নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

নিজস্ব শব্দবিলাস !

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৩২



আমি, আঁধারের ব্যাক্তিগত অহংকার ।

আমি , বৈরাগ্যের ভ্রান্তি
------------------ অসম্পূর্ণ ছায়ামাত্র!

আমি ব্যাথিত , ব্যর্থ নই।
---------------- এখনো আকাশ দেখি
------------------------ এখনো সূর্য দেখি !

আমি রৌদ্রের মতো অভিকর্ষহীন ,
---------------------অনুভূতিহীন নই।

আমি ,
একটা অদ্ভূত পৃথিবীতে বাস করি , এখানে ধার করা বিশ্বাস বাতিঘরের একাকীত্বের মতোই শূণ্য।

তোমাদের পৃথিবী -
কল্পনা , স্বপ্ন !

মুগ্ধতা , বিষণ্ণতা !!

অন্তহীন নীল , অতল !

প্রেম , ভ্রম !!

তারপর আমার কবিতার মতো,
কাটাকুটি ।

আহা , এতে আমি আহত নই !

মন্তব্য ১১৭ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১১৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৮

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: তোমাদের পৃথিবী -
কল্পনা , স্বপ্ন !

মুগ্ধতা , বিষণ্ণতা !!

অন্তহীন নীল , অতল !

প্রেম , ভ্রম !!

তারপর আমার কবিতার মতো,
কাটাকুটি ।

আহা , এতে আমি আহত নই !

পঙক্তিগুলো হৃদয় ছুঁয়ে গেল।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা শঙ্খনীল কারাগার !
ভালো থাকুন সব সময় !

২| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:১৬

টুম্পা মনি বলেছেন: এত সুন্দর লিখসেন কেনু ? আরো কয়েকটা কবিতা জরিমানা করা হল।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :) :) :)
শুভেচ্ছা টুম্পা মনি !
আপনাকে নিয়মিত পাচ্ছি আবার এটা একটা শুভ দিক !
সুন্দর থাকবেন !

৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: আমি ,
একটা অদ্ভূত পৃথিবীতে বাস করি , এখানে ধার করা বিশ্বাস বাতিঘরের একাকীত্বের মতোই শূণ্য।
আসলেই তো মানুষ বাতিঘরের মতোই শুন্য , ধার করে বিশ্বাস । +++++++

সুন্দর লিখেছেন ভ্রাতা । শুভকামনা :)

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ভ্রাতা :)
সুন্দর থাকুন !

৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

মামুন রশিদ বলেছেন: আমি রৌদ্রের মতো অভিকর্ষহীন ,
---------------------অনুভূতিহীন নই।


খুব সুন্দর লিখেছেন অভি ।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !
সুন্দর থাকুন !

৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

কলমের কালি শেষ বলেছেন: চরম লাগলো কবিতাখানায় !!

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কালি শেষ :)

৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০১

সুমন কর বলেছেন: তোমার কবিতা, এতো ছোট হবে ভাবিনি। দুম করেই শেষ হয়ে গেল। দুম করে, মানে ছোট।

অনেক সুন্দর হয়েছে। আমি কোন লাইন কোট করলাম না, প্রতিটি লাইন অসাধারণ হয়েছে।

কবিতায় ৫ম +।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা :)
হ্যাঁ কিছুটা ছোটই হয়েছে , যা লিখে রাখতে চেয়েছিলাম , প্রকাশ করতে চেয়েছিলাম এতটুকুতেই হয়ে গেছে মনে হলো !
তাই আর বাড়েনি ।
শুভেচ্ছা সব সময়ের !

৭| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

আরজু মুন জারিন বলেছেন: আহা , এতে আমি আহত নই ! ********

চমৎকার !!! নজরুল এর বিদ্রোহী কবিতার মত লাগল খানিকটা।অনেক অনেক ভাললাগা কবিতায় অভি।শুভেচ্ছা রইল অনেক অনেক।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা আপু !
সুন্দর থাকুন !

৮| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

লেখোয়াড় বলেছেন:
ওহে শব্দের কোকিল.............. এই হাত ছোঁবেনা ফুলের নিরব কোমলতা........
.......... তাই বলে বৈরাগ্যভাজন হওয়ার দরকার নেই..............

ভাল হয়েছে, নতুনত্ব আছে, ভিন্নতা আছে।

অভি।

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা সুপ্রিয় লেখোয়াড় !
সুন্দর মন্তব্যে ভালোলাগা জানবেন !

৯| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: লেখায় পরিবর্তনের ছাপটা বেশ উপভোগ করলাম।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই !
শুভেচ্ছা সব সময়ের !

১০| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পরিবর্তন ভালো লাগছে ভাই :)

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা নাজমুল !

১১| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

ডি মুন বলেছেন: আমি ,
একটা অদ্ভূত পৃথিবীতে বাস করি , এখানে ধার করা বিশ্বাস বাতিঘরের একাকীত্বের মতোই শূণ্য।


এই কবিতাটা, কেন জানি না, পূর্বের অন্য সকল কবিতার চেয়ে একটু বেশিই ভালো লেগেছে।

প্রিয়তে নিয়ে নিলাম :)


শুভেচ্ছা সতত।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা প্রিয় মুন ভাই :)
প্রিয়তে নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন !
ভালো থাকুন অনেক অনেক !

১২| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

তাসজিদ বলেছেন: তারপর আমার কবিতার মতো,
কাটাকুটি ।

আহা , এতে আমি আহত নই !


++++++++++++++++

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা তাসজিদ !
সুন্দর থাকুন !

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: একটা অদ্ভূত পৃথিবীতে বাস করি , এখানে ধার করা বিশ্বাস বাতিঘরের একাকীত্বের মতোই শূণ্য।

সত্যই আপনার কথাগুলো।

শুভেচ্ছা নিরন্তর।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা বঙ্গভূমির রঙ্গমেলায় !
সুন্দর থাকুন !

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৮

পাপতাড়ুয়া বলেছেন: সুন্দর। কবি কখনো আহত হয় না।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা পাপতাড়ুয়া !

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অদ্ভূত একটা ঘোরের ভেতর আটকে ফেলা অনুভূতি !! সহজ কিছু শব্দ দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম ধাঁধাগুলো তৈরী করা যায় । কেবলমাত্র কবিদের পক্ষেই বোধ হয় তা সম্ভব !!

চমৎকার লাগলো । :)

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা পার্সিয়াস রিবর্ণ !

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবি কখনও আহত হয় না... পাপতাড়ুয়ার কথায় 'লাইক'





হুম... সবাই এত সুন্দর কবিতা লেহে, গল্প লেহে...
আমি খালি ব্লগ লেহি :(

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা মইনুল ভাই :) :) :)
আমার জীবনের বিশাল একটা আফসোস , আমি কেন মইনুল ভাইয়ের মতো ব্লগ লিখবার পারিনা :( :( , সিরিয়াসলি !

১৭| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১২

সপ্নডানা বলেছেন: http://tech-tips99.blogspot.com/' target='_blank' >ধন্যবাদ, ভাল লাগল (Y)

http://tech-tips99.blogspot.com/

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

১৮| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২১

মৃদুল শ্রাবন বলেছেন: শীতকালে এসে রৌদ্রকে আকর্ষনহীন বললেন? :!>

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অভিকর্ষহীন আর আকর্ষনহীনের মাঝে একটা তফাৎ আছে , ভাবীরে জিজ্ঞেস করেন বুঝাইয়া দিবে ;) ;)

সুন্দর থাকুন মৃদুল ভাই !

১৯| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৫

আবু শাকিল বলেছেন: দারুন কবিতা অভি ভাই।
কিছু লাইন মন ছুয়ে গেছে।
ভাল থাকবেন।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই !
ভালো থাকুন !

২০| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

খোরশেদ খোকন বলেছেন: চমৎকার কবিতা, ভাল লাগলো, শুভ কামনা...

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !

২১| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

নাসরিন চৌধুরী বলেছেন: খুব সাবলীল ভাবেই গভীর কবিতাটি লিখে ফেললেন। ডি মুন এর সাথে আমিও একমত।
লিখতে থাকুন এরকম অজস্র কবিতা।
শুভকামনা।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
সুন্দর থাকুন !

২২| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭

অতঃপর জাহিদ বলেছেন: অসাধারণ শব্দ বিলাস, যেন ভেসে যেতে ইচ্ছা করে।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জাহিদ ! সুন্দর থাকুন !

২৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৪

মাহমুদ০০৭ বলেছেন: পুরাটা মিলিয়ে স্বাদ গ্রহণ করতে সমস্যা হয়েছে । :(
এই ফরম্যাটের কবিতা পড়া হয় নাই । :(


তবে লাইন বাই লাইন অর্থ অনুধাবনে ভাল লেগেছে । গভীর অনুভব ।
আমি ,
একটা অদ্ভূত পৃথিবীতে বাস করি , এখানে ধার করা বিশ্বাস বাতিঘরের একাকীত্বের মতোই শূণ্য। - খুব ভাল লাগলো ।

শেষের চরণেই ধাক্কাটা দিলেন ।




ভালো থাকবেন প্রিয় অভি ভাই ।
শুভকামনা ।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার স্বাদ গ্রহনের সমস্যার জন্য দুঃখ প্রকাশ করছি মাহমুদ ভাই :)

সুন্দর থাকুন সব সময় !

২৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখা ভালো হয়েছে। চমৎকার। আগের বারের চাইতে ভিন্নমাত্রায় লেগেছে।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)

২৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:





বেশ!!!

মুগ্ধ হলাম গেলু।


++++

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন !

২৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

অদৃশ্য বলেছেন:







অপূর্ব...



অভির জন্য শুভকামনা...

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কবি !
অনেক সুন্দর থাকুন !

২৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ভিন্নধাঁচের কবিতা,সুন্দর!! :)
নিজস্ব শব্দবিলাস ভাল লাগল।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা রঙ তুলি ক্যানভাস !
ভালো থাকুন !

২৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩

আমি তুমি আমরা বলেছেন: আমি ,
একটা অদ্ভূত পৃথিবীতে বাস করি , এখানে ধার করা বিশ্বাস বাতিঘরের একাকীত্বের মতোই শূণ্য।


+++

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা !
ভালো থাকুন !

২৯| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫১

বটবৃক্ষ~ বলেছেন:



ওনেক দিন পর লগিন করলাম।শুধু কমেন্ট করার জন্যে। :) :)


ভাললাগসে ভাআআ!! :#) :#)
নিজের ধাচ থেকে কিছুটা বেরিয়ে বোধোহয়??

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :) :)
নিয়মিত লগইন করবেন , এটা স্বাস্থ্যের জন্য ভালো !

সবাই যেহেতু বলছে হবে হয়তো :)
ইচ্ছে করে , প্ল্যান করে কিছু করিনি , কিভাবে জানি এমন ফরম্যাট হয়ে গেলো ! পরে দেখলাম না আসলেই একটু অন্যরকম হয়েছে !
শুভেচ্ছা হে বটগাছ :)

৩০| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১২

এহসান সাবির বলেছেন: অদ্ভুত সুন্দর......!!

কি আছে এর মধ্য যে এই সাত সকালে মুগ্ধ হয়ে গেলাম.........



সব সময়ই শুভ কামনা।

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাই তো কি আছে ?
শুভেচ্ছা সাবির ভাই !

৩১| ১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

অদিতি আফ্রোদিতি বলেছেন: সুন্দর :)

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ !

৩২| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তোমাদের পৃথিবী -
কল্পনা , স্বপ্ন !

মুগ্ধতা , বিষণ্ণতা !!

অন্তহীন নীল , অতল !

প্রেম , ভ্রম !!

তারপর আমার কবিতার মতো,
কাটাকুটি ।

আহা , এতে আমি আহত নই !



দূর্দান্ত কবি !

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা !
সুন্দর থাকুন !

৩৩| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫

খাটাস বলেছেন: কিছুই বুঝি নাই। :-<
সবার কথা শুনে ভালই মনে হচ্ছে।
অন্য পোস্ট ও দেন। B-)

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: :'(
অন্য পোষ্টের প্যারা বহুতরে ভাই , পড়াশোনা করা লাগে !
দেখি দিবো !

৩৪| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১

আলম দীপ্র বলেছেন: বরাবরের মতই অসাধারণ ।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা দীপ্র !
সুন্দর থাকো !

৩৫| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮

প্রবাসী পাঠক বলেছেন: আমি ব্যাথিত , ব্যর্থ নই।


চমৎকার লিখেছেন অভি ভাই।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রবাসী ভাই !

৩৬| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: আমার এই ব্লগটিতে আপনার সুচিন্তিত মতামত আশা করেছিলাম। আমি বোধ হয় কিঞ্চিত হতাশ হয়েছি।

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: লিংক কাজ করছেনা শঙ্খনীল !

৩৭| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৫

অতঃপর জাহিদ বলেছেন: অভী ভাই ফেবু লিংক দাও?

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: খুঁজলেই পাবেন !

৩৮| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

গোর্কি বলেছেন:
ভিন্ন স্বাদের শব্দের বিলাসিতায় মুগ্ধ। শুভকামনা।

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ গোর্কি !
অনেক দিন পর আপনাকে পেলাম !
শুভেচ্ছা জানবেন !

৩৯| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৭

একলা ফড়িং বলেছেন: প্রতিটা লাইনই অদ্ভুত সুন্দর!

প্লাস!

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ একলা ফড়িং !
সুন্দর থাকুন !

৪০| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৬

দীপংকর চন্দ বলেছেন: এখানে ধার করা বিশ্বাস বাতিঘরের একাকীত্বের মতোই শূণ্য

অনেক অনেক ভালো লাগা।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা দীপংকর চন্দ !
সুন্দর থাকুন !

৪১| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

জুন বলেছেন: আমি, আঁধারের ব্যাক্তিগত অহংকার

ছোট ছোট লাইনগুলো কি শক্তিময় !
অনেক ভালোলাগলো অভি
+

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ জুন আপু !
ভালো থাকুন সব সময় !

৪২| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

রোদেলা বলেছেন: কদম অন্য ধাঁচের লেখা পড়লাম।

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !

৪৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,





ছেঁড়া খোঁড়া খন্ড খন্ড বিলাসী মেঘের মতো কবিতা ।

আমি ব্যথিত , ব্যর্থ নই।
---------------- এখনো আকাশ দেখি
------------------------ এখনো সূর্য্য দেখি !

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় আহমেদ জি এস ~!
সুন্দর থাকুন !

৪৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা বিলাস , একরাশ ভাললাগা ।

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বন্ধু !

৪৫| ১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

স্বপ্নময়ী- বলেছেন: :)

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ওয়েলকাম :)

৪৬| ২১ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৫০

খেলাঘর বলেছেন:


কেহ হারানোর বেদনার কবিতা লিখছেন, কেহ অতিস্ট জীবনের কবিতা লিখছেন, কেহ অ্যাবস্ট্রাক্ট লিখছেন; কবিরাও দেশটাকে হাহুতাশের দেশে পরিণত করছে।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহহাহা ! আপনার মন্তব্য আমি উপভোগ করি , খেলাঘর নিক থেকে সম্ভবত প্রথম বার আমার ব্লগে আসলেন , স্বাগতম !

কবিরা অনেক কিছুই বলে , আমি শুধু আমার অল্প একটা মুহুর্তের কিছু অনুভূতি লিখে রেখেছি , পরে যে কোন সময় আর কেউ না হোক নিজে যাতে আবার অনুভব করতে পারি !
ব্লগ তো ব্লগারের ব্যাক্তিগত ডায়েরীও।

৪৭| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
টুম্পা মনি বলেছেন: এত সুন্দর লিখসেন কেনু ? আরো কয়েকটা কবিতা জরিমানা করা হল।
হাহাহাহাহ

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই !
সুন্দর থাকুন !

৪৮| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

মাতাল প্রেমী বলেছেন: সবসময়েই এতো চমৎকার লিখলে অন্যদের কি হবে অভি ভাই ;) ;) ;)

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপক লজ্জ্বিত হলাম !

৪৯| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেকদিন পর এলাম...সুন্দর...

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম অনেক দিন পরেই আসলেন !
শুভেচ্ছা বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর :)

৫০| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন:
আমি, আঁধারের ব্যাক্তিগত অহংকার ।

মুগ্ধপাঠ অভি, অনেক সুন্দর একটা লেখা!

লেখা তো সেই হচ্ছে!

২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: থ্যাঙ্কস ভাই !
আপনাকে আর আপনার কবিতা দুটারেই মিস করেছি !
ঢাকায় আসছেন ইদানিং ?

৫১| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কি কইবার চাও সোজা সাপটা কও । B-)

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: কিছুই চাইনা , আপনি ফিরে আসছেন অনেক দিন পরে এতেই খুশি সেলিম ভাই :)

৫২| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

জাফরুল মবীন বলেছেন: রৌদ্রের মতো অভিকর্ষহীন -কবিতার মধ্যে বৈজ্ঞানিক উপমা!তাও আবার মাথা ঘোরানোর মত :-B ।রৌদ্র যে অভিকর্ষহীন কখনো ভাবিইনি B:-)

অনেক শুভকামনা জানিয়ে গেলাম ভাই অভি :)

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহহাহা!
ভালো কথা পয়েন্ট আউট করেছেন !
শুভেচ্ছা মবীন ভাই :)

৫৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮

পার্থ তালুকদার বলেছেন: অসাধারন .... ++++

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা পার্থ ! সুন্দর থাকুন !

৫৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

নেক্সাস বলেছেন: এত সুন্দর কবিতা অনেক দেরীতে পড়তে হল ভেবে খারাপ লাগছে।

আমি ,
একটা অদ্ভূত পৃথিবীতে বাস করি , এখানে ধার করা বিশ্বাস বাতিঘরের একাকীত্বের মতোই শূণ্য।

এত সুন্দর উচ্চারণ কবিতাকে করেছে অসামান্য।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস ভাই !
শুভেচ্ছা সব সময়ের !

৫৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ ব্লগ দিবস!!! !:#P !:#P !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;)

৫৬| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: বাংলা শব্দমালার এক শৈল্পিক ব্যবহার দেখা গেল কবির কবিতায়।

২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ !
সুন্দর থাকুন !

৫৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

আলম দীপ্র বলেছেন: নতুন কবিতা কই অভি ভাই ! X( X( X( X(( X(( X(( X(( X(( আপনেরে ছারমু নাহ !

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :(

৫৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: কতদিন হলো কবিতা লিখছেন না।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব শীঘ্রই আসছে , গত কিছুদিন খুব চাপে ছিলাম তাই হয়নি!

৫৯| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৯

সুখ রাজ্যের রাজকন্যা বলেছেন: কথা খুব অল্প
তবু যেন গল্প
দেয় বলে অনেক
থেমে পড়ি ক্ষনেক
দেখে নিই আছে কিছু
মন তার ছোটে পিছু .........
.........
.......।


অনেক ভালো লাগলো । আর গভীর অর্থ ও আছে ।
অনেক অনেক শুভ কামনা । আর আমার জন্য ও দোয়া করবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.