নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটার প্রোগামিং ,আন্তর্জাতিক প্রাঙ্গনে বাংলাদেশ।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮

কম্পিউটার প্রোগ্রামিং এর প্রতিযোগীতামূলক আয়োজন গুলো হয়ে থাকে ACM নামক সংস্থার নিয়ন্ত্রণে।





ACM এর পরিপূর্ণ অর্থ হচ্ছে Association for Computer Machinery. প্রতিযোগীতাগুলোতে মূলত প্রোগ্রামারদের সামর্থ্য বাড়ানোর টনিক হিসেবে কাজ করে।



প্রতিযোগীতায় প্রোগ্রামার রা টিম হিসেবে অংশগ্রহন করে , তিনজন প্রোগ্রামার এবং একজন কোচ। সাধারণত ৫ ঘন্টা সময়ের ভিতরে ১০ টি প্রোগ্রামিং সমস্যা থাকে। প্রোগামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সাধারণত C, C++ , java ব্যাবহার করা হয়ে থাকে।যার যেটাতে সুবিধে হয়।





ছবিতে তিনটি সিম্বল দেয়া আছে , প্রথম সবুজ বর্গাকার ঘর এর অর্থ হচ্ছে প্রতিযোগী প্রবলেম পড়ছে এবং চিন্তা করছে , তারপরের হলুদ বাতির মানে হচ্ছে প্রতিযোগী সমাধানের পদ্ধতি খুঁজে পেয়েছে , তারপরের বেলুন সম্বলিত প্রতীকটির অর্থ হচ্ছে সে সমাধান করতে পেরেছে এবং কিছুক্ষণের মধ্যে ভলান্টিয়ার একটি বেলুন তার চেয়ারে বেঁধে দিয়ে যায় । প্রতি সমাধানের জন্য একটি বেলুন দেয়া হয়। একবার সর্বোচ্চ তিনটা বেলুন বাসায় নিয়ে আসতে পেরেছলাম , আমার ভাগে পড়েছিল একটা!:P:P



সাধারণত সবচেয়ে বেশী সমাধানের ভিত্তিতে র‍্যাঙ্কলিষ্ট আপডেট হতে থাকে এবং সবাই তা দেখতে পায় , তবে ভুল সাবমিশানের জন্য ২০ মিনিট করে পেনাল্টি পয়েন্ট কাটা হতে থাকে , কেউ যদি পরে সমাধান করেও পেনাল্টি পয়েন্ট কম থাকে তাহলে পেনাল্টি পয়েন্ট কম থাকার সুবাধে র‍্যাঙ্কলিষ্টে উপরে অবস্থান করবে। প্রথম চার ঘন্টা সাথে সাথেই র‍্যাঙ্কলিষ্ট আপডেট হতে থাকে , প্রতিযোগীতার প্রান ধরে রাখার জন্য শেষ একঘন্টা র‍্যাঙ্কলিষ্ট ফ্রিজ করে রেখে দেয়া হয় , তবে এই সময়ে সব টিম নিজেদের মত করে সমাধান করবে , র‍্যাঙ্কলিষ্টের প্রকৃত অবস্থান জানতে অপেক্ষা করতে হবে ৫ ঘন্টার টাইমফ্রেম শেষ হবার জন্য।



এই ধরণের প্রতিযোগীতাগুলো আমাদের দেশে সারা বছর ব্যাপি বিভিন্ন ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স বিভাগের আয়োজনে ACM এর তত্ত্বাবধানে হয়ে থাকে(IUPC- Inter University Programing Contest.)।

প্রতিবছর একবার করে আয়োজিত হয় ncpc - National Collegiate Programing Contest.

এই প্রতিযোগীতাগুলোতে কমপক্ষে ৮০ টি দল অংশ নিয়ে থাকে।

সারা দেশের সব পাবলিক এবং বেশীরভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ২ টি করে দল সাধারণত অংশ নেয়। এর জন্য প্রস্তুতি নেয়ার জন্য দলগত প্রস্ততির পাশাপাশি ব্যাক্তিগতভাবেও প্রস্তুতি নিয়ে থাকে । ব্যাক্তিগত প্রস্তুতির জন্য অনলাইন জাজিং সিস্টেমের আওতায় বেশ কয়টি সাইট আছে , যেখানে প্রোগ্রামাররা প্র্যাক্টিস করে থাকে ।



Acm প্রোগ্রামারদের অন্য যে কোন প্রোগ্রামারদের চেয়ে বেশী দক্ষ হবার সুযোগ থাকে ।সারা বছর বুদ্ধিভিত্তিক নানা ধরণের সমস্যার সমাধানের মাধ্যমে তারা এই দক্ষতা অর্জন করে , চাকুরীর বাজারে তাই ওদের চাহিদা বেশী হয়ে থাকে , তাছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ থেকে গুগল , মাইক্রোসফটের মত জায়গায় যোগ দেয়ার জন্য নিজেকে প্রমাণ করার জন্য সর্বোত্তম ফ্লাটফর্ম।



প্রেক্ষাপট বাংলাদেশ এবং প্রাপ্তিঃ

>>আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের কিছু গর্ব করার মত প্রাপ্তি এসেছে acm programing এর হাত ধরে । International collegiate programming contest এর বিচারক প্যানেলে দীর্ঘদিন যাবৎ

আছেন “ শাহরিয়ার মঞ্জুর ( ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটি )” ।



>>ব্যাক্তিগত প্র্যাক্টিস সাইট uva online judge এ সবচেয়ে বেশী সমাধানের গৌরব টি এখনো ধরে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের “জানে আলম জান ”।





>>মালেশিয়ার বেশীরভাগ অনলাইন কন্টেষ্টের প্রবলেম সেট এবং জাজিং গত কয়েক বছর ধরে বাংলাদেশ প্যানেল করে আসছে ।



ICPC: International collegiate programing contest.

প্রতিবছর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়ে থাকে । এর জন্য কোয়ালিফাইং রাউন্ড হয় সারা বিশ্বে। এশিয়ার ১৭ টি শহরে আয়োজিত হয় icpc . প্রতিটা সাইট থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ World Final এ অংশ নেয়ার সুযোগ পায়। ১৯৫৬ সালে প্রথম বারের মত কানাডায় আয়োজিত হয় । বাংলাদেশে প্রথম বার ১৯৯৭ icpc আয়োজন করার সুযোগ পায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ।

সেবার বাংলাদেশ থেকে প্রথম বারের মত world final এ অংশ নেয়ার সুযোগ পায় “বুয়েট বেঙ্গল

টাইগারস” দলটি। তারা সেবার World Final e ২৪ তম হয় ।



তারপর থেকে প্রতিবছর ই কমপক্ষে একটি দল বাংলাদেশ প্রতিনিধিত্ব করে আসছে । ঢাকা সাইটে সবচেয়ে মাথা ব্যাথার নাম চায়না এবং ভারতের কিছু দল । যারা ঢাকা সাইট থেকে অংশ নিতে আগ্রহী । যদিও বিগত সাল গুলোতে বাংলাদেশের দুটো দল প্রথম দুটি স্থান ধরে রাখতে সমর্থ হয়েছে। এর বাইরে যারা অল্পের জন্য ঢাকা সাইটে ৪র্থ কিংবা ৫ম হয়ে যাচ্ছে তারা আবার ভারতে এবং মালয়েশিয়াতে অংশ নিচ্ছে । ২০১৩ সালে ভারতের অমৃতাপুর থেকে শাহাজালাল বিশ্ববিদ্যালয় World final এর টিকেট পাবার গৌরব অর্জন করেছে।

২০১২ সালে বাংলাদেশ থেকে অংশ নেয়া দল দুটি একসাথেঃ



২০১৩ ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেয়া “বুয়েট চোকার”ঃ



বুয়েট চোকার। বাম দিক থেকে কোচ ড. কায়কোবাদ, নাজমুল হাসান রিয়াদ, মোঃ হাফিজ উদ্দিন এবং প্রসেনজিৎ বড়ুয়া লিংকিন। ফটো কার্টেসি - ICPC।

২০১৩ সালের ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেয়া শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ







সেইন্ট পিটার্সবার্গে ২০১৩ এর ACM ICPC ওয়ার্ল্ড ফাইনালসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(sust _ palindrome )। ফটো কার্টেসি - শহীদুল ইসলাম।





ছোটবেলা থেকে প্রতিযোগীতা মূলক অনলাইন প্রোগামিং কনটেষ্টের আতঙ্ক “টুরিষ্ট ” এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট।



টুরিস্ট (দাঁড়ানো) এবং তার টিম সেইন্ট পিটার্সবার্গ ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি। ফটো কার্টেসি - ICPC News।



বাংলাদেশের পতাকা বুকে নিয়ে বিশ্বমঞ্চেঃ





Sust_ palindrome দলনেতা ফরহাদ ভাইয়ের কাছ থেকে নেয়া ওয়ার্ল্ড ফাইনালের কিছু ছবিঃ



সামনের বছর আয়োজিত হতে যাচ্ছে ২০১৪ সালের ওয়ার্ল্ড ফাইনালঃ





সে লক্ষ্যে ৩০শে নভেম্বর , শনিবার ( ২০১৩ ) ঢাকা রিজিওনাল সাইটে ওয়ার্ল্ড ফাইনালের টিকেটের জন্য লড়বে ৫৬ টি বিশ্ববিদ্যালয়ের ১২০ টি দল।

আশা করি এবারো দেশের পতাকা বুকে নিয়ে সম্মান বয়ে আনবে।

ঢাকা রিজিওনাল সাইটে অংশ নেয়া সকল দলের প্রতি রইলো অজস্র শুভকামনা ।



বছর দুয়েক আগে এক্সাইটিং এই লাইফস্টাইল পর্যাপ্ত মনোসংযোগের অভাবে পেছনে ফেলে আসলেও ICPC আসলেই কেমন জানি আবার শুরু করতে মন চায় , যে কারণে এই পোষ্টের অবতারণা ।



পরপর দুবার অল্প কিছু পেনাল্টি পয়েন্ট এর কারণে ওয়ার্ল্ড ফাইনালে না যেতে পারলেও বাংলাদেশে প্রোগামিং জগতে নিজেদের খুব ভালো করে চিনিয়েছেন SUB_ epsilon (একবার ন্যাশনাল চ্যাম্পিয়ান ).



বাম পাশ থেকে ওয়াহিদ ভাই , মশিউর লিংকন ভাই এবং ইরফান ভাই। অতিরিক্ত ফাঁকিবাজির কারণে মশিউর ভাইকে(বর্তমানে বাংলাদেশ বিচারক প্যানেলের একজন) ট্রেইনার হিসেবে পেয়েও ওনাকে নিজের জন্য যথার্থভাবে কাজে লাগাতে পারিনি।



স্মৃতির পাতা থেকেঃ



আমার ক্যারিয়ারের প্রথম ন্যাশনাল কন্টেষ্ট ,ইষ্ট ওয়েস্ট এ , উইথ অল ৩ টিম।





সাস্ট আইপিসিতে অতিরিক্ত পেনাল্টি খেয়ে মন খারাপ।



সামনের শনিবারের আইসিপিতে অংশ নেয়া সকল দলের প্রতি রইলো আগাম শুভেচ্ছা , চ্যাম্পিয়ন এবং রানার্স আপ আশা করি দুটোই বাংলাদেশের দল হবে । বরাবরের মত তারা এবারো দেশের প্রতিনিধিত্ব করতে উড়ে যাবে । তাদের জন্য ও শুভকামনা ।

হ্যাপি কোডিং!!







মন্তব্য ৭৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২০

মাহমুদ০০৭ বলেছেন:
এগিয়ে যাক বাংলাদেশ । পোষ্টে ভাল লাগা রইল অভি ভাই ।

ভাল থাকুন :)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই !

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

আমিনুর রহমান বলেছেন:




আইসিপিতে অংশ নেয়া সকল দলের প্রতি রইলো শুভ কামনা।

গুড পোষ্ট অভি +++

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই !
আপনার জন্য ও শুভকামনা রইলো !

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১

মামুন রশিদ বলেছেন: শুভকামনা বাংলাদেশ টিম ।


নাইস পোস্ট অভি :)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !
ভালো থাকুন !

৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট। সবার জন্য শুভকামনা। তবে নিজ দেশের প্রতিনিধিদের প্রতি রইল বাড়তি অনুপ্রেরণা। জয়ী হোক বাংলাদেশ।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা।
প্রতিযোগীতার মাধ্যমে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ুক !

৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:
গুড পোস্ট!
শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য!!

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !
আশা করি ২০১৪ সালে ২-৩ টি বাংলাদেশী টিম অংশ নেয়ার যোগ্যতা অর্জন করবে !

৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

মশিকুর বলেছেন:
বাংলাদেশ এগিয়ে যাক আলোর গতিতে। তরুণদের হাত ধরে বাংলাদেশের নাম ছড়িয়ে পরুক পৃথিবীর প্রতিটি কোনায়। পোস্টে +++

ভালো থাকুন।।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বাংলাদেশ এগিয়ে যাক আলোর গতিতে। তরুণদের হাত ধরে বাংলাদেশের নাম ছড়িয়ে পরুক পৃথিবীর প্রতিটি কোনায়।
আপনাকে অনেক ধন্যবাদ মশিকুর ভাই !

৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০১

তামিম ইবনে আমান বলেছেন: আহারে ACM

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , বলতেই পারো আহারে ACM । আমি নিজেও মাঝে মাঝে বলি !
শুভেচ্ছা তামিম !

৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট ।শুভেচ্ছা থাকলো বাংলাদেশ টিমের জন্য। তারা গর্ব করার মত সাফল্য দেখাক । এই শুভকামনা ।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
আপনার জন্য ও শুভকামনা রইলো !

৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা ব্যাপার জানলাম। অনেক শুভ কামনা রইল এই প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের প্রতি।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কা_ভা ভাই !
আপনার জন্য ও শুভকামনা !

১০| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: বাহ!! দেখসো কত মেধাবী ছেলেপেলের সাথে ব্লগিং করি B-)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: এহেরে , দিলেন তো এক্কেবারে !!
এনিওয়ে আমি কিন্তু কনটেষ্ট করছিনা এখন আর , সর্বশেষ ২০১১ সালের আইসিপিতে এটেন্ড করেছিলাম যাষ্ট !
আপনাকে অনেক ধন্যবাদ পোষ্টে আসার জন্য !

১১| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমি কিন্তু সত্যি মিন করেই বলেছি :) এই যে আমি আপনার পোস্টে মন্তব্য করছি, লিখতে পারছি, বলতে পারছি এই সবই ছোট ছোট স্বপ্ন আর মেধার সমন্বয়! সবইতো কোডিং :)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , সবই কোডিং , ঠিক ই বলেছেন !
অনেক শুভেচ্ছা জানবেন জীবনানন্দদাশের ছায়া !

১২| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫

অনাহূত বলেছেন:

সামুর টেক্সট এডিটরটা নিয়ে কাজ করতে চাই। এরজন্যে কি কি টেস্ট পাস করা লাগবে? রিচ একটা টেক্স এডিটর অথচ টেক্সট ফরম্যাটিং নেই।

অনেক পরিশ্রমী একটা পোষ্ট হয়েছে। এসিএম, স্বপ্নের এসিএম।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি পোষ্টে আসার জন্য !
এই জন্য প্রথম টেষ্ট মনে হয় আপনাকে সামু অফিসে টেকনিক্যাল টিমে প্রবেশ করার জন্য দিতে হবে ;) ;) , জানা আপুর সাথে যোগাযোগ করে ফেলেন!

তবে আসলেই টেক্সট এডিটর টাতে পরিবর্তন আসলে ভালো হয় !
এসিএম কি আপনার ও স্বপ্ন ছিল নাকি ?
অনেক শুভেচ্ছা রইলো !

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

নাজিম-উদ-দৌলা বলেছেন:
চমৎকার আর পরিশ্রমী একটা পোস্ট। ধন্যবাদ অভি। :)

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে ধন্যবাদ নাজিম ভাই !
শুভকামনা রইলো !

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০১

এহসান সাবির বলেছেন:
এগিয়ে যাক বাংলাদেশ । পোষ্টে ভাল লাগা রইল অভি ভাই ।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাবির ভাই !
শুভকামনা রইলো !

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২১

একজন আরমান বলেছেন:
দারুন একটা জিনিস জানতে পারলাম।
আইসিপিতে অংশ নেয়া সকল দলের প্রতি রইলো শুভ কামনা। :)

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আরমান !
তোর জন্য ও অনেক শুভকামনা থাকলো !

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক কিছু জানা হল।

২০১৩ ঢাকা রিজিওনাল সাইটে ওয়ার্ল্ড ফাইনালে অংশ গ্রহনকারী টিমের প্রতি শুভ কামনা!

হ্যাপি কোডিং

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাদের কে জানাতে পেরে আমারো ভালো লাগছে !
২০১৩ ঢাকা রিজিওনাল সাইটে যে কন্টেষ্ট টি হবে সেখান থেকে প্রথম দুটি দিল ২০১৪ সালের জুলাই মাসে হতে যাওয়া ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেয়ার সুযোগ পাবে !
দোয়া করেন যাতে দুটা দল ই বাংলাদেশের হয় ! সারা বিশ্বেই এই প্রক্রিয়ায় দল গুলো নির্বাচিত হবে !
এশিয়াতে মোট ১৭ টি সাইটে সিলেকশন কন্টেষ্ট হবে !
আপনার জন্য ও অনেক শুভকামনা !
হ্যাপি কোডিং :)

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর পোষ্ট ++++++++++

আইসিপিতে অংশ নেয়া সকল দলের প্রতি রইলো শুভ কামনা।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন !
অনেক শুভকামনা রইলো !

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:১৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পড়তে পারছি। তবে প্রোগ্রামাররা কী করে তা ভাবতে গেলেই মাথাটা কেমন যেন...

শুভেচ্ছা থাকলো আমাদের দেশের সদস্যদের জন্য।

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জুলিয়ান ভাই !
কষ্ট করে পড়েছেন এই জন্য কৃতজ্ঞতা !
প্রোগ্রামাররা কি করে একটা স্যাম্পল দেখতে পারেন।

দোয়া করেন যাতে ম্যাক্সিমাম টিম শনিবারে ওয়ার্ল্ড ফাইনালের টিকেট পেতে পারে।
আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো !

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ACM এর কিছু প্রবলেম সল্ভ করলেও পরে ছেড়ে দি
আমার ক্রিয়েটিভ কিছু করতে ভালো লাগে। যেমন সফটওয়ার রিলেটেড প্রোগ্রাম করা

২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
ACM এর প্রবলেম সলভিং এর চেয়ে ক্রিয়েটিভ আর এক্সাইটিং কিছু দুনিয়াতে থাকতেই পারেনা , আমার দুই বছরের ACM ক্যারিয়ার এর অভিজ্ঞতা থেকে বলছি।

তবে এনজয় করাটা জরুরী , এনজয় না করতে পারলেই ফুলস্টপ।

ACM প্রোগ্রামাররাও জব লাইফে গিয়ে সফটওয়্যার রিলেটেড কাজ করে , কেউ এলগরিদম নিয়ে কাজ করে । আমি যা জেনে এসেছি যে কোন ল্যাঙ্গুয়েজে নিজেকে মানিয়ে নেয়া সহজ হয়। বাকীটা না দেখে বলতে পারছিনা।

আপনার জন্য অনেক শুভকামনা রইলো !

২০| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

অনাহূত বলেছেন: টেক্সট ফরম্যাটিং তো আছে সামুর টেক্সট এডিটরে। টেক্সট এ্যালাইনমেন্ট নেই। যেটা ডিলিট করতে বললাম, সেটা না করে শুদ্ধটা ডিলিট করে দিয়েছেন। হা হা হা। ওকে, ব্যাপারনা।

হুম, আমার মনেহয়- না মনেহয় না, আমি নিশ্চিত প্রত্যেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্বপ্নেই এসিএম থাকে। আমার ফার্মে একজন কাজ করতো শাবিপ্রবি'র একটা ছেলে। ও এসিএম করা ছিলো। বাগ সলভিংয়ের কি ক্ষমতাই না ছিলো ওর। প্রশংসনীয়। এখন ভালো অবস্থায় আছে।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ওহো ! আমি আবার মনে করেছি দুটাই এক , তাই যেটাতে লিখেছেন একটা মুছে দিতে সেটা মুছে দিয়েছি !


সত্যি কথা বলেছেন , বাগ সলভিং এর ক্ষমতাগুলো এসিএম করার সুবাধে রপ্ত হয়ে যায় । যে কারণে প্রফেশানাল ল্যাঙ্গুয়েজ গুলো আয়ত্ব করতে এসিএম আলাদা ভাবে সহায়ক হয়ে থাকে।
অনেক শুভকামনা রইলো আপনার জন্য !

২১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫

বাংলাদেশী দালাল বলেছেন: খুবই শুন্দর পোস্ট অভী ভাই। আপনি আর অংশ গ্রহন করছেন না কেন?

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বাংলাদেশী দালাল ভাই ।
আমি কেন অংশগ্রহণ করছিনা ?
একবাক্যে আসলে উত্তর দেয়া খুবই কঠিন হয়ে যাবে। এসিএমে নূন্যতম মান ধরে রাখার জন্য ও দিনরাত প্র্যাক্টিস করতে হয়। একটা সময় যথেষ্ট না হলেও টার্গেট নিয়ে করেছি। ব্যাক্তিগত (কিছু একটা ) কারণে যথেষ্ট মনোযোগ দিতে পারছিলাম না বলে কিছুদিন টোটালি দূরে ছিলাম , কিছুদিন করতে করতে তা এক সময় একমাসে , তারপর দুইমাস । আর বসা হয় না , একটা সময় সময়টা বাড়তেই লাগলো। আর ব্যাপারটাই এমন নিয়মিত না থাকলে কনফিডেন্ট লেবেল কমে যায় সাংঘাতিকভাবে। আমাদের ক্যাম্পাসে একটা ট্রাডিশান ছিল যারা এসিএমে আগ্রহী সিনিয়ররাই জুনিয়রদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতো ,ক্লাস নিতো , যা আমি পেয়েছি , আমার জুনিয়রদের ও দেখিয়েছি , আমার ৭ মাসের বিরতির পর একদিন অনুধাবন করলাম যাদের শিখিয়েছি , তারাই এখন আমাকে হারিয়ে দিতে পারবে!!
বাইরের যে কোন কন্টেষ্টের আগে নিজেদের ভিতর কন্টেষ্ট করতে হতো , ছোটদের কাছে পরাজয় টা মেনে নিতে পারবোনা বলে আর মাঠেই নামলাম না ! কিন্তু কন্টেষ্ট আসলেই কেমন জানি ইচ্ছে করে ! তারপর নিজের জন্য মাঝে মাঝে বসেছি , কিন্তু প্রফেশনালি আর করা হয় নি । আজকেও ছোট ভাইদের অনুরোধে ওদের সাথে গিয়েছিলাম নর্থ সাউথে - আগের দিনের কিছু আনুষ্টানিকতায় ওদের সাথে থাকতে , অনেক পুরানো মানুষের সাথে দেখা হলো , আড্ডা মেরে এলাম, আড্ডার সঙ্গী ছিলেন উপরের সদ্য ওয়ার্ল্ড ফাইনাল ঘুরে আসা ফরহাদ ভাই ও , ভাবতেই ভালো লাগে ওনার সাথে যে কোন ভাবে পরিচয় আছে !
ওফফ অনেক কিছু লিখে ফেলেছি ।

২২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

একাকী সমুদ্রে বলেছেন: আগে বাংলাদেশকে ভারতের কানপুর বা অন্য কোন রিজিওনাল সাইটে গিয়ে।বাংলাদেশকে কিভাবে একটা রিজিওনাল সাইট করা হল সেইটা বললে আরও গৌরব বাড়ত।

বাংলাদেশের কয়েকজন বিখ্যাত এসিএম ফাইটার হচ্ছেন নাসা ভাই আর নাফি ভাই(একই পরিবারের ২ জন), পাপ্পানা ভাই( আমি যতদুর জানি তার সাফল্যের কারণে বাংলাদেশে এখন রিজনাল কন্টেস্ট হয়), জানে আলম জান ভাই(ওয়ান ম্যান আর্মি), তানাইয়ীম মুসা ভাই। সবার সম্পর্কে লেখা দরকার ছিল। আরও বেশি ইনফরমেশন দিতে পারতেন। তাইলে সবাই বুঝতে পারত এই একটা দিক দিয়া আমরা পৃথিবীর সেরা ভার্সিটি গুলাকে হারাতে পারি।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।
বিখ্যাত এসিএম ফাইটারদের ভিতরে নাফি ভাই , জান ভাই আর মুসা ভাইয়ের দেখা পেয়েছি , বাকীদের ব্যাপারেও শুনেছি।
আসলেই বলা উচিৎ ছিল , কিন্তু পোষ্ট দীর্ঘ হয়ে যাচ্ছিল তাই আর টানিনি। বলতে গেলে আরো অনেকের কথাই বলা যায় - আন্না ফারিয়া, শুধু উনি না ওনাদের পুরো টিম ! সেদিকে ফোকাস না করে পোষ্ট লিখতে বসে যাদের কথা মাথায় ছিল তাদের দৃষ্টান্ত টেনে শুধু বলতে চেয়েছি অন্তত এই একটা দিকে আমরা পৃথিবীর সেরা ভার্সিটিগুলোকে হারাতে পারি। আর ক্যারিয়ার এর জন্য নিয়মিত অংশ নেয়াটাও গুরুত্বপূর্ণ কিছু।

অনেক ধন্যবাদ আপনাকে । আপনার মন্তব্য আমার পোষ্টের সীমাবদ্ধতা কিছুটা হলেও দূর করেছে।

২৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

বাংলাদেশী দালাল বলেছেন: হা হা হা। মজা পাইলাম। মনে হলো কথগা গুল বলতে পেড়ে আপনার হালকা লাগছে।

বাইদা ওয়ে আমিও একই প্রফেশনেরতো তাই জানতে চাইলাম।
প্লাটফর্ম যত দ্রুত আপডেট হয় তাতে পিছিয়ে পরাটাই সাভাবিক।

ভালো থাকবেন।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হহাহহা ! হতে পারে !
কিন্তু ঠিক পিছিয়ে পড়া না , আবার মাসদুয়েক বসলেই নিজেকে ফিরে পাওয়া যাবে ।
শুভকামনা অনেক অনেক !

২৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

একাকী সমুদ্রে বলেছেন: এই লিঙ্কটা দেখেন

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , এখানে আপনি শুধু বুয়েটের টিম গুলোর কথা জানিয়েছেন।
বুয়েটের বাইরেও , ঢাকা ইউনিভার্সিটি , নর্থ সাউথ , ইষ্ট ওয়েষ্ট , সাস্ট ওয়ার্ল্ড ফাইনালে গিয়েছে।
সেই লিষ্টের লিঙ্কটা পোষ্ট দেয়ার আগেই ঘুরে এসেছিলাম , কিন্তু কি মনে করে যেন আর দেয়া হয় নি ।
উইকির এখানে এখন পর্যন্ত সব টিমের বিস্তারিত আছে।

আপনাকে বিনীত ধন্যবাদ এই লিঙ্কগুলো দেয়ার কথা মনে করিয়ে পোষ্ট সমৃদ্ধ করার জন্য !

২৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০১

বাংলাদেশ-ফয়সাল বলেছেন: আমার একটা প্রবলেম সলভ করে দেন ।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহা! বেশ মজা দিলেন !
সব সময় শুনে এসেছি কমন বাণী -
নিজের প্রবলেম নিজে সলভ না করতে পারলে একটাই উপদেশ- ট্রাই , ট্রাই এন্ড ট্রাই !

২৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ট্রাই , ট্রাই এন্ড ট্রাই পর্ব শেষ করেছি । তাই আপনাকে বললাম ।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: তাহলে বলেন দেখি আপনার প্রভলেম , সলভ করা যায় নাকি দেখি !

২৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

একাকী সমুদ্রে বলেছেন: আমি গ্রায়ুজেশন করেছি ২বছর আগে। গ্রাজুয়েশনের সময় এসিএম এর প্রতি এতটা ইচ্ছা ছিল না। আমি ২য় বর্ষের পর থেকেই পার্ট টাইম জব করতাম। মাস্টার্স পড়ুয়া অনেক আপু-ভাইয়াদের থিসিস এর কাজ করে দিতান(এলগরিদম বা প্রোগ্রামিং)।

এসব করে আমার গ্রাজুয়েশন শেষ করি। সবাই বলত এসব না করে এসিএম যোগ দিলে আমি ভাল করতে পারতাম। আমাদের ইউনিভার্সটির সব ব্যাচ থেকে ওয়ার্ল্ড ফাইনালে যায়। কিন্তু আমাদের ব্যাচ থেকে কেউ যাবার মত ছিল না। আমার ক্লাসমেটরা আমাকে সহ কয়েকজনকে(যারা ভাল প্রোগ্রামার) অনেক বুঝানোর চেস্টা করত। কিন্তু আমি তখন থেকেই প্রফেশনাল টাইপের ছিলাম। কিন্তু পাস করার পর জিনিসটার প্রতি দুরবলতা অনুভব করি। এখন আমি সময় পেলে মাঝে মাঝে এসিএম সলভ করি। আপনার পোস্ট দেখে আজকে সল্ভ করতে ইচ্ছা করছে।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ,সত্যি কথা হচ্ছে এটাই ফ্যাক্ট !
শুরু করেছিলাম এক স্যারের কথায় আপনার উপরে বলা কথাগুলোই স্যার আমাদের শুনিয়েছিলেন। কিছুদিন পর মনে আছে একজন আমাকে বলেছিল এইসব কি করে সময় নষ্ট করছে , শুধুমাত্র সি আর সি+ দিয়ে কিছুই হয় না । কাজের কাজ করো , পিএইচপি শেখো , সি শার্প শেখো , চাকুরীর বাজারে দাম পাবা । আমাদের তখন সপ্তাহে একদিন অফিস ছুটি নিয়ে ক্লাস নিতে আসতেন মশিউর ভাই , ওনাকে বললাম ! উনি বললো "যখন তুমি চাকুরী করতে যাবা , তখন তোমার সলভিং স্কিল দেখেই তারা বুঝবে তুমি যে কোন জিনিস কতটা দ্রুত শিখে নেয়ার ক্ষমতা রাখো, আর তুমি যদি নিয়মিত এসিএম প্রোগ্রামার হয়ে থাকো তুমি অল্প সময়ে অভিজ্ঞ অন্য প্রোগ্রামারের চেয়ে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে দক্ষতা অর্জন করবে ! " যাষ্ট এনজয় ইউর সলভিং !
বেশ কিছুদিন দূরে থেকে ভুল করেছি, বুঝতে পেরেছি কিছুদিন আগে , যখন দেখলাম সদ্য পাশ করা আমার এক ব্যাচ সিনিয়র এসিএম প্রোগ্রামাররা অন্য কোন ল্যাঙ্গুয়েজ ভালো করে না জানা সত্ত্বেও ওদের থেমে থাকতে হচ্ছেনা, সফটওয়্যার ফার্মগুলো ওদের শিখানোর জন্য জব দিচ্ছে ! অন্যদিকে অন্য ল্যাঙ্গুয়েজে এক্সপার্টদের তীব্র প্রতিযোগীতায় নামতে হচ্ছে !
আপনার জন্য অনেক শুভকামনা রইলো , আপনি আমার চেয়ে ভালো করে অনুধাবন করছেন "ইট উইল ইম্প্রোভ ইউর স্কিল ফর শিউর "

চমৎকার মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ আবারো !

২৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: এসব দেখতে শুনতে বড় ভালো লাগে । চারিদিকে এতো অস্থিরতা তার মাঝে সামান্য স্বস্তি । ওদের জন্য শুভকামনা । আপনাকে ধন্যবাদ । :)

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আদনান ভাই !
চারদিকের অস্থিরতা এখানেও সমস্য করছে , শনিবারের কন্টেষ্ট অবরোধের কারণে আগামী শুক্রবার নিতে বাধ্য হয়েছে , আর এটা জানিয়ে সবাইকে মেসেজ করার সুযোগ টা পেয়েছে মাত্র ৬ ঘন্টা আগে , ঢাকার বাইরে থেকে , আমার জানামতে চায়না এবং ভারত থেকেও কয়েকটা টিম আজ(শনিবার ) মাথায় রেখে ঢাকায় এসে পড়েছে শুক্রবারেই ।
আজ সন্ধ্যার পর আবার ৭২ ঘণ্টা অবরোধের কারণে পরবর্তী শুক্রবার করতে বাধ্য হয়েছে ! ঢাকার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিম গুলোর ভোগান্তির কথা একবার ভাবুন !
আর আগের দিনের মানসিক প্রস্তুতির কথা নাই বললাম !

আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো !

২৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ইমেইল এড্রেসটা দিয়েন ।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন
আমার ফেসবুক লিংক । শুধু একটা মেসেজে ইনফর্ম করলেই চলবে , মেইল চেক করা হয়না , তাই ফেসবুকের কথা বললাম!
আর মেইল করতে চাইলে
[email protected]
এখানে পাবেন !

৩০| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা।

আমি প্রোগ্রামিংয়ে সাফল্যের সাথে ব্যাকলগ খেতাম।

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হামা ভাই পোষ্টে আসার জন্য !
ভালো থাকুন !

৩১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

মোঃ ইসহাক খান বলেছেন: ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে যাক, এই কামনা করি।

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই !
আপনার জন্য ও শুভকামনা রইলো !

৩২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: C/C++ প্রোগ্রামিং খুব ভাল পারতাম বলেই ACM করতাম। আমার প্রথম সফটওয়ার ডেভালাপমেন্ট ছিল C দিয়ে করা। এরপর ACM প্রব্লেম সল্ভ করার পরিবর্তে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা আরম্ভ করি। C/C++ পারলে আপনার অন্য ল্যাঙ্গুয়েজ শেখা কোন ব্যাপার না। প্রোজেক্ট করতাম, বড় ভাইদের প্রোজেক্ট করে দিতাম। প্রোজেক্ট করতে করতে রিলেটেড প্রব্লেমগুলো সল্ভ করতাম। আর হ্যাঁ, হ্যাকিং ভাল লাগতো।

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার জন্য অনেক শুভকামনা , আপনাদের কয়েকজনের সাথে প্রাণবন্ত আলাপচারিতা পোষ্টের গুনাগুণ বাড়িয়ে দিয়েছে !

৩৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

অদৃশ্য বলেছেন:






পরে সময় করে লিখাটি পড়ছি...


শুভকামনা...

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সব সময় পাশে থাকার জন্য আপনাকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছিনা !
সময় করেই আসুন , অনেক শুভকামনা রইলো আপনার জন্য !

৩৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

চটপট ক বলেছেন: প্রোগ্রামিঙের ব্যাপারে আগ্রহ অনেক আগে থেকেই, তাই ইচ্ছা ছিল সিএসই তে পড়ার! এইটা পড়ে আগ্রহ আরও বেড়ে গেলো ! ঃ)

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ওয়েটিং ফর ইউ !
শুভেচ্ছা মাহফুজ !

৩৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:




আইসিপিতে অংশ নেয়া সকল দলের প্রতি রইলো শুভ কামনা।

গুড পোষ্ট অভি +++

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই !
আগামী শুক্রবার আইসিপিসি হবে , এই শনিবার অবরোধে কারণে ইভেন্ট পেছানো হয়েছে , ঢাকার বাইরের টিম গুলোর ভোগান্তি চিন্তা করতে পারছিনা !
অনেক ভালো থাকুন !

৩৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: চারপাশের এত হতাশ আর মন খারাপের মাঝে আপনার পোস্ট এক চিলতে আশার পরশ!ভালো লাগে খুব এইগুলা শুনতে, দেখতে! আন্তর্জাতিক অঙ্গনে যে সব মেধাবী স্বাপ্নিক দেশের পতাকা তুলে ধরছে সগৌরবে, তাদের প্রতি রইলো নতজানু শ্রদ্ধা!

আমরা করবো জয় একদিন!

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইফতি ভাই , পোষ্টে আসার জন্য !
আমরা করবো জয় একদিন ~

৩৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

অপ্রচলিত বলেছেন: তথ্যবহুল পোস্ট, চমৎকার গুছিয়ে লিখেছেন। বিশ্ববিদ্যালয়ে আসার আগেই যদি প্রোগ্রামিং কন্টেস্ট সম্পর্কে জানতাম :( :( আসলে এ বিষয়ে কোন প্রচার নেই বললেই চলে। পত্রপত্রিকাগুলো তো আছে শুধু ফ্রী-লেন্সিং আর পিএইচপি নিয়া লাফাইতে। প্রোগ্রামিং কন্টেস্টের প্রাইযমানিও বাড়ানো উচিৎ। আজাইরা সব সফটওয়্যার বানাইলেও তো লাখ টাকা পাওয়া যায় :||

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !
নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে লিখেছি , আরো অনেক তথ্য আনা যেত !

আসলেই প্রচারণা টা খুবই সীমিত , শুধুমাত্র অংশগ্রহনকারী ডিপার্টমেন্ট গুলোর মাঝে অফিসিয়াল লেটারের মাঝে অনেক সময় সীমাবদ্ধ , যারা নিয়মিত করে তারা এমনিতেই খবর পেয়ে যায় !

বাইরের স্টুডেন্টরা অনেকে স্কুল লেবেল থেকেই শেখা শুরু করে দেয় , সে তুলনায় আমাদের শিক্ষা ব্যাবস্থা আমাদের পিছিয়ে পড়তে বাধ্য করছে!
আপনার জন্য শুভকামনা রইলো অনেক !

৩৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১

অপ্রচলিত বলেছেন: http://uhunt.felix-halim.net/
ফেসবুকের মাধ্যমে আপনার মন্তব্য এবং কোড দেখলাম। :P
জাজে আপনার আইডিটা কি?

নিরন্তর শুভ কামনা।
ভালো থাকুন সর্বদাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ফেসবুকে কোড দেখবেন কেমতে :|| :|| ??
জাজে আমার আইডি
http://uhunt.felix-halim.net/id/77125
অতি মাত্রায় অনিয়মিত এখন :(
শুভেচ্ছা অপ্রচলিত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.