নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

আমার গল্পের শেষাংশ !

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৮





- বিভত্স চাঁদ টা যেন ভয়ানক হয়ে ঊঠছে! তার বিমূর্ত আলোকছটায় ঝিঁঝিঁ পোকারা বিভ্রান্ত ছুটাছুটি তে মগ্ন ।। ঠাই দাঁড়িয়ে থাকা ইউক্যালিপটাস গাছ টার পাতার ফাঁকে চাঁদটা ক্রুর হাসি হাসে। মায়াবনের পঙ্গু পাখি গুলো তাতে বুঝি মাতালতায় আচ্ছন্ন ,আক্রান্ত হয় নিঠুর শূন্যতায় ! শূন্যতার চিৎকার যেন ওই বোবা চাঁদ টাকে স্পর্শ করেনা।



তার চেয়ে ওই হ্যালোজেন বাতির নীলাভ আলোতেই পেয়েছিলাম নীলপদ্ম! নীল নীলাঞ্জনা সেই নীল আলোতে তোমার চোখের পবিত্র মায়া আমাকে গ্রাস করেছিল। আমি তাতে মাতাল হয়ে ভালোবেসে ফেলেছি অনিশ্চয়তায়। প্রেম সুখে উন্মাদ আমি তোমার চোখে কাব্য খুঁজিনি !



চোখ জোড়া ভীষণ পোড়াচ্ছে! পোড়া চোখে তোমার প্রতিচ্ছায়া হাতছানি দেয়! একি শুধুই ভ্রম?নীল শাড়িতে নীলিমা হয়ে নীলপদ্ম হাতে তুমি আমার পাশে! মাতাল তোমার চোখ দুটি যেন দুঃখগ্রাসী নিমিষেই আমার সমস্ত অতৃপ্তি, সমস্ত বিষাদ, সমস্ত বোবা কান্না আর আধাঁরি হাহাকার কেড়ে নিল ওই ভয়ানক চাঁদ টাই !





তারপর তোমায় হারিয়ে যাওয়া! আমার পৃথিবী যেন থমকে থাকা জমাট বাধা প্রেমাংশুর! রক্তকণিকা গুলো তোমার স্পর্শ পেয়ে যেন উন্মাদনায় মেতেছে! তাতে নিখাদ পবিত্র প্রেম ছিল! আমার সমস্ত সত্ত্বা কেবল তোমার চোখের হাসি দেখতে চায়! তার জন্য বিশ্বজয়ের যেন বা হাতের কাজ!

অর্থহীন আবেগ নয়, এ কথা রক্তকণিকা গুলো বলছে! ওরা তোমার আমার সুখস্মৃতি গুলোতে থমকে আছে! ওরা বুকের বা পাশের রক্তক্ষরণ মানবেনা । ওরা লাল হয়ে উঠলেও চোখ দুটিকে কাঁদতে দেবেনা। ওরা নাকি তোমার চোখে প্রেম দেখেছে! ওরা দেখেছে নীল হ্যালোজেন এর ছায়ায় আমার হাতে তোমার সুখানুভূতি!



বিক্ষিপ্ত রক্তকণিকা গুলো তাই তোমার আমার বিচ্ছেদ মানতে পারেনা! ওরা বড্ড জ্বালাচ্ছে, চোখদুটো ভীষণ পোড়াচ্ছে! এতক্ষন তোমার পাশে থাকা কি সুখী কোন হ্যালুসিনেশন মাত্র? না , আমার রক্ত কনিকা গুলোর ছুটাছুটি বাড়িয়ে তুমি আরো কাছে ! থমকে থাকা আমি, ইউক্যালিপটাস গাছের পাতার ফাঁকে জায়গা করে নেয়া চাঁদটাকেই শুনাই আমার গল্পের উপসংহার!! (

মন্তব্য ৭৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৪

আমি স্বর্নলতা বলেছেন: চমৎকার কবিতা!!

০৫ ই জুন, ২০১৪ রাত ৯:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ স্বর্নলতা !
সুন্দর থাকুন !

২| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমি তাতে মাতাল হয়ে ভালোবেসে ফেলেছি অনিশ্চয়তায়।প্রেম সুখে উন্মাদ আমি তোমার চোখে কাব্য খুজিনি !

ভালো লাগলো লাইন খুব । শুভেচ্ছা

০৫ ই জুন, ২০১৪ রাত ৯:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল !
সুন্দর থাকুন !

৩| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: উপমাগুলো চমৎকার।

ভাল লাগল।

০৫ ই জুন, ২০১৪ রাত ৯:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ রিয়াদ !

ভালো থাকা হোক !

৪| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৪

মামুন রশিদ বলেছেন: অসাধারণ! শব্দ, উপমা, আবেগ, দৃশ্যপট- সব মিলিয়ে পাঠে মুগ্ধতা ।

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই !
অনেক ভালো থাকুন !

৫| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৯

ডি মুন বলেছেন: যথারীতি চমৎকার। আপনার কাব্য প্রতিভা নিয়ে বলার কিছু নাই।

সুতরাং যা নিয়ে বলার সেটা বলি, লেখায় অনেক বানান ভুল হয়েছে।

বিভত্স, বিমুর্ত, খুজিনি, আধাঁরি, সত্বা, রক্তক্ষরন, কাদতেঁ, এতক্ষন

মনে হচ্ছে একটু তাড়াহুড়ো করে লিখেছেন।


ধন্যবাদ এবং শুভকামনা

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , হুট করে মাথায় চাপলো লিখতে হবে , বের হবার তাগিদ ছিল , তাই কিছুটা তাড়াহুড়ো করেছি ! যখন মাথায় আসে তখনই না লিখে ফেললে পরে আর হয়না !

যদিও এটা কোন অযুহাত হয়না , খুব সাধারণ কিছু বানান ভুল হয়েছে যেটা উচিৎ না ।
ঠিক করে নিয়েছি, পাঠে কৃতজ্ঞতা !

৬| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল হয়েছে।

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
ভালো থাকুন !

৭| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০১

স্বপ্নছোঁয়া বলেছেন: অসাধারণ লেগেছে |

০৬ ই জুন, ২০১৪ রাত ১২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নছোঁয়া !
সুন্দর থাকুন !

৮| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অনিয়মিত দেখে ভাবলাম, আপনিও হারিয়ে গেলেন বুঝি! এখন দেখি দারুণ পোস্ট নিয়ে হাজির! :)
... এবং ... এবং .. ভালোলাগা ...

০৬ ই জুন, ২০১৪ রাত ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সব সময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন !
হুম কিছুটা অনিয়মিত ব্লগে এবং লেখায় দুটোতেই কিন্তু হারিয়ে যাবার নিয়ত নেই , কিছু পিছুটানে আসতেই হয় !!

সুন্দর থাকুন নাসিফ !

৯| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

রুপ।ই বলেছেন: চমৎকার । বিশেস করে এই লাইনটা ।

পোড়া চোখে তোমার প্রতিচ্ছায়া হাতছানি দেয়!

০৬ ই জুন, ২০১৪ রাত ১২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ রুপ।ই
আপনার নিকটা সুন্দর ।
বিশেষ কোন অর্থ আছে কি "।" এই চিহ্ন নামের মাঝখানে ব্যবহার করার?

সুন্দর থাকুন !

১০| ০৫ ই জুন, ২০১৪ রাত ৮:১৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৬ ই জুন, ২০১৪ রাত ১২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই !
ভালো থাকুন !

১১| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:১৭

সুমন কর বলেছেন: সুন্দর !! ++++

এরকম কিছু কবিতা লিখবে আমাদের জন্য। ভাল থেকো।

০৬ ই জুন, ২০১৪ রাত ১২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা !

অনেক শুভকামনা জানবেন !

১২| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:২০

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,


হুমমমমম ..... নীলাঞ্জনার নীল চোখ তো গ্রাস করবেই । ।

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন !

হুম , এমনটাই নিয়ম মনে হয় :)

১৩| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন:
তার চেয়ে ওই হ্যালোজেন বাতির নীলাভ আলোতেই পেয়েছিলাম নীলপদ্ম!

চমৎকার হে অভিকবি! তোমার লেখা পড়লেই মনে হয় মুক্তগদ্য কেন চেষ্টা করি না!

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ বাশিওয়ালা কবি :)

আপনার হাতে মুক্তগদ্য আরো বেশী চমকপ্রদ হবে আমার বিশ্বাস ,চেষ্টা করে দেখতে পারেন !

১৪| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৫৯

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল । শুভ কামনা রইল ।

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ দৃষ্টিসীমানা !
সুন্দর থাকুন !

১৫| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মুক্তগদ্য ভালো লেগেছে !

অনেক জায়গায় বাক্য শেষে যতি চিহ্নগুলো লেগে রয়েছে !
বেশ কিছু বানান ভুল চোখে পড়েছে !

আপনার কাছে প্রত্যাশা আরও বেশি ! ভালো থাকুন ।

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন স্বপ্নচারী !
বানান ভুল আর এই যতিচিহ্ন আমার প্রধান সমস্যা ! বানান ভুল টা একটু যত্ন নিলেই এড়ানো যাবে , আর "! " এই চিহ্ন আমার বদ-অভ্যাস বলতে পারেন !

আপনার প্রত্যাশার পারদ টা বুঝতে পারি , এই লেখাটা যে খুব যত্ন নিয়ে লিখেছি তা বলা যাবেনা , একেবারে না লিখার চেয়ে কিছু একটা লিখা দরকার তাই লিখলাম। ব্যস্ততা কমলে হয়তো আবার লেখালেখি শুরু করবো পুরোদমে !

সুন্দর থাকুন !

১৬| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:৪৯

পার্থ তালুকদার বলেছেন: ভালো লাগার মতো, ভালো লাগলোও তাই।

০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পার্থ তালুকদার !
ভালো থাকুন!

১৭| ০৬ ই জুন, ২০১৪ রাত ১:৩৭

বাংলার হাসান বলেছেন: চমৎকার লিখেছো অভি। অবশ্য তুমি বরাবরই চমৎকার লিখো।

০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !
ভালো থাকুন!

১৮| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:৫০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভাবনাগুলা চমৎকার!

০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া !

ভালো থাকুন অনেক !

১৯| ০৬ ই জুন, ২০১৪ ভোর ৬:২৭

মিনুল বলেছেন: অনেক ভালোলাগা আছে লেখাটিতে। শুভকামনা রইলো।

০৭ ই জুন, ২০১৪ রাত ৯:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মিনুল !
আমার ব্লগে স্বাগতম , সুন্দর থাকুন !

২০| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৮

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: চমৎকার!

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইশতিয়াক !
শুভকামনা সব সময়ের !

২১| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৬

চটপট ক বলেছেন: বর্তমান অবস্থার সাথে কবিতাটা পুরোপুরি মিলে গেছে :(

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: তাহলে তোমার জন্য স্পেশাল শুভকামনা !

২২| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৯

একজন ঘূণপোকা বলেছেন: আমিতো ভাবছিলাম কবিসাব বোধহয় গল্প লিখছে, ফেবুতে লিংক পেয়ে আসলাম।

অসাধারণ লেখা, দারুন সব উপমা। :)

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: যেভাবেই হোক এসেছেন তো ! আন্তরিক ধন্যবাদ জানবেন !

সুন্দর থাকুন !

২৩| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ।++++

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর ব্লগে আসলেন !
শুভকামনা জানবেন !

২৪| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

সাজিদ উল হক আবির বলেছেন: বেশ ভালো লাগলো অভি ভাই, আপনার গদ্যকবিতা অথবা কাব্যিক গল্প।
শুভকামনা রইল।

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আবির ভাই !
গদ্য হয়না আমাকে দিয়ে তাই গদ্যকবিতাই ভরসা !

শুভকামনা সবসময়ের !

২৫| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাবের জগতে চলে গেলুম +++

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ফিরে আসেন , নাইলে ভাবী ভাত দিবেনা :)

২৬| ০৭ ই জুন, ২০১৪ রাত ১:৪৪

শুঁটকি মাছ বলেছেন: ্নাতি আপনার লেখায় কত যে কাব্যিকতা|!!
:)

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আর বইলেন না নানী !
সুন্দর থাইকেন !

২৭| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

ওরা নাকি তোমার চোখে প্রেম দেখেছে! ওরা দেখেছে নীল হ্যালোজেন এর ছায়ায় আমার হাতে তোমার সুখানুভূতি!
...আর অসাধারণ লাগলো শেষ লাইনটা...

রিতিমতো চাপচাপ কষ্ট !

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে আসলেন আপু !

সুন্দর থাকুন !

২৮| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


হা হা হা :D

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: =p~ =p~ =p~

২৯| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:১১

অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর হইছে। তয় এবার প্যানপ্যানানি কান্দন বন্ধ হওয়া দরকার।

শুভকামনা নীলাঞ্জনা বয় B-)

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহাহ!
প্যানপ্যানানি কই দেখলেন , আপনি নিজেই তো বলেন লেখকের ব্যাক্তিগত জীবনের সাথে লেখার মিল খুঁজতে যাওয়া ঠিক না ! সুখী মানুষ কেন দুঃখের কবিতা লিখতে পারবেনা ? জাতীর বিবেকের কাছে প্রশ্ন :)

সুন্দর থাকুন , আপনার আর বাবুইয়ের জন্য শুভকামনা !

৩০| ১১ ই জুন, ২০১৪ রাত ১:৩৪

রোমেন রুমি বলেছেন:

সুন্দর !

১১ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !
অনেক দিন পর আপনাকে পেলাম !
শুভকামনা জানবেন !

৩১| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৪

মোঃ ইসহাক খান বলেছেন: শব্দচয়ন চমৎকার!

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা জানবেন প্রিয় গল্পকার !

৩২| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৪

এহসান সাবির বলেছেন:
তারপর তোমায় হারিয়ে যাওয়া......................................!!!


ভালো থাকুন।

২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনিও ভালো থাকুন সাবির ভাই !
আপনাদের জন্যই লিখা হয় আসলে !

৩৩| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই !

৩৪| ২০ শে জুন, ২০১৪ রাত ৯:৪০

মাহমুদ০০৭ বলেছেন: শব্দকে নাচাতে আর বাকাতে পারেন আপনি ।
মুগ্ধতা ।

ভাল থাকুন প্রিয় অভি ভাই ।

২২ শে জুন, ২০১৪ রাত ১১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই !
সুন্দর থাকুন !

৩৫| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ইখতামিন বলেছেন:
তারপর তোমায় হারিয়ে যাওয়া! আমার পৃথিবী যেন থমকে থাকা জমাট বাধা প্রেমাংশুর! রক্তকণিকা গুলো তোমার স্পর্শ পেয়ে যেন উন্মাদনায় মেতেছে! তাতে নিখাদ পবিত্র প্রেম ছিল! আমার সমস্ত সত্ত্বা কেবল তোমার চোখের হাসি দেখতে চায়! তার জন্য বিশ্বজয়ের যেন বা হাতের কাজ!

অনেক ভালো লাগলো +

২২ শে জুন, ২০১৪ রাত ১১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইখতামিন !
অনেক দিন পর দেখা পেলাম !

৩৬| ২৪ শে জুন, ২০১৪ রাত ৮:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর লেখাটি কীভাবে দৃষ্টির আড়ালে চলে গেলো :(

স্বপ্নবাজ অভিকে অনেক শুভেচ্ছা :)

২৫ শে জুন, ২০১৪ রাত ১২:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই !
আপনাকেও শুভেচ্ছা !

৩৭| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:২৩

জুন বলেছেন: অপরূপ উপমায় নীল নীল এক কাব্যগীতি স্বপ্নবাজ অভি
+

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
সুন্দর থাকুন !

৩৮| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:



নীল শাড়িতে নীলিমা নীলপদ্ম হাতে দাড়িয়ে থাকুক কবির জন্য অনন্ত কাল।


ভালো লাগা রেখে গেলাম।

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ শোভন :)
শুভকামনা সব সময়ের !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.