নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

দুঃখপ্রহরী কালপুরুষের কখনো বিকেল হয়না !

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪





বিস্তৃত ধ্যানে ঝিঁঝিঁ পোকার নির্লিপ্ততা চোখের ভাঁজে ধরা পড়ে । অগুনিত কর্কশ সব মরা পাতার ঝাঁকে ঝাঁকে জীবনের মায়াবী সুর খুঁজে মরি ! প্রখর অন্ধত্ব কিংবা ধূসর সর্বনাশের গল্পগুলো বিদঘুটে হাসিতে মেতে থাকে অদ্ভূত অলসতায় ।



ভগ্ন রাত্রির ব্যাথাতুর ছিন্ন প্রলাপ কানে বাজে হাহাকারের সপ্তসুরে । তাই আমি নষ্ট, ভ্রষ্ট এবং অর্থহীন ! ভোরের দেখা মিললেই কেঁদে উঠে ক্লান্ত পাখির দল , ধ্যানের গভীরেই অনুভূতির সাতকাহনে ঝরাপাতার শব্দেরা ভর করে সহস্র মাইল পেরোনো ডানার ব্যাক্তিগত সংঘাতে!

তপ্ত মধ্যদুপুর অলস

বিস্তৃত সংলাপ

ক্ষয়হীন সূর্যের প্রতাপ

নিঃস্তব্ধ ঝরাপাতার বেদনা!



এখানে এখন যতটা একাকী , ততটা ক্লান্ত কালপুরুষ এক নক্ষত্র প্রলাপের সাক্ষী ! সমুদ্রের মত আকাশেরও কষ্ট থাকে । আকাশেরও কষ্ট হয় , আকাশও গর্জন করে , জোছনারাও নীল হয় , চাঁদও ভেংচি কাটে । শহরের নগ্ন ল্যাম্পপোষ্টের দল তার তিক্ত শিকার । এইসব তীক্ষ্ণ সন্ধ্যাদের ক্লান্তি মেখে রাতভর জোছনার নীলে পুড়ে হলুদাভ আলোরা !



ফিরে আসে নদীর জলে ডুবে যাওয়া, জোছনাহারা রক্তাক্ত রাত । মাঝে শুধু বিকেলেরই কেবল দেখা মেলেনা , হয়তো বিকেলের কোন আক্ষেপ নেই বলে !

মলিন রৌদ্ররা খেলা করে

ছায়া হয় , উড়ে বেড়ায়

গান গায় , বাঁশি বাজায় !



বিকেলে তার সাথে মিশে যাওয়া , রক্তে লুকিয়ে থাকা সত্য !

স্বচ্ছ নীল , মেঘদলে উড়ে সে আসে

নিয়ম মেনেই শান্ত জলে ডুব দেই

তার ঘ্রাণে মুখ লুকাই ।

বাক্সবন্দী দুঃখদের ছুটির ঘন্টা বাজাই !

আমার বিকেল

শুধুই সে

সে আসে নির্ঘুম রাতের ক্লান্তি উড়িয়ে দিতে লু হাওয়া হয়ে , ঝড়ের অগ্রভাগে প্রণয় হয়ে , ক্লান্ত ভোরে পাখিদের ডানার মেঘদূত হতে , তপ্ত দুপুরের ছায়া হতে ।

সে থাকে

নক্ষত্রবীথিতে

সে থাকে উড়ন্ত মাছের পাখনায়।

এসেছিল কোন বিকেলে

আমার মাঝরাতের জোছনার আলো হতে !

তাই বিকেলের কোন আক্ষেপ নেই , মহাজাগতিক বিষাদ প্রহরী কালপুরুষ কিংবা তার সঙ্গীদের কখনো বিকেল হবেনা !

বিকেল যে সে !

মন্তব্য ৯৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০০

কালোপরী বলেছেন: সে থাকে
নক্ষত্রবীথিতে
সে থাকে উড়ন্ত মাছের পাখনায়।
এসেছিল কোন বিকেলে
আমার মাঝরাতের জোছনার আলো হতে !

চমৎকার

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: :)
অনেক ধন্যবাদ কালোপরী !
শুভকামনা জানবেন !
ভালো থাকা হোক স্নিগ্ধ বিকেলের সাথে !

২| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০২

শরৎ চৌধুরী বলেছেন: সে আসে নির্ঘুম রাতের ক্লান্তি উড়িয়ে দিতে লু হাওয়া হয়ে , ঝড়ের অগ্রভাগে প্রণয় হয়ে , ক্লান্ত ভোরে পাখিদের ডানার মেঘদূত হতে , তপ্ত দুপুরের ছায়া হতে ।....

সে এসেছে অভি, তোমার লেখার টানে। চমৎকার।

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন শরৎ দা !

আপনার উপস্থিতি আর মতামত প্রেরণা দেয় বড্ড !

সে এসেছে :)
শুভকামনা সব সময়ের শরৎ দা !

৩| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দুঃখপ্রহরী কালপুরুষের কখনো বিকেল হয়না

শিরোনাম দেখেই পড়া শুরু করলাম।

তারপর মন্ত্রমুগ্ধ।

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা বঙ্গভূমির রঙ্গমেলায় !

আন্তরিক ধন্যবাদ জানবেন !

ভালো থাকুন !

৪| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

বৃষ্টিধারা বলেছেন: মুগ্ধতার রেশ নিয়ে গেলাম .....

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা বৃষ্টিধারা !

মুগ্ধতা জানিয়ে যাবার জন্য কৃতজ্ঞতা !

শুভকামনা জানবেন !

৫| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:
অনেক সুন্দর হয়েছে


আমার বেশ ভালো লেগেছে

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ঘূণপোকা !

শুভকামনা সব সময়ের !

৬| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

হাতীর ডিম বলেছেন: বাহ!! :)

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাতীর ডিম !
শুভকামনা সব সময়ের !

৭| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

নিশাত তাসনিম বলেছেন: এখানে এখন যতটা একাকী , ততটা ক্লান্ত কালপুরুষ এক নক্ষত্র প্রলাপের সাক্ষী ! সমুদ্রের মত আকাশেরও কষ্ট থাকে । আকাশেরও কষ্ট হয় , আকাশও গর্জন করে , জোছনারাও নীল হয় , চাঁদও ভেংচি কাটে । শহরের নগ্ন ল্যাম্পপোস্টের দল তার তিক্ত শিকার । এইসব তীক্ষ্ণ সন্ধ্যাদের ক্লান্তি মেখে রাতভর জোছনার নীলে পুড়ে হলুদাভ আলোরা !

অসাধারণ ।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন নিশাত !


ভালো থাকুন সব সময় !

৮| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তপ্ত মধ্যদুপুর অলস
বিস্তৃত সংলাপ
ক্ষয়হীন সূর্যের প্রতাপ
নিঃস্তব্ধ ঝরাপাতার বেদনা! সুন্দর কাব্যিক বর্ননায় ভালো লাগা ।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন তনিমা !

ভালো থাকুন সব সময় !
কাব্যরা ধরা দিতে চায়না ইদানিং !

৯| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার অভি। অসাধারণ ।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
ভালো থাকুন !

১০| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:১০

ইমিনা বলেছেন: "বাক্সবন্দী দুঃখদের ছুটির ঘন্টা বাজাই "
...
আমিও প্রতিনিয়ত বাক্সবন্দী দুঃখদের জন্য ছুটির ঘন্টা বাজাই কিন্তু দুঃখরা প্রতিক্ষণে আমায় আরো বেশী জড়িয়ে ধরে, ভালোবাসে বলে হয়তো ।।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: দুঃখদের ও চাহিদা থাকে হয়তো !

জেনারেল এর শুভেচ্ছা ইমিনা !
ভালো থাকুন, অনেক ধন্যবাদ !

১১| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চরম, হয়েছে! আপনার পোস্টের অপেক্ষায় ছিলাম একরকম...

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নাসিফ ! কেউ আমার পোষ্টের জন্য অপেক্ষায় থাকে এটা জানা টা যথেষ্ট আনন্দের !

শুভকামনা সব সময়ের , আন্তরিক ধন্যবাদ জানবেন !

১২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৪

ক্লান্ত তীর্থ বলেছেন: ভালো লেগেছে,কবিতা যদি আমাদের কথা না বলে তবে সে কিসের কবিতা?


শুভকামনা জানবেন!

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ক্লান্ত তীর্থ !
কবিতা সব সময় আমাদের কথাই বলে , কবি যেভাবে উপস্থাপন করেন আরকি !
ভালো থাকুন সব সময় , পাঠে কৃতজ্ঞতা !

১৩| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১০

আমি বাংলাদেশের বলেছেন: দুখিত কিছুই ভালো হয় নি।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: জেনে খারাপ লাগলো যে আপনার ভালো লাগার মত কিছু লিখতে পারিনি! কিভাবে হলে ভালো হতো একটু বলে গেলে অধম উপকৃত হয় !

আমার ব্লগে স্বাগতম , আপনার নিক নেম টি সুন্দর ! কোন এক সময় হয়তো আপনার ভালো লাগে এমন কিছু লিখতে পারবো !
শুভকামনা জানবেন !

১৪| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১১

সকাল রয় বলেছেন:
কোন আক্ষেপ নেই!

অনেক শব্দরঞ্জন। বাক্যে উপমার সমাহার। কিছু কথা কিছু শব্দ অজান্তেই তুলে ঢেউ অতল মনবাটীতে। অপলক নেত্র________
__________________________অনেক বেশি ভালোলাগা।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন সকাল দা !
ভালো থাকুন সব সময় !

১৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১১

বোধহীন স্বপ্ন বলেছেন: আমার বিকেল
শুধুই সে
সে আসে নির্ঘুম রাতের ক্লান্তি উড়িয়ে দিতে লু হাওয়া হয়ে , ঝড়ের অগ্রভাগে প্রণয় হয়ে , ক্লান্ত ভোরে পাখিদের ডানার মেঘদূত হতে , তপ্ত দুপুরের ছায়া হতে ।
সে থাকে
নক্ষত্রবীথিতে
সে থাকে উড়ন্ত মাছের পাখনায়।
এসেছিল কোন বিকেলে
আমার মাঝরাতের জোছনার আলো হতে !

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ বোধহীন স্বপ্ন !
ভালো থাকুন সব সময় !

১৬| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:২০

আমি বাংলাদেশের বলেছেন: :#) B-)

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :)

১৭| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৪

মামুন রশিদ বলেছেন: এখানে এখন যতটা একাকী , ততটা ক্লান্ত কালপুরুষ এক নক্ষত্র প্রলাপের সাক্ষী ! সমুদ্রের মত আকাশেরও কষ্ট থাকে । আকাশেরও কষ্ট হয় , আকাশও গর্জন করে , জোছনারাও নীল হয় , চাঁদও ভেংচি কাটে । শহরের নগ্ন ল্যাম্পপোষ্টের দল তার তিক্ত শিকার । এইসব তীক্ষ্ণ সন্ধ্যাদের ক্লান্তি মেখে রাতভর জোছনার নীলে পুড়ে হলুদাভ আলোরা !


অসাধারণ রুপকল্প! অপূর্ব!

মুক্তগদ্যে ভালোলাগা++

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাদের সব সময় পাশে থাকা আরেকবার লিখতে বসার সাহস দেয় মামুন ভাই !
আন্তরিক ধন্যবাদ জানবেন !
ভালো থাকুন সব সময় !

১৮| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৩

উজবুক ইশতি বলেছেন: ভালো লাগল

০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ উজবুক ইশতি !
পাঠে কৃতজ্ঞতা !
ভালো থাকুন !

১৯| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস অভি, বেশ লাগলো ||

০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !
শুভকামনা সব সময়ের !

২০| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জোছনাহারা রক্তাক্ত রাত! ভাবনার খোঁড়াক হলো।


উপমার ব্যবহার দেখে মুগ্ধ।

শুভেচ্ছা অভি।

০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আলাউদ্দিন ভাই !

কিছু লিখলে আপনারা এসে পড়ে গেলে ভালো লাগে !

২১| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

গোর্কি বলেছেন:
এবার সুখপাখি উড়ে এলে অবশ্যই বন্দি করে রাখবো মনের খাঁচায়! কেটে যাক একাকিত্বের মুর্চ্ছনা!! চমৎকার শৈলীতে লেখা মুক্তগদ্যের শব্দনুপুরের ছন্দে আচ্ছন্ন হলাম। পোস্টে অনেক ভাললাগা রইল।

০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন প্রিয় গোর্কি !
ভালো থাকুন !

২২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০

পাঠক১৯৭১ বলেছেন: কথার জাল বুনেছেন।

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে নিয়মিত আমার কবিতা প্রচেষ্টায় সাথে থাকার জন্য!
কথার জালে অনুভূতির সাতকাহন বর্ণনা করতে চেয়েছিলাম , মহাবিশ্বের ধ্রুব সত্য !

শুভকামনা জানবেন !

২৩| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০

আহসান জামান বলেছেন:
মুগ্ধমগ্নপাঠ্য; নিপুন চিত্রকল্প।

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জামান ভাই !
শুভকামনা সব সময়ের !

২৪| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

সুমন কর বলেছেন: সে থাকে
নক্ষত্রবীথিতে
সে থাকে উড়ন্ত মাছের পাখনায়।
এসেছিল কোন বিকেলে
আমার মাঝরাতের জোছনার আলো হতে !
তাই বিকেলের কোন আক্ষেপ নেই , মহাজাগতিক বিষাদ প্রহরী কালপুরুষ কিংবা তার সঙ্গীদের কখনো বিকেল হবেনা !
বিকেল যে সে !


সুন্দর !!

তুমি কি কোন বিশেষ কবি/লেখককে অনুসরণ করো?

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !
না , সেভাবে বলতে গেলে কাউকে অনুসরণ করা হয়না !

শুভকামনা সব সময়ের !~

২৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৫

আমি সাদমান সাদিক বলেছেন: চমৎকার হয়েছে অভি ভাই ।।

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাদমান !
ভালো থাকুন !

২৬| ০৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:১০

অনাহূত বলেছেন:
অভি, চমৎকার একটা লেখা পড়লাম। দিনদিন তুমি ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছো। দারুণ!

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই !
আপনাদের ধরাছোঁয়ার বাইরে যাওয়া সম্ভব নারে ভাই !
শুভকামনা সব সময়ের !

২৭| ০৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:২৯

রাসেলহাসান বলেছেন: চমৎকার! সুন্দর লিখেছেন।

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ রাসেল ভাই !

২৮| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৭

অদৃশ্য বলেছেন:






লিখাটি খুব ভালো লাগলো আমার...



অভির জন্য
শুভকামনা...

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন প্রিয় অদৃশ্য !

সব সময় পাশে থাকার কৃতজ্ঞতা জানবেন !
আপনাদের পেলে ভালো লাগে !

২৯| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৯

সাজিদ উল হক আবির বলেছেন: I like the allusions you use in your every poem , Ovi vai...
The last line was really a crack shot!!
Cheers!!
(Sorry for writing in english, the pc i'm using doesn't have Avro )

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আবির ভাই !

ভালো থাকুন সব সময় !

৩০| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২১

দালাল০০৭০০৭ বলেছেন:

এবং

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: :)
:)
:)

অনেক ধন্যবাদ !

৩১| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২১

রাইসুল নয়ন বলেছেন:
মুগ্ধ !!


আপনি লেখেন বটে ।।


ঘুম ভাঙার পরে এমন লেখা পড়তে পারা সত্যি সৌভাগ্যের ।।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাই !
প্রশংসার সাগরে ভাসিয়ে দিচ্ছেন দেখি !
শুভকামনা জানবেন !

৩২| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১১

হাসান মাহবুব বলেছেন: মুগ্ধপাঠ!

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই !
ভালো থাকুন সব সময় !

৩৩| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চাঁদ ভেংচি কাটে কিভাবে ?? /:)


হয়তো বিকেলের কোন আক্ষেপ নেই বলে, এখানে এখন যতটা একাকী , ততটা ক্লান্ত কালপুরুষ এক নক্ষত্র প্রলাপের সাক্ষী, মহাজাগতিক বিষাদ প্রহরী কালপুরুষ কিংবা তার সঙ্গীদের কখনো বিকেল হবেনা , এই লাইনগুলো দারুন পাশে নিয়ে ঘুমাবার মতো দুর্দান্ত !

ভালো থাকবেন । :)

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ভেংচি কাটার জন্য চাঁদের নিজস্ব প্রক্রিয়া আছে !
তবে সেটা নির্ভর করে দর্শকের মনের অবস্থার উপর :)
পাশে নিয়ে ঘুমান !
শুভকামনা সব সময়ের আদনান ভাই !

৩৪| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০২

পাপতাড়ুয়া বলেছেন: ব্লগে ভালো লেখা খুজে নেয়া ইদানিং মুস্কিল।

হাসান ভাইরে ফলো করে উপকার পাচ্ছি।

অভি, আপনার এইটাও ঐভাবে পাওয়া আর লস হয় নাই। বিকেল না হবার লেখা বিকেলের আগে আগে। সুন্দর।

তবে শুরুতেই আটকে গিয়েছিলাম 'প্রখর অন্ধত্ব কিংবা ধূসর সর্বনাশের গল্পগুলো' তে। প্রখর সুন্দর হে!

দিনগুলো দুপুর থাকুক । বিকেল না হোক।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ পাপতাড়ুয়া !
আমি তো বলি বিকেল হোক !
শুভকামনা জানবেন !

৩৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার এবং সুন্দর।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ইসহাক ভাই !
ভালো থাকুন !

৩৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫২

এম এ কাশেম বলেছেন: চমৎকার কথামালা

অনেক ভাল লাগা।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা এম এ কাশেম !
আমার ব্লগে স্বাগতম !
ভালো থাকুন !

৩৭| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি ভাইবা পাইনা তুই এত ভাল লিখিস কেমনে ? আমারে কিছু টিপস দেনা !

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: এই ব্যাপারে বসতে হবে !
আপনি কবে , কখন , কোথায় বিরিয়ানী খাওয়াবেন জানান , তারপর কবে কোথায় , কিভাবে টিপস দিবো জানিয়ে দিবো :) :)

শুভেচ্ছা ভাইয়া :)

৩৮| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:০০

উদাস কিশোর বলেছেন: এখানে এখন যতটা একাকী , ততটা ক্লান্ত কালপুরুষ এক নক্ষত্র প্রলাপের সাক্ষী ! সমুদ্রের মত আকাশেরও কষ্ট থাকে । আকাশেরও কষ্ট হয় , আকাশও গর্জন করে , জোছনারাও নীল হয় , চাঁদও ভেংচি কাটে । শহরের নগ্নল্যাম্পপোস্টেরদল তার তিক্ত শিকার । এইসব তীক্ষ্ণ সন্ধ্যাদের ক্লান্তি মেখে রাতভর জোছনার নীলে পুড়ে হলুদাভ আলোরা !
.
পড়ে মুগ্ধ । আর কিচ্ছু বলবার নেই অভি ভাইয়া ।

০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ উদাস কিশোর !
শুভকামনা থাকলো !
ভালো থাকুন !

৩৯| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:০৫

এহসান সাবির বলেছেন: সে আসে নির্ঘুম রাতের ক্লান্তি উড়িয়ে দিতে লু হাওয়া হয়ে , ঝড়ের অগ্রভাগে প্রণয় হয়ে , ক্লান্ত ভোরে পাখিদের ডানার মেঘদূত হতে , তপ্ত দুপুরের ছায়া হতে ।
সে থাকে
নক্ষত্রবীথিতে
সে থাকে উড়ন্ত মাছের পাখনায়।
এসেছিল কোন বিকেলে.............

লেখা পড়তে পড়তে আমিও কেমন যেন হয়ে যাই......


চমৎকার...........


ভালোলাগা।

০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সাবির ভাই !
সময়ের নিষ্টুর আচরনে আপনার কালকের আড্ডা পোষ্টে সময় দিতে পারি নাই !
ভালো আছেন আশা করি !

৪০| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‍‍"ভগ্ন রাত্রির ব্যাথাতুর ছিন্ন প্রলাপ কানে বাজে হাহাকারের সপ্তসুরে । তাই আমি নষ্ট, ভ্রষ্ট এবং অর্থহীন! "

ওয়াও!

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই !
আপনাকে পেলে ভালো লাগে !
শুভকামনা জানবেন !

৪১| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার!!!!
অনেক ভাললাগা রইলো।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন !
অনেক দিন পর ব্লগে দেখে ভালো লাগলো !

৪২| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অতি চমৎকার।
মুগ্ধতা একরাশ!

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ কবি !
ভালো থাকুন !

৪৩| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২০

মিমা বলেছেন: বিষাদের আসলে অনেক রূপ-রঙ-গন্ধ! প্রতিটি সৌন্দর্য বিষাদ কে একটি নতুন সংজ্ঞায় সাজিয়ে তোলে। বিষাদ প্রকৃতির হাত ধরেই আসে, ভগ্ন রাত্রিতে, অনন্ত নক্ষত্রবীথিতে, আসে অলস কিংবা ঝাঁঝালো দুপুরে।
বিষাদের একটা আলাদা ঘোর লাগানো ভালো লাগা আছে মানতেই হবে। আর আপনার বিষাদময় লেখার মাঝেও একটা ঘোর লাগানো আচ্ছন্নতা আছে তাও মানতে হবে!
নিস্তব্ধ ঝরাপাতার আর্তনাদ পড়ার সাথে যেমন আমার নীরব বিষণ্ণ দীর্ঘশ্বাস আটকাতে পারিনি, তেমনি আক্ষেপহীন বিকেলের বর্ণনা পড়ে মৌন মুগ্ধতা লুকোতে পারিনি। শেষ বাক্যের দিকে অপলক তাকিয়ে ছিলাম কিছু মুহূর্ত, অগণিত শব্দের নীরব মুহূর্ত!

অসাধারণ অভি ভাই। এমন লেখা দিতে থাকলে আমি ঘোর থেকে বেরোতেই পারবো না! :)
শুভবিকেল। :)

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন মিমা !
আপনার মন্তব্যগুলোর প্রতিউত্তর দিতে গেলে ভাবতে বসতে হয় , এত চমৎকার মন্তব্যের প্রতিউত্তর কি হতে পারে ??

ভালো থাকুন সব সময় , শুভ বিকেল :) !

৪৪| ১০ ই মার্চ, ২০১৪ রাত ২:২৯

আমি অপদার্থ বলেছেন: কবিতা বুঝিনা , ভাই কি বুঝাইলেন ? গল্প আকারে দেন ।

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি ও অপদার্থ , তাই গল্প লিখতে পারিনা !
বুঝাইছি কিছু একটা , আপনি অপদার্থ কেমনে বুঝবেন!

৪৫| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: মুগ্ধপাঠ স্বপ্নবাজ

১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই !
ভালো থাকুন !

৪৬| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

নীলসাধু বলেছেন: মাথা নষ্ট পুষ্ট দেখি।

লাভড ইট

আমি মুগ্ধ।
শুভেচ্ছা জানাই।

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নীল দা !
শুভকামনা জানবেন !

৪৭| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮

বটবৃক্ষ~ বলেছেন:
সরি , অনেক দেরিতে আসলাম!

বেশি সুন্দর হয়েছে।।
অনেক ভালোবাসা মিশে আছে লাইনে লাইনে। এটাই বেশি ছুয়েছে। :)

শুভেচ্ছা অভি!

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হে বটবৃক্ষ!
ভালো লাগলো আপনাকে দেখে আমার ব্লগে!
শুভকামনা সবসময়ের :)

৪৮| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৮

রহস্যময়ী কন্যা বলেছেন: সে থাকে
নক্ষত্রবীথিতে
সে থাকে উড়ন্ত মাছের পাখনায়।
এসেছিল কোন বিকেলে
আমার মাঝরাতের জোছনার আলো হতে !


অনেক সুন্দর :)

২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রহস্যময়ী কন্যা!
ভালো থাকা হোক!

৪৯| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৭

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর !! সবসময়ের মতই, মুগ্ধ পাঠ ।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া!
ভালো থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.