নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

কয়েকটা চিঠি হয়তো একটি ছোটগল্প !

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২





প্রিয়

বিকেলের ছাদে জমাট বাঁধা ভুলে যাওয়া শব্দগুলো নিয়ে ভুল করেই বসে থাকি। শরীরবৃত্তীয় চলনের ভাষাটা আমি ঠিক টের পাইনা , না হলে ঠিক এই চিঠিতেই লিখে দিতাম ... বহু আগেই শরীর জুড়ে তোমার চলাচল, মস্তিস্কের নিউরন তোমার চোখের কাজলে থমকে আছে। জ্যামিতিক কোন নিষ্টুর প্রয়াসে ঈশ্বরের চোখের ভাষার সংখ্যাতান্ত্রিক জটিলতায় থমকে আছে তোমার আর আমার প্রেম! আর এই সমাজের রক্তাত্ব শরীরের ক্ষতগুলো তোমার আর আমার মাঝে দেয়াল হয়ে আছে তোমার আমার জন্মের বহু আগেই । জানো আমি মাঝে মাঝেই সেই দেয়ালে হাতড়ে খুঁজি ক্ষতচিহ্ন । কেন জানি আমার হাতের অনুভূতিতে ধরা দিতে চায়না দেয়ালের ক্ষত , নগ্ন কিন্তু লজ্জায় কুঁকড়ে থাকা টেলিছবির নায়িকার মত !

তাই বুঝতে পারিনা কোথায় থেমে আছে বৃষ্টিপ্রলাপের আগের মুহূর্ত , বিকেলের ছাঁদে রংধনুর খেলা ? আমাদের নাগরিক যান্ত্রিকতার এই শহরের বিকেলের মরণ হয় লালচে সন্ধ্যার করুণ সুরে। অথচ এই সন্ধ্যাগুলোর কোন রঙ থাকেনা। রোজ সন্ধ্যায় আমি জ্বরে কুঁকড়ে থাকি, অথচ ঘোরটা থাকে সন্ধ্যা পেরিয়ে মাঝরাতে , শুভ্র প্রভাতে , তপ্ত দুপুরে !

আমি সমুদ্রবীক্ষণে তোমার চোখের বাঁকা চলন দেখি ,সামুদ্রিক পাখির ডানায় উড়তে দেখি তোমার খোলা চুল , আর সামুদ্রিক গর্জনে শুনি খোঁড়া চাঁদের আর্তনাদ !

ইতি

আমি !!

............................................................................................. প্রতিউত্তর ১।



প্রিয়



শব্দজটের নিষ্পেষণে তোমার যন্ত্রণা আমার চাইতে বেশী কি? আমার কিন্তু ঠিক ই মনে পড়ে

সেদিন রাতে ভুলে ডুবে যাওয়া চাঁদের কথা , জোনাকিদের ছুটোছুটিতে তোমার নিমগ্নচিত্তে শব্দের প্রতীক্ষার কথা !

তোমার চোখের অন্ধকার , আমার আলোর ভুবন !

সেই অন্ধকারেই ক্রমশ ঝড় তুলি

শরীর এলিয়ে

বাঁকে বাঁকে লেপ্টে থেকে !


বাড়ি ফিরেই চোখে পড়ে আমার জানালার কার্নিশের ছায়ায় বিমর্ষ সূর্যের প্রতিফলন! গরাদে ঝুলে থাকে বাবার মলিন শার্ট আর তার বুক পকেটে বিবর্ণ চশমার ফ্রেম।

তুমিহীনা নিমগ্ন রাতগুলোতে ক্রমশই চোখে ভাসতো ক্যানভাসে বাবার মুখ , মায়ের মলিন হাসি! পাড়ার পিসিদের অপচ্ছায়া আর কণ্টক হাসি ! এই ভেবেই ক্রমশই ঘামতে থাকি, হাপিয়ে উঠি আমাদের নিম্মবর্গীয় গন্ডির খেলাঘরেই ।

বিশ্বাস করো আবেগী তুলিতে নয়

কল্পনাতেও নয় , আমার সমস্ত ভাবনায়

চষে বেড়াই পৃথিবীর সমস্ত ধর্ম

ভূ-খন্ডের চর থেকে চরে !


তারপর আয়োজন করে ফেলি

আমার শৈশবের স্কুল , স্কুলে যাবার পথে একলা পড়ে থাকা নদী , তার তীরে ঘাসফুল আর ভাসতে থাকা নৌকো!

আমাকে একটা নদী দেবে , সেই নদীটার মত ! আমি ডুব দিয়ে তোমাদের সমাজের চোখে কাপড় বেঁধে মুখ লুকাতাম তোমার নিঃশ্বাসে!

ইতি

তোমার প্রিয় !

........................................................................................................ প্রতিউত্তর ২



প্রিয়

গতরাতে আমি একটি ছবি একেছি শূণ্যের ভিতরে শূন্যের ছায়া !

সেই কবেই তো , তোমার শৈশবের সেই নদীতে ফেলে এসেছি আমার বুকের বা-পাঁশের ধুপধাপ ! বাড়ি ফিরে তেজপাতার ঘ্রাণে খেই হারিয়েছি , অতঃপর ঘুমের ভিতরেই ব্যাক্তিগত সংলাপ সেরে নিয়েছি।

কত দূরে অথচ কত কাছে ! এখানের রাতগুলো শেষ হবার আগেই শেষ চিরকুট না লিখেই ,

নগ্ন চাঁদটা ঝুলে থাকে আমার জানালায়। আমি ব্যাবচ্ছেদ করে নিয়েছি তোমার আর আমার শরীরবৃত্তীয় জৈবিক বিজ্ঞানের ফারাক , কিছু দিনের কিছু সেকেন্ডের হিসেবের গড়মিল পেয়েছি , তোমার চোখে সমস্ত পৃথিবীর সমস্ত ধর্ম চষে বেড়ানো শেষে বলে দিলাম

পাঁজরের হাড়ে অন্তমিল

অংক কষার ভুলে

হয়না

হয়

নিঃশ্বাসের রসায়নের স্বস্তিতে

শ্বাস-প্রশ্বাসের ব্যাকরণে

প্যাঁচানো ধারালো

নেশায়!




হেলে দুলে গান গাইতে গাইতেই বলে দিতে পারি মানিনা এই উচ্চমর্গীয় বিধানের দেয়াল। যে দেয়াল রক্তাত্ব , ক্ষত – বিক্ষত সহস্র বছর ধরে । অথচ দেয়ালের ওপাশেই আছে তোমার উঠোন জুড়ে থাকা আঁধারের ছায়া!

অজস্র মায়াবী ঘোড়া যুগপৎ ঘুমিয়ে আছে তোমার শৈশবের নদীতীরে। তুমি আসলেই ঘুম ভাঙবে ওদের । ওদের ঘাড়ে রেখে দিয়েছি তৃষ্ণার্ত প্রজাপতি, ওদের ডানাভাঙ্গা রঙ আর তোমার চোখের কাজলদানি ! ওরা তোমায় নিয়ে আসবে – কুয়াশার গালিচায় !

দেয়ালের ক্ষতগুলো মুছে গেলেই তোমার বাবার বিমর্ষ চেহারাটা হাসোজ্জ্বল হবে , পাড়ার পিসীদের কণ্টক হাসি থেমে যাবে! ক্ষতগুলো সাড়িয়ে তুলতে হবে যে ......

ইতি

আমি !!





প্রতিউত্তর ৩ আসেনি এখনো!

আসেনি যুগপৎ ঘুমিয়ে থাকা ঘোড়াগুলো ও , ওদের ঘুম ভাঙ্গে ভুল গন্ধে , ভুল হৃৎস্পন্দনে! আবার ঘুমিয়ে পড়ে , দেয়ালের ক্ষতটা বাড়তে থাকে ক্রমশই !

অপেক্ষার প্রহর কাটতে থাকে প্রিয় শৈশবের নদীতীরে কিংবা ডাকঘরের খোলা মাঠে ! প্রতিউত্তর আসতে পারেনা রক্তাত্ব দেয়াল পেরিয়ে কিংবা সংখ্যাতাত্বিক গড়মিলে ! তবে আসবেই ... এই গল্পের শেষে কিংবা অন্য কোন গল্পের শুরুতে !

মন্তব্য ১২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

শায়মা বলেছেন: এত কঠিন কাব্যময় সুন্দর চিঠি!!

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: কঠিন !
কাব্যময় !
সুন্দর চিঠি!!

ধন্যবাদ আপু এত সুন্দর কমপ্লিমেন্ট দেয়ার জন্য !
শুভকামনা সব সময়ের !

২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

খেয়া ঘাট বলেছেন: প্রতিউত্তর আসতে পারেনা রক্তাত্ব দেয়াল পেরিয়ে কিংবা সংখ্যাতাত্বিক গড়মিলে !
চমৎকার সুন্দর একটা লাইন।
লিখায় একগুচ্ছ লাইকস।
++++++++++++++

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: একগুচ্ছ লাইকসের জন্য একগুচ্ছ ধন্যবাদ প্রিয় খেয়াঘাট !

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন অভি! দারুন হইছে।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কা_ভা ভাই :) !

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০

সাদমান সাদিক বলেছেন: ভাল লাগা রইল

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাদমান সাদিক।
ভালো থাকা হোক :)

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

মিমা বলেছেন: বিকেলের ছাদে জমাট বাঁধা ভুলে যাওয়া শব্দগুলো নিয়ে ভুল করেই বসে থাক।
প্রথম বাক্যেই তো বাজিমাত অভি ভাই! একদম টেনে নিয়ে গেলো শেষ পর্যন্ত!
মাঝে অনুভব করেছি বিষাদ, কখনো হাল্কা অবসাদ, অদ্ভুত ভালোলাগা, অবাক ভালোবাসা! আর শেষে...তবে আসবেই ... এই গল্পের শেষে কিংবা অন্য কোন গল্পের শুরুতে !
আশা। যে আশার পালেই ভেসে থাকে প্রিয়তমা আর প্রিয়তমেষুদের জীবন, আকাঙ্ক্ষা, স্বপ্ন!

অসাধারণ লেগেছে, একদম স্বপ্নের মতো সুন্দর। নরম কুসুম সূর্যের আলোর মতো উষ্ণ প্রেম, আর শিশিরের মতো স্নিগ্ধ চিঠি। চমৎকার! গল্প কিংবা চিঠি নয়, কাব্য বলতে ইচ্ছে হচ্ছে! :#>
প্রিয়তে নিয়ে গিয়েছিলাম আগেই, এবার মন্তব্যে মুগ্ধতা প্রকাশ করে গেলাম।
ভালো থাকুন, শুভকামনা আর শুভেচ্ছে রইলো এক গাদা!
শুভরাত্রি!

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন মিমা এত সুন্দর করে মন্তব্যে আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য !
প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আর প্রিয়তে নেয়ার জন্য বিশেষ ধন্যবাদ !

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

তওসীফ সাদাত বলেছেন: দারুণ !! :)

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ তওসীফ :)
ভালো থাকা হোক !

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে, অভি।

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !
ভালো থাকা হোক :)

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

শ্রাবণ জল বলেছেন: কত দূরে অথচ কত কাছে !

baki chithir opekkha thaklo.

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শ্রাবণ !
হয়না এমন অনেক কাছে থেকেও অনেক দূরে ! তাই এমনো হয়ঃ
অনেক দূরে অথচ অনেক কাছে !

বাকী চিঠি আটকে গেছে নানা কারণে প্রিয়'র পারিবারিক , সামাজিক বাঁধার কাছে , বাবার চোখের জলে !
তবে আমিও চাই চিঠিটা আসুক :)
শুভকামনা সব সময়ের !

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: যথারীতি মুগ্ধতা ।
ভাল থাকুন অভি ভাই ।

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই !
শুভকামনা সব সময়ের :)

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৭

ভিয়েনাস বলেছেন: নিঃশ্বাসের রসায়নের স্বস্তিতে
শ্বাস-প্রশ্বাসের ব্যাকরণে
প্যাঁচানো ধারালো
নেশায়!


চমৎকার করে লিখেছেন। অনেক অনেক ভালো লাগা থাকলো লেখাটায় :)

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভিয়েনাস !
আপনাকে জন্মদিনের শুভেচ্ছা আরেকবার :)

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৭

আমিনুর রহমান বলেছেন:



সত্যি আমি বরবারের মত মুগ্ধ। বিষাদ আর ভালোবাসার চিঠি।



আমি সমুদ্রবীক্ষণে তোমার চোখের বাঁকা চলন দেখি ,সামুদ্রিক পাখির ডানায় উড়তে দেখি তোমার খোলা চুল , আর সামুদ্রিক গর্জনে শুনি খোঁড়া চাঁদের আর্তনাদ !

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাই :)

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: কাব্যময় চিঠি! ভালা লাগছে পড়ে!

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !
আমি আসলে গল্প লিখতে বসেছিলাম :)
শুভকামনা সব সময়ের :)

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪০

আমিই মিসিরআলি বলেছেন: ভালো লাগল অভি ভাই :)

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মিসির আলী :)

রহস্যময় শুভকামনা :)

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
দারুন এবং মুগ্ধকর!!

'নিঃশ্বাসের রসায়নের স্বস্তিতে
শ্বাস-প্রশ্বাসের ব্যাকরণে
প্যাঁচানো ধারালো
নেশায়!'

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি !
ভালোবাসা আর প্রেমের সব জাগতিক ভাবনাগুলো শ্বাস-প্রশ্বাসের অনুভবের ভিতরেই বাঁধা থাকে !
শুভেচ্ছা জানবেন !

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৩

উদাস কিশোর বলেছেন: মারাত্বক মুগ্ধ !
প্লাস

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর!

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১১

ইসতিয়াক অয়ন বলেছেন: আসুক !
প্রতিউত্তর আসুক !! :)

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !
আসুক !
শুভেচ্ছা জানবেন :)

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

অলওয়েজ ড্রিম বলেছেন: প্রতিউত্তর না আসার বিষাদ ছুঁয়ে গেল।

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , প্রতিউত্তর আসেনি , অনেক কারণে !
আমরা সবাই সে সবে বন্দী !
শুভেচ্ছা ড্রিম ভাই , বিষাদেই থাকুন :)
ভাবীকে আমার সালাম দিয়েন !

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৪

লাবনী আক্তার বলেছেন: চমৎকার লিখেছ অভি। একদম মুগ্ধ পাঠ।

চিঠি আর চিঠির প্রতিউত্তর এতো চমৎকার করে উপস্থাপন করেছ সত্যি মনোমুগ্ধকর পাঠ। মন ছুয়ে গেল চিঠিটা।

প্রতিউত্তর আসুক।

শুভকামনা রইল অনেক।

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
প্রতিউত্তর আসুক :)

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: দারুণ ++++

অনেক ভালো লাগলো
স্মৃতিময় কাব্যিক চিঠি

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই !
ভালো থাকবেন :)

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

মেহেরুন বলেছেন: অনেক অনেক ভালো। এতো সুন্দর আবেগময় কাব্যিক চিঠি :) +++++

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
অনেক দিন পর আসলেন !
শুভকামনা সব সময়ের !

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো লাগলো।

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ শরৎ ভাই !

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫

ইখতামিন বলেছেন:
কবিদের চিঠিও নাকি কাব্যিক হয়, এটা তারই একটা উদাহরণ হতে পারে।
ধীর গতির লেখায় আমার মুগ্ধপাঠের যাত্রা।
তবে প্রতিউত্তর-৩ আটকে রেখে ভালো করেননি কিন্তু...

অসাধারণ...

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইখতামিন !
আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা জানবেন !
কবিদের চিঠি কাব্যিক হয় ! কবি হওয়া অনেক দুরুহু ব্যাপার রে ভাই !

প্রতি উত্তর তিন আপনার মত করে ভেবে নেয়ার স্বাধীনতা আপনাকে দেয়া হলো !
:) :)

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

বেশ আবেগী একটা লেখা অভি। +++

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী ভায়া !
আবেগ ছাড়া কি আর বেঁচে থাকা যায় বলেন !
শুভকামনা সব সময়ের !

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: খুব বেশি ব্যক্তিগত অনুভূতি। তাই কেমন জানি নিজেরে পাথর পাথ মনে হইচ্ছিল।

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চিঠি মানেই তো ব্যাক্তিগত অনুভূতি !
শুভকামনা জুলিয়ান ভাই :)

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

অনিকেত রহমান বলেছেন: কাব্যময় মনোমুগ্ধকর চিঠি ।। ভালো লাগা রইল।।

১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অনিকেত !
শুভকামনা থাকলো :)

২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার চিঠিগুলো ।মুগ্ধ পাঠ্য । :)

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই :)

২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

তরিকুল ইসলা১২৩ বলেছেন: অসাধারণ লাগছে অভি ভাই

ইস, বাস্তবে যদি কাউকে এমন চিঠি দিতে পারতাম, অবশ্য আবেগ অনেক আগেই যান্ত্রিক হয়ে গেছে

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আমাদের আবেগ যতটা না যান্ত্রিক তার চেয়ে অনেক বেশী নিয়ন্ত্রিত !
এটা কিন্তু ভালো !

শুভেচ্ছা জানবেন :)

২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

মামুন রশিদ বলেছেন: প্রতিউত্তর ৩ আসেনি এখনো!
আসেনি যুগপৎ ঘুমিয়ে থাকা ঘোড়াগুলো ও , ওদের ঘুম ভাঙ্গে ভুল গন্ধে , ভুল হৃৎস্পন্দনে! আবার ঘুমিয়ে পড়ে , দেয়ালের ক্ষতটা বাড়তে থাকে ক্রমশই !

দুর্দান্ত লিখেছেন অভি । ঈর্ষা মিশ্রিত ভালোলাগা ।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রতিউত্তর তিন আটকে আছে আমাদের সামাজিক ট্রাফিক জ্যামে :)
আপনাকে ঈর্ষান্বিত করার আনন্দে ভাসছি মামুন ভাই !
শুভকামনা সব সময়ের !

২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার শব্দের খেলা দেখালেন।

শুভেচ্ছা।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার !
ভালো থাকা হোক !

৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:


এতো সুন্দর!!!!!!
ঈর্ষা ... ঈর্ষা ... ঈর্ষা!!!!!!





:) ভালো লাগায় আপ্লুত ভাইয়া!

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: যত ঈর্ষা তত আনন্দ :)

অনেক শুভকামনা আপনার জন্য !
ভালো থাকা হোক !

৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

সকাল রয় বলেছেন: আমি চিঠি পড়তে খুব ভালোবাসি। গল্প পড়তেও
ভেতরের অনেক কথাই মনকে নাড়া দিলো। অনেক সুন্দর রচনায় ভালোলাগা জানাই

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মন দিয়ে পড়ার জন্য!
শুভকামনা জানবেন কবি !

৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

অদিব বলেছেন: অসাধারণ লেগেছে! লেখায় কাব্যিক প্লাস নিন!!! !:#P !:#P !:#P

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আদিব!
কাব্যিক প্লাস লুপে নিলাম !
শুভেচ্ছা জানবেন :)

৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
প্রথমে মনে হচ্ছিল এলোমেলো কিছু চিঠি, তারপর মনে হল টুকরো টুকরো কিছু কবিতা, শেষে এসে পুরোটা মিলে কোন এক গল্পের শু মনে হল।

দারুন পোষ্ট!

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম ভাই মনোযোগী পাঠের জন্য !
শুভকামনা সব সময়ের :)

৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

এহসান সাবির বলেছেন: আপনার লেখা পড়ে মনে হলো আমি একটা চিঠির পোস্ট দেবই.......


আবেগী হয়ে গেলাম.......!

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: দেন দেন !
দেরী কেন ?
শুভকামনা সাবির ভাই :)

৩৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬

হাসান মাহবুব বলেছেন: প্রতিউত্তরের ফিরে না আসা হঠাৎই থমকে দিলো কিছুক্ষণের জন্যে। এখানে যেন আমাদের অনেকের অনুভূতির কাকতাল সম্মেলন।

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার বলেছেন হাসান ভাই আমাদের অনেকের অনুভূতির কাকতাল সম্মেলন !
শুভকামনা সব সময়ের !

৩৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

মেহেরুন বলেছেন: Click This Link

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: দেখে আসলাম আপু , খুবই ইন্টারেষ্টিং সমস্যা ! :)

৩৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চমৎকৃত..!

আপনার যত লেখা/শব্দই পড়ি,
আমার মাথায় ঘুরপাক খায়
একটি সুন্দর বিষম শব্দ..

অনতিক্রম্য অন্ধকার..!

মনে পড়ছে..?


অনেক ভালো থাকুন ৷

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নচারী !
অনেক দিন পর আপনাকে এই দিকে দেখা গেলো !
কেন মনে থাকবেনা বলেন !
নৈঃশব্দ্য কানপেতে শুনে নাও ! অনতিক্রম্য অন্ধকার ফেলে বালকের নিঃশ্বাস গায়ে মেখে নাও ! ছুঁয়ে দাও ! বিষাদের শেষ পাতা ছিন্ন করে বাজাও তোমার লুকিয়ে রাখা বেহালা !!
শুভকামনা সব সময়ের !

৩৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চিঠি পড়তে আমার সবসময়ই ভালো লাগে , আপনার লিখাটা স্পর্শ করে গেলো । শুভেচ্ছা জানবেন ! :)

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আদনান :)
ভালো থাকা হোক !

৩৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: রক্তাত্ব দেয়াল .....................................

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! রক্তাত্ব দেয়াল !

৪০| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

সোমহেপি বলেছেন: সুন্দর অিভ ভাই।

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সোমহেপি !
শুভেচ্ছা জানবেন :)

৪১| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!!!!!!!! অসাধারণ হইসে। দিন দিন আপনার হাতের লেখা ভালো হচ্ছে।

:D :D :D

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রপ কেমন হলো টুম্পা মনি ? আছেন কেমন ?
ওয়েলকাম ব্যাক !

আপনাকে অনেক দিনপর দেখে ভালো লাগছে !

হাতের লেখা সুন্দর করার ক্লাসে ভর্তি হয়েছি :) :)

৪২| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: চমৎকার।

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ !
ভালো থাকা হোক ! শুভকামনা সব সময়ের :)

৪৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

টুম্পা মনি বলেছেন: প্রফ মাত্র রিটেন শেষ হইসে। রিটেন তো ভালোই হল। :D :D :D :D :D

এখনো ভাইভা বাকি!!!!!! :( :( :( :( :( :(( :(( :(( :(( :(( :(( :(( X( X( X( X( X( X( X(( X(( X(( X((

আর আছি ভালোই। শুধু একটু জ্বর, একটু ঠান্ডা আর অনেক দাঁত ব্যাথা আছে। :#) :#) :#) :!> B:-/

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আচ্ছা , খুব ভালো লাগলো শুনে !
ভাইভা দিয়ে পুরোধমে আসুন ! আমি শুনেছি ভাইভা ও নাকি বেশ ঝামেলার হয় !

হুম , জ্বর , ঠান্ডা আর অনেক দাঁত ব্যাথা ভালো থাকার জন্য কোন বাধাই না :)
আরো ভালো থাকুন , ওদেরকে ছাড়াই !

৪৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: আবেগের তীব্র প্রকাশ। মৌনতার নির্মম উত্তর। দারুন।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে ভালো লাগলো!
চমৎকার মন্তব্যে আন্তরিক ধন্যবাদ জানবেন!!

৪৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

সায়েম মুন বলেছেন: লেখায় অনেক ভাললাগা রইলো। :)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম ভাই!
ভালো থাকুন :)

৪৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০

যুবায়ের বলেছেন: অসাধারন.....কাব্যিক চিঠি পড়লাম।
মেইল আর ইনবক্সের যুগে এসে চিঠি পড়তে বেশ ভালো লাগলো...
তবে নষ্টালজিক কিছুটা হয়ে গেলাম....
কাঁচা হাতের লেখা সেই মেয়েটির লেখা মাত্র কটি লাইন আজো
মনে ভেসে ওঠে....

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই! এখন আমরা হাতে লেখা চিঠি কিংবা আবেগ থেকে বঞ্চিত!
অনেক শুভকামনা জানবেন।

৪৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: প্রতিউত্তর ৩ আসেনি এখনো! --- এর পরের কথা গুলো সুন্দর।

প্যাচপ্যাচে লুতুপুতু কথার বাইরে গল্প লিখতারস না ? অবশ্য লিখবি কিম্নে, বয়সটাই যে লুতুপুতু টাইপ !!!

এর আগের পোস্টের কবিতাটা ভালো হইছিল কিন্তু।

২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম, এখন বয়স যার 25 প্রেমে পড়ার শ্রেষ্ঠ সময় তার!
এখন লুতুপুতু না লেখলে কবে লিখুম আপনাগো বয়সে গিয়া?
আগের কবিতা না, এর আগেও দুইটা লিখছি যেখানে মানব মানবীর প্রেম নাই, আপনার আর কাভার কথায়!
বাবুইকে আদর দিয়েন, ওর 13 বছর বয়সী ভাবনার গল্প. কবিতা ওর নিক থেকে দেখার অপেক্ষায় আছি :)

৪৮| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: তার ডায়েরি লেখার মুড নাই এখন। আর এতো ব্যস্ত থাকে লিখবে কখন, ফ্রী টাইমে খেলে। আগামীকাল শুক্রবার শুধুমাত্র তার নিজের দিন। সকাল থেকে বিকাল পরজন্ত নিজের মতো কাটায়। । মুড আসলে হয়তো লিখবো। বড় জোর সে ডায়েরি লিখে।

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহা! মুড আসুক!!
আদর দিয়েন আমার ....

৪৯| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

মশিকুর বলেছেন:
অসাধারন কিছু শব্দের বুনন!

+

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাই!
ভালো থাকুন!

৫০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

জুবায়ের দিদার বলেছেন: অনেক সুন্দর অভি ভাইয়া। কিছু কিছু শব্দের ব্যাবহার অসাধারণ ছিল।

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দিদার ভাই!
শুভকামনা জানবেন :)

৫১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২০

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ!
শুভকামনা সব সময়ের!

৫২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

একজন সৈকত বলেছেন:
গহীন অনুভূতির অপূর্ব কল্পচিত্র।
চমৎকার!

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!
চমৎকার বলেছেন, শুভকামনা জানবেন! শুভ সকাল :)

৫৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৫

আমি তুমি আমরা বলেছেন: ব্যাপক

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন!!

৫৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:২২

সাগর রহমান বলেছেন: খুব চমৎকার একটি লিখা। ভাল লেগেছে অভি ভাই।
ভাল আছেন?

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সাগর :)
আমি ভালো আছি!

৫৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

আরজু পনি বলেছেন:

স্পর্শ করা আবেগের দারুণ কথামালার বুনন ...

শুভেচ্ছা রইল, স্বপ্নবাজ ।।

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ পনির আপু :)
ভালো থাকুন সব সময়!!

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ পনি আপু! ভালো থাকবেন সব সময়! মোবাইলে বাংলা লিখতে গিয়ে একটা প্রতি উত্তরে আপনার চমৎকার নামের বানান ভুল হয়ে গেল, আর মুছতে ও পারছিনা! বুঝবেন আশা করি।

৫৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

উজবুক ইশতি বলেছেন: হৃদয় ছোঁয়া
ভালোলাগা রইল

২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক শুভকামনা জানবেন উজবুক!

৫৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

রোকেয়া ইসলাম বলেছেন: খুব চমৎকার অসাধারন একটি লেখা। খুব ভাল লাগলো।
আশা করি ভাল আছেন? শুভেচ্ছা রইলো।

২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক
ধন্যবাদ রোকেয়া ইসলাম!
আন্তরিক শুভকামনা জানবেন।
ভালো আছি আমি!

৫৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পাঁজরের হাড়ে অন্তমিল
অংক কষার ভুলে
হয়না
হয়
নিঃশ্বাসের রসায়নের স্বস্তিতে
শ্বাস-প্রশ্বাসের ব্যাকরণে
প্যাঁচানো ধারালো
নেশায়!

দারুন।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ দুর্জয় ভাই!
শুভকামনা জানবেন!

৫৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

ডট কম ০০৯ বলেছেন: পরবর্তী চিঠি গুলো কবে পাব?

ইউনিক আইডিয়া।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: পরবর্তী চিঠি আসবে কিনা আমি নিশ্চিত নই এখনো!
অপেক্ষায় আছি বালকের মতই!
আসা মাত্র আমি প্রকাশ করে দিবো :)
শুভকামনা জানবেন আরমান ভাই!

৬০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চরম ! শোকেসে নিলাম ! আচ্ছা আছেন কেমন প্রিয় ব্লগার ??

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নাসিফ!
এমন কমেন্ট পেলে ভালো না থেকে আর উপায় থাকেনা :)
শুভেচ্ছা জানবেন!

৬১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩

অপ্রচলিত বলেছেন: অসম্ভব মর্মস্পর্শী একটি লেখা। আবেগের ভেলায় ভাসিয়ে মন ছুঁয়ে দিলেন। +++

নিরন্তর শুভ কামনা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জানবেন অপ্রচলিত !
ভালো থাকা হোক !

৬২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৪

চটপট ক বলেছেন: অনেকদিন পর ব্লগে ঢুকতে পেরে এমন লেখা চোখে পড়লে মনটা নিমিষেই ভালো হয়ে যায় । :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: তাহলে তো ভালোই ! শুভেচ্ছা মাহফুজ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.