নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিশুন্য হয়ে ঘুমিয়ে থাকি বাঁকলের বিছানায়!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০২





কেউ ডেকোনা , এখানে পুষ্প-ঘ্রাণের একান্ত সঙ্গমে প্রাচীন শেকড়ের দল মহাবিশ্বের প্রলয় আঁকড়ে ধরে রাখে ! এখানেই হবো জোছনাবিলাস ,বৃষ্টি-উল্লাস কিংবা নিঃসঙ্গ নীলিমার নিত্যসঙ্গী। এখানেই হবে রৌদ্রপ্রণয় , সজীব কীটদের নিষ্পাপ দংশন কিংবা তোমাদের সভ্যতার যাবতীয় আলামত।

বৃক্ষ আস্তরণের এক জৈবিক জীবনে

মহাশূন্যের ক্লান্তি চোখের পাতায়

স্পষ্টতর হয় আলোকের নৃত্যে ।

অথবা কেবলই এক মৌন দেয়াল,যাবতীয় মহাজাগতিক বিষাদের সাক্ষ্য দিতে । এখানে কাম নেই, লোভ নেই , বিষাদ নেই , উল্লাস নেই শুধু বেঁচে থাকা। মাঝে মাঝেই ভ্রান্ত অরণ্যের বিলাসী পাখির ঝাঁক , ডাহুকের চোখের উল্লাস , বিবর্ণ হুতুম পেঁচা নিঃশব্দে চিৎকার করে,

তোমাদের সভ্যতার সংজ্ঞায়নেই

একদিন ফিরে আসবে আদিকাল

সে কাল,

কেবলই বৃক্ষ খোলসের অসীম শূন্যতার!

হেসে উঠে রাতের পাখি , জোছনায় নাচে বন্য ফুল-পাতা ! নগরের অব্যবহৃত , অনভ্যস্ত জোছনারা এসে ভিড় করে অরণ্যের কাকতাড়ুয়ার পিঠে, নৈশঘোরে জেগে থাকে ঝিঁঝিঁ পোকার অভিসম্পাত। সমাপ্তির পথে রাত্রি, ঘাসফুলে রেখে যায় দীর্ঘশ্বাস ।

জীবাত্নাদের রক্তস্রোত ,

শেকড়ের ছায়ায় বেয়ে

আশ্চর্য বোধ-দেয়ালে এনে দেয় ,

তুমুল অন্ধকার কিংবা আঁধারের কফিন!

নিয়ম করেই কথা হচ্ছে কাটা বাহুর গোপন ব্যথার সাথে , নবীন ডালের কবিতার শব্দেরা এসে সে ব্যথায় হাত বুলায় না , নগরের বিষাক্ত গোলাপের নির্যাস মেখে দিয়ে যায়না কোন সদ্য কৈশোর পেরোনো প্রেমিক-যুগল।

আপাতত

স্মৃতিশুন্য আমি ঘুমিয়ে থাকি বাঁকলের বিছানায়!



উৎসর্গঃ সাবরিনা সিরাজী তিতির আপুকে এই পোষ্ট দিয়ে দিলাম , কেননা লিখতে বসার সাধ জেগেছে তার প্রোপিক দেখেই !

মন্তব্য ১৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

শরৎ চৌধুরী বলেছেন: অনবদ্য অভি।+

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ শরৎ দা !
আপনার উপস্থিতি আর কমপ্লিমেন্ট খুব প্রেরণাদায়ক !

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

সুমন কর বলেছেন:

উৎসর্গ বা কবিতা দু'টোই ভাল হয়েছে। আপুর প্রোপিকটি আবার দেখতে হবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: আরে বাহ ! তালি তো থামছেই না সুমন দা :)
সেই ছবিটি দেয়া আছে পোষ্টে !

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

এই প্রোপিকটা ব্লগে ব্যবহার করতে দেখেছি ব্লগার আমি ময়ূরাক্ষী কে।

যাই হোক লেখায় ++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি ও দেখেছি মনে হয় , মনে পড়ছেনা !~
প্লাসের জন্য কৃতজ্ঞতা !

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কথা মালা +

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
শুভকামনা

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

একজন ঘূণপোকা বলেছেন:


১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ !

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

মুদ্‌দাকির বলেছেন:


প্রকৃত সাহিত্যের যেখানে শুরু আমার সেখানেই শেষ ,
কিছুই বুঝিনা সাহিত্য,
তাই যখনই মনে হয় যে বুঝি নাই,
তখনই বুঝি যে সাহিত্যটা মান সম্পন্ন !!! =p~ =p~ :P :P :P

নিশ্চই সুন্দর কিছুই লিখেছেন :) :) :) :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহাহ!
শুভকামনা জানবেন :)

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক !
শুভেচ্ছা জানবেন :)

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

নীল বরফ বলেছেন: অসাধারন হয়েছে। :) :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নীল বরফ !

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

লাবনী আক্তার বলেছেন: চমৎকার লিখেছ অভি। অনেক ভালোলাগা রইল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)
শুভেচ্ছা রইলো !

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

অরুদ্ধ সকাল বলেছেন:
প্রত্যেকটা শব্দই আলাদা করে ভাবিয়ে তুলে। আলাদা কথা বলে। আলাদা রুপ নেয়। অনেক সুন্দর লেখায় +++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন কবি !
শুভকামনা সব সময়ের !

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার ভালো লাগা অভি, আমি মনে হয় বেশ কিছুদিন পরে অন্য কারো কবিতা পড়লাম!

কেউ ডেকোনা , এখানে পুষ্প-ঘ্রাণের একান্ত সঙ্গমে প্রাচীণ শেকড়ের দল মহাবিশ্বের প্রলয় আঁকড়ে ধরে রাখে ! এখানেই হবো জোছনাবিলাস ,বৃষ্টি-উল্লাস কিংবা নিঃসঙ্গ নিলীমার নিত্যসঙ্গী। এখানেই হবে রৌদ্রপ্রণয় , সজীব কীটদের নিষ্পাপ দংশন কিংবা তোমাদের সভ্যতার যাবতীয় আলামত।


- শুরুটা অনেক ভালো লেগেছে!

শুভকামনা!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিও বেশ কয়দিন পরেই কবিতা লিখার চেষ্টা করলাম , বলতে পারেন জোর করেই লিখেছি !
গত কয়দিন আপনার কবিতার সাথেই সময় কেটেছে !
নষ্টালজিক মেঘদলের জন্য অনেক শুভকামনা ইফতি ভাই !
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
থাম্ব'স আপ !

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !
শুভেচ্ছা জানবেন :)

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

মাহতাব সমুদ্র বলেছেন: তোমাদের সভ্যতার সংজ্ঞায়নেই
একদিন ফিরে আসবে আদিকাল

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর ব্লগে আসলেন মনে হয় !
শুভকামনা সব সময়ের সমুদ্র ভাই :)

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল লাগছে ভাই মিতা। প্লাস লন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন মিতাকে ব্লগে পেয়ে আনন্দিত !
শুভকামনা সবসময়ের !

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

মামুন রশিদ বলেছেন: তোমাদের সভ্যতার সংজ্ঞায়নেই
একদিন ফিরে আসবে আদিকাল
সে কাল,
কেবলই বৃক্ষ খোলসের অসীম শূন্যতার!


কবিতা, উৎসর্গ, ছবি- সব কিছুই চমৎকার!


+++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই !
নিয়মিত সাথে থাকার কৃতজ্ঞতা জানবেন :)
শুভকামনা সব সময়ের !

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আরে বাহ ! প্রপিক দেখেই এত চমৎকার একটা লেখা লিখে ফেললে ! ভীষণ ভালো লেগেছে ! উৎসর্গ করার জন্য কৃতজ্ঞতা ভাইয়া । খুব ভালো থেকো ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনিও ভালো থাকবেন :)
শুভকামনা সব সময়ের !

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: sei rokom hoise . (Y) কেউ ডেকোনা , এখানে পুষ্প-ঘ্রাণের একান্ত সঙ্গমে প্রাচীণ শেকড়ের দল মহাবিশ্বের প্রলয় আঁকড়ে ধরে রাখে ! এখানেই হবো জোছনাবিলাস ,বৃষ্টি-উল্লাস কিংবা নিঃসঙ্গ নিলীমার নিত্যসঙ্গী।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল !
শুভেচ্ছা রইলো !

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

অনিকেত রহমান বলেছেন: নিয়ম করেই কথা হচ্ছে কাটা বাহুর গোপন ব্যাথার সাথে , নবীন ডালের কবিতার শব্দেরা এসে সে ব্যাথায় হাত বুলায় না , নগরের বিষাক্ত গোলাপের নির্যাস মেখে দিয়ে যায়না কোন সদ্য কৈশোর পেরোনো প্রেমিক-যুগল।
আপাতত
স্মৃতিশুন্য হয়ে ঘুমিয়ে থাকি বাঁকলের বিছানায়!


____ ভালো লিখেছেন ____অনেক ভালো লাগা রইল____

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন অনিকেত !
শুভকামনা সব সময়ের !

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: বানান ভুল একটু পীড়া দিলেও, ভাল লেগেছে সবমিলিয়ে:)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বাংলা বানানে আমার বিব্রত হওয়া আজন্ম সমস্যা !
ধরিয়ে দিলে খুব খুশি হবো !
কবিতা পাঠে কৃতজ্ঞতা !

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

আমি সাদমান সাদিক বলেছেন: ভালো লাগা রইল ।। :) :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাদিক :)
শুভেচ্ছা রইলো !

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

বোধহীন স্বপ্ন বলেছেন: "তোমাদের সভ্যতার সংজ্ঞায়নেই
একদিন ফিরে আসবে আদিকাল
সে কাল,
কেবলই বৃক্ষ খোলসের অসীম শূন্যতার!"

কথা সত্য

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অবশ্যই সত্য !
শুভেচ্ছা বোধহীন স্বপ্ন !

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অনন্যসাধারণ ! আপনার লেখার আর্ট সব সময়ই টানে আমায় বেশ ...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নাসিফ !
এমন ভাবে সাথে থাকা খুব প্রেরণাদায়ক !
শুভেচ্ছা রইলো ।

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

ডট কম ০০৯ বলেছেন: শুরুটা অনেক ভালো লেগেছে!

ক্লাসিক

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ০০৯ ভাই :)
ক্লাসিক কিনা জানিনা লিখার চেষ্টা করেছি যা ভেবেছি !
শুভেচ্ছা জানবেন !

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

অদিতি মৃণ্ময়ী বলেছেন: বাহ্ !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার ব্লগে স্বাগতম অদিতি !
শুভকামনা জানবেন :)

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই !
ভালো থাকবেন !

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২১

নিশাত তাসনিম বলেছেন: পোস্টে ব্যবহৃত ছবিটি দেখার মত । মুগ্ধ পাঠ। ৬ষ্ট ভালো লাগা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নিশাত তাসনিম!
শুভেচ্ছা রইলো :)

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: চমৎকার হয়েছে অভি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম ভাই !
শুভকামনা সব সময়ের !

২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সমাপ্তির পথে রাত্রি, ঘাসফুলে রেখে যায় দীর্ঘশ্বাস !!

অসাধারণ !

অনেক ভালোলাগা । ++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা স্বপ্নচারী !
ভালো থাকুন সব সময় !

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সমাপ্তির পথে রাত্রি, ঘাসফুলে রেখে যায় দীর্ঘশ্বাস !!

অসাধারণ !

অনেক ভালোলাগা । ++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার পোষ্ট পাচ্ছিনা অনেক দিন হয়ে গেল !

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

বশর সিদ্দিকী বলেছেন: আপনার শব্দের ভান্ডার আমাকে মাঝে মধ্যে ক্ষুদ্ধ করে। আমি বাংলা ভাষায় আসলেই অনেক দুর্বল। অসাধারন সব শব্দের ভান্ডার রয়েছে আপনার কাছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বশর ভাই।
ক্ষুব্ধ :)
শব্দগুলো সব আমাদের প্রিয় মাতৃভাষার সম্পদ!
শুভেচ্ছা জানবেন!

৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

টুম্পা মনি বলেছেন: অসাধারণ লাগল অভি। নেক্সট বই মেলায় আপনার বই চাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা টুম্পামনি :)
ছোট মানুষ তাই সাহস পাইনা, পরের বার প্রকাশক দিয়েন, তাহলে করে ফেলবো ইনশাআল্লাহ!

৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৩

ক্লান্ত তীর্থ বলেছেন: নিয়ম করেই কথা হচ্ছে কাটা বাহুর গোপন ব্যাথার সাথে , নবীন ডালের কবিতার শব্দেরা এসে সে ব্যাথায় হাত বুলায় না , নগরের বিষাক্ত গোলাপের নির্যাস মেখে দিয়ে যায়না কোন সদ্য কৈশোর পেরোনো প্রেমিক-যুগল।-ভালো লেগেছে!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ক্লান্ত তীর্থ!
শুভকামনা জানবেন।

৩৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন ভালো লাগলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা!
শুভকামনা রইলো।

৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১১

পাঠক১৯৭১ বলেছেন: যারা কবিতা পড়েন, তারা কি অন্য কোন ভুবনে চলে যান? যারা কবিতা লেখেন, তারা কি অদেখা কিছুকে দেখেন, যা নেই তা নিয়ে অনুভবের জগতে লুকিয়ে থাকেন?

কবিতাটিতে আবেগ আছে!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন!
কবিতা পরিভ্রমণ করে আপনার আমার চেনা জগতের গন্ডিতেই!
শুভকামনা জানবেন।

৩৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৯

খেয়া ঘাট বলেছেন: কয়েকবার পড়লাম। পড়তে বড় ভালো লাগলো । কিন্তু অবুঝ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় খেয়াঘাট !
অবুঝ হয়তো আমি পুরো বুঝাতে পারিনি , প্রকৃতির আহবান আর আমাদের অবচেতন মনের ভাবনাই ছিল মনে হয় !
শুভকামনা রইলো :)

৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: চমৎকার শব্দের খেলা :) +++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই !
শুভকামনা জানবেন :)

৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
১৩ তারিখ রাত ১২ টা...

পোস্ট দেবার জন্য তৈরী হচ্ছি...!
লেখা এবং কাটাছেঁড়া চলছে ।

সবকিছু যদি ঠিকঠাক থাকে ।

ভালো থাকুন ।
ধন্যবাদ ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অপেক্ষায় থাকলাম স্বপ্নচারী :)
শুভেচ্ছা সব সময়ের !

৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর লিখেছেন।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া!
শুভকামনা!

৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২০

টুম্পা মনি বলেছেন: এহ ছোট মানুষ! আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন। চুল পেকেছে, আর কয় দিন পর দাঁত পড়ে যাবে। B-) B-) আমি আপনার নাত্নীর বয়সী হয়েও সাহস করেছি। আপনি দাদা হয়ে কেন পারবেন না শুনি? আপনি বললে আমি নিজেই প্রকাশক হয়ে যাব। :D !:#P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহহাহা!
প্রকাশক টুম্পা মনি :)
মনে থাকবে কিন্তু আমার !

৪০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো। তিতিরের প্রোপিকটা কী ছিলো?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !
পোষ্টে দেয়া ছবিটাই সেই ছবি ।

৪১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

সায়েম মুন বলেছেন: সুন্দর ও প্রাণবন্ত্য।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম ভাই !~

৪২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: চমৎকার!! অনেক সুন্দর হয়েছে ভাইয়া :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বৃত্তবন্দী শুভ্র !
আমার ব্লগে স্বাগতম , আপনার নিক নেম খুব সুন্দর !
আমরা সবাই বৃত্তে বন্দী কিন্তু সবাই শুভ্র না !
শুভকামনা রইলো ।

৪৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

আরুশা বলেছেন: প্রোপিকটা সুন্দর সাথে আপনার রচনা ++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আরুশা !
শুভকামনা সব সময়ের !

৪৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই :)
ভালো থাকবেন

৪৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

গোর্কি বলেছেন:
চমৎকার! শব্দমালার স্ফুটনে মুগ্ধ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ কিছুদিন পর আপনাকে পেলাম , আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)

৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

মোঃ ইসহাক খান বলেছেন: শব্দচয়নের মুন্সিয়ানা দেখলাম।

শুভেচ্ছা সতত।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক বড় কমপ্লিমেন্ট দিয়েছেন ইসহাক ভাই !
শুভকামনা জানবেন !

৪৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

অদৃশ্য বলেছেন:






খুব সুন্দর হয়েছে লিখাটি ... গত পরশু লিখাটি পড়েছিলাম... আপনার ভেতরের সমুদ্রে ঢেউ ওঠা শুরু হয়ে গ্যাছে...


প্রিয় অভির জন্য
শুভকামনা...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার চমৎকার মন্তব্য মিস করেছি গত কয়েকদিন !
ভেতরের সমুদ্রের ঢেউ !!
সুন্দর মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন প্রিয় অদৃশ্য !

৪৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

বৃতি বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক পরিণত লেখা।

কয়েকটা টাইপো -

প্রাচীণ> প্রাচীন
নিলীমার> নীলিমার
জীবাত্নদের> জীবাত্মাদের
ব্যাথার> ব্যথার

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন !
টাইপো গুলো নজরে আনার জন্য কৃতজ্ঞতা জানবেন :)
একটু কনফিউসড ছিলাম !
আপনার নতুন লিখার অপেক্ষায় আছি , শুভকামনা জানবেন!

৪৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

তারছেড়া লিমন বলেছেন: চখাম হইছে ভাই ..... আপনার লেখায় দিনদিন নতুন মাত্রা যোগ হচ্ছে......সিরাম ভাললাগা সহ +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: প্লাসের রেললাইন দেখি লিমন ভাই !
এ রেল লাইন পার হয়ে কই যাওয়া যায় ?
প্রিয়ার বাড়ি ??
হাহাহ!
শুভেচ্ছা জানবেন লিমন ভাই :)

৫০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

সকাল রয় বলেছেন:

এখানে কাম নেই, লোভ নেই , বিষাদ নেই , উল্লাস নেই শুধু বেঁচে থাকা

এখানে শুধু শব্দরা কথা বলে শব্দরা উঠে আসে কবির কলমে নতুন রুপ পেয়ে।

অনেক সুন্দর শব্দমালা নিয়ে ভাবনা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যে শুভকামনা জানবেন সকাল দা !
ভালো থাকা হোক সব সময় !

৫১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

একলা ফড়িং বলেছেন: প্রতিটা শব্দ, প্রতিটা লাইনেই মুগ্ধ! পড়তে পড়তে অন্য কোন জগতে হারিয়ে যাওয়া যেন!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ একলা ফড়িং !
শুভেচ্ছা জানবেন , একা একা ঘুরে বেড়ানোর মজাই আলাদা , ফড়িং হয়ে ঘুরে বেড়ান !

৫২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চমৎকার অভি! :)
আপনার লেখা বরাবরই আমার ভালো লাগে। :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আজ আমি কোথাও যাবো না !
শুভকামনা সব সময়ের :)

৫৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

তানিয়া হাসান খান বলেছেন: খুব সুন্দর লেখা :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)
ভালো থাকবেন সব সময় !

৫৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শঙ্খনীল কারাগার!
আমার ব্লগে স্বাগতম !
শুভকামনা জানবেন !

৫৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

টয়ম্যান বলেছেন: চমৎকার +++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা টয়ম্যান !
প্লাসের জন্য ধন্যবাদ !

৫৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১১

রাসেলহাসান বলেছেন: অসম্ভব সুন্দর লিখেছেন!! যতটুকু প্রসংসা করবো কম হয়ে যাবে!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন রাসেলহাসান !
ভালো থাকা হোক !

৫৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:০৯

আফ্রি আয়েশা বলেছেন: মুগ্ধতা নিয়ে গেলাম , চমৎকার লেখা :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)
শুভেচ্ছা রইলো !

৫৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জীবাত্নাদের রক্তস্রোত ,
শেকড়ের ছায়ায় বেয়ে বেয়ে
আশ্চর্য বোধ-দেয়ালে এনে দেয় ,
তুমুল অন্ধকার কিংবা আঁধারের কফিন!


আগেও পড়েছি..মন্তব্য করিনি হয়তো.. কিন্তু ভালো লাগা বারে বারে.. বাহ কবি বাহ...অভিনন্দন আপনাকে...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক শুভেচ্ছা বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর ।

আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)

৫৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৯

গোল্ডেন গ্লাইডার বলেছেন: চমৎকার

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গোল্ডেন গ্লাইডার
ভালো থাকুন সব সময় , আমার ব্লগে স্বাগতম

৬০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

মেহেরুন বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা রইলো অভি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও ফাল্গুনের শুভেচ্ছা আপু !

৬১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

বোকামন বলেছেন:
বোধ-দেয়ালে এনে দেয় ,
তুমুল অন্ধকার কিংবা আঁধারের কফিন!

নবীন ডালের কবিতার শব্দেরা এসে সে ব্যথায় হাত বুলায় না

স্মৃতিশুন্য আমি ঘুমিয়ে থাকি বাকলের বিছানায়!


হয়ে কে আমি করে দিলাম। এই আমি কে আপনি বারবারই মুক্তগদ্যে অভিধেয় করেন। যার জন্য পাঠের মাধ্যমেও আপনার আমিত্বে দখল নিতে পারে পাঠক !

দারুণ !

ভালোলাগা জানালাম। ভালো থাকুন-সবুজ থাকুন।
শুভ কামনা সতত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর প্রিয় বোকামনের আগমনে বোকা স্বপ্নবাজ আনন্দিত !

আমি করে দিলে ভালো লাগবে বুঝতে পারছি , আরো কিছু জায়গায় পরিবর্তনের ইচ্ছে জেগেছিল গতকাল , সময় করে বসবো আরেকদিন !
শুভকামনা সব সময়ের !

৬২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৮

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
আপাতত
স্মৃতিশুন্য হয়ে ঘুমিয়ে থাকি বাকলের বিছানায়!

গভীর সে ঘুম।


ঘুমায় থাকলে হবে, ভ্যালেন্টাইন্স ডে গেল গা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ঘুমিয়ে ঘুমিয়ে যে ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবেনা , প্রেমিকার কোলকে বাকল বানিয়ে নিবো :)
শুভেচ্ছা রিয়াদ !
ভালো থাকবেন !

৬৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চমৎকার একটি লেখা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন জুলিয়ান ভাই !
আপনাদের মত গুনীজনের আগমনে পুলকিত হই :)

৬৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

এহসান সাবির বলেছেন: একরাশ মুগ্ধতা........


শুভকামনা অভি ভাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সাবির ভাই !

৬৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০

এরিস বলেছেন: একলা ফড়িং বলেছেন: প্রতিটা শব্দ, প্রতিটা লাইনেই মুগ্ধ! পড়তে পড়তে অন্য কোন জগতে হারিয়ে যাওয়া যেন!

আপনার লেখা পড়তে পড়তে কল্পনায় দূরে কোথাও বেড়াতে চলে যাওয়া যায়!!

আপাতত
স্মৃতিশুন্য আমি ঘুমিয়ে থাকি বাঁকলের বিছানায়!


আমিও!!

ছবিটা আমার কিন্তু!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা এরিস :)
রিলাক্স হবার জন্য এমনভাবে ঘুমিয়ে থাকা গেলে কিন্তু মন্দ হয়না এরিস !

ছবিটা আমি প্রথম ভালোভাবে দেখেছি তিতির আপুর প্রোপিকে !
আপনি চাইলে আপনার , স্বত্ব কেনা নেই আমার :)
ভালো থাকুন সব সময় !

৬৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: অসম্ভব ভালো লেগেছে :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ তানভীর ভাই !
ভালো থাকুন সব সময় ~!

৬৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ!
বাকলের বিছানা আমারও প্রিয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ব্লগ প্রোপিক ও তো দেখি বাঁকলের বিছানার !

শুভকামনা সব সময়ের !
ভালো থাকুন !

৬৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

উদাস কিশোর বলেছেন: জীবাত্নাদের রক্তস্রোত ,
শেকড়ের ছায়ায় বেয়ে
আশ্চর্য বোধ-দেয়ালে এনে দেয় ,
তুমুল অন্ধকার কিংবা আঁধারের কফিন!
নিয়ম করেই কথা হচ্ছে কাটা বাহুর গোপন ব্যথার সাথে , নবীন ডালের কবিতার শব্দেরা এসে সে ব্যথায় হাত বুলায় না , নগরের বিষাক্ত গোলাপের নির্যাস মেখে দিয়ে যায়না কোন সদ্য কৈশোর পেরোনো প্রেমিক-যুগল।
আপাতত
স্মৃতিশুন্য আমি ঘুমিয়ে থাকি বাঁকলের বিছানায়!
প্রতিটা শব্দে মুগ্ধ হয়েছি ।
বরাবরের মতই ভাল লাগা :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন উদাস কিশোর !
ভালো থাকা হোক !

৬৯| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪

আলম দীপ্র বলেছেন: আমি আপনাকে বিরক্ত করছি না তো ! এতো আগের পোস্ট এ !
কিন্তু এই কিশোরের ভালো লাগা জানিয়ে যেতে ইচ্ছে করে :)

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :)
তোমার উছিলায় আমারো কবিতা পড়া হচ্ছে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.