নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন মার্চ -২০১৪

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২০

কাব্যিক ভ্রমণের মার্চ মাসের আয়োজনে আপনাকে স্বাগতম ।



শত সাধনার স্বাধীনতা সংগ্রামের প্রারম্ভিক এই মাস বাঙ্গালীর অনেক আবেগের , তাই শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সেই সব মুক্তি-কামী বীর জনতাকে ।

কান্ডারী অথর্ব ও প্রয়াত (**) একজন আরমানের হাত ধরে শুরু হওয়া কাব্যিক ভ্রমণের মার্চ – ২০১৪ এর আয়োজনে কবিতা গুলো সাজানো হয়েছে প্রতি ৫ দিন এর বিরতি দিয়ে! শুরু করেছি মাসের শেষ থেকে । পাঠের সীমাবদ্ধতায় ভালো কোন কবিতা বাদ থাকলে সেটা জানিয়ে যাবার আকুতি থাকলো ! কবিতা সংকলন এবং প্রাসঙ্গিক নানা কথাবার্তা প্রতি মাসের শুরুতেই থাকে , তাই এই মাসে আর কোন কথা না বাড়িয়ে কাব্যিক ভ্রমণের মূল আয়োজনে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ।



*অনিয়ন্ত্রিত অথবা অমূলক শোকবার্তা - মেহেদী আনডিফাইন্ড

* নিস্ক্রমন ভাবনা - জেরিফ

* বিষণ্ণপাঁচালী - আহসান জামান

* উজ্জ্বল আঁখি জুড়ে দেদিপ্যমান ভাবি অঞ্চল - মুনসী১৬১২

* শেকড়ের সন্ধানে - জুন

* স্ফুলিঙ্গ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

* বিজ্ঞাপনের দিনে - হাসান ফেরদৌস

* আমার সন্ধ্যায় তুই বাতি জ্বেলে চুপ - পাপতাড়ুয়া

* পথের শেষে এসে পথ মিশে গেছে / শাফিক আফতাব/

* হ য ব র ল এবং অন্তরাত্মার কিছু হাহাকার - অনিকেত নন্দিনী

* একটি স্বাধীনতা - শুকনোপাতা০০৭

* --শব্দেরা ছলনা করেছিল বলে যে খুনি হয়েছিল !-- - স্বপ্নবাজ অভি

* তুমি সুনীল - পিয়ালী দও

* অনুপস্থিত কুয়াশাদল - অনাহূত

* প্রার্থিত প্রত্যাবর্তন -ইউর হাইনেস







*সময়কে আশ্চর্য ধারণ করা সহজ শব্দমালা - আশরাফুল ইসলাম দূর্জয়

* আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়! - মাগুর

* '--ফ্রেমে বন্দী হৃদ স্পন্দন ,( মোবাইল ফটোগ্রাফি ) - সায়েদা সোহেলী

* র ক্ত পু রা ণ - সকাল রয়

*♦♦ মধুবালা এবং বাংলাদেশ ♦♦ - অদিব

* বিখ্যাত ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা (অনুবাদ) ( শেষ পর্ব ) - উদাস কিশোর

* রাগভাঙ্গা শহর - অরুদ্ধ সকাল

* কয়েকটি কবিতা - সোনালী ডানার চিল

* বেসামাল শব্দমালা-২ - মোঃ সাইফুল ইসলাম সজীব

* আলোকলতা - অ রণ্য

* অপরাধী -উজ্জ্বল_কোলকাতা







*মুক্তি........ - রহস্যময়ী কন্যা

* সে ফিরে এল অন্য পুরুষের দেহের গন্ধ গায়ে মেখে একদিন গভীর রাতে ! - রাইসুল নয়ন

* অপাংক্তেয় কথকথা - আহমেদ আলাউদ্দিন

*তিন প্রলাপের শব্দফুল - অরুদ্ধ সকাল

*কামনার পঙতিমালা - সাজিদ উল হক আবির

* ছায়ানীড় - ইকবাল মাহমুদ

*নিষিদ্ধ আঁচলে জাম্বুরা ফুলের ঘ্রাণ - ডট কম ০০৯

* ত্রয়ী - ১ - অনিকেত নন্দিনী

* ♠♠জীবনের পথে পথে♠♠ - কাগজের নৌকা (রাসেল হোসেন)

* মুক্তিনামা - ভাঙ্গা কলমের আঁচড়

* শুধু নিঃশ্বাস ছাড়া - অদৃশ্য

* কি হয়েছে আমার - নেক্সাস







* পরিযায়ী শব্দেরা...! - স্বপ্নচারী গ্রানমা

* ২, ৩, ৪ লাইনের অণুকাব্য ! - সুমন কর

* মুক্তগদ্যঃ ধ্রুবস্মিতা - অনাহূত

* নীল চিঠি।। - ইনকগনিটো

* স্বীকৃতির অপেক্ষায় থাকা কবিতাগুচ্ছ - ক্লান্ত তীর্থ

* সাধহীন স্বাধীনতার গদ্যকাব্য - শাহ আজিজ

* প্রজাপতি সাহস - রোকসানা লেইস

* নারী - সেলিম আনোয়ার

* স্বপ্নের দ্বৈরথ - আহসান জামান

* যে আত্মজীবনী দ্বিতীয় পৃষ্ঠায় শেষ হয়ে গিয়েছিল - ফকির ইলিয়াস

* একটা ধ্বংসস্তূপ দিতে বলেছিলাম, গড়বো বলে। হলো না। - পেন আর্নার

* অসমাপ্ত সমীকরণ - পাপতাড়ুয়া

* “বস্তাবন্দী স্মৃতির স্তূপ ও দর্শনে চাপাপড়া এক মূ্মুর্ষ ব্যাক্তির আর্তনাদ ” - সাজিদ উল হক আবির

* সেই আলাপ! সেই আলাপ! সেই আলাপ! - ৎঁৎঁৎঁ

* দুঃখপ্রহরী কালপুরুষের কখনো বিকেল হয়না ! - স্বপ্নবাজ অভি







* কবিতা নিছক রাত জাগার বাহানা - আশরাফুল ইসলাম দূর্জয়

* - আহমেদ আলাউদ্দিন

*কবিতাত্রয়ী - ক্লান্ত তীর্থ

*অবৈতনিক ঈশ্বর ও অন্যান্য - সকাল রয়

* মধ্যরাত এখন আমার জানালায় - অদৃশ্য

*যদি রোদ হয়ে নেমে আসো তুমি এই শহরে - আশিক মাসুম

* ♦♦ কান্না বিষয়ক রূপকথা ♦♦ - অদিব

* কবিতাঃ বিস্মৃতির আড়ালে কার হাতছানি! - টুম্পা মনি

* অতঃপর বিবর্তন - ব্লগপাতায় কামরুন নাহার

* সাধহীন স্বাধীনতার গদ্যকাব্য - শাহ আজিজ



পথ চলায় কাব্যিক ভ্রমণঃ

একটি কাব্যিক ভ্রমন

একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ মার্চ-২০১৩

একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ এপ্রিল-২০১৩

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন' মে ১৩

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুন -২০১৩



একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুলাই -২০১৩



একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন আগষ্ট -২০১৩



একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন সেপ্টেম্বর-২০১৩



একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন অক্টোবর-২০১৩



একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন ফেব্রুয়ারী -২০১৪

মন্তব্য ১১২ টি রেটিং +১২/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর প্রেজেম্টেশন অভি ||

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !
ভালো থাকুন !

২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রয়াত আরমানের জন্য শুভকামনা রইল। অভি এই কষ্টটা যে তুই এখনও একা একা এভাবে পালন করে যাচ্ছিস তার জন্য আমার স্যালুট।

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , একজন আরমানের আত্নার জন্য শুভকামনা !

আপনার স্যালুট নিয়ে আনন্দিত অবস্থায় ফিরতি স্যালুট গ্রহণ করুন !

৩| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩

দালাল০০৭০০৭ বলেছেন: সুন্দর

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৪| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক পরিশ্রমী কাজ , রইল আন্তরিক শুভেচ্ছা অভি
নিরন্তর ধন্যবাদ ।।

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বন্ধু !
ভাল থাকুন , সুস্থ থাকুন !

৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:০০

আমিনুর রহমান বলেছেন:





সময় পাচ্ছি না। অফিসে ভীষণ ব্যস্ত। সময় করে তোর সবগুলো সংকলনের পিডিএফ কপি করে দিবো।


পোষ্ট নিয়ে বলার কিছু নাই। কয়েকবার এই ধরণের অনেকগুলো সংকলনের সাথে থেকে কাজ করেছি তাই ভালোই জানি কাজটা কত দুঃসাধ্য। শুভ কামনা। ভালো থাকিস সবসময়।

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই !
পিডিএফ হলে ব্যাপারটা চমতকার হয় , অনেকেই উপকৃত হবে বোধ করি!
কবিতা সংকলনের হাতেখড়ি আপনার কারণেই কিন্তু !

৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:

কিছু বলার নেই :P

একজন আরমান কবে থেকে প্রয়াত হল? ;)

+++++++++++++++++

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: কেন কিছু বলার নেই , ফাইজলামি নাকি :) ?

যেদিন আরমান বিবাহিত হলো সেদিন !
প্লাসের রেললাইন দেখে খুশি হইছি !

৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২

প্রবাসী পাঠক বলেছেন: পোস্ট প্রিয়তে।


অনেক কষ্টসাধ্য একটি কাজ নিয়মিতভাবে করে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অভি ভাই।

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক !
ভালো থাকুন !

৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:০৫

নিশাত তাসনিম বলেছেন: পোস্টটির জন্য অপেক্ষা করতেছিলাম।

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সার্ভার সমস্যার কারণে একটু দেরী হয়ে গেল , আর আমি এমনিতেই একটু পরে দেই , কেননা এক তারিখের প্রথম ক্ষণেই মামুন ভাই গল্প সংকলন দিয়ে আসছেন অনেক দিন ধরে , তাই আমি দুই-তিন দিন পরে আসি আর কি !

অনেক ধন্যবাদ নিশাত !
ভালো থাকুন !

৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:৩৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: সংকলনে ঠাই পাওয়া সকল কবিকে আমার আন্তরিক অভিনন্দন। দারুণ কষ্ট করে পোস্টটা সাজিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভি। এখান থেকে অনেক কবির কবিতাই সহজে পড়ে নেয়া যাবে।

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী বাঙালী !

আপনি যদি এই পোষ্ট থেকে উপকৃত হন , আমার ভালো লাগবে !

শুভকামনা সব সময়ের !

১০| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ২:০২

বাকপ্রবাস বলেছেন: ভাল একটা কাজ হল, আপনার পরিশ্রমের জন্য ধন্যবাদ, অনেকের মনের খোরাকটা এখানে মিটবে আ্শা করি

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি ও তাই আশা করি !
শুভেচ্ছা বাকপ্রবাস , ভালো থাকুন সব সময় !

১১| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ২:৫৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: খুবই কষ্টের বিষয়, কবিতা লিখতে পারি না। মাঝে মাঝে গল্পের সাথে, কবিতা লেখার ব্যর্থ চেষ্টা করে যা বের হয়, তা আসলে কবিতা না। তবুও ব্লগের কবিদের কবিতাগুলো পড়েই মুগ্ধ হয়ে, সন্তুষ্ট থাকি।

কষ্ট সাধ্য কাজটা করার জন্য, আন্তরিক ধন্যবাদ। :) :)

আর কবিতা কিভাবে কিভাবে যেন প্রায় সবগুলোই পড়েছি। :)

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অভিনন্দন রিয়াদ !

ভালো থাকুন সব সময় !

১২| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৩:২২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অভিভাই, আপনার এই অনন্য সুন্দর পোস্ট টা না পেলে যে সামহোয়্যার ইন বড় নিরস থেকে যায় মাস শেষেও
উষর মরুতে সুপেয় মিস্টি জলকণার সিঞ্চন
একরাশ ভালোলাগা
পোস্টে প্লাস

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি বেশ লজ্জায় ফেলে দেন :)

শুভেচ্ছা সব সময়ের !

কাব্যিক ভ্রমণ একটি ঐতিহ্য , ধারাবাহিক আয়োজন !

সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও প্লাস :)

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৩:২৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এবং প্রিয়তে গেল

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বিশেষ আন্তরিক ধন্যবাদ জানবেন !

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৭

অদৃশ্য বলেছেন:






সুন্দর কাজ অভি... আমরা কিন্তু দারুনভাবেই অনুপ্রাণিত হচ্ছি... শুভেচ্ছা...



অভির জন্য
শুভকামনা...

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে অনুপ্রাণিত করার যোগ্যতা কিংবা সাহস কি আমার আছে কবি !

আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন সুপ্রিয় অদৃশ্য !

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৮

মামুন রশিদ বলেছেন: প্রয়াত (!!!) একজন আরমানকে মিস করি :-/



দুর্দান্ত সংকলনে ভালোলাগা অভি :)

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , মামুন ভাই আমিও প্রয়াত একজন আরমানকে মিস করি !
লোকটা ভালো ছিল !
আচ্ছা আপনি জানেন নাকি সে কি হেভিওয়েট ব্লগার ছিল :) ????


অনেক ধন্যবাদ মামুন ভাই !

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৪

প্রিয় সবুজ বলেছেন: বেশ সুন্দর উপস্থাপন ,

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় সবুজ !

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: Click This Link
জী , হ্যা বাদ পড়েছে । তবে আমি শিওর না এই সঙ্কলন শুধুমাত্র বিশেষ বাছাইকৃত দের জন্য কিনা !!

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপারটা পাঠের সীমাবদ্ধতা হিসেবে দেখলেই খুশি হবো !
পড়েছি , খুব ভালো কবিতা , যোগ করে দিয়েছি !

ভালো থাকুন সব সময় !

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৬

সাজিদ উল হক আবির বলেছেন: কবিতার সংকলন ব্লগের সংকলন পোস্টগুলোর মধ্যে সব চেয়ে পরিশ্রমসাধ্য কাজগুলির একটি।

আপনি অনুপ্রেরনাদায়ী মানুষ, অভি ভাই, কবি হিসেবে এবং ব্লগার হিসেবে।

শুভকামনা রইল আপনার কবিতার প্রতি ভালবাসার জন্যে। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সাজিদ ভাই !
কাজটা আনন্দ নিয়েই করি, ভালো থাকুন সব সময় !

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৩

আশিক রওশন বলেছেন: ভা্লো লেগেছে !!!!!!!!!!!!

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আশিক !
ভালো থাকুন !

২০| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: পরিশ্রম আর মেধায় ছেলেটাতো পুরো ঘটায়ে ফেললো, ঘটনাটা। জোশ। প্লাস এবং প্রিয়তে না নিয়ে কোন উপায় কি রইল?

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ শরৎ দা !
আপনাকেও ধন্যবাদ খুব দ্রুত সার্ভার সমস্যার সমাধান করে পোষ্ট দিতে সাহায্য করায় !
ভালো থাকুন সব সময় !

২১| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৪

জেরিফ বলেছেন: সুন্দর আয়োজন , অনেক অনেক শুভেচ্ছা ।

কাব্যিক পথচলা শুভ হউক

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জেরিফ !
ভালো থাকো !

২২| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মাস শেয়ে আর একটি অসাধারণ ও প্ররিশ্রমী পোষ্ট।

অপেক্ষায় ছিলাম.......

ধন্যবাদ অভি ভাই।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ !

এমনিতেই আমি ১ তারিখেই সংকলন দিতে চাইনা , কেননা অনেক দিন ধরেই শ্রদ্ধেয় মামুন ভাই ১ তারিখেই গল্প সংকলন দিয়ে আসছেন !

তাই আমি একটু দেরী করেই দেই , এই ধরুন ৩ তারিখ !

শুভকামনা !

২৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:০২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পরিশ্রম সাধ্য পোষ্ট। খুবই চমৎকার হয়েছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ !

২৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৫

ঢাকাবাসী বলেছেন: অত্যন্ত কঠিন পরিশ্রম সাধ্য একটা পোষ্ট, সুন্দর, ধন্যবাদ। ।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী !
ভালো থাকুন !

২৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৪

উদাস কিশোর বলেছেন: অনেক দিন পর ব্লগে ফিরলাম ।
অনেক কবিতা পড়া হয়ে উঠেনি ব্যাস্ততায় ।
ব্লগে ঢুকেই সংকলন পোষ্ট গুলো খুজছিলাম !
ধন্যবাদ আপনাকে সুন্দর পোষ্ট উপস্থাপনের জন্য ।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা উদাস কিশোর !
শুভকামনা সব সময়ের !

২৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

শুকনোপাতা০০৭ বলেছেন: প্রয়াত (**) একজন আরমান!!!ইয়া আল্লাহ,আরমান ভাই...কুম্বে আমনে?এমি আন... ' B:-) :D :)

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: হেতে তো মরি গেছেগি , বুইজ্জেননি !
হেতের লাই দোয়া করিয়েন :)

২৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: সুন্দর প্রেজেনটেশন । পোস্ট পকেটে নিলাম ।
ভাল থাকুন প্রিয় অভি ভাই ।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই !

আপনার পকেটে ভালো থাকুক পোষ্ট :)

শুভকামনা সব সময়ের ভাই !

২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৭

রাসেলহাসান বলেছেন: দুর্দান্ত কবিতা সংকলন! সুন্দর একটা কাজ করে যাচ্ছেন এজন্য "অভি" ভাই আপ্নাকে অনেক অনেক শুভেচ্ছা। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ রাসেল ভাই !
শুভকামনা রইলো !

২৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কাব্যিকভাবে উপকৃত হলাম.... স্বপ্নবাজ অভি
দারুণ কাজ করে যাচ্ছেন আপনি :)

নবম প্লাস +

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই !

কাব্যিক ভ্রমণ আনন্দময় হবে অনেক আশা করি !

৩০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: পরিশ্রমী পোস্ট

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !
ভালো থাকুন !

৩১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

আহসান জামান বলেছেন: অদৃশ্য বলেছেন:
সুন্দর কাজ অভি... আমরা কিন্তু দারুনভাবেই অনুপ্রাণিত হচ্ছি... শুভেচ্ছা...

-- সহমত :)

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি !
ভালো থাকুন !

৩২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রেজেন্টেশন সুব্দর হয়েছে ! শুভেচ্ছা , ভালো থাকবেন :)

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আদনান ভাই !
ভালো থাকুন !

৩৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০০

গোর্কি বলেছেন:
উপস্থাপিত পোস্ট বরাবরের মতই চিত্তাকর্ষক। মনোহারিত্ব বর্ণনাসমৃদ্ধ পোস্টে সাধুবাদ জানাই। শুভকামনা সবসময়।

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার !
ভালো থাকুন !

৩৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৮

একজন আরমান বলেছেন:
যে কাজ আমরা দুজন শুরু করে চালিয়ে রাখতে পারি নি তুই একা এখন সেই কাজ চালিয়ে যাচ্ছিস। তোকে স্যালুট। শুভকামনা রইলো অনেক।

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আরমান !

তোর নতুন জীবনের জন্য আমার শুভকামনা সব সময়ের!

বেশী করে শাক-সবজি খাস !

৩৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪১

একজন আরমানের আত্মা বলেছেন:
একজন আরমানের জন্য সত্যিই খুব মায়া হয়। বেচারা মরার আগে ভালো ব্লগিং করতো। বেচারাকে ব্লগে খুব মিস করি। :(

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , হেতে পূর্ব- পরিকল্পনা অনুযায়ী নিজেকে শহীদ করেছে !

৩৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: ১০ম প্লাস

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই !
ঘুরতে থাকা প্লাস যেন সামুর সার্ভার বৈকল্যে আমাদের অট্টহাসি !

৩৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

ডট কম ০০৯ বলেছেন: দুর্দান্ত সংকলনে আন্তরিক ভাললাগা।

আপনার সৌজন্যে তাও অনেকের লেখা পড়তে পারতেছি।

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ডট কম ০০৯ ভাই !
ভালো থাকুন সব সময় !

৩৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৫

সকাল রয় বলেছেন:
অভি কবির জীবনে চিরকাল জ্বলুক রবি

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !
শুভকামনা সব সময়ের !

৩৯| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৬

বটবৃক্ষ~ বলেছেন:
প্রেজেনটেশন আসলেই জোস হয়েছে!! :)

অভিনন্দন অভি!!! :)

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হে বটবৃক্ষ !

ভালো থাকুন সারাক্ষণ !

৪০| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্ট প্রেজেন্টেশনটা ভালো হয়েছে!

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কা_ভা ভাই !
পেজেন্টেশানে প্রতি এক মাস পর পরেই বৈচিত্র আনতে চাই , মাঝে মাঝে আইডিয়া স্বল্পতায় ভুগি :)

৪১| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: অভিনন্দন অভি! মামুন ভাই আর আপনি সামুর ফিকশন ক্রিজের দুই প্রান্ত থেকে সপাটে হাকিয়ে যাচ্ছেন! কৃতজ্ঞতা রইলো গ্যালারিভর্তি!

শুভকামনা!

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: :)
অনেক ধন্যবাদ ইফতি ভাই !

৪২| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক কবিতা মিস হয়ে গেছে। পড়তে হবে। শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নবাজ!

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার !
ভালো থাকুন !

৪৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮

মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার এবং চমৎকার। সুস্থ কবিতার চর্চা চলতে থাকুক।

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ইসহাক ভাই !

সুস্থ কবিতার চর্চা চলতে থাকুক।

৪৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪

আরজু পনি বলেছেন:

গতমাসে আসলেই অনেক কম ব্লগ পড়া হয়েছে ।

কাছে নিয়ে রাখলাম, সময় করে পড়ার চেষ্টা করবো ।।

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
ভালো থাকুন !

৪৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ আবার.....

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর !

ভালো থাকুন অনেক অনেক !

৪৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: সাধুবাদ।

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রুয়েটিয়ান !
ভালো থাকুন , অনেক দিন পর আসলেন !

৪৭| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

রোমেন রুমি বলেছেন:
এই কষ্টসাধ্য কর্মটির জন্য
অনেক ধন্যবাদ ।

বিশেষ করে আমার মত অনিমিয়ত লোকদের জন্য এর কোন জবাব নেই ।

অসংখ্য (+)
:)

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রুমি ভাই !
শুভকামনা সব সময়ের !

৪৮| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: পরিশ্রমী পোস্ট.. সুন্দর

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বৃত্তবন্দী শুভ্র !

শুভ্রতা ছড়িয়ে দিন , ভালো থাকুন !

৪৯| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬

এহসান সাবির বলেছেন: আমার প্রিয় পোস্ট।

ধন্যবাদ
শুভকামনা

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাবির ভাই !

৫০| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০০

টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!! এবারের সাজসজ্জাটা অসাধারণ হয়েছে। অনেক ভালো লাগল।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা টুম্পা মনি :)

সাজসজ্জাই তো ভরসা !

ভালো থাকুন সব সময় !

৫১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৪

ক্লান্ত তীর্থ বলেছেন: আমার লেখাও দেখি আছে!!!


কেমনে কি ভাই?? B:-) B:-)

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: কেমনে কেমনে জানি এসে গিয়েছিল :)
শুভেচ্ছা ক্লান্ত তীর্থ !

৫২| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:০৪

আমার আমিত্ব বলেছেন: একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন এপ্রিল -২০১৪ এখনো পেলাম না।

১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সময় স্বল্পতায় আমায় দিয়ে আপাতত আর কবিতা সংকলনের কাজ করা সম্ভব হচ্ছেনা , ব্লগে ঢু মারি খুব অল্প সময়ের জন্য ! আশা করি অন্য কোন কবিতা প্রেমী কাজটা করবে !
শুভকামনা আমার আমিত্ব !

৫৩| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:০৭

বকুল০৮ বলেছেন:
চমৎকার উদ্যোগ-
প্রিয়তে রাখলাম!

১৯ শে মে, ২০১৪ রাত ৯:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বকুল০৮।
ভালো থাকুন !

৫৪| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৯

আমি তুমি আমরা বলেছেন: সংকলন পোস্ট করা ছেড়ে দিলেন নাকি?

২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: সময় পাচ্ছিনা আগের মত !
ধরে নিতে পারেন ছেড়ে দিয়েছি !

৫৫| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৮

একজন আবীর বলেছেন: দারুণ কালেকশন। রেখেদিলাম।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আবীর !

৫৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল একটি সংকলন , সুচেনা সাহিত্য সংরক্ষিত হল ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বন্ধু :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.