নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিশুন্য প্রবালসন্ধ্যায়

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৯





স্মৃতিশূন্য প্রবালসন্ধ্যায় ভেসে আসে ঘোলাটে সুর ।

একটা হলুদ পাখি , মাধবীলতার ঘ্রাণ ।

জোনাকীদের নৃত্য ।

আমার বুকের ভিতরে ছিন্নসুতোর ঘুড়ি

অতল রাত্রি , সবুজ অন্ধকার ।

রাত্রি গভীর হলেই শুয়ে পড়বো ঘাসফুলেদের গায়ে ,

কম্পনহীন তারার মেলা , পলাতক মেঘের দল !

কোথা হতে যেন বন্ধ্যা গোলাপেরা এসে ভিড় করে ,

নৈঃশব্দ্যের নিদ্রা ছুটি নেয় ।



সহস্র প্রাচীন এই রাত্রির গায়ে , সুর তোলে অরণ্যের বিষন্ন পাখির দল । কখন যেন ওরা সুনীল সমুদ্রে হারিয়ে যায় , এ তল্লাটে তখন নৈঃশব্দ্যের শূন্যতা। অন্ধ আকাশে কারা যেন বিষাদের তৈলচিত্র আঁকতে থাকে , একটি ঘর , ছাইরঙা আকাশ । সমস্ত মহাবিশ্বটাকেই দেখি ক্যানভাস বানিয়ে ফেলছে , আমি দেখি ... একটি পথ । সুনির্দিষ্ট কিছু অভিমান , মুহুর্তে একজোড়া চোখ ... আকাশের বুকে গল্প আঁকছে কে জানি ।



সমুদ্র স্নান শেষে পাখিরা যখন এ তল্লাটে ফিরে আসে , ওদের ঠোটের ডগায় জাগতিক বিভ্রম , সহস্র শঙ্খের হাহাকার ধ্বনি , রক্ত হিম করা গর্জন । সমুদ্র ওদের বিশালতার ভ্রান্তিতে কাবু করে ফেলেছে । থেমে গেছে ওদের সুর ।



ওপাশে কে জানি গল্প এঁকে চলছে আকাশকে ক্যানভাস ভেবে ,একটি পথ ... একজোড়া চোখ ! তেজপাতার ঘ্রাণ পাচ্ছি , সুগন্ধী তেজপাতা ! কৃষ্ণচূড়ায় অভিসম্পাত , তারপর আবার শূন্যতা ।

অরণ্যের ঘুঘুরা এতক্ষণে জেগে উঠলো বুঝি , আকাশে যে গল্প আঁকা হচ্ছে সেই গল্পের সাথে সুর মিলিয়ে ওদের উল্লাসধ্বনি , হাহাকার সবই শুনতে পাচ্ছি ।



এতক্ষণে অর্থহীন একটি অসামপ্ত গল্প আকাশের বুকে আঁকিবুঁকি শেষ । স্মৃতিশূন্য আমাকে স্মৃতি ফিরিয়ে দিতে রাত্রির এই আয়োজন ।



আমি এবার অরণ্যে হন্যে হয়ে খুঁজতে থাকি,

নীলপদ্ম , তোমার প্রিয় বন্য গোলাপ ।

ভোরের আলো ফোটার আগেই

এসব নিয়ে তোমার পাশে এসে বসতে হবে যে ।





মন্তব্য ৭৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৪

অপ্রতীয়মান বলেছেন: কল্পনার আকাশে অনেক দূর ঘুরে আসলাম আপনার অনুভূতি গুলিকে ভর করে।


আমি এবার অরণ্যে হন্যে হয়ে খুঁজতে থাকি,
নীলপদ্ম , তোমার প্রিয় বন্য গোলাপ ।
ভোরের আলো ফোটার আগেই
এসব নিয়ে তোমার পাশে এসে বসতে হবে যে



ভালোলাগা জানিয়ে গেলাম :)

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ অপ্রতীয়মান :)
শুভেচ্ছা রইলো !

২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৮

নাজনীন পলি বলেছেন: খুব সুন্দর লেখনী ++

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা পলি :)
ভালো থাকবেন !

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

চটপট ক বলেছেন: ব্লগে অনেকদিন পর !!

ব্যাস্ত নাকি অভি ভাই ?

কবিতায় ভালো লাগা :)

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা মাহফুজ !
লিখলাম অনেক দিন পর , ব্লগে তো আছিই !
ভালো থাকা হোক !

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৫

আলম দীপ্র বলেছেন: যাক ! এতদিন পড়ে হলেও পেলাম ! :D :D
চমৎকার লেগেছে । ২য় ভালোলাগা ।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা দীপ্র !
সুন্দর থাকা হোক :)

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৮

নীল কথন বলেছেন: সমুদ্র স্নান শেষে পাখিরা যখন এ তল্লাটে ফিরে আসে , ওদের ঠোটের ডগায় জাগতিক বিভ্রম , সহস্র শঙ্খের হাহাকার ধ্বনি , রক্ত হিম করা গর্জন । সমুদ্র ওদের বিশালতার ভ্রান্তিতে কাবু করে ফেলেছে । থেমে গেছে ওদের সুর

চমৎকার। কবিতায় ভালো লাগা।

-কিছু টাইপো। কবিতায় টাইপো কেন জানি চোখে লাগে। তাই বলা। আশাকরি অন্যকিছু ভাববেন না। শুন্য>শূন্য, নৈঃশব্দ> নৈঃশব্দ্য/নৈশব্দ, মুহুর্ত>মুহূর্ত

২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা নীল কথন !
টাইপো গুলো ঠিক করে নিলাম !
ভাল থাকুন :)

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪০

মামুন রশিদ বলেছেন: অনেকদিন পর অভি'র কবিতা পড়লাম, কবিতায় ফিরে পেলাম যেন সেই পুরনো অভি'কে ।


ভালোলাগা++

২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই !
ভালো থাকুন :)

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



যথারীতি সুন্দর কবিতা.... অনেক দিন পর!

অভিকে সেদিন এক ঝলক দেখতে পেয়ে ভালো লেগেছিল... :)

২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই :)
আপনার সাথে লম্বা সময় নিয়ে আড্ডা দেয়ার খুব শখ আমার :)

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর , অভির মতোই স্নিগ্ধ লেখা +++++++++++++

কিন্তু আজকাল এতো কম পোস্ট দেয় কেন অভি?

অনেক শুভকামনা :)

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ভ্রাতা !

কিছুদিন পরে পোষ্টের হার বাড়বে ইনশাল্লাহ :)

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫০

উদাস কিশোর বলেছেন: অন্ধ আকাশে কারা যেন বিষাদের তৈলচিত্র আঁকতে থাকে , একটি ঘর , ছাইরঙা আকাশ । সমস্ত মহাবিশ্বটাকেই দেখি ক্যানভাস বানিয়ে ফেলছে , আমি দেখি ... একটি পথ । সুনির্দিষ্ট কিছু অভিমান , মুহুর্তে একজোড়া চোখ ... আকাশের বুকে গল্প আঁকছে কে জানি ।

মুগ্ধ পাঠ অভি ভাই . . . .
+++

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা উদাস কিশোর :)
সুন্দর থাকা হোক !

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: অনেকদিন পর তোমার পরিচিত ধাঁচের কবিতা পেলাম। পড়তে বেশ লাগল।
সেদিন বলেছ, ব্যস্ত। তাই হয়তো ব্লগে একটু কম দেখা যায়। ব্যস্ততা কাঁটিয়ে পুরো দমে ফিরে অাসার অপেক্ষায়......।

কবিতায় ৭ম ভাল লাগা।


নীল কথন ব্লগারের মন্তব্যটির দৃষ্টি অার্কষণ করছি।
ভীর > ভিড়।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা !
আপনার সাথে আরো কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো লাগতো :)
আশা করি , আবার দেখা হলে দীর্ঘ আড্ডা হবে :)

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৯

মৃদুল শ্রাবন বলেছেন: আমি এবার অরণ্যে হন্যে হয়ে খুঁজতে থাকি,
নীলপদ্ম , তোমার প্রিয় বন্য গোলাপ ।
ভোরের আলো ফোটার আগেই
এসব নিয়ে তোমার পাশে এসে বসতে হবে যে ।


এভাবেই শেষ করতে হয়। এভাবেই শেষ হওয়া ভালো।

কবিতায় ভালোলাগা।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , শেষ টা যাতে এমনি হয় !
শুভেচ্ছা মৃদুল ভাই :)

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৩

আহসান জামান বলেছেন:
খুব সুন্দর, সুপাঠ্য - সাবলীন বুনন।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি :)

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৫

একজন সৈকত বলেছেন:
"রাত্রি গভীর হলেই শুয়ে পড়বো ঘাসফুলেদের গায়ে ,
কম্পনহীন তারার মেলা , পলাতক মেঘের দল !
কোথা হতে যেন বন্ধ্যা গোলাপেরা এসে ভীর করে ,
নৈঃশব্দের নিদ্রা ছুটি নেয় ।"
--- সুন্দর, মনোগ্রাহী!
ভালো থাকবেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ একজন সৈকত :)
সুন্দর থাকুন !

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৭

ভারসাম্য বলেছেন: লাইক বাটন কাজ করেছে অবশেষে। ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বরাবরের মতোই সুন্দর কবিতা।

শুভকামনা অভি ভাই।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)
সুন্দর থাকুন !

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মুগ্ধপাঠ!!! চমৎকার লেগেছে!!

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো গদ্যিয় কবিতিয় মিশ্রিত কাব্য ধাচের লেখাগুলোয় । +++++++

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

ডট কম ০০৯ বলেছেন: কবিতার মধ্যভাগ থেকে শেষতক দারুন উপভোগ করলাম। কবিতায় ভাললাগা রেখে গেলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি এবার অরণ্যে হন্যে হয়ে খুঁজতে থাকি,
নীলপদ্ম , তোমার প্রিয় বন্য গোলাপ ।
ভোরের আলো ফোটার আগেই


ভালোলাগা রইল অভি ভ্রাতা, ভালো থাকুন। ++

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা স্বপ্নচারী :)

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৯

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: হৃদয় ছোঁয়া কাব্যে ভালোবাসা দিয়ে গেলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা শঙ্খনীল !
ভালো থাকুন !

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

জুন বলেছেন: অনেক ভালোলাগা কবিতা স্বপ্নের মতই
১২ নং প্লাস

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ জুন আপু :)
ভালো থাকুন !

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

মুহিব জিহাদ বলেছেন: বাহ! চমৎকার কবিতা,
১৩ নাম্বার পিলাস টা কিন্তু আমার ভাইডি :) :)

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ইঞ্জি :)
সুন্দর থাকা হোক !

২৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই :)

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

সেলিম আনোয়ার বলেছেন: একজোড়া চোখ ! তেজপাতার ঘ্রাণ পাচ্ছি , সুগন্ধী তেজপাতা ! কৃষ্ণচূড়ায় অভিসম্পাত , তারপর আবার শূন্যতা ।

সুন্দর +

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই :)

২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

কাবিল বলেছেন: ভাল লাগল।


চালিয়ে যান, আছি সাথে।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কাবিল :)
সাথেই থাকুন !

২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪

আবু শাকিল বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম।
++

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই :)

২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৪

প্রবাসী পাঠক বলেছেন: অন্ধ আকাশে কারা যেন বিষাদের তৈলচিত্র আঁকতে থাকে , একটি ঘর , ছাইরঙা আকাশ । সমস্ত মহাবিশ্বটাকেই দেখি ক্যানভাস বানিয়ে ফেলছে , আমি দেখি ... একটি পথ । সুনির্দিষ্ট কিছু অভিমান , মুহুর্তে একজোড়া চোখ ... আকাশের বুকে গল্প আঁকছে কে জানি ।


চমৎকার কবিতা অভি ভাই।

১৬ নং ভালো লাগা।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ প্রবাসী ভাই :)

২৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

সাজিদ উল হক আবির বলেছেন: "ওপাশে কে জানি গল্প এঁকে চলছে আকাশকে ক্যানভাস ভেবে ,একটি পথ ... একজোড়া চোখ ! তেজপাতার ঘ্রাণ পাচ্ছি , সুগন্ধী তেজপাতা ! কৃষ্ণচূড়ায় অভিসম্পাত , তারপর আবার শূন্যতা ।" - ছুঁয়ে গেল অভি ভাই! :)

২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আবির ভাই :)

২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

নেক্সাস বলেছেন:
আমি এবার অরণ্যে হন্যে হয়ে খুঁজতে থাকি,
নীলপদ্ম , তোমার প্রিয় বন্য গোলাপ ।
ভোরের আলো ফোটার আগেই
এসব নিয়ে তোমার পাশে এসে বসতে হবে যে ।


কেবল সুন্দর নয় মহা সুন্দর

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস ভাই :)

৩০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০০

শ্রাবণ জল বলেছেন: আমি এবার অরণ্যে হন্যে হয়ে খুঁজতে থাকি,
নীলপদ্ম , তোমার প্রিয় বন্য গোলাপ...
ভোরের আলো ফোটার আগেই
এসব নিয়ে তোমার পাশে এসে বসতে হবে যে...!!

সুন্দর।
সুন্দর।।
সুন্দর।।।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :) :)
ধন্যবাদ , ধন্যবাদ , ধন্যবাদ

৩১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০১

এহসান সাবির বলেছেন: মুগ্ধ!

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সাবির ভাই :)

৩২| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২২

অর্বাচীন পথিক বলেছেন: ভালো লাগলো

শুভ হোক নতুন বছর ২০১৫

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার নতুন বছর ও শুভ হোক !
সুন্দর থাকবেন :)

৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৯

আরজু মুন জারিন বলেছেন: আমি এবার অরণ্যে হন্যে হয়ে খুঁজতে থাকি,
নীলপদ্ম , তোমার প্রিয় বন্য গোলাপ ।
ভোরের আলো ফোটার আগেই
এসব নিয়ে তোমার পাশে এসে বসতে হবে যে ।
:-P :-P :-P

অভির কবিতা অন্যধরনের ।পড়ার পর রিনরিনে আওয়াজ হতে থাকে মাথার ভিতরে ...তার সাথে পিয়ানোর টুংটাং সুর।

অনেক ধন্যবাদ ছোট মিষ্টি ভাইটিকে মিষ্টি কবিতাটির জন্য। ভাল থেক ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: এতো সুন্দর কমপ্লিমেন্ট পেলে দিনটাই ভালো হয়ে যায় ।
অনেক ধন্যবাদ আপু :)
ভালো থাকবেন সব সময় !

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার সব চিত্রকল্প। দারুণ লাগলো কবিতাটা।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে :)
আমার ব্লগে স্বাগতম :)

৩৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৫

জাফরুল মবীন বলেছেন: স্নিগ্ধ ও সুন্দর কবিতা পাঠে মুগ্ধ হলাম।

ধন্যবাদ ভাই অভিকে।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ মবীন ভাই :)
সুন্দর থাকুন !

৩৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,




শুধুই হাহাকারের শব্দ কেন আপনার কলমের আঁচড়ে ?
যে স্বপ্নবাজ তার তো সুনির্দিষ্ট পথ দেখানের কথা .....আকাশের ক্যানভাসে স্বপ্ন বোনার কথা .......

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: পথ খুঁজে বেড়াই। একদিন ঠিকই পথ দেখাবো !
সুন্দর থাকবেন , পাশে থাকবেন সুপ্রিয় আহমেদ জী এস ।

৩৭| ২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

একজন আরমান বলেছেন:
সাবির ভাইয়ের মতো আমিও বলছি, "মুগ্ধ"

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দোস্ত !

৩৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ বসন্ত সাবির ভাই !
আহারে কতদিন আড্ডা হয়না। :(

৩৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩১

মৌসুমী মালা বলেছেন: Khub sundor !!

০১ লা মে, ২০১৫ রাত ১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.