নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

শান্ত যে নদীটি !

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৭



তপ্তরোদে তপ্তশ্বাসে ক্লান্ত প্রাণ ক্ষ্যান্ত হলো ,

ছুটতে থাকা বসন্তে , গত বর্ষার বৃষ্টি বিলাসে

নিঃস্ব প্রায় শ্রান্ত বিকেলে

আর আমার এক আকাশ মেঘালয়ে !



ষোড়শীর খোলা চুলের উন্মাদনায় শান্ত যে নদীটি , সে আজ মাতাল হাওয়া বুকে নিয়ে সমুদ্রস্নানে যাবে বলে ...

পথে দেখা মেলে তৃষিত বটের মূল , শুকিয়ে যাওয়া হেমন্ত , বসন্তবেলার ক্লান্ত কালপুরুষ । খানিকটা এগোলেই নদীতীরেই দেখা মেলে বিবর্ণ রোদ চশমা হারিয়ে ফেলা বিষণ্ণ মানব , শেষ বিকেলে কিশোরের কান্না আর সন্ধ্যাতারায় ঝিঁঝিঁ পোকার আর্তনাদ।



রাত ভোরের আগেই শহর ছাড়িয়ে , শহরের কান্না ধরে পৌছে যেতে হবে নতুন ভোরে।

তোমাদের নগরীর কত দুঃখ !

কি হেমন্ত , কি বসন্ত , কি শীত !

কি কাশফুল , কি কৃষ্ণচূড়া , কি শিশিরকণা !

কি চাঁদের আলো !

তোমাদের নগরীর অশ্রু , ঘাম , ভগ্ন প্রেম আর ক্লান্ত প্রাণ সব বুঝি জড়ো হয়েছে নদীতটে ।



নদী ছুটে চলে ,

মাতাল হাওয়া বুকে নিয়ে সাথে করে সেই বিবর্ণ মানবের অবসাদ, কিশোরের কান্না , এলোকেশী কিশোরীর খোলাচুলের দুঃখগাথা আর সেই তৃষ্ণার্ত বটের মূল ! নগরীর ভ্রান্তি , রাতের কান্না সব নিয়েই ছুটে চলা !



রাত ভোর হলেই সে পৌছে যাবে বৈশাখে !

মাতাল সে বৈশাখ ,

মহাপ্রলয় হয়েই জমে থাকা পুরনো ক্ষত সব মুছে দিতে যে আসছে সেই বৈশাখ !

নদীর ছুটেচলা থামবে সেই ঝড়ে ।

তাই নদীর বুকে পুঞ্জীভূত সব ক্লান্তি এক সুরেই গান গায় –

এসো হে বৈশাখ

এসো হে !!

মন্তব্য ১০৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৭

মামুন রশিদ বলেছেন: রাত ভোর হলেই সে পৌছে যাবে বৈশাখে !
মাতাল সে বৈশাখ ,
মহাপ্রলয় হয়েই জমে থাকা পুরনো ক্ষত সব মুছে দিতে যে আসছে সেই বৈশাখ !

এসো হে বৈশাখ
এসো হে !!


বাংলা নববর্ষের শুভেচ্ছা অভি ।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: এসো হে বৈশাখ
এসো হে !!


বাংলা নববর্ষের শুভেচ্ছা মামুন ভাই !
ভালো থাকুন !

২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন লেগেছে! বৈশাখের শুভেচ্ছা রইল। :)

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কাভা ভাই !

নববর্ষের শুভেচ্ছা জানবেন !

৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। নব বর্ষের শুভেচছা সুপ্রিয় অভি।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
যেখানেই থাকুন , নতুন বছরের শুভেচ্ছা জানবেন !

৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ,নববর্ষের শুভেচ্ছা অভি

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: নববর্ষের শুভেচ্ছা বন্ধু !
শুভকামনা সব সময়ের !

৫| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৯

ইমিনা বলেছেন: বরাবরের মতো ই অসাধারন লিখেছেন :) :)
২য় বারের মতো নববর্ষের শুভেচ্ছা ।।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইমিনা !
৩য় বারের নববর্ষের শুভেচ্ছা !

৬| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১০

রহস্যময়ী কন্যা বলেছেন: এসো হে বৈশাখ
এসো হে !! :)

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বৈশাখী শুভেচ্ছা রহস্যময়ী !

৭| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯

নিশাত তাসনিম বলেছেন: কবিতা দারুণ লাগলো ।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নিশাত তাসনিম !

বৈশাখী শুভেচ্ছা !

৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪

বৃতি বলেছেন: চমৎকার কবিতা। বৈশাখী শুভেচ্ছা রইল :)

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বৃতি !
বৈশাখী শুভেচ্ছা রইলো !

৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
ব্বাহ !
শুভেচ্ছা অভি ||

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই !

বৈশাখী শুভেচ্ছা রইলো !

১০| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৬

গোর্কি বলেছেন:
শান্ত নদীটির আঁকা চিত্রটির প্রাণবন্ত বর্ণনা চমৎকার লাগল। নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গোর্কি !

বৈশাখী শুভেচ্ছা রইলো !

১১| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,



হ্যা .... আমাদের নগরীর অনেক দুঃখ !

কাশফুলের মরমী ছোঁয়া , কৃষ্ণচূড়ার মদির করা লাল আর শিশিরকণার কনক আভাও যে দুঃখ অপসারনে অক্ষম । চাঁদের আলোও যে দুঃখ ভেদ করে না কোনও কালে !

মহাপ্রলয় হয়ে জমে থাকা পুরনো ক্ষত সব মুছে দিতে আসছে যে বৈশাখ সে কি তার ভয়াল থাবায় নগরীর দুঃখকে তুলে নিতে পারে ? সে মুঠির জোর তার কই ? সে তো শুধু উড়িয়ে নিতে জানে ! সে কি জানে, তার ওড়ানোর দাপটে এ নগরীর দুঃখ শুধু বাড়েই ?

তবুও কুহকিনী আশা থাকে, নতুন বৈশাখ উড়িয়ে নেবে আমাদের নগরীর সব দুঃখ । স্বপ্নবাজের মতো স্বপ্ন থাকে অভিপ্রেত হিরন্ময় এক নগর উপহার দেবে সে.............

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমতকার মন্তব্য টি এই সাদামাটা পোষ্টে অলংকার হয়েই থেকে যাবে সম্মানিত আহমেদ জী এস !

আমি শুধু আপনার মন্তব্যের শেষ অংশটুকু আরেকবার মনে করতে চাইঃ


তবুও কুহকিনী আশা থাকে, নতুন বৈশাখ উড়িয়ে নেবে আমাদের নগরীর সব দুঃখ । স্বপ্নবাজের মতো স্বপ্ন থাকে অভিপ্রেত হিরন্ময় এক নগর উপহার দেবে সে.............

বৈশাখী শুভেচ্ছা রইলো আপনার জন্য !

১২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

চমৎকার।

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।
ভালো থাকুন সাবির ভাই !

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৫

তারছেড়া লিমন বলেছেন: শুভ নববর্ষ ১৪২১...............................................

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ নববর্ষ লিমন ভাই !

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: নতুন বছর আনন্দে কাটুক ভাইয়া !

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: রাত ভোরের আগেই শহর ছাড়িয়ে , শহরের কান্না ধরে পৌছে যেতে হবে নতুন ভোরে।
তোমাদের নগরীর কত দুঃখ !

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা নাজমুল !
শুভ নববর্ষ !

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শুকিয়ে যাওয়া হেমন্ত সুন্দর তবুও

আপনাকে সেই আগের মতো পাচ্ছি না !!

শুভ নববর্ষ । ভালো থাকুন ।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী !
আপনার মূল্যায়নে ঠিক ই আছে , বৈশাখ নিয়ে , নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য পরিকল্পনা করে খুব দ্রুতই লিখাটা দাঁড় করিয়েছি !
জানেন তো কবিতা নাযিল হয় , এটা নাযিল হয়নি , জোর করে নামানো !

বৈশাখী শুভেচ্ছা থাকলো স্বপ্নচারী!

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৪২

বিদ্রোহী বাঙালি বলেছেন: এতো সুন্দর কবিতা রচনা করে বৈশাখী শুভেচ্ছা জানানো যায়, ভাবাই যায় না। কবিতার পঙক্তিমালা শুভেচ্ছার মহিমা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আপনাকেও বৈশাখী শুভেচ্ছা স্বপ্নবাজ অভি। নতুন বছর আপনার জন্য বয়ে আনুক অনাবিল শান্তি আর নির্মল আনন্দ।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন বিদ্রোহী বাঙালী !

শুভ নববর্ষ !

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০৩

আমিই মিসিরআলি বলেছেন: শুভ নববর্ষ অভি ভাই !:#P !:#P !:#P

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: বৈশাখী শুভেচ্ছা মিসির আলী :)

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
যথারীতি সুন্দর কবিতা...
স্বপ্নবাজ অভিকে নতুন বছরের শুভেচ্ছা :)

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বৈশাখী শুভেচ্ছা রইলো মইনুল ভাই !

২০| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাললাগা জানালাম কবি।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ নববর্ষ!

২১| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৫

সাজিদ উল হক আবির বলেছেন: "নদী ছুটে চলে ,
মাতাল হাওয়া বুকে নিয়ে সাথে করে সেই বিবর্ণ মানবের অবসাদ, কিশোরের কান্না , এলোকেশী কিশোরীর খোলাচুলের দুঃখগাথা আর সেই তৃষ্ণার্ত বটের মূল ! নগরীর ভ্রান্তি , রাতের কান্না সব নিয়েই ছুটে চলা !

রাত ভোর হলেই সে পৌছে যাবে বৈশাখে"

আহা! কি অসাধারণ কিছু পংতি!

শুভ নববর্ষ অভি ভাই। আপনিই প্রকৃত কবি, নববর্ষের এরকম কাব্যিক শুভেচ্ছা জানাতে আর তো কাউকে দেখলাম না!

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ নববর্ষ সাজিদ ভাই !
বৈশাখী শুভেচ্ছা জানবেন !

২২| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: বৈশাখী শুভেচ্ছা অভি। !:#P !:#P !:#P

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বৈশাখী শুভেচ্ছা স্নিগ্ধ শোভন !

২৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার ...
অনন্য শব্দ বিন্যাস ...
ভালোলাগা সেই সংগে রইলো বৈশাখী শুভেচ্ছা ...
শুভ নববর্ষ ...

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বৈশাখী শুভেচ্ছা জানবেন নাসিফ !
ভালো থাকুন !

২৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৩

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা উদাস কিশোর !
শুভ নববর্ষ !

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

শ্রাবণ জল বলেছেন: শুভ নববর্ষ, অভি!

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ নববর্ষ, শ্রাবণ !

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩

সকাল রয় বলেছেন:
তবুও টেনে নেই বৈশাখি রুমাল__ কথামালায় ভীষণ রকমের মাদকাত___

অভি কবি শুভ নববর্ষ

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ নববর্ষ কবি !

২৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগো। শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ নববর্ষ হামা ভাই !

২৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৬

সীমানা ছাড়িয়ে বলেছেন: সহজ সরল সুন্দর ভাষায় লেখা। দারুন হয়েছে। ভাললাগা রেখে গেলাম।

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সীমানা ছাড়িয়ে !

পুরো বছর আনন্দে কাটুক !

২৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৪

আহসান জামান বলেছেন:
নিপুন কল্পে আকাঁ কাব্য, ভালো থাকবেন।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !
বৈশাখী শুভেচ্ছা রইলো !

৩০| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৫

অদৃশ্য বলেছেন:






ভালো লেগেছে লিখাটি, অভি...


শুভেচ্ছা
শুভকামনা...

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন !
বৈশাখী শুভেচ্ছা রইলো !

৩১| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !
বৈশাখী শুভেচ্ছা রইলো!

৩২| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ লেগেছে লেখাটা । প্রিয়তে নিয়ে গেলাম

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয়তে নেয়ার জন্য !

বৈশাখী শুভেচ্ছা জানবেন !

৩৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অতি চমৎকার।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই !
বৈশাখী শুভেচ্ছা জানবেন!

৩৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর !

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বৈশাখী শুভেচ্ছা অদ্বিতীয়া !

৩৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩২

ডট কম ০০৯ বলেছেন: বৈশাখের কবিতায় পূর্ন ভাল লাগা রেখে গেলাম।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বৈশাখী শুভেচ্ছা ডট কম ভাই !

৩৬| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চমৎকার । দেরীতে হলেও নববর্ষের শুভেচ্ছা । :)

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও বিলম্বিত নববর্ষের শুভেচ্ছা আদনান !

৩৭| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯

চটপট ক বলেছেন: ষোড়শীর খোলা চুলের উন্মাদনায় শান্ত যে নদীটি , সে আজ মাতাল হাওয়া বুকে নিয়ে সমুদ্রস্নানে যাবে বলে ...
পথে দেখা মেলে তৃষিত বটের মূল , শুকিয়ে যাওয়া হেমন্ত , বসন্তবেলার ক্লান্ত কালপুরুষ । খানিকটা এগোলেই নদীতীরেই দেখা মেলে বিবর্ণ রোদ চশমা হারিয়ে ফেলা বিষণ্ণ মানব , শেষ বিকেলে কিশোরের কান্না আর সন্ধ্যাতারায় ঝিঁঝিঁ পোকার আর্তনাদ।


আহ, কি অসাধারণ

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর চটপট ক !
ভালোই আছো আশা করি !
শুভকামনা সব সময়ের !

৩৮| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩১

মোঃ ইসহাক খান বলেছেন: সমস্ত ক্লেদ-মালিন্য মুছে যাক।

অনেক শুভেচ্ছা রইলো।

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা প্রিয় গল্পকার !
বৈশাখী ঝড়ের(বৃষ্টি ) অপেক্ষায় আছি !

৩৯| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৮

বকুল০৮ বলেছেন:
তোমাদের নগরীর কত দুঃখ !
কি হেমন্ত , কি বসন্ত , কি শীত !
কি কাশফুল , কি কৃষ্ণচূড়া , কি শিশিরকণা !
কি চাঁদের আলো !
তোমাদের নগরীর অশ্রু , ঘাম , ভগ্ন প্রেম আর ক্লান্ত প্রাণ সব বুঝি জড়ো হয়েছে নদীতটে । ।
-------------------
অনেক ভালো লাগা!

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা বকুল০৮ !
ভালো থাকুন ! আমার ব্লগে স্বাগতম !

৪০| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৯

একজন আরমান বলেছেন:
দ্বিতীয় প্যারা বেশি ভাল্লাগছে ;)

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: এমা ! একে ?
একজন আরমান নাকি ?
পথ ভুলে ব্লগে ?
ধন্যবাদ দোস্ত !
বাসি শুভ নববর্ষ !

৪১| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারন লিখেছেন। ভালো লাগলো।

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী !

শুভকামনা সব সময়ের !@

৪২| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৪

ক্লান্ত তীর্থ বলেছেন: মানসম্পন্ন লেখা বলা যায় এটাকে! :)


ভালো লেগেছে :)

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ক্লান্ত তীর্থ !
ভালো থাকা হোক !

৪৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৬

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অসাধারন হয়েছে

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বৃত্তবন্দী শুভ্র !
শুভ্রতা ছড়িয়ে পড়ুক !

৪৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

মশিকুর বলেছেন:
কবিতা চমৎকার! নতুন বছরের শুভেচ্ছা(বাসি) :)

ভাল থাকুন অভি ভাই।

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও মহাবাসি :) বাংলা নববর্ষের শুভেচ্ছা !
শুভকামনা সব সময়ের !

৪৫| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:০৩

শায়মা বলেছেন: শুভেচ্ছা ভাইয়া!!!:)

১৩ ই মে, ২০১৪ দুপুর ১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: বৈশাখী বিদায় শুভেচ্ছা আপু !

৪৬| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:১৭

মাহমুদ০০৭ বলেছেন: তবুও কুহকিনী আশা থাকে, নতুন বৈশাখ উড়িয়ে নেবে আমাদের নগরীর সব দুঃখ । স্বপ্নবাজের মতো স্বপ্ন থাকে অভিপ্রেত হিরন্ময় এক নগর উপহার দেবে সে......

অসাধারণ !
অনেক ভাল লাগা থাকল অভি ভাই ।

১৩ ই মে, ২০১৪ দুপুর ১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আমরা সবাই স্বপ্নবাজ মাহমুদ ভাই ! শুভকামনা সব সময়ের !

৪৭| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৩২

সুমন কর বলেছেন: সুন্দর !!

বিলম্ব শুভেচ্ছা...

১৫ ই মে, ২০১৪ রাত ১০:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও বিলম্ব শুভেচ্ছা সুমন দা !
হারিয়ে গিয়েছিলেন ,আবার এসেছেন দেখে ভালো লাগলো ! আমিও মাস খানেকের বিরতির পর এসেছি !

৪৮| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বৈশাখ এখন বাসী হলেও কবিতাটা ভালো লাগলো খুব

১৭ ই মে, ২০১৪ দুপুর ২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: বৈশাখ বিদায়ের শুভেচ্ছা বিনিময় করি তবে ~!

সব সময় ভালো থাকা হোক তনিমা !

৪৯| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

ঢাকাবাসী বলেছেন: দেরীতে পড়লুম, ভাল লাগল।

১৮ ই মে, ২০১৪ রাত ১০:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: দেরীতে হলেও পড়ার জন্য ধন্যবাদ ঢাকাবাসী !

৫০| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেমন আছেন অভি ?

খুব কি ব্যাস্ত হয়ে পরলেন ?

লেখা কই ?

ভালো থাকুন সব সময় ।

১৮ ই মে, ২০১৪ রাত ১০:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নচারী !
কিছুটা ব্যাস্ততা বেড়েছে , চাপ বেড়েছে ! সব মিলিয়ে ভালো আছি !
মাস খানেকের মত ব্লগের চেহারাই দেখিনি , সপ্তাহ খানেক হলো আবার সবার লিখা পড়ছি !
ইচ্ছা থাকলেও লিখতে পারছিনা ঠিক এক্ষুনি ! খুব শীঘ্রই নিজের মানসিক প্রশান্তির জন্য হলেও কিছু একটা নিয়ে আসবো !

অনেক অনেক শুভকামনা জানবেন !

৫১| ১৯ শে মে, ২০১৪ সকাল ১১:১১

সপ্নাতুর আহসান বলেছেন: চমৎকার কবিতা। ব্লগে আশা হয় নি বলে অনেক দিন পরে পড়লাম। ভাল লাগল

ষোড়শীর খোলা চুলের উন্মাদনায় শান্ত যে নদীটি , সে আজ মাতাল হাওয়া বুকে নিয়ে সমুদ্রস্নানে যাবে বলে .

১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আহসান ভাই !
শুভকামনা সব সময়ের !

৫২| ২৮ শে মে, ২০১৪ রাত ১০:৫২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
মনের অভিব্যক্তিকে শব্দের ছলে মুগ্ধ শিল্পে রূপ দিলেন নান্দনিক অবগাহনে ৷



শুভেচ্ছা ৷

২৮ শে মে, ২০১৪ রাত ১১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
সুন্দর থাকুন !

৫৩| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬

আলম দীপ্র বলেছেন: আমি আর কি বলব ! মুগ্ধ ! বৈশাখী ঝড়ের মতো মাতাল মুগ্ধতা !

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বৈশাখী শুভেচ্ছা দীপ্র !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.