নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ কুমিল্লায় ঘুরতে গেলে কোথায় কোথায় ঢু মেরে আসবেন !

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮





যেতে হলে সায়দাবাদ গিয়ে এই বাসে উঠে পড়েন , ১০ মিনিট পর পর ,টিকেট কাটার ঝামেলা নাই B-)





যাবার পথেই পেয়ে যাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজরিত ওয়ার সিমেট্রি





আর যদি ট্রেনে যান তাহলে এভাবেই আপনাকে স্বাগত জানানো হবে



শহরে যদি এসেই পড়েন তাহলে প্রথমেই আমার স্কুল থেকে ঘুরে আসেন, নিচে আরো কয়েকটা ছবিঃ





স্কুলের ভেতরের শহীদ মিনার।



কাফনের কাপড় পড়ে ওদের মত জীবনের শ্রেষ্ট সময়টা এখানেই কাটিয়েছি!!





এক ফ্রেমে জিলা স্কুল , স্টেডিয়াম আর ধর্মসাগর , পাখির চোখেও বলা যায় !!



এবার তাহলে ধর্মসাগর ঘুরে আসা যায়!















ধর্মসাগর পাড়েই আমার প্রিয় আড্ডার জায়গা (সন্ধ্যাকালীন)



রাতের বেলা কেমন লাগে??





পিক আওয়ারে ধর্মসাগর !



পাশেই থাকা নিরীহ স্টেডিয়াম টা কি দোষ করলো !









এবার তাহলে টাউনহল থেকে একটু ঘুরে আসা যায় !



নবাব বাড়ী , আমার বাসা থেকে ২০০ হাত দূরে B-)B-)





ঈদগাহ মাঠ , সারা বছর খেলার মাঠ , ঈদের দিন নামাজের জায়গা !



অনেক ছবি দেখা হইছে , একটু রসমলাই খান !



এটাই অরজিনাল , বাকী সব নকল , ওদের কোন শাখাও নেই , কোথাও সাপ্লাই ও দেয়না - নকল হতে সাবধান !



এবার আমার কলেজে ঘুরে আসা যায় !











আমাদের প্রিয় শত্রু ফয়জুন্নেসা স্কুলের(গার্লস) একটা ছবি না দিলেই না হয় !

কুমিল্লা যাবেন , আর নজরুলের সাথে দেখা না করে চলে আসবেন ??





নজরুলের স্মৃতি আর পিচ্চি কালের স্কুলের স্মৃতি যখন মিলে মিশে একাকার!



মেডিকেল কলেজ , এটাও ক্যাপশান দিতে হবে ??





এটা প্রাইভেট !



যাবেন নাকি ;) ??



নগর ভবন









দিলাম না ক্যাপশান , না বুঝলে হাত তুলেন :)





এখান থেকেই সব কঠিন কঠিন প্রশ্ন পরীক্ষার হলে যায় !



শহরের একটু বাইরে ঘুরে আসা যায় ?? নিরীহ গোমতী !





প্রেস ক্লাব !







বার্ডে যাবেন না ??











পাশের শালবন বিহার আর ময়নামতি যাদুঘর











যাবার পথে ক্যাডেট কলেজ কি দোষ করলো !









শালবন বিহার পার হলেই দেখা দিবে সদ্য গজিয়ে উঠা কুমিল্লা বিশ্ববিদ্যালয় !











অনেক হইছে , এবার আবার বাসে উঠেন :)

ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা , ২০১৪ হোক অনেক বেশী আনন্দের !

কোথায় , কিভাবে যাবেনঃ

বাস থেকে , ট্রেন থেকে নামবেন শাসনগাছা (ঢাকা থেকে ) , কুমিল্লা রিকশার শহর বলা যায় , থাকতে চাইলে শাসনগাছা এলাকাতেই হোটেল পাবেন , তারপর যদি ধর্মসাগর যেতে চান তাহলে রিকশা নিয়ে আসা যাবে , আর গোমতী নদী ভ্রমণের উপায় ও একই , রিকশাতেই সম্ভব! আর শালবন বিহার , বার্ড , ময়নামতি যাদুঘর যেতে হলে রিকশায় প্রথমে কান্দিরপাড় , তারপর সি এন জি করে বার্ড ! বার্ডে অনুমতির ব্যাবস্থা করে ঘুরাঘুরি শেষে বের হয়ে আসলে গেটেই পাবেন অটোরিকশা যেগুলো যাবে শালবন বিহার, ময়নামতি যাদুঘর , যাবার পথে ক্যাডেট কলেজ , পলিটেকনিক ইনিস্টিটিউট এসব চোখে পড়বে !

শাল বন বিহার পার হয়ে মিনিট পাচেক হাটলেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গন্ধ পাবেন !

কিছু ছবি কালেক্টেড , কিছু নিজের তোলা ! আর হ্যাঁ পোষ্টের অনুপ্রেরণায় অপু তানভীর !

মন্তব্য ২০৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আররে!! কঠিন হইছে! সুন্দর কয়েকদিন আগে অপু তানভীরও একটা পোষ্ট দিসিল এমন। ভালো লাগল। মেঘলা দিনে ধর্ম সাগর পাড়টা তো সেইরাম লাগে।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কাভা ভাই !
গল্পকারের পোষ্ট দেখার পরেই মূলত আমার এই আইডিয়া আসে !

মেঘলা দিনে আসলেই সিরাম লাগে :)

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

এহসান সাবির বলেছেন: দারুন অভি ভাই। রসমলাই....!!! আমিও একটা দেব.... ;)

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাবির ভাই !
দ্রুত দেন :)

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

নিরুদ্দেশ বলেছেন: অনেক সুন্দর আপনার দেশটা। ছবিগুলোতে পরিভ্রমণ হয়ে গেল কুমিল্লা। নতুন বছর শুভ হোক।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নিরুদ্দেশ !
শুভকামনা জানবেন !

৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস, ভেরী নাইস !
পাখির চোখে ছবিটা কেমনে তুলসিলেন ?
আর জিলা স্কুলে কি বিয়া হচ্ছিলো নাকি ?? !:#P

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !
ঐ ছবিটা কালেক্টেড ওয়ান , সম্ভবত রাস্তার ওপারের বিল্ডিং এর ছাদ থেকে তোলা !

আর বিয়ে না ১৭৫ তম জন্মদিন পালন করা হচ্ছিল :)
শুভেচ্ছা জানবেন :)

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: !!! !!! !!! !!! দারুন !!! !!! !!! !!! !!!

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আনারুল ইসলাম ভাই !

৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

পুরানো আমি বলেছেন: দেশী ভাই :)

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! জেনে ভালো লাগলো :)

৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫

আমিনুর রহমান বলেছেন:



দারুণ হয়েছে। তবে আমি সব চিনি :P


আমিও দিমু এই রকম একটা ছবি ব্লগ খুব শীঘ্রই।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , আপনি চিনেন না এমন কিছু কি আছে নাকি !
দ্রুত দেন , শ্বশুরালয় দিবেন নাকি নিজের টা দিবেন ?

৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার নানু বাড়ি ফেনি :)

অনেকবার গেছি কুমিল্লা। ছবিগুলো দেখে ভালো লাগলো। হ্যাপি নিউ ইয়ার ব্রো :)

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যাপি নিউ ইয়ার আপু :)
ফেনি কখনো যাই নি , আত্নীয় স্বজন কেউ নাই !
তবে চট্টগ্রামে আমার দুটা ফুফুর বাসা :)

৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১

এম মশিউর বলেছেন: আপনার বাড়ির ছবি কোনটা? সব দেখাইলেন আর বাড়ির ছবি দেখাইলেন না? কুমিল্লায় গেলে আপনার বাড়ি চিনবো কি করে? :P





তবে প্রধান ফটকে খুব যাইতে মুঞ্চায়!! ;)


০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: নারে সোনা বাড়ির ছবি পাবলিশ করা যাবেনা :) , বুঝোইতো এমনিতেই মেয়েদের জ্বালাতনে ;) ;) ;) ! তবে আশেপাশের কিছু একটা দিয়ে দিবো , বাদ পড়ে গেছে , এখন এডিট করতে ইচ্ছে হচ্ছেনা , দিনের বেলা দিয়ে দিবো !

শুভকামনা রইলো তোমার জেল জীবনের জন্য :)

১০| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৯

নাহিদ রুদ্রনীল বলেছেন: আরে এটা দেখি আমার শহর। ওয়াও এতো সুন্দর। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা পোষ্ট দেয়ার জন্য। তবে একটাই দুঃখ বাখরাবাদ গ্যাস সিঃলিঃ কোন ছবি দিলেন না। দুঃখ পাইলাম! বাই দ্য ওয়ে আপনি জিলার কত সালের ব্যাচ? আমি এবারের ব্যাচ :-P

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রুদ্রনীল :)
হুম , ওটা দেয়ার দরকার ছিল , আমার কাছে ছবিও আছে , আচ্ছা দিয়ে দিবো !

আমি জিলার ০৬ এর ব্যাচ !

১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোষ্ট । ভাল লাগা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুজন :)
ভালো থাকবেন !

১২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৬

জেরিফ বলেছেন: ধর্মসাগরের নাম শুনেছি অনেক ।


আপনিও তাহলে এগুলো করেন :P :P :P

ভালো লাগলো ।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জেরিফ !
এগুলা মানে কোনগুলা B:-) B:-) B:-) ?

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৩

আমি নিন্দুক বলেছেন: উরিবাবা...

কারাগার...!!! উরিবাব ;)

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ভুই পাইছেন >?

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৩

শায়লা িসিদ্দক বলেছেন: দারুণ হয়েছে :)

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৯

অপু তানভীর বলেছেন: আমি তো গেছিলাম কুমিল্লা কিন্তু বেশি ভাগ যায়গাতেই যাই নাই । এইডা কিছু হইলো ?
:| :|

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: এইডা কিছু হইলো ?
:| :|

আরেকবারের দাওয়াত !

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হায়, হায়!
কুমিল্লা তাইলে দেখার বাকি কিচ্ছু নাই :)
সব ই তো দেখে ফেলছি।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: হহাহাহা!
ট্রেইলার দেখা মানেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখা নয় কবি :)

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০২

বটবৃক্ষ~ বলেছেন: ইশশশরে!!!!!!!! এখুন রস মালাই খাইতে ইচ্ছা করতেসে!!!!!!
আমার এত্তো ফেভারিট!!!!! X( X(

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: এক্ষুনি মেইল করতেছি :)

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২১

পথহারা নাবিক বলেছেন: ভাই সুন্দর কিন্তু কোথায় কেমনে যাবো দিলে ভালো হইতো!!

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পথহারা নাবিক , আপনি চাইলেও হারাতে পারবেন না , জায়গা গুলো সব পাশাপাশি !
ওভাবে ভাবিনি তাই দেয়া হয় নি , আপনার মন্তব্যের পর মনে হচ্ছে দেয়া উচিৎ ছিল , দিনের বেলা বসে পোষ্টটা কিছুটা এডিট করবো , তখন আইডিয়া পাবেন !
শুভকামনা জানবেন :)

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১১

তাসজিদ বলেছেন: কুমিল্লার মিষ্টি

বেসম্ভব টেস্টি

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :) :) :) ;) ;) :P

২০| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১০

ডট কম ০০৯ বলেছেন: কঠিন হইছে!

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ডট কম ভাই :)

২১| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

কান্ডারি অথর্ব বলেছেন:



খুব সুন্দর পোস্ট অভি। শুভ নববর্ষ।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই :)
হ্যাপি নিউ ইয়ার !

২২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

হেডস্যার বলেছেন:
চমৎকার পোষ্ট দিছেন।
কয়েকটা দেখছি...বেশিরভাগই তো দেখি নাই :|

ধর্মসাগরের নাম অনেক শুনছি, কিন্তু ধর্মসাগরটা কোন যায়গায় ভাইরে?

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ স্যার !
ধর্মসাগর কুমিল্লা শহরের এক্কেবারে মাঝখানে , শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে ৫ মিনিটের হাটার রাস্তা !
শুভকামনা রইলো !

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

মামুন রশিদ বলেছেন: কুমিল্লা ভালো লাগে । প্রথম গিয়েছিলাম ৯৩ সালে, বন্ধুর বাড়িতে । ঐ বন্ধুর সুবাদে জিলা স্কুলের অনেকেই আমার বন্ধু হয়েছিল । ২০০৭ এ কিছুদিন কুমিল্লায় জব করেছি । তখন বাইক নিয়ে একা একা ঘুরে বেড়াতাম । এখনো যাই, আপনার স্কুলের পাশেই মিডটাউনে থাকি, ক্যাপসিকামে মিটিং করি । একা একা টাউনহল আর ধর্মসাগর পাড়ে ঘুরে বেড়াই ।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: একা একা কেন মামুন ভাই ;) ;) ;) ??

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

মামুন রশিদ বলেছেন: শুধু নিজের কথাই বকবক করে বলে গেলাম । আসলে ছবি দেখে নস্টালজিক হয়ে পড়েছিলাম । চমৎকার ছবি ব্লগ ।

ভালোলাগা ++

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় মামুন ভাই :)

শুভকামনা সব সময়ের !

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: কুমিল্লা যাব টাকা কোথায় পাই ,
গাড়িভাড়া নাই ! :P

হেভভি হইছে অভি ভাই । ধর্মসাগর এর অনেক নাম শুনছি ।
ভাল থাকুন প্রিয় অভি ভাই ।
শুভকামনা রইল ।
নতুন বছরের শুভেচ্ছা :)

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হেটে হেটে চলে আসুন , চিটাগাং থেকে অল্প একটু ;) ;) ;)

নতুন বছরের শুভেচ্ছা মাহমুদ ভাই :)

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

চিরতার রস বলেছেন: কুমিল্লা সরকারী মেডিকেল কলেজ কুতায় ? ছবি আছে নি ? ক্যামনে যাইতে অয় ?

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ছবি দিয়েছি তো মেডিকেল কলেজের !!

মেডিকেল কলেজ শহরের কুচাইতলি এলাকায়!

যাবার রাস্তা অতি সহজ !

২৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

গর্তে পরছি বলেছেন: কুমিল্লার ছেলে হিসেবে গর্ব হয় নিজেকে নিয়ে
কিতা যে দিলেন +++++++++++

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গর্তে পরেছি ভাই :)

২৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

গর্তে পরছি বলেছেন: বর্ডার এলাকার কিছু টপিক্স লাগায় দিতেন

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , মন্দ বলেন নি , আমি মূলত শহরের আশেপাশেই থাকতে চেয়েছি!

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

নিজাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ছবির চেয়ে ক্যাপশন আরও সুন্দর। তা আপনার বাড়ির ঠিকানাটা দিলেন না? গেলে ওখানেই যে থাকতে হবে!

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !
ছবিতেই বাড়ির ঠিকানার ক্লু আছে ;) ;)
শুভেচ্ছা রইলো !

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

শুঁটকি মাছ বলেছেন: অছাম পোস্ট।কুমিল্লা আমার প্রিয় শহর গুলির একটা। মাঝে মাঝেই যাই। গত ২৪ তারিখেও একদিনের জন্য গেছিলাম। আপনার পোস্টের অনেক জায়গাই আমার পরিচিত।পিসি নামের একটা দোকান আছে মনে হয় ঈদ গাহের পাশে। ঐ দোকানের চা ভালো। তবে আমার কাছে কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডারের মিষ্টির দোকানগুলার নাম দেখলে হাসি আসে। সবারই একটাই দাবি- তাদের মিষ্টিই হইল আদি মাতৃভান্ডারের মিষ্টি।বাংলা নামের একটা রেস্তোরা আছেনা,ঐটার খাবারগুলা বেশ মজা আর তুলনামূলক সস্তা।তবে বৈশাখীতে বসে থাকতে ভাল লাগে।
কুমিল্লার সবাই বলে বার্ড খুব সুন্দর। তবে ঐ জায়গাটা আমার কাছে একটু কৃত্রিম মনে হয়। তার চেয়ে কুমিল্লা ইউনিভারসিটিটা ভাল্লাগে। পাহাড়ের উপরের একটা ইউনিভারসিটি! গেলেই মন ভালো লাগে।
আপনি মনে হয় ওয়ার সিমেট্রির কথা বলতে ভুলে গেছেন। কুমিল্লার ওয়ার সিমেট্রিটাও কিন্তু বেশ ভাল একটা ঘোরার জায়গা।
কুমিল্লা মেডিকেলে আমার এক ফ্রেন্ড পড়ে।কুমিল্লায় গিয়ে আমার প্রথম কাজ হয় ওকে মেডিকেল থেকে অপহরণ করে সারা কুমিল্লায় ঘোরাঘুরি করা।ওর কল্যানেই কুমিল্লাটা কিছুটা চেনা হয়েছে।
আচ্ছা অভি ভাই, আপনার বাসা চিড়িয়াখানা থেকে কত দূর?

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রথমত নানীর কমেন্টে লাইক দিয়েছি !
অনেক মজার মজার স্মৃতিচারণ!
আমার বাসা চিড়িয়াখানা থেকে ভালোই দূর ! এইপ্রান্ত - ঐ প্রান্ত টাইপের ব্যাপার কিন্তু কুমিল্লা শহর টা যেহেতু ছোট , রিকশায় উঠলে ৪০ মিনিটের বেশী লাগার কথা না !
দাওয়াত নানী :)
অবশ্য আমি নিজেরই যাওয়া হয়না ৪-৫ মাস হয়ে গেলো ! যা শুরু করছে দাদীরা :(

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

শুঁটকি মাছ বলেছেন: ওহ দুঃখিত আমি প্রথমে ওয়ার সিমেট্রির ছবিটা দেখিনি।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: :)ইটস ওকে ! দুঃখিত গ্রহণ করা হলো :)

৩২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার । সেই কবে রসমালাই খেয়েছিলাম।কুমিল্লার রসমালাই সবার সেরা। আবারো খেতে মর চাইছে। :)

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ছি ছি সেলিম ভাই , আপনার এখনো অনেক কিছু করতে হবে জীবনে , মরবেন কেন :-B :-B :-B ??

৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: মন চাইছে হবে । !:#P

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ওওও ! :)
শুভেচ্ছা সেলিম ভাই :)

৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

মামুন রশিদ বলেছেন: আমার কোন এক্স জিএফ কুমিল্লায় থাকে না 8-| :#)

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: এই কথা বলতে গিয়ে লজ্জা পাচ্ছেন কেন মামুন ভাই ! ভাবীতো আর ব্লগে আসেনা :)

৩৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

সোহানী বলেছেন: চমৎকার হয়েছে....... বাট ফয়জুন্নেসা আবার কি করলো... প্রাক্তন ছাত্রী হিসেবে তীব্র থেকে তীব্রতর প্রুতবাদ জানাচ্ছি.. ;) ;) ;) ;) ;)

আর চমৎকার হয়েছে... পুরা কুমিল্লাইতো দেখায়া দিলেন বাকি রাখলেন কই.!!!!

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: খারাপ কি বললাম প্রিয় শত্রু ;) !
ফেবারিট এনিমি ;) !!
কেন ফেবারিট আর কেন এনিমি আপনিই বুঝে নেন আফা ;) । এখনো বাসায় গেলে আমার ছোট বোনের সাথে ঝগড়া হয় , কোনটা সেরা ?

শুভকামনা সব সময়ের ! এই পোষ্ট দিয়ে ভালোই লাভ হলো অনেক দেশী মানুষের দেখা মিলছে :)

৩৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

একজন আরমান বলেছেন:
দারুণ পোষ্ট তো।
ঘুরতে যাবার আগে তোরে কল দিয়া যাবো।
আর গেলে তোর ভাবীরে নিয়া যামু। ;) ঘোরাঘুরির ব্যাবস্থা করে রাখিস ;)

সবাই খালি নিজ জেলার পোষ্ট দেয়। আমিও ভাবতেছি দিমু কিনা। :D

তোদের স্কুল কি ১৮৩৭?
আমাদেরটা ১৮২৯, কিন্তু সরকারীকরন করা হয়েছে ১৮৫৩ তাই ওটাই লেখা হয় ! আর না হলে তোদেরটার আগে আমাদেরটার নাম থাকতো। তবে ২০০৫ সালে বরিশাল জিলা স্কুলের ১৭৫ বছর পূর্তি পুনর্মিলনি করা হয় ১৮২৯ হিসেবে !

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বিয়ের পর যাবি না আগে যাবি দুষ্টূ ??

দে , না করছে কিডা , সংগ্রহশালা হয়ে থাকলো !

আমাদের টার সরকারীকরণ ই করা হইছে ১৮৩৭ সালে , আর বানাইছে কবে এবার চিন্তা কর !
আগে মিনস আগে :)

৩৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

মুদ্‌দাকির বলেছেন: নাইস

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)

৩৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

শায়মা বলেছেন: আমিও গেছিলাম কুমিল্লায়। বার্ডে যাওয়াটাই উদ্দেশ্য ছিলো। বার্ডে ছিলাম আমরা দুইরাত। এত বড় বিশালতার ব্যপার। রাতের বেলা ঝিঝি ডাকে ভয়ংকর। আর সেখানে জেনো কত হাজার প্রকার গাছ আছে ভুলে গেছি।তোমার ছবির ঐ কালো বোর্ডটায় লেখা ছিলো।

ময়নামতি শালবনে গেছি, ধর্মসাগরেও। আর কুমিল্লার রসমালাই!!! কি বলো আর তার কথা। ওমন রসমালাই আর কোনো দেশেই হবেনা সে সেদিনই বুঝেছি।

কবি নজরুলের জীবনেও কুমিল্লা কতখানি জড়িয়ে আছে সেটাও জানি। তবে কুমিল্লাও মনে রেখেছে নজরুলকে। যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই সেই নার্গিসের বাড়ি তো এই কুমিল্লাতেই ছিলো তাইনা???


ভাইয়া তোমার ছবিগুলি দেখে সেই কুমিল্লা ভ্রমন তিল তিল করে মনে পড়ে গেলো।:)

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: মূল জায়গা গুলোতে আপনার পরিপূর্ণ ভ্রমণ ই হয়েছে মনে হচ্ছে আপি!

হুম আমি যতটুকু জানি নার্গিসের বাড়ি কুমিল্লাতে ছিল !

আমার প্রথম স্কুলের ভবনটাও নজরুলের স্মৃতির সাথে জড়িয়ে আছে , ঐ ভবন না ভেঙ্গে ওখানেই বাচ্চাদের স্কুল !
শুভকামনা সব সময়ের :)

৩৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪

আমি সাজিদ বলেছেন: বাহ অভি ভাইয়া।

কুমিল্লা গেলে কিন্তু তোমার বাসায় থাকবো। আমাকে উপরের সব ছবির জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে। ঠিক আছে ?

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ওকে , যদি আমি তখন কুমিল্লায় থাকি , মিনিমাম ৫ মাস হবে যেতে পারছিনা :(

৪০| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১

ঘাসফুল বলেছেন: আমার দাদার বাড়ি... ওখানে আমার আম্মা শুয়ে আছেন চিরনিদ্রায়... সাইকেল চালানো, সাঁতার কাটা, প্রথমবার চাচাতো ভাইয়ের সাথে লুকিয়ে বিড়ি খাওয়া, রাত জেগে গাঙ্গে মাছ ধরা, ধান বিক্রির টাকা মেরে দিয়ে দীপিকায় ছবি দেখা... অনেক অনেক সুন্দর স্মৃতি মনে পড়ে গেলো...

পোষ্টের জন্য অনেক কৃতজ্ঞতা...

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !

শুভকামনা সব সময়ের :)

৪১| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১

সুমন কর বলেছেন: পোস্ট অনেক সুন্দর হয়েছে। ভার্চুয়াল কুমিল্লা দেখা হয়ে গেল! একদিন যাবার ইচ্ছে আছে। কারণ, আমার অনেক কলিগ এবং ছাত্রের বাড়ি কুমিল্লা।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সময় করে ঘুরে আসেন সুমন দা !
শুভকামনা থাকলো :)

৪২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: আরে রে, রসমালাই আর খাদির কাপড় ছাড়াও কুমিল্লাতে অনেক কিছু আছে দেখা যায়! (আমি এই দুই উদ্দেশ্যে আগে কুমিল্লা গিয়েছি :) ) , কুমিল্লা যাইতে হবে রে মুমিন, কত কী দেখার আছে বাকি, বেলা বয়ে যায়!

নতুন বছরের শুভেচ্ছা অভি!

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ইফতি ভাই !
আমি আপনাকে কুমিল্লা ঘুরাবো , আপনি যশোরে সিস্টেম করে দিবেন ;) ;) ! ইটস এ ডিল ব্রো :) B-) B-) :)

৪৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

সায়েম মুন বলেছেন: কিছু জায়গা দেখা। বাকীগুলাও দেখতে হৈব।
হ্যাপী নিউ ইয়ার। :)

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই !
নতুন ইংরেজী বছরের শুভেচ্ছা :)

৪৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

শোভ বলেছেন: বিবির বাজার বাংলাদেশ ভারত সিমান্ত ঘুরে আসা যায় । আমার হাউজিং এষ্টেটের দিঘী গুলো বাদ যাবে কেন ?, আম দীঘি , জাম দীঘি , লাওয়া দীঘি ।

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সব দিঘীর ছবি দিতে গেলে সামুর সার্ভার ভেঙ্গে খান খান হয়ে যাবে :)
আমার বাসার সামনের নানুয়া দিঘীর ছবি ও দেইনাই !
চেয়েছি মূল জিনিস গুলো ছুঁয়ে যেতে ! সে জন্য অনেক কিছু হয়তো বাদ পড়ে গেছে :)
শুভকামনা জানবেন :)

৪৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

রোদেলা বলেছেন: কুমিল্লা যেতে হবে সার্টিফিকেট ইংরেজী করতে।কেমনে কি ?

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: সার্টিফিকেট ইংরেজী করতে ??
মাথার উপর দিয়ে গেলো আপু :(
শুভকামনা সব সময়ের :)

৪৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২

হাসান তারেক বলেছেন: ভাই কষ্ট করে পিক দিয়া আমাদের আনন্দ দেয়ায় অনেক অনেক ধন্যবাদ।

++++++++++

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য !
শুভেচ্ছা আর শুভকামনা রইলো :)

৪৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

ইখতামিন বলেছেন:
সুন্দর পোস্ট :)
এতো সব ঘুরতে কয়দিন লাগবে?

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাই :)
বেশী না মাত্র দুই থেকে তিন দিন হলেই যথেষ্ট!

৪৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

নূর আদনান বলেছেন: আহা..! ধর্মসাগর দেখে মন জুরে গেল। রাতের বেলা ধর্মসাগরের পাড়ে যাইতে মুন্চায়............

তয় নবাব বাড়ির ওখানে গেলেই আপনের বাড়ি খুজে পাওয়া যাবে নাকি বলেন? ;)

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: মনের কথা শুনতে হয় যে আদনান ভাই :)
ব্যাবস্থা করে ফেলেন :)

হুম , নিশ্চিতভাবে পাবেন :)

৪৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: গোমতীর প্রেমে ধপাস কইরা পড়লাম ! :#>
এত এত সুন্দর সব ছবি। কুমিল্লা যাইতে মঞ্চায় !

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধপাস করে পড়ে গেলেন ? ব্যাথ্যা পান নাই তো আপি ??


দাওয়াত আপনার ,ভাইয়া আর ভাগ্নীরা সহ সপরিবারে :)

৫০| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

একজন আরমান বলেছেন:
ওরে দুষ্ট ছেলে কি বলে দেখো। :!> :#>
আগে পরে একই কথা। ;)

হানিমুন ইজ হানিমুন। ;)

হ বুঝছি কুমিল্লা জিলা স্কুল এক বরিশাল জিলা স্কুল দুই।

মাথায় রাখলাম, সময় পেলে এরকম একটা পোষ্ট দিবো। পুরো বরিশাল জেলার আর্কাইভ বানাবো। B-) B-) B-)

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ছিঃ :!> :!>

আমি তো পুরা জেলার আর্কাইভ বানাই নাই , খালি শহরের আশেপাশের অল্পকিছু জিনিসের আর্কাইভ বানালাম ! তুই বানা , আমিও বানাবো :)

৫১| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

আমি ইহতিব বলেছেন: একসাথে পুরো কুমিল্লার চিত্র তুলে ধরেছেন।

ধর্মসাগর জায়গাটা খুব পছন্দ হয়েছে। আর অনেকের কাছেই শুনেছি কুমিল্লা বার্ড দারুন একটা জায়গা।

ভালো লাগলো আপনার শহর।

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু :)
শহরের আশেপাশের কিছু পরিচিত জায়গার কথাই বলেছি ছবিতে ছবিতে !
শুভকামনা সব সময়ের :)

৫২| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালই তো লাগলো।

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)

৫৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০

রহস্যময়ী কন্যা বলেছেন: অভি ভাইয়াআআআআআআআআআআআ :D :D
পোষ্টের নাম দেখেই আগে পোষ্ট প্রিয়তে নিয়ে এরপর পড়া শুরু করেছিলাম।
পড়ছিলাম আর আমার হোমটাউনটাকে দেখছিলাম যেন চোখের সামনে 8-| 8-|

আর সবশেষে আমার ভার্সিটা 8-|
ওহ!!! চরম একটা পোষ্ট ভাইয়া, থ্যাঙ্কু অনেক আপনাকে :)
+++++++++++++++++++++++++++

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ঐ তোমার হোমটাউন হইলো কবে ??
হুম , আমি তোমার অপেক্ষাতেই ছিলাম রহস্যময়ী :)
শুভেচ্ছা কন্যা !

৫৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

ঐতিহাসিক বলেছেন: ভালো লাগলো দেখেই, চলে যাবো সময় নিয়ে, সব দেখার ফাকে, দুপুরের খাবার াপনার বাসায় ।

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ওকে :)

৫৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

লেখোয়াড় বলেছেন:
না যেয়েই কুমিল্লাকে দেখতে পারলাম।
অভি আপনার জন্যই। জয় হোক আপনার।

কুমিল্লাতে একটি ডায়াবেটিকস হাসপাতাল আছে, ওখানে আমার অনেক স্মৃতি আছে।

ভাল লাগল অভি।
শুভেচ্ছা নতুন দিনের।

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় !
আমার জয় হোক :)
ডায়বেটিক হাসাপাতালের ঐ গলিতে আমার নিয়মিত বিচরণ ছিল একটা সময় !
আপনাকেও নতুন দিনের শুভেচ্ছা , ২০১৪ আনন্দের হোক !

৫৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

এক্স রে বলেছেন: শশুর বাড়ি কুমিল্লাতেই বানাতে হপে :-P পোস্টে +++

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বায়োডাটা জমা দেন , দেখি উচিৎ হবে কিনা :) !!

শুভেচ্ছা জানবেন !

৫৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

ড্রাকুলার রক্ত বলেছেন: কল্পনায় হলেও একবার ঘুরে আসলাম
বাস্তবে দেখার শখ জেগে উঠলো

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শখ পূরণের ব্যাবস্থা নিয়ে ফেলেন , দেশ শান্ত হলেই ঘুরে আসুন :)

৫৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

এয়ী বলেছেন: খুব সুন্দর পোস্ট, :) কুমিল্লা দেখা হয়ে গেল । :-B :-B :-B :-B

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ত্রয়ী :)

৫৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

রহস্যময়ী কন্যা বলেছেন: আমার হোমটাউন তো কুমিল্লাতেই অভি ভাইয়া B-)
হোমটাউনের কথা আপনাকে বলা হয়নাই আর কি :P

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: আচ্ছা , নাইস টু মিট ইউ দেশী কন্যা :)

৬০| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

জুন বলেছেন: অনেকবার দেখা কুমিল্লা আবার দেখলাম আপনার চোখে। কান্দির পাড় এর চার্চের ছবিটা দিলেন না কেন? দেখতাম।আপনার দেয়া ছবির সব জায়গাগুলোই আমার অনেক পরিচিত । অনেক ভালোলাগলো দেখে স্বপ্নবাজ অভি।
+

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: কান্দিরপাড়ের চার্চের ছবি! কমেন্টগুলো দেখার পর মনে হচ্ছে আপু আরো কিছু ছবি দেয়া যেত !
শুভকামনা আপু :)

৬১| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

নীল ভোমরা বলেছেন:
বাহ্!...কুমিল্লায়-তো অনেক কিছু দেখার আছে! এত কিছু দেখার সময় পেলে একটু দূরে গিয়ে ওয়ার সিমিট্রি কেন নয়?!

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , সেটাই !
ওয়ার সিমেট্রি কেন নয় !
শুভকামনা সব সময়ের !

৬২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার পাশের জেলা , এখনো অনেক কিছু দেখার বাকি । চমৎকার পোস্টে প্লাস ।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)
আমারো পাশের জেলাগুলোর ব্যাপারে খুব একটা আইডিয়া নেই !
শুধুমাত্র ব্রাক্ষনবাড়িয়া গিয়েছিলাম বন্ধুরা মিলে !
শুভকামনা রইলো !

৬৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

সকাল রয় বলেছেন:
এরপর কুমিল্লায় গেলে আপনাকে জানাব।
আপনাকে সাথে নিয়েই ঘুরবো।
অনেক ভালো লাগলো।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অবশ্যই , আমি যদি তখন কুমিল্লায় থাকি , আপনাকে পুরো সময় দিবো!

৬৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

আহসান জামান বলেছেন:
বাহ্! খুব ভালো লাগছে। ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জামান ভাই :)
শুভকামনা থাকলো

৬৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২

Sohelhossen বলেছেন: সব ত দিলেন মিয়া এখন আপনার বাড়ীর ঠিকানাটা দেন । অবরোধ শেষ হলেই কুমিল্লা যামু :) এর আগে একবার একা একা যাইয়া কোন মজাই হয় নাই :( আর মাতৃভান্ডার এর গোলক ধাধায় পরে রসমালাই কেনাই হয় নাই :((

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: বাড়ির ঠিকানা দিয়ে কি হবে , যদি সে বাড়িতে আমিই না থাকি :)
মাতৃভান্ডার মিনস মাতৃভান্ডার , আশেপাশের গুলা না !
পরের বার গেলে যাতে মজা হয় , দোয়া করে দিলাম :)

৬৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

আসিফ_মাহমুদ বলেছেন: আপনার পোস্ট দেখে আবেগপ্রবন হয়ে গেলাম। প্রায় সব জায়গাই কাভার করেছেন। তবে পুরাতন এয়ারপোর্টের বিশাল কাঁশবনটা আসলে ভাল হতো।

কুমিল্লার প্রতি ফিলিংসটা অনেক আগের একটা ফেবু'র পোস্ট দিয়ে জানালাম।


প্রেক্ষিত ০১:

বৃহস্পতিবার আমার সবচেয়ে কাংখিত দিন!
লাগামহীন জ্যাম আর লোকাল বাস নামক ভ্রাম্যমান টরচার সেলে চড়ে সায়দাবাদ পৌছার পর আরও ঘন্টা খানেক পর যখন এশিয়া লাইন/তিশা’য় চড়ে বসি, মুহূর্তের মধ্যে মন আমার ফুরফুরে হয়ে উঠে!

কারন কী জানেন?
এশিয়া লাইন/তিশা’র গন্তব্য যে তখন কুমিল্লা!

প্রেক্ষিত ০২:

রবিবার আমার সবচেয়ে অপছন্দের দিন!
বাসা থেকে ম্যারাথন ঘুমের পর আম্মার হাতের বানানো সুস্বাদু নাস্তা খেয়ে জ্যামবিহীন রাস্তা দিয়ে শাসনগাছা পৌছার পর সে একই বাসে আর উঠতে ইচ্ছা করে না, একদম ই না!

কারন গন্তব্য যে এবার কালো ধোঁয়ার নগরী!

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আসিফ !
আসলেই ব্যাপারটাই এমন , বন্ধ থাকা বিমানবন্দরের ছবি আমার কাছে নেই , তাই দিতে পারিনি ! মাথায় ছিল কিন্তু !

আপনার ফেসবুক স্ট্যাটাস আর আমার ৩-৪ মাস পরপর কুমিল্লা যাওয়ার স্মৃতি প্রায় একই রকম !

৬৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২

অপ্রচলিত বলেছেন: দারুণ তথ্যবহুল পোস্ট! ছবিগুলোও অসাধারণ। এখনই কুমিল্লা চলে যেতে ইচ্ছে করছে। প্রিয়তে নিলাম।

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অপ্রচিলত!
পরিস্থিতি শান্ত হলেই ঘুরে আসুন!
প্রিয়তে নেয়ার জন্য স্পেশাল থ্যাংকস!

৬৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: পোস্টের মাধ্যমে কুমিল্লা ঘরে আসলাম :)

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা মাসুম ভাই :)

৬৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩

আমি তুমি আমরা বলেছেন: ভাল্লাগছে

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)

৭০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১১

শ্রাবণ জল বলেছেন: ভাইয়া কুমিল্লার! জানতাম না তো! :-/

যারা যেতে পারেনি, পারবেনা, এই পোস্টে একবার ঘুরে গেলেই অনেক কিছু দেখা হয়ে যাবে তাদের। :)

ময়নামতি গিয়েছিলাম একবার। কাজিনদের সাথে। আর কিছু দেখিনি।
মাধ্যমিক পরিক্ষা কুমিল্লা বোর্ড থেকেই দিয়েছি। শিক্ষা বোর্ডের ছবিও দেখলাম আপনার এখানে। :)

রসমালাই... ইয়াম্মি... দেখে খেতে মন চাইছে :)

ধর্মসাগর আর গোমতীর ছবি গুলো অনেক সুন্দর।
ধর্মসাগরের নামকরণের ইতিহাস জানা থাকলে আমাদের সাথে শেয়ার করুন।

সুন্দর, তথ্যবহুল পোস্ট।

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল আপু :)
জন্ম থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কুমিল্লাতেই ছিলাম!
ধর্ম সাগরের ইতিহাস আমি যতটুকু জানি রাজা ধর্মপাল এটি খনন করেছিলেন, সে অনুযায়ী নামকরণ!
দাওয়াত থাকলো আপু :)

৭১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আবার যাইতে মুঞ্চায় :(

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: এখন নাকি আমার বিয়ের দাওয়াতে যাবেন লিও ভাই :) :)?

৭২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

হাতীর ডিম বলেছেন: আহারে পুরান বেদনা বাড়াইয়া দিলেন। কতদিন কুমিল্লা যাই না :((

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাতির ডিম :)
দেশী নাকি ??
আমিও প্রায় চার মাস হয়ে গেলো যাইতে পারছিনা !

৭৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

অন্য কথা বলেছেন: আপনার বাসায় তো নিলেন না ? কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বাস ঘুরায় দিলেন ! কুমিল্লার মানুষ তো জানতাম অতিথী পরায়ন । যাক দিনকাল ভালো না । পরের বার যেন মিস না হয়। X(

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার বাসায় আগেই ঘুরিয়ে নিয়ে এসেছি তো !
পোষ্ট টা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝবেন :)

৭৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

নাছির84 বলেছেন: দুর্দান্ত একটা পোষ্ট। অন্তত আমার চোখে সেরকমই। ২০০৬ সালে কুমিল্লার লাকসামে খেলতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে কুমিল্লা সদরে দুই দিন ছিলাম। আপনার দুর্দান্ত ছবিগুলোর সব জায়গাই ঘুরে দেখেছি।ফেলে আসা অতীতটাকে আপনি ফিরে দেখার সুযোগ করে দেয়ায় এত বেশি উচ্ছসিত....

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই !
শুভকামনা জানবেন!

৭৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

মহামহোপাধ্যায় বলেছেন: অভি ভাই, দূঃখ বেড়ে গেলো। কুমিল্লার জন্য আমি একজন কু। এই নিয়ে তিনবার খুব সিরিয়াস প্লান করেছিলাম যাবার জন্য। কিন্তু প্রতিবারই বিভিন্ন কারনে পরিকল্পনা ভেস্তে গেলো। একবার আমার হাম হলো (হাইসেন না কইলাম :( ), একবার বন্ধুর পরীক্ষা পড়লো আরও কত কি!!

পুরোটা দেখতে কত সময় লাগতে পারে?? ধরেন ভোরবেলা যেয়ে যদি নামি !!

আপনার সাথে এ ব্যাপারে আরও বিস্তারিত কথা বলার ইচ্ছে আছে।

ভাল থাকুন।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার নিষেধাজ্ঞা পাওয়া মাত্র হাসি পেলো ;) ;) ;)
ভোরবেলা গিয়ে নামলে একদিনে দৌড়ের উপর ও শেষ করতে পারবেন না , দু একটা বাদ দিতে হবে !
হাতে দুই দিন সময় থাকলে যথেষ্ট !
হুম , অবশ্যই , ফেসবুকে কথা বলতে পারি :)
শুভকামনা রইলো !

৭৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

এক কথায় দারুণ !
একেবারে কমপ্লিট গাইড ।
কয়েকটা ছবি খুব টেনে নিল ।

অনেক অনেক অনেক ধন্যবাদ অভি, এতো দারুণ করে নিজের জেলাকে উপস্থাপন করায় ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
প্রথমে শুধু ছবি দিয়েছিলাম , মন্তব্যে দুই একজন যাবার উপায় জানতে চাইলো তাই পোষ্ট খানিকটা এডিট করেছি , কারো কাজে লাগলে কিংবা ভালো লাগলে সেটা একটা প্রাপ্তি হয়েই থাকে !
শুভেচ্ছা পনি আপু :)

৭৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

এরকম পোস্টে কোন কিছুর কমতি রাখতে ইচ্ছে করে না, তাই শোকেস সমৃদ্ধ করার কাজটাও করে নিলাম ।
শুভকামনা রইল...
নিজের জেলাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম, (দেখে নিস ) কোন একদিন আমিও পারব ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহহাআহ! আন্তরিক ধন্যবাদ জানবেন পনি আপু :)
আর হ্যাঁ সবাই যদি নিজের জেলাকে নিয়ে এমন করে ছবি ব্লগ দেয় তাহলে চমৎকার একটা অনলাইন আর্কাইভ কিংবা সংগ্রহশালা হয়ে থাকবে ! অপু তানভীরের চুয়াডাঙ্গা পোষ্ট দেখে আমার মাথায় আসলো দেই , নিজের তোলা কিছু ছবি আর বন্ধুদের গ্রুপ থেকে কিছু নিয়ে পোষ্ট টা দিলাম , আরো বেশ কিছু জায়গার কথা মাথায় ছিল কিন্তু ছবি না থাকায় দিতেই পারলাম না , এবার গেলে ছবি তুলে এনে পোষ্টে আপডেট করে দিবো , এখানে জমা থাকলো !

অনেকেই পোষ্ট দেয়ার চিন্তা ভাবনা করছে , আরমান নাকি বরিশাল জেলার আর্কাইভ বানাবে ! আপনি ও আপনার জেলা নিয়ে হাজির হয়ে যান , দেখে নেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি :)
আমি কিন্তু পুরো জেলা কাভার করিনি , সদরের ভিতরেই থেকে গেছি!
প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ পনি আপু !

৭৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩১

অন্তরন্তর বলেছেন:

খুব সুন্দর ছবিতে এখনকার কুমিল্লা দেখা
হয়ে গেল। ১৯৮৩-- ১৯৮৮ বেশ কয়েকবার
কুমিল্লা বেড়াতে গিয়েছি কিছু সহপাঠী বন্ধুর
বাড়িতে। এখন হয়ত উচ্চ দালান বা জৌলুশ
অনেক বেড়েছে কিন্তু সেই সময়ের শান্ত এবং
নির্মল হাওয়া আর নেই।
খুব সুন্দর ছবি ব্লগ। শুভ কামনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সময়ের সাথে অনেক কিছুই বদলে যায় !
আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো !~

৭৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

মোঃ ইসহাক খান বলেছেন: ছবিগুলোতে অনেক ভালোলাগা রইলো। অনেক জায়গাই দেখা হয় নি, দেখতে হবে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সময় করে ঘুরে আসুন , ইসহাক ভাই !
শুভকামনা রইলো :)

৮০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

মশিকুর বলেছেন:
কুমিল্লা ভ্রমন কমপ্লিট। কুমিল্লা না যাওয়ার একটা আক্ষেপ ছিল। দেশের বাড়ি দাউতকান্দি!! তাও কুমিল্লা কখনও যাওয়া হয়নি :(:( ছবি দেখে যাওয়ার আগ্রহ জাগলো। পোস্ট নিয়ে গেলাম।

শুভকামনা।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: দাউদকান্দি মানেই তো কুমিল্লা ! পুরো কুমিল্লা জেলা কাভার করতে গেলে উপজেলা গুলো ও আসবে , আমি শুধু শহরের আশেপাশে থেকেছি!
অতি দ্রুত নিজের জেলা শহর ভ্রমণের ব্যাবস্থা করেন !

৮১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:



লালমাই পাহাড়ে ঘুরতে যাও নাই কখনো? লালমাই এড করতে পারো।

নস্টালজিক হয়ে গেলাম। স্কুল পালিয়ে পার্ক, স্টেডিয়াম, শালবন বিহার, লালমাই চলে যেতাম সাইকেল চালিয়ে। কখনোবা গোমতীর পাড়।

তাসখেলা বিড়ি ফুকা সব ঐ গোমতীর পাড়ে।

নাইস পোষ্ট স্বপন।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: লালমাই গিয়েছিলাম ছোটবেলায় ! আমার কালেকশনে ছবি নেই তাই দিতে পারিনি আলাউদ্দিন ভাই ! ছবি পেলে পোষ্টে আপডেট করে দিবো , আরো কিছু ছবি যোগ করার ইচ্ছে আছে !

হাহাহাহ! সেই দিন গুলো ! আপনি জানি স্কুলে আমার কয় ব্যাচ সিনিয়র? আপনারা যেবার পাস করলেন সেই বছর সম্ভবত আমি ভর্তি হয়েছিলাম! স্কুল পালিয়ে গোমতীতে গিয়েছি কতবার , শালবন বিহারের দিকে স্কুল পালিয়ে যাইনি কখনো ! আমাদের সাইকেল রেসিং টা গিয়ে থামতো গোমতীর রেল ব্রীজের মাথায় গিয়ে !!
স্মৃতিগুলো জ্বালাই করার জন্য হলেও এই পোষ্ট টা আমার নিজেরই মাঝে মাঝে ঘুরে যেতে হবে !

শুভকামনা আলাউদ্দিন ভাই :)

৮২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮

কালোপরী বলেছেন: :)

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: :)

৮৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কুমিল্লা কোন জেলায় ভাইয়া?

কুমিল্লার অনেক কিছুই দেখা হয় নাই। আপচুচ। এমন কি ভিক্টোরিয়া কলেজ কোনদিকে আজও জানা হয় নাই।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :) :) :) :) :) :) :) :)

৮৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

বৃতি বলেছেন: যদিও দেশের বাড়ি না, তবু পারিবারিকভাবে কুমিল্লার সাথে অনেক স্মৃতি আমাদের। আমার আব্বু-আম্মু সেখানে অনেকদিন ছিলেন। আমাদের এ্যালবাম জুড়ে কুমিল্লার অনেক ছবি।

খুব ভাল লাগলো ছবিগুলো অভি, প্রিয়তে নিলাম পোস্টটা।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: জেনে ভালো লাগলো বৃতি !
অনেক অনেক ধন্যবাদ জানবেন !

৮৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

হাসান মাহবুব বলেছেন: কুমিল্লায় আমার শ্বশুরবাড়ি। এখনও যাওয়া হয় নাই। শিঘ্রই যাবো আশা রাখি।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: কিছুদিন আগেই জেনেছি আপনি যে কুমিল্লার জামাই! আপনার শ্বশুরবাড়ি ভ্রমণ আনন্দের হোক!
শুভকামনা সবসময়ের হামা ভাই :)

৮৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৯

ভিয়েনাস বলেছেন: কুমিল্লার সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন কিনতু আপনার বাসার ২০০ হাত দূর হতে বিদায় দিলেন /:)

কুমিল্লার ওয়ার সেমিট্রিটা দেখার খুব ইচ্ছে।চলে যাবো হয়তো একদিন।

এক পোস্টেই পুরো কুমিল্লা দেখা হয়ে গেল।
দারুন পোস্ট :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আপনার দেখা পাওয়া গেল !
কি আর করবো বলেন , কিছু রহস্য রাখতেই হয় !
সময় সুযোগ মত ঘুরে আসুন !
শুভেচ্ছা ভিয়েনাস :)

৮৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: দারুণ পোস্ট

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !
শুভকামনা থাকলো :)

৮৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

চটপট ক বলেছেন: বড়ই আফসুস, একটা জায়গাও দেখা হয় নাই ;) :D

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: কচু গাছে ফাঁস লেও ;) ;)

৮৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১১

এবি মিনহাজ বলেছেন: আমি কুমিল্লার চৌদ্দগ্রামের কঁাকডি নদীর পাশে একটা গ্রামে গিয়েছিলাম বব্ধুর বাডিতে। অসাধারণ জায়গা।

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মিনহাজ !
সেই জায়াগাটা আমার খুবই পরিচিত !
কেননা আমার গ্রামের বাড়িও ওখানেই , দুই ঈদ আর উৎসব ছাড়া ইদানিং যাওয়া হয়না !
জীবন আঁকড়ে ধরেছে !
শুভেচ্ছা জানবেন !

৯০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

নাহিদ রুদ্রনীল বলেছেন: প্রিয়তে নিতে মনে ছিল না। এখন একটানে প্রিয়তে :-P

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: লেট শুভেচ্ছা :)

৯১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪০

হান্টার১ বলেছেন: কবে যে আবার কুমিল্লা এর হাওয়া গায়ে লাগবে জানি না, প্রত্যেক টা জায়গায় পদ চারণা আছে, খুব সুন্দর একটি পোস্ট এর জন্য প্লাস।
আর সরাসরি প্রিয় তে, মাঝে মাঝে আপডেট করলে খুশি ই হবো।

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: আমারো ইচ্ছে আছে আপডেট করার!
চেষ্টা করবো, প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ!

৯২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

নুর ফ্য়জুর রেজা বলেছেন: পোস্ট পড়তে পড়তেইতো কুমিল্লা ঘুরে ফেললাম ! :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এটা ট্রেইলার ছিল কেবল :)
শুভকামনা জানবেন, পুরো ছবি দেখতে হলে স্বশরীরে ভ্রমণ করতে হবে :)

৯৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

করিম কাকা বলেছেন: কিছুই পেলাম না , নিজের কুমিল্লাকেও ঠিক ভাবে চিনতে পারলাম না।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম!
শুভকামনা জানবেন :)

৯৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫২

অদ্বিতীয়া আমি বলেছেন: কুমিল্লার অনেক কিছু দেখা হল !রসমালাই আর বার্ডের কথা অনেক শুনেছি ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা অদ্বিতীয়া!
সময় সুযোগ করে ঘুরে আসুন!

৯৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

খাটাস বলেছেন: সবার শেষে এসে কুমিল্লা ঘুরে গেলাম। বিচিত্র ভাল লাগা। :) প্রিয় শত্রু দের কোন ফডু নাই? ;) :)
গোমতী নদী আর ধর্ম সাগর দেখার আশা রাখি। কবে নিয়া যাইবেন? :p

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহাহ! আগে গেলে টাকা পায় , পিছে গেলে বাঘে খায় :)
প্রিয় শত্রুদের ফডু দিলে সাতান্ন ধারায় আটকা পড়ার চান্স আছে !
যেদিন যাবে সেদিনই দেখাবো !

৯৬| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: বার্ডে যাবো কালকে।

১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! কয়দিন থাকবেন ? আমি হয়তো দুই -চার দিন পরেই কুমিল্লা আসবো !
শ্বশুড়ালয় ভ্রমণ আনন্দময় হোক !

৯৭| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫০

হাসান মাহবুব বলেছেন: শনিবারে চলে আসবো। ময়নামতি যাওয়ার ইচ্ছা ছিলো, কিন্তু জায়গাটা নাকি দুইজনে মিলে যাবার জন্যে সেফ না।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: দিনের বেলা কোন সমস্যা হবার কথা না ময়নামতিতে হামা ভাই , এই সময় অনেক পর্যটক থাকে । ভ্রমণ আনন্দময় হোক !

৯৮| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫

হাসান মাহবুব বলেছেন: তোমার কথা অনুযায়ী ময়নামতিটাও ঘুরে আসলাম। অসাধারণ জায়গা। না গেলে বিরাট মিস করতাম। বার্ড জায়গাটাও ভালো। নিলাচল পাহাড়টা সুন্দর। কালকে দেখি শহরের দিকে যাওয়া যায় কী না।

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! চলে গেছেন দেখি !
শহরের দিকে গেলে ধর্মসাগর ছাড়া আসলে নতুনত্ব তেমন কিছু পাবেন না , রিকশা নিয়ে ধর্মসাগর থেকে মনোহরপুরে মাতৃভান্ডার চলে যাবেন !
আর সময় থাকলে শহর থেকে একটু দূরে গোমতীর পাড়ে ঘুরে আসতে পারেন( গোমতী ভ্রমণ অবশ্যই বিকেলের ভিতরে হামা ভাই , সন্ধ্যার পর নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে )
আমি হয়তো কাল না হয় পরশু আসবো !

৯৯| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০০

জেনারেশন সুপারস্টার বলেছেন: কোটবাড়িতে কি আছে?ময়নামতিতে ঘোরার কি কি আছে?

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: কোটবাড়িতে বার্ড আছে !
ময়নামতিতে প্রাচীন পুরাকীর্তির মাটি খুঁড়ে পাওয়া নিদর্শন আছে , পাশেই পিকিনিক স্পট আছে , যাদুঘর আছে !

১০০| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৩

দি সুফি বলেছেন: অসাধারণ পোষ্ট। এক পোষ্টে পুরো কুমিল্লা। +++
গিয়ে আর কি করবো? সবতো ছবিতঐ দেখে ফেললাম! B-)) B-))

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ট্রেইলার দেখা মানেই তো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয় সুফি ভাই !
অনেক দিন পর বাড়ি আসলেন !

১০১| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০০

দি সুফি বলেছেন: ট্রেইলারেই অনেক কিছু দেখা হয়ে যায় ;)
ইদানিং ব্লগে খুব একটা আসা হয়না। ব্যাস্ততা বেড়ে যাচ্ছে। আশা করি ভালো আছেন :)

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ভালো আছি !
ট্রেইলার দেখলে শুধু আফসোস ই বাড়ে !

১০২| ৩০ শে মার্চ, ২০১৪ ভোর ৫:৩৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মনোহরপুরে মাতৃভান্ডার .......... মিস.. পুরো কুমিল্লা দেখলাম আরেকবার..ধন্যবাদ..

৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা !
ভালো থাকুন সব সময় !

১০৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৬

গর্তে পরছি বলেছেন: কুমিল্লা হুম জন্মস্থান
ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য

২৬ শে মে, ২০১৭ রাত ১০:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.