নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

এখনো পুড়ে যাওয়া ঘুমন্ত কিশোরের আত্না জেগে উঠেনি !!

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০



একদিন হয়তো সব কিছুই চলে যাবে নষ্টদের অধিকারে ...

তারপর পৃথিবীর বুকে মানুষের অস্তিত্ব হবে প্রশ্নবিদ্ধ !

হয়তো তখন রাজপথে দীর্ঘশ্বাসের গান আর শোনা যাবেনা

হয়তো তখন ঝুল বারান্দার বিকেলের নরম রোদের চায়ের কাপে,

আগুনে পুড়ে যাওয়া মৃতদের আত্না এসে ভর করবেনা !

হয়তো তখন “স্বাধীনতা” শব্দটি উচ্চারণের সাহস বুকে থাকবেনা,

হয়তো তখন আবিস্কার হবে রাজপথে রাজনীতি করতে গিয়ে নিহত হওয়া সেই

বোকা কিশোরটি দুই পুরুষ আগেই আত্নীয় ছিল “প্রতিপক্ষের”!

এখনো ঝলসানো লাশের দীর্ঘশ্বাস , আর লাশ ঘিরে ভোটের হিসেব নিকেশ

ঘৃণার পারদটা বাড়িয়ে দিতে পারেনা !

কেননা আমরা এখনো অন্ধ, কারো বাম চোখ , কারো ডান চোখ !

এখনো হয়তো সবকিছুই নষ্টদের অধিকারে নেই ,

এখনো রাজপথে দীর্ঘশ্বাসের গান শোনা যায়

আগুনে পুড়ে যাওয়া ঘুমিয়ে থাকা কিশোরের আত্না

ভোটকেন্দ্রে ঠাই দাঁড়িয়ে অভিশাপ দিতেই থাকবে !

স্বাধীনতা শব্দটি এখনো আমাদের অহংকার !

আশার বাণী শুনতে চাইনা ,

কতটা নির্লজ্জ স্বার্থপর হলে রোজ সকালে আয়নায় নিজেকে দেখেন

সেটা জানতে চাচ্ছি !






একটা পিটিশন সাইট রেডী হয়েছে ,শুধু নাম আর মেইল দিয়ে সাইন করে নিজের কথাটা বলে সমান ভাবে সেক্রিফাইসের পথটা আমরা দেখিয়ে দিতেই পারি ! বাকীটা সময় দেখে নিবে!



ছবিসূত্রঃ ইন্টারনেট!

মন্তব্য ৯২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

একজন আরমান বলেছেন:
কতটা নির্লজ্জ স্বার্থপর হলে রোজ সকালে আয়নায় নিজেকে দেখেন
সেটা জানতে চাচ্ছি !


০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটা জানার সৌভাগ্য কখনো হবেনা তোর ও না , আমার ও না !
পিটিশনে সাইন করেছিস ?

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ তো সময়ের কথা
হায় রে মিথ্যাচার ধুকাবাজী ক্ষমতা
কবে আসবে মানুষের সত্যকার
মুক্তি আর স্বাধীনতা ।।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বন্ধু !
আশা করি পিটিশনে সাইন করেছেন !

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০

সুমন কর বলেছেন: অনেক সুন্দর লিখেছো। বর্তমান পেক্ষাপটের কারণে আজ আমরা সবাই ভীত, সংকিত আর অনিশ্চিত! সবার মনের অচল অবস্থা কেঁটে যাক-সেটাই আশা করি।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা , আশা করি পিটিশনে সাইন করেছেন , এতে কাজ হবে নাকি জানিনা , তবে সাধারণ মানুষের মনোভাব জানিয়ে দেয়া যায় !

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

নীল-দর্পণ বলেছেন: ভাল লাগা অনেক

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

মামুন রশিদ বলেছেন: এখনো হয়তো সবকিছুই নষ্টদের অধিকারে নেই ,
এখনো রাজপথে দীর্ঘশ্বাসের গান শোনা যায়


দীর্ঘশ্বাসের গানকে আমাদের আনন্দের গানে রুপান্তর করতেই হবে ।

পিটিশনে সকালেই সাইন করেছি । আমার সাইন ক্রমিক ৫৪৮ ।

শুভ উদ্যোগ চলতে থাকুক ।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ! এতে কাজ হবে নাকি জানিনা , তবে সাধারণ মানুষের মনোভাব জানিয়ে দেয়া যায় !

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

শাপলা নেফারতিথী বলেছেন: স্বাধীনতা শব্দটি এখনো আমাদের অহংকার !!

ভালো লাগছে|

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !
শুভেচ্ছা রইলো !

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: এখনো হয়তো সবকিছুই নষ্টদের অধিকারে চলে যাইনি

পিটিশনে গতকাল সাইন করছি!

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !
ভালো থাকা হোক !

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

আমিনুর রহমান বলেছেন:




কবিতায় +++
আর পিটিশন ৪ বার করেছি এই পর্যন্ত।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই !

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই !
ভালো থাকা হোক!

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর কবিতা অভি। অনেক ভাল লাগল। সময়কে কবিতায় বেঁধে রাখাই কবিদের কাজ। চালিয়ে যাও। অনেক অনেক শুভ কামনা।


++++

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন সুন্দর মন্তব্যের জন্য !
ভালো থাকা হোক !
পিটিশনে সাইন করে সময়ের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে দিয়েছিস আশা করি !

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

এম মশিউর বলেছেন: আমরা এখনো অন্ধ, কারো বাম চোখ , কারো ডান চোখ !

সহমত।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সহমতের জন্য এবং পোষ্টে আসার জন্য ধন্যবাদ এম মশিউর !
ভালো থাকা হোক!
আশা করি পিটিশনে সাইন করেছো !

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

একজন আরমান বলেছেন:
হুম করেছি !

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

লেখোয়াড় বলেছেন:
বিভীষিকা। অন্ধকার। বিভৎস।
অভিশপ্ত নগরী।

কবিতা সত্য কথা বলে অকপটে।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় !
শুভেচ্ছা সব সময়ের !

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবিতা সুন্দর হৈছে ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মন্ত্রী ! শুভেচ্ছা রইলো !

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:



শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই !

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রিয় অভি, গতকয়েক দিনের ঘটনা পরিক্রমায় মানসিকভাবে নিজেকে অসুস্থ মনে হচ্ছে। কোথায় আছি আমরা, কোথায়! একি আমাদের মাতৃভূমি নাকি কোন শত্রুর গোপন ডেরা?

"আশার বাণী শুনতে চাইনা ,
কতটা নির্লজ্জ স্বার্থপর হলে রোজ সকালে আয়নায় নিজেকে দেখেন
সেটা জানতে চাচ্ছি !"

ধিক্কার জানাই আমি নিজেকে... অভিশাপ দেই আমি নিজেকে...

(পিটিশনে সাইন করেছি, ফেবুতেও শেয়ার দিয়ে সব ফেবুফ্রেন্ডেদের মেসেজ দিয়ে দিয়েছি)

[প্রিয় অভি নীচে দুটি লিঙ্ক দিচ্ছি আমার ব্লগের। নিজের ব্লগের প্রচারের উদ্দেশ্যে নয়, প্রতিবাদের জন্য। কেউ ভুল বুঝবেন না প্লিজ]

"বাবু তুমি শান্তিতে থেকো।' - Click This Link

আগুন দিনের দুঃস্বপ্ন - Click This Link

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দেয়ার জন্য ও কৃতজ্ঞতা !
আপনার সময়ের দাবী নিয়ে দুটো লিখাই পড়েছি , সময়ের স্বল্পতায় মতামত জানিয়ে আসা হয়নি , আবার যাবো !

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

এহসান সাবির বলেছেন: কবিতায় +++

শুভেচ্ছা ও শুভকামনা ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাবির ভাই !
ভালো থাকুন !

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবিতা ++++্

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !
শুভেচ্ছা রইলো !

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪১

আহসান জামান বলেছেন:
পিটিশন ছড়িয়ে দিচ্ছি, ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আহসান ভাই , কাজ হবে নাকি জানিনা তবে চেষ্টা করে দেখতে দোষ কি!

২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার অভি ||

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !
ভালো থাকুন !

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৪

আজিম পরদেশী বলেছেন: লেখাটা খুব ভালো লাগলো।আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না বর্তমান পরিস্থিতির সঠিক সত্যতা আমরা অনেকেই বুঝি ঠিক যেই রকম আপনি বুঝাতে চেয়েছেন।আমাদের সংখ্যা একবারে কম হবে না।কিন্তু আমরা কেন কিছুই করতে পারতেছিনা ?আমরা কি অপরাধী নই ??

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !
আমরাই অপরাধী - কেন সেটা প্রত্যেকে নিজের জায়গায় বসে বিচার করে নিবে ~
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আর আন্তরিক ধন্যবাদ জানবেন !

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

বৃতি বলেছেন: এখনো হয়তো সবকিছুই নষ্টদের অধিকারে নেই ,
এখনো রাজপথে দীর্ঘশ্বাসের গান শোনা যায়
আগুনে পুড়ে যাওয়া ঘুমিয়ে থাকা কিশোরের আত্না
ভোটকেন্দ্রে ঠাই দাঁড়িয়ে অভিশাপ দিতেই থাকবে !

অনেক ভালো লাগা।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
ভালো থাকা হোক !

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: সাইন করেছি ভাইয়া ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপুনি !

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পিটিশন তো অনেক করেছি....
স্বাক্ষরও দিয়েছি অগণিত....তবু আবার যাবো না হয়!

তার আগে কবিতার জন্য ভালো-লাগা নিন
প্রিয় স্বপ্নবাজ অভি :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই !
দেখি কি হয় !

২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন: কবিতায় ভাল লাগা

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !
ভালো থাকুন !

২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০

সায়েম মুন বলেছেন: এখনো হয়তো সবকিছুই নষ্টদের অধিকারে নেই ,
এখনো রাজপথে দীর্ঘশ্বাসের গান শোনা যায়
আগুনে পুড়ে যাওয়া ঘুমিয়ে থাকা কিশোরের আত্না
ভোটকেন্দ্রে ঠাই দাঁড়িয়ে অভিশাপ দিতেই থাকবে !
স্বাধীনতা শব্দটি এখনো আমাদের অহংকার !
আশার বাণী শুনতে চাইনা ,
কতটা নির্লজ্জ স্বার্থপর হলে রোজ সকালে আয়নায় নিজেকে দেখেন
সেটা জানতে চাচ্ছি !

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই !
সেটা জানার সৌভাগ্য কখনো হবে বলে মনে হয় না !

২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে কবিতা।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাম ভাই !
শুভকামনা সব সময়ের !

২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

মুক্ত বিশ্বাস বলেছেন: পিটিশন সাইনে কাজ হবে নানে। হেইডা মগের মুল্লুক। মুগুরের ধার না থাকলে কেউ কথা শুনবে নানে।

ওরা তো ছাগল বকরি নয়, হালকা বৃষ্টিতে কানে পানি যাবে। বদনা বদনা ঢালতে হয়।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: হয়তো হবেনা !!
আপনাকে অনেক ধন্যবাদ

২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সোজা কথা বলেছেন: অসাধারণ হয়েছে।মৃতদের অভিশাপে অভিশপ্ত হবে আমাদের রাজনীতিবিদেরা সাথে সাথে আমরাও।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !
তবে আমরা কিন্তু অভিশাপ দিতে না দোয়া করতেই চাই , তারা সেটার যোগ্য হয়ে উঠুক !
শুভেচ্ছা সবার জন্য !

৩০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

ধূর্ত উঁই বলেছেন: দারুণ সময়োপযোগী পোস্ট । হৃদয় ছুঁয়ে গেল ।দেশের মানুষ মানুষের মর্যাদা কবে পাবে। কবে শান্তি পাবে সমৃদ্ধি লাভ করবে তার প্রতীক্ষায় আছি

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
শুভকামনা রইলো !

৩১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কতটা নির্লজ্জ স্বার্থপর হলে রোজ সকালে আয়নায় নিজেকে দেখেন
সেটা জানতে চাচ্ছি

লাভ নেই । আমরা শুধু চেহেরাই দেখতে শিখেছি, নিজের অন্তর্গত ছায়াকে না ।

পিটিশন সাইন করলাম । আশা নিয়ে ।

শুভেচ্ছা জানবেন ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আদনান ভাই !
যারা সাইন করেছেন তারা সবাই আশা নিয়েই সাইন করেছেন বোধ করি !
নিজের অন্তর্গত ছায়া সামনে আসুক , বিবেকের ছাই দিয়েই দেশকে ভালোবাসুক !
আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো !

৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

তওসীফ সাদাত বলেছেন: লোভ- একটা মানুষ, একটা জাতি ধ্বংস করে দিচ্ছে............

ক্ষমতার লোভ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক বলেছো সাদাত !
শুভেচ্ছা রইলো !

৩৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

চটপট ক বলেছেন: একদিন হয়তো সব কিছুই চলে যাবে নষ্টদের অধিকারে ...
তারপর পৃথিবীর বুকে মানুষের অস্তিত্ব হবে প্রশ্নবিদ্ধ

সেরকম দুটা লাইন ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাহফুজ !
সাবধানে থেকো !

৩৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫২

রোকসানা লেইস বলেছেন: নষ্টদের অধিকারে যাওয়ার আগে সে কিশোরের আত্মা জাগুক জাগিয়ে তুলুক জনগণকে

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: নষ্টদের অধিকারে যাওয়ার আগে সে কিশোরের আত্মা জাগুক জাগিয়ে তুলুক জনগণকে

শুভেচ্ছা রইলো !

৩৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩২

সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন: http://www.comillardak.com আপনা কিছু লেখা পকাশ করবো লেখা পাঠান [email protected] এ ঠিকানায়

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: কৃতজ্ঞতা জানবেন !
ঠিক কি ধরনের লিখা চাচ্ছেন জানলে সুবিধে হতো !
অনেক শুভকামনা রইলো !

৩৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: খুব ভালো লাগলো ভাই

আমাদের দেশের বেহাল দশায় জাগ্রত কবিতায় ভাললাগা

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রাসেল ভাই !
সময়টা জেগে উঠুক , বদলে যাক সব যাদুর দেশের মত !

৩৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

নাজিম-উদ-দৌলা বলেছেন:

ভাল লিখেছেন অভি।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন নাজিম ভাই !

৩৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: কেননা আমরা এখনো অন্ধ, কারো বাম চোখ , কারো ডান চোখ ! - চমৎকার অভি! তিল তিল করে পুড়ে যাচ্ছি আমরা, একবার সবাই মিলে যদি দাউ দাউ জ্বলে উঠতে পারতাম!

শুভকামনা!!

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: তিল তিল করে পুড়ে যাচ্ছি আমরা, একবার সবাই মিলে যদি দাউ দাউ জ্বলে উঠতে পারতাম!

বেশ হতো কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমরা "সবাই" হতে পারবোনা , কেননা আমাদের কারো বামচোখ অন্ধ , কারো ডান চোখ !!

একদিন হয়তো আবার জেগে উঠবে কোটি প্রাণ একসাথে !
শুভকামনা ইফতি ভাই !

৩৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

অদৃশ্য বলেছেন:






দারুন প্রকাশ...



প্রিয় অভির জন্য
শুভকামনা...

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: কেন সব কিছু রাতারাতি বদলে যায় না !
আপনার জন্য ও শুভেচ্ছা রইলো প্রিয় অদৃশ্য !
এলিয়েন নেতারা মানুষ হোক !

৪০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

মোঃ ইসহাক খান বলেছেন: তীব্র লেখা!

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই !
শুভেচ্ছা !

৪১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

ডট কম ০০৯ বলেছেন: ভালো লাগলো। বিদ্রোহী ঝাঁঝ। B-)

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ডটকম ০০৯ !
ভালো থাকুন !

৪২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অসম্ভব ছুঁয়েছে ! এভাবেই যদি সবাইকে স্পর্শ করত ! :(

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এভাবেই যদি সবাইকে স্পর্শ করত ! :(

৪৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সময়ের ছবি। চমৎকার!

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জুলিয়ান ভাই !
শুভকামনা সবসময়ের !

৪৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
স্বাধীনতা শব্দটি এখনো আমাদের অহংকার !
আশার বাণী শুনতে চাইনা ,
কতটা নির্লজ্জ স্বার্থপর হলে রোজ সকালে আয়নায় নিজেকে দেখেন
সেটা জানতে চাচ্ছি !

চমৎকার..
সময়পোযোগী..
সহমত...

ভালো থাকুন..৷

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা !
সহমতে কৃতজ্ঞতা !
শুভেচ্ছা আর শুভকামনা সব সময়ের !

৪৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার কিশোর মনিরের কথা মনে পড়ে। দেশটা ওরও ছিল!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আপনাকে পেয়ে ভালো লাগলো পথিক ভাই !
দেশটা আমাদের !
স্বপ্ন পুড়তে দেখলে কেমন জানি লাগে !
ভালো থাকবেন !

৪৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

তাসজিদ বলেছেন: সবকিছু নষ্টদের অধিকারে যাবে না।

রাত যত গভীর হোক না কেন তা কিন্তু সকালের বার্তা নিয়ে আসে।

শুভকামনা।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আশাবাদী আর আশায় স্বপ্ন দেখা মানুষ গুলো আমার বড্ড প্রিয়!!
শুভেচ্ছা তাসজিদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.