নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ডে স্পেশালঃ পরিবেশ বন্ধুর সাক্ষাৎকার(ভিডিও ব্লগ)!

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১





সবাইকে ৫ম বাংলা ব্লগ ডে’র বিশেষ শুভেচ্ছা ! প্রতিবারের মত এবার আর কেন্দ্রীয় ভাবে ব্লগ ডে আয়োজন করা যায় নি পারিপ্বার্শিক নানা কারণে , তবে স্থানীয় ভাবে বিভিন্ন শহরের পাশাপাশি ঢাকার মিরপুরে বসবাস কারী কিছু ব্লগার মিরপুরে ব্লগ দিবস উদযাপনের প্রস্তুতি নেয় , আমরা যারা অংশ নিতে গিয়েছিলাম তৃপ্তি নিয়েই ফিরে এসেছি ! ব্যাক্তিগতভাবে আমার জন্য চমক ছিল পরিবেশ বন্ধুর সাক্ষাৎ পাওয়া ! এর আগে সাহিত্য আড্ডায় আসি আসি বলেও বন্ধু আসেন নাই ! অনেকেই বন্ধুর সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করি সে সময় ! বন্ধুর সাথে সরাসরি আলাপচারিতার এই সুবর্ণ সুযোগ পেয়ে মাথায় আসলো আমাদের হাজারো প্রশ্ন নিয়ে বন্ধুর একটি সাক্ষাৎকার নিলে কেমন হয় , সাথে সাথে শেয়ার করলাম পাশে থাকা ব্লগার খাটাস এবং ব্লগার জনাব মাহাবুবের সাথে! এই দুইজনের সাহস পেয়ে বন্ধুকে বলা মাত্রই উনি স্বতস্পূর্ত ভাবে আমদের সাথে কথা বলেছেন! বেশীরভাগ কথোপকথন আমার এবং পরিবেশ বন্ধুর , মাঝে মাঝে দুই একটি প্রশ্ন করে আমাকে সাহায্য করেছেন উল্লেখিত দুইজন !

ভিডিও ক্লিপ তিনটা আমার মোবাইলে নেয়া তথাপি পরিষ্কার এসেছে , আপনাদের বুঝার স্বার্থে ডায়লগ গুলো আমি লিখে দিচ্ছি , তবে এই ভিডিও তিনটা( ১০ মিনিট , ৮ মিনিট এবং স্বরচিত গান ২ মিনিট ) যদি না দেখেন তবে মনে রাখবেন মিস করেছেন বিশাল কিছু !



আর দেরী না করে চলে যাই ঐতিহাসিক সাক্ষাৎকারেঃ





(উনি কথা বলছিলেন নিজে নিজে )

জনাব মাহাবুবঃ আপনার অফিসে তো কয়েকজন কম্পিউটার ইঞ্জিনিয়ার আছেন ?

বন্ধুঃ জ্বি আছেন !

আমিঃ আপনার অফিস কোথায়?

বন্ধুঃ আমার দেশের বাড়ি...

আমিঃ না না , অফিস অফিস ?

বন্ধুঃ ডিওএইচএস এ !

আমিঃ আপনার ব্লগ নিক “পরিবেশ বন্ধু “ নেয়ার কারণ টা কি?

বন্ধুঃ পরিবেশ শব্দের অর্থ ...একদিক দিয়ে সব , পরিবেশ বান্ধব গাছ , পরিবেশ বান্ধব সমাজ ,পরিবেশ বান্ধব অল সোসাইটি মেইন্টেইন এন্ড ...... এই সব কারনে আমার নাম টা নেয়া।

জনাব মাহাবুবঃ পরিচ্ছন্নতার পক্ষে আপনি এই জন্য আপনি পরিবেশ বন্ধু?

বন্ধু মাথা নেড়ে সম্মতি দিয়েছেন!

আমিঃ আপনি সব রকম ময়লা , পরিবেশের ময়লা , সমাজের ময়লা, রাজনীতির ময়লা সব বাদ দিতে চাচ্ছেন ? এই জন্য আপনার পদক্ষেপ গুলা কি কি ?

বন্ধুঃ আমি অনেক দিন যাবত সামাজিক কর্মকান্ডে আমি ছিলাম , আমার এলাকায় সাত কিলো রাস্তায় গাছ লাগিয়েছি ওটা আমার অবদান , শুধু তাই না তেল –গ্যাস রক্ষা কমিটিতে আমি ছিলাম , সুন্দরবন রক্ষা কাজে আমি কাজ করেছি , টিপাইমুখি ভাধ :p এর ব্যাপারেও আমি প্রতিবাদী ছিলাম , এক কথায় পরিবেশের সব কাজে আমি ছিলাম!

আমিঃ মানে আপনি পরিবেশ সংক্রান্ত সব কিছুর ব্যাপারে আপনি সোচ্চার ! তা আপনি তো কবিতা লিখেন – গল্প লিখেন! এগুলা কি প্রতিদিন ই লিখেন ,রুটিন করে (উনি মাথা নেড়েছেন ) , মানে আপনার নেশার মত হয়ে গেছে (উনি আরো জোড়ালো ভাবে মাথা নেড়েছেন )

তাছাড়া উনি কত বছর ধরে লিখালিখি করেন , কখন লিখেন , ওনার যেই পোষ্টের কারণে উনি মডু সাবধান পোষ্ট লিখেছিলেন সেই পোষ্ট টি কি ছিল ? উনি কিভাবে সামুতে এলেন , তার বন্ধু শরৎ বাবুর মাধ্যমে , এবং ব্লগে গালাগালি দূর করতে জোড়ালো ভূমিকাও নাকি উনি পালন করেছেন ! এসব নিজের চোখে দেখতে বন্ধুর মুষ্টিবদ্ধ হাতের নাড়াচাড়া সহ দেখতে নীচের ভিডিও টি দেখেন ! দুঃখজনক ভাবে ১০ মিনিটের পরে আমার ফোনে আর রেকর্ড হয় নি , যেখানে আমি তাকে তার একনিষ্ট ভক্ত আমাদের প্রিয় লুল হেক্টরের কথা জিজ্ঞেস করেছিলাম এবং উনি জানিয়েছেন হেক্টরকে সময় দিতে রাজি আছেন ! ব্লগে তার প্রিয় লেখকের কথা জিজ্ঞেস করাতে উনি জানিয়েছেন হূমায়ুন আহমেদ , জাফর ইকবাল , আনিসুল হকের কথা ! আমি বললাম ভাইয়া ওনারা তো ব্লগে লিখেন না , উনি বললেন যে জাফর ইকবাল স্যার নাকি সামুতে লিখেন , ঐ যে লিসানী :P নিক টা ওটাই নাকি জাফর ইকবাল স্যারের(কেউ আমারে মারে নাই কেন তখন :P )

একজন আরমান তার স্বভাবসুলব ভাবে জিজ্ঞেস করেছিলেন কবি হবার জন্য ছ্যাকা খাওয়ার প্রয়োজন আছে নাকি?

এই প্রশ্নের জবাব পাবেন দ্বিতীয় ভিডিও টিতে !


প্রথম ক্লিপঃ





দ্বিতীয় ক্লিপে উনি একজন আরমানের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজেকে কবি নজরুলের সাথে তুলনা করেন , উনি ক্লাস পোর-ফাইভ থেকে কবিতা লিখার জন্য সহযদ্ধা হিসেবে পেয়েছেন তার পরিবারকে , মডু সাবধান ওই ঐতিহাসিক পোষ্ট সম্পর্কে উনি এবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং তারপর মডুদের ওনার সাথে যোগাযোগের হিড়িক , উনি ব্লগ ছেড়ে দিতে চাওয়ায় চারপাশের সমবেদনার কথা জানিয়েছেন , উনি নিজেই ব্লগ বানান ... কিভাবে ? জানতে নিচের ভিডিও টি দেখুন ( ৮ মিনিট )



দ্বিতীয় ক্লিপঃ







সবশেষে ওনাকে অনুরোধ করা মাত্র উনি নিজের কবিতার খাতা খুলে স্বরচিত গান টি গেয়ে শোনান ! সেই এই ঐতিহাসিক মুহুর্ত !

গান টি শুনুনঃ

গানের ক্লিপঃ





পরিশেষে আমি স্নিগ্ধ শোভনকে ধন্যবাদ জানবো পরিবেশ বন্ধুকে নিয়ে আসার জন্য !

তবে যেটা মনে হয়েছে উনি অতি মাত্রায় সহজ সরল একটা মানুষ , নিজের অজান্তেই উনি সবাইকে বিনুদুন দিয়ে যাচ্ছেন ! উনি অনেক বড় বড় স্বপ্ন দেখেন যেটা আমাদের অনেকের পক্ষেই ভাবা যায়না !



উনি সামুতে থেকে যাবেন মরণের আগ পর্যন্ত ,আমাদের সবার জন্য !

সবাইকে ব্লগ ডের শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন সামুর ২ লক্ষ ব্লগারই ওনার পরিবার , বন্ধু !

আমিও একই বার্তা ই দিতে চাই , হ্যাপি ব্লগিং !

মন্তব্য ২২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

জেমস বন্ড বলেছেন: কি বলব ভাষা হারিয়ে ফেলেচি :P :P :P :P

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: শিউর?
তাও কিছু একটা বলেন জেমস ভাই!
পোষ্ট এ আসার জন্য ধন্যবাদ!

২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ইতিহাসের প্রথম সাক্ষী হয়ে গেলাম B-)

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রথম না দ্বিতীয় হইছেন, এবার সময় করে ক্লিপগুলো দেখেন!
যদি পুরো না দেখেন আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন এমন কিছু!
শুভেচ্ছা কান্ডারী ভাই!

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

একজন আরমান বলেছেন:
@ কাণ্ডারিঃ আপনে হইতে পারেন নাই B-)) B-)) B-))


ইতিহাসের সাক্ষী হইছি আমি। উক্ত ইন্টারভিউতে দুইখান প্রশ্ন করিয়া আমি ইতিহাসের সাক্ষী হইয়া আছি।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ওনার জন্য সমবেদনা রে আরমান!
আর তোকে অভিনন্দন!
ইন্টার ভিউ কেমন লাগলো?

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

জনাব মাহাবুব বলেছেন: উনার সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পেরে গর্বিত হলাম এবং আমার নামও সামুর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। :P :P :P :P


পরিবেশ বন্ধুর সরলতা আমাকে মুগ্ধ করেছে। B-) B-) B-)

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ মাহাবুব ভাই !

ওনার সরলতা আমাদের যতটা আনন্দ দেয় ঠিক ততটাই মুগ্ধ করে!
যারা এই ভিডিও গুলো দেখবেনা তারা বুঝতে পারবেনা!

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

নতুন বলেছেন: B-)) বন্ধৃর ইন্টারভিউ ভালাহইছে

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
পরিবেশ বন্ধু রক্স!

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি প্লে বাটন টিপ দেয়ার সাহস করতে পারতেসিনা ! :|

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: একটু সাহসী হয়ে কাজটা না করলে , আপনি অনেক কিছুই মিস করবেন , শুধু এটুকুই বলতে পারি!

শুভেচ্ছা মুন ভাই !

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

শাহরিয়ার খান রোজেন বলেছেন: আর যাই হোক বন্ধুর সাক্ষাতকার পছন্দ হইসে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পোষ্টে আসার জন্য !
আমার তো বন্ধুকেও বেশ লেগেছে!

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
গানটা ভাল্লাগসে, আনএক্সপেক্টেডলি !

পরিবেশ বন্ধুর জয় !!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা মুন ভাই !
পরিবেশ বন্ধু রক্স!

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

Sohelhossen বলেছেন: পরিবেশ বন্ধুর ইন্টারভিউ সেরাম হইছে ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: তা আর বলতে , না দেখলে মিস !
উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ!

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

হেডস্যার বলেছেন:
পরিবেশ বন্ধুকে আমার শুভেচ্ছা। B-)
আপনাকে ও। :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হেডস্যার!

আপনাকেও শুভেচ্ছা!

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

বিডি আমিনুর বলেছেন: উনার সাক্ষাৎকারে মুগ্ধ হইলাম B-) :D
অটোগ্রাফ নেন নাই ? :-*

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: আহাহারে ! আর বইলেন্না !
উনি যাবার পর মাথায় আসছে , অটোগ্রাফ টা আসলেই নেয়ার দরকার ছিল!

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

সুমন কর বলেছেন: অভি এইডা তুই একটা চরম কাজ করছস। ধন্যবাদ। মজা পাইলুম। গ্রেট পোস্ট।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

আদম_ বলেছেন: ইমরাজ কবির মুন বলেছেন:
আমি প্লে বাটন টিপ দেয়ার সাহস করতে পারতেসিনা ! :

মুন ভাই আপনের বিচার হপে, আপনে কেমতে আমার মনের খবর পাইলেন। আমিও সাহস পাইতাছিনা। আর আপনার কমেন্ট পড়ে হাহাপেখগে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সাহস না করতে পারলে অনেক কিছু থেকে বঞ্চিত থাকবেন , আমার সবার কাছে অনুরোধ থাকবে তিনটা ক্লিপ ই যাতে পুরো দেখে !

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

হেডস্যার বলেছেন:
গলায় তো দেখি ভালো সুর আছে।
আমি তো ফ্যান হইয়া গেলাম :#) সত্যি।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: তা আর বলতে !
আমিও ওনার গানের কথার ফ্যান !

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

চটপট ক বলেছেন: অভি ভাই প্রশ্ন গুলা এপিক ছিল :) তবে ভিডিও গুলা দেখে আসলেই মনে হইসে বন্ধু অতি মাত্রায় সরল মনের মানুষ, ঠিক অনন্ত জলিলের মত। নিজের অজান্তেই বিনোদন দিয়ে জাচ্ছেন।

তবে গানটা আসলেই ভালো ছিল, সুর , লিরিক্স সব ভালো ছিল।

মডু সাবধান!!!!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , মাহফুজ প্রশ্নগুলা ইচ্ছে করেই কিছু আজব করে করেছি , আমি চেয়েছি সবাই যাতে মজা পায়!
এইজন্য মাঝে মাঝে খুচিয়ে খুচিয়ে কথা বের করেছি!

সবকিছু মিলিয়ে লোকটার সারল্য আমাকে মুগ্ধ করেছে !

হুম এখন আমরাও বলবো মডু সাবধান!

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

যেড ফ্রম এ বলেছেন: আপনার পোস্টে একটা কনফেশন করে যাই এবং পরিবেশ বন্ধু নিকের পেছনের অসাধারণ সরল মানুষটির কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়ে যাচ্ছি।

আমার ধারণা ছিল উনি হয়ত ইচ্ছে করে ব্লগে এমন পোস্ট করেন, এক ধরণের সোজা বাংলায় যাকে বলে বিটলামী করেন। কিন্তু ওনার কথা, গান (গানটা আসলেই আমার মন ছুঁয়ে গেছে সহজ সাধারণ গায়কী ও কথার জন্য) শুনে আমি মুগ্ধ। সম্ভবত আমি ওনার কোন একটা পোস্টে বলেছিলাম (একটু কড়া সুরেই) যেন উনি এসব ভন্ডামী বন্ধ করেন। কিন্তু আমি আমার ঐ কথার জন্য ক্ষমা চাচ্ছি।

উনি একজন অতি সাধারণ মানুষ, অসম্ভব সরল মানুষ যাকে সম্ভবত পদে পদে মানুষের তীর্যক মন্তব্য বা আচরণের স্বীকার হতে হয়, যাকে নিয়ে মানুষ হয়ত পেছনে হাসে। কিন্তু আমি সত্যি বলছি এই সরল মানুষটাকে আমার খুবই পছন্দ হয়েছে। এত সরলতা প্রকৃতি সহ্য করার বা স্বাভাবিক ভাবে নেয়ার ক্ষমতা আমাদের মত মানুষদের দেয়নি।

চমৎকার একজন মানুষকে ব্লগে দেখেছি এজন্য ভালোলাগছে আর আপনাকে ধন্যবাদ ভিডিওগুলো আপলোড করার জন্য।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: এত সুন্দর একটা মন্তব্যের প্রতিউত্তর দিতে গয়ে ভাবতে হচ্ছে আসলে কি বলবো !
আপনার কথা গুলোর সাথে শতভাগ সহমত !
প্রাথমিকভাবে শুধু মজা করার উদ্দেশ্য থাকলেও উনি ওনার সারল্য দিয়ে মজার পাশাপাশি আমাদের কিছু উপলদ্ধিও দিয়েছেন !

আমাদের মাঝে এমন মানুষ পাওয়া দুর্লভ হয়ে পড়বে যে কিনা আয়নার সামনে গিয়ে বলতে পারবে , হ্যাঁ আমি একজন শতভাগ ভালো মানুষ! আমার ধারণা পরিবেশ বন্ধু বলতে পারবেন!জাগতিক মোহের বাইরের এই মানুষটার বলাই উচিৎ ! সবচেয়ে ভালো লেগেছে ব্লগে সবাই ওনাকে নিয়ে মজা নেয় , এই জিনিস টা উনি খুব সরলভাবে পজিটিভলি নিয়ে থাকেন !
আশা করি উনি আমৃত্যু ব্লগে থাকবেন , আমাদের হাসাবেন , নিজের মত করেই বেঁচে থাকবেন তার সব স্বপ্ন নিয়ে !
অনেক শুভকামনা জানবেন!

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অতিশয় সরল পরিবেশ বন্ধুর জন্য শুভ কামনা ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই , আপনার জন্য ও শুভকামনা!

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মশিকুর বলেছেন:
এই পোস্টের অপেক্ষায়ই ছিলাম। 'পরিবেশ বান্ধুকে' খুবই সহজ সরল মনেহল, ঠিক যেন প্রকৃতির মত। পরিবেশ বন্ধু পাত্থর +++

মডু সাবধান! মডু সাবধান!! মডু সাবধান!!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! সুন্দর বলেছেন উনি প্রকৃতির মতই !

মডু সাবধান !!

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

এম ই জাভেদ বলেছেন: এতদিনে বুঝলাম পরিবেশ বন্ধু কেন ব্লগে এত্ত গুলান জনপ্রিয়। আমি কিন্তু এখনো ভিডিও প্লে করার সাহস করিনি।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: তাইলে আপনি মিস করেছেন !
ওনার জনপ্রিয়তার কারণ টা পুরটাই নেগেটিভ , সেটা হয়তো উনি দূর করতে পারবেন না !
কিন্তু ওনার সারল্য ওনার সম্পদ !
শুভেচ্ছা জাভেদ ভাই!

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

আদম_ বলেছেন: ধন্যবাদ অভি ব্রাদার কে।
চালাক-চতুর মানুষে দেশটা ভর্তি। আমরা চালাক মানুষ চাইনা ভালো মানুষ চাই। পরিবেশ বন্ধু একজন ভালো মানুষ।

এরকম একজন ভালো মানুষ ছিলো আমার এক বন্ধু মিজান। তার সরলতার কারণে আমরা ক্লাসের সবাই প্রথমে তাকে পাগল ঠাউরালেও পরে সবাই ওকে খুব ভালোবাসতাম।প্রথম প্রথম ওকে নিয়ে হাসাহাসি করলেও পরে বুঝতে পারলাম কোথাও যেন ভুল হচ্ছে। একসময় যে কোন প্রয়োজনে না চাইতেই আমরা সবাই তাকে সাহায্যের জন্য উঠেপড়ে লাগতাম। সে যা বলতো সবাই তাই বিশ্বাস করতাম। এখন আমরা সবাই একত্রিত হতে গেলে আগে দেখি মিজান ফ্রি আছে কিনা। আর দশজনের মতো মিজান এত ফাস্ট এবং চতুর না হলেও সে কখনো কোন কাজে আটকে থাকেনি, আমাদের মতো চালাক (নির্বোধ) মানুষেরাই তার বোঝা কাধে নিয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যগুলো এই পোষ্টের ভাব ই বদলে দিচ্ছে !

হুম নিঃসন্দেহে পরিবেশ বন্ধু একজন ভালো মানুষ।

আর উনি নিজের অজান্তেই আমাদের মজা দিয়ে থাকেন , আশা করি উনি থাকবেন , সবকিছু স্বাভাবিকভাবেই চলবে!

২১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

হাসান মাহবুব বলেছেন: সাক্ষাৎকার আর গান দুটোই মনোহর। বন্ধুকে লিডার বানায়া একটা ব্যান্ড বানাইতে চাই।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হামা ভাই !
বন্ধুরে লিডার বানায়া ব্যান্ড বানালে অন্তত আপনার লিরিক্সের অভাব পড়বেনা , নিরবিচ্ছিন্ন সাপ্লাই দিবেন!
শুভেচ্ছা জানবেন!

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হাহাহা এই পোস্ট পড়ার আগে কেউ আমারে মেরে ফেললো না কেন ??

আমি আর পারছি না , হাসতে হাসতে মরে যাচ্ছি ।

আপাতত চিড়া মুড়ি নিয়া বসলাম ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: মেরে ফেললে হাসতা কেমনে বাছা !
ভিডিও গুলা দেখো আরো মজা পাবা!

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সায়েম মুন বলেছেন: সাক্ষাৎকার দেখে এবং গানটা শুনে যা মনে হলো, উনি একজন সহজ সরল নির্মোহ মাটির মানুষ। এরকম একজন সহজ মানুষ খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। গানটা অসাধারণ হয়েছে। পরিবেশ বন্ধুকে অভিনন্দন।

অভিকে অসংখ্য ধন্যবাদ এই পোস্টের জন্য।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার যা মনে হয়েছে , ব্যাপারটা ঠিক তাই !
ওনার এই সারল্য মাখা বোকামী আমাদের মাঝে মাঝেই সীমাহীন আনন্দ দিয়ে থাকে!
আপনাকেও ধন্যবাদ সায়েম ভাই!

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

চিরতার রস বলেছেন: অল্পের জন্য ইতিহাসেরর স্বাক্ষী হইতে পারলাম নাহ ;) ;) ;)

তবে অনেস্টলি লোকটারে আমার ভাল্লাগছে। :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই , ভাই ! ভালো লাগতে বাধ্য , উনি অন্য গ্রহের অন্য জগতের সরলতা গায়ে মেখে ঘুরে বেড়ান !

২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

এম মশিউর বলেছেন: লাইভ সাক্ষতকার দেখেছি!!! B-)


সেখানে তো আরো মজা। =p~ তখন অনেক কষ্টে হাসি চেপে রেখেছিলাম। :P



তবে লোকটা অনেক সহজ-সরল। :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মশিউর , তুমি যখন এসেছিলা সাক্ষাৎকার তখন প্রায় শেষের দিকে!
উনি ভালো মানুষ!

২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

জেরিফ বলেছেন: সত্যি অনেক সহজ সরল মানুষ , যা অর্জনের জন্য আমাদের আবার জন্ম নিতে হবে তবুও মনে হয় না পারবো ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: সত্যি অনেক সহজ সরল মানুষ , যা অর্জনের জন্য আমাদের আবার জন্ম নিতে হবে তবুও মনে হয় না পারবো ।


সম্ভব না ! এমন মানুষ দুই একটা থাকাই উচিৎ !
শুভেচ্ছা জানবেন !

২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

শুঁটকি মাছ বলেছেন: এক্কেরেই সোজা লোক!!!!!!!! :-B :-B :-B :-B :-B

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: তা আর বলতে !

২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯

আমিনুর রহমান বলেছেন:



এপিক পোষ্ট। তবে এই এপিক মানুষটিকে ব্লগের আড্ডায় আনার জন্য স্নিগ্ধ শোভনকে বিশেষভাবে ধন্যবাদ। আর তোকে এই আইডিয়ার জন্য ধন্যবাদ ...

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই !

২৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩

খাটাস বলেছেন: অভি ভাই এর মস্তিস্ক প্রসুত এই চরম তম আইডিয়ায় পাশে থেকে অবলোকন করার সুযোগ পেয়ে এবং বন্ধু কে দুটি প্রশ্ন করার সুযোগ পেয়ে নিজের কাছে নিজে ধন্য হয়ে গেলাম B-) B-)) আমি বন্দুর গানের ফান হয়ে গেচি B-)) :#>

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: াহাহাহা ! আইডিয়াটা ভালোই ক্লিক করেছে , ওনার সম্পর্কে পরিস্কার ধারণা পাওয়া গেছে , আর ভিডিও দেখলে প্রাথমিক উদ্দেশ্য মজা সেটাও সবাই পাবে !
শুভেচ্ছা হে খাটাস !

৩০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


চমৎকার মানুষ। সরল মনের একজন মানুষ। এর বেশি আমি আর কিছু এই মুহূর্তে বলতে পারছিনা। কিন্তু বাস্তব জীবনে এই মানুষের সাথে পরিচিত হতে পেরে আমি খুবি আনন্দিত!! আশাকরি পরিবেশ বন্ধু আমাদের মাঝে যুগ যুগ ধরে থাকবেন।

ধন্যবাদ অভি ভিডিও ব্লগিং এর নতুন ধারা যোগ করার জন্য।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা শোভন !

উনি একজন ভালো মানুষ !
ভিডিও ব্লগিং এর নতুন ধারা ??

৩১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

অনাহূত বলেছেন: ক্লিপগুলো দেখলাম। ভালোই টাইমপাস হয়েছে আপনাদের।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই ! হুম সময়টা বেশ কেটেছিল !

৩২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: পরিবেশ বন্ধু ভাইয়ার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর দোয়া!

অভিভাইয়া আর শোভনভাইয়াকেও থ্যাংকস এই ভাইয়াটাকে চিনিয়ে দেবার জন্য!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি !
এমন সরল মনের বোকা মানুষ খুব কম আছে !
ভিডিও গুলো দেখে থাকলে একইসাথে মজা পাবে এবং ওনাকে ফিল করতে পারবেন আপুনি !
অনেক শুভকামনা থাকলো !

৩৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইন্টার্ভিউয়ার কে?

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্টদাতা এই অধম নিজে স্বর্ণা আপু ! বেশীরিভাগ কথা আমার আর ওনার ! মাঝে মাঝে জনাব মাহাবুব আর খাটাস দুই একটা কথা বলেছে !

৩৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

ইখতামিন বলেছেন:
দেখতেছি
স্নিগ্ধ ও স্বপ্নবাজকে অনেক থ্যাংক্স

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: দেখার পর আপনার অনুভূতি নিশ্চিতভাবে জানিয়ে যাবেন ইখতামিন ভাই!
শুভেচ্ছা জানবেন !

৩৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনারা ভিডিও দেখে উনাকে বুঝতে পারলেও, আমি উনাকে আগেই বুঝেছি।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! সেটা অনুভব করতে পারি আপু !
আসলে কেউ ওনার সাথে কথা বললেই বুঝবে !
আপনি ১৬ নাম্বার কমেন্ট টা দেখতে পারেন !
আসলে ব্যাপারটা এমনি কিন্তু ভেবেছিল , অনেকে ভেবেছিল উনি হয়তো আসলেই মজা করছে । কিন্তু না উনি চিন্তা ভাবনা করে কিছু করে বলে আমার মনে হয়না সেটা যে কোন সীমাবদ্ধতার কারণেই হোক না কেন!
আশা করি উনি পোষ্ট দিলে আগের মতই সবাই মজা নিয়েই তার পোষ্ট পড়বে , সম্ভবত এতেই তার আনন্দ ! সেটা আমরা "মডূ সাবধান " বিখ্যাত পোষ্টটিতেও লক্ষ্য করেছি আশ্চর্যভাবে !
অনেক শুভেচ্ছা জানবেন !

৩৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভেজাল এই দুনিয়ায় এরকম একটা মাটির মানুষ দেখে ভালো লাগলো। ভিডিওটা যখন দেখছিলাম, তখন ভাবছিলাম, এই নির্দয় পৃথিবীতে তিনি টিকে আছেন কিভাবে? ভিডিওতে যাকে দেখলাম তিনি যদি সত্যি সত্যি প্রত্যহ জীবনে এমনটাই হন, তাহলে আমি অবাক হব না যখন আমি দেখব যে তিনি অসংখ্য মানুষের ভালোবাসা পাচ্ছেন। আপনাদের ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: এই নির্দয় পৃথিবীতে তিনি টিকে আছেন কিভাবে?

আমিও ভাবছিলাম !
সে সূত্রেই জিজ্ঞেস করেছিলাম !
সম্ভবত খুব চমৎকার একটা পরিবারের ছায়া আছে তার সাথে , যে কারণে টিকে আছেন !

আপনাকেও শুভেচ্ছা আর কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যের জন্য !

৩৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

মাহমুদ০০৭ বলেছেন: আমরা মাটির পয়দা হলেও আর মাটির থাকি না । শুধু কিছু কিছু মানুষ অকৃত্রিম থেকে যান ।
পরিবেশ বন্ধু তাদের একজন । এমন মানুষ বেঁচে থাকুক যুগ যুগ ধরে ।
উনার জন্য অন্তরের অন্তঃস্থল হতে দোয়া ও শুভেচ্ছা রইল ।

ভাল থাকুক এমন সব মানুষেরা , সবসময়ের জন্য ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: উনি কি অকৃত্রিম নাকি অন্য কিছু সে বিতর্কে যাওয়া ঠিক হবেনা বোধহয়!
তবে উনি ভালো মানূষ সেটা বলে দেয়া যায়! ব্লগে উনি বিভিন্ন সময় আমাদের মজা দিয়েছেন , নিঃসন্দেহে নিজের অজান্তে !
আমার মনে হয় এতেই ওনার আনন্দের সাথে বেঁচে থাকার প্রেরণা পান !
আপনার জন্য ও শুভকামনা মাহমুদ ভাই !

৩৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭

কলাবাগান১ বলেছেন: "এত সরলতা প্রকৃতি সহ্য করার বা স্বাভাবিক ভাবে নেয়ার ক্ষমতা আমাদের মত মানুষদের দেয়নি। "

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: এত সরলতা প্রকৃতি সহ্য করার বা স্বাভাবিক ভাবে নেয়ার ক্ষমতা আমাদের মত মানুষদের দেয়নি।

নির্মম সত্য !
উনি সত্যিকার অর্থে একজন স্বাধীন মানুষ ! যেটা উনি বারবার বলেছেন !

৩৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা প্রিয় ব্লগার পরিবেশ বন্ধু । আমি উনাকে কিছুটা জানি । সুনামগঞ্জের হাওড় পাড়ের মানুষ, রক্তে সহজাত বাউলেপনা । ঐ অঞ্চলের মানুষ এমনিতেই সহজ সরল ভাবুক । বন্ধু যা বলেন বা লিখেন, তা তার বিশ্বাসের জায়গা থেকেই লিখেন । কপটতা বা ভন্ডামী উনার মাঝে নাই ।

এই যে উনাকে নিয়ে আমরা এত ট্রল করি, এটাকে ইনি তার জনপ্রিয়তা হিসাবেই দেখেন । ব্লগের ব্যাপক আনন্দ বিনোদনের উৎস তিনি ।

বন্ধু, আপনি ব্লগে যুগ যুগ থাকেন । আমাদের ভন্ড মুখোশগুলোর বিপরীতে বন্ধু সরলতার প্রতীক ।

শুভ কামনা বন্ধু ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: এই যে উনাকে নিয়ে আমরা এত ট্রল করি, এটাকে ইনি তার জনপ্রিয়তা হিসাবেই দেখেন । ব্লগের ব্যাপক আনন্দ বিনোদনের উৎস তিনি ।
ঠিক বলেছেন মামুন ভাই !
আমিও তাই বলছি উনি যুগ যুগ থাকুক , আনন্দের সাথে , আমাদের আনন্দ দিয়ে দিয়েই !

৪০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ১৭ টা কবিতার বই B:-)

এটা কি ঠিক আছে, না আমি ভুল শুনলাম।

তবে গানটা আমার ভালা লাগছে

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম । ১৭ টা কবিতার বই , এই তথ্য টা মুটামুটি সবার জানা আছে !
ওনার ব্লগে গেলেই বুঝতে পারবেন , প্রায় সব পোষ্টেই উনি উপরে বই গুলার নামগুলো সহ দিয়ে রেখেছেন!
তবে বই ইন্টারনেটে নাকি !

গান টা ভালো !
শুভেচ্ছা মাসুম ভাই!

৪১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

গৃহ বন্দিনী বলেছেন: স্নিগ্ধ শোভন ভাইয়ের লাইভ আপডেট পোস্টে বন্ধু আর আপনার ছবি দেখতে দেখতে মনে হচ্ছিল আপনার ব্লগ ডে পোস্ট অবশ্যই পরিবেশ বন্ধু কেন্দ্রিক হবে। (আপনি আবার উনার সাহিত্য কর্মের প্রতি বিশেষ ভাবে অনুরাগি কিনা তাই :P ) তবে এক্কেবারে লাইভ ইন্টারভিউ নিবেন ভাবতে পারি নাই ।

ইস যদি সামনা সামনি ইন্টার ভু টা দেখতে পারতাম :( :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ঐ পোষ্টে আমার আর ওনার ছবি ??
মনে করতে পারছিনা , আপনি বোধহয় সেলিম ভাইয়ের কথা বলছেন !
সে যাই হোক ওনার সাহিত্য চর্চা নিয়ে আমরা বিভিন্ন সময় মজা করেছি , ব্লগের সবাই মিলেই !
লাইভ ইন্টার ভিউ আইডিয়াটা হুট করেই আসা !
শুভেচ্ছা জানবেন!

৪২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

বটবৃক্ষ~ বলেছেন: জেড ফ্রম এ ভাইয়ার ১৬ নং কমেন্ট এর সাথে শতভাগ শহমত!!

পরিবেশ ভাইয়ার তুলনা নাই!!

ওনার মত মানুষ গুলোর জন্যে সত্যি অনেক মায়া লাগে!!

পরিবেশ ভাইয়া লাভিউ!! :) :) :#) :#)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , উনি চমৎকার বলেছেন !
পরিবেশ ভাইয়ার তুলনা নাই !

আমিও ওনাকে লাভিউ !

৪৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

ভূতাত্মা বলেছেন: গান্টা সেইরাম!! :#)

তবে মানুষটা অনেক সহজ সরল !!! :((

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই !

৪৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

রিমন রনবীর বলেছেন: বন্দুর টিশার্টের কালারটা ব্যাফক। আমার ব্যাফক পছন্দ হইছে B-) B-)
সাক্ষাতকারটা অসাম। সাথে গানটাও :D
যোগ্য লোককে প্রাপ্য সম্মান দেয়া উচিত। আজ থেকে তাকে সম্মানে ভাসিয়ে দেব ;)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আবার বেশী সম্মান দিতে গিয়ে অসম্মান না হয় !
শুভেচ্ছা !

৪৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭

মৃন্ময় বলেছেন: পরিবেশ বন্ধুর সরলতা আমাকে মুগ্ধ করেছে

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক তাই !

৪৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: গান টা খুব ভালো লাগছে। উনার মত সরল মানুষ খুব কম পাবেন!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার তো মনে হয় আরেকটা খুঁজে পাওয়া যাবেনা

৪৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

আমিই মিসিরআলি বলেছেন: কুনু কথা নাই চোখ মুইঞ্জা পোষ্ট প্রিয়তে :)

ওস্তাদের ভিডিও দেখাটা সৌভাগ্যের,আমিও তাঁরে নিয়া টুকটাক ফান করছি তাঁকে অত্যাধিক পছন্দ করি বইলাই , তবে কখনও বেয়াদবি করিনাই
শুভকামনা ওনার জন্যে

অভি ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ :) !:#P !:#P !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম কথা ঠিক !
আমরা সবাই বিভিন্ন সময় মজা নিয়েছি ওনার সাথে , আমার মনে হয় উনি এগুলো ভালোভাবেই দেখেন !

৪৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

গুরুমিয়াঁ বলেছেন: বন্ধু রকজ.।.।.।.।.।.।.।.।.।
বাকি সব শকজ.।.।.।.।.।.।.।।।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই !

৪৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

নিমচাঁদ বলেছেন: মামুন ভাইর কমেন্টের এই অংশটা তুলে ধরছি
'আমাদের ভন্ড মুখোশগুলোর বিপরীতে বন্ধু সরলতার প্রতীক । '

উনার সহজ, সরল , আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে ।সরল লোকেদের আমি মাঝে মধ্যে একটু ধমকা ধমকি করি , কিন্তু কাজটা ঠিক না , সেটা বিলক্ষণ আমি ও জানি ।
আমাদের কুটিল চেহারা আরো ক্ষত বিক্ষত হয়ে যায় , আমাদের মিথ্যে গুলো আরো জান্তব করার প্রাণপণ চেষ্টা আমরা প্রতি নিয়ত করি কিন্তু এইরকম সরল লোকেরা এর কিছুই জানে না । তারা তাদের মত করে বাচঁতে থাকে , এবং সম্ভবত আমাদের চেয়ে ভালোই বাচেঁ, ভালোভাবেই বাচেঁ।

প্রশ্নের চোটে তাকে কিছুটা বিপর্যস্ত দেখা গেছে তবে সবচেয়ে উত্রে গেছেন গানের মাঝে ।
গুন গুন করে তার গানটা মনে ভাস্তেছে ।
এমন বাঊলেপনার জন্য আমি ও কোন এক সময় হাহাকার করেছিলাম ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: উনার সহজ, সরল , আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে ।সরল লোকেদের আমি মাঝে মধ্যে একটু ধমকা ধমকি করি , কিন্তু কাজটা ঠিক না , সেটা বিলক্ষণ আমি ও জানি ।
আমাদের কুটিল চেহারা আরো ক্ষত বিক্ষত হয়ে যায় , আমাদের মিথ্যে গুলো আরো জান্তব করার প্রাণপণ চেষ্টা আমরা প্রতি নিয়ত করি কিন্তু এইরকম সরল লোকেরা এর কিছুই জানে না । তারা তাদের মত করে বাচঁতে থাকে , এবং সম্ভবত আমাদের চেয়ে ভালোই বাচেঁ, ভালোভাবেই বাচেঁ।

চমৎকার বলেছেন !

৫০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
শায়মাপি ও ইখতামিন তোমাদেরকেও ধন্যবাদ!! :)



তোর ব্লগিং ক্যারিয়ারে ভিডিও ব্লগিং এটাই প্রথম তাই নতুন ধারা বলেছি।
আর ব্লগেও মনে হয় এ টাইপের পোষ্ট এটাই প্রথম।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , ভিডিও ব্লগ অনেক এসেছে , এমন মৌলিক ভিডিও ব্লগ এর আগে হয়েছে কিনা আমরা হয়তো জানিনা !
আমার মনে আছে একবার শরৎ দা বলেছিলেন ভিডিও ব্লগিং এর কথা , যে কোন বিষয়ের উপর আলোচনা করে সেটা আপলোড করে পোষ্টের কথা !
কি জানি হয়তো প্রথম !
তোকেও অনেক ধন্যবাদ !

৫১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার চোখে পানি এসে পোড়েছে, দেশকে এগিয়ে নিতে এমন পরিবেশ বন্ধু প্রতিটি মহল্লায় মহল্লায় তৈরি করতে ঝাঁপিয়ে পড়া উচিত আমাদের ! :(( :(( :((

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি ঠিক নিশ্চিত না লিও ভাই , যে এমন পরিবেশ বন্ধু আরো তৈরি করা সম্ভব কিনা !
কিংবা এই কঠিন জগতে তার মত মানুষেরা আসলেই দেশকে এগিয়ে নিতে কিছু করতে সফল হবে নাকি !
তবে উনি ভালো মানুষ এবং আমাদের জন্য আনন্দের উৎস !

৫২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

বৃতি বলেছেন: আমার ধারণা ছিল "পরিবেশ বন্ধু" নিকের আড়ালে ব্লগের কেউ হয়ত দুষ্টুমি করছে । ৫ম ব্লগ ডে'তে উনার উপস্থিতিতে সেই ভুল ভেঙ্গেছে । আর ক্লিপগুলো দেখে সত্যি ভাল লাগল । পরিবেশ বন্ধু তাঁর লেখার মতই সহজ সরল অকৃত্রিম একজন মানুষ । অনেক শুভকামনা বন্ধুর জন্য, আর অভিকে ধন্যবাদ তাঁকে আমাদের সামনে চমৎকারভাবে উপস্থাপন করার জন্য ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: আমারো অনেকটা তাই ধারণা ছিল ! মাঝে মাঝে অনেকের কাছে শুনেছি না , উনি আসলেই এমন !
আপনার জন্য ও শুভেচ্ছা !

৫৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

খেয়া ঘাট বলেছেন: তিনটা ক্লিপই দেখলাম ভাই। আপনার প্রশ্নগুলো বেশ ভালোই হয়েছে।
এরকম একজন সহজ , সরল, সাধারণ মানুষ আমাদের এই জটিল সমাজে আজ বিরল। উনার প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেলো।
মাঝে মাঝে মনে হয়, আহ! যদি আরেকটু সহজ হতো ,সরল হতো নিজের জীবন।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , উনি প্রকৃত অর্থে একজন স্বাধীন মানুষ !
আমাদের জীবন এতোটা সরল করে ফেলা অসম্ভব !
অনেক ধন্যবাদ আপনাকে!

৫৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

আমি নিন্দুক বলেছেন: উরি বাবা..... রে.....!!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: উরি বাবা !
আর কিছু বলবেন না ?

৫৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

দুঃখ পাইলাম, পরিবেশ বন্ধুকে আমি সবার আগে থেকে চিনি। যখন উনাকে কেউ চিনতো না, তখন থেকে। উনি আমার ব্লগে মন্তব্য করতেন। কিন্তু উনি আমাকে নিয়ে কিছুই বললেন না। বললেন আমি নাকি কিসের জরিপ করেছি :((

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , আপনাকে নিয়ে বলতে বলতেই ১০ মিনিট শেষ হয়ে গেলো , আমি জানতাম না আমার ফোনে ১০ মিনিটের পরে আর নেয় না !
উনি বলছিলেন আপনি জরিপ করেছিলেন যে ঈমন জুবায়েরর পর পরিবেশ বন্ধু বিভিন্ন বিষয়ে সর্বাধিক পোষ্ট দিয়েছেন !

আপনার সাথে তার সামাজিক যোগাযোগ আছে তাও বলেছেন !
তারপর কি বলেছেন সেটা পোষ্টে বোল্ড করে দিয়েছি !
১৩ তম মিনিটে গিয়ে খেয়াল করলাম যে হচ্ছেনা আর !
তারপর আবার শুরু করেছি যেটা দ্বিতীয় ক্লিপ টা !

অনেক শুভকামনা জানবেন!

৫৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পরিবেশ বন্ধুকে ভালো লেগেছে।
উনি অতিশয় সহজ সরল ও আমুদে মানুষ।
এরকম মানুষেরা অন্যের দ্বারা কষ্ট পায়, কিন্তু নিজে কষ্ট দিতে জানে না।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: যথার্থ বলেছেন, উনি তো সবাইকে মজাই দিয়ে বেড়াচ্ছেন ! কষ্ট তো অনেক দূরের কথা !
শুভেচ্ছা কবি!

৫৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

মোমেরমানুষ৭১ বলেছেন: ইশ এমন একটা সেলিব্রেটির সাথে কাছে পেয়েও ছবি না তুলতে পারায় খুব আফসুসু হচ্ছে

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি তো অটোগ্রাফ না নিতে পারার আফসোসে ভুগছি , মাথায় একেবারেও আসে নাই!

৫৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০

মোমেরমানুষ৭১ বলেছেন: অভি ভাই আরেকটা কথা, আড্ডার বিভিন্ন ইভেন্ট গুলোর যে ভিডিও হয়েছে সেগুলোও দেখতে চাই

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আর কোন ভিডিও করা হয় নি সম্ভবত ! আমি শুধু ওনার সাক্ষাৎকার টা নিয়েছি !

৫৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: পরিবেশ বন্ধু ভাইকে আমারও ভাল লেগেছে।দারুন সহজ সরল ভাল একজন মানুষ। :)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই :)

৬০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

না পারভীন বলেছেন: পরিবেশ বন্ধুর এক্সক্লুসিভ ভিডিও খুব ভাললাগলো । সাক্ষাতকার গ্রহন ও অসাধারণ ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু!

৬১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আর কি ভিডিও হয়েছে, প্লিজ সব আপলোড করেন।

অভির ভয়েস অনেক সুন্দর :#>

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আর কোন ভিডিও নেই আপু আমার জানামতে!
আর কমপ্লিমেন্টের জন্য স্পেশাল থ্যাঙ্কস :)

৬২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

এহসান সাবির বলেছেন: আমি আপনাদের একটা তথ্য দেই.... পরিবেশ বন্ধু যাবার আগে হাত তুলে মোনাজাত করেছিলেন.... প্রতিটি ব্লগার এবং বাংলাদেশর সব মানুষের জন্য প্রার্থনা করেছিলেন, শুভকামনা করেছেন.. অন্যমনস্ক শরৎ দা আর আমি সাক্ষী....... যারা ছিলেন তারা হয়তো অনেকে খেয়াল করেছিলেন.......

পরিবেশ বন্ধু জন্য শুভকামনা।

অভি ভাই... এপিক পোস্ট.....!!

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সব মিলিয়ে তিনি ব্যাতিক্রম!
ধন্যবাদ সাবির ভাই !

আপনি কি মিরপুর ব্লগ ডেতে ছিলেন B:-) B:-) B:-) B:-) ???

৬৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


পরিবেশ বন্ধুকে নিয়ে ব্লগে অনেক মজা করেছি কিন্তু উনাকে দেখার পর থেকে এবং উনার সাথে কথা বলার পর থেকে আমি কানে ধরেছি জীবনে কখনও এমন হীনমন্যতার পরিচয় আর দিব না। উনি বাস্তব জীবনে অনেক চমৎকার মনের একজন মানুষ। প্রতিটা মানুষের কিছু ত্রুটি থাকে। কারও বেশি কারও হয়ত কম। কিন্তু কেউ বলতে পারবেনা যে কেউ একদম পারফেক্ট। আমি যতটা দেখেছি উনি ভীষণ সরল একজন মানুষ। উনার সরলতা পূর্ণ কথাগুলো হয়ত আমাদের মত জ্ঞানীদের বিনোদন দিয়ে থাকে কিন্তু আমি এই কারণে লজ্জিত। প্রিয় বন্ধু আমার কারণে যদি কখনও মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চাইছি। ভাল থাকুন, বেঁচে থাকুন আমাদের হৃদয়ে এভাবেই আপনার সরলতা নিয়ে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুধু আপনি না , আমার মনে হয় না ব্লগের এমন কেউ ছিল যে মজা করেনি ! কিছু কিছু সময় সবাই মিলে ওনার দুই একটা পোষ্টে মজা করেছে ।
কিছুটা বুঝা গিয়েছিল ,কিন্তু মনে হয়েছে উনি এমনি, হয়তো নিজের অজান্তে সেই ব্যাপারগুলা উনিও উপভোগ করেন !
ওনাকে সরাসরি দেখার পর অনেকের যে ধারণা ছিল পেছনের মানুষ টা ইচ্ছে করে দুষ্টামী করে সেই ধারণা টার অবসান হবে।

তবে আমার মনে হয় ওনার সাথে আচরণের দিক টা খুব বেশী বদলে দেয়ার কিছু আছে , এই পোষ্ট না আসলে যা হতো ,একই ভাবে ওনার পোষ্টে কারো ইচ্ছে হলে একটু মজা করতেই পারে , আমার মনে হয় এতে উনিও আনন্দ পান , উনিতো সবাইকে বন্ধু মনে করে !

৬৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

একজন আরমান বলেছেন:
একটা জিনিস মিস করেছিস !

আমি জিজ্ঞেস করেছিলাম " কবিদের কি কবিতা লেখার জন্য নেশা করার দরকার আছে কি না?"

উনি তার উত্তরে বলেছিলেন, "রবীন্দ্রনাথ, নজরুল এনারাও গাঁজা খেতেন ! তবে সেটা নেশা করার জন্য নয় ! কবিতা লেখার জন্য !" :P

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;) ;) ;)
হুম , ওই অংশ আসেনি !

৬৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

ড. জেকিল বলেছেন: উনার পোস্ট দেখেই আমার ধারনা হয়েছিলো যে, উনি নিতান্তই সহজ-সরল, আর দুনিয়া ছাড়া মানুষ হবেন। আমার সেই অনুমান ঠিক হয়েছে। খুব কাছ থেকে দেখা অভিজ্ঞতা থেকে বলছি, মানুষ ক্ষুদ্র তিরষ্কারও বেশির ভাগ সময় সহ্য করেনা, করতে পারেনা। পরিবেশ বন্ধুকে নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়েছে, কেউ হয়তো ভুল করেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছেন। বন্ধু সেটা হয়তো বুঝেও এড়িয়ে গেছেন, নয়তো বুঝতেই পারেননি।

হয়তো তিনি আর সব ব্লগারের মত বিচক্ষন না, তারপরেও তো আমার মতো তিনি অন্য কাওকে নিয়ে মজা করেননা, কাওকে গালি দেননা, কারো ভূল ধরতে যাননা, কাওকে উদ্দেশ্য করে ব্যাঙ্গ-বিদ্রুপ করেননা। এই জন্যই অনেক অনেক ধন্যবাদ, অনেক প্রশংসা তার প্রাপ্য।

শুভ কামনা, পরিবেশ বন্ধু।

স্বপ্নবাজ অভি ভাইকে অনেক ধন্যবাদ, এই সহজ সরল মানুষটাকে সবার সামনে উপস্থাপনের জন্য।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক বলেছেন , উনার পোষ্ট দেখে এই ধারণা টা আসাই স্বাভাবিক !

পরিবেশ বন্ধুকে নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়েছে, কেউ হয়তো ভুল করেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছেন। বন্ধু সেটা হয়তো বুঝেও এড়িয়ে গেছেন, নয়তো বুঝতেই পারেননি।
হয়তো তিনি আর সব ব্লগারের মত বিচক্ষন না, তারপরেও তো আমার মতো তিনি অন্য কাওকে নিয়ে মজা করেননা, কাওকে গালি দেননা, কারো ভূল ধরতে যাননা, কাওকে উদ্দেশ্য করে ব্যাঙ্গ-বিদ্রুপ করেননা। এই জন্যই অনেক অনেক ধন্যবাদ, অনেক প্রশংসা তার প্রাপ্য।

সহমত !
আপনাকেও অনেক ধন্যবাদ !

৬৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮

রিমন রনবীর বলেছেন: ভাইজান ভুল বুঝবেন না। সম্মানে ভাসিয়ে দেব বলতে ওভাবে বোঝাতে চাইনি। শুভকামনা :)

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ছি ছি সোনা ভুল বুঝবো কেন?
আমি এমনিতেই কথার কথায় বলেছি আবার এত সম্মান দিও না যে ভেসে যাবে , আমি বুঝতে পেরেছি কি বলতে চেয়েছো !

আমার মনে হয় যেভাবে চলছিল সেভাবেই চলতে থাকলে ভালো হয়। শুধু সবাই মাথায় রাখবে লোকটা কতটা সরল!

ভালো থেকো রিমন!

৬৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

আমি নিন্দুক বলেছেন: দেখলাম... ভাইজান কে সালাম।

পোষ্ট ++++

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !

৬৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

গ্রীনলাভার বলেছেন: ওফ... আমার কবি বন্ধুকে এভাবে কখনও দেখতে পাব, আমার কল্পনাতেই ছিলনা। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। বন্ধুকে সালাম।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই , ওনার পোষ্টগুলো দেখার পর অনেকেরই এই ইচ্ছেটা জাগে যে লোকটা বাস্তবে কেমন ??
সুযোগ পেয়ে এটাই করেছি !

পরিবেশ বন্ধু ভালো থাকুক !

আপনাকে ধন্যবাদ !

৬৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩০

সোজা কথা বলেছেন: উনাকে দেখেই অনেক ভালো লাগছে।চেহারার মধ্যে অনেকটা সরলতা ফুটে উঠছে।যাহোক,অভি ভাই ভালো উদ্যোগ নিয়েছিলেন।আর আমার একটা প্রশ্নঃপরিবেশ বান্ধব না হয়ে বন্ধু কেন ???

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সোজা কথা!

উনি পরিবেশের বন্ধু , এই চিন্তা থেকেই হয়তো নাম টা নেয়া !

৭০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কবির সঙ্গে আমার একটা ছবি আছে । আমার খুব ভাল লেগেছে। ওনার দশভাগের একভাগ ডেডিকেশন আমার নেই।মা ই স্যালুট টু আমার বন্ধু ।আল্লাহ ওর সব স্বপ্ন পূরণ করুক।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই :)

ওনার ডেডিকেশন এর মাত্রাটা ভিন্ন , উনি জগৎ সংসারের যাবতীয় জটিলতা থেকে অনেক দূরে ! সেই ধরনের ডেডিকেশন আপনাকে কিংবা আমাকে মানায় না !
আপনার বন্ধুর স্বপ্ন পূরণ হোক!

৭১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ওনাকে মডেল কবি বলা যায়। তার গেট আপ সত্যিকার অর্থে কবিদের কথা মনে করিয়ে দেয়।তার খাতা সেখানে সবার ব্লগারের নাম সংগ্রহ করা।তার সহজ সরল অভিব্যক্তি। বন্ধু আমাকে একটা ছোট্ট বই গিফট দিয়েছে। বন্ধু সব সময় আমার পাশে থেকেছে। অনুষ্ঠানে সবা ইকে ছাপিয়ে পরিবেশ বন্ধু হয়ে ওঠেছেন মদ্যমনি। আমি যে নবীশ কবি তারপরও গর্ববোধ করি কি অসাধারণ মনের অধিকারী একজন ব্লগার আছেন সামহুয়ার ইনব্লগে। আর তিনি কবি। আমার শ্রদ্ধেয় বড় ভাই আর কবি। আড্ডার মধ্যে কেমন কবিতা লিখে ফেলল।তারপর সেটা আবুত্তি। এটা শুধু পরিবেশ বন্ধুর পক্ষেই সম্ভব। আমার বন্ধুর দীর্ঘজীবন কামনা করছি।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: সে আপনি আপনার ইচ্ছে হলে আপনার বিচার ক্ষমতায় বলতে পারেন !

উনি সরল মানুষ , নিজের অভিব্যাক্তি প্রকাশ করেন !

আপনার জন্য ও শুভকামনা থাকলো :) !

৭২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১১

খন্দকার আরাফাত বলেছেন: এই পোস্টে বন্ধুর মন্তব্য নেই কেন ? এ সরল মানুষটিকে খুব পছন্দ হয়েছে। অভি ভাইকে পোস্টের জন্য ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: কি জানি উনি হয়তো পোষ্ট টি খেয়াল করেন নি !
আশা করি উনি এখানে এসেও ওনার স্বভাবসুলভ একটা কবিতা উপহার দিয়ে যাবেন!

শুভেচ্ছা জানবেন!

৭৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৮

চটপট ক বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আর কি ভিডিও হয়েছে, প্লিজ সব আপলোড করেন।

অভির ভয়েস অনেক সুন্দর

:)

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন:

স্বর্ণা আপুকে দেয়া ধন্যবাদ টা ভাগ করে নিও :) , উনি যদি রাজি থাকেন !

৭৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৯

আমিই মিসিরআলি বলেছেন: শ্রদ্ধেয় পরিবেশ বন্ধুরেও এই পোষ্টে দেখতে চাই

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিও চাই , উনি এসে একটা কবিতা কমেন্টে দিয়ে যাবেন !

৭৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৫

প্রিন্স হেক্টর বলেছেন: পোষ্ট আগেই পড়েছি। এতক্ষন ধরে ভিডিও তিনটা দেখলাম।

ধন্যবাদ অভি ভাই শেয়ার করার জন্য, না হলে একজন সহজ সরল মানুষ সম্পর্কে আমার ভুল ধারনা থেকে যেত।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা হেক্টর , তোমার নিশ্চয়ই মনে আছে আমরা সবাই মিলেই ওনার দুই একটা পোষ্টে গিয়ে মজা করেছি , দুই - তিনদিন ঐ পোষ্ট নিয়েই সবাই আনন্দে ছিল ! সেখানে ওনাকে নানা ভাবে মন্তব্য করা হয়েছে , আশ্চর্যজনক ভাবে উনি এগুলো ভালোভাবেই নিয়েছেন!

আমার মনে হয়না , খুব বেশী ওনার সাথে ভিন্ন আচরণ করা উচিৎ ,সবাই মজা করলেও কেউ বেয়াদবী করেছেন বলে মনে হয় না ! তুমি যেমন মজা করতে সেটা স্বাভাবিকভাবে চালিয়ে গেলেই উনি খুশি থাকেন মনে হচ্ছে আমার !

শুভেচ্ছা জানবে!

৭৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫২

হাতীর ডিম বলেছেন: কবির জন্য শুভ কামনা।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা !

৭৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৫

বেঈমান আমি. বলেছেন: পোস্ট টা কে মনে হলো একটা সহজ সরল মানুষকে নিয়া ফান করা হয়ছে।লোকটার কার্যক্রম দেখতাম বাট এট সহজ সরল?চিন্তাও করি নাই।আমি ভাবতাম কেউ হয়তো রিভার্স খেলছে।

এই জামানার কুটিল লোকজনের ভিড়ে উনাকে দেখে কেমন জানি লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে পোষ্টে আসার জন্য !
এই সরল মানুষটাকে নিয়ে বিভিন্ন সময় ব্লগের সবাই মিলেই ফান করা হয়েছে , ওনার দুই একটা পোষ্টে , রীতিমত আড্ডা জমিয়ে !
ওনার পোষ্টগুলো আমাদের চোখে মারাত্বক ব্যাতিক্রম হয়ে ধরা দেয় , এইজন্য মুটামুটি অনেকেরই ইচ্ছা " লোকটা বাস্তবে কেমন ?? " এর আগে সাহিত্য আড্ডায় উনি আসবেন বলেও আসতে পারেন নাই , তখন সবাই বলেছে পরের বার আমরা পরিবেশ বন্ধুকে দেখতে চাই , অবশ্যই মজা করার উদ্দেশ্যে! সামনাসামনি যখন পেয়ে গেলাম , তখন এই ভাবনাগুলো মাথায় রেখেই ওনার সাক্ষাৎকার নেয়ার আইডিয়া টা আসে , আমার মাথায় ছিল মজা করা যাবে কিন্তু বেয়াদবী যাতে না হয়ে যায় !

কথা বলতে গিয়ে বুঝলাম উনি মাত্রাতিরিক্ত সরল , অনলাইনে রিভার্স খেলার মত কুটচাল ওনার মাথায় আসাটা স্বপ্নের মত , ওনার সে ব্যাপারে সীমাবদ্ধতা আছে বলেই হয়তো উনি এমন !

আসলেই কুটিল লোকজনের ভীরে ওনাকে দেখে কেমন জানি লাগে, লোকটা বাস্তুবে কিভাবে সার্ভাইভ করে সেটা ও চিন্তার বিষয় !

৭৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: লোকটার সবকিছুই ঠিক আছে কিন্তু একটা জিনিস নিয়া খারাপ লাগছে সেটা হলো লোকটা কোরান হাদিসের ডাইরেক্ট আয়াত নিয়ে মিথ্যাচার করে। তার এমন অনেক পোস্টে কোরানের কোট করেন যেখানে কোরনশরীফ খুজে দেখলে সেখানে ঐ আয়াত বাদ অন্য কোথাও সেই আয়াত খুজে পাওয়া যাবে না।

মানুষ অন্যান্য কিছু নিয়ে মিথ্যাচার সম্পর্কে খুব কঠোর গুনাহের কথা বলেছেন সেখানে একজন লোক যখন কোরানের শরীফের আয়াত নিয়ে ডাহা মিথ্যাচার করেন তখন মনে হয় সবকিছুই মেকী।

আল্লাহ উনার শুভবুদ্ধির উদয় করুন। তবে হ্যা, উনার যদি মানসিক বিকৃতি থেকে থাকে তাহলে আল্লাহ হয়তো এ কবীরা গুনাহ হতে মাফ করবেন।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন:
আপনার কমেন্টের শেষ লাইনটা হবার সম্ভাবনাই বেশী!

শুভেচ্ছা জানবেন!

৭৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬

মামুন রশিদ বলেছেন: পরিবেশ বন্ধুর গানের ক্লিপটা দেখলাম । অসাধারণ গেয়েছেন বন্ধু । সুরে সিলেটের বিখ্যাত রাধারমনের ধাঁচ আছে । আর গায়কী স্টাইলে আছে ঘেটু নাচের ছন্দ ।

ঘেটু নাচের কথা বলে আমি বন্ধুকে ছোট করছিনা, হাওড় অঞ্চলে একসময় ঘেটু গান আর নাচ খুব জনপ্রিয় ছিল ।

পরিবেশ বন্ধুর সরলতায় আমি বিস্মিত!!!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !
নিঃসন্দেহে কিছু একটা সমস্যা আছে !
যেভাবেই হোক উনি একজন ভালো মানুষ , অন্তত এই কথাটা আমরা বলতে পারি !

সমস্যাযুক্ত খারাপ মানুষ কিংবা কবি না ;) ;) ;)

শুভেচ্ছা জানবেন !

৮০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: পরিবেশ বন্ধু -- মাসুদ ভাই ইজ রক্স। উনি যে খুব সরল, সহজ মনের এটা অনেক আগেই বোঝা গেছে। কাল ভিডিও ক্লিপ গুলো দেখলাম, আমার মাও দেখেছেন। উনার হাত নাড়িয়ে কথা বলার ইউনিক স্টাইল টা আমার বেশি পছন্দের। গান টাও সুন্দর গেছেন।

মাসুদ ভাইকে অনেক শুভেচ্ছা। আর ফাটকাবাজ অভিকেও ( :P ) ছুভেচ্ছা এক্সক্লুসিভ ভিডিওর জন্য।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! এত কষ্ট করে উপস্থাপনা করলাম , দ্রুততম সময়ে জনবান্ধব প্রশ্ন মস্তিস্কে নিয়ে আসলাম ! তার পরেও আমি
ফাটকাবাজ !!!!!!
ভালো তো ভালো না , সলিড একটা শুভেচ্ছাও পাইনা :( :( B-)

৮১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: অনেক কথা বললাম পরিবেশ বন্ধুকে নিয়ে। একটা প্রোগ্রামের মধ্যমণি হওয়ার যোগ্যতা বণ্ধুর আছে।সারাক্ষণ ব্লগ নিয়ে কবিতা নিয়ে দেশ নিয়ে আর ভবিষ্যতে উচ্চতর ডিগ্রীগুলো দেশে বসেই করা সম্ভব হবে সেটা নিয়েও বললেন।তার চিণ্তা আছে সুদূর প্রসারী,তিনি ব্লগ সম্পর্কে বললেন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রীর চেয়ে ১ বছর ব্লগিং অনেক বেশি শিক্ষা দেয়।কথাটি যৌক্তিক কিনা সেটা জাজ করবো না। শুধু মাত্র ব্লগার যারা ব্লগিং করতে ভালবাসেন তাদের কতটুকু মূল্যায়ন আর সম্মান পরিবেশ বন্ধু করেন।ব্যাপারটা ভাবার মতন।যখন তাকে ছোট করা হয় তাকে নিয়ে মজা করা হয় তখন ব্লগটাকেই হেয় করা হয়। সামু ব্লগের পল্লী কবি অবশ্যই পরিবেশ বন্ধু। ডেডিকেশন ইজ রেয়ারেস্ট থিং অন আর্থ । তার সেটা আছে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম!

৮২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উনাকে বাস্তবে দেখব কখনই ভাবি নাই। পরিবেশ বন্ধুর সরলতায় আমি বিস্মিত!!! যাই হোক, উনার প্রতি রইল আমার অনেক শুভেচ্ছা!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার জন্য ও শুভেচ্ছা !

৮৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

অস্পিসাস প্রেইস বলেছেন:

সরল মানুষটিকে খুব পছন্দ হয়েছে ।

ভিডিওতে উনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমার ধারণা উনার কাউন্সেলিং বা কিছু চেক আপ + ট্রিটমেন্ট প্রয়োজন।

আমাদের আনন্দ দেয়ার পাশাপাশি উনিও একটি মানুষ। একটিই জীবন উনার।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভিডিওতে উনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমার ধারণা উনার কাউন্সেলিং বা কিছু চেক আপ + ট্রিটমেন্ট প্রয়োজন।

সিরিয়াসলি ভাবছি , একটা উদ্যোগ নেয়া যায়!

৮৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
গানটা ভালো লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: গানটার লিরিক্স আসলেই অসাম !

৮৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

ইখতামিন বলেছেন:
আগেই কিছুটা অনুমান করেছিলাম। কিন্তু এতোটা সরল হবেন তা ভাবতেই পারিনি। তিনি @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার প্রথম পোস্ট থেকেই তার প্রায় সকল পোস্টে অনেক মন্তব্য করেছেন। :P ব্লগার সিডির দোকান তাকে নিয়ে একবার একটা ব্যক্তি আক্রমণাত্মক পোস্ট করেছিল যা পরে মুছে ফেলা হয়েছিল।

মাসুদ ভাই তো এখন আর আমার পোস্টে মন্তব্যই বন্ধ করে দিয়েছেন প্রায়। তাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল। এমন মানুষ সচরাচর দেখা যায়না।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: তিনি কিছুটা অস্বাভাবিকরকম সরল সেটা কিন্তু বুঝাই গিয়েছিল!
তাকে নিয়েও ব্যাক্তি আক্রমণ পোষ্টের চিন্তা যে করতে পারে তার সম্পর্কে আমি কিছুই না জেনেই মন্তব্য করতে পারি !

অনেক শুভেচ্ছা জানবেন ইখতামিন !
হ্যাঁ উনি স্বর্ণা আপুর বিরাট ফ্যান :)

৮৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২

মহামহোপাধ্যায় বলেছেন: ব্লগে পরিবেশ বন্ধুর কথা অনেক শুনতাম, অনেক পোস্টে তার কমেন্ট দেখতাম। তবে তার সাথে কখনও সরাসরি ব্লগিং ইন্টারেকশন হয়নি আমার :( আজ সাক্ষাৎকার দেখে মনে হ্ল খুব সরল একটা মানুষ। এই সমাজে বিরল।

গানটা অনেক ভাল লেগেছে।

ভাল থাকুক পরিবেশ বন্ধু।

অভি ভাইয়াকে ধন্যবাদ।

স্বপ্ন মধু ভরা আমার বাংলাদেশ

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
স্বপ্ন মধু ভরা আমার বাংলাদেশ !
আল্লাহ ওনার পাশে থাকুক!

৮৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পরিবেশ বন্ধুর গান বার বার শুনছি।
অসাধারণ।
কথা, সুর সব ছুয়ে গেছে।
এই গান প্রমাণ করে এই নিতান্ত সহজ সরল ভালো মানুষটি দেশকে কতটা লালন করে। স্যালুট তাকে।

তার সাথে বসে চা খাওয়ার ইচ্ছে থাকলো। তাকে শ্রদ্ধাবোধ টা জানানোর ও।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই দুর্জয় ভাই !
শুভেচ্ছা জানবেন!

৮৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সরল মানুষ , সরল পোস্ট , সরল উপস্থাপনা।
আমার ভাল লাগছে যে আমি উনাকে নিয়ে কখনো মজা করিনি। কখনো আন্ডারস্টিমেট করিনি। আমি আগেই ধারণা করেছিলাম উনি মানুষ হিসেবে সরল ও ভালো মানুষ হবেন। ধারণা ঠিক হলো। ভিডিও খুব উপভোগ্য।


অভিকে ধন্যবাদ :)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
ওনাকে অনেকেই বুঝতে পারছে এটাই এই পোষ্টের প্রাপ্তি !
ভিডিও টা করার সময় আমার মাথায় সবার যে প্রশ্নগুলো ঘুরে সে গুলোই করেছি !

শুভেচ্ছা সব সময়ের !

৮৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

না পারভীন বলেছেন: পরিবেশ বন্ধুকে নিয়ে যখন সবাই খুব মজা করছিল তখন ই তাঁর ধৈর্য ধরে মজা উপভোগ করার বিষয়টা আমার নজরে পড়ে ।
সাক্ষাতকারে উনার প্রতিটি উত্তর ছিল বুদ্ধিদীপ্ত আর আন্তরিকতা পূর্ণ । খুব ভাল লেগেছে । পরিবেশ বন্ধুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে ।

আর অভির ভয়েস আসলেই সুন্দর । প্রশ্ন গুলো ও একেবারে আমাদের মনের মত হয়েছে ।

আবারো ধন্যবাদ জানাই এই সুন্দর পোস্টের জন্য । :)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: পরিবেশ বন্ধুকে নিয়ে যখন সবাই খুব মজা করছিল তখন ই তাঁর ধৈর্য ধরে মজা উপভোগ করার বিষয়টা আমার নজরে পড়ে ।
সাক্ষাতকারে উনার প্রতিটি উত্তর ছিল বুদ্ধিদীপ্ত আর আন্তরিকতা পূর্ণ ।

সহমত আপু!

8-| 8-| :-& :-& :#> :#> :#> :#> :#> :#> :#> ধন্যবাদ আপু!
এই প্রশ্নগুলো সব ব্লগারের মনেই ঘুরে আমি ধরে নিয়েছিলাম , নিজেও ওনার সাথে একটু মজা করেছি যেটা উনি ওনার গুনে মজা হিসেবেই নিয়েছেন!

শুভকামনা সব সময়ের!

৯০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসলে এখন মনে হচ্ছে অনেক বেশী সরল এই মানুষটা। :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো থাকা হোক!

৯১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ফেবুতে সব পোস্টে সরল সব কমেন্ট । প্রথম দিকে খারাপ লাগতো না , কিন্তু পরে মনে হতো অহেতুক । তাঁকে একসময় সরল মনে হতো আবার অনেকের কথা শুনে এই সরলতার আড়ালে কারো ইচ্ছেক্রিত ভান মনে করতাম । কেউ কেউ বলত , উনি ফেবুতে শুধু মেয়েদের পোস্টেই কমেন্ট করেন । সম মিলিয়ে একটু এড়িয়ে চলতাম । লজ্জা লাগছে এখন ! এত সরলতা তো দেখা যায় না এখন তাই আমাদের মত সাধারণ মানুষের জন্য এটা একটা বিস্ময় ! আল্লাহ তাঁকে ভালো রাখুন , সুস্থ রাখুন । আমিন !

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: আল্লাহ তাকে সুস্থ রাখুক!

৯২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০

একজন ঘূণপোকা বলেছেন: ভিডিও তিনটা দেখলাম।




ভাল লাগল



অনেক শুভ কামনা তার ও আপনার জন্য

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ।

৯৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

বটবৃক্ষ~ বলেছেন: স্বপ্ন মধু ভরা আমার বাংলাদেশ



গান্টা আসলেই মন থেকে লেখা এবং খুব বেশি দেশকে ভালোবেসে গাওয়া!!

আমি সবার আগে গানটা শুনেছি!! কমেন্ট গুলো পরতে আবার আসলাম!! :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :) :) :)
উনি যা করার মন থেকেই করেন!
শুভেচ্ছা আপু।

৯৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
উনি সুস্থ থাকুক ভাল থাকুক । শুভকামনা

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই, আপনাকেও ধন্যবাদ!

৯৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

জনাব মাহাবুব বলেছেন: পরিবেশ বন্ধুর সাক্ষাতকারটি আলোড়ন সৃষ্টি করবে সেটা আমি আগেই ভেবেছিলাম কিন্তু এই রকম অভিভূত সাড়া পাওয়া যাবে এবং পরিবেশ বন্ধুর সম্পর্কে ব্লগারদের দৃষ্টিভঙ্গি পজেটিভ দিকে বদলে যাবে তা ভাবতে পারিনি।

পরিবেশ বন্ধুর গানটি আপনার সাথে সাথে আমিও ভিডিও করেছিলাম। সেটি আমার কাছে আছে এবং সেই গানটি ইউটিউবে ডাউনলোডও দিয়েছি কিন্তু নানান জটিলতার কারনে সামুতে এখনও আপলোড দিতে পারিনি।


অনেক ব্লগার উনার আরও কোন ভিডিও থাকলে শেয়ার করার কথা বলেছেন। ইনশাআল্লাহ যথাশীঘ্রই সেটি আমি ব্লগে দিয়ে দিব।

আপনার এই রকম উদ্যোগকে সাধুবাদ জানাই।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :)

৯৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

পরের তরে বলেছেন: কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। শুধু বন্ধুকে বলতে চাই

"মোদের ক্ষমা কর হে বন্ধু,
হয়ত ভুল ভেবেছি তোমায়
মনের আজান্তে,
আসলে তুমিই সঠিক ছিলে,

হারানো পথ পেয়েছি খুজে
তোমার ছোয়াতে
তুমি দীর্ঘজীবি হও
বেচে থাক আমাদের মাঝে.....

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

৯৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

জুন বলেছেন: ভিডিও দেখে মনে হলো একজন সহজ , সরল, সাধারণ মানুষ আমাদের পরিবেশ বন্ধু।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য ।
+

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু!

৯৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

অদৃশ্য বলেছেন:






সেই সকাল থেকেই আপনার ব্লগে বসে আছি... অনেক সময় লাগলো সবগুলো শুনতে... আমিও গোঁ ধরে বসে ছিলাম বন্ধুর ডিটেইল না শুনে একচুলও নড়ছিনা... অবশেষে শেষ হলো...

অপুর্ব এবং অপুর্ব... পরিবেশ বন্ধুর চেহারা... চুলের ডিজাইন... কথা... গান... সবই অপুর্ব...


প্রিয় অভির জন্য
শুভকামনা...

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অপুর্ব এবং অপুর্ব... পরিবেশ বন্ধুর চেহারা... চুলের ডিজাইন... কথা... গান... সবই অপুর্ব...

অনেক কষ্ট করে সময় নিয়ে দেখার জন্য বিশেষ ধন্যবাদ আপনাকে !

৯৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ভিডিও তিনটা দেখে মনে হলো ওনার কিছু একটা সমস্যা আছে । দোয়া করি তা যেনও না হয় ! ওনার সরলতার জন্য ভালোবাসা । আর আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন , ধন্যবাদ ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক বলেছেন , ঐ রকম ই কিছু একটা !
শুভেচ্ছা জানবেন!

১০০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আর ভাই আপনি কি গান গান?? আপনার কণ্ঠস্বর চমৎকার !

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: :#> :#> :#> :#> :#>

১০১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭

অদ্বিতীয়া আমি বলেছেন: সেদিনই পোস্ট পড়ে ভিডিও দেখেছিলাম ।

মনে হল উনি তার নিজের পৃথিবীতে বাস করেন , সেখানে তিনিই সর্বসেবা । অনেক কিছু তিনি করেছেন বা করেন ভাবেন , হয়ত রিয়েলিটির সাথে তার মিল নাই। কিন্তু তার কাছে সেটা সত্যি । তার বুদ্ধিভিত্তিক সীমাবদ্ধতা আছে কিন্তু একই সাথে কোন জটিলতা বোঝার ক্ষমতাও নেই । তার সরল দুনিয়া নিয়ে এই কুটিল দুনিয়ায় প্রায় হোঁচট খান , যা বুঝেন তাই প্রকাশ করেন ,কমপ্লেক্স পৃথিবীতে সেটা হাস্যকর হল কিনা বুঝে উঠতে পারেন না ।

বোঝাই যাচ্ছে তার পিছনে পারিবারিক সহায়তা আছে , ভাল লাগল , এধরনের মানুষদের জন্য যেটা খুব দরকার ।

গান খুব ভাল লাগল । ভিডিও তে যদিও হাস্যকর কিছু ব্যাপার আছে তবুও তিনি ভালই সাক্ষাৎকার দিসেন । ভাল থাকুন তিনি তার গান , তার পৃথিবী নিয়ে ।
অভিকে থ্যাংকস পোস্টটার জন্য ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার বলেছেন!
শুভেচ্ছা জানবেন!

১০২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পরিবেশ বন্ধুর গানের লিরিক এবং ব্লগ ডে তে ওনার সাথে যে কথাবার্তা হইছিলো তাতে মনে ওনার মতো নিখাঁদভাবে এখনো দেশকে আমরা ভালোবাসতে শিখি নাই।

স্যালুট পরিবেশ বন্ধু। আপনার মধ্যে যে সরলতা আছে তা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক বলেছেন আলাউদ্দিন ভাই !
ওনার মানসিক দুরবস্থার জন্য দোয়া থাকলো !

আপনার জন্য ও অনেক শুভকামনা !

১০৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি মুগ্ধ

২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জানবেন !

১০৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

মোঃ ইসহাক খান বলেছেন: ছবি ব্লগ দেখেছি। ভিডিও ব্লগ আমার জন্য নতুন অভিজ্ঞতা। অভিনব আয়োজন, স্বীকার করতেই হয়।

শুভেচ্ছা রইলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভিডিও ব্লগে ইন্টারেকশনের সুযোগ টা অনেক বেশী ! আমাদের দেশে ভিডিও ব্লগিং এর প্রচলন টা এখনো ওভাবে নেই , অনেক সিরিয়াস বিষয়বস্তু নিয়েও ভিডিও ব্লগ হতে পারে , লিখার বদলে !

আপনার জন্য ও অনেক শুভকামনা থাকলো ইসহাক ভাই !

১০৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৪

রৌহান খাঁন বলেছেন: নিচের লিংকে জাভি টা কে সেটা একটু দেখে আসবেন :P

Click This Link

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)

১০৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

পরিবেশ বন্ধুর জন্যে শুভেচ্ছা রইল ।

আর অভিকে কৃতজ্ঞতা এমন আয়োজন করায় ।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপি !
শুভকামনা জানবেন!

১০৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: স্বাগতম ২০১৪ সাল
শুভেচ্ছা সবার তরে
অন্যায় , ভ্রান্তি দূর হোক
মুক্ত হৃদয় আলোময় হোক ভালবাসার চাদরে

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা বন্ধু !

১০৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫০

গোলক ধাঁধা বলেছেন: উনার মানসিক সুস্থতা নিয়ে আমারও আগেই সন্দেহ ছিল। আজ পরিষ্কার হল।উনার সুস্থতা কামনা করছি।
বিনোদন এবং সেইসাথে সিরিয়াসলি উনাকে আমাদের মাঝে পরিচিত করিয়ে দেয়ার জন্য অভি ভাইকে ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা জানবেন গোলক ধাঁধা !

১০৯| ২২ শে মে, ২০১৪ রাত ১:৪৪

আমি সাজিদ বলেছেন: এই পোস্ট এত দিন আমার চোখে আসল না ক্যান? চখাম।

২২ শে মে, ২০১৪ সকাল ১০:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: :)

১১০| ২২ শে মে, ২০১৪ রাত ১:৪৭

আমি সাজিদ বলেছেন: মামুন রশিদ ভাইয়া বলেছেন: শুভেচ্ছা প্রিয় ব্লগার পরিবেশ বন্ধু । আমি উনাকে কিছুটা জানি । সুনামগঞ্জের হাওড় পাড়ের মানুষ, রক্তে সহজাত বাউলেপনা । ঐ অঞ্চলের মানুষ এমনিতেই সহজ সরল ভাবুক । বন্ধু যা বলেন বা লিখেন, তা তার বিশ্বাসের জায়গা থেকেই লিখেন । কপটতা বা ভন্ডামী উনার মাঝে নাই ।

এই যে উনাকে নিয়ে আমরা এত ট্রল করি, এটাকে ইনি তার জনপ্রিয়তা হিসাবেই দেখেন । ব্লগের ব্যাপক আনন্দ বিনোদনের উৎস তিনি ।

বন্ধু, আপনি ব্লগে যুগ যুগ থাকেন । আমাদের ভন্ড মুখোশগুলোর বিপরীতে বন্ধু সরলতার প্রতীক ।

শুভ কামনা বন্ধু ।

২২ শে মে, ২০১৪ সকাল ১০:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাজিদ !

১১১| ২২ শে মে, ২০১৪ রাত ২:৪৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: পরিবেশ বন্ধুকে দেখে খুশি হলাম। ভাল মানুষ।

২২ শে মে, ২০১৪ সকাল ১০:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক বলেছেন !
সুন্দর থাকুন প্রোফেসর শঙ্কু !

১১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

ডি মুন বলেছেন: এই পোস্ট দেখে আমার ব্লগজীবন সার্থক হইলো :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মিষ্টি খাওয়ান :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: মিষ্টি খাওয়ান :) :)

১১৩| ২৭ শে মে, ২০১৫ রাত ১২:৫৮

লাবিব ইত্তিহাদুল বলেছেন: বেশ স্লো। তবু দেখলাম ভিডিও। ভালই লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.