নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

অযাচিত চুক্তি !!

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৫





একবার পথিক সেজেছিলাম,

অন্ধ পথিক !

কার্যত অন্ধত্ব আমাদের দিয়ে গেছে

নরকের অনাহূত দূত।

অথচ কিংবদন্তীরাও অন্ধ ছিল

তথাপি দেখেছে পৃথিবীর অসমাপ্ত আর্তনাদ!

ঈশ্বরের গৃহে অগ্নি সংযোগের

পেছনেও নাকি কোন অযাচিত চুক্তির গ্লানি মাখা ছিল !





সেদিন পথিক আমি , দেখেছি সোনালী ডানার চিলের

বিচ্ছিন্ন অহংকার !

আচ্ছা পাখিরা কি দেখতে পায় ?

আট রঙ্গা রংধনুর বিষণ্ণ কালোটাকে?

শুনেছি এখনো রোজ নরকে মিটিং বসে , নরকের বিষাক্ত কিটগুলোও বিষ্মিত হয় আমাদের সমাজনীতি , রাজনীতি , অর্থনীতির ডেডলকে আটকে থাকা অন্ধত্ব দেখে !



বহুবর্ণী , বহুধর্মী ছিল আমার পথচলা !

পরাজয় মেনে নেয়া শুভ্র দুপুরের সাথে দেখা হলো ! অবিশ্বাস্য অহংবোধে স্মৃতির পেয়ালার স্পর্শটুকু ধরে আছে শুভ্রতায়।

ঈশ্বরের গৃহে যে আগুন লেগেছে শুভ্র দুপুর তা জানেনা । অতশত কথায় না গিয়ে ব্যাস্ত আমি জানিয়ে দিলাম অযাচিত চুক্তির মূল শর্তঃ

" আমাদের মৃত্যু , ওদের আ্নন্দ " !!

চুক্তি পত্রের অন্ধত্বের প্রতিবাদে, এক খন্ড অন্ধকার চেয়ে বসলো শুভ্রতা!

----------সে হেমলক চায়---------- !!





শুভ্রতাকে ছায়াহীন মৃত্যু দিয়ে

খানিক বাদেই দেখা মিললো

নষ্ট অতীতের বিমর্ষ ধারক অথচ স্নিগ্ধতার পোশাকে

------------ধূসর বিকেল-------- !

শুভ্রতার বিষাক্ত সর্বশেষ চুম্বনে

--------- আচ্ছন্ন ------- !

পৃথিবীর আজন্ম পাপে নূহ্য !



তারপর গুটিসুটি মেরে বসে থাকা শিশুরাত্রি , নাকি সাঝবেলা ! বাতিঘরের শূন্যতা ভুলে বসে আছে ... । অন্য পৃথিবীর চাঁদ উঠে সাঝবেলার আধাঁরে। চাঁদ কি জানে অন্ধকারের ইতিবৃত্ত? রোজ রাতে যে পৃথিবীর ঐ প্রান্তে কেউ আমাদের মগজ ভাজি খায় প্রাতরাশে , নীল হয়ে যাওয়া রক্তের ঝোল মিশিয়ে ! চাঁদের আলো ওদের জন্য উল্লাসের উপাদান , আমাদের দীর্ঘশ্বাস !

---------- তার চেয়ে অন্ধত্বই উত্তম ----------- !



রাত পেরোলেই ভোর হয় , সূর্যটাকে আমার কিংবা আমাদের পরাজিত চোখে মনে হয় ঠাইঁহীন , একা !

রোজ ভোরেই আমার সঙ্গী বাড়ে , সবাই মিলে হেটে চলি , ঈশ্বরের পুড়ে যাওয়া গৃহপানে!

সবাই অন্ধ।

মন্তব্য ৯৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৭

শুঁটকি মাছ বলেছেন: অসাধারণ নাতি! অসাধারণ! মুগ্ধ হয়ে গেলাম।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: :) আন্তরিক ধন্যবাদ জানবেন নানী!

২| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৪

মৃদুল শ্রাবন বলেছেন: চমৎকার একটা কবিতা।

পথিকের একটি দিনের পথচলা অন্ধত্ব নিয়ে শুরু হয় তারপর শুভ্রতার বিষাক্ত সর্বশেষ চুম্বনে চাঁদের আলোয় মগজ ভাজির উৎসব পাড়ি দিয়ে ভোরের আলোয় পরাজিত সতীর্থের সাথে ঈশ্বরের কাছে যাচ্ছেন। ভালো লাগছে। তবে মাঝখানে কালের শৃঙ্খলায় একটু গড়মিল চোখে পড়লো। পথে আপনি বিকেলে সোনালী ডানার চিল দেখেছেন তারপর পরাজিত শুভ্র দুপুর!!!

বিকেলের পরে দুপুরটা বেমানান লাগছে।

এনিওয়ে ভালোলাগার মতো একটা কবিতা।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , সময় ক্রম টা গুলিয়ে গিয়েছিল দেখি !
বিকেল টাই হাওয়া করে দিলাম , আপনাকে অনেক ধন্যবাদ বিষয় টা নজরে নিয়ে আসার জন্য ।
মনোযোগী পাঠে কৃতজ্ঞতা রইলো !

৩| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১:১৭

অর্বাচীন পথিক বলেছেন: মুগ্ধ হবার মত কবিতা,
আপনি পথিক সেজেছেন।

আমি ও কিন্তু পখিক তবে অরজিনাল :P :P
"আরবাচীন পথিক"

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম পথিক সাজলাম কিন্তু আপনাদের জন্য সুখকর কোন ভ্রমণকাহিনী উপহার দিতে পারলাম না , অন্ধ পথিক যে ! :)

আপনার নিক টা সুন্দর , আরবাচীন পথিক ! অরজিনাল পথিক :)
আমার ব্লগে স্বাগতম , শুভকামনা জানবেন !

৪| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ২:০৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আবারো একটা চমৎকার লেখা, আমি লেখা বলবো না ঠিক এটারে, এটা একটা কাজ, মনোহারী মনোমুগ্ধকর কাজ কিংবা বলা যায় সুচারু কারুকাজ ...

আবারো মুগ্ধ করলেন অভি...

প্রথমে চেয়েছিলাম কোট করি কয়েকটা লাইন, যেগুলো বেশি ভালো, শেষে এসে দেখি সবগুলোই অসাম, স্পেশালী প্রতিটা প্যারার শেষটুকু টানলো আমারে সবচে...

যেমন,

অতশত কথায় না গিয়ে ব্যাস্ত আমি জানিয়ে দিলাম অযাচিত চুক্তির মূল শর্তঃ
" আমাদের মৃত্যু , ওদের আ্নন্দ " !!
চুক্তি পত্রের অন্ধত্বের প্রতিবাদে, এক খন্ড অন্ধকার চেয়ে বসলো শুভ্রতা!
----------সে হেমলক চায়---------- !!


তারপর, এই প্যারার সবটাই ভালো...

শুভ্রতাকে ছায়াহীন মৃত্যু দিয়ে
খানিক বাদেই দেখা মিললো
নষ্ট অতীতের বিমর্ষ ধারক অথচ স্নিগ্ধতার পোশাকে
------------ধূসর বিকেল-------- !
শুভ্রতার বিষাক্ত সর্বশেষ চুম্বনে
--------- আচ্ছন্ন ------- !
পৃথিবীর আজন্ম পাপে নূহ্য !



এইটা তো সুপার্ব....

শুনেছি এখনো রোজ নরকে মিটিং বসে , নরকের বিষাক্ত কিটগুলোও বিষ্মিত হয় আমাদের সমাজনীতি , রাজনীতি , অর্থনীতির ডেডলকে আটকে থাকা অন্ধত্ব দেখে !

দ্বিতীয় ভালোলাগা (+) দিয়ে মার্ক করলাম...

১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: এমন মন্তব্যের প্রতি-উত্তর কি হতে পারে ?
বুঝতে পারছিনা , আপনার তৃপ্তিময় পাঠে কৃতজ্ঞ বোধ করছি !
শুভকামনা সব সময়ের নাসিফ !

৫| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ২:১১

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: চুক্তি পত্রের অন্ধত্বের প্রতিবাদে, এক খন্ড অন্ধকার চেয়ে বসলো শুভ্রতা!
----------সে হেমলক চায়---------- !![/sb

শব্দের ভেতরে মুড়িয়ে রাখা অনুভূতিগুলো অনেকটাই ধরতে পারলাম । অসম্ভব লিখেছেন ।

শুভকামনা রইলো ।

:-B

১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রইলো পার্সিয়াস রিবর্ণ ।
পাঠে কৃতজ্ঞতা , ভালো থাকুন সব সময় !

৬| ১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৫:৫০

জাফরুল মবীন বলেছেন: “সবাই অন্ধ”-মাত্র দুটো শব্দে মানব চরিত্রের সবচেয়ে গুরুত্ববহ চারিত্রিক গুণটি ফুটে উঠেছে।কবিতায় শব্দের কারুকাজের জন্য অভিনন্দন কবিকে।

১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জাফরুল মবীন !
আপনার উপলদ্ধি এবং পাঠে কৃতজ্ঞতা রইলো !

৭| ১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৫

সুমন কর বলেছেন: সূর্যটাকে আমার কিংবা আমাদের পরাজিত চোখে মনে হয় ঠাইঁহীন , একা !
রোজ ভোরেই আমার সঙ্গী বাড়ে , সবাই মিলে হেটে চলি , ঈশ্বরের পুড়ে যাওয়া গৃহপানে!
সবাই অন্ধ।


অসাধারণ হয়েছে !!

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা!
সুন্দর থাকুন !

৮| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সেইরকম একটা শুরু লেখার , আসলেই ভালো লাগা রইল । অনেকদিন পর লেখা । এতদিন কই ছিলেন ?

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ছিলাম তো আশেপাশেই !
মাঝে একটা গ্যাপ ছিল ।
শুভেচ্ছা রইলো নাজমুল !

৯| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: রাত পেরোলেই ভোর হয় , সূর্যটাকে আমার কিংবা আমাদের পরাজিত চোখে মনে হয় ঠাইঁহীন , একা !


অসাধারণ কবিতা+++

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ কিছুদিন পর আপনাকে পেলাম !
শুভকামনা রইলো !

১০| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৭

টুম্পা মনি বলেছেন: রোজ ভোরেই আমার সঙ্গী বাড়ে , সবাই মিলে হেটে চলি , ঈশ্বরের পুড়ে যাওয়া গৃহপানে!
সবাই অন্ধ।

অসাম। অসাম। অসাম। অনেক ভাল লাগল। পেলাস।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পরে আপনার পেলাসে আনন্দিত টুম্পা মনি !
শুভকামনা থাকলো !

১১| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৫

চটপট ক বলেছেন: শুনেছি এখনো রোজ নরকে মিটিং বসে , নরকের বিষাক্ত কিটগুলোও বিষ্মিত হয় আমাদের সমাজনীতি , রাজনীতি , অর্থনীতির ডেডলকে আটকে থাকা অন্ধত্ব দেখে


অসাধারণ

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা মাহফুজ , ভালো থাকো !

১২| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৬

অন্ধবিন্দু বলেছেন:

স্বপ্নবাজ অভি,
তবুও দীর্ঘশ্বাসে বিশ্বাস রাখি
চন্দ্রচোখে অন্ধত্ব মাখি ...

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: তবুও দীর্ঘশ্বাসে বিশ্বাস রাখি
চন্দ্রচোখে অন্ধত্ব মাখি ...

চমৎকার বলেছেন , শুভেচ্ছা রইলো অন্ধবিন্দু !

১৩| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হামা ভাই !

১৪| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৩

বেকার সব ০০৭ বলেছেন: এক কথায় অসাধারন কবিতা দু চোখ খুলে পড়লাম কবিতাটা

রোজ ভোরেই আমার সঙ্গী বাড়ে , সবাই মিলে হেটে চলি , ঈশ্বরের পুড়ে যাওয়া গৃহপানে!
সবাই অন্ধ।

২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম আমরা সবাই অন্ধ !
অন্ধত্বের শুভেচ্ছা বেকার সব ০০৭ :)
সুন্দর থাকুন !

১৫| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

বেপরোয়া বেদুঈন বলেছেন: সেদিন পথিক আমি , দেখেছি সোনালী ডানার চিলের
বিচ্ছিন্ন অহংকার !
আচ্ছা পাখিরা কি দেখতে পায় ?
আট রঙ্গা রংধনুর বিষণ্ণ কালোটাকে?
শুনেছি এখনো রোজ নরকে মিটিং বসে , নরকের বিষাক্ত কিটগুলোও বিষ্মিত হয় আমাদের সমাজনীতি , রাজনীতি , অর্থনীতির ডেডলকে আটকে থাকা অন্ধত্ব দেখে !
------ অনবদ্য কয়েকটি পঙক্তি পাঠ করলাম ।

২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রইলো বেপরোয়া বেদুঈন !
আমার ব্লগে স্বাগতম !

১৬| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

ঈশ্বরের গৃহে যে আগুন লেগেছে শুভ্র দুপুর তা জানেনা । অতশত কথায় না গিয়ে ব্যাস্ত আমি জানিয়ে দিলাম অযাচিত চুক্তির মূল শর্তঃ
" আমাদের মৃত্যু , ওদের আ্নন্দ " !!



ভালো লাগলো অভি ভাই। শুভেচ্ছা।

২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া !
ভালো থাকুন সব সময় !

১৭| ১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

মামুন রশিদ বলেছেন: অনেক দিন পর পুরনো ফর্মে অভি :)


অসাধারন!

২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: :)
ধন্যবাদ মামুন ভাই , ফর্ম ফিরে পাওয়া উপভোগ করছি , অফফর্ম , অনফর্ম সব সময় পাশে থাকার কৃতজ্ঞতা জানবেন !

১৮| ১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

ট্রোল বলেছেন: ভাল লাগল

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ট্রোল !
আমার ব্লগে স্বাগতম ~!

১৯| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৮

সায়েম মুন বলেছেন: রক্তের জোল > ঝোল হওয়ার কথা।

কবিতা খুব ভাল লেগেছে।

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম ভাই !
ঝোল করে নিয়েছি :)
ভালো থাকুন !

২০| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৬

ডি মুন বলেছেন: ভালো লাগলো। শুভকামনা রইলো।

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ডি মুন !
ভালো থাকুন !

২১| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫২

আরজু মুন জারিন বলেছেন: শুভ্রতাকে ছায়াহীন মৃত্যু দিয়ে
খানিক বাদেই দেখা মিললো
নষ্ট অতীতের বিমর্ষ ধারক অথচ স্নিগ্ধতার পোশাকে
------------ধূসর বিকেল-------- !
শুভ্রতার বিষাক্ত সর্বশেষ চুম্বনে
--------- আচ্ছন্ন ------- !
পৃথিবীর আজন্ম পাপে নূহ্য !

ভাল লাগল এই অংশ টুকু ।অনেক শুভেচ্ছা রইল।

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ !
পাঠে , কৃতজ্ঞতা ।
সুন্দর থাকুন !

২২| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৬

এম. এ. হায়দার বলেছেন: অন্য পৃথিবীর চাঁদ উঠে সাঝবেলার আধাঁরে। চাঁদ কি জানে অন্ধকারের ইতিবৃত্ত? রোজ রাতে যে পৃথিবীর ঐ প্রান্তে কেউ আমাদের মগজ ভাজি খায় প্রাতরাশে , নীল হয়ে যাওয়া রক্তের ঝোল মিশিয়ে !


ডোজটা কড়া লাগল...
+++

২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আরো কড়া দিতে চেয়েছিলাম :)
শুভেচ্ছা জানবেন !

২৩| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বিষন্ন পরিভ্রমণে চুক্তিবদ্ধ স্বাপ্নিকরা ৷


---------- তার চেয়ে অন্ধত্বই উত্তম -----------


সবাই অন্ধ।



তারপরও স্বপ্ন দেখি আমি ও আমরা ৷

২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , স্বপ্ন দেখতে হয় বলে , বেঁচে থাকা আবশ্যক তো !
শুভেচ্ছা রইলো !

২৪| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: শুরুটা চমৎকার ভাবে করেছ।

২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !
ভালো থাকুন !

২৫| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা পড়ে ভালো লাগছে! তবে এক প্যারার সাথে আরেক প্যারার লিংকটা তেমন জমেনি, সেখানে খাপছাড়া একটা ভাব চোখে ধরা পড়লো!

আট রঙ্গা রংধনু উপমাটা দেখি বেশ জনপ্রিয়, এর আগেও পরিচিত বেশ কয়েকজন কবির কবিতায় উপমাটা পড়ছি!

২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !
আসলে প্রতিটা প্যারাতে ভিন্ন ভিন্ন একটা দৃশ্যপটেই বেশী মনোযোগী ছিলাম তাই এই দিকটায় খেয়াল করিনি , ইচ্ছেকৃত বলতে পারেন !
শুভকামনা জানবেন !

২৬| ২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই !

২৭| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪

অপ্রকাশিত কাব্য বলেছেন: অসাধারন

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জানবেন অপ্রকাশিত কাব্য !

২৮| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !
সুন্দর থাকুন !

২৯| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: লাইনগুলো দারুণ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রফেসর শঙ্কু ! আপনাকে দেখে ভালো লাগল , এই পোষ্টের আগের কবিতা পোষ্ট টা আপনার অনুপ্রেরনায় লিখা !

৩০| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: ১২ +++++ ভ্রাতা :)
তবে ডেডলক শব্দের ব্যবহার ভালো লাগে নি ।
কেমন আছেন ? :)

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: এতদিন পরে আপনাকে দেখে আমি বাকরুদ্ধ ভ্রাতা !
আশা করি , খুবই ভালো আছেন , আমি ভালো আছি ! নিয়মিত হচ্ছেন আশা করি !

৩১| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০১

এহসান সাবির বলেছেন: চমৎকার।

ভালোলাগা জানিয়ে গেলাম।

২৭ শে জুলাই, ২০১৪ রাত ২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সাবির ভাই, আপনারা আসেন বলেই লিখি!
সুন্দর থাকুন!

৩২| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ২:০০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমার তো মনে হয় এমন এক্সপেরিমেন্ট করবার দিন ফুরাইসে আপনার। এইবার সিরিয়াস হইতেই পারেন।

নাকি আইলস্যামি আরো বাড়ছে? :P

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: আইলসামি জিনিস টা মজার ভাইয়া! কমে নাই এট্টুক বলতে পারি!
এক্সপেরিমেন্ট আর সিরিয়াস হওয়া দুইটা একসাথে চালানো গেলে আমি আছি :)
অনেক ধন্যবাদ ভাইয়া!

৩৩| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৩:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


খুবই চমৎকার কবিতা।

ভাল থাকিস ভাই আমার।

২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!
আপনি এসেছেন খুশি হয়েছি!

৩৪| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৯

ইমিনা বলেছেন: রাত পেরোলেই ভোর হয় , সূর্যটাকে আমার কিংবা আমাদের পরাজিত চোখে মনে হয় ঠাইঁহীন , একা !
রোজ ভোরেই আমার সঙ্গী বাড়ে , সবাই মিলে হেটে চলি , ঈশ্বরের পুড়ে যাওয়া গৃহপানে!
সবাই অন্ধ।
...
প্রতিটি শব্দকেই আপন আপন মনে হয়। ভালোলাগা রেখে গেলাম :) :)

২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ইমিনা :)
শব্দগুলো আপনার, আমার সবার! তাই আপন ....
আপনার ভালোলাগা যত্নে থাকবে, কথা দিলাম :)

৩৫| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৭

অদ্বিতীয়া আমি বলেছেন: +++

কবিতা ভালো লেগেছে । ভালো লাগলো যে আপনি ধারাবাহিক ভাবে চমৎকার লিখছেন , ইদানিং ব্লগাররা বেশ অনিয়মিত ।

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা অদ্বিতীয়া!
আপনাকে দেখে ভালো লাগলো, মাঝে কিছুদিন ছিলাম না, এখন আবারো নিয়মিত হচ্ছি!
ঈদের আগাম শুভেচ্ছা রইলো!

৩৬| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৯

রাজিব বলেছেন: আপনার শব্দ চয়ন বেশ ভাল লাগলো। ঈদের শুভেচ্ছা।

২৮ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রাজিব! আপনাকেও ঈদের শুভেচ্ছা!

৩৭| ২৮ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৫১

আরজু মুন জারিন বলেছেন: অথচ কিংবদন্তীরাও অন্ধ ছিল
তথাপি দেখেছে পৃথিবীর অসমাপ্ত আর্তনাদ!
ঈশ্বরের গৃহে অগ্নি সংযোগের
পেছনেও নাকি কোন অযাচিত চুক্তির গ্লানি মাখা ছিল ! :#> :#> :#>

চমৎকার কবিতা। অনেক ভাললাগা। ভাল থাকবেন অভি। ...অনেক শুভকামনা। ..রইল।

তার সাথে ঈদ মোবারক।

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আবারো ধন্যবাদ আপনাকে!
ঈদের শুভেচ্ছা রইলো, সুন্দর থাকুন!

৩৮| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০০

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: এক কথায় অসাধারণ লেগেছে কবিতাটি।
''সবাই অন্ধ'।
শুভকামনা রইলো......

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রইলো নাহিদ! আমার ব্লগে স্বাগতম!
ঈদ মোবারক!

৩৯| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৩

অপ্‌সরা বলেছেন: ভীষন ভালো লাগা!!!


আমি তো সব সময়ই তোমার ফ্যান ভাইয়া!!!

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু! আপনাকে চিনতে পেরে ভালো লাগছে!
ঈদ মোবারক!

৪০| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক +

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ মোবারক বন্ধু!

৪১| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৪০

এম. এ. হায়দার বলেছেন: ঈদ মোবারক!!

আর কোন জায়গা নেই, তাই এখানেই দিলাম। :)

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ মোবারক হায়দার ভাই!
জায়গাটা আমারও পছন্দের :)

৪২| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৫০

সাজিদ উল হক আবির বলেছেন: প্রিয় অভি ভাই, আপনার সমস্ত লেখনীই যেন একটা নিপুন চিত্রকর্ম বা ভাস্কর্যের মোর তিলে তিলে অনেক যত্ন নিয়ে আপনি গড়ে তোলেন। আপনার প্রতিটা শব্দের প্রয়োগ সুচিন্তিত। আপনার লেখার প্রতি ডেডিকেশন মুগ্ধ হবার মত।

আরও বেশী লিখুন, কারণ আপনার লেখা যদি ভালও হয়, কিন্তু সংখ্যাধিক্য বজায় না রাখলে মানুষের চোখে পড়বে না, যেটা আপনার লেখার প্রতি অবিচার হবে।

সর্বদা শুভ কামনা। :)

০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই, চমৎকার মন্তব্যের জন্য!
আপনার মন্তব্য টি অবশ্যই আমাকে প্রেরণা দিবে ....
শখ আর নিজের ভাবনা গুলো শেয়ার করার লক্ষ্য নিয়েই লেখি।

যখনই লিখতে মন চায়, তখনই লিখি .... আপনাদের পাশে পাই বলেই লিখি
সুন্দর থাকুন সাজিদ ভাই!

৪৩| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ , পাঠে কৃতজ্ঞতা !

৪৪| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৭

আলম দীপ্র বলেছেন: প্রথম ভালো লাগা ।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: কেমনে কি ? এর আগে ১২ টা ভালোলাগা জানানো ছিল যে !
পড়ার জন্য ধন্যবাদ , আপনারটা সম্ভবত ১৩ তম ভালোলাগা !

৪৫| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪

আলম দীপ্র বলেছেন: Bollam apnar post te amr prothom balolaga

২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আচ্ছা , বুঝছি তার মানে এর আগে আর কোন পোষ্ট ভালো লাগে নেই !
শুনে প্রীত হলাম আলম দীপ্র !
আমার ব্লগে স্বাগতম !

৪৬| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১১

আলম দীপ্র বলেছেন: আরে আগে আপনার পোস্ট পড়ি নাই । আমি তো ব্লগে নতুন । আপনি তো ভাল প্যাঁচ লাগাতে পারেন
!!!!!!!!!!!!!!!!!

২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: হহাহাহা! সেটা বুঝতে পেরেছি , প্রথম ভালো লাগা বলতে ব্লগে বুঝায় সেই পোষ্টের প্রথম লাইক কিংবা ভালোলাগা টা ! কেউ যখন বলে প্রথম ভালোলাগা তখন লেখক বুঝে নেয় সেই দিয়েছে , তারপর কেউ দিলে সেটা দ্বিতীয় , তৃতীয় , চতুর্থ এমন হয় আর কি !
প্যাচ মনে করার কোন দরকার নাই , আপনার সাথে আলাপচারিতা উপভোগ করেছি , সুন্দর থাকুন !

৪৭| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮

খোরশেদ খোকন বলেছেন: " রোজ রাতে যে পৃথিবীর ঐ প্রান্তে কেউ আমাদের মগজ ভাজি খায় প্রাতরাশে , নীল হয়ে যাওয়া রক্তের ঝোল মিশিয়ে!"

চমৎকার, একটা কবিতা পড়লাম, শুভেচ্ছা...

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে !
এত পুরাতন পোষ্ট ঘেঁটে পড়ার জন্য
শুভেচ্ছা রইলো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.