নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

তন্দ্রাহত হতেই দেখা মেলে সেই পুরোনো অশুভ চিৎকার !

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫



হাহাকারের শেষ পৃষ্টা খুলে দেখেছো কখনো ?

বিনিদ্র রজনী গুলো তখনো অশুভ অশুরের চিৎকারে ভোরের অপেক্ষায় , দীর্ঘরাত শেষে ক্যানভাসে আঁকা মায়াবী ভোরের মতই এক নতুন সূর্যোদয়ের অপেক্ষা !

আলোকিত সূর্যরেখার প্রাণ সেই ক্যানভাসে এঁকে যায় - একটি নদী , নদীতীরে মন্ত্রমুগ্ধ পাখির ঝাঁক , কাশবন আর খসে পড়া সাদা পালকের দেখানো পথ !

সে পথে হেটে গেলেই এক বিবর্ণ শহর !

শহর জুড়ে উল্লাসের কান্না , মৃতদের ম্লান হাসি আর স্বজনের আর্তনাদ এক আশ্চর্য আবেশে বেঁধে রেখেছে সে শহরকে , শব্দ- ছিঁড়ে দেখানো যায়না সে আবেশ । রাত নামে নিয়ম করে , সে রাতগুলোর অপরূপ আঁধারে স্মৃতির ফ্রেমে থমকে থাকা ক্ষুধার্ত রাতগুলো ফিরে ফিরে আসে!

মহাপ্রলয় কাটতে চায়না , ভোর হতে হতে অন্ধরাত থমকে যায় পাপীদের বৈঠকখানার রক্ত-ভক্ষনের উল্লাসে ! মৃত ধূলোদের গায়ে মাখা আহত মাকড়শা তখনো ঘিরে রাখে এক ক্ষুধার্ত জনপদ – ধীরে ধীরে নদীতীরের স্নিগ্ধ পাখিরাও ক্ষুধার্ত হয়ে পড়ে , কাশবনের খসে পড়া সাদা পালকের দেখানো পথে পিঁপড়ের দল মেতে উঠে সম্মিলিত আত্নহত্যায় !!

তবু থেমে থাকবেনা প্রাণের স্পন্দন ,

থেমে থাকবেনা রক্তলাল সূর্যোদয়ের

হাতে হাত রেখে পথচলা !

বিবর্ণ শহরের রংচটে বাড়িগুলোতে তখন স্বপ্নবোনা শুরু হবে ......

নিঝুম নিদ্রার ভ্রান্তি শেষে হৃদয়াঙ্গম করে নিবে স্বপ্নের মানচিত্র।

ক্যানভাসের ছবির মত – কল্পকথার মহানায়কের মত বদলে দেয়া যায়।

বেঁচে থাকা বিপ্লবীদের নিঃশ্বাসের তরঙ্গ বলে দেয় , মুছে দিতে অনিকেত অন্ধকার - অশুভ সমস্ত সংকেত !



তন্দ্রাহত হতেই দেখা মেলে সেই পুরোনো অশুভ চিৎকার !

তবে দেখে আসা নদীতীরের বিবর্ণ শহর কি ভোর হলেই দেখা দিবে ?

ক্যানভাসের মত করে বদলে দেয়া যাবে পুড়ে যাওয়া শহর ?

সে রাত শেষ হয়েছিল, ভোরের সূর্যটাও দেখা দিয়েছিল , ক্যানভাস টা হাতে তুলে নেয়ার আগেই খুলিতে লেগে যায় রক্তাত্ব ছাপ – মৃত হয়ে যাবার সিলগালা লাগিয়ে দেয়া হয় হাত বেঁধে !

সেদিনের মৃতদের চোখের স্ফুলিঙ্গ,

আমাদের চোখে-মুখে এঁকে দেয় রক্তাত্ব পতাকা

আর কিশোরী রোদের স্বপ্নিল উপাখ্যানের শেষের অধ্যায়গুলো লিখে দেয়ার আকুতি !






উৎসর্গঃ ৭১ এর ১৪ই ডিসেম্বর প্রাণ হারানো সকল বুদ্ধিজীবীর অতৃপ্ত আত্বাকে ! সেই ১৪ ডিসেম্বর না আসলে বাংলাদেশের গল্পটা অন্যরকম হতে পারতো !

সবাইকে বিজয় দিবসের অগ্রীম শুভেচ্ছা , বিজয়ের আনন্দে নোংরা ভাবনা ধুয়ে মুছে যাক !


মন্তব্য ৭৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

আমিনুর রহমান বলেছেন:




সেদিনের মৃতদের চোখের স্ফুলিঙ্গ,
আমাদের চোখে-মুখে এঁকে দেয় রক্তাত্ব পতাকা
আর কিশোরী রোদের স্বপ্নিল উপাখ্যানের শেষের অধ্যায়গুলো লিখে দেয়ার আকুতি !
!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আমিনুর ভাই !

আমাদের নিজেদের ব্যাক্তিগত দায়বদ্ধতার কথা বেশীরভাগ সময়ে আমরা ভুলে যাই !অথচ দাবীটা এমনি
বাকী কাজটা আমাদের ই করতে হবে যার যার অবস্থান থেকে !
অনেক শুভকামনা রইলো !

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

আমি সাজিদ বলেছেন: আমি মুগ্ধ।

ছুঁয়ে গেলো।

অসাধারণ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাজিদ !

ভালো থাকা হোক!

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

সুমন কর বলেছেন: বিজয়ের আনন্দে নোংরা ভাবনা ধুয়ে মুছে যাক !

তন্দ্রাহত হতেই দেখা মেলে সেই পুরোনো অশুভ চিৎকার !
তবে দেখে আসা নদীতীরের বিবর্ণ শহর কি ভোর হলেই দেখা দিবে ?
ক্যানভাসের মত করে বদলে দেয়া যাবে পুড়ে যাওয়া শহর ?


খুব সুন্দর হয়েছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন সুমন দা !

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

ধূর্ত উঁই বলেছেন: কবিতা এবউৎসর্গ দুটোই ভাল হয়েছে। চমৎকার। অনবদ্য। :)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ধূর্ত উঁই !
সুস্থ থাকুন !

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

আকিব আরিয়ান বলেছেন: ভালো লাগল :)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধনব্যাদ আকিব ভাই !
শুভকামনা সব সময়ের , আমার ব্লগে স্বাগতম !

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

মামুন রশিদ বলেছেন: অনেকদিন পর আপনার লেখা মুক্তগদ্য পড়লাম । কবিতার মাধুর্য্যের সাথে বিজয়ের আনন্দ মিলে বেশ উপভোগ্য হয়েছে ।

বিজয়ের শুভেচ্ছা ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ইদানিং লেখালেখি হচ্ছেনা মামুন ভাই , আবার যদি কখনো ঝড় উঠে তখন দেখবেন ৩-৪ দিন পর পর ই অখাদ্য মুক্তগদ্য পেয়ে যাবেন !
বিজয়ের আনন্দে আমরা মানুষ হয়ে উঠি , আদর্শ নাগরিক হয়ে উঠি - শহীদের আত্বাদের চাহিদাও বোধ করি এমনি !
আপনাকেও বিজয়ের অগ্রীম শুভেচ্ছা !

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

তাহমিদুর রহমান বলেছেন: আমার গল্প পড়ুন

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ , সময় করে পড়তে যাবো !
যে পোষ্টে আসলেন সে পোষ্টের ব্যাপারে কিছু বলবেন না ?

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

একজন আরমান বলেছেন:
শেষটা দুর্দান্ত লেগেছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আরমান !
বিজয়ের শুভেচ্ছা আগাম !

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

বোধহীন স্বপ্ন বলেছেন: ভালো লেগেছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী !

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিনিদ্র রজনী গুলো তখনো অশুভ অশুরের চিৎকারে ভোরের অপেক্ষায় , দীর্ঘরাত শেষে ক্যানভাসে আঁকা মায়াবী ভোরের মতই এক নতুন সূর্যোদয়ের অপেক্ষা !
কবিতা ভালো লাগলো।

সোনালি ভোরের প্রত্যাশায়...।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
শুভকামনা সবসময়ের !
আমরা সবাই সেই সোনালী ভোরের প্রত্যাশাতেই আছি !

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: তন্দ্রাহত হতেই দেখা মেলে সেই পুরোনো অশুভ চিৎকার !
তবে দেখে আসা নদীতীরের বিবর্ণ শহর কি ভোর হলেই দেখা দিবে ?

সুন্দর + :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
সুস্থ থাকুন !

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগল ভাই।

৭১ এর ১৪ই ডিসেম্বর প্রাণ হারানো সকল বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাবির ভাই !
শুভকামনা সব সময়ের !

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার একটা লেখা! অনেক ভালো লাগল।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কা_ভা ভাই !
শুভেচ্ছা সব সময়ের !

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ লাগলো।

তাহমিদুর রহমান @ আমার ব্লগে এসে আপনার গল্পের লিংক কমেন্টে দিয়ে যান, এরপর আমি পড়ে দেখতে পারি ||

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ....... !!!!



৭১ এর ১৪ই ডিসেম্বর প্রাণ হারানো সকল বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন সাহেব !

ওদের জন্য বিনম্র শ্রদ্ধা !
বিজয়ের শুভেচ্ছা !

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

অস্পিসাস প্রেইস বলেছেন:
"হাহাকারের শেষ পৃষ্টা খুলে দেখেছো কখনো ?
বিনিদ্র রজনী গুলো তখনো অশুভ অশুরের চিৎকারে ভোরের অপেক্ষায় , দীর্ঘরাত শেষে ক্যানভাসে আঁকা মায়াবী ভোরের মতই এক নতুন সূর্যোদয়ের অপেক্ষা ! "

৭১ এর ১৪ই ডিসেম্বর প্রাণ হারানো সকল বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন অস্পিসাস প্রেইস !
৭১ এর ১৪ই ডিসেম্বর প্রাণ হারানো সকল বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা।
বিজয়ের শুভেচ্ছা !

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

রহস্যময়ী কন্যা বলেছেন: দারুণ লেখা।
অনেক ভালো লাগসে ভাইয়া :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা রহস্যময়ী !
বিজয়ের শুভেচ্ছা !

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

লাবনী আক্তার বলেছেন: সেদিনের মৃতদের চোখের স্ফুলিঙ্গ,
আমাদের চোখে-মুখে এঁকে দেয় রক্তাত্ব পতাকা
আর কিশোরী রোদের স্বপ্নিল উপাখ্যানের শেষের অধ্যায়গুলো লিখে দেয়ার আকুতি !


চমৎকার!!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !

সেদিনের মৃতদের চোখের স্ফুলিঙ্গ,
আমাদের চোখে-মুখে এঁকে দেয় রক্তাত্ব পতাকা !!
বিজয়ের শুভেচ্ছা !

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ক্যানভাস টা হাতে তুলে নেয়ার আগেই খুলিতে লেগে যায় রক্তাত্ব ছাপ – মৃত হয়ে যাবার সিলগালা লাগিয়ে দেয়া হয় হাত বেঁধে !


একরাশ দীর্ঘশ্বাস...!

একাত্বতা...

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা !
একরাশ দীর্ঘশ্বাস , আরো দীর্ঘশ্বাস ৪২ বছর পরেও আমরা দীর্ঘশ্বাস কাটিয়ে উঠতে পারিনি !

আপনার নতুন লেখা কবে পাবো ?
নিয়মিত হোন !
বিজয়ের শুভেচ্ছা !

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

শুঁটকি মাছ বলেছেন: লেখা,ছবি,উৎসর্গ সব পারফেক্ট!!!!!!!!!!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার স্যাটায়ারটাও পারফেক্ট হয়েছে !
বিজয়ের শুভেচ্ছা রইলো !

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ময়ূরাক্ষী !
বিজয় দিবসের শুভেচ্ছা !

২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: তন্দ্রাহত হতেই দেখা মেলে সেই পুরোনো অশুভ চিৎকার !

পুরোটা পড়ার পরেও বারবার চোখ আটকে যায় এই একটা লাইনে ।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শিরোনাম খুঁজে পাচ্ছিলাম না , ভাবলাম বর্তমান প্রেক্ষাপটে এটাই নির্মম বাস্তবতা !
চার - পাচ ভাগে বিভক্ত রাস্তায় মারামারি আর অনলাইনে গালাগালি , মিথ্যাচারে লিপ্ত একটা জাতীর জন্য শত্রুর অভাব হয়না !

শুভ্র সকাল ফিরে আসুক , ২০১৩ সালের ১৬ ই ডিসেম্বরের সকাল টাই হোক সেই শুভ্র সকাল !
শুভেচ্ছা আদনান ভাই !

২৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
দারুন লিখেছেন অভি।

আসলেই সেই ১৪ ডিসেম্বর না আসলে বাংলাদেশের গল্পটা অন্যরকম হতে পারতো ! আমরা হয়ত এতদিনে একটা সমৃদ্ধ জাতিতে পরিনত হতে পারতাম!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা নাজিম ভাই !

২৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

সকাল রয় বলেছেন:
দুর্দান্ত!

এমন লেখা গুলোই একদিন বেঁচে থাকবে।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সকাল রয়!
বিজয়ের শুভেচ্ছা জানবেন!

২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মশিকুর বলেছেন:
"বিজয়ের আনন্দে নোংরা ভাবনা ধুয়ে মুছে যাক !"
চমৎকার লেখা। উৎসর্গ পত্রে ভালোলাগা রইলো।


বিজয় দিবসের শুভেচ্ছা।।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাই !

আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা !

২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগা রইলো।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন হামা ভাই !
বিজয় দিবসের শুভেচ্ছা !

২৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

চটপট ক বলেছেন: সেই ১৪ ডিসেম্বর না আসলে বাংলাদেশের গল্পটা অন্যরকম হতে পারতো !


আসলেই !!

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: বিজয়ের শুভেচ্ছা মাহফুজ !
ভালো থাকা হোক !

২৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:




অভি শুভকামনা রইলরে ভাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার জন্য ও !
বিজয়ের শুভেচ্ছা রইলো !

৩০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: বিজয় মোবারক। :)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: বিজয় মোবারক হে রুয়েটিয়ান !

৩১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৫

খেয়া ঘাট বলেছেন: তন্দ্রাহত হতেই দেখা মেলে সেই পুরোনো অশুভ চিৎকার
+++++++++++++++++++++++++++++++

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা প্রিয় খেয়াঘাট !
আপনার কুইজ কুইজ খেলা বন্ধ করে দিলেন কেন?
পুরস্কার নিবো , রেডী হয়ে আছি !

৩২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

মোঃ ইসহাক খান বলেছেন: শক্তিশালী এবং বৈচিত্র্যময় শব্দের ব্যঞ্জনায় তৈরি হয়েছে অপূর্ব ঝংকার।


অনেক শুভেচ্ছা জানবেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার !
ভালো থাকুন !

৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

অদৃশ্য বলেছেন:






সুন্দর... খুব সুন্দর...



প্রিয় অভির জন্য
শুভকামনা...

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সব সময় প্রেরণা দিয়ে যাবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন !

আপনার জন্য ও শুভকামনা ,

ভালো থাকুন সব সময় !

৩৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ভাল লাগা ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ অদ্বিতীয়া!
শুভেচ্ছা জানবেন!

৩৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

তাসজিদ বলেছেন: অদ্ভুত সুন্দর লেখা।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: এমন কমেন্ট গুলো ও আমার কাছে অদ্ভুত সুন্দর লাগে!
শুভকামনা তাসজিদ ভাই!

৩৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:



অসাধারণ লিখেছেন স্বপ্নবাজ!!!


তন্দ্রাহত হতেই দেখা মেলে সেই পুরোনো অশুভ চিৎকার !
তবে দেখে আসা নদীতীরের বিবর্ণ শহর কি ভোর হলেই দেখা দিবে ?
ক্যানভাসের মত করে বদলে দেয়া যাবে পুড়ে যাওয়া শহর ?
সে রাত শেষ হয়েছিল, ভোরের সূর্যটাও দেখা দিয়েছিল , ক্যানভাস টা হাতে তুলে নেয়ার আগেই খুলিতে লেগে যায় রক্তাত্ব ছাপ – মৃত হয়ে যাবার সিলগালা লাগিয়ে দেয়া হয় হাত বেঁধে !
সেদিনের মৃতদের চোখের স্ফুলিঙ্গ,
আমাদের চোখে-মুখে এঁকে দেয় রক্তাত্ব পতাকা
আর কিশোরী রোদের স্বপ্নিল উপাখ্যানের শেষের অধ্যায়গুলো লিখে দেয়ার আকুতি !


৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: অজস্র শুভকামনা বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি !
আমার ব্লগে স্বাগতম !
আপনার নিকনেম টাই একটা জ্বলজ্যান্ত কবিতা !
শুভকামনা সবসময়ের !

৩৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

উদাস কিশোর বলেছেন: অসাধারন

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর :)

৩৮| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯

নিশা মাহমুদা বলেছেন: অসাধারণ

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নিশা মাহমুদা !
ভালো থাকুন , আমার ব্লগে স্বাগতম !

৩৯| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

আলম দীপ্র বলেছেন: আপনাকে যতই পড়ছি মুগ্ধ হচ্ছি !

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: তোমার বারবার আগমন আমাকে পুলকিত করে দীপ্র !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.