নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

তিন বছর পূর্ণতায় কিছু কথা, প্রিয়তম যা কিছু!!

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮

ব্লগে একাউন্ট খোলার তিন বছর হয়ে গেলো ! বিশেষ কিছু কি? কিন্তু যখনই মনে হলো আহা , কত শত স্মৃতি , ভালোলাগা মন্দলাগা সর্বোপরি মনের ভিতরে কিছু কথা জমেছে , কিছু অনুভূতির জন্ম হয়েছে যা ব্লগে না আসলে হতোই না , জীবন ধারণের পদ্ধতিটাও অন্যরকম হতে পারতো , ব্লগে এসে যখন কিছুদিন আগে দেখলাম ২ বছর ১১ মাস তখনি বুঝলাম মানুষ বর্ষপূর্তি পোষ্ট কেন দেয়!!



ব্যাক্তিগত নীল ডায়েরীতে লিখে রাখি আমার কিছু কথা , কিছু ভালো লাগার কথা ! কোন এক দিনের বিকেলে স্কুলের এক বন্ধু তার ব্লগের লিখা শেয়ার করলো ফেসবুকে , পড়লাম মন্তব্য করতে গিয়ে দেখি একাউন্ট খুলতে হবে , স্বপ্নবাজ অভির জন্ম সেদিন হয়েছিল। ৭ দিনের অপেক্ষার প্রহর কাটতে কাটতে ভুলে গেলাম ব্লগের কথা ! দেখতে দেখতে পার হয়ে গেল ১০ মাস , চিরচেনা গন্ডির ভিতরে থাকা জীবনের চড়াই উতরাই আসলো , একটা সময় প্রচন্ড হতাশায় সময় কাটতে লাগলো , ক্লাস ভালো লাগেনা, লেকচারে মন বসেনা ! এমনি এক সময় আবার ফেসবুক থেকে আরেকটা লিঙ্ক ধরে চলেে এলাম সামহোয়্যার ইন ব্লগে !

এবার আইডী খুলতে গিয়ে দেখি সপ্নবাজ অভি নামে নিচ্ছেনা , নিজেই তো দখল করে রেখেছি ! স্বপনবাজ নামে খুললাম , শুরু হলো ব্লগ পড়া , সেদিন টুকিঝার " সাবালিকার মৃত্য" পড়ে মুগ্ধ হয়ে ছিলাম , কবি শহীদুল রীতিমত ঘোর লাগিয়ে দিলেন !



প্রেমে পড়ে গেলাম ব্লগের !!

তারপর রোজ নিয়ম করে আসি , লগইন করি , মন্তব্য করতে পারিনা , কিন্তু সব পোষ্ট পড়া হয়ে যায় , তখন অদ্ভূত এক জীবন যাপন করছিলাম ! বড্ড অন্ধকার সময় ছিল বটে , ব্লগ হয়তো আমাকে অনেক খারাপ কিছু থেকে বাচিয়ে দিয়েছে ! ছয় মাসের মত ওয়াচে ছিলাম , সেই সময় বুঝলাম এখানে আইডি কে , নিক বলে !! কিভাবে মন্তব্যের জবাব দিতে হয় , কারা কেমন লেখে , একটা আইডিয়া হয়ে গেল , আমি(স্বপনবাজ ) ওয়াচে থাকা কালীন সময় টা সম্ভবত বাংলা ব্লগের একটা ক্রান্তিকাল ছিল , প্রচন্ড অসুস্থ ক্যাচাল , আক্রমণ , নোংরা পালটা আক্রমণ , আদর্শের প্রচার হতো বিশ্রী নোংরা ভাষায় , আস্তিক নাস্তিক ক্যাচাল তো আছেই , সবই দেখি , কিছু বলতে পারিনা , ব্লগীয় রাজনীতির অলিগলি তখনই ঘুরে ফেলেছি :)

তারপর একদিন দেখি সরাসরি সেইফ ! সেদিন ব্লগে তুমুল ক্যাচাল , বিখ্যাত আসিফ মহিউদ্দিনের এক পোষ্টে ক্যাচাল , অনেক ভেবে চিন্তে বিশাল একটা মন্তব্য( প্রথম ) করলাম , জনাব জবাব দিলেন না !!



তারপর মাঝে মাঝে পোষ্ট লিখি , মুগ্ধ হওয়া ব্লগারদের মন্তব্য করি !

শুরুর দিকে আমার নিয়মিত পাঠক কবি শহীদুল আর স্বর্ণা আপু । যাই লিখি ওনারা আসতো , ধীরে ধীরে ব্লগে লোকজন আসতে লাগলো ! জীবন যাপনের স্টাইল টা বদলে গেলো , আগে ডায়েরীতে লিখতাম এখন ব্লগে লিখি , ব্লগ পড়ে হতাশার সময় টা কেটে গেল নিমিষেই , সময় তার বেদনায় হাত বুলিয়ে দেয়, আবার পড়াশোনায় মন দিতে হয় ! সামহোয়্যার ইনের কাছে অভি কৃতজ্ঞ , বড্ড দুঃসময়ে পাশে থাকার জন্য !

ফেসবুকে নাম স্বপ্নবাজ অভি অনেক আগে থেকেই (ব্লগে আসারো অনেক আগে ), মেহেদী হাসান মানিক ভাই প্রথম আমার ফেসবুকে যোগ হলেন , প্রথম ব্যাক্তি যাকে আমি চিনিনা , ধীরে ধীরে ব্লগাররা যোগ হতে লাগলো !

একদিন রুশান সম্পর্কিত একটা পোষ্ট দেখে কিছু একটা হেল্প করার সম্ভাবনা দেখে যোগাযোগ করলাম আমিনুর রহমান ভাইয়ার সাথে , পেলাম কিছু পাগল বড় ভাই, বন্ধু ! সম্পর্ক গুলো এক সময় ভার্চুয়াল গন্ডি ছেড়ে ব্যাক্তিগত , পারিবারিক হয়ে গেলো । আমাদের জোছনা বিলাস , দশ মিনিটের নোটিশে দেশের এ প্রান্ত ও প্রান্ত ঘুরে বেড়ানোর স্মৃতি গুলো বড্ড চিরসবুজ !



দেখতে দেখতে ১০ মাস হয়ে গেলো , আরেক বিকেলে ভাবলাম গুগল করে দেখি তো স্বপ্নবাজ অভি লিখলে কি আসে , গুগল আমাকে সেই আগের খোলা একাউন্ট দিলো , ইউ আর এল থেকে ইউজার নেম আর ডিফল্ট পাস ট্রাই করতেই পেয়ে গেলাম আরেকটা নিরাপদ ব্লগ নিক ! স্বপনবাজ নাম টা কেমন না , অন্যদিকে মাত্র পরিচিতি পেতে শুরু করা স্বপনবাজ !

সবাইকে জানিয়ে একটা পোষ্ট দিয়ে চলে এলাম এই নিকে ! এই নিকের বয়স তখন ২ বছরের উপরে , পোষ্ট তিনটা , দেখা হয়েছে ১০ বারের মত! তারপর থেকেই এই নিক থেকেই ব্লগামি , সেই নিকে ১ মাস পড়ে গিয়ে ১ বছর পূর্তি পোষ্ট দিলাম , তারপর সম্ভবত আরেকটা পোষ্ট দিয়েছিলাম দুষ্টুমি করে , প্রিয় স্বপনবাজে আছে আমার নিজের প্রচন্ড আবেগ দিয়ে লেখা কিছু লিখা !

সামুর সাথে এক বছর সাথে শেষ পোষ্টের খাওয়া দাওয়া ! আর গল্পকথায় কোন এক নিলিমার অতৃপ্তি !



জলছাপ মেপে সুর সন্ধানে নাবিকের চোখ!



চিঠিঃ সহস্র মাইল দূর থেকে চন্দ্রাহত প্রেমিক !!!!



একটি অসমাপ্ত চিঠি !!



ছোটগল্প ঃ পাখিদের স্নিগ্ধ কন্যা!



হীম বাতাসে আর্তনাদ !



ঘুরে এলাম বান্দরবন , সেন্টমার্টিন আর ছেড়াদ্বীপ : ছবি ব্লগ



কুয়াশার ওপারে মায়াবিনী তুমি ....



এই নিকে ব্লগিং করছি মূলত বিগত ১০ মাস কিংবা এক বছর ! মূল ব্লগিং বয়স স্বপনবাজের বয়সের সমান !

এই পথচলায় অনেক কিছুই দেখেছি , অনেক প্রিয় লেখককে হারিয়ে যেতে দেখেছি , কেউ তো যাওয়ার সময় পোষ্ট শুদ্ধ নিয়ে গেছেন! ফারাহ দিবা জামান আপুকে মিস করি , বলে রাখা দরকার তার কবিতা প্রচন্ড মিস করি , একই সময়ে হারিয়ে যাওয়া নীলাঞ্জনা , নীল ফড়িং ওদের লিখা ভালো লাগতো !

নিজের ভালোলাগা লিখাগুলো থাকুক না একসাথে , হয়তো কিছুটা বুঝা যাবে কেমন কেটেছে বিগত সময়গুলো !

কবিতাঃ

জলতরঙ্গ থেকে জন্ম নিচ্ছে সাতাশটি অলীক ঘোড়া ...



প্রিয় কবি শহীদুল এর এই কবিতাটি পড়তে আমি মাঝে মাঝেই তার ব্লগে যাই ,



বকুলের ঘ্রাণরেখা ধরে চলে যাব দৃশ্যান্তর ।

নিঝুম দ্বীপের হে বিষণ্ণ সিগ্যাল -

আত্মস্থ করে নাও উড়াল মানচিত্র !

প্রত্নডানায় ফেলে যাব বিস্মৃতির বালিয়াড়ি

একটি সমুদ্রবীক্ষনযন্ত্র

অজস্র চুলের ফিতা ,

হাওয়ার নাকফুল , দোদুল্যমান !




সে এক তীব্র দোলাছালের কবিতা , ফিরে আসা , হারিয়ে যাওয়ার উপাখ্যান !



আমাকে টানে গূঢ় অন্ধকার!



টুকিঝা লিখেছেন

-আজ পূর্ণিমা!



জ্যোৎস্নাবীর নূপুরে জ্যোৎস্না সন্ধি! জ্যোৎস্নার বন্যায় ভিজতে ভিজতে সে ভাবছে এরকম জ্যোৎস্নাময় রাতে তাঁর মৃত্যু হলেও ক্ষতি নেই!




জোছনা , পূর্ণিমা আর অন্ধকারের সেই সব অনুভূতির কি প্রকাশ !



আটাশ তলা টাওয়ারের একটি স্বচ্ছ কাঁচের ঘর থেকে।



ইনকোগনিটর এই লিখাটি পড়েছি আর ভেবেছি !



যদি লিখি পোস্টবিহীন খামে, তারপর এই আটাশ তলা টাওয়ারের স্বচ্ছ ঘর থেকে

আমি একটা বার ভূমির দিকে তাকিয়ে

অতঃপর টের পাই

অ্যান্টিগ্র্যাভিটি; যা কোনদিনও অনুভব করা হয়নি

আজকের আগে, LSD এর প্রভাবে

আর কথারা ভারী হয়

___________ক্ষণে ক্ষণে

______________তারপর ওরা ঝরে যায়

______________________ওরা পড়ে যায় টুপ করে




আশার কথা বলি



রেজওয়ান তানিম ভাইয়ের এই কবিতার লাইন গুলো বেশ প্রিয়



ওরা উন্মত্ত জ্যান্তব! ওদের সলাপরামর্শ কামড়ের প্রক্রিয়া নিয়ে। বিমর্ষ তোমার চোখে আর্তির

ভাষা, খুব স্বাভাবিক একবুক আতঙ্ক- জলাতঙ্ক কিংবা মৃত্যু রোধের আগাম প্রস্তুতিটুকু!




তার দর্শনে তিনি আশার কথাই বলেছেন !

আমার ক্ষমতা শুধু তোমাকে বপিত করে দেহে উঠা



বুলবুল কবি সোনালী ডানার চিলের সব কবিতাই আমার প্রিয় !

এই কবিতার প্রিয় লাইনগুলো হচ্ছে



গোপনে যে খেলা চলে তোমার আমার

অবিরাম যে সুখে পাথর আকাশ

আমার ক্ষমতা শুধু তোমাকে বপিত করে দেহে উঠা, কেমন যেন

প্রাণী প্রাণী ভাব আর শীত শীত কাঁপন

তাই ঢাকতে দাও আমার উরত আচ্ছাদনে, শালিক চোখের বৈরি চাহনি থেকে

নিজস্ব মেরুতে-




আমিও হেমলক চিনি!



জ্যামিতিক কবি ৎঁৎঁৎঁ অর্থাৎ ইফতি ভাইয়ের ত্রিভুজ কবিতা গুলো বেশ লাগে , এই কবিতার কিছু লাইন গেথে গেছে !



আমি পৃথিবীর সব সমুদ্রের বুকে

পা রেখে বলেছিলাম-

যদি সবুজ নিষিদ্ধ কর-

তবে সক্রেটিস স্বাক্ষী- আমিও হেমলক চিনি!




মরে গেলে কবরে কেউ ফুল দিও না !



গ্লিওসিন অথবা গ্লসিয়ার ! প্রিয় কটা লাইন বুদ করে রাখে

অনন্ত সার্কাস ,

বিষণ্ণ বাঘ, ট্রাপিজের

তারে ঝুলন্ত আমরা!

ধুলোময় ভাঁড়ের পোশাকে

একা অভিনয় করে যাওয়া।






।। এখনো তোমারই আছি



বৃতির গল্পের চেয়ে কবিতার ভক্ত আমি! এই কবিতার প্রিয় কটা লাইন



অবরোধে বিক্ষোভে আছি, যুবকের দৃঢ় চোয়ালের খাঁজে,

একশ'চুয়াল্লিশ ধারায়, মিলিটারি বুটে আর হতাশ স্থাপত্যে, অস্থির ধূলোয়,

রাজপথের অবিচল নৈবেদ্যে আমি আছি।



আমাকে কবিতায় রাখো, হৃদয়ে না রাখো, বাক্স- পেঁটরায়- ঝাঁপিতে

ডালাবন্ধ পুরনো গন্ধের সাথে, নিদেনপক্ষে দু'ছত্রে কোন অক্ষরবৃত্তে-

ভরা ভাদরের পুর্নিমায় সেই অলস অর্গল খুলে

সুর তোলো বাঁশিতে, আমাকে বাজাও।








অ-কথার স্তুপ



কবি দুর্জয়ের অ-কথার স্তুপের নীচে চাপা পড়েছিলাম , মুক্তগদ্য কি জানিনা , তবে পড়ার সময় ব্যাঞ্জনা টা বেশ উপভোগ্য !

অ কথার স্তপ থেকে প্রিয় লাইন আনতে পারছিনা , সবই প্রিয় !

আমার মতামত অনেকটা এমন



সমুদ্র শ্বাসে নদীতীরের জ্যোৎস্না গায়ে মেখে জ্যোৎস্না গন্ধী শরীর নিয়ে, পাইপের বনে ইচ্ছে বিলাসের ফর্দ খুলে, হাওয়ায় ভেসে প্রেমিক হয়ে যাই কবিতা লিখতে , চটি জুতা খসিয়ে, চোখের ভিতরে স্বপ্ন বুনে!



জাগতিক রাত্রিবিলাস শব্দঝড়ে, রাত্রিকালীন বিষাদের সুরের স্পন্দনে অতীত যখন চুমু খায় , শীতার্ত যন্ত্রনা আজরাইলের আগমনের বিড়ম্বনা আরা আজন্ম পাপে আমার বারবার মরে যাওয়া !



অন্তহীন নীলে যাপিত দিনলিপি ফেলে দিয়ে , বৃত্তবন্দী সময়ের ঘোরে মৃত্যু-অপেক্ষা , জীবন উপেক্ষার গানে লিখে রাখে আকাশ সম ক্যানভাসে জীবনবোধের ক্ষুদ্রতার ছায়ারেখা ! জাগতিক বেদনা লুলিয়ে গেলে আকাশ জুড়ে কেবল থাকে প্রেমিকার চুল !!



অ- কথার স্পন্দনে মুখরিত হয়ে ছিল কিছু দৃশ্যপট !






ষাণ্মাসিক পৃষ্ঠা এবঙ...

আহমেদ আলাউদ্দিন এর এই কবিতাটার কয়েকটা লাইন

স্মৃতিবিনাশী নদী

কবে থেকে সেই

জলের ধারায় গড়িয়ে

বিস্মৃতির পলিতে

তোমাদের নগর



প্রকাশ্যে অথবা নীরবে!




মধ্যরাত এখন আমার জানালায়



অদৃশ্য ! কোথায় যে অদৃশ্য হয়ে গেলেন !



জেগে ওঠা রাত্রিতে তুমি শিখাও শব্দের কাম

শূন্যতার সঙ্গম



সেইসব উত্তপ্ততায়

আমাদের অস্থি মজ্জা জ্বলে গলে গেলে শূন্যতায় ভাসে কালের শিৎকার



আমরা বহমান হলে জল নিয়ে খেলা করি

শূন্যতার বুকে মুহূমুহু চুম্বন করি




প্রতিজ্ঞা, প্রতীক্ষা ও সাতটি অমরাবতী



আমি ময়ূরাক্ষীর এই লিখাটা অসম্ভব মুগ্ধপাঠ্য ছিল ! এখনো পড়ি

কথা দিয়েছিলি, আমার বিষাদবেলার শেষ পত্রটিতে এঁকে দিয়ে যাবি কিছু সিঁদূরে রঙ আনন্দ রক্তজবা। আমার চোখে রুধে দিবি বিষন্নতার আনাগোনার সূরের তোরণ।হাজার বছরের নিদ্রিত গাংচিল। ঘুমিয়ে পড়ার আগে এঁকে দিয়েছিলি আমার গ্রীবায় তোর শ্বাসগন্ধরেখা উল্কীচিত্র। আরও দিয়েছিলি রৌপ্য কাজলদানী। সে কাজল মেখে আমি হলাম ত্রস্তা হরিণী। মায়াবনের হরিণ, ভগ্ন পণ, গহন স্বপন, চঞ্চলিনী।আশাহীন, বাঁধাহীন!






গল্পঃ গল্পকারদের মাঝে খুব অল্প কজনের গল্পই পড়ি , আলস্যে গল্প পড়ার কাজটা করা হয়না , প্রিয় কিছু গল্পের কথাই বলবো !



সন্ধ্যের মত অন্ধ

হাসান মাহবুব ভাইয়ের সব গল্পই মুগ্ধতা নিয়ে পড়ি , বের হই থ হয়ে ! ওনার থ্রিলার , লেখার স্টাইল , বক্তব্যের ধরণ , অন্তর্নিহিত বক্তব্য ওনাকে নিজস্বতা দিয়েছে !



গল্প - ফাঁদ

মাহমুদ০০৭ , অনেক যত্ন নিয়ে গল্প লিখেন , আমি পড়ি , পড়ে বলি মানুষ কেমনে লিখে !!



চিন্ময়



মাক্স যে কোথায় হারালেন ! এই গল্পটা পড়ে আমি তার ভক্তের খাতায় নাম লিখিয়েছিলাম !



ম্যাগনোলিয়া, ছড়াও সুধা মন মধুপে!



মামুন রশিদ , গল্পের প্লট খুঁজে ফেরেন দেশ জুড়ে , নানা অসঙ্গতির কথা গল্পের ছলে বলাটা বেশ লাগে , এই গল্পটা প্রিয় তেমনি কারণে !



( কল্প-গল্প ) --- কৃত্রিম মা ও অকৃত্রিম মাতৃপ্রকৃতি

শান্তির দেবদূত , কল্প জগতের সাথে মানবতার এক অদ্ভূত মিশেল ঘটান তার গল্পে !

তার চোখে দেখি নীল আকাশ

বড় গল্প গুলো সাধারণত এড়িয়ে যাই , অপর্ণা আপুর এই গল্পটি টেনে ধরেছিল তাই এটাই প্রিয় ! আপুর কাছে আমি নানা ভাবে কৃতজ্ঞ , বানান সতর্কতা এসেছে তার অসংখ্য ভার্চুয়াল উষ্টা খেয়ে :)



ছোটগল্পঃ সুবহে সাদিক



সাজিদ উল হক আবির , একদিন ঠিকই অটোগ্রাফ দিবেন !



প্রফেসর শঙ্কুর ব্লগে গিয়ে কনফিউসড হয়েছিলাম , আলাদা করতে পারছিলাম না , জানিয়ে রাখি উনি লিখলে আমি পড়তে বাধ্য , এ তালিকায় জুলিয়ান সিদ্দিকী , অলস গল্পকার শাহেদ খান , আদনান শাহরিয়ার , কবি অরুদ্ধ সকাল , সকাল রয় ভিয়েনাস , সায়েম মুন এনারাও আছেন !



ব্রিজরক্ষক

নাজিম-উদ-দৌলা ভাইয়ের এই গল্পটা বেশ উপভোগ করেছি !



কোন মায়াজালে বেঁধেছো...

সমুদ্র কন্যা আপুর এই মায়াময় গল্পটা বেশ লেগেছে !



অ’স’ফ’ল’ আর এ’কে নিয়ে একটা সরল গল্প : নিষ্ঠুর ছেলেমানুষি

সোনাবীজ ভাইয়ের এই গল্পটা আমার কাছে মনে হয়েছে ত্রিমাত্রিক এক নির্মান !



ফিচারধর্মী কিছু ভালোলাগাঃ

ইনসেপশনে স্বপ্ন বাস্তবতা অথবা অদৈতবেদান্ত, ACIM প্রসঙ্গ - সুত্রধর



ডোগনঃ উপাসনার আড়ালে মহাজাগতিক প্রজ্ঞা!! - কুনোব্যাঙ



স্বপ্নের অপার রহস্যময় জগতে স্বপ্নবাজ-স্বপ্নহীন, সবাইকে স্বাগতম ! - দিকভ্রান্ত*পথিক



ফিচারঃ The Kelpies- মিথ ভাস্কর্য। - কাল্পনিক_ভালোবাসা



চড়া দামে কেনা পৃথিবীর সব ছবিরা --- মানি হ্যাজ নাথিং টু ডু উইথ আর্ট ! - আহমেদ জী এস



ক্যাটি পেরির ডার্ক হর্স গানটির সম্পর্কে একটি তাত্ত্বিক পর্যালোচনা - কান্ডারী অথর্ব





রহস্যময় পার্বত্য যোদ্ধাদের দেশ নাগাল্যান্ড - কান্ডারী অথর্ব



ক্রুসেড এর সব পথ চলেছে কেয়ামত এর পথে - দশম এবং শেষ পর্ব - কান্ডারী অথর্ব



ইয়েলো জার্নালিজম,মিডিয়ার মাইক্রোফ্যাক্টরিয়াল স্যালাইন,মুক্তচিন্তার শৃঙ্খলঃধারা-৫৭,সাম্প্রতিক অনলাইন এক্টিভিজম এবং কিছু কথা... - মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস)



♣"কৌটিলিয়ম অর্থশাস্ত্রম"♣ - আরজুপনি



ভালোলাগার পোষ্ট গুলো একসাথে করতে গিয়ে মনে হলো কতকিছু বাদ রয়ে গেল ! সামহোয়্যারইন ব্লগ আসলেই এক জীবন্ত লাইব্রেরী ! ব্লগের সাথে দুই বছর কিংবা নিক খোলার তিন বছরের এই সময়ে এসে মনে হচ্ছে এই ব্লগ জীবনটাই বদলে দিয়েছে , কিছু মানুষ আত্বার সাথে মিশে গেছে! ব্লগ থেকেই পেয়েছি বিশেষ কিছু , বহু আরাধ্য অনুভূতি !

তাই কৃতজ্ঞতা জানাতে কার্পন্য নেই !

ব্লগে এখন পাঠক নেই , মন্তব্য নেই , কারো কারো মতে আগের মত সমৃদ্ধ লেখাও নেই ! কেন নেই ?

ভালো লেখা এখনো আসে , পাঠকের রুচির ভিন্নতায় , ব্লগীয় মিথস্ক্রিয়ার নানা দিকে সেগুলো নজর এড়িয়ে যায় ! কেউ ব্লগ ছেড়েছেন অভিমানে , কেউ ব্যাস্ততায় , আবার নতুন কেউ এসেছে , কেউ ক্যাচালের ভয়ে আসেন না !

কেউ ব্লগে আসে পড়তে , লিখতে ! কেউ আসেন ক্যাচাল করতে , কেউ আসেন মজা করতে, কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ।

ব্লগের এই মরাদশা কেটে যাবে আশা করি , এখন বেহুদা ক্যাচাল নেই ,মানসিক বিকৃত গালাগালি নেই ,মাল্টি দিয়ে হিট বাড়ানোর প্রচেষ্টা নেই , অযথা কমেন্টের ঘরে চ্যাটিং নেই ! এখনি তো সময় সুস্থ ব্লগিং এর , যারা ক্যাচাল আর গালাগালি দেখে ব্লগ ছেড়েছে তাদের ফিরে আসার এটাই সময় । অনেক পুরাতন শ্রদ্ধেয় ব্লগাররা এসে রেসপন্স পান না বলে আবার হারিয়ে যান , নতুনদের সাথে পরিচিত হবার সময় টা দিলেই যথেষ্ট । ব্লগে এখনো অনেক ভালো লেখা আসে , খালি নিজের পরিচিত গন্ডির লেখা খুঁজে না পেলেই ভালো লেখা নেই কথাটা বলা ঠিক না , ব্লগে এখন যারা আসে তারা শুধু লিখতেই আসে , এইজন্য সম্ভবত ব্লগের শান্ত ভাব টা !

এই জায়গাটা অনেক সম্ভাবনার , অনেক কথাই বলা যায় ।

অনেকেই বলে থাকেন সাহিত্য মূল ধারার ব্লগিং এর ভিতরে পড়েনা , ব্লগিং হবে সমাজের অসঙ্গতি , নানা সমস্যার আলোচনার জন্য !

কেন ভাই গল্প কবিতায় কি সেসব আসেনা , বরং অন্য যে কোন কিছুর চেয়ে গল্প কবিতাই ইতিহাসে প্রভাব ফেলেছে পরিবর্তনের জন্য !



এই দীর্ঘ সময়ে যারা আমার সাথে ছিলেন , নানা সময়ে সবার কাছে কৃতজ্ঞতা ! সারা জীবন ব্লগিং করা যদি সম্ভব হয় তাই করার ইচ্ছে , ব্যাস্ততার ফাকে ঘন্টা দুয়েক সময় কিন্তু চাইলেই বের করা যায় !



সবাইকে অসংখ্য শুভেচ্ছা !

নিজ দায়িত্বে মিষ্টি খেয়ে নিয়েন !

মন্তব্য ১১১ টি রেটিং +১১/-০

মন্তব্য (১১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৬

খাটাস বলেছেন: তিন বছরের পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা। চমৎকার ভাবে যে স্মৃতিকথন লিখেছেন তাতে অনেক ব্লগারের মনের কথা ফুটে উঠেছে। আর শেষে ব্লগ ছেড়ে দেয়া বিজ্ঞ ব্লগার দের কে ফিরে আসার আহবান অসাধারণ।
সব মিলিয়ে অনেক ভাল লাগা। ভবিষ্যৎ শুভ হোক অভি ভাই।
এখন খানা দেন? B-)

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অনিক :)
খানা দানার ব্যাপারে কান্ডারী অথর্ব দায়িত্ব নিয়েছে :)

২| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭

আমি ইহতিব বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা অভি।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু!

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তিন আমারে প্রিয় সংখ্যা। তিন বছরের পূর্তিতে তিনটি কথা, "ভালো থেকো", "ভালো ভালো লেখা দিও" আর "ভালবাসা নিও"। :)

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার কথা তিনটা খুব ভালো লেগেছে :)

৪| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর বর্ষপূর্তী উপহার দিলেন অভি ভাই। অভিনন্দন ও শুভকামনা রইলো।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মেরিনার ভাই
সুন্দর থাকুন

৫| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
টুকিঝা-কে দিয়ে ক্যোট করা লাইনগুলো সুনীলের স্মৃতির শহর কবিতার।



বর্ষপূর্তির শুভেচ্ছা অভি।

ভালো থেকো।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন ভাই!
সুনীলের এই কবিতা আমার পড়া হয়নি, টুকিঝা অবশ্য সেই পোষ্টের নীচে লিখেছিলেন ...
সময় করে এই অংশটা ঠিক করে নিবো!

৬| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৯

হাসান মাহবুব বলেছেন: অনেক শুভেচ্ছা।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

৭| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা জানাই :)

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই !

৮| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০১

কান্ডারি অথর্ব বলেছেন:



আমার ভাইয়ের তিন বছর পূর্তি আর আমি লগ ইন না করে পারি। খুশিতে শুধু লগইনই না পুরো একটা গল্পও পোস্ট করে ফেলেছি। কেমন আছিস ভাই ?

তিন বছর পূর্তির জন্য আমার এই ভাইটার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া করি ভাই। তুই আরও অনেক দূর এগিয়ে যা। তোর জীবনটা আরও অনেক সফলতায় ভরে উঠুক।

ব্লগে তোর লেখার সবসময় আমি ভীষণ ভক্ত। তোর লেখা আমার মন ছুঁয়ে যায়।

তোর তিন বছর হয়েছে এইজন্য আমিই তোকে খাওয়াতে চাই। তুই যা খেতে চাস বলিস ভাই আমার।

ভাল থাকিস ভাই। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: |-) |-) |-)

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: মুখে এক কথা , কাজে আরেক কথা জিনিস ট ভাল্লাগলোনা , খাওয়াইবেন বইলা খাওয়াইলেন না ! তার মানে পুরাটাই ভার্চুয়াল ধাপ্পাবাজি ... লোক দেখানো আবেগ ... পারেন ও !

৯| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন ও শুভকামনা অভি ভাই। !:#P

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
সুন্দর থাকুন !

১০| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অভিনন্দন আর শুভকামনা

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !

১১| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্রিয় স্বপনবাজের ব্লগিয় জীবদ্দশায় আমি ছিলামনা সামহোয়্যারে ...

প্রচন্ড আবেগ দিয়ে লিখা চমৎকার দু তিনটা লেখা পড়েছি যদিও পরে মুগ্ধতায় আচ্ছন্ন হয়েই ...

আমার সামহোয়্যারে নিয়মিত হবার পর যারে আমি পেয়েছি তাঁর নাম "স্বপ্নবাজ", সামহোয়্যারের ক্ষুদ্র ব্লগিং জীবনে ভালোবাসি যাদের ব্লগিং তাঁদের একজনেরই নাম স্বপ্নবাজ, যার পরিচ্ছন্ন মৌলিক ব্লগিং ভালোলাগে তাঁর নাম স্বপ্নবাজ, যার ব্লগিং এ আমার ভালোবাসা বাংলা ব্লগের প্রতি সুনিবিড় টান লক্ষ্য করে চুম্বক আবিষ্ট হই তাঁর নাম স্বপ্নবাজ, সৃজন আর মননের ছাপ রাখা বাংলা ব্লগের প্রতি ভালোবাসার জল রং ছড়ানো আমার প্রিয় ব্লগারের নাম যে স্বপ্নবাজ...

আজকে তাঁর তিন বছর পূর্ণ হলো এই ব্লগে, মাত্রই গেল একটা জন্মদিবসও ...

সব মিলিয়ে প্রিয় ব্লগারকে অভিনন্দন আর ভালোলাগা জানিয়ে গেলাম একেবারে মন থেকেই ...

যেভাবে ডাকছেন পুরনোদের, যেভাবে উৎসাহ দিচ্ছেন নতুনদের সেভাবেই দিয়ে যান, লিখে যান বাংলার জন্য, নিজের জন্য, আমাদের জন্য এবং তা যেন হয় সারাটা জীবনের পথবাহিকা ধরেই ...

ক্ষুদ্র পাঠক হিসেবে কামনা এটুকুই ... সঙ্গে ত্রি-বর্ষ পূর্তির অভিন্দন ...

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: মাঝে মাঝে আমার ইচ্ছে করে আপনার মন্তব্য গুলো প্রিয়তে নিয়ে রেখে দেই :)

আন্তরিক শুভকামনা রইলো !

১২| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

একজন ঘূণপোকা বলেছেন:
বর্ষপুর্তির শুভেচ্ছা কবি।

আপনার, ৎ ৎ ৎ, দূর্জয় ভাই, সেলিম আনোয়ারের কবিতার ফ্যান সবসময়ই আমি।

যদিও আমি একটু আইলস্যা বলে মন্তব্য খুব বেশি একটা করা হয় না কিংবা অনেক কথা মনে আসে গুছিয়ে লিখে উঠতে পারি না।


অনেক ভালো থাকবেন ভাই :) !:#P !:#P !:#P !:#P

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ঘূনপোকা !
সুন্দর থাকুন , আপনারা আসেন বলেই লেখি !

১৩| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:

বর্ষপুর্তির শুভেচ্ছা উইথ চিবাস রিগাল ;) !!!! !:#P !:#P !:#P !:#P

পথ চলা হোক বহুদূর।


২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন !
পথচলায় পাশে চাই , অথর্ব হয়ে যাস না আবার :) !

১৪| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তৃতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা।
ব্লগীয় আনন্দ দীর্ঘায়িত হোক।
শুভকামনা।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই !
ভালো থাকুন !

১৫| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন । সামহোয়্যারইন ব্লগ আসলেই এক জীবন্ত লাইব্রেরী !

কোয়াটর্ার যুগ পুতর্ির শুভেচ্ছা ।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন ভাই !

১৬| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫০

মামুন রশিদ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা প্রিয় অভি । !:#P !:#P !:#P

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই !
এই যে পাশে থাকা , কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাইনা !

১৭| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

মামুন রশিদ বলেছেন: বর্ষ বরণের অভিনব এবং ইনোভেটিভ আইডিয়া চমৎকার লাগলো । বিশেষ করে কোট করা কবিতাগুলো অসাধারন ।

নিরন্তর শুভ কামনা ।

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই , আইডিয়া কি আর আইডিয়া থাকে , পেট চাপা দিয়া রাখতে হয় :(

শুভেচ্ছা সব সময়ের মামুন ভাই !

১৮| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৮

ডি মুন বলেছেন: ব্লগের এই মরাদশা কেটে যাবে আশা করি , এখন বেহুদা ক্যাচাল নেই ,মানসিক বিকৃত গালাগালি নেই ,মাল্টি দিয়ে হিট বাড়ানোর প্রচেষ্টা নেই , অযথা কমেন্টের ঘরে চ্যাটিং নেই ! এখনি তো সময় সুস্থ ব্লগিং এর , যারা ক্যাচাল আর গালাগালি দেখে ব্লগ ছেড়েছে তাদের ফিরে আসার এটাই সময় ।


এটাই প্রত্যাশা। আর আপনাকেও অনেক অনেক অভিনন্দন বর্ষপূর্তির জন্যে। ভালো থাকুন সবসময়।

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা মুন ভাই !

১৯| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

আরজু পনি বলেছেন:

দারুন স্মৃতিচারণ!

বর্ষপূর্তির অনেক শুভেচ্ছা রইল, অভি । !:#P !:#P !:#P

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , সুন্দর থাকুন !

২০| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫১

এম ই জাভেদ বলেছেন: আপনাকে বর্ষ পূর্তির শুভেচ্ছা । প্রায় ৮ মাস পর এলাম ব্লগে। জীবনের ব্যস্ততা আমাকে অন্তরজাল থেকে দূরে থাকতে বাধ্য করেছে। আপনার স্মৃতি কথা নস্টালজিক বটে। এগিয়ে চলুন ব্লগের সিঁড়ি বেয়ে দূরে বহু দূরে।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা এম ই জাভেদ, আগে কাজ পরে ব্লগ এটাই সঠিক!
ভালো থাকুন!

২১| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩২

বটবৃক্ষ~ বলেছেন:

:) :) :)

শুভেচ্ছা ও অভিনন্দন অভি!!! :#)
:#)

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বটগাছ :)

২২| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮

সুমন কর বলেছেন: প্রথমে তিন বছর পূর্তির জন্য শুভেচ্ছা রইল। !:#P !:#P

এভাবে অারো অনেক সুন্দর সুন্দর লেখা তোমার কাছ থেকে সামু তথা অামরা চাই।

দু'দিন ধরে ব্যস্ততার কারণে সামুতে অাসতে পারিনি। তাই দেরি হয়ে গেল।

স্মৃতিচারণ অার পোস্টের অাইডিয়াটা অনেক সুন্দর এবং ব্যতিক্রম হয়েছে। অনেক কিছু জানা গেল।

ভাল থেকো।

লাকি ৭ম লাইক।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: লাকি সেভেনের জন্য ধন্যবাদ সুমন দা!

২৩| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৯

আমিনুর রহমান বলেছেন:




পার্টি কবে দিবি ... জন্মদিনেরটা তো খাওয়াইলি না এখন বর্ষপুর্তি ! কবে খাওয়াবি সেটা বল !:#P !:#P !:#P

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আজকেই :)

২৪| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৪

সচেতনহ্যাপী বলেছেন: বেড়াতে যেয়ে এমন একটি লেখা পেলাম যা প্রায় আমারই অভিজ্ঞতার কাছাকাছি। তবে দুঃখিত যে,স্বপনবাজের সময়ে আমি অজ্ঞ। জ্ঞ্যান পেয়েছি বেশ পরেই।।
আমার লেখায়ও কয়েকজন নিয়মিত,কান্ডারী,নাফিস।। এদের দেখেই আমিও উৎসাহিত। আরেকজন গোপনে উড়োজাহাজ।।
নূতনদের অভিজ্ঞতা সুন্দর ভাবে মেলে ধরেছেন বলে ভল লাগলো।।
বর্ষপূর্তির শুভেচ্ছাতো রইলোই।।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো!
সুন্দর থাকুন!

২৫| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৫

জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন স্বপ্ন কবিকে !:#P !:#P !:#P

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)

২৬| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:২৩

চটপট ক বলেছেন: জন্মদিন এল,চলে গেল। এবার এল বর্ষপূর্তি , দুই দুইটা উপলক্ষ,

মিষ্টি খাওয়া হবে না ? :(

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হবে হবে, সবই হবে!

২৭| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: তিন বছর পুর্তির শুভেচ্ছা। শ্রাবণ ধারায় শীতল থাকুক আপনার প্রতিটি ক্ষণ বৃষ্টিস্নাত মাটির মৌ মৌ গন্ধে।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: :)

২৮| ২৮ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: তৃতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা অভি ভাই।

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ পাঠক ভাই !
সুন্দর থাকুন !

২৯| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:১১

এহসান সাবির বলেছেন: শুভ কামনা রইল। সাথে থাকুন বছরের পর বছর।

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাবির ভাই , আবার আসুন :)

৩০| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: তিন বছর পুর্তির শুভেচ্ছা।

২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই !

৩১| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৪

বৃতি বলেছেন: তিন বছরপূর্তির শুভেচ্ছা আর অভিনন্দন অভি। অন্যরকম পোস্টে অনেক ভালো লাগা থাকল। সুস্থ সুন্দর ব্লগিং দীর্ঘজীবী হোক- আপনার সাথে সাথে আমাদেরও একই প্রত্যাশা।

আমি বিশ্বাস করি শহীদুল এই ব্লগের অনেকেরই প্রিয় কবি। তাঁর কিছু কবিতা মুগ্ধ করার মত- ফেইসবুকে তিনি আমার ফ্রেন্ডলিস্টে আছেন, কিন্তু কখনো জিজ্ঞেস করা হয়নি, কেন লিখছেন না এখন। আপনার এই পোস্টের মাধ্যমে তাঁর প্রতি সেই প্রশ্ন থাকল।

২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি প্রিয় কবি ফিরে আসবেন !
শুভেচ্ছা আপু !

৩২| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৭

মাহবু১৫৪ বলেছেন: তিন বছরের পূর্তিতে শুভেচ্ছা আপনাকে !:#P

২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !

৩৩| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: তিনবছর পূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন ।

২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !

৩৪| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:০০

ইচ্ছের ঘুড়ি বলেছেন: তৃতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা, শুভ কামনা রইল :) :) :)

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইচ্ছের ঘুড়ি!
সুন্দর থাকুন!

৩৫| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৩ বছর পূর্তিতে অনেক অনেক অভিনন্দন অভি ভাই। পোস্টের প্রথম অংশ পড়ে আমি নিজেই একাত্ম হয়ে গিয়েছিলাম। আর পরের অংশের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

ভালো থাকবেন।

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!
আপনার উপস্থিতি আমি উপভোগ করি!

৩৬| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

পার্থ তালুকদার বলেছেন: বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা ।
পোষ্টটা ভাল লেগেছে ।
ভাল থাকুন অভি ভাই।

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)

৩৭| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১২

বকুল০৮ বলেছেন:
ব্লগীয় জন্মদিনের শুভেচ্ছা রইল।
ভালো থাকুন!

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ বকুল !
সুন্দর থাকুন !

৩৮| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩০

আবু শাকিল বলেছেন: গতকাল ব্লগে আমার দুই বছর হ্ল।কিন্তু আমি আপনাদের মত ভাল লিখতে পারি না।আবার লিখতে গেলেও আলসেমি লাগে।
আপনাকে বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে গেলাম অভি ভাই।

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আলসেমি আমারো আছে ভাই , সেই মানের আলসেমি !
আলসেমি ছেড়ে বেড়িয়ে আসুন সেই কামনা রইলো !

৩৯| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

অন্ধবিন্দু বলেছেন:
স্বপ্নবাজ অভি,
সময়টা ভালো যাচ্ছে না। সেটা বইমেলা থেকে শুরু করে পত্রিকা টেলিভিশ্যন ব্লগ ফেসবুক সব ক্ষেত্রেই লক্ষনীয়। প্রকৃত আত্ম শিক্ষার মারাত্বক অভাব। ভোগবাদ ও স্বার্থসিদ্ধির জঘন্য সব প্রচেষ্টা। এর মাঝেও আলো দেখতে পাই আপনাদের মত যাঁরা পজেটিভ চিন্তা-ভাবন করেন। ভালোকে উৎসাহিত করেন, মন্দ প্রতিহত করেন। হতে পারে তা কবিতা বা গল্প, প্রবন্ধ অথবা কথামালায়। দোষ কী !

শুভ কামনা রইলো। ভালো থাকুন, ভালো রাখুন।।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন , নিজের ক্ষুদ্র গন্ডি থেকে আহবান জানাতে পারি বড় জোর !
শুভেচ্ছা জানবেন !

৪০| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪১

জুন বলেছেন: তিন বছরের পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন অভি :)

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জুনাপু :)

৪১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: তিন বছর ফুর্তিতে অনেক অনেক শুভেচ্ছা বন্ধু ।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ফুর্তিতে থাকুন সব সময় বন্ধু :)

৪২| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৪

অদ্বিতীয়া আমি বলেছেন: বর্ষ পূর্তির জন্য অনেক শুভকামনা থাকলো, ভালো লাগলো প্রিয়সব স্মৃতির কথা ।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া !
সুন্দর থাকুন !

৪৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++
শুভকামনা ভ্রাতা :) দেখতে দেখতে আপনারও তিন বছর হয়ে গেল !!! :)

ভালো থাকবেন :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ভ্রাতা :)
সেই মুখ গুলো দেখলে খুব ভালো লাগে !

৪৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০৪

মাহমুদ০০৭ বলেছেন: ৩ বছর পূর্তিতে অনেক অনেক অভিনন্দন প্রিয় অভি ভাই।

আপনার কবিতা পড়ে ঘোরমুগ্ধ হই ।
খেলা আর ব্লগ নিয়ে আপনার অনুরাগ আমার খুব ভাল লাগে । নীরবে
উপভোগ করি ।
সাম্প্রতিক সময়ে গঠনমূলক মন্তব্য দিচ্ছেন ।তাতে ভাল লাগা বেড়ে গেছে ।

আপনার মা নিয়ে আহবান ব্লগে ইতিহাস হয়ে থাকবে । পরিবেশ বন্ধুর
ভিডিও র কথা মনে পড়ছে । সব কিছু মিলিয়ে কখন যে মনের মণিকোঠায় ঢুকে পড়েছেন জানি না ।


আপনাকে দেখার ইচ্ছে ছিল , এইবার তা পূর্ণ হল ।
আবারো দেখা হবে ইনশাল্লাহ ।

অনেক অনেক ভাল থাকুন অভি ভাই । ।সৃষ্টি সুখের উল্লাসে মাতিয়ে রাখুন সবাইকে । আপনার মতই আমারও ইচ্ছে সারাজীবন সামুতে ব্লগিং করব ।বড় বেশি ভালবেসে ফেলেছি সামু মামুকে :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: একটি মন্তব্য দিয়ে কি করে আরেকবার মন জয় করা যায় , কিভাবে আবেগী করে তোলা যায় কাউকে আপনার এই মন্তব্য টা তার প্রমাণ সুপ্রিয় মাহমুদ ভাই !

সুন্দর থাকুন , সাথেই থাকুন সারা জীবন!

৪৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৬

আরজু মুন জারিন বলেছেন: আমরা বহমান হলে জল নিয়ে খেলা করি
শূন্যতার বুকে মুহূমুহু চুম্বন করি X( X( X(

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: লাইন কটা আমার প্রিয় এই ব্লগ থেকে সদ্য উধাও হয়ে যাওয়া "অদৃশ্যের" !

কিন্তু আপনি রেগে গেলেন কেনো :( ?

৪৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ছয় মাসের মতো ওয়াচে ছিলেন? :(

খুবই দুঃখজনক, এমন ঢিমেচলতি সিস্টেমটা।

আগামীতেও সুন্দর হোক ব্লগিং জীবনের পথচলা ...।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ইদানিং বোধহয় এত সময় নেয় না !
সুন্দর থাকুন তনিমা !

৪৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

গোর্কি বলেছেন:
বন্ধুর পথ হয়ে যাক মসৃণ।
অফুরন্ত শুভকামনা ও শুভেচ্ছা থাকলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা প্রিয় গোর্কি !
আমিতো ভাবলাম আপনি ও বোধহয় হারিয়ে যাওয়াদের তালিকায় নাম লিখিয়েছেন , অনেক দিন পরে পেলাম !
সুন্দর থাকুন !

৪৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহা, শুভেচ্ছা প্রিয় অভি :) :) :)

আনন্দিত হয়ে নিজেই মিষ্টি খেয়ে নিলুম। ভাল থাকুন :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মিষ্টি যে সুস্বাধু হয়েছে সেটা আপনার চেহারা দেখেই টের পাচ্ছি সুপ্রিয় প্রোফেসর :)
সুন্দর থাকুন !

৪৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৫

টুম্পা মনি বলেছেন: অনেক অনেক অভিনন্দন অভি। একশো বছর বেঁচে থাকুক আপনার এই ব্লগ। :D :D :D

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি :)

একশো বছর বেঁচে থাকলে কি করবো সে পরিকল্পনা করা হয় নাই , দেখি একটা প্ল্যান করে রাখতে হবে :)

৫০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩১

অর্বাচীন পথিক বলেছেন: তিন বছরের পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে । সাথে সাথে অনেক ধন্যবাদ পুরাতন কিছু পোষ্ট এর জন্য।

!:#P !:#P !:#P

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ !
সুন্দর থাকুন!

৫১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

10000% ++++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ এত্তগুলা প্লাসের জন্য !

৫২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শুভেচ্ছা অনেক।

তবে এই সময়টা খুব দীর্ঘ না হলেও, আপনার সৃষ্টিতে সময়টা আপনার কাছে ঋদ্ধ হয়েছে নিঃসন্দেহে। আর সেই সঙ্গে আপনার কাছ থেকে অনেক ভালো লেখাও পেয়েছি আমরা।

বাকি দিনগুলো যেন এমনই সৃজনশীলতায় পূর্ণ থাকেন এই শুভ কামনা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সময়টা অবশ্যই দীর্ঘ নয় , তবে অবশ্যই আমার কাছে মনে রাখার মত !
সৃষ্টিশীলতা , সৃজনশীলতার এই ক্ষুদ্র প্রয়াস গুলোতে আপনাদের না পেলে কিছুই হতোনা , হবেও না !
অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া !

৫৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৩

একলা ফড়িং বলেছেন: অনেকগুলো পুরনো পোস্ট আছে দেখছি আমার না পড়া! পোস্ট আপাতত সাথে করে নিয়ে গেলাম, সব পড়া হয়ে গেলে আবার ফেরত দিয়ে যাব! :) :)


২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: প্লিজ আপনার সাথেই রেখে দেন , ফেরত দেয়া দেয়ি নাই :)

৫৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩১

ডট কম ০০৯ বলেছেন: নিজ দায়িত্বে মিষ্টি খাইতে পারমু না। মিষ্টি কিনা খবর দিয়েন যাইয়া খাইয়া আসুম।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অকা ! :)

৫৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৩

রেজওয়ান তানিম বলেছেন: আমার মনে হয় তুমি নিজেও এখন ব্লগিং আগের মত অত এঞ্জয় করো না। আর আমি চেষ্টা কইরাও এখন আর নিয়মিত হইতে পারি না।

যাই হোক, এই জাতীয় পোস্টে নিজের নাম দেখলে কেমন জানি পুলক লাগে গায়ে, আজকেও লাগল। ধন্যযোগ

চাকরি শুরু করছ মে বি। ভালো থাক...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: কিছুটা অনিয়মিত এই আর কি !
সুন্দর থাকবেন তানিম ভাই , দোয়া করবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.