাঁ ভালো থাকবেন

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার ব্লগে স্বাগতম নাসিফ !
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন !
প্রিয়তে নেবার জন্য আন্তরিক ধন্যবাদ !
আপনিও ভালো থাকুন প্রতিক্ষণ!

৫৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: অন্যরকম ভালো লাগলো।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা যেমনি হোক , আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো !
আমার ব্লগে স্বাগতম জনৈক রুয়েটিয়ান !
ভালো থাকা হোক!

৫৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৫

অস্পিসাস প্রেইস বলেছেন:
চমৎকার সৃষ্টি, ভালো লাগলো।

তবে বাস্তবে সব সাঈফের ভাগ্যে মেঘবালিকা জোটেনা, যে এসে সমীকরণ বদলে দেয়।

অনেক সাঈফ আপন শক্তিতে ঘুরে দাড়াতে পারেনা, কারন একজন আপন মেঘবালিকা ছাড়া ঘোরগ্রস্ত বালক আপন শক্তির বিকাশ ঘটাতে নিস্ফল।

ঘুরে দাড়াতে ব্যর্থ সাঈফদের তখন অতীতের দীর্ঘশ্বাস কুরে কুরে খেতে থাকে, অন্ধকারের এক আয়না থেকে আরেক আয়নায় তারা হারিয়ে যেতে থাকে।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য !


হারিয়ে যাওয়া টা যাতে চিরস্থায়ী না হয় সেজন্য নিজের মানসিক শক্তি কাজে লাগানোর আহবান ছিল এই পোষ্টে !
শুভেচ্ছা জানবেন !

৫৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: দুঃখিত অভি! আমি আসলে বোকামনের পোস্টে যে মন্তব্য করতে জাচ্ছিলাম সেটা আপনার পোস্টে করে ফেলেছি :P কিছু মনে নিয়েন না! :P
***************************

গল্পের প্রথমের পিক দেখেই কতক্ষন "থ" মেরে থাকলাম। কি জানেন এই রকম একটা পিক খুজছিলাম আমি কয়েকদিন যাবত।

গল্প ভাল লেগেছে। থিমটা আগেও ব্যাবহার হয়েছে। কিছুক্ষন আগে মামুন ভাইয়ের একটা লেখায় একই থিম পেলাম। ভাল লাগে এই ধরনের লেখা।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ইটস ওকে , ঐ মন্তব্যটি তাই মুছে দিয়েছি , সে মন্তব্যে আমি আপনার সাথে সহমত !
*************************
পিক টা গুগল থেকে ধার নেয়া ! আমি কিছুটা এডিট করেছি !
অনেক ধন্যবাদ আপনাকে !
ভালো থাকুন !

৫৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

শাহেদ খান বলেছেন: সনাতন গল্পের মত: একটা চরিত্র সৃষ্টি করে তাকে সম্ভবপর সমস্ত কষ্ট দেয়া হল। অভিনব ব্যাপারটা আসলো যখন হঠাৎ দেখি ঘুরে দাঁড়ানোর গল্প এটা !

'বিধাতা সব কেড়ে নিতে জানে , সব ফিরিয়ে দিতে পারে !' -- সরল বিশ্বাসের সাহসী ফ্যান্টাসি ! এমন গল্পগুলো ভাল লাগে। বাস্তব হোক।

অনেক শুভকামনা, অভি।

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন শাহেদ ভাই !
সরল বিশ্বাসের সাহসী ফ্যান্টাসি টাই এই গল্পের পাঞ্চ পয়েন্ট !
আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো !

৫৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক বাস্তব যেন!
অনেক শব্দ নিয়ে। অনেক ভাবনায়, কবিতায়

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন !
শুভকামনা সব সময়ের !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.