নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

তলিয়ে যাচ্ছে প্রিয় খোলা জানালা

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭



এখন এখানে তিক্ত সুরের মূর্ছনা ,

মনোবৈকল্যের বিভ্রম ,

অন্ধকার / বিষণ্ণতা !



অথচ দৃশ্যায়নে বিভ্রম ছিলনা !!

ছিলনা অনাকাঙ্ক্ষিত রক্তস্রোত , অশ্রুপাত।



একটা খোলা জানালা ছিল –

নৃ-তাত্ত্বিক ছন্দে অন্ধকারেও সেই জানালায় আলোকপাত হতো ।।

বৃষ্টি এলে , কুয়াশায় ঢেকে গেলেও

জানালাটা খোলা ছিল ।।



মনের অজান্তেই এখানকার জীবিতদের ভর করলো ,

ঝাঁঝালো আঁধার , ভ্রান্তির হতাশা

দানবীয় ত্রাস

বুভুক্ষু কামনা , রাত্রিকালীন হাহাকার!



একটা খোলা জানালা ছিল –

দুর্বলতর জোছনায় জোনাকিরা পথ হারালেও

একাত্তরটি ঝিঁঝিঁ মাতিয়ে রাখতো সমগ্র রাতকে !!



মনের অজান্তেই এখানকার জীবতদের ভর করলো,

দূষিত চিন্তা

বোধ-দেয়ালে মরচে ধরে,

কামড়ে খায় খোলা জানালার কার্নিশ ।।



বাস্তুহারাদের নিয়ে ছুটে চলা রাত্রিকালীন ট্রেনটি পথ হারায় উঠোন-জুড়ে থাকা প্রগাড় অন্ধকারে! যাত্রীদের মূর্ছনা মিলিয়ে যায় কুয়াশার অন্তরালে । প্রকান্ড উল্লাসকরণ ও দেখা মেলে দু একটি কামরায় , অবিশুদ্ধ চিন্তার ধারকের অনুসারীদের অট্টহাসি কিংবা হতাশার প্রতিচ্ছায়ায় কেবলই ঘূর্ণি-পাক! বৃত্তাবদ্ধ অন্ধকারেই ক্ষুধার্ত জম্বি হয়ে উঠে একেক জন , কামড়ে খায় খোলা জানালার কার্নিশ , পাশের ঘরের নিঃস্ব সঙ্গীকে !!

ভয়ানক নৈঃশব্দের অন্ধকারে ডুবে যাচ্ছি... ক্রমশ

শূন্য অংকের খেলাঘরে একের পর আত্নঘাতী দাবার চাল।

ভুল ভোরের , ভুল কুয়াশার ছায়ার আশায় বুদ হয়ে থাকে জীবিত যাত্রীগুলো।




মহাজাগতিক জ্যোৎস্নাবিলাস অথবা ক্যানভাস হাতে বিভ্রান্ত এক শিল্পীর হাতে মুছে যাবে বৃত্তের ঘোরে আবদ্ধ নিষিদ্ধ আঁধার। ধীরে ধীরে প্রগাড় অন্ধকারেই দেখা দেবে বিমূর্ত ফুল, সাদা পালকের পাখির দল!

অথবা ,

আমৃত্যু দেখতে থাকবো

তলিয়ে যাচ্ছে প্রিয় খোলা জানালা,

গভীর থেকে গভীরে।

আর

শুনতে থাকবো মৃতদের আহাজারি।।







মন্তব্য ১১০ টি রেটিং +৭/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২

সুমন কর বলেছেন: বরাবরের মতো চমৎকার !!

আমৃত্যু দেখতে থাকবো
তলিয়ে যাচ্ছে প্রিয় খোলা জানালা,
গভীর থেকে গভীরে।
আর
শুনতে থাকবো মৃতদের আহাজারি।।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !

সোনালী ভোর আসুক সকলের মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টায় !

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার অভি।
অ্যাটমোস্ফেয়ারের সাথে মিলে গেসে, ঠান্ডা ঠান্ডা !

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !
ঠান্ডা বুঝি ?

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

যুবায়ের বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন ভাই।
যেন সপ্নিল কাব্যিক জানালা...

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই !
সে জানালায় আমি বাংলাদেশ দেখতে পাই !

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গুড।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: থ্যাঙ্কস !

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: মনের অজান্তেই এখানকার জীবতদের ভর করলো,
অবিশুদ্ধ চিন্তা
বোধ-দেয়ালে মরচে ধরে,
কামড়ে খায় খোলা জানালার কার্নিশ ।।


সুন্দর কবিতা। :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

মামুন রশিদ বলেছেন: একটা খোলা জানালা ছিল –
দুর্বলতর জোছনায় জোনাকিরা পথ হারালেও
একাত্তরটি ঝিঁঝিঁ মাতিয়ে রাখতো সমগ্র রাতকে !!

মুগ্ধ পাঠ!

মনে হলো অনেকদিন পর আপনার কবিতা পড়লাম । কবিতা লেখা কমিয়ে দিয়েছেন নাকি!

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !
খোলা জানালা টা খোলাই থাকুক , আমাদের ঐক্যে !

হুম , অনেক দিন পরেই লিখলাম , কমিয়ে দিয়েছি বলা ঠিক হবে নাকি বিরতি বলা ঠিক হবে বুঝতে পারছিনা !
শুভেচ্ছা প্রিয় মামুন ভাই :)

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:


মুগ্ধ পাঠ!!!!

একরাশ ভাললাগা।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা শোভন !
দেখে ভালো লাগলো !

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

জেরিফ বলেছেন: শুনতে থাকবো মৃতদের আহাজারি।।


সুন্দর !!

ভালো থাকবেন :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জেরিফ :)
শুভকামনা সব সময়ের !

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অসাধারণ !

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু :)

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

এহসান সাবির বলেছেন: চমৎকার একটি কবিতা পড়লাম...

শুভকামনা অভি ভাই..

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাবির ভাই :)

সোনালী ভোর আসুক সকলের মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টায় !

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

বটবৃক্ষ~ বলেছেন:





ধীরে ধীরে প্রগাড় অন্ধকারেই দেখা দেবে বিমূর্ত ফুল, সাদা পালকের পাখির দল!


নাহ!! আমরা তলিয়ে যেতে দেবনা অন্ধকারে ......

সাদা পালকের পাখির দলের সাথে দেখা মিলবেই....... অন্য কোন ভোরে!!

আমরা প্রতীক্ষায় রইলাম!!

:)


যাক কবিতার মাঝপথেই ভাবটা কিছুটা ধরতে পেরেছিলাম !! আর ট্যাগ ওয়ার্ড দেখে পুরোপুরি মিলিয়ে নিলাম!! :)

বরাবরের মতই একরাশ মুগ্দ্ধতা~~~~~



০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: সোনালী ভোর আসুক সকলের মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টায় !

খোলা জানালা টা খোলাই থাকুক , আমাদের ঐক্যে !

মনোযোগী পাঠ কিন্তু লেখককে তৃপ্তি দেয় বৃক্ষাপু , সেই তৃপ্তি দেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন :)

শুভকামনা সব সময়ের !

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

মাহমুদ০০৭ বলেছেন: থেমে থেমে বুঝতে হয় আপনার কবিতা । মুগ্ধপাঠ ।

সপ্নবাজ নামের মতই আপনার কবিতা । ভাল থাকুন অভি ভাই । শুভকামনা রইল ।:)

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহাহা !
ধন্যবাদ মাহমুদ ভাই :)
আপনার জন্য ও শুভকামনা আর কৃতজ্ঞতা থেমে থেমে কষ্ট করে বুঝে নেয়ার জন্য !

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

আহসান জামান বলেছেন:
আমৃত্যু দেখতে থাকবো
তলিয়ে যাচ্ছে প্রিয় খোলা জানালা,
গভীর থেকে গভীরে।
আর
শুনতে থাকবো মৃতদের আহাজারি।।

বাহ্!

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জামান ভাই !
খোলা জানালা টা খোলাই থাকুক , আমাদের ঐক্যে !
শুভেচ্ছা জানবেন !

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

উদাস কিশোর বলেছেন: এক কথায় অসাধারন
অনেক বেশীই ভাল লাগলো

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর !
শুভকামনা থাকলো !

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


তোর লেখার নতুন করে আর কি প্রশংসা করব তুই সবসময় দারুণ লিখিস।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই :)

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক ভাল্লাগলো।।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দুর্জয় কবি !
শুভকামনা সব সময়ের !

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২

মিমা বলেছেন: প্রথম বাক্য থেকে যখন পড়া শুরু করি, আস্তে আস্তে যেন চারপাশ নির্জন হয়ে যাচ্ছিলো। আমার নিজের জগত দূরে তখন শুধুই খোলা জানালা, ঝাঁঝালো আঁধার, অবিশুদ্ধ চিন্তা আর একাত্তরটি ঝিঁঝিঁর কোলাহল।

শেষ প্যরায় এসে নির্জনতা স্তব্ধতায় পাল্টে গেলো। সব কোলাহল থেমে এখন আমার চারিপাশে শুধুই মুগ্ধতার বেলোয়ারি রিনঝিন।

মহাজাগতিক জ্যোৎস্নাবিলাস অথবা ক্যানভাস হাতে বিভ্রান্ত এক শিল্পীর হাতে মুছে যাবে বৃত্তের ঘোরে আবদ্ধ নিষিদ্ধ আঁধার। ধীরে ধীরে প্রগাড় অন্ধকারেই দেখা দেবে বিমূর্ত ফুল, সাদা পালকের পাখির দল!
অথবা ,
আমৃত্যু দেখতে থাকবো
তলিয়ে যাচ্ছে প্রিয় খোলা জানালা,
গভীর থেকে গভীরে।
আর
শুনতে থাকবো মৃতদের আহাজারি।।


ভালোলাগার পরিধি জানা নেই আমার অভি ভাই, তাই শুধু শুভকামনা জানিয়ে দিচ্ছি।
শুভ রাত্রি। :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের প্রতি উত্তরের ভাষাটা কেমন হওয়া উচিৎ সেটাও বুঝতে পারছিনা মিমা :)
শুধু বলতে পারি শুভকামনা সব সময়ের !
শেষ প্যারার স্তব্ধতায় আমাদের শুভ চেতনার ঘুম ভাঙ্গুক !
আর আমার ব্লগে স্বাগতম :)

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

রাইসুল নয়ন বলেছেন: একটা খোলা জানালা ছিল –

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , একটা খোলা জানালা ছিল !
আমাদের বোধের অপমৃত্যু সেটা ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে !
শুভকামনা নয়ন ভাই :)

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন লিখেছ অভি। ভালো লাগল।

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কা_ভা ভাই :)
শুভকামনা সব সময়ের :)

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এখন এখানে তিক্ত সুরের মূর্ছনা ,
মনোবৈকল্যের বিভ্রম ,
অন্ধকার / বিষণ্ণতা !


বর্তমানে আমার প্রিয় বাংলাদেশের বর্ণনা। অপ্রিয় হলেও সত্যি।

কবিতায় ভালোলাগা।

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , এটাই আমাদের প্রিয় বাংলাদেশের বর্ণনা , চারপাশে অন্ধের ছড়াছড়ি !
শুভকামনা রইলো :)

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর। ভালো লাগলো!

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই :)
শুভকামনা সব সময়ের !

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৪

শায়মা বলেছেন: খোলা জানলাগুলি সবই বন্ধ হয়ে যাচ্ছে।:(

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুধু আমাদের শুভ বোধকে জাগিয়ে তুলতে হবে , অন্ধত্ব বাদ দিতে হবে , না হলে ঠিক ই বন্ধ হয়ে যাবে , তখন আফসোস করার ও উপায় থাকবেনা !

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩০

পাঠক০০৭ বলেছেন: আপনার কবিতাটি পড়ে কি যে ভালো লেগেছে তা বোলে বুঝাতে পারব না। ইউ ডিজার্ভ এ বিগ প্লাস।

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইচ্ছে খাতা !
ডিজার্ভ করলে আর দেরী কেন দিয়ে দেন বিগ প্লাস !
আমার ব্লগে স্বাগতম :)

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো লাগছে । চালিয়ে যান :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই !~
শুভকামনা জানবেন :)

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একটা খোলা জানালা ছিল –
দুর্বলতর জোছনায় জোনাকিরা পথ হারালেও
একাত্তরটি ঝিঁঝিঁ মাতিয়ে রাখতো সমগ্র রাতকে !! '',,,,,,,,,,,,,অসম্ভব সুন্দর

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)
শুভকামনা রইলো!

২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দুর্বলতর জোছনায় জোনাকিরা পথ হারালেও
একাত্তরটি ঝিঁঝিঁ মাতিয়ে রাখতো সমগ্র রাতকে !!

ওয়ান অফ ইয়োর বেষ্ট এভার...

সময় কিন্তু এসেছে,
ঐক্যবদ্ধ হবার..।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর এদিকে আসলেন!
ঠিক বলেছেন সময় এসেছে!
শুভেচ্ছা জানবেন!

২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

হেডস্যার বলেছেন:
বাহ ! :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হেডস্যার :)
ভালো থাকা হোক!

২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

সামাইশি বলেছেন: চমত্কার কবিতা। শুভেচ্ছা জানবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ :)
শুভকামনা জানবেন :)

২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

বোধহীন স্বপ্ন বলেছেন: মহাজাগতিক জ্যোৎস্নাবিলাস অথবা ক্যানভাস হাতে বিভ্রান্ত এক শিল্পীর হাতে মুছে যাবে বৃত্তের ঘোরে আবদ্ধ নিষিদ্ধ আঁধার। ধীরে ধীরে প্রগাড় অন্ধকারেই দেখা দেবে বিমূর্ত ফুল, সাদা পালকের পাখির দল!

সেই আশাতেই থাকি দিবানিশি।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: আমাদের বোধ শক্তির বিকাশ না হলে সচেতনতা আসবেনা , সচেতনতা না আসলে কিছুই হবেনা ! এভাবেই চলবে , আমরা থাকবো দ্বিকভ্রান্ত , বিভক্ত !
শুভেচ্ছা জানবেন :)

৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

সায়েম মুন বলেছেন: বিষাদভরা লেখা।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: চারপাশে যখন অন্ধকার আর অনিশ্চয়তা তখন বিষাদ ছাড়া অন্য কিছু ভাবা কঠিন সায়েম ভাই !
ভালো থাকা হোক !

৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

শুঁটকি মাছ বলেছেন: মহাজাগতিক জ্যোৎস্নাবিলাস অথবা ক্যানভাস হাতে বিভ্রান্ত এক শিল্পীর হাতে মুছে যাবে বৃত্তের ঘোরে আবদ্ধ নিষিদ্ধ আঁধার। ধীরে ধীরে প্রগাড় অন্ধকারেই দেখা দেবে বিমূর্ত ফুল, সাদা পালকের পাখির দল!
অসাম ওয়ান।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নানী :)

৩২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

অরুদ্ধ সকাল বলেছেন:
/ এ চিহ্ন না থাকলেও

কবিতা আমাকে ভাবিয়ে তুলে। বেশি বেশি কবিতা পড়তে চাই

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা সব সময়ের !
পাঠে কৃতজ্ঞতা !

৩৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২০

নীলসাধু বলেছেন: চমৎকার কবিতা।

মুগ্ধ পাঠ। কবির জন্য ভালোবাসা রইলো।

শুভকামনা নিরন্তর জানবেন।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নীলদা!
আপনার জন্য ও অজস্র শুভকামনা!

৩৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

জনাব মাহাবুব বলেছেন: চমৎকার লিখেছেন ভাই।


জানালা বন্ধ নয়, খুলে দাও
প্রান ভরে নিঃশ্বাস নিতে দাও
আলো আসতে দাও,
ঝিরঝির বাতাস ঘরে ঢুকতে দাও
আমাকে দম বন্ধ করে মারতে চেয়ো না
আমাকে বাচতে দাও,
আলো আসতে দাও

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)
কমেন্টে যা লিখেছেন সেটাও ভালো হয়েছে!
শুভকামনা রইলো!

৩৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লাগলো! বেশ কিছুদিন পরে তোমার কবিতা পড়া হল, এবং আগের মতই মুগ্ধতা ছুঁয়ে গেল!

শুভকামনা অভি!

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইফতি ভাই!
বেশ কিছুদিন পরেই কবিতা লিখার চেষ্টা করলাম!
আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগা!
শুভেচ্ছা জানবেন :)

৩৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো। অবিশূদ্ধ শব্দটা পাল্টে দূষিত দিলে পড়তে আরাম লাগতো।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই!
শব্দটি রিপ্লেস করে দিয়েছি!

৩৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মুগ্ধপাঠ!
বরাবরের মতোই ভালো। :)

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে :)
অনেক দিন পর পর আপনার দেখা পাওয়া যায়!

৩৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

মেঘে ঢাকা রোদ্দুর.. বলেছেন: একটা খোলা জানালা ছিল –
দুর্বলতর জোছনায় জোনাকিরা পথ হারালেও
একাত্তরটি ঝিঁঝিঁ মাতিয়ে রাখতো সমগ্র রাতকে !!

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: পাঠে কৃতজ্ঞতা!
শুভকামনা জানবেন!

৩৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

খেয়া ঘাট বলেছেন: মহাজাগতিক জ্যোৎস্নাবিলাস অথবা ক্যানভাস হাতে বিভ্রান্ত এক শিল্পীর হাতে মুছে যাবে বৃত্তের ঘোরে আবদ্ধ নিষিদ্ধ আঁধার। ধীরে ধীরে প্রগাড় অন্ধকারেই দেখা দেবে বিমূর্ত ফুল, সাদা পালকের পাখির দল!
++++++++++++++ একগুচ্ছ লাইকস।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় খেয়াঘাট :)

৪০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১১

ভিয়েনাস বলেছেন: মনের অজান্তেই এখানকার জীবতদের ভর করলো,
দূষিত চিন্তা
বোধ-দেয়ালে মরচে ধরে,
কামড়ে খায় খোলা জানালার কার্নিশ ।।

ভালোলাগা ছড়িয়ে গেল পুরো লেখাটায়।

সুন্দর লিখেছেন ব্রো :)

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভিয়েনাস :)
শুভকামনা সব সময়ের :)

৪১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো অভি ভাই

তবে এখন যেই অবস্থা খোলা জানালায় খালি ঠাণ্ডা আসে B-) B-) B-) B-)

ভালো আছেন ??

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই :)

হুম , এই জন্য গরমে ফ্রাই হবার জন্য সবাই মিলে জানালাটা বন্ধ করে দিচ্ছি !

ভালো আছি বলতে কোন রকম দ্বিধা বোধ করছিনা B-) B-)
শুভকামনা জানবেন :)

৪২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: চমৎকার।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ময়ূরাক্ষী :)
শুভকামনা সব সময়ের :)

৪৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

তাসজিদ বলেছেন: দারুণ

+++++++++++++++++

০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)

৪৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৪

মশিকুর বলেছেন: ৪২ বছর বয়সী বাংলাদেশ :( বিষাদময়

"আমৃত্যু দেখতে থাকবো
তলিয়ে যাচ্ছে প্রিয় খোলা জানালা,
গভীর থেকে গভীরে।
আর
শুনতে থাকবো মৃতদের আহাজারি।।"


মুগ্ধ পাঠ।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: 42 বছর বয়সী বাংলাদেশের নাগরিকদের ও পর্যাপ্ত মানসিক বিকাশ দরকার!
শুভেচ্ছা জানবেন :)

৪৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

আফ্রি আয়েশা বলেছেন: চমৎকার ! মুগ্ধ হলাম রে :)

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু :)

৪৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অসাধারণ কবিতা। মুগ্ধ পাঠ।

কবিকে অশেষ শুভ কামনা... :)

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই :)
শুভকামনা জানবেন, কৃতজ্ঞতা সাথে থাকার জন্য সবসময়!

৪৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: গুড চমৎকার লিখেছেন

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ :)

৪৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০২

রোমেন রুমি বলেছেন:

সমকালীন হালচাল অত্যন্ত সার্থকতার সাথে কাব্যের ক্যানভাসে উদ্ভাসিত ; কিন্তু স্বপ্নবাজরা তবু স্বপ্ন দেখবেই ।

ঠাকুরে কথাটা মাঝে মাঝে বলে নিজেকে নিভৃত করার বৃথা চেষ্টা;

এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়

তবে এ বৃথা প্রলাপই; কারন এসব প্রার্থনা- ট্রার্থনা আমার ধাতে সয় না :)

ভয়ানক নৈঃশব্দের অন্ধকারে ডুবে যাচ্ছি... ক্রমশ
শূন্য অংকের খেলাঘরে একের পর আত্নঘাতী দাবার চাল।
ভুল ভোরের , ভুল কুয়াশার ছায়ার আশায় বুদ হয়ে থাকে জীবিত যাত্রীগুলো।


এই লাইনগুলি আলাদাভাবে ভাল লেগেছে ।

শুভ রাত্রি ।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: সমকালীন সময় টা অনেক বেশী ধোঁয়াটে!
আপনি চমত্কার বলেছেন :
এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়
তবে এ বৃথা প্রলাপই; কারন এসব প্রার্থনা- ট্রার্থনা আমার
ধাতে সয় না "

স্বপ্নবাজদের স্বপ্ন গুলো ধরা দিতেই পারে রুমি ভাই!
শুভকামনা রইলো অনেক!

৪৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

লেখোয়াড় বলেছেন:
এমন লেখা মন দিয়ে পড়তে হয়। পড়তে বাধ্য হতে হয়। সময় নিয়ে পড়তে হয়।

মনন ও উপলব্ধি কত প্রসারিত হলে এমন কথা ও ভাব বের হয় ভিতর থেকে সেটাই ভাবছি।

অভি।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার মন্তব্যের প্রতি উত্তরে কি লিখবো এখনো ভাবছি! তার বাইরে গিয়ে শুধু বলতে পারি আমাদের সবার যদি দুটো চোখই খোলা থাকে প্রিয় জানালা আরো প্রসারিত হবে!
শুভেচ্ছা লেখোয়াড় :)

৫০| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

ইখতামিন বলেছেন:
একটা খোলা জানালা ছিল –
দুর্বলতর জোছনায় জোনাকিরা পথ হারালেও
একাত্তরটি ঝিঁঝিঁ মাতিয়ে রাখতো সমগ্র রাতকে !!

অসাধারণ উপমাকরণ
চমৎতার কবিতা

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইখতামিন :)
শুভকামনা সব সময়ের :)

৫১| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩

মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার এবং দারুণ।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই :)
শুভকামনা সব সময়ের !

৫২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫

তওসীফ সাদাত বলেছেন: আমৃত্যু দেখতে থাকবো
তলিয়ে যাচ্ছে প্রিয় খোলা জানালা,
গভীর থেকে গভীরে।
আর
শুনতে থাকবো মৃতদের আহাজারি।।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা সাদাত :)
ভালো থাকা হোক !

৫৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: লুতুপুতু ফর্মের বাইরে তোমার একটা চমৎকার লেখা দেশকে নিয়ে। খুব ভালো লাগলো !

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহা! সব সময় কি প্রেমের কবিতা লিখি নাকি??
এসব আপনাদের স্বড়যন্ত্র মাত্র !
অনেক ধন্যবাদ :)

৫৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭

অরুদ্ধ সকাল বলেছেন:
বুভুক্ষু কামনা , রাত্রিকালীন হাহাকার!

কাব্যে যাহা দেখিলেম তাতে গল্প ভাবিয়াছিলাম কিন্তু পুরোটা পড়িবার পর ভালো লাগিয়া গেল।

ধন্যবাদ

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যে শুভকামনা জানবেন !

৫৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
লিখাটি ভালো লেগেছে। [প্লাস]
প্রিয় খোলা জানালায় আলো আসুক, দূরীভূত হোক সকল হতাশা।

শুভকামনা রইলো
সকলের মঙ্গল হোক।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রশিদ ভাই!
আমার ব্লগে স্বাগতম।
শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.