নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

এই বসন্ত শেষ হবেনা , কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে পড়বেনা ! নীলিমার নীল ফুরাবেনা । ভালোবাসা দিবস টিও শেষ হবেনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১



তুমি কি সে রাত দেখেছো ?

অনন্ত চিৎকারের , অন্তহীন থমকে থাকার , তীব্র নীলাক্রান্ত সে রাত !

এমন ভয়ানক অনেকগুলো রাত আমি কাটিয়েছি ডানাহীন পঙ্খিরাজের কোলে বসে একাকী অন্ধকারে , পঙ্খিরাজ মাঝ আকাশে ঠায় দাঁড়িয়ে ছিল ! সে আকাশে চাঁদ আলোকশূণ্যতায় আক্রান্ত ছিল জানো , তারাদের কথোপকথনে ভর করতো নির্জনতা!

এমন বিষন্ন রাতগুলোতে আমি হাটি , খাই , ঘুমাই আবার জেগে উঠি , বেঁচে থাকি , হেসে উঠি , ক্লান্ত হই , উল্লাস করি কিন্তু ভালো থাকিনা ! স্বপ্নযাত্রা থেমে থাকে রাতের মত করেই , দীর্ঘ সে রাত!

যেন

কোন বাজপাখির হৃদয়ের সমস্ত আর্তনাদে বিষাদে ভোর আসেনা আর!

আমি খুঁজি

আমি স্বপ্ন দেখি

আমি আঁকড়ে ধরি

আমি আলো আঁকি নিজস্ব ক্যানভাসে

রং , তুলি , ক্যানভাস, ভাবনা আর দুটো চোখ!

সে চোখে কাজল পড়িয়ে দিতাম , কাজলদানি কিনেছিলাম ক্লান্ত প্রজাপতির ডানার আঘাতে নীল হয়ে যাওয়া স্বপ্নবাজের হৃদয় হতে! চোখদুটো কথা বলতো একাকী নির্জনতায় , চোখের কাজল মিলিয়ে যেত সুদীর্ঘ রাতের গভীরতায় । আমি বারবার চোখদুটো সজীব রাখি , হৃদয় খুঁড়ে কাজলদীঘি বানাই । চোখজোড়া যে আমায় ভোরের পথ দেখায়!

আমি চাইলেই চিৎকার করতে পারতাম জানো?

বিদীর্ণ চিৎকার , রাতের শূণ্যতা ছিড়ে দুমড়ে মুছরে দিতে পারতাম । তাতে হয়তো আলোকশূণ্য চাঁদে ব্যাথা হতো , নীল হয়ে যেতে পারতো সমস্ত তারাদের অভ্যন্তরীন পথ!

একদিন আকস্মিকভাবে চাঁদের গায়ে ব্যাথা হলো , তারারা ক্লান্ত হলো !

আমি চিৎকার করলাম!

ভোর হতে শুরু করলো!

কোথা থেকে যেন বজ্রপাত হলো

তুমি এলে

এসে

হাত বুলালে

এসে

আঁকড়ে ধরলে

অথচ না করলেও পারতে

আমি তন্দ্রাহত কিনা বুঝে উঠিনি তখনো

মনে হচ্ছিলো ভোর হবে তোমায় আমার করে নিলেই , তুমি ছিলে শিমুল ডালের সুখপাখি হয়ে , তুমি ছিলে মধ্যদুপুরের ক্লান্তিমাখা রাজপথে , সন্ধ্যারাতের নিমগ্ন ল্যাম্পপোষ্টের আলোতে । অথচ , ভীতু আমার মনে হতো কেউ নেই , কোথাও কেউ নেই !

ইশ , কেউ নেই কেন ? সেই চোখজোড়া যদি পেতাম , যে চোখে বিষণ্ণ রাতগুলোতে একাকী এঁকেছি ফিনিক্স পাখি ! যে পাখির ডানায় ভর করে আমি আবার জেগে উঠবো , জয় করে নেবো সমস্ত কিছু । এতটাই তন্দ্রাহত আমি ? কেউ নেই ?

তারপর তুমি চিমটি কেটে বলে দিলে তুমি আছো ! আমি ঘুমিয়ে নেই , তুমি আরেকটি চিমটি কেটে জানিয়ে দিলে আমি যেন সত্যি সত্যি কোন ফিনিক্স পাখি হয়ে তোমাকেও জাগিয়ে তুলি , আমার করে নিয়ে !

তারপরের গল্পটা আমাদের !

এই বসন্ত শেষ হবেনা , কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে পড়বেনা ! নীলিমার নীল ফুরাবেনা ।

ভালোবাসা দিবস টিও শেষ হবেনা ।

ক্ষুদ্র ক্ষুদ্র অভিমানের নিচেই লুকিয়ে আছে আমার জেগে উঠার অভিলাস !

এখন তোমাকে দেখি ,

জ্যান্ত হয়ে থাকা দু চোখে

তোমাকে দেখি

আকাশের পরিব্রাজক মেঘদলে

তোমাকে দেখি

এলোমেলো ঘাসফড়িঙের একলা উড়াউড়িতে ।

তোমাকে দেখি

বজ্রপাতে !

আবার , বারবার তোমাকে দেখি

পুলকিত হয়ে

অবাক হয়ে

অসহ্য সুন্দরে একবুক স্বপ্ন নিয়ে

এই বসন্তে

এই ভালোবাসার দিনে

দুজন মিলে জেগে উঠা পাখি হবো বলে !



উৎসর্গঃ তোমাকে!



সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা , আমরা সারাক্ষণ ভালোবাসায় থাকি , কখনো বাবা- মায়ের , কখনো প্রিয় কারো , কখনো বন্ধুর , কখনোবা পাড়ার চায়ের দোকানদারের !

ভালোবাসা ছাড়া এক মুহুর্ত কেউ বেঁচে থাকতে পারেনা !

ভালোবাসায় থাকুন !




মন্তব্য ১২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

প্রবাসী পাঠক বলেছেন: সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা , আমরা সারাক্ষণ ভালোবাসায় থাকি , কখনো বাবা- মায়ের , কখনো প্রিয় কারো , কখনো বন্ধুর , কখনোবা পাড়ার চায়ের দোকানদারের !
ভালোবাসা ছাড়া এক মুহুর্ত কেউ বেঁচে থাকতে পারেনা !
ভালোবাসায় থাকুন !


সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোবাসায় থাকুন এই কামনা রইলো !
শুভেচ্ছা সব সময়ের !

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

বেলা শেষে বলেছেন: ভালবাসার দিন যেন না ফুরায় কখনো....

আপনাকে শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোবাসায় থাকুন এই কামনা রইলো !
শুভেচ্ছা সব সময়ের !

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

উজবুক ইশতি বলেছেন: ভালবাসা দিবসের শুভেচ্ছা। আশা করি আপনিও সর্বদা ভালোবাসায় থাকবেন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোবাসায় থাকুন এই কামনা রইলো !
শুভেচ্ছা সব সময়ের !

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

আমিনুর রহমান বলেছেন:




যেমন আমি ভালোবাসি তোকে :)
সবসময় ভালোবেসে ভালোবাসার তোমার সাথে থাকিস। ভালো থাকিস

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: :)

ধন্যবাদ আমিনুর ভাই !
আপনিও ভাবী আর শীর্ষের ভালোবাসায় থাকেন বেশী করে !

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

নিশাত তাসনিম বলেছেন: সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা , আমরা সারাক্ষণ ভালোবাসায় থাকি , কখনো বাবা- মায়ের , কখনো প্রিয় কারো , কখনো বন্ধুর , কখনোবা পাড়ার চায়ের দোকানদারের !
ভালোবাসা ছাড়া এক মুহুর্ত কেউ বেঁচে থাকতে পারেনা !
ভালোবাসায় থাকুন !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোবাসায় থাকুন নিসাত !
শুভকামনা সবসময়ের ।
আন্তরিক ধন্যবাদ জানবেন :)

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার +

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
ভালোবাসায় থাকুন :)

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

বশর সিদ্দিকী বলেছেন: ভালবাসা দিবসের এক রাশ ভালবাসা রইলো অভি ভাইয়ের প্রতি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বশর ভাই :)
ভালোবাসায় থাকুন

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
একদিন আকস্মিকভাবে চাঁদের গায়ে ব্যাথা হলো , তারারা ক্লান্ত হলো !

অনেক ভালোলাগা জানবেন । ++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা স্বপ্নচারী ! আপনি প্রথম পাঠক যিনি মূল পোষ্টের কিছু অংশ নিয়ে কথা বলেছেন !
ভালোবাসায় থাকুন :)

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৫

সুমন কর বলেছেন: তোমাকে দেখি
বজ্রপাতে !

ভয়ানক !!

উৎসর্গঃ তোমাকে!

চমৎকার !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভয়ানক! হাহাহাহা!
আমি তো এখানেও তাকে দেখি :)
ভালোবাসায় থাকুন সুমন দা!

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী :)
ভালোবাসায় থাকুন !

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৩

রাসেলহাসান বলেছেন: ভ্যালেন্টাইন শুভেচ্ছ।।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা রাসেল !
ভালোবাসায় থাকুন :)

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৮

আফ্রি আয়েশা বলেছেন: জীবন ভালোবাসাময় হোক থাকুক :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনিও ভালোবাসায় থাকুন আপু :)
শুভকামনা জানবেন :)

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৪

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর, শুভকামনা ||

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোবাসায় থাকুন মুন ভাই !

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬

ডট কম ০০৯ বলেছেন: আমি খুঁজি
আমি স্বপ্ন দেখি
আমি আঁকড়ে ধরি
আমি আলো আঁকি নিজস্ব ক্যানভাসে
রং , তুলি , ক্যানভাস, ভাবনা আর দুটো চোখ!

ভালবাসা দিবশের শুভেচ্ছা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ডট কম ০০৯ ভাই ~!
ভালোবাসায় থাকুন !

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩

অদিব বলেছেন: ভালোবাসার শুভেচ্ছা! শুভকামনা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোবাসায় থাকুন অদিব :)

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনাকেও ভালবাসা দিবসের শুভেচ্ছা অভি ভাই!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোবাসায় থাকুন নাজিম ভাই , আপনার গল্প পড়বো কিছুক্ষণ পর সময় নিয়ে , শুভকামনা জানবেন :)

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কাজলদানি কিনেছিলাম ক্লান্ত প্রজাপতির ডানার আঘাতে নীল হয়ে যাওয়া স্বপ্নবাজের হৃদয় হতে, এক লাইনেই তো পাঙ্খা লাগায় দিলেন বস!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: পাঙ্খা আপনার যান :)
ভালোবাসায় থাকুন আদনান !

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনবদ্য অভি!!
:)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)
ভালোবাসায় থাকুন !

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

মামুন রশিদ বলেছেন: মুগ্ধপাঠ!


ভালোবাসা দিনের শুভেচ্ছা অভি :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই !
ভালোবাসায় থাকুন :)

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

খাটাস বলেছেন: ভালবাসার কোন দিবস হয় না আমার মতে, তবু ও ভালবাসা দিবসের শুভেচ্ছা। !:#P
সাহস করে প্রথম হাফ পড়ে ফেলেছি। অদ্ভুত ভাল লেগেছে। শেষের টুকু বুঝতে পারি নি। :( :#> কবিতা সুন্দর প্রথম প্যারা পড়েই বুঝলাম। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার কাছেও ঐভাবে অর্থ রাখেনা , তারপরেও আলাদা একটা গুরুত্ব দাড়িয়েছে দিনটার প্রিয় খাটাস !
ভালোবাসায় থাকো সারা বছর !

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
লেখায় ডুবে গিয়েছিলাম। ঘোরলাগা কবিতা।

শুভেচ্ছা অভি ভাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে আমার ব্লগে পেলে ভীষণ ভালো লাগে শ্রদ্ধেয় সোনাবীজ ভাই!

ভালোবাসায় থাকুন !
দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখ প্রকাশ করছি !

২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


বরাবরের মতো ভালোলাগা! :) :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)
ভালোবাসায় থাকুন !

২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

অরুদ্ধ সকাল বলেছেন:

অনেক ানেক সুন্দর
মনকে নাড়া দিয়ে যায়
ভালোবাসা রইল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি !
আন্তরিক ধন্যবাদ জানবেন !
ভালোবাসায় থাকুন :)

২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

সায়েদা সোহেলী বলেছেন: বেসি ভালো হয়েছে অভি

ক্ষুদ্র ক্ষুদ্র অভিমানের নিচেই লুকিয়ে আছে আমার বেচেঁ উঠার অভিলাস!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন !
ভালোবাসায় থাকুন :)

২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

হালি্ বলেছেন: খুব সুন্দর ++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা হালি :)
ভালোবাসায় থাকুন !

২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,



চাঁদের গায়ে ব্যথা হলে চাঁদ মুখ ভার করে থাকে । সন্ধ্যারাতের নিমগ্ন ল্যাম্পপোষ্টের আলোতে তার ধুসর ছায়া পড়ে । সে আলোতে চোখ রেখে দেখি ..... কেউ নেই , কোথাও কেউ নেই !

ভালোলাগার চিমটি কেটে ভালোবাসা দিবসের শুভেচ্ছা আপনাকেও ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন প্রিয় আহমেদ জী এস :)

ভালোবাসায় থাকুন :)

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

শামীম সুজায়েত বলেছেন: এখন তোমাকে দেখি ,
জ্যান্ত হয়ে থাকা দু চোখে
তোমাকে দেখি
আকাশের পরিব্রাজক মেঘদলে
তোমাকে দেখি
এলোমেলো ঘাসফড়িঙের একলা উড়াউড়িতে ।
তোমাকে দেখি
বজ্রপাতে !

আহ: অসাধারণ আবেগমাখা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ শামীম ভাই !
ভালোবাসায় থাকুন :)

২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

টুম্পা মনি বলেছেন: লেখা দুপুরে মোবাইলে পড়েছি। সত্যি অসাম। জাস্ট মুগ্ধ হয়েছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি !
ভালোবাসায় থাকুন :)

২৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইলো।



অবশ্যই পোস্টে ভালো লাগা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাবির ভাই :)
ভালোবাসায় থাকুন !

৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার হয়েছে লেখাটা। শুভেচ্ছা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ হাসান ভাই !
ভালোবাসায় থাকুন!

৩১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৮

গোর্কি বলেছেন:
ভালবাসার জন্যই ভালবাসা। ভালবাসা দিবসে আন্তরিক শুভেচ্ছা। শুভকামনা রইল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালবাসার জন্যই ভালবাসা।

চমৎকার বলেছেন গোর্কি !
ভালোবাসায় থাকুন

৩২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: মুগ্ধপাঠ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই :)
ভালোবাসায় থাকুন !

৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

অদৃশ্য বলেছেন:






লিখাটি চমৎকার হয়েছে অভি... তবে কথা হলো যাকে উৎসর্গ করলেন সে ঠিকঠাক ফিল করলেই হয়...


প্রিয় অভির জন্য
শুভকামনা...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন !
আমার ধারণা না ধারণা নয় , আমার বিশ্বাস যাকে উৎসর্গ করেছি সে ঠিকঠাক ফিল করে :)
ভালো থাকুন প্রতিক্ষণ !

৩৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

এরিস বলেছেন: চোখদুটো কথা বলতো একাকী নির্জনতায় , চোখের কাজল মিলিয়ে যেত সুদীর্ঘ রাতের গভীরতায় । আমি বারবার চোখদুটো সজীব রাখি , হৃদয় খুঁড়ে কাজলদীঘি বানাই । চোখজোড়া যে আমায় ভোরের পথ দেখায়!

হয়তো আলোকশূণ্য চাঁদে ব্যাথা হতো , নীল হয়ে যেতে পারতো সমস্ত তারাদের অভ্যন্তরীন পথ! একদিন আকস্মিকভাবে চাঁদের গায়ে ব্যাথা হলো , তারারা ক্লান্ত হলো !


তুমি ছিলে শিমুল ডালের সুখপাখি হয়ে , তুমি ছিলে মধ্যদুপুরের ক্লান্তিমাখা রাজপথে , সন্ধ্যারাতের নিমগ্ন ল্যাম্পপোষ্টের আলোতে । অথচ , ভীতু আমার মনে হতো কেউ নেই , কোথাও কেউ নেই !

কথাগুলো এতো সুন্দর করে লিখেছেন!!
অথচ ভীতু এই আমারও মনে হয় কেউ নেই, কোথাও কেউ নেই! শুধু আমি আছি সন্ধ্যারাতের নিমগ্ন ল্যাম্পপোস্টের আলোতে!!

ভাল লাগা রেখে গেলাম, অনেক বেশি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার খুব পছন্দের কয়টা লাইন কোট করেছেন এরিস !
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)
ভালো থাকুন , সব সময় !

৩৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

রহস্যময়ী কন্যা বলেছেন: চমৎকার কথামালা ভাইয়া :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রহস্যময়ী !
ভালো থাকা হোক :)

৩৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১

জুন বলেছেন: ভালবাসার দিন যেন না ফুরায় কখনো স্বপ্নবাজ অভি :)
+

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !
ভালো থাকবেন :)

৩৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার হয়েছে! ভালো লাগল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই :)
ভালো থাকুন !

৩৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৭

শান্তির দেবদূত বলেছেন: অনেক অনেক ভালো লেগেছে। এটা কি কবিতা না কী মুক্তগদ্য? যেটাই হোক বেশ সুপাঠ্য ছিল। বিরতিহীন পাঠে কোন সমস্যা হয়নি। শুভেচ্ছা রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বিরতি দিয়ে ফিরে আসলেন মনে হয় !
আপনাকে ফিরে পেয়ে ভালো লাগছে , কবিতা লিখতে চেয়েছিলাম , আমি মাঝে মাঝে কবিতা আর মুক্তগদ্যে পার্থক্য করতে পারিনা !
সুন্দর মন্তব্যে আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় শান্তির দেবদূত ভাই !

৩৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ দুর্জয় ভাই !
ভালো থাকুন ।

৪০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: একটা ঘোরের মধ্যে ছিলাম..............

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর !
শুভকামনা সব সময়ের !

৪১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

মিমা বলেছেন: পড়ে গেছি ৩বার হলো, আজ পিসি থেকে মন্তব্য লিখতে ঢুকলাম।
আবার পড়লাম।
আপনার ভাষার সামনে এসে আমি মন্তব্য করার ভাষা হারিয়েই ফেলেছি মনে হচ্ছে, অভি ভাই। চমৎকার উপমা আর রূপকের ব্যবহার, আসলেই স্বপ্নময় মুগ্ধতায় হারিয়ে গিয়েছিলাম। :)
ভালোবাসার দিন কখনোই শেষ হয়না, ভালোবাসার মানুষ কখনোই ফুরোয় না। শুধুমাত্র হয়ত তার তীব্রতার জানান দিয়ে যায় প্রতিটি দ্বিতীয় ফাল্গুনে।

ভালবাসায় সিক্ত হন, ভালবাসায় ধন্য হন।
একরাশ ভালো লাগা রইলো লেখায়, ভালো থাকুন অভি ভাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: এত চমৎকার করে মন্তব্য করেন , প্রতিউত্তরের ভাষা খুঁজে পাইনা !

দ্বিতীয় ফাল্গুনে তীব্রতর হয় শুধু , এমনি হয় !
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)
ভালোবাসায় থাকুন মিমা !

৪২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: এই বসন্ত শেষ হবেনা , কৃষ্ণচূড়ার
ফুলগুলো ঝরে পড়বেনা ! নীলিমার নীল ফুরাবেনা । ভালোবাসা দিবস টিও শেষ হবেনা।

শিরোনামেই মুগ্ধ :) অসাদারন লেখা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ বৃত্তবন্দী শুভ্র !
শুভ্রতা ছড়িয়ে যাক , ভালোবাসায় থাকুন !

৪৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: *অসাধারন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: বুঝতে পেরেছি , শুভকামনা সব সময়ের !

৪৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

মেহেরুন বলেছেন: ভালোবাসা ছাড়া এক মুহুর্ত কেউ বেঁচে থাকতে পারেনা) ঠিক কথা +্

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
ভালোবাসায় থাকুন !

৪৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

ডট কম ০০৯ বলেছেন: নতুন লেখা কই!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: এই পোষ্ট দিলাম তো মাত্র তিন দিন আগে !
৭-৮ দিনের ভিতরে পাবেন আশা করি !
শুভকামনা সব সময়ের !

৪৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

মায়াবী ছায়া বলেছেন: বাহ। খুব সুন্দর।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া !
ভালোবাসায় থাকুন !

৪৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: বাহ চমৎকার
একুশের শুভেচ্ছা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা বন্ধু !
ভালোবাসায় থাকুন , একুশের শুভেচ্ছা !

৪৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

বোধহীন স্বপ্ন বলেছেন: ইশ , কেউ নেই কেন ? সেই চোখজোড়া যদি পেতাম , যে চোখে বিষণ্ণ রাতগুলোতে একাকী এঁকেছি ফিনিক্স পাখি ! যে পাখির ডানায় ভর করে আমি আবার জেগে উঠবো , জয় করে নেবো সমস্ত কিছু । এতটাই তন্দ্রাহত আমি ? কেউ নেই ?

ভালো লেগেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন !
ভালোবাসায় থাকুন !

৪৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

ইখতামিন বলেছেন:
ভালোবাসা দীর্ঘজীবী হোক

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোবাসায় থাকুন ইখতামিন !
শুভেচ্ছা সব সময়ের !

৫০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

পাঠক১৯৭১ বলেছেন: মানুষ ভালোবাসা কাতর?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: :) বলতে পারেন !
আমরা সবাই ভালোবাসা কাতর !
ভালোবাসায় থাকুন পাঠক১৯৭১!

৫১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

নাহিদ রুদ্রনীল বলেছেন: চমত্‍কার লাগলো !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রুদ্রনীল !
ভালোবাসায় থাকুন !

৫২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন ভালো লাগলো ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
ভালোবাসায় থাকুন :)

৫৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: ২১ উপলক্ষে কি করতে চান?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব কঠিন প্রশ্ন করে ফেলেছেন !
তেমন কোন প্ল্যান নেই , যারা প্রাণ দিয়েছিলেন তাদের কথা মনে হবে , হচ্ছে যখনি একুশ শব্দটা সামনে আসে ।
তাতেই হয়তো দোয়া করা হয়ে যায়।

৫৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১৫

সচেতনহ্যাপী বলেছেন: হেভীওয়েটদের কাছে নতুনদের কিছু প্রত্যাশা করাই উচিৎ না।। ধন্যবাদ আমার ব্লগবাড়ীতে ঘুরে যাবার জন্য।।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: হেভীওয়েট???
আপনার ব্লগে গিয়েছিলাম কাল রাতে , আরো যাবো হয়তো ! সময়ের অভাবে কিছু জানিয়ে আসতে পারিনি , ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি !!
আমার ব্লগে স্বাগতম সচেতনহ্যাপী ।
ভালোবাসায় থাকুন !

৫৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৮

শ্রাবণ জল বলেছেন: এখন তোমাকে দেখি ,
জ্যান্ত হয়ে থাকা দু চোখে
তোমাকে দেখি
আকাশের পরিব্রাজক মেঘদলে
তোমাকে দেখি
এলোমেলো ঘাসফড়িঙের একলা উড়াউড়িতে ।
তোমাকে দেখি
বজ্রপাতে !

আবার , বারবার তোমাকে দেখি
পুলকিত হয়ে
অবাক হয়ে
অসহ্য সুন্দরে একবুক স্বপ্ন নিয়ে
এই বসন্তে
এই ভালোবাসার দিনে

দুজন মিলে জেগে উঠা পাখি হবো বলে !



অনেক সুন্দর। ভালবাসাময়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা শ্রাবণ জল !
ভালোবাসায় থাকুন !
আপনাকে আমার ব্লগে পেলে ভালো লাগে !

৫৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি। বেড়াতে এলে খালি হাতে আসতে হয় না।। ভুলে যাবেন না। আর নতুনদের উৎসাহই তো পুরানো রা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন:
:)
হুম , ভালো থাকুন !

৫৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

মোঃ ইসহাক খান বলেছেন: বিলম্বিত শুভেচ্ছা।

কিছু কিছু চরণ রীতিমত ছুঁয়ে যাবার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা প্রিয় গল্পকার !
ভালোবাসা দিবস বলতে কিছু আছে কি ? প্রতিটি দিনই ভালোবাসার !
ভালোবাসায় থাকুন ইসহাক ভাই !

৫৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

রাসেলহাসান বলেছেন: ভালোবাসা ছাড়া এক মুহুর্ত কেউ বেঁচে থাকতে পারেনা !

চমৎকার লিখেছেন।।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোবাসায় থাকুন রাসেলহাসান !

৫৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক দিনপর আবার বৃষ্টি হল...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: বৃষ্টির দিন কিন্তু মন্দ নয় !
শুভেচ্ছা বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর !

৬০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালোবাসার পাখিরা উড়ুক আকাশে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার বলেছেন !
ভালোবাসায় থাকুন ময়ূরাক্ষী !

৬১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৫

পাঠক১৯৭১ বলেছেন: ফাল্গনী কবি।
বৈশাখে হবেন দহনকালের কবি।
বরষায় কদম্ব কবি।
শরতে মেঘদুত কবি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ফাল্গনী কবি।
বৈশাখে হবেন দহনকালের কবি।
বরষায় কদম্ব কবি।
শরতে মেঘদুত কবি।


বেশ বলেছেন , কবি হওয়া বড় কঠিন কাজ !
শুভকামনা জানবেন !

৬২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

সাজিদ উল হক আবির বলেছেন: "একদিন আকস্মিকভাবে চাঁদের গায়ে ব্যাথা হলো , তারারা ক্লান্ত হলো !
আমি চিৎকার করলাম!
ভোর হতে শুরু করলো!
কোথা থেকে যেন বজ্রপাত হলো
তুমি এলে
এসে
হাত বুলালে
এসে
আঁকড়ে ধরলে
অথচ না করলেও পারতে"
- লাইনগুলি অনুভূতির জায়গা থেকে লেখেছেন, নাকি অভিজ্ঞতা থেকে জানি না, ( জানার ইচ্ছাটা অবশ্য কাব্যিক শালীনতার পরিপন্থি) - তবে এ থেকে সৃষ্ট অনুভূতি অবশ্যই সার্বজনীন। প্রেমের শরবিদ্ধ যে কেউ একাত্ম বধ করবে।
সার্থক কবিতা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আবির !
সৃষ্ট অনুভূতি অবশ্যই সার্বজনীন। প্রেমের শরবিদ্ধ যে কেউ একাত্ম বধ করবে।
চমৎকার বলেছেন !
ভালোবাসায় থাকুন !

৬৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

উদাস কিশোর বলেছেন: মুগ্ধ পাঠ ভাইয়া ।
যদিও অনেক দেরিতে পড়লাম ।
খুব ভাল লাগলো

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর !
ভালোবাসায় থাকুন :)

৬৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

আলম দীপ্র বলেছেন: কি যে বলব কিছুই বুঝতে পারছি না । অসাধারণ !
উৎসর্গঃ তোমাকে!
গ্রেট !

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দীপ্র ! এতো পুরাতন পোষ্ট ঘুরে যাবার জন্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.