নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

কোন এক পূর্ণিমায় আর শ্রাবণের শেষ বিকেলে !!

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০১

কোন এক পূর্ণিমায়







বাতাসের হিল্লোলে অনির্ধারিত অন্তিম শূণ্যদৃষ্টি ।

আংশিক মেঘলা আকাশ , ক্লান্ত হাওয়া আর আমাদের নিজস্ব জোছনা । আকাশের বুকে সাদা ছোপ ছোপ মেঘ , মনে হয় হাজার বছর পেরিয়ে আসা চন্দ্রোৎসব দেখতেই আসন গেড়েছে ! অথচ বৃষ্টিপাতের নিয়মনীতির থোড়াই কেয়ার করে সেদিন জোছনা বিলাস হয়েছিল;

যুবতী নদীর জলের উপরে জোছনার ছায়া কিংবা দূর হতে উড়ে আসা পাখিদের নীড়ে জোছনার ছায়া

সভ্যতাকে

একদিনের জন্য হলেও

উদাসী করতে পারেনা ।

সভ্যতার আকাশে শুধুই মেঘ ,

যে মেঘে বৃষ্টিপাত নিষিদ্ধ !

-------------------------

শ্রাবণের শেষ বিকেলে











হয়তো সহশ্র বছর পরে

কোন এক বৃষ্টিমুখর দিনে

এই কৃষ্ণচূড়া গাছটি থাকবে এমনই

এভাবেই ঝুম বৃষ্টিতে শেষ বিকেলে

আমাদের মতই অন্য কারো অপেক্ষায়

তখনো ঘড়িতে বাজবে ৫টা ২০

সেদিন কেউ জানবেনা আমাদের কথা !

তাতে কি ?

আমাদের স্নিগ্ধ বিকেলের শ্রাবণ উল্লাস

কিংবা মরীচিকা সন্ধ্যার হলুদ বাতি

অথবা চিৎকার করে গাইতে থাকা বৃষ্টি-গান

অমর !

এভাবেই

এই শ্রাবণের শেষ বিকেলে

শ্রাবণজলের

মাখামাখিতে তুমি – আমি !

বৃষ্টিকাল

রৌদ্রকাল

মেঘলাকাল

সবকালে, এভাবেই অসংখ্য প্রলাপে

অকারণে , শুভ্রতায়

সারাক্ষণ , ঝিরিঝিরি বৃষ্টিতে

ভেবে ভেবে মেঘমালায়

তুমি আমি

বৃষ্টি নামাবো !

মন্তব্য ১১০ টি রেটিং +১২/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৮

বটবৃক্ষ~ বলেছেন:


ওয়াওওওও!!!!!!!!! ^_^ ^_^

এই শ্রাবণের শেষ বিকেলে
শ্রাবণজলের
মাখামাখিতে তুমি – আমি !
........
তুমি আমি
বৃষ্টি নামাবো !


লাভড ইট!!!!!!!!!

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আরে এ কে ?
বট গাছ ব্লগে , অনেক দিন পরে !

আপনার উপস্থিতিও শ্রাবণের মতই স্নিগ্ধ !
শুভেচ্ছা বটবৃক্ষ !

২| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ লাগলো পড়তে।

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি ! সুন্দর থাকুন !

৩| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১১

আমিনুর রহমান বলেছেন:



বটবৃক্ষ~ বলেছেন:


ওয়াওওওও!!!!!!!!! ^_^ ^_^

এই শ্রাবণের শেষ বিকেলে
শ্রাবণজলের
মাখামাখিতে তুমি – আমি !
........
তুমি আমি
বৃষ্টি নামাবো !

লাভড ইট!!!!!!!!!



:P :P :P

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: একটা জিনিসে মিল আছে , দুইজনই অনেক দিন পরে ব্লগে আসছেন !
১ম কমেন্টের প্রতি উত্তর দ্রষ্ট্রব্য ! :P :P :P :P :P :P :P

৪| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমাদের স্নিগ্ধ বিকেলের শ্রাবণ উল্লাস
কিংবা মরীচিকা সন্ধ্যার হলুদ বাতি
অথবা চিৎকার করে গাইতে থাকা বৃষ্টি-গান
অমর !
এভাবেই
এই শ্রাবণের শেষ বিকেলে
শ্রাবণজলের
মাখামাখিতে তুমি – আমি
-অসাধারণ!!

মাত্র চোখে পড়লো চমৎকার পোস্টটা ...

৩য় ভালোলাগা +++ ...

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা নাফিস ! আপনার সর্বশেষ পোষ্টটার ভালোলাগা আরেকবার এখানে জানালাম !
সব সময় সাথে থাকার কৃতজ্ঞতা জানবেন !

৫| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭

ইমিনা বলেছেন: অন্নেক অন্নেক সুন্দর হয়েছে :)

(প্রচন্ড ভালোলাগা বোধ থেকে কার মতো করে যেন অনুভূতি প্রকাশ করে ফেললাম। এখন তা মনে পড়ছে না)
:( :( :(

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ইমিনা !

আমিও ঠিক মনে করতে পারছিনা এভাবে কে অনুভূতির প্রকাশ ঘটায় !
যার মত করেই হোক , পড়েছেন , অভিমত জানিয়েছেন এই জন্য অনেক ধন্যবাদ !

৬| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


++++++ :) :)

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: প্লাস ফেরত দিতে পারায় আপনাকে অভিনন্দন !

৭| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো অভি। +++++++

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন !

৮| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৯

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর +++++++ ।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা !

৯| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

আরজু মুন জারিন বলেছেন: বাতাসের হিল্লোলে অনির্ধারিত অন্তিম শূণ্যদৃষ্টি ।
আংশিক মেঘলা আকাশ , ক্লান্ত হাওয়া আর আমাদের নিজস্ব জোছনা । আকাশের বুকে সাদা ছোপ ছোপ মেঘ , মনে হয় হাজার বছর পেরিয়ে আসা চন্দ্রোৎসব দেখতেই আসন গেড়েছে ! অথচ বৃষ্টিপাতের নিয়মনীতির থোড়াই কেয়ার করে সেদিন জোছনা বিলাস হয়েছিল :( ;) B-)

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হয়েছিল তো জোছনা বিলাস , বৃষ্টি ও হয়েছিল ! একই রাতে ঝিরিঝিরি বৃষ্টি আর জোছনার উত্থাল পাতাল !
ভাবেন কি অবস্থা !
অনেক ধন্যবাদ আপু !

১০| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৬

আরজু মুন জারিন বলেছেন: অসাধারণ পূর্নিমার সাথে অসাধারণ কবিতাটি অভি। অনেক মুগ্ধতা জানিয়ে গেলাম। আমি প্রতিদিন একবার ঘুরে যাই অভির পেজে নুতুন পোস্ট আছে কিনা দেখতে। যাক আজ পেলাম।

অনেক অনেক ধন্যবাদ ,শুভেচ্ছা অভি।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: নানা কারণে খুব বেশী লিখা হয়না , মাঝে মাঝে টুকটাক লিখলেও ব্লগে দেয়ার মত হয়না , এটা নিয়েও কনফিউশানে ছিলাম !
আপনাদের উপস্থিতি আর প্রেরণা আরেকবার লিখতে বসার সাহস দেয় !
শুভেচ্ছা রইলো !

১১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: শ্রাবণের শেষ বিকেলে দারুন সেই অভিসার হোক ।বৃষ্টিতে ভিজে ভিজে কপোত কপোতি অর্থবহ করে তুলুক ঝিরিঝিরি বাতাস আর জোছনা ।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই !

১২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৪

ডি মুন বলেছেন: দারুন।

দ্বিতীয়টা বেশি ভালো লাগল।


এভাবেই ঝুম বৃষ্টিতে শেষ বিকেলে
আমাদের মতই অন্য কারো অপেক্ষায়
তখনো ঘড়িতে বাজবে ৫টা ২০
সেদিন কেউ জানবেনা আমাদের কথা !


এমনি ভালো লিখে চলুন নিরন্তর। শুভকামনা রইলো।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ডি মুন !
সুন্দর থাকুন !

১৩| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১২

বৃতি বলেছেন: জোছনা আর শ্রাবণের কবিতা ভাল লাগলো অভি।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
সুন্দর থাকুন !

১৪| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮

মহানাজমুল বলেছেন: অত্যন্ত মনোহর। আপনি শব্দের মাধ্যমেই যেন ছবি আঁকেন। আপনার লেখা পড়লে এ ছবি পাঠকের মানসপটে ফুটে ওঠে বাহ্যিক চোখের অজান্তেই।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা মহানাজমুল !

সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন !

১৫| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১

মামুন রশিদ বলেছেন: এভাবেই
এই শ্রাবণের শেষ বিকেলে
শ্রাবণজলের
মাখামাখিতে তুমি – আমি !

এভাবেই শ্রাবণধারায় জড়িয়ে থাকা হোক ।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই !

১৬| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯

সুমন কর বলেছেন: প্রতিটি চমৎকার। আলাদা করে কোন লাইন কোট করলাম না।

আমাদের মতই অন্য কারো অপেক্ষায়
তখনো ঘড়িতে বাজবে ৫টা ২০
সেদিন কেউ জানবেনা আমাদের কথা !
তাতে কি ?


৫.২০ দারুণ।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা !
সুন্দর থাকুন !

১৭| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০০

ডট কম ০০৯ বলেছেন: এই সেই বৃষ্টি এখন ধরতেপারলাম।

এমন বৃষ্টি আপনার জীবনে বার বার আসুক সেই কামনা থাকলো।

পিলাস।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! এই সেই বৃষ্টি !
শুভেচ্ছা ডট কম ভাই :)

১৮| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২১

হাসান মাহবুব বলেছেন: স্নিগ্ধপাঠ্য। চমৎকার লাগলো পড়তে।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই !

১৯| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০০

একজন আবীর বলেছেন: ভাললাগা থাকল।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা আবীর !
একজন আরমান নেই , কিন্তু একজন আবীর ঠিক ই আছে :)

২০| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৫

একজন ঘূণপোকা বলেছেন:
মুগ্ধতা কবি, একরাশ মুগ্ধতা :)



এই শ্রাবণের শেষ বিকেলে
শ্রাবণজলের
মাখামাখিতে তুমি – আমি !
বৃষ্টিকাল
রৌদ্রকাল
মেঘলাকাল
সবকালে, এভাবেই অসংখ্য প্রলাপে
অকারণে , শুভ্রতায়
সারাক্ষণ , ঝিরিঝিরি বৃষ্টিতে
ভেবে ভেবে মেঘমালায়
তুমি আমি
বৃষ্টি নামাবো !

১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ঘূনপোকা !
পাঠে কৃতজ্ঞতা !

২১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৩

বাংলার পাই বলেছেন: সভ্যতাকে
একদিনের জন্য হলেও
উদাসী করতে পারেনা ।
সভ্যতার আকাশে শুধুই মেঘ ,
যে মেঘে বৃষ্টিপাত নিষিদ্ধ !
-------------চমৎকার।


ই শ্রাবণের শেষ বিকেলে
শ্রাবণজলের
মাখামাখিতে তুমি – আমি !
বৃষ্টিকাল
রৌদ্রকাল
মেঘলাকাল
সবকালে, এভাবেই অসংখ্য প্রলাপে
অকারণে , শুভ্রতায়
সারাক্ষণ , ঝিরিঝিরি বৃষ্টিতে
ভেবে ভেবে মেঘমালায়
তুমি আমি
বৃষ্টি নামাবো !
-------------------আমার ও যে বৃষ্টি নামাতে ইচ্ছা করছে। তবে এই 'তুমি' কে আমি কোথায় পাই?

চমৎকার কবিতা। মুগ্ধতা জানালাম।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন !

২২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কি যে সুন্দর লেখা ! দারুণ ! দারুণ ! ++++++++++++++++++++++

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !

২৩| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:০২

নাসরিন চৌধুরী বলেছেন: বেশ ভাল লাগল কবি। শুভ কামনা জানবেন।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
সুন্দর থাকুন !

২৪| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক বেশিই ভাল লেগেছে,,, এত প্রাণ কবিতায় !! মুগ্ধ করলো আমায়

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
সুন্দর থাকুন !

২৫| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২১

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন এবং অসাধারন ।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বন্ধু !

২৬| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমার সর্বশেষ পোস্টে আপনার চমৎকার সুচিন্তিত ওই মন্তব্যে আমি শুধু চমৎকৃত নই, অভিভূত ...

এমন মন্তব্য অনেক নতুন ব্লগার কে ব্লগের প্রতি উৎসাহিত করবে ...
তেমনি অনেক পুরানো কিন্তু ব্লগের প্রতি হতাশ ব্লগারকেও নতুন আশার আলো দেখাবে বলেই মনে করি... আর আমরাতো সবাই ব্লগের নতুন সূর্যোদয়ের ই আশা রাখি ...

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার পোষ্ট পড়ার পর , আমার যা মনে হয়েছে তাই বলেছি !
পোষ্টের তুলনায় মন্তব্য টি নিতান্তই নগণ্য !!
শুভেচ্ছা রইলো নাসিফ !

২৭| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০০

নীলসাধু বলেছেন: চমৎকার কথামালা। মুগ্ধতা রেখে গেলাম।

১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নীলদা !
সুন্দর থাকুন !

২৮| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

প্রবাসী পাঠক বলেছেন: খুব ভালো লাগল।

কবিতায় +++++

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা পাঠক ভাই !
সুন্দর থাকুন !

২৯| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !
সুন্দর থাকুন !

৩০| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: কোন এক বৃষ্টিমুখর দিনে
এই কৃষ্ণচূড়া গাছটি থাকবে এমনই
এভাবেই ঝুম বৃষ্টিতে শেষ বিকেলে
আমাদের মতই অন্য কারো অপেক্ষায়
তখনো ঘড়িতে বাজবে.........
সেদিন কেউ জানবেনা আমাদের কথা !




সত্যিই
কেউ জানবে না...............!!!

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: কেউ জানেনা না জানুক আড়াল !
আমি কাউকে বলিনি সে নাম .।

শুভেচ্ছা সবির ভাই !

৩১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৭

অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার , ভালো লাগা ।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ অদ্বিতীয়া !
সুন্দর থাকুন !

৩২| ১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !
সুন্দর থাকুন !

৩৩| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:

আমাদের মতই অন্য কারো অপেক্ষায়
তখনো ঘড়িতে বাজবে ৫টা ২০
সেদিন কেউ জানবেনা আমাদের কথা !
...আমার কথাই যেন !

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা আপু !
পোষ্টে আপনাকে পেয়ে ভালো লাগলো !
সুন্দর থাকুন !

৩৪| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আগে একবার এসে পড়ে গেছি। নেট সমস্যার কারণে কমেন্ট করতে পারি নি।

কবিতা দুটোই ভালো লাগলো।

প্রথমটার ব্যাপারে আমার খুব ছোট্ট একটা অবজারভেশন আছে।

বাতাসের হিল্লোলে অনির্ধারিত অন্তিম শূণ্যদৃষ্টি। কথাটাকে ‘বাতাসের হিল্লোলে শূন্যদৃষ্টি’ দৃষ্টি বললে আমার মতে আরও বাঙ্ময় ও সাবলীল হয়।

আংশিক মেঘলা আকাশ।
বলার পর ‘আকাশের বুকে সাদা ছোপ ছোপ মেঘ’ মেঘ বললে আকাশ আর আংশিক মেঘলা না থেকে ‘আকাশ মেঘলা’ই হয়ে ওঠে মনে হয় ;)

এই অবজারভেশনটুকু খুবই নেগলিজিবল।


সুন্দর কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম অভি ভাই।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বিশ্লেষণী মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন সোনাবীজ ভাই!

অনির্ধারিত আর অন্তিম শব্দ দুটি এখন আসলেই বোঝা মনে হচ্ছে :)

আর যেদিনের কথা মনে করে এই লিখাটা লিখেছি সেদিনের পরিবেশ টাই এমন কাব্যময় ছিল , এই মেঘলা আকাশ , আবার কালো মেঘের পাশেই বিশাল চাঁদ তার অস্তিত্ব জানান দিচ্ছিলো ! আমি বাসের ছাদে ভ্রমণ রত অবস্থায় , উদ্দেশ্য একটাই চাদ দেখা , আবার মাঝে মাঝেই কালো মেঘ সরে ভর দুপুরের মত সাদা মেঘের স্তূপ , খানিক বাদেই বৃষ্টি , কিছুক্ষণ বাদেই , বৃষ্টি শেষে আবার চাঁদ ! সেদিনের পরিবেশ এর জন্য দায়ী :(

আন্তরিক শুভকামনা রইলো ভাইয়া !

৩৫| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫

আবু শাকিল বলেছেন: কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আবু শাকিল , সুন্দর থাকুন !

৩৬| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯

আরজু মুন জারিন বলেছেন: স্বপ্নবাজ অভির নুতুন স্বপ্ন নুতুন লেখা কোথায় ? পড়তে চাই।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: নতুন স্বপ্নের বুনন চলছে :)
বুনন সম্পন্ন হওয়া মাত্র দিয়ে দিবো !
অনেক অনেক শুভেচ্ছা জানবেন আপু !

৩৭| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৮

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: চমৎকার কবিতাটায় আরো একবার এলাম ...

প্রিয় ব্লগারের ব্লগে আরো একটা নতুন কচি হাতের ভালোলাগা যোগ করে যেতে ... ;)

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বারংবার আগমনে পুলকিত :) !
আগের বার ভালোলাগা টা ঠিকঠাক দিয়েছিলেন তো ?
শুভেচ্ছা বাঙ্গাল !

৩৮| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: আরেহ! দেবোনা কেন!? আমি ভালোলাগা জিনিসে বেশ ভালোই ভালোলাগা দিতে জানি ... ;)

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ বাহ ! নিয়মিত আসবেন এদিকে প্লিজ :)

৩৯| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৫

আমিনুর রহমান বলেছেন:



শুভ জন্মদিন ব্রাদার !:#P !:#P !:#P

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমিন ভাই :)

৪০| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: শুভ জন্মদিন অভি ভাই।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পাঠক ভাই !
সুন্দর থাকুন !

৪১| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
পাঠে ভাল লাগল ৷

শুভ জন্মদিন কবি ৷

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: কৃতজ্ঞতা জানবেন জাহাঙ্গীর আলম৫২।
আন্তরিক ধনব্যাদ ও শুভকামনা রইলো !

৪২| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১১

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন সুপ্রেয় স্বপ্নবাজ অভি । :)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই :)

৪৩| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩

আমি ইহতিব বলেছেন: শুভ জন্মদিন। ইয়ে...মানে ..... খানাপিনা কোথায় হবে সেই ঠিকানাটা যদি দিতেন ;)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , সময় সুযোগ মতো আদায় করে নিয়েন :) :)

৪৪| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় হবে । অভি ভাই আপনার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি । :)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সুপ্রেয় শব্দটা কিন্তু খারাপ না , আই লাভড ইট সেলিম ভাই !

৪৫| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় হবে । অভি ভাই আপনার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি । :)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা জানবেন সেলিম ভাই !

৪৬| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩

লিমা মেহরিন বলেছেন: বৃষ্টিকাল
রৌদ্রকাল
মেঘলাকাল
সবকালে, এভাবেই অসংখ্য প্রলাপে
অকারণে , শুভ্রতায়
সারাক্ষণ , ঝিরিঝিরি বৃষ্টিতে
ভেবে ভেবে মেঘমালায়
তুমি আমি
বৃষ্টি নামাবো !

ভালো লাগা রেখে গেলাম।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পোষ্টে আসার জন্য , পড়ার জন্য!
শুভেচ্ছা রইলো !

৪৭| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৫

তারছেড়া লিমন বলেছেন: শুভ জন্মদিন অভি ভাই..................... লেইট লতিফ তো তাই পরে জানাইলাম...........

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)
আমার নামেও লেইট লতিফের অভিযোগ আছে!!

৪৮| ২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
সভ্যতার আকাশে শুধুই মেঘ --

দারুণ বলেছেন! কবিতায় ভালোলাগা জানালাম।

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পরে আসলেন ভাইয়া!
অনেক ধন্যবাদ জানবেন :)

৪৯| ২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৩৯

লিখেছেন বলেছেন: nice

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লিখেছেন !

৫০| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন কবিতা।

বিলেটেড হ্যাপী বার্থডে অভি

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক লেটেড ধন্যবাদ ময়ূরাক্ষী :) !
শুভেচ্ছা সব সময়ের !

৫১| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৫

মুহাম্মাদ শরিফ হোসাইন বলেছেন: ভাই,আমি যে কই হারাইয়্যা গেলাম!!
সত্যিই স্পর্শীয়...আকাশ আপনার সীমানা হউক।

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা শরীফ!
এত সুন্দর করে অনুভূতি প্রকাশ করলে খুব ভালো লাগে!
আমার ব্লগে স্বাগতম
সুন্দর থাকুন :)

৫২| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১০

বকুল০৮ বলেছেন:
সবকালে, এভাবেই অসংখ্য প্রলাপে
অকারণে , শুভ্রতায়
সারাক্ষণ , ঝিরিঝিরি বৃষ্টিতে
ভেবে ভেবে মেঘমালায়
তুমি আমি
বৃষ্টি নামাবো !
-----------------------------
অনেক ভালো লাগা!

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা বকুল !
সুন্দর থাকুন !

৫৩| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৬

সুলতানা সাদিয়া বলেছেন: ভাল লাগল কবি। শুভকামনা জানবেন।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ !

৫৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

দ্য ইলিউশনিস্ট বলেছেন: চমৎকার।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রইলো !

৫৫| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

অরুদ্ধ সকাল বলেছেন:

খুবই ভালো লাগে লেখাটি__

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.